নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

শিক্ষার সাথে সম্পদ

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪১

শিক্ষার সাথে সম্পদ
=============

প্রতিযোগীতামূলক পৃথিবীতে যুদ্ধ করে বেঁচে থাকতে শিক্ষা-সম্পদ দুইটাই অপরিহার্য প্রয়োজন। শুধু শিক্ষা কিংবা শুধু সম্পদ পরিপূর্ন সুখ দিতে পারেনা। শিক্ষা-সম্পদ দুইটার মধ্যে ভারসাম্য রাখতে পারলে ভালো।

যার সম্পদ-শিক্ষা নাই -
যার শিক্ষা-সম্পদ কিছুই নাই সে যেনো জলে ভাসা কচুরীপানা। সমাজে যাষ্ট বেঁচে থাকা মূল্যহীন এক মানব। গরীব হয়ে জন্মানো অপরাধ নয় তবে চেষ্টা না করে গরীব হয়ে মারা যাওয়া অপরাধের মতোই।

যার শুধু শিক্ষা আছে -
শিক্ষাই অমূল্য সম্পদ। শিক্ষাকে অর্থের মাপকাঠিতে পরিমাপ করা সম্ভ্যব না। আমাদের দেশের অধিকাংশ প্রাইমারি স্কুলের শিক্ষকগন অর্থের দিক থেকে গরীব তবে শিক্ষার কারনে সমাজে সম্মানের সাথে বেঁচে থাকে। এই শ্রেনীর মানুষগুলো অর্থের অভাবে জীবনের অনেক সখই পূরন করতে পারেন না।

যার শুধু অর্থ আছে -
আমাদের সমাজে আঙুল ফুলে কলাগাছ ধনী অনেক আছে। অবৈধ উপায়ে উপার্জনে অর্থ-সম্পদের পাহাড় বানায়। তাদের অহংকার/ব্যাবহার চারপাশকে দূর্গন্ধ করে রাখে। তাদের অর্থ-ক্ষমতার ভয়ে সামনে সালাম দিলেও পেছনে বকে-"শালার পুত"। অবৈধ অর্থ উপার্জনকারী/ঘুষখোর/দূর্নীতিবাজ/মাদক ব্যাবসায়ী এই শ্রেনীর অন্তর্ভূক্ত।

যার শিক্ষা-সম্পদ দুইটাই আছে -
প্রকৃত শিক্ষা ও বৈধ ভাবে উপার্জিত সম্পদ মানুষকে প্রকৃত সুখী করে। এই শ্রেনীর মানুষ সাদা মনের হয়। সততার সাথে অর্থ উপার্জন করে। প্রকৃত শিক্ষার আলো হৃদয়ে থাকায় নিজে যেমন সম্মান পান তেমনি অন্যকে যথাযথ সম্মান দেন। শিক্ষার সাথে সাথে অর্থ থাকায় নিজের সখগুলো সঠিকভাবে পূরন করতে পারেন। নিজে উপকৃত হবার পাশাপাশি চারপাশের উপকারে অবদান রাখেন।

- ছবির সুত্র - ব্লগার জ্যাক স্মিথ আমাকে মন্তব্য করেছিলে সেখান থেকে নিয়েছি।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫১

জ্যাক স্মিথ বলেছেন: আপনি ছবিটির খুব ভালো ব্যাখ্যা করেছেন। অনেক সময় একটি মাত্র ছবি হাজারটি বাক্যের চেয়েও অধিক অর্থ বহন করে।
আর হ্যাঁ, সবার ডান পাশে যে ব্যক্তি শুধু ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে আছে ওইডা হচ্ছে আমি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৩

ফুয়াদের বাপ বলেছেন: গতকাল দেওয়া আপনার ছবিটা আমাকে অনেক কিছু ভাবিয়েছে। ছবিটা ফেবুতে আগেও দেখেছি তবে সেভাবে ভাবনায় দোলা দেয়নি। আপনার দেওয়া প্রেরনা এই লেখার ধারনা-ধন্যবাদ আপনাকে।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৪

রানার ব্লগ বলেছেন: ভাই আমার পিছনে কেউ আমাকে কোটিবার হালার পুত বলুক আমার কোন সমস্যা নাই । অর্থ হলে আমি আমার জন্য আমার অনুকূলের পরিবেশ তৈরী করে নিতে পারবো । শিক্ষা আমাকে নৈতিকতা বোধ দেবে কোন সন্দেহ নাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৩

ফুয়াদের বাপ বলেছেন: সহজ সরল জীবন যাপনে পছন্দ করি। চেষ্টা করি যেনে সামনে-পেছনে কেউ হালার পুত তো দূরের কথা মন্দ ভাবনাও না ভাবে। তবে আপনার এই গুনটা সবার থাকে না/পারে না যে নিজ দক্ষতায় প্রতিকূল পরিবেশকেও অনুকূল বানাতে পারা। মেধা অমূল্য সম্পদ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: এই ছবিটি বেশ বহুল প্রচলিত। এবং অধিকাংশ লোকই এটাকে সমর্থন করে।

ছবিটার মূল সমস্যা হচ্ছে, লাইফ, এডুকেশন আর মানি; এই তিনটি বিষয় ব্যাখ্যা করে না। প্রথমজনের কথাই ধরেন, এই লোকের কোন শিক্ষা নাই, টাকা আছে। তার যদি আর একটু কম টাকা থাকতো, তাহলেই কি সে জীবন দেখে ফেলতো? আবার শেষ জনের কথাই ধরেন, তার টাকা-শিক্ষা কোনটাই নাই বলে কি সে জীবন দেখতে পারলো না?

যাই হোক, ছবিটা সাধারণ একটা ধারণা দিয়েছে ধরে নিলে মনে হবে সব ঠিকাছে। আমরা সেটাই ধরে নেই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৫

ফুয়াদের বাপ বলেছেন: ভালো ব্যাখ্যা করেছেন। আমিও চেষ্টা করেছি আমার মতো করে বুঝার। ছবিটাই একটা গল্প।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: প্রচুর সম্পদ থাকলে আর শিক্ষার দরকার নাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৪

ফুয়াদের বাপ বলেছেন: আপনার ভাবনা আপনার কাছে মূল্যবান - সম্মান রইলো আপনার ভাবনায়।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবার আগে শিক্ষা বা সম্পদ অর্জন করতে হয়। সম্পদ বা শিক্ষা অর্জনের জন্য কী কী প্রয়োজন? দুটোই একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে সংশ্লিষ্ট। যারা কোনোদিন শিক্ষার আলো পান নাই, কিন্তু অনেক সম্পদের অধিকারী, সুখের অন্ত নাই, তাদের কাছে শিক্ষার কোনো প্রয়োজনীয়তা বা মূল্য নাই। সমাজে এদের সংখ্যাটা বেশি। আবার যারা শিক্ষা অর্জন করেছেন, মূল্য বোঝেন, কিন্তু সম্পদ নাই, তারা অর্থহীনতার কষ্ট শিক্ষা দিয়ে কতটা পূরণ করতে পারেন, তা অনেক আলোচনার দাবি রাখে।

যাই হোক, সম্পদ বা শিক্ষা অর্জনের জন্য আমাদের যথাক্রমে শিক্ষা বা সম্পদের প্রয়োজন - এটা সাধারণ ভাবে বলা যায়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৫

ফুয়াদের বাপ বলেছেন: যথার্থ সুন্দর বলেছেন।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০২

এম ডি মুসা বলেছেন: সবই কঠিন যে যার স্থান থেকে উপর উঠতে সেখানে জোর জুলুম শুরু হয়ে যায

৭| ২৮ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৫৪

সোনালি কাবিন বলেছেন: সুন্দর বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.