![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১১ই জুন রাজশাহীআমিঃ সাধারণ হতে চেষ্টা করি ভালবাসিঃ মানুষ শখঃ ব্লগিং ও বই পড়াঅবাক করেঃ পৃথিবীগৌমূমোকৃঈ আমার পুরো নাম (গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা) এর সংক্ষিপ্ত রূপ। এই নামকরণের পেছনে কাউকে হেয় করার প্রবণতা নেই বরং সকল ধর্ম-গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।মনের গভীরে জমে থাকা কিছু আজগুবি প্রশ্ন আমাকে স্থির থাকতে দেয় না। তাই নগণ্য কিছু লেখালেখির মাধ্যমে তা প্রকাশ করার চেষ্টা করি মাত্র। সকল কবি/লেখকদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা।কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেড এর একটি বিদেশি বহুজাতিক কোম্পানীতে কাজ করছি।গল্প/কবিতা ছোট বেলা থেকেই ভাল লাগে। তাই ছোট বেলা থেকেই টুকটাক লিখতাম। ২০১০ সালে ব্লগে সেই গুলো প্রকাশ করার পর উৎসাহ পেয়েছি।প্রথম কাব্যগ্রন্থঃ শূন্যতা কল্পনা বাস্তবতা (১লা ফেব্রুয়ারী ২০১৩)।আমি বার বার ফিরে আসি পৃথিবীতেপৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।কবে কে যেন আঘাত করেছিল তাকেসে আঘাত সইতে না পেরেআজও আর্তনাদ করে করে ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে একই ঘূর্ণি পথেএকই কক্ষপথে।কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর সেই আর্তনাদ শুনতে কি চাও তুমিতবে তৈরি থেকোকোনও এক চাঁদ বিহীন মধ্যরাতেকান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।জন্মঃ ১১ই জুন রাজশাহীআমিঃ সাধারণ হতে চেষ্টা করি ভালবাসিঃ মানুষ শখঃ ব্লগিং ও বই পড়াঅবাক করেঃ পৃথিবী। সকল কবি/লেখকদের প্রতি রয়েছে আমার বিনম্র শ্রদ্ধা।কর্ম জীবনে এপারেল এন্ড ফ্যাশান ট্রেড এর একটি বিদেশি বহুজাতিক কোম্পানীতে কাজ করছি।গল্প/কবিতা ছোট বেলা থেকেই ভাল লাগে। তাই ছোট বেলা থেকেই টুকটাক লিখতাম। ২০১০ সালে ব্লগে সেই গুলো প্রকাশ করার পর উৎসাহ পেয়েছি।প্রথম কাব্যগ্রন্থঃ শূন্যতা কল্পনা বাস্তবতা (১লা ফেব্রুয়ারী ২০১৩)।আমি বার বার ফিরে আসি পৃথিবীতেপৃথিবী কবে শান্ত হবে তা দেখতে।কবে কে যেন আঘাত করেছিল তাকেসে আঘাত সইতে না পেরেআজও আর্তনাদ করে করে ছুটে চলেছে পৃথিবী একই বাঁকে বাঁকে একই ঘূর্ণি পথেএকই কক্ষপথে।কষ্ট নিয়ে নিয়ে ছুটে চলা পৃথিবীর সেই আর্তনাদ শুনতে কি চাও তুমিতবে তৈরি থেকোকোনও এক চাঁদ বিহীন মধ্যরাতেকান পেতে রেখো হৃদয়ের স্তব্ধ মণিকোঠাতে।
বন্ধু আমার সোলাইমান
বলল আমি মুসলমান
জাকাত আমায় দিতে হবে
আমি ইসলামের পথে
আল্লাহর এই আদেশ মেনেই
আমি আল্লাহর সাথে।
সঙ্গে আমায় নিয়ে
এক মসজিদেরই পাশে
বলল আমায় এইখানে এক
ফেকা স্পেশালিষ্ট বসে।
অনেক খানিক অপেক্ষার পর
ফেকা স্পেশালিষ্ট এলো
বন্ধু আমার সালাম দিয়ে
কেমন আছেন জানল
ওয়ালাইকুম বললেন তিনি
গম্ভীর তার ভাবখানি
জানলেন তিনি কে আমি
কেমন যেন দৃষ্টিখানি
বসলাম আমরা মসজিদের এক
মিম্বারেরই পাশে
শুরু হল আলোচনা
হিসাব-নিকাশ কষে।
বন্ধু আমার জানতে চাইল
কত হবে জাকাত
জাকাতই আমার আসল
আখিরাতের আবাদ।
ফেকা স্পেশালিষ্ট বললেন হেসে
কত আছে বছর শেষে
সব খরচের পর?
বন্ধু জানায় নিচু স্বরে
সব কিছু কেনার পরে
হাজার কোটি টাকা আছে
কত দেব তার থেকে
বলুন এই বছর।
জবাব দিলেন তিনি
নিয়ম অনুসারে
আড়াই পারসেন্ট হারে
পঁচিশ কোটি টাকা
জাকাত হতে পারে।
বন্ধুর মুখ মেঘলা হল
একি বলছেন হুজুর!
হয়ে যাব ফতুর
ইনকাম আমার হালাল
নেই কোনও চতুর
ফতুয়া একটা বাতলে দিন
নইলে হয়ে যাব বিলীন।
ফেকা স্পেশালিষ্ট একটু হাসলেন
নরম সুরে ফতুয়া দিলেন
ঋণ-কর্য থাকে যার
সম্পদের চেয়ে বেশি
জাকাত বিধান নেইকো তার
এবার হবেন খুশি
যদি আপনি পারেন
ব্যাংক থেকে ঋণ নিন
ঋণ নেবেন অবশ্যি
হাজার কোটির একটু বেশি
জাকাত আপনার হবে মাফ
থাকবেন কিন্তু পাক সাফ
রমজান মাস শেষ যখন
ঋণ ফেরত দেবেন তখন।
বন্ধুর মুখে হাসি ফুটল
হাত যখন মেলাচ্ছিল
মোটা একতা খাম ছিল
হাদিয়াটা মন্দ নয়
হিসাব-নিকাশ এমনই হয়।
©somewhere in net ltd.