![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলতে চলতে হারিয়ে যাওয়া, সে থেকেই নতুন পথের শুরু!...
অপছন্দের মেয়েটির উস্ক লাভ প্রপোজ
এলোমেলো দ্বিধাদ্বন্দ্বের কয়েকটা দিন
অতঃপর 'ইয়েস' ।
আম্মুর মোবাইল করে চুরি মধ্য রাতে ফোন, কথোপকথন ।
ছিল ভালোবাসি, গান-কবিতা রঙধনু দিন ।
প্রথম দেখা করার অপেক্ষা-
রিকশাসময়, হাতেহাত, লজ্জা মাখা চোখেচোখ ।
সাহস করে কাঁধে মাথা রাখার দিন-
দু-এক ফোঁটা ঈষৎ জলের ঋণ ।
ক্লাস ফাঁকির ফন্দি, ঘোরাঘুরি
টাকা বাঁচিয়ে গিফট, চকলেট সাফারি ।
বইয়ের ভিতরে রাখা চিরকুট
চিঠি লিখে ধরা পড়ার গল্পটা অদ্ভুত ।
এমনই ভাবে হল বিগত কয়েকটা বছর
হঠাৎ করেই তৈরি হল অবিশ্বাসের দোসর ।
বদলে গেলো সোনালী গল্পের প্লট
ছিল সেটা স্রেফ মিথ্যের কারণ ।
(১৬১০ তম অকবিতা) ⓒ
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩
আমি মুক্তবাতাস বলেছেন: ধন্যবাদ দেবজ্যোতিকাজল!
এখানে উস্ক মানে 'না জেনে-বুঝে উধা করে' ।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: অ তে অনেক অনেক ভালো লাগা।
+++
উস্ক টা কি?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪
আমি মুক্তবাতাস বলেছেন: ধ তে অনেক ধন্যবাদ!
উস্ক মানে 'না জেনে-বুঝে উধা করে' ।
৩| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:২০
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++++++++
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮
দেবজ্যোতিকাজল বলেছেন: উস্ক মানে কি?
ভাল হয়েছে