নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি মুহূর্তেই কিছু না কিছুর শুরু হচ্ছে; শেষ বলে কিছু নেই, তবু শেষটাকে যে খুঁজি আমি!

আমি মুক্তবাতাস

চলতে চলতে হারিয়ে যাওয়া, সে থেকেই নতুন পথের শুরু!...

আমি মুক্তবাতাস › বিস্তারিত পোস্টঃ

প্রথম চিঠি

২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৪



প্রিয় নিশীথিনী,

তুমি কেমন আছো জানি এর কোন সংজ্ঞার্থ নেই । দীর্ঘ দিন বইল তুমি দূর মেরুর কোণে বসে একা এক মস্ত রাণী হয়ে আছো তোমার একার রাজত্বে । দেখা নেই, কথা নেই, আছে শুধু রোমন্থন করার মতো কিছু বিটপ স্মৃতি । ব্যস্ত সময়ের অন্যতম শিকার আজকের আমি শুধু ব্যস্ততা গলাধঃকরণ করি । আজ ঘুম চোখে লিখছি তোমাকে, সত্যি আমিও আজ আবেগের অনূর্ধ্বে উত্তীর্ণ । গান শুনছি_দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি...। তুমি প্রায়ই ভাবো, আমি তোমাকে তোমার অস্তিত্বকে একদিন ভুলে যাব । এও ভাবো, আমি তোমার ছোঁয়ার অনেক বাইরে । সত্যি বলতে, তুমি যেদিন আমাকে ভালবাসি কথাটি জানালে আমার চিন্তার ঊর্ধ্বে থেকে, সেদিন থেকেই তোমার প্রতিটি ইচ্ছে-চাওয়া কে মূল্য দিতে শিখেছি । তোমার ক্ষুদ্র প্রত্যাশা-দ্বয় আমাতে সত্যি আজও ধ্রুব তাঁরা ।

তোমার ভালবাসার প্রতি রইল শুভ কামনা ও একটি বৃদ্ধ কাশফুল ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.