![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উঠবোই, পাহাড়টা ওই... [email protected] fusionfactory.blogspot.com
বৃক্ষ থেকে ঝরে পড়ে পাতা- কানে আসে মিষ্টি শব্দ। বৃষ্টি পড়ে- শব্দ হয়। নদীর স্রোত বয়ে যায়- শব্দ হয়। পাখি ডাকে- কানে আসে শব্দ। বাতাস বয়- শব্দ হয়। শব্দ শোনা যেন বিমূর্ত এক সঙ্গীত। শব্দেরও যেন প্রাণ আছে মানুষের মতোই। একেকটি শব্দের মধ্যে স্তব্ধ হয়ে থাকে একেক ধরনের কল্পনা, অভিজ্ঞতা আর ঘটনা। এমনিতে শব্দ যাযাবর- চিরকাল এক জায়গায় থাকে না, ঘোরে। ফলে শব্দের কোনো চরিত্র নেই। যার সঙ্গে যায়, সঙ্গে সঙ্গে তার হয়ে যায়!
বিশ্বের সবচেয়ে কুৎসিত শব্দ
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে বিশ্বের সবচেয়ে কুৎসিত শব্দ নিয়ে একটি জরিপের ফলাফল প্রকাশিত হয় বছরতিনেক আগে। সেখানে দেখা যাচ্ছে বিশ্বের প্রধান তিনটি কুৎসিত শব্দ হচ্ছে যথাক্রমে বমি করার শব্দ, মাইক্রোফোন ঠিকঠাক করার শব্দ এবং বাচ্চাদের বিলাপের শব্দ। এর বাইরে আরেকটি তালিকা পাবেন এইখানে, যদিও সেটা গবেষণালব্ধ তালিকা বলে মনে হয়নি।
সর্বকালের সেরা ১০ সম্মোহনজাগানো শব্দ
বিশ্বব্যাপী সম্মোহনজাগানো ১০টি শব্দের একটি তালিকা তৈরির চেষ্টা হয়েছিল। তালিকায় অন্তর্ভুক্ত অনেকগুলো শব্দের ব্যাপারে সন্দিহান আমি। তবে সম্মোহনজাগানো প্রধান চারটি শব্দের তিনটির বেলায় দ্বিমত নেই। এই তিনটি শব্দ হচ্ছে- টেলিফোনের ভাইব্রেশনের শব্দ, শিশুদের খিলখিল হাসার শব্দ এবং এটিএম বা ব্যাংকের ক্যাশ রেজিস্টারের শব্দ।
বিশ্বের সবচেয়ে শ্রুতিমধুর শব্দ
এক জরিপে বিশ্বের সবচেয়ে শ্রুতিমধুর শব্দের তালিকায় স্থান পেয়েছে সমুদ্রের ঢেউয়ের শব্দ, দীর্ঘশ্বাস, গাড়ি চলার শব্দ, বৃষ্টির শব্দ, ছোট নদীর প্রবাহের শব্দ, আর দীর্ঘ তালিকায় এমনকি অ্যাকুস্টিক গিটারের শব্দও।
পৃথিবীর বাইরের শব্দ
ঈগল অবতরণ করেছে- জানাচ্ছেন নীল আর্মস্ট্রং, চাঁদে যাওয়া প্রথম মানুষটি। মহাকাশযান ক্যাসিনির অভিযাত্রীরা শনি গ্রহের পাশ দিয়ে যাওয়ার সময় এই শব্দ ধারণ করেছিলেন প্রায় তিরিশ বছর আগে। নাসার সৌজন্যে শুনুন নেপচুন গ্রহ, বৃহস্পতি আর ইউরেনাস গ্রহের শব্দ। হিউস্টন থেকে মহাকাশে উড়াল দেওয়ার পর মহাকাশযান অ্যাপোলোর নভোচারীরা পড়ে গিয়েছিল এক মহা সমস্যায়। সেই আর্তিই বন্দি হয়ে আছে এইখানে। এতো কিছুর পর ব্ল্যাকহোলের শব্দ শুনবেন না, তাও কি হয়! পৃথিবীর বাইরের আরো অনেক শব্দরাজির খোঁজ পাবেন নাসার আর্কাইভে।
ইতিহাসের শব্দরাজি
নেলসন ম্যান্ডেলার সেই অবিস্মরণীয় শব্দমালা- 'সবার জন্য স্বাধীনতা' আজো অনুপ্রেরণা জোগায় পৃথিবীর মানুষকে। কে না শুনেছেন ভ্লাদিমির ইলিচ লেনিনের ১৯১৮ সালের ভাষণ কিংবা মার্টিন কিং লুথারের সেই উচ্চারণ, আই হ্যাভ আ ড্রিম, যা বদলে দিয়েছিল পুরো আমেরিকাকে!
