![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন মানুষ,এই পরিচয়ে জন্ম নিয়েছি,তাছাড়া পরিচয় দেয়ার মত বিশেষ কোন গুনাবলি আমার মধ্যে নেই...!এখনো বলার মত কিছু অর্জন করতে পারিনি, আর করতে যে পারব, সে সম্ভাবনাও নেই_______
২০০৬ সাল। মোক্তারপুর ব্রিজের পশ্চিম পাশে কিছুদিন
ছিলাম। নিয়ম করে প্রতিদিন বিকেলে নদীটা দেখাটাই
একমাত্র কাজ, নদীর তীরেই থাকতাম। উপড়ে প্রয়োজন
ছাড়া উঠতাম না। সেদিন হঠাৎ কেনো জানি মনে হলো
একটু এলাকাটা ঘুরে দেখে আসি।
যেই ভাবা সেই কাজ, চলে গেলাম এলাকা পরিদর্শনে।হঠাৎ
এক বাড়ির সামনে গিয়ে বিয়ের গেট দেখে মনে হলো বাড়ি
যাওয়া দরকার।বিয়ের গেট দেখে আর এক পা সামনে যেতে
পারলাম না!
সেই জুন মাসের ৩ তারিখে বাড়ি থেকে গেছি আর বাড়িতে
যাওয়া হয়নি। শূণ্যের সাথে অভিমান করে বাড়ি থেকে চলে
গয়েছিলাম।কার সাথে অভিমান করে কি কারনে অভিমান
করে বাড়ি থেকে চলে গিয়েছিলাম, কিছুই মনে নেই!
বন্ধু-স্বজন যারা আছে সবাই বহু খুঁজল, কোন সন্ধান নেই।
সবাই বহু খুঁজে হয়রান, পাবে কোথায়, কাউকে তো কিচ্ছু
বলে যাইনি।
বিয়ে বাড়ির গেট থেকে ফিরে এসে সন্ধা ৭টায় রওয়ানা
দিলাম বাড়ির উদ্দেশ্যে।
পোস্তখোলা এসে পুরো আড়াই ঘন্টা জ্যামে বসে থাকতে
হলো, জীবনে কখনো এত লম্বা সময় জ্যামে বসে থাকতে
হয়নি! জ্যামে বসে থাকতেই বৃষ্টি নাম, এত বৃষ্টি হলো যা
স্বরনীয় হয়ে আছে আজো।
অবশেষে রাত ১১ টায় সায়দাবাদ এসে পোঁছলাম। এসে
দেখি সায়দাবাদ বৃষ্টির পানিতে ডুবে গেছে! ফুলপেন্ট কে
উপড়ে উঠাতে উঠাতে জাইঙ্গা বানালাম, ফায়দা হলোনা!
ভিজেই গেলো!
সব মিলিয়ে যা অবস্থা, প্রকৃতিও চায়না আমি বাড়ি ফিরে
আসি, এমনটা হওয়ার অবশ্য কারনও ছিল! বহু কষ্টে
সায়দাবাদ থেকে বাসে উঠে বাড়ির দিকে রওয়ানা যাত্রা
শুরু করলাম।
রাত ১টায় বাড়িতে পৌঁছলাম, তখনো ফোঁটা ফোঁটা বৃষ্টি
পড়ছিলা। বাড়িতে পৌঁছেই বের হয়ে গেলাম এলাকাটা
দেখতে, কতদিন হয়ে গেলো এলাকাটা দেখিনা! চিরচেনা
এলাকাটা কেমন যেনো অপরিচিত হয়ে গেলো! সবকিছুই
কেমন জানি পরিবর্তন হয়ে গেছে!
রাতের খাবার শেষ করে বক্স খুলে- সেই বক্স, যে বক্সে
কয়েক শত ফিতা ক্যাসেট, আর জাপানি ন্যাশনাল কালো
রঙের ক্যাসেট রেকর্ডার টা বন্ধি করে রেখে গিয়েছিলাম।
বক্স খুলে কিছু সেড গানের ক্যাসেট নিলাম, আর শুনতে
শুনতে ঘুমিয়ে গেলাম। সেদিন যে ঘুমিয়ে গিয়েছিলাম,আর
জেগে উঠিনি! আসলেই সেদিনই যে ঘুমিয়ে গিয়েছিলাম!
#সেদিন_ছিল_জুলাই_মাসের _ছয়_তারিখ।
©somewhere in net ltd.