নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি মুহূর্তেই কিছু না কিছুর শুরু হচ্ছে; শেষ বলে কিছু নেই, তবু শেষটাকে যে খুঁজি আমি!

আমি মুক্তবাতাস

চলতে চলতে হারিয়ে যাওয়া, সে থেকেই নতুন পথের শুরু!...

আমি মুক্তবাতাস › বিস্তারিত পোস্টঃ

১৩ নাম্বার বাস

৩১ শে মার্চ, ২০১৪ রাত ৩:২০

ব্যস্ত নগরীর ব্যস্ততায় ছুটে চলা অবিরাম অবিরত

নিজেকে চালনার দায়বদ্ধতায়

এক একটি দিন এক একটি প্রহর

এক একটি জীবনের বেঁচে থাকার গল্প কথা।



শহুরে এ প্রান্ত থেকে ওই-প্রান্তে

নিজেকে যান্ত্রিক পরিহাসে নিমিষে

রেড সিগন্যাল, হরেন, সাইরেন বেজে ওঠার শব্দ

নিয়ন বাতিতে ধৈর্যহারা ক্ষণ।



প্রতিটি বিমর্ষ প্রাণ আর খানিকটা তাগিদ

নিজস্বতা হাড়িয়ে পরবাসে বাধ্যতা

আবারো ছুটে চলছে থেমে থেমে

পথের বাঁ-পাশটা ধরে একে-বেকে।



হাজারো বাসের ভীরে ১৩ নাম্বার বাসটার অসীম যাতনা

ইচ্ছে, কষ্ট, লাঞ্ছনা পুড়ে চলছে ঠিকানায়

যেথায় হাজারো ধৈর্য হার মানে

নিজস্ব নিঃশ্বাস নির্বাকে কষ্ট মোহনায়।



জ্বলে থাকা ইচ্ছে প্রদীপ মনে বেদন আচ কাটে

চোখ জুড়ে কতরকম দৃশ্য মোহড়ায় অন্তরপথ

আর ভেসে উঠা স্মৃতি ব্যক্ত বাসের এপাশ থেকে ওইপাশ

ধৈর্যের শিরা-উপশিরায় নিশ্চল।



ছুটে চলে বাস সংবেদনশীল ভাবে থেমে থেমে

ইচ্ছে বারতার সময় নষ্ট করে

ভাঙ্গা অনুভূতি নিঃশ্চুপ আর্তনাদ

১৩ নাম্বার বাসে চুপচাপ ভেঙ্গেচুরে বিমূর্ত হয়ে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগলো সুন্দর একটি কবিতা পড়ে --------

২| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৫

আমি মুক্তবাতাস বলেছেন: শুভেচ্ছা অফুরান - লাইলী আরজুমান খানম লায়লা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.