![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেই কোন ক্রোধ, নেমে গেলেও স্রোত-
সব ফালতু জ্ঞান।
অংশত তা ব্রহ্মচারী অংশত অভিমান
দু'হাত তলা নদীর তলে স্থির শামুকের ধ্যান।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
গাই ফকস বলেছেন: ভাই যখন শামুকখানা দেখছিলাম তখন পেলাম প্রশান্তের গম্ভীর শান্তি। পরে দেখলাম এই দৃশ্য এক ধরণের লে-আউট যার রেফারেন্স অনেক জায়গায় দেয়া যায়। তাই বিমূর্ত্যে প্রতিনিধিত্বে শামুকও বেস্ট। আপনার কথাটা আলো হলেও ভর আছে।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
শায়মা বলেছেন: শামুক!
কবিতা পড়ে একটু ভয় ভয় লাগছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
গাই ফকস বলেছেন: ভয় নাই। শামুকের খোলসে প্রশান্তির শান্ত ভাব ছিল। পানির নীচে ঠান্ডা ধ্যান।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, মানে হলো আমরা নির্বিবাদী, শত অত্যাচারেও টু কথাটি বলিনা, এমনটি নয় তো?