![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিঁপড়ার কলোনীতে মানুষের পা পড়েছে। পাশের দালান থেকে শিশু টোটো প্রকান্ড পোকার তান্ডব মুগ্ধ দৃষ্টিতে দেখছে। কিন্তু বয়স্ক পিঁপড়াদের আতঙ্কের চিৎকারে টোটো সত্যিই ভয় পেয়ে ওর মা'কে ডাকলোঃ
-মা! মা! মা...?
টোটোর মা টিটি; শুকনো কাপড় ঝাড়ছিল। কাপড় ঝাড়তে ঝাড়তেই, টোটোর ঘ্যানঘ্যানানিতে বিরক্ত হয়ে জিজ্ঞেস করলোঃ
-কি হয়েছে?
-মা, মানুষ!
টিটি জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল। হাল ছাড়া কন্ঠে মানুষকে লক্ষ্য করে বলল, "বাদ দে। ইতর প্রাণী কোথাকার।"
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫২
গাই ফকস বলেছেন: একে সমমনা না ভেবে টেলিপ্যাথী হিসেবে ভাবতে ভালো লাগছে, হাসান মাহবুব ভাই!
২| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২২
দর্পণ বলেছেন: দারুন
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৩
গাই ফকস বলেছেন: ধন্যাবাদ ভাই!
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৩
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, এভাবে আমিও ভেবেছি। মানুষ না হয়ে অন্য কোন প্রাণী বা কীটপতঙ্গ হলে কেমন হতো আমার চিন্তাধারা!