নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিটি মুহূর্তেই কিছু না কিছুর শুরু হচ্ছে; শেষ বলে কিছু নেই, তবু শেষটাকে যে খুঁজি আমি!

আমি মুক্তবাতাস

চলতে চলতে হারিয়ে যাওয়া, সে থেকেই নতুন পথের শুরু!...

আমি মুক্তবাতাস › বিস্তারিত পোস্টঃ

সেই প্রত্যয়ে...।

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

কিছু মন খারাপের কোন পিতামাতা নেই, তবু ওরা বেঁচে থাকে ক্ষীণ প্রদীপের নিভু নিভু আলো হয়ে । সেই আলো কেউ কখনো দেখতে পায় না, অথবা দেখানোও যায় না ।
মানুষ সৃষ্টির সেরা জীব হলেও আল্লাহ্‌ তালা মানুষকে কিছু সীমাবদ্ধতা দিয়ে পাঠিয়েছেন । হয়তো বিষণ্ণতা না ভুলতে পারাও একটি সীমাবদ্ধতা (হয়তো) ।
হরেকরকম বিষণ্ণতার মধ্যে কিছু কিছু বিষণ্ণতা এমন যা অনেকটা নির্বোধ, অবুঝ ও ভুলের; যার জন্যে নিজেকে অপরাধীও মনে হতে পারে । যে অপরাধ বোধ নির্ঘুম রাতের গোধূলিতে তোমাকে ভাবিয়ে তোলে, চলার পথে তোমায় থামিয়ে দেয়, প্রশ্নবিদ্ধ করে ফেলে একের পর এক । আল্লাহ্‌ তালা সবাইকে সুস্থ রাখুক, সেই প্রত্যয়ে...।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

পাতার গান বলেছেন: মাঝে মাঝে এমনিই মনটা বেশ চড়া হয়ে থাকে।আবার এত হাসি পায় একাই হাসি। হাসতে চাইনা তবুও হাসি পায়।ইচ্ছা হয় কারো সাথে জোর করে কথা বলি। আবার একটা সময় হয় যখন কেবল একা থাকতেই ভালো লাগে।কেউ বললেও কেমন ভ্রু কুচকে আসে রাগ হয়। এগুলা কি পাগলামির শামিল নাকি প্রকৃতিগত?

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২

আমি মুক্তবাতাস বলেছেন: স্বভাবত সবারই এমন হয় । আপনি যখন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তখন এগুলো হওয়ার সম্ভাবনা কমে যাবে । কাজের আসলে শেষ নেই, মা-বাবা/প্রিয় মানুষটাকে খুশি করার চেষ্টাটাও একটা ভাল কাজ; আমি নিজেও চেষ্টায় থাকি ।
আর আপনি এতো সুন্দর করে গুছিয়ে মনের কথা গুলো শেয়ার করলেন, তার মানে আপনি পাগলামির ধারে কাছেও নেই । পাগলরা এতো গুছিয়ে বলতে পারে না । ধন্যবাদ - পাতার গান ।

২| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০২

বিজন রয় বলেছেন: আপনার জন্য শুভকামনা।
++++

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩

আমি মুক্তবাতাস বলেছেন: আপনার জন্যেও রইল অনেক অনেক শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.