নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবর্তন

গৌমূমোকৃঈ

জন্মঃ ১১ই জুন রাজশাহীআমিঃ সাধারণ হতে চেষ্টা করি ভালবাসিঃ মানুষ শখঃ ব্লগিং ও বই পড়াঅবাক করেঃ পৃথিবীগৌমূমোকৃঈ আমার পুরো নাম (গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা) এর সংক্ষিপ্ত রূপ। এই নামকরণের পেছনে কাউকে হেয় করার প্রবণতা নেই বরং সকল ধর্ম-গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।মনের গভীরে জমে থাকা কিছু আজগুবি প্রশ্ন আমাকে স্থির থাকতে দেয় না। তাই নগণ্য কিছু লেখালেখির মাধ্যমে তা প্রকাশ করার চেষ্টা করি মাত্র। সকল কবি/লেখকদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা।কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেড এর একটি বিদেশি বহুজাতিক কোম্পানীতে কাজ করছি।গল্প/কবিতা ছোট বেলা থেকেই ভাল লাগে। তাই ছোট বেলা থেকেই টুকটাক লিখতাম। ২০১০ সালে ব্লগে সেই গুলো প্রকাশ করার পর উৎসাহ পেয়েছি।প্রথম কাব্যগ্রন্থঃ শূন্যতা কল্পনা বাস্তবতা (১লা ফেব্রুয়ারী ২০১৩)।আমি বার বার ফিরে আসি পৃথিবীতেপৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।কবে কে যেন আঘাত করেছিল তাকেসে আঘাত সইতে না পেরেআজও আর্তনাদ করে করে ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে একই ঘূর্ণি পথেএকই কক্ষপথে।কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর সেই আর্তনাদ শুনতে কি চাও তুমিতবে তৈরি থেকোকোনও এক চাঁদ বিহীন মধ্যরাতেকান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।জন্মঃ ১১ই জুন রাজশাহীআমিঃ সাধারণ হতে চেষ্টা করি ভালবাসিঃ মানুষ শখঃ ব্লগিং ও বই পড়াঅবাক করেঃ পৃথিবী। সকল কবি/লেখকদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা।কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেড এর একটি বিদেশি বহুজাতিক কোম্পানীতে কাজ করছি।গল্প/কবিতা ছোট বেলা থেকেই ভাল লাগে। তাই ছোট বেলা থেকেই টুকটাক লিখতাম। ২০১০ সালে ব্লগে সেই গুলো প্রকাশ করার পর উৎসাহ পেয়েছি।প্রথম কাব্যগ্রন্থঃ শূন্যতা কল্পনা বাস্তবতা (১লা ফেব্রুয়ারী ২০১৩)।আমি বার বার ফিরে আসি পৃথিবীতেপৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।কবে কে যেন আঘাত করেছিল তাকেসে আঘাত সইতে না পেরেআজও আর্তনাদ করে করে ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে একই ঘূর্ণি পথেএকই কক্ষপথে।কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর সেই আর্তনাদ শুনতে কি চাও তুমিতবে তৈরি থেকোকোনও এক চাঁদ বিহীন মধ্যরাতেকান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।

গৌমূমোকৃঈ › বিস্তারিত পোস্টঃ

একদিন দশটা দশ মিনিটে

১২ ই জুন, ২০১৩ সকাল ৯:২০



তোমরা আমাদের বন্দী করে রাখছ

অথচ আমাদের ব্যবহার করে করে

উঠে যাচ্ছ তোমারা অনেক ওপরে

আর তোমাদের লাভ হাতিয়ে আনছ।



আমাদের বন্দী করে রেখেছ দোয়াতের ভিতরে

আর বন্দী করে রেখে দিয়েছ কলমের ভিতরে।



বন্দী করে আমাদের

কলমে কলমে

বঞ্চিত করছ ওদের

অনিয়মের নিয়মে।



অথচ শুনে রাখো,

হঠাৎ একদিন আমরা সবাই দশটা দশ মিনিটে

পৃথিবীর সকল অঞ্চল থেকে বীরের মতো দাপটে

একসাথে লাফিয়ে বেরিয়ে পড়বো দোয়াত থেকে

নষ্ট করে দেবো তোমাদের সকল দলীল দস্তাবেজ

ছিটকে বেড়িয়ে পড়বো সব ধরনের কলম এবং বলপেন থেকে

নষ্ট করে দেবো তোমাদের দেহে পরিহিত পরিচ্ছন্ন শার্টের পকেট।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.