![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১১ই জুন রাজশাহীআমিঃ সাধারণ হতে চেষ্টা করি ভালবাসিঃ মানুষ শখঃ ব্লগিং ও বই পড়াঅবাক করেঃ পৃথিবীগৌমূমোকৃঈ আমার পুরো নাম (গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা) এর সংক্ষিপ্ত রূপ। এই নামকরণের পেছনে কাউকে হেয় করার প্রবণতা নেই বরং সকল ধর্ম-গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।মনের গভীরে জমে থাকা কিছু আজগুবি প্রশ্ন আমাকে স্থির থাকতে দেয় না। তাই নগণ্য কিছু লেখালেখির মাধ্যমে তা প্রকাশ করার চেষ্টা করি মাত্র। সকল কবি/লেখকদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা।কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেড এর একটি বিদেশি বহুজাতিক কোম্পানীতে কাজ করছি।গল্প/কবিতা ছোট বেলা থেকেই ভাল লাগে। তাই ছোট বেলা থেকেই টুকটাক লিখতাম। ২০১০ সালে ব্লগে সেই গুলো প্রকাশ করার পর উৎসাহ পেয়েছি।প্রথম কাব্যগ্রন্থঃ শূন্যতা কল্পনা বাস্তবতা (১লা ফেব্রুয়ারী ২০১৩)।আমি বার বার ফিরে আসি পৃথিবীতেপৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।কবে কে যেন আঘাত করেছিল তাকেসে আঘাত সইতে না পেরেআজও আর্তনাদ করে করে ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে একই ঘূর্ণি পথেএকই কক্ষপথে।কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর সেই আর্তনাদ শুনতে কি চাও তুমিতবে তৈরি থেকোকোনও এক চাঁদ বিহীন মধ্যরাতেকান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।জন্মঃ ১১ই জুন রাজশাহীআমিঃ সাধারণ হতে চেষ্টা করি ভালবাসিঃ মানুষ শখঃ ব্লগিং ও বই পড়াঅবাক করেঃ পৃথিবী। সকল কবি/লেখকদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা।কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেড এর একটি বিদেশি বহুজাতিক কোম্পানীতে কাজ করছি।গল্প/কবিতা ছোট বেলা থেকেই ভাল লাগে। তাই ছোট বেলা থেকেই টুকটাক লিখতাম। ২০১০ সালে ব্লগে সেই গুলো প্রকাশ করার পর উৎসাহ পেয়েছি।প্রথম কাব্যগ্রন্থঃ শূন্যতা কল্পনা বাস্তবতা (১লা ফেব্রুয়ারী ২০১৩)।আমি বার বার ফিরে আসি পৃথিবীতেপৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।কবে কে যেন আঘাত করেছিল তাকেসে আঘাত সইতে না পেরেআজও আর্তনাদ করে করে ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে একই ঘূর্ণি পথেএকই কক্ষপথে।কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর সেই আর্তনাদ শুনতে কি চাও তুমিতবে তৈরি থেকোকোনও এক চাঁদ বিহীন মধ্যরাতেকান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।
কবিতা! কেমন আছো তুমি?
কবিতা! এখন তুমি কার?
কতো দিন আমি খুঁজেছি তোমায়
শীতের ভোরে গভীর কুয়াশায়
নতুন আউশের টাটকা পিঠার
মিষ্টি সৌরভে খুঁজেছি তোমায়
অলস দুপুরে ছোট্ট পুকুরের
পাড়ে বসে বসে গভীর মগ্নতায়
হারিয়ে গিয়ে খুঁজেছি তোমায়
হঠাৎ মাছরাঙার মাছ ধরার শব্দে ভেঙ্গেছে চেতনা।
বর্ষণমুখর সন্ধ্যা গুলোতে
রজনীগন্ধা ফোঁটার মুহূর্ত গুলোতে
খুঁজেছি তোমায়
বসন্তের কৃষ্ণচূড়ার সারিতে সারিতে
বাসন্তী রঙের ফুলের মেলাতে
আকাশের গভীর নীলিমায়
গোধূলির তামাটে ধূসরতায়
ধুলো পড়া পুরনো ডাইরির পাতায়
মাঝ রাতে সিগারেট হাতে গভীর চিন্তার মগ্নতায়
শুধুই খুঁজেছি তোমায়।
কবিতা – তুমি কি বর্ষার নদী দেখেছো?
তুমি কি দেখেছো বৃষ্টিরা কিভাবে
নদীর বুকে মাথা লুকায়?
তুমি কি দেখেছো তখন চারিধারে
কেমন শব্দের ছন্দে মুখরিত হয়?
কবিতা – এখন তুমি কার?
কবিতা – এখন তোমার বয়স কতো?
তুমি কি চিরযৌবনা? চির অমর?
নাকি সুনীল গাঙ্গের ৩৩ বছর?
তুমি কি শেলির অজিমান্ডিয়াস?
নাকি তুমি মিল্টনের প্যারাডাইজ।
তুমি কি ভ্যালেরিয়ার কাছে
তলস্তয়ের ভালোবাসার পত্র?
নাকি তুমি রুদ্রের মানুষের মানচিত্র।
তুমি কি জীবনানন্দের বনলতা?
নাকি শামসুর রহমানের স্বাধীনতা।
তুমি কি সেক্সপিয়ারের এ লাভারস কমপ্লিয়ান্ট?
না কি তুমি টি এস ইলিওটের দ্যা ওয়েস্টল্যান্ড।
তুমি কি শেষের কবিতা, রবীন্দ্রনাথের?
তবে তুমি কি অগ্নিবীণা, নজরুলের?
নাকি তুমি পারে লয়ে যাও আমায়, ফকির লালনের।
তুমি কি এমিলির
উইদিন দাট লিটিল হাইভি?
নাকি তুমি রুমির মাছনাভি।
তুমি কি হোমারের অডেছি?
নাকি জন কিটসের অন দ্যা সী।
তুমি কি ওমর খৈয়ামের রুবাইয়াৎ?
নাকি তুমি ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল বালাদ
কবিতা! এখন তুমি কার?
হয়তো তুমি নয় কারোর
কিংবা সকল কবিতা প্রেমিকের
এবং অনাগত কবি লেখকের।
©somewhere in net ltd.