নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবর্তন

গৌমূমোকৃঈ

জন্মঃ ১১ই জুন রাজশাহীআমিঃ সাধারণ হতে চেষ্টা করি ভালবাসিঃ মানুষ শখঃ ব্লগিং ও বই পড়াঅবাক করেঃ পৃথিবীগৌমূমোকৃঈ আমার পুরো নাম (গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা) এর সংক্ষিপ্ত রূপ। এই নামকরণের পেছনে কাউকে হেয় করার প্রবণতা নেই বরং সকল ধর্ম-গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।মনের গভীরে জমে থাকা কিছু আজগুবি প্রশ্ন আমাকে স্থির থাকতে দেয় না। তাই নগণ্য কিছু লেখালেখির মাধ্যমে তা প্রকাশ করার চেষ্টা করি মাত্র। সকল কবি/লেখকদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা।কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেড এর একটি বিদেশি বহুজাতিক কোম্পানীতে কাজ করছি।গল্প/কবিতা ছোট বেলা থেকেই ভাল লাগে। তাই ছোট বেলা থেকেই টুকটাক লিখতাম। ২০১০ সালে ব্লগে সেই গুলো প্রকাশ করার পর উৎসাহ পেয়েছি।প্রথম কাব্যগ্রন্থঃ শূন্যতা কল্পনা বাস্তবতা (১লা ফেব্রুয়ারী ২০১৩)।আমি বার বার ফিরে আসি পৃথিবীতেপৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।কবে কে যেন আঘাত করেছিল তাকেসে আঘাত সইতে না পেরেআজও আর্তনাদ করে করে ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে একই ঘূর্ণি পথেএকই কক্ষপথে।কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর সেই আর্তনাদ শুনতে কি চাও তুমিতবে তৈরি থেকোকোনও এক চাঁদ বিহীন মধ্যরাতেকান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।জন্মঃ ১১ই জুন রাজশাহীআমিঃ সাধারণ হতে চেষ্টা করি ভালবাসিঃ মানুষ শখঃ ব্লগিং ও বই পড়াঅবাক করেঃ পৃথিবী। সকল কবি/লেখকদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা।কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেড এর একটি বিদেশি বহুজাতিক কোম্পানীতে কাজ করছি।গল্প/কবিতা ছোট বেলা থেকেই ভাল লাগে। তাই ছোট বেলা থেকেই টুকটাক লিখতাম। ২০১০ সালে ব্লগে সেই গুলো প্রকাশ করার পর উৎসাহ পেয়েছি।প্রথম কাব্যগ্রন্থঃ শূন্যতা কল্পনা বাস্তবতা (১লা ফেব্রুয়ারী ২০১৩)।আমি বার বার ফিরে আসি পৃথিবীতেপৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।কবে কে যেন আঘাত করেছিল তাকেসে আঘাত সইতে না পেরেআজও আর্তনাদ করে করে ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে একই ঘূর্ণি পথেএকই কক্ষপথে।কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর সেই আর্তনাদ শুনতে কি চাও তুমিতবে তৈরি থেকোকোনও এক চাঁদ বিহীন মধ্যরাতেকান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।

গৌমূমোকৃঈ › বিস্তারিত পোস্টঃ

সময়

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৮



যে সময় বয়ে যায় তা আসে কোথা হতে?

কোথায় সে যায়

চলে গেছি বহুদুর আমি তা খুজতে খুজতে।



সময় চলে যায়

সময় হয়ত আছে পৃথিবীতে

যদিও সে থাকে-থাকুক

আমাদের কি আসে যায়?



আমি দেখেছি সময় বয়ে চলে যায় না

দেখেছিলাম সে আছে স্থবির হয়ে

সেই কবে থেকে কেউ জানেনা

থাকনা সে স্থবির হয়ে

তার মাঝে। কেন আমরা তাকে

টেনে এনে ভাগ করলাম চব্বিশটা ভাগে

অতঃপর একটা ঘড়ির ভেতর আটকে

কেন বন্দী করতে চাই তাকে?



পৃথিবীর আহ্নিক গতি দিন কে করে রাত

আর বার্ষিক গতি মাস কে করে বছর

তাতে সময়ের কি আসে যায়?

কেন আবার তাকে ষাট দিয়ে ভাগ

করে বানাই ঘন্টা,মিনিট বা সেকেন্ডের ঝাঁক?



সেকেন্ড মিনিট ঘন্টা চলে যাকনা

মাস বছর যুগ চলে যেতে থাকনা

ঘুরুক পৃথিবী নিজে কিংবা তার কক্ষপথে

ঘুরুকনা সুর্য নিজে কিংবা সবার সাথে

তাতে সময়ের কি আসে যায়

সময় কি তাতে বয়ে চলে যায়?



যেখানে সুর্য নেই -ঘড়ি নেই

চব্বিশ কিংবা ষাট ভাগ নেই

মহাশুন্য ছাড়িয়ে যেখানে আলো নেই

দিন-রাত মাস-বছর কিংবা কল্পনা-চেতনা নেই

সময় কি সেখানে নেই?

সময় বলে যদি কিছু থাকে-থাকুকনা ঠায় দাঁড়িয়ে

যার নিজের অস্তিত্ব নেই সে কিভাবে যাবে ফুড়িয়ে?



পরিবর্তন হয় সাগরের, পাহাড়ের আর সভ্যতার

ছন্দ আসে শহরের, জীবনের আর বিলাসিতার

জীবন আসে জীবন চলে যায়

তাতে সময়ের কি আসে যায়?



যদি সময় গিয়ে মিশে থাকে কালে

আর কাল যদি মিশে থাকে মহাকালে

তাহলে বিগব্যাং কিংবা মহাকালের আগে

সেই যে সময় শুরু হওয়ার আগে থেকে

যে সময়-শুন্যতা চলে এসেছিল

সে সময়-শুন্যতা কত সময় ধরে ছিল?



সময় বলে যদি কিছু থাকে- থাকনা

কেন তাকে টেনে এনে বাধিয়েছি তালগোল

সময় যদি বয়েই যায়-যাকনা

কেন মানুষের আয়ুর হিসেব কষে করছি হট্টগোল?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.