![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাখালের ফ্যাকাশে ঠোঁট।
মৃত্যু নির্বাক। ভালোবাসা তাহলে কি মরণ? ঘুম'কে জাগানোর জন্য হাত বাড়ালে দেখা যায় ঘুম'ও আর উঠছে না। ঘুমের অবয়বে বস্তুর উষ্ণতা। খোলা মাঠে দর্শক হিসাবে কেবল ভ্যাড়া আছে। তবে ভ্যাড়ার পালে আতঙ্কের আভাস।
গান গাইছে কেবল বাতাস। হঠাৎ একটি ভ্যাড়া ডেকে উঠলে বাকি ভ্যাড়াগুলোও কোরাস মেলাতে থাকে। মৃত্যুর ভয় করছে।
মৃত্যুর চেতনা ভরা ভালোবাসার থই থই। ভ্যাড়াগুলোর ভয় পাওয়ার কিছুই নাই, যা নাই- তা ভাঙানো দরকার।
ভালোবাসার এহেন (!) তাগিদে ভ্যাড়াগুলোর দিকে উদ্যত হলে বাতাসের বেগ বাড়ে। মৃত্যু থমকায়ে যায়। বাতাসের শব্দে সুর আছে। আপাত শতভাগ ভালোবাসা, নিমেষেইে শতভাগ ভয়ে রূপান্তরতি হয়।
মৃত্যু জড়োসড়ো, রাখাল মৃত, ঘুম নিখোঁজ।
বাতাসে বইতে থাকা সুরের সাথে সাথে খোলা মাঠে হঠাৎ শরৎের বর্ষা।
সুর আস্তে আস্তে স্বরে অতঃপর শব্দে পরিণত হয়। শব্দ জুড়ে জুড়ে জন্ম নেয় ভাষা। মৃত্যুর ভেতরকার ভয় ধীর'লয়ে- শুন্যে মেলানো হাহাকার হয়।
বাতাস কাঁদতে থাকে আর মৃত্যুর চারপাশে শুদ্ধতার সঙ্গীত আওড়ায়।
বাতাসঃ আবার ভুল- এবার আমার কাছে আয় মানিক।
মৃত্যুঃ কালী'মা!
কালী-মাঃ ভালোবাসা।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬
হাসান মাহবুব বলেছেন: জোস!