নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবর্তন

গৌমূমোকৃঈ

জন্মঃ ১১ই জুন রাজশাহীআমিঃ সাধারণ হতে চেষ্টা করি ভালবাসিঃ মানুষ শখঃ ব্লগিং ও বই পড়াঅবাক করেঃ পৃথিবীগৌমূমোকৃঈ আমার পুরো নাম (গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা) এর সংক্ষিপ্ত রূপ। এই নামকরণের পেছনে কাউকে হেয় করার প্রবণতা নেই বরং সকল ধর্ম-গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।মনের গভীরে জমে থাকা কিছু আজগুবি প্রশ্ন আমাকে স্থির থাকতে দেয় না। তাই নগণ্য কিছু লেখালেখির মাধ্যমে তা প্রকাশ করার চেষ্টা করি মাত্র। সকল কবি/লেখকদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা।কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেড এর একটি বিদেশি বহুজাতিক কোম্পানীতে কাজ করছি।গল্প/কবিতা ছোট বেলা থেকেই ভাল লাগে। তাই ছোট বেলা থেকেই টুকটাক লিখতাম। ২০১০ সালে ব্লগে সেই গুলো প্রকাশ করার পর উৎসাহ পেয়েছি।প্রথম কাব্যগ্রন্থঃ শূন্যতা কল্পনা বাস্তবতা (১লা ফেব্রুয়ারী ২০১৩)।আমি বার বার ফিরে আসি পৃথিবীতেপৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।কবে কে যেন আঘাত করেছিল তাকেসে আঘাত সইতে না পেরেআজও আর্তনাদ করে করে ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে একই ঘূর্ণি পথেএকই কক্ষপথে।কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর সেই আর্তনাদ শুনতে কি চাও তুমিতবে তৈরি থেকোকোনও এক চাঁদ বিহীন মধ্যরাতেকান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।জন্মঃ ১১ই জুন রাজশাহীআমিঃ সাধারণ হতে চেষ্টা করি ভালবাসিঃ মানুষ শখঃ ব্লগিং ও বই পড়াঅবাক করেঃ পৃথিবী। সকল কবি/লেখকদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা।কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেড এর একটি বিদেশি বহুজাতিক কোম্পানীতে কাজ করছি।গল্প/কবিতা ছোট বেলা থেকেই ভাল লাগে। তাই ছোট বেলা থেকেই টুকটাক লিখতাম। ২০১০ সালে ব্লগে সেই গুলো প্রকাশ করার পর উৎসাহ পেয়েছি।প্রথম কাব্যগ্রন্থঃ শূন্যতা কল্পনা বাস্তবতা (১লা ফেব্রুয়ারী ২০১৩)।আমি বার বার ফিরে আসি পৃথিবীতেপৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।কবে কে যেন আঘাত করেছিল তাকেসে আঘাত সইতে না পেরেআজও আর্তনাদ করে করে ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে একই ঘূর্ণি পথেএকই কক্ষপথে।কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর সেই আর্তনাদ শুনতে কি চাও তুমিতবে তৈরি থেকোকোনও এক চাঁদ বিহীন মধ্যরাতেকান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।

গৌমূমোকৃঈ › বিস্তারিত পোস্টঃ

নীরব মায়াবী ঘাতক

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০







মওজ করিয়া বুক ফুলাইয়া মারিতেছি লম্বা টান

বুকের ভিতর পুরিতেছি ধূম্র

বলিতেছি আমি অধিক নম্র

স্মার্ট হইয়া গিয়াছি আমি করিতেছি এমন ভান।



কতো ব্র্যান্ডের ধূম্র খাইলাম

সুগন্ধি,মিন্ট বা সাধারণ

নিজেরে যে করিতেছি হরণ

সে বুঝ কি আজও পাইলাম?



নিজের মুখে ঢালিতেছি নিকোটিন

রক্ত বিষ হইতেছে প্রতিদিন

তবুও ধূম্রের সাথে আপোষ

একটু একটু করিয়া নিঃশেষ করিতেছি আমার

প্রাণশক্তি। প্রতিদিন মারিতেছি হাজার হাজার

আমার অস্তিত্বের কোষ।

ফুসফুসে দিতেছি ঢালিয়া ধূম্র কালো

ক্ষত হইতেছে ভেতরের জালিকা গুলো

এর পুরোটাই আমার দোষ।



নিজেই নিজেরে মারিতেছি আমি

হইতেছি মার্ডার কেসের আসামি

মানুষ হত্যা জঘন্য পাপ

তবুও হত্যা করিতেছি নিজেরে

ধুম্রাঘাত করিতেছি বুকের পাঁজরে

শরীরে আমার খুনের তাপ।



যাহ! ধূম্র ছাড়িলাম তোকে আজ

যতোই করিস ভেলকি বাজ

ধূম্র আমি পানিব না আর

যতোই আসুক তেষ্টাচার

ছুড়িয়া ফেলিলাম এস্ট্রে প্যাকেট লাইটার

শপথ করিলাম ভাল হইবার এইবার।



সকালে নাস্তার পরে পরে

ধূম্র আসিয়া ঘোরাঘুরি করে

দুপুরের খাবার খাইবার পরে

ধূম্র আসিয়া পায়চারী করে

বিকেলে যখন চা খাইলাম

কোথায় যেন ধূম্রের গন্ধ পাইলাম

শপথ করিয়াছি পানিব না ধূম্র আর

যতই ভেলকি করুক না ফে্রাবার।



ভুল হইল এইবার অফিসের কাজে

কথা শুনিলাম বসের আজে বাজে

দুঃখ পাইলাম মনে মনে

ধূম্র কোথায় তুমি এই ক্ষণে?



না না ধূম্র আমি আর পানিব না

নিজের শপথ আমি আর ভাঙ্গিব না

বন্ধুর সাথে বাঁধিল গণ্ডগোল

আর বোধয় থাকিবে না মনোবল।



স্ত্রী যখন করিল অভিমান

হৃদয় ভাঙ্গিয়া হইল খান খান

ফস করিয়া জ্বালিলাম ধুম্রকাঠি

আহা! ধূম্র যেন যাদুর কাঠি

ধূম্রই আমার বন্ধু খাটি

ধূম্র ছাড়া জীবনই মাটি।



হায়! নিজেরে আজ বাঁচাইতে চাই

এত দিন নিজের সাথে পারি নাই

হইবে আজ আমার বাইপাস অপারেশন

কে হইবে আজ আমার আপন জন

ছাড়িয়াছিলাম ধূম্রকে আমি

তবে ধূম্র আমায় ছাড়েনি জানি

ব্লক হইয়া গিয়াছে হার্টে আমার

ঐ যে দেখা যায় অপারেশন থিয়েটার

যদি আমি আর নাও আসি ফিরিয়া

তোমরা বন্ধু ধূম্রকে দিও ছাড়িয়া।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার লিখেছেন, সত্যিই আমরা এই মায়াবী ঘাতককে চিনিতে পারিনা, যতোক্ষণ না আমরা মৃত্যু দুয়ারে পৌছি।

আমাদের এটা ত্যাগ করা উচিৎ, এখনই।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫

মামুন রশিদ বলেছেন: হুম, মায়াবী ঘাতকের ডাকে সাড়া না দিয়ে পারি না :(

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

গৌমূমোকৃঈ বলেছেন: প্রিয় সাদা মনের মানুষ, আমি আপনার সাথে সহমত।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

গৌমূমোকৃঈ বলেছেন: প্রিয় মামুন ভাই, আমিও ভাবছি কি করে এই মায়াবী ঘাতক থেকে দূরে থাকা যায়। |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.