নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা চুল।

গাই ফকস

আপনি যে পরিচয় আশা করেন।

গাই ফকস › বিস্তারিত পোস্টঃ

উন্মাদ মগজের প্রলাপ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

আমি ক্ষমা চাইছি অরোরা
তুমি ঘোর নও তবু ঘোর বলেছি তাই
তোমার ঘৃণাকে দুমড়ে দিয়েছি- হায়!

তোমার অবিশ্বাসের ভেতর বিশ্বাস হয়ে পড়েছি
কালীর কালিমান্তে তোমার সাথে কেঁদেছি
চেতনে থেকেও- নোঙরা জেনেও
ভালোবেসেছি তোমার সান্নিধ্য-
ক্ষমা চাইতে তাই আজ আমি বাধ্য!

হিসাব চেওনা অরোরা-
হিসাবে আমি পরাজিত, তুমি আরোও বেশি।
তবুও হিসেব চাও (!)
আসো একটু বসি।
বসবে না- যাহোক সত্য-
তোমায় ভালোবাসি।

সান্ত্বনা না অরোরা- ভালোবাসি।
তবুও চাইছি ক্ষমা
স্পষ্ট কথা তুমি সুলতানের
তুমি আমার না।

আমাকে ক্ষমা করো অরোরা
আগামী কয়েক কালী'তে আমি মৃত
তোমারই মতন আরেক অরোরা
আমার নোঙরামির কাছে ধৃত
অতঃপর মৃত।

ভালো থেকো অরোরা
ভালোবাসি অ- রো- রা!





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

হাসান মাহবুব বলেছেন: এটা কিছুটা মানুষ হৈছে!

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

গাই ফকস বলেছেন: :||
মানে কি ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.