![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মানেই সুখ আর বেদনা, যাতে সবাই খুজে বেড়ায় বেঁচে থাকার প্রেরণা :)
ভুলে যাওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিখ্যাতদের ভুলে যাওয়ার মুহূর্তগুলো যেন একটু অন্যরকম। এমআইটির অধ্যাপক নোবার্ট উইনার অন্যমনস্কতার জন্য বিখ্যাত ছিলেন। একদিন রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখা হয় এক বন্ধুর সঙ্গে। কিছুক্ষণ কথা বলার পর তিনি বন্ধুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার সঙ্গে দেখা হওয়ার আগে কোনদিকে আমার গন্তব্য ছিল বলতে পারো?
বন্ধু বিস্মিত হয়ে বললেন, ‘কেন, ম্যাসাচুসেটস অ্যাভেনিউর দিকে!’
‘ধন্যবাদ তোমাকে’ তার মানে আমার দুপুরের খাবার কাজটা শেষ করে ফেলেছি।
অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড এবং থ্রু দ্য লুকিং গ্রাস এ বই দুটি গণিতজ্ঞ লুইস ক্যারোল লিখেছিলেন তাঁর ছোট বন্ধু অ্যালিসকে আনন্দিত করার জন্য। ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়া বই দুটি পড়েন এবং এতটাই মুগ্ধ হন যে ক্যারোলের লেখা অন্য বইগুলোও তিনি পড়েতে প্রচ- আগ্রহী হন। তা শুনে ক্যারোল রানিকে তাঁর লেখা ‘সিলেবাস অব প্লেইন অ্যালজব্রাইক জিওমেট্রি’ বইটি পাঠিয়ে দেন।
সাইকো-অ্যানালিসিসরত রোগীরা মাঝে মধ্যে সাইকো-অ্যানালিস্টের ওপর চড়াও হয়। এ নিয়ে গিরিন্দ্রশেখর বসুর গল্পটি হলোÑ
রোগীÑ স্যার, গতরাতে স্বপ্নে দেখেছি আপনি নর্দমায় পড়ে গেছেন আর আমি আপনাকে অনেক কষ্টে ওঠাতে চেষ্টা করছি। অথচ আপনি বলেন, আপনার প্রতি আমি রাগ করি।
গিরিন্দ্রশেখের মুচকি হেসে বলেন, আমি অত্যন্ত আনন্দিত আপনার সাহায্য পেয়ে। কিন্তু নর্দমায় আমাকে ফেলেছিল কে?
হিটলার রাজত্বকালে ইহুদি বিদ্বেষের কারণে আইনস্টাইন পালান আমেরিকায়। আইনস্টাইনের দেয়া আপেক্ষিকবাদ তত্ত্ব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এ নিয়ে আইনস্টাইনকে প্রশ্ন করলে তিনি বলেন, আমার আপেক্ষিক তত্ত্ব সত্য হলে জার্মানরা বলবে আমি জার্মান আর ফ্রেঞ্চরা বলবে আমি বিশ্ব নাগরিক। যদি ভুল প্রমাণিত হয় তবে ফ্রেঞ্চরা বলবে আমি জার্মান আর জার্মানরা বলবে আমি ইহুদি।
হিটলার পরিচালিত নাৎসিরা যখন নিষ্ঠুরভাবে ইহুদিদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করছে এটা তখনকার গল্পÑ বার্লিনে ছদ্মবেশী হিটলার ঘুরছিলেন। এক সময় পা পিছলে সাঁতার না জানা হিটলার রাইন নদীতে পড়ে যান। তার চিৎকার-চেঁচামেচিতে পাশ থেকে একটা বালক এসে তাঁকে টেনে তীরে তুললো। হিটলার ছেলেকে বললেন তোমার নাম কি?
ছেলেটি নাম বলতেই হিটলার বললেন তার মানে তুমি ইহুদি। আর আমি হিটলার।
অতঃপর হিটলার প্রাণ বাঁচানোস্বরূপ ছেলেটিকে বললেন, আমি তোমার একটা ইচ্ছা পূরণ করবো, বলো তুমি কী চাও?
ছেলেটি বললো, একটাই অনুরোধ শুধু আমার বাবাকে জানাবেন না যে আমি আপনাকে বাঁচিয়েছি।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
ফয়েজ আহমেদ সৈকত বলেছেন: ধন্যবাদ ।
আসলে বেশীরভাগ মজার গল্পই মানুষের পড়া থাকে
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১১
মহামহোপাধ্যায় বলেছেন: মজা পেলুম।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
ফয়েজ আহমেদ সৈকত বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
রীতিমত লিয়া বলেছেন: বেশ কয়েকটা পড়া ছিল। পোস্টে ভাললাগা।