নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

ভেঙে ভেঙে যায় .....

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৯


ভেঙে ভেঙে যায় .....

যতোই ফুঁসে ওঠা ঢেউ ভাঙুক তীরে
তাকেও তো ফিরতেই হয় মাঝ দরিয়ায় !
পুনরায় .....
আবার নতুন করে ফুঁসে ওঠা , ভেঙে পড়া
মাথা কুটে মরা, কারো বুকে ।

যতোই শেকড় হোক নিম্নগামী ক্রমাগত
মাটির গহীনে, তাকে বিশ্বাস কী করা যায় !
পুনরায় .....
কোন অতলে সে ডুবে যাবে কার খোঁজে
কার কাছে থিতু হবে নিজ সুখে ।

যতোই পাখি হোক পালতোলা ঢেউ
জানবেনা কেউ, ভর করে রুপোলী ডানায়
পুনরায় ...
যাবে তো উড়ে বহুদূরে কিশোরী মেঘে
দোহায় ভেসে ভেসে, চোখের পলকে !

যতোই রংয়ে আঁকা মুখ, ভালোবাসুক
তা যে ছড়াবেনা ক্ষত মনের জানালায়
পুনরায় ...
কে জানে তারে , বাহুডোরে রবেনা বাঁধা
উধাও করে দেবে রাজ্যপাট, অলখে !

মন্তব্য ১০০ টি রেটিং +১০/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৬

শায়মা বলেছেন: ভাইয়া কাকে বাহুডোরে বাঁধতে চাচ্ছো শুনি???

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৮

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



বাঁধাছাঁধা শেষ । এখন ---- ছেড়ে দে মা , কেঁদে বাঁচি অবস্থা ।

কিন্তু কবিতা ( না কি কবতে... ?) কেমন হলে বললেন না তো !

ভালো থাকুন ।

২| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৮

ফেরেশতা বলছি বলেছেন: ভালো লাগলো লেখাটা। শুভেচছা নিবেন।

১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৬

আহমেদ জী এস বলেছেন: ফেরেশতা বলছি ,


ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

শুভেচ্ছা রইলো আপনার জন্যেও ।

৩| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১২

শাহাদাত হোসেন বলেছেন: ভালো লিখেছেন ।

১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:১০

আহমেদ জী এস বলেছেন: shahadath hossain ,



আমারও ভালো লাগলো মন্তব্যটুকু ।
শুভেচ্ছান্তে ।

৪| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম প্লাস।

কবিতায় ভালো লাগা।

১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,


প্রথম প্লাসে ভালো লাগা ।
সব সময় সাথে থাকেন বলে দিশে খুঁজে পাই ।

ভালো থাকুন ।

৫| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৩

জেন রসি বলেছেন: ভেসেই যাক সব মেঘে মেঘে
কিংবা ঢেউয়ের অতল গভীরে!

কবিতা ভালো লেগেছে। :)

+++

১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৭

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



বাহ..... বেশ বলেছেন , ভেসেই যাক সব মেঘে মেঘে !

ভালো লেগেছে জেনে খুশি হলুম ।
রাতের শুভেচ্ছা ।

৬| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০০

শায়মা বলেছেন: কবতে তো ভালোই হইসে ভাইয়া!!!!!!!

বাঁধা ছাঁদা দেখে ভাবলাম হায় হায় কে বাঁধন কেটে গেলো আবার তোমার !!!!!!!!!

ভাবীজি নাকি????????? :P

১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪২

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



বাঁধন তো ঐ একটাই ! বেঁধেও রাখেনা , কেটেও যায় না রশি ছেঁড়া বকনার মতো ! :((
বুঝলেন কিছু ? পার্মান্যান্ট সেলফ ইমপ্রিজনমেন্ট .....

৭| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০১

শায়মা বলেছেন: জেন রসি বলেছেন: ভেসেই যাক সব মেঘে মেঘে
কিংবা ঢেউয়ের অতল গভীরে!

কবিতা ভালো লেগেছে। :)

+++


জিনিভাইয়া!!!!!!!!!!!!!!!!!!

জি এস ভাইয়াকে কোথায় ভাসায় দিতে চাচ্ছো শুনি?????????

১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,


আপনার জী এস ভাইয়ার এখন এই গানটি গাইতে ইচ্ছে করছে ----

আমায় ভাসাইলি রে
আমায় ডুবাইলি রে এ এ
অকুল দরিয়ার বুঝি
কুল নাইরে.....

জেন রসি যেন রশি দিয়ে বেঁধে রাখে । এমনিতেই বর্ষার পানিতে রাস্তাঘাট সয়লাব , নদীতে ভরা বান ; ভাসতে ভাসতে আবার মিয়ানমারে না গিয়ে ঠেকি !

৮| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১১

জেন রসি বলেছেন: যা কিছু ফুসে উঠার মত ঝড় আনে
উড়িয়ে দেয় সব সুখ বিষাদের বানে!
তা সব ভেসে যাক অন্য আকাশ পানে। :)

নদী ভাইয়ের পরী খালা, উপরের তিন লাইনে উত্তর আছে!!! :)

১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,


নদী ভাইয়ের পরী খালা ? বাহ বেশ তো !
"লাল পরী, নীল পরী সবার সাথে ভাব করি" ষ্টাইল ?

অন্য আকাশ পানে কেন যাবে ? নিজের একটি আকাশ থাকতে ?

৯| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:২০

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,



ধন্যবাদ সাথে থাকার জন্যে ।

১০| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৬

সুমন কর বলেছেন: পূনরায় .....
আবার নতুন করে ফুঁসে ওঠা , ভেঙে পড়া
মাথা কুটে মরা, কারো বুকে।


চাইলেও আমরা নিজের মতো করে বাঁচতে পারিনা !!

কবিতায় ভালো লাগা।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৩

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,



চাইলেই নিজের মতো করে বাঁচা যায় । যদি জীবনটাকে ভালোবাসা যায় , জীবনের মতো করে ।

ভালো লাগার জন্যে ধন্যবাদ ।
ভালো থাকুন আর সুখে ।

১১| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৮

আমিনুর রহমান বলেছেন:



ভেঙ্গে যাওয়ার কবিতায় +

১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৭

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান ,



প্লাস দেয়াতে ভালো লাগলো ।

[ অঃ টঃ--- অনেকদিন পরে । ভালো তো আপনি ? ]

১২| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১২

লেখোয়াড়. বলেছেন:
কবিতা ভাল হয়েছে। বিষয় কিংবা বক্তব্য।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৩

আহমেদ জী এস বলেছেন: লেখোয়াড়. ,



লেখায় যদি কিছু বিষয় বা বক্তব্য না ই থাকে তবে লেখা আর লেখা হয়ে ওঠেনা । লিখতে পারা কোনও কঠিন কিছু নয় , কঠিন হলো আপনি কি বোঝাতে চাইছেন, তা ।

সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ ।

১৩| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: সম্ভব অনেক কিছুই। বাস্তব কি হবে সেটা আমাদের হাতেই কিন্তু!

শুভ বিকেল।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৭

আহমেদ জী এস বলেছেন: প্রোফেসর শঙ্কু ,




ঠিকই বলেছেন , বাস্তবের নকশাদার আমরাই । যে যে ভাবে তাকে আঁকে ।
শুভ রাত্তির ।

১৪| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৪

জুন বলেছেন: যতোই শেকড় হোক নিম্নগামী ক্রমাগত
মাটির গহীনে, তাকে বিশ্বাস কী করা যায় !
পূনরায় .....

কি অসাধারন বাক্য বিন্যাস আহমেদ জী এস ,
কি দক্ষতায় একেছেন চোখের নিমেষে বিশ্বাস ভেঙ্গে দেয়া কোন এক উছৃঙ্খল রমনীকে ।
বাক্যবিন্যাসে আপনার মুন্সীয়ানাকে অনেক অনেক দূর এগিয়ে রাখতেই হয়।
ভালোলাগলো অনেক ।
+

১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:১১

আহমেদ জী এস বলেছেন: জুন ,



সুন্দর মন্তব্যে ধন্যবাদ ।

কি করে বুঝলেন যে বিশ্বাস ভেঙ্গে দেয়া কোন এক উছৃঙ্খল রমনীকে নিয়ে লেখা ? আমি পুরুষ বলে ?
ভালো করে খেয়াল করলে দেখবেন , এটা পুরুষ আর নারী দুজনার বেলাতেই প্রযোজ্য । যে যে ভাবে দেখেন ।

আপনার ভালো লেগেছে জেনে এই কবিতাটির একটি সম্পুরক কবিতা এখানেই দিচ্ছি । তাহলে হয়তো আপনার ভুল ভাঙলেও ভাঙতে পারে । ইচ্ছে ছিলো পরে পোষ্ট করবো । এটা আপনাকেই উৎসর্গিত হলো ---

যতোই ফুঁসে ওঠা ঢেউ ভাঙুক তীরে
তাকেও তো ফিরতে হয় মাঝ দরিয়ায় !
পূনরায় .....
আবার নতুন করে ফুঁসে ওঠা , ভেঙে পড়া
মাথা কুটে মরা, সেই তীর এরই বুকে ।

যতোই শেকড় হোক নিম্নগামী ক্রমাগত
মাটির গহীনে, তাকে আসতেই যে হয় !
পূনরায় .....
বনষ্পতি ছায়, ভীরু পা’য় বাতাসের খোঁজে
থিতু হতে তার নিজ সুখে ।

যতোই পাখি হোক পালতোলা ঢেউ
যাক উড়ে, ভর করে রুপোলী ডানায় !
পূনরায় ...
ফিরতেই হয়, সেই তো আবার ডালে
নিজ ছোট ঘরে, চোখের পলকে !

যতোই বাড়ুক ক্ষত, নিরত নিমখুনে
তারও তো আছে শেষ , এক গোধূলি বেলায়
পূনরায় ...
জানালায় এঁকে দেবে নিখুঁত রাজ্যপাট
নিমিষে উধাও ব্যথা, মনের অলখে !


এবার খুশি তো ? শুভ রাত্রি ।

১৫| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৪

শায়মা বলেছেন: জেন রসি বলেছেন: যা কিছু ফুসে উঠার মত ঝড় আনে
উড়িয়ে দেয় সব সুখ বিষাদের বানে!
তা সব ভেসে যাক অন্য আকাশ পানে। :)

নদী ভাইয়ের পরী খালা, উপরের তিন লাইনে উত্তর আছে!!! :)


হায় হায় সেটা কি মহা প্রলয়!!!!!!!!!!!

আর আমি নদীভাইয়ার খালা না!!!!!!!!!!! আমি এত বুইড়া ছেলের খালা হতে পারবোনা!!!!!!:(

১২ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০২

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



সেরেছে !!!!!!
দাবার ঘুটি সাজিয়ে রেখেছি বোধহয় এখানে ! আপনারা ইচ্ছেমতো চাল দিচ্ছেন যে বড় ?
জেন রসি না হয় , রসিক বালক ( :P ) আপনারও রসিক হতে বাঁধা কোথায় ? না হয় হলেনই একখানা পরী , লাল কিম্বা নীল ? ফুল পরী হলেই বা ঠেকায় কে ?
আর নদীর "খালা" ? খালা না হতে ইচ্ছে করলে, একটা আ'কার এর ঠ্যাং (া) বাদ দিয়ে নদীর "খাল" হয়ে যান । এখন বাদল ছেয়ে আছে দিগন্ত , ছলাৎ ছলাৎ হয়ে উঠুন এই ভরা ভাঁদরে ।

( নিতান্তই মজা করার জন্যে এরকম জবাবটি দিলুম )

১৬| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো শ্রদ্ধেয়।

বিশেষত প্রথম দুটো পঙক্তি

যতোই ফুঁসে ওঠা ঢেউ ভাঙুক তীরে
তাকেও তো ফিরতেই হয় মাঝ দরিয়ায় !


অসাধারণ!!!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

১২ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৬

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,



খুব ভালো লাগলো মন্তব্যখানি ।
শুভকামনা রইলো আপনার জন্যেও ।

সময