১৯৩২ সালের ১৫ জুলাই এডলফ হিটলারের সেই কন্ঠ ভীতি জাগায় আজো। হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের নাম শোনেননি এমন লোক কমই থাকবে, এখানে শুনুন তার কন্ঠও।
সবে আবিস্কার করেছেন বৈদ্যুতিক বাল্ব, সেটা নিয়েই বলছেন টমাস আলভা এডিসন। আর আলবার্ট আইনস্টাইন বলছেন তার সেই বিখ্যাত তত্ত্ব E=mc^2 নিয়ে। ওদিকে শান্তির বার্তা নিয়ে আমাদের মহাত্মা গান্ধী আছেন এইখানে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দেওয়া অ্যাপলের বিগ বস স্টিভ জবসের অসাধারণ সেই বক্তৃতাই বা বাদ থাকবে কেন! অথবা ওসামা বিন লাদেন? লাদেনের সেই অডিও টেপ, যাতে তিনি ৯/১১-এ আল কায়েদার সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন। আর ভুলি কী করে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভেসে আসা সেই অবিস্মরণীয় চরমপত্রের সম্মোহনজাগানো শব্দ!
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪১
ফিউশন ফাইভ বলেছেন: 'হুমম...'ও একটা শব্দ কিন্তু!
২| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৯
পল্লী বাউল বলেছেন: জানা হলো অনেক কিছু। বিশ্বের সবচেয়ে শ্রুতি মধুর শব্দের মধ্যে বর্ষায় ব্যাঙের ডাকের শব্দ নাই?
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৪
ফিউশন ফাইভ বলেছেন: বর্ষার ব্যাঙের ডাক শ্রুতিমধুর কিনা এ নিয়ে বোধহয় বিতর্ক হবে। যদিও আহা, কতোদিন ওই ডাক শুনি না!
৩| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৪
একরামুল হক শামীম বলেছেন: লেখাটা তো দারুন
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৭
ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ শামীম। মোটামুটি হয়েছে বলা যেতে পারে।
৪| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৬
হাম্বা বলেছেন: .
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫০
ফিউশন ফাইভ বলেছেন: হতাশা কেন? হাম্বা ডাক নেই বলে?
৫| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৬
অপ্রয়োজন বলেছেন: বিরক্তিকর শব্দের গবেষকরা মনে হয় মশার শব্দ শুনে নাই। আর পাশের বা উপ্রের বাসায় নবদম্পতির .... কেন বাদ গেলো কে জানে
ব্ল্যাকহোল শব্দ উৎপাদন করে কেমনে আল্লাহই জানে।
তবে অনেক কিছু জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ।
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫১
ফিউশন ফাইভ বলেছেন: পশ্চিমে কি মশা নেই নাকি? নইলে এটা কেন বিরক্তিকর শব্দের তালিকা থেকে বাদ পড়বে- আমিও বুঝতে পারছি না।
৬| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩০
কালপুরুষ বলেছেন: ভাল পোস্ট। শব্দ সম্পর্কে ধারণা পেলাম। তবে আমার কাছে-
মায়ের ঘুমপড়ানি গান সবচাইতে শ্রুতিমধুর।
ভোরে পাখীর ডাক সবচেয়ে মনোমুগ্ধকর।
লঘু সুরের গীটারের শব্দ সবচেয়ে আনন্দদায়ক।
বেহালার শব্দ সবচেয়ে করুণ ও বিষাদময়।
পটকার শব্দ সবচেয়ে বিরক্তিকর।
রাতের ঝিঁঝিঁ পোকার ডাক সবচেয়ে রোমাঞ্চকর।
রাতে পেঁচার ডাক ও কুকুরের কান্না সবচেয়ে অমঙ্গলকর।
রাতে পানির কল থেকে টপ টপ পানি পরার শব্দ অসহ্য।
দূরপাল্লার রেলগাড়ীর শব্দ বেশ আরামদায়ক।
কয়লার ইঞ্জিনের হুইসেল্ -এ ও পুরোনো দিনের স্টীমারের শব্দ সবচেয়ে চমকপ্রদ।
হাইড্রলিক হর্ণ চরম বিরক্তিকর।
ঘুমের ভেতর কারো নাক ডাকার শব্দ- রীতিমতো টর্চার।
ভ্রমরের গুঞ্জন সত্যি রোমান্টিক।
সবচেয়ে সুন্দর শব্দ- ফোনের অপর প্রান্ত থেকে সুমিষ্ট গলায় কোন মেয়ের কথা বলা।
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১১
ফিউশন ফাইভ বলেছেন: অদ্ভূত চমৎকার একটা তালিকা পাওয়া গেল। এগুলো আমাদের এতো জীবনঘনিষ্ঠ যে, আলাদা করে মনে রাখাটাও কঠিন।
কালপুরুষদা, একটা কাজ কি করা যায়, এমপিথ্রিতে এই শব্দগুলো রেকর্ড করার একটা উদ্যোগ কি নেওয়া যায়? আমিও না হয় হাত লাগালাম দু একটিতে। অন্য ব্লগারদের সাহায্যও চাওয়া যেতে পারে। আমার তো মনে হয়, ব্যাঙের সেই চিরচেনা ডাক অচিরেই হয়তো হারিয়ে যাবে। তার আগেই শব্দগুলো ধারণ করে রাখা জরুরি।
৭| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩৩
কালপুরুষ বলেছেন: মানুষের আর্তনাদ ও গোংগানী সবচেয়ে ভীতিকর।
স্বামী ও সন্তানহারা কোন নারীর কান্না সবচেয়ে বেদনাদায়ক।
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১৩
ফিউশন ফাইভ বলেছেন: এগুলোও গুরুত্বপূর্ণ। তবে লক্ষ্য করবেন, শিশুদের বিলাপ সবচেয়ে কুৎসিত শব্দের মধ্যে স্থান পেয়েছে পশ্চিমা জরিপে।
৮| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫১
বাবুনি সুপ্তি বলেছেন: বাহ! কত রকম শব্দ।! কিন্তু টেলিফোনের ভাইব্রেশনের শব্দ কিভাবে হয়! আমার মাথায় আসে না! এই শব্দ টা আমার কাছে সব থেকে বিরক্তকর!
আর বৃষ্টির শব্দ এর তো কোন তুলনা নেই
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১৫
ফিউশন ফাইভ বলেছেন: টেলিফোনের ভাইব্রেশনের শব্দকে শ্রুতিমধুর তো বলা হয়নি। বলা হচ্ছে, সম্মোহনজাগানো শব্দ। আহ্, বৃষ্টি!
৯| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৫
দূর্যোধনের হাত বলেছেন: আপ্নের পুস্টগুলা জুশ ! প্লাস এবং অবশ্যই শো-কেসে !
মা এর যেকোন কথাই প্রিয় শব্দ
ক্যাশ রেজিস্ট্রার ও প্রিয়
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ ও আফসোস ... আপনিও সেরা ব্লগার হওয়ার যোগ্য দাবিদার ছিলেন
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২২
ফিউশন ফাইভ বলেছেন: থ্যাঙ্ক ইউ দূহা! মায়ের কি কোনো তুলনা হয়?
১০| ২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৮
রনি রাজশাহী বলেছেন: এত জাইন্যা লাভ কি
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২৩
ফিউশন ফাইভ বলেছেন: আসলেই!
১১| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১৭
তীরান্দাজ বলেছেন: ফিউশন ফাইভ@ শব্দ নিয়ে বিশাল গবেষনা করলেন। এই গবেষনার সোর্সগুলো সংগ্রহ পদ্ধতি জানিয়ে দিলে নবীনরা চেষ্টা করে দেখতে পারত।
(+)
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২৬
ফিউশন ফাইভ বলেছেন: গুগল থাকতে আসলে দ্বিতীয় কোনো সোর্স লাগে না। তবে আমি যেটুকু দেখেছি, শব্দ নিয়ে সম্ভবত সব ভাষার ব্লগোস্ফিয়ারে এটাই উল্লেখযোগ্য সংকলন।
১২| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৫
কালপুরুষ বলেছেন: আমাদের এই বিশ্বটা শুধু পশ্চিমাদের দিয়েই নয়। হয়তো ওরা জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-গবেষণা, কারিগরী ও প্রযুক্তি ব্যবহারে আমাদের চেয়ে হয়তো উন্নত। তবে মানবিকতায়,মনন চর্চায় ও সাংস্কৃতিক ভাবে আমরা ওদের চেয়ে পিছিয়ে আছি একথা আমি মানতে রাজি নই। আমাদের কাছে শিশুরা ফেরেশতার মতো। আমাদের শিশুরা মায়ের কোলে কিংবা দাদী-নানীর কোলে কোলেই মানুষ হয় পশ্চিমাদের মতো ডে-কেয়ার সেন্টারে বা ব্রোকেন ফ্যামিলিতে মানুষ হয়না। আমাদের শিশু সন্তানেরা অপুষ্টি ও অনাহারে কাঁদলেও মা তার বুকের দুধ মুখে তুলে দেয় যেখানে পশ্চিমা সমাজের মায়েরা নিজের শারীরিক সৌন্দর্য পরিচর্যায় নিজেকে বিলিয়ে দেয়। সেই দেশের প্রেক্ষাপটে একটা সন্তান বা শিশুর আবেদন কতটুকু সেটা ওরা কতটা বুঝে এ নিয়ে বিতর্ক হতে পারে। আর যে সব স্যাম্পল জরীপের ভিত্তিতে তারা "শিশুদের বিলাপ" কে সবচেয়ে কুৎসিত আখ্যায়িত করেছে তারাও তাদের দেশেরই নাগরিক। আমরা যেখেন শিশুকে ফেরেশতার সাথে তুলনা করি, নিষ্পাপ মনে করি সেখানে এই শিশুদের বিলাপকে কোনভাবেই কুৎসিত বলে মানতে পারিনা। বরং যদি কুৎসিত যদি হয়েই থাকে তবে শুকরের ডাককেই আমি সবচেয়ে কুৎসিত বলবো। এমন কি গরুর ডাকেও একটা মায়া আছে। শেয়ালের ডাকেও সুর আছে। মোরগের ডাকেও পবিত্রতা আছে। সেখানে শিশুর বিলাপ অনেক বেশী মানবিক- মানুষের মনোযোগ আকর্ষণ করে, কুৎসিততো নয়ই। তবে অনেক বাচ্চা অকারনে ঘ্যান ঘ্যান করে- সেটা কিন্তু তার পরিবারের কারণেই শিশুর নিজের কারণে নয়। আপনি বাচ্চাকে কিভাবে মানুষ করছেন সেটাই শিশুর আচরণকে স্পষ্ট করে দেয়।
জানিনা আমার কথাগুলো আপনার মনঃপুত হলো কিনা তবে সেই গবেষকদের বিশ্বের আপামর জনগণ কিভাবে এবং তাদের শিশুরা কেমন আচরণ করে এই বিষয়গুলো অবশ্যই তাদের জানা উচিৎ ছিল।
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৫৬
ফিউশন ফাইভ বলেছেন: আসলে এই সবকিছুই মনে হয় পরিবেশের প্রভাব। পশ্চিমে শেয়ালের ডাক হয়তো কুৎসিত শব্দের মধ্যেই পড়বে, আবার প্রাচ্যে হয়তো সেটা শ্রুতিমধুর। আমার মনে হয় আপনি কবি বলেই সবকিছুর মধ্যেই কিছু না কিছু খুঁজে পাচ্ছেন। গরুর ডাক যেমন, তেমনি শিশুর বিলাপও মায়াময় মনে হচ্ছে। এটা ইতিবাচক। কিন্তু জরিপে নানা ধরনের মানুষের নানারকম মতামত একত্র হয় একজায়গায়। তারপরও বলবো, প্রাচ্যদেশীয় দৃষ্টিভঙ্গি থেকে আপনার অভিমত ঠিকই আছে। আবার পশ্চিমা দৃষ্টিভঙ্গিকেও আমরা খারিজ করে দিতে পারি না।
১৩| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৩
কালপুরুষ বলেছেন: শব্দ রেকর্ড করার বিষয়টি আমার বিবেচনায় রইলো। জীবনের একটা পর্যায়ে শখের বশবর্তী হয়ে অডিও স্পেশালিস্ট ও সাউন্ড রেকর্ডিস্ট হিসেবে অনেকটা সময় ব্যায় করেছি। পুরনো সেই শখে ফিরে যেতে মন্দ লাগবেনা। দেখবো চেষ্টা করে।
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৫৮
ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ। আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকবো। কিন্তু মায়ের ঘুমপাড়ানি গান, ঝিঁ ঝিঁ পোকার কলতান কোথায় পাবেন এই ঢাকা শহরে?
১৪| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩১
রাহা বলেছেন: ভালৈই
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ২:২৪
ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ রাহা।
১৫| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩৮
রাজীব_নন্দী বলেছেন: ফিফাতো বরাবরের মতোই চমকাইয়া দিলেন! পোস্টের কালেকশান দেখে, শুনে আর সেভ করে বালো লাগলো। কালপুরুষ দার আলাপ এই পোস্টকে আরো গতি দিয়েছে। ধন্যবাদ দুজনকেই!
আর হ্যাঁ, সেই লাটভিয়ান অলরেডি এনগেজস্ট! গতকাল ক্লসে সে আমারে কইলো। :!> :>
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ২:২৪
ফিউশন ফাইভ বলেছেন: ঠিকাছে তো! এনগেজড তো বটেই। আমার লগে এনগেজড!
বাই দ্য ওয়ে, ছবিতে আরেকজনকে দেখলাম। ওইটাকেও আমার ভালো লেগেছে। একটু দূতিয়ালি করা কি সম্ভব?
১৬| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১:৪২
রাগিব বলেছেন: ইন্টারেস্টিং লেখা।
তবে বাচ্চাদের কান্নার শব্দকে ইংরেজরা শ্রুতিকটু ধরলো কেনো বুঝতে পারছি না। আমার কাছে তো খুব মিষ্টি লাগলো আপনার লিংকে দেয়া শিশুদের কান্নার সেই শব্দ।
এখানে ব্যাখ্যা হতে পারে, ইন্টারনেটে এই সার্ভেতে অংশ নিয়েছে ১৫-২৫ বছরের পুরুষেরা বেশি। দেশ মত নির্বিশেষে নারীরা কখনও বাচ্চার কান্নাকে শ্রুতিকটু বলবে না -- সেটা আমার বিশ্বাস।
২৪ শে এপ্রিল, ২০১০ রাত ২:২৮
ফিউশন ফাইভ বলেছেন: ওরা ঠিক 'কান্না' বলেনি, বলছে 'বিলাপ'। তাদের কথায় মোহিত হয়েই কিনা জানি না, পোস্টে সংযুক্ত বিলাপের অডিও ক্লিপটা আমার কাছেও কিঞ্চিৎ বিরক্তিকর মনে হয়েছে।
হ্যাঁ, ১৫-২৫ এর পুরুষ হতে পারে, অথবা যেসব মহিলা ডে কেয়ার সেন্টারের নিয়মিত গ্রাহক, তারাও হয়তো অধিকহারে জরিপে অংশ নিয়েছেন।
ধন্যবাদ আপনাকে।
১৭| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৪০
সায়েম মুন বলেছেন: কত শব্দ আর শব্দের খেলা পৃথিবী আর বিশ্বব্রক্ষ্ণান্ড জুড়ে!!!!!!
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৩
ফিউশন ফাইভ বলেছেন: তার ক্ষুদ্র একটি অংশই এই পোস্ট ধারণ করতে পেরেছে।
১৮| ২৪ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:৫২
নিঃসঙ্গ বলেছেন: অনেক কিছু জানলাম।
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৩
ফিউশন ফাইভ বলেছেন: ভালো লাগল।
১৯| ২৪ শে এপ্রিল, ২০১০ ভোর ৬:০১
'লেনিন' বলেছেন: আমার কণ্ঠ কবে যে যুক্ত হবে...
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৩
ফিউশন ফাইভ বলেছেন: সেইদিন আশা করি বেশি দূরে নয়।
২০| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৯:০৪
সোমহেপি বলেছেন: শিশুদের বিলাপ ওদের ডায়রিতে কুৎসিত শব্দ!
দেখতে হবেনা কত বড় সভ্য!
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৬
ফিউশন ফাইভ বলেছেন: অবিবাহিত পুরুষরা মনে হয় জরিপে বেশি অংশ নিয়েছিল। তাই ওই দশা!
২১| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫০
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
হেল ম্যান, হোয়াট অ্যা পোস্ট। সবগুলোলিংকে আপাতত ঢু মারলামনা।
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৭
ফিউশন ফাইভ বলেছেন: মার্টিন লুথার কিংয়ের 'আই হ্যাভ আ ড্রিম' শুনবেন। আন্দোলিত করবে মনকে। আর নেপচুন গ্রহের শব্দ শুনে আমার মধ্যে একধরনের ভীতিকর অনুভূতি তৈরি হয়েছিল। সেটাও শুনে দেখতে পারেন।
২২| ২৫ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৪
জনৈক আরাফাত বলেছেন: শব্দকল্পদ্রুম।
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ২:৩৮
ফিউশন ফাইভ বলেছেন: হুমমম...
২৩| ২৬ শে এপ্রিল, ২০১০ ভোর ৫:৫৩
চতুরভূজ বলেছেন: বিভিন্ন ধরণের শব্দ শুনে খারাপ লাগেনি।
ধন্যবাদ
পুনশ্চ: "এক হাতে বাজানো তালির শব্দ" শব্দের কোন ক্যাটাগরিতে পড়তে পারে বলে আপনার মনে হয়?
২৪| ২৮ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২০
মাসুদুল হক বলেছেন: এ ধরনের বিষয় নিয়ে পোষ্ট হতে পারে দেখেই অবাক লাগলো...প্রিয়তে
২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩২
কাউসার রুশো বলেছেন: পোস্ট এতই ভালা পাইলাম যে সরাসরি প্রিয়তে
কালপুরুষ ভাইয়ের কমেন্ট মনোযোগ দিয়ে পড়লাম। উনার কমেন্টগুলোও পোস্টের মত ভালা পাইলাম। ভাইকে ধন্যবাদ
২৬| ২১ শে মার্চ, ২০১১ সকাল ৮:৩৭
আধাঁরি অপ্সরা বলেছেন: অসাধারন!!
প্রিয়তে!
২৭| ২৬ শে মার্চ, ২০১১ সকাল ৯:২৯
শায়েরী বলেছেন: পিলাস
দারুন
২৮| ১২ ই মে, ২০১১ দুপুর ২:৩৩
জেবাল বলেছেন: চরম ফিফা
২৯| ২২ শে জুন, ২০১১ রাত ১০:০৫
আসফি আজাদ বলেছেন: আই হ্যাভ আ ড্রিম...আসাধারণ!
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৭
তারা ১২৩ বলেছেন: হুমম ......
+++++