নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

এখানে এক নদী ছিলো .........ছবি ব্লগ

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

"এখানে এক নদী ছিলো" (Click This Link )এই শিরোনামে আমার পোষ্টটির বক্তব্যের সাথে মিলিয়ে কিছু ছবি দিতে চেষ্টা করলাম । প্রথম ছবি ব্লগ । ত্রুটি মার্জনীয় -







শুকিয়ে যা্ওয়া নদীর বুকে একদিন হুতাশন.... রায়ের বাজার । ঢাকা






শুকিয়ে গেছে গড়াই ...





দুই পাড় ভরে গেছে তার.... হার্ডিঞ্জ ব্রীজ ।





নদী শুকায়.. আমার বেলা যে যায় .... ফেলি জাল ...





রাসায়নিক দূষনে বিবর্ণ ধরিত্রী .... সাভার ।





বয়ে আনা পলিথিনে জীবিকার অন্বেষন ...





কি দোষে কপোতাক্ষ ........





চৌচির ..... আল্লাহ মেঘ দে পানি দে...





বিষে বিষে নীল বুড়িগঙ্গা





কুলু কুলু রবে বয়ে যাওয়া সুরমা আজ ধুকে ধুকে চলে, তাকে বাঁচানোর আন্দোলনে নেমেছে মানুষ





কষ্টের পাড়ি... বুড়িগংগায় আজ যেন কচুরী পানার ঘর বসতি





প্রমত্তা টিপাই মুখ নদী আজ মুখ লুকিয়ে চলে





কোন চিত্রকরের আঁকা বর্নিল ছবি ...নাকি নদীতে বর্জের মিতালী !



কুমিল্লার একদা দুকুল ভাঙ্গা গোমতী কি আর স্বরূপে ফিরবে কোনদিন?





সেতুবন্ধ ... পারাপার ...





[সংগৃহীত নেট থেকে]



কৃতজ্ঞতা স্বীকার - পোষ্টটির এই নতুন রূপটির জন্যে আমি সহ-ব্লগার "জুন" এর কাছে সবিশেষ কৃতজ্ঞ । তাঁর সহযোগিতা না পেলে হয়তো পোষ্টটি প্রথম দিনের মতোই অসুন্দর থেকে যেতো ।

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

রেজোওয়ানা বলেছেন: ভাইয়া আপনার ঐ পোস্টটি চমৎকার ছিল!

এটায় ছবি গুলো পোস্টের মধ্যে আসেনি! ছবি পোস্টের ভেতরে এড করার জন্য আগে পোস্টের ভেতরে কার্সর দিয়ে পজিশন সিলেক্ট করেন, তারপর ছবির উপর রাইট বাটন ক্লিক করলে দেখেবন 'ইনসার্ট' বাটন আশে, সেটায় ক্লিক করলেই চলে আসবে (আগের সিস্টেমে)

আর নতুন সিস্টেমে যদি আপকরেন, তাহলে ছবি আপলোড হবার পরে ইনসার্ট করবেন, এর আগে অবশ্যই পোস্টের বডিতে কার্সর দিয়ে পজিশন সিলেক্ট করে নেবেন!

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

আহমেদ জী এস বলেছেন: রেজোওয়ানা ,
অসংখ্য ধন্যবাদ আপনার সাহায্যের বাড়িয়ে দেয়া হাতের জন্যে ।
এটি আমার পুরোনো সমস্যা । ছবি লোড করার সামুর নতুন ভার্সনের পর থেকেই এই সমস্যার শুরু । নতুন ভার্সনে নিয়ম মেনে "ইনসার্ট" ক্লিক করার পরে আমার স্ক্রীনটি একদম সাদা হয়ে যায় । পোষ্টটিও গায়েব হয়ে যায় । জানিয়েছি সামুকে । প্রতিউত্তর পাইনি ।
"নতুন ব্লগ লিখুন" এখানে ক্লিক করলে মাঝে মাঝে ছবি দেয়ার পুরোনো ভার্সনটি চলে আসে । সেটিই এখোন ভরসা । তাও ছবি আসবে কি আসবেনা তারও কোনও ঠিক ঠিকানা নেই । তার প্রমান এই ছবি ব্লগটি । চার চারবার চেষ্টার পরে এই 'মুশিক প্রসব" হয়েছে ! যে ছবিই দিতে চাই তা সব গিয়ে হাজির হয় একদম নীচতলায় !!!!!!!!
আপনাদের এমোন ঝামেলায় যে পড়তে হবে এটা ভেবেই আগেভাগে লিখে রেখেছি - "ত্রুটি মার্জনীয় -"
:D :(

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০

জুন বলেছেন: অত্যন্ত মর্মস্পর্শী ক্যাপশনে লেখা আমাদের নদী ছিল ছবি ব্লগ আপনার আগের পোষ্টে পুর্নতা দিয়েছে।আপনার পছন্দ করা প্রতিটি ছবিই অসাধারন ।
+

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

আহমেদ জী এস বলেছেন: জুন,
হুমম..... অনেক কষ্ট করে এই পোষ্টখানিকে সঠিক ফর্মে নিয়ে আসতে হয়েছে । একদম প্রথম দিনটির মতো নেই । সব ছবি নীচে ছিলো প্রথম যখোন পোষ্টটি দিয়েছি। এখোন ঠিক হয়েছে ।
আপনারই কারনে । নইলে এটা আমার পক্ষে সম্ভব ছিলোনা ।

ধন্যবাদ আপনাকে আমার প্রচেষ্টাকে অসাধারন বলায় ।

আপনি ও কিন্তু কম অসাধারন নন !

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

নীড় ~ বলেছেন: +

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

আহমেদ জী এস বলেছেন: নীড় ~

ধন্যবাদ পোষ্টটি দেখার জন্যে এবং প্লাস দেয়ার জন্যেও ।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন: সুন্দর +

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

আহমেদ জী এস বলেছেন: ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার,

আপনার নিকের মতোই বলি - থ্যাকস দ্য ধন্যবাদ । রিডিং দ্য পড়ার জন্যে .....

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

আমিনুর রহমান বলেছেন: এখানে এক নদী ছিলো ...............

চৌচির ..... আল্লাহ মেঘ দে পানি দে... :( :( :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান,

অবাক হলেন কি খুব !

এই ই আমাদের নিয়তি ! প্রকৃতির সকল দানকে নিজেদের অবিমৃষ্যকারিতায় ভেঙ্গে চৌচির করে ফেলা ....

যা আমাদের চোখের সামনেই ঘটছে নিয়ত ।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: নদীর শুকনো মাটির চেয়ে ফাটা মনে হয় আমাদের চেতনা!!!

আজো কি ভীষণ নির্লিপ্ততায় ঘূমিয়ে.. আন্দে ভাসছি হাসছি... সাক্ষাত দেশ জাতির মৃত্যুকে স্বচক্ষে দেখেও...

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



পোষ্টটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন , সচেতন থাকুন এমনি করেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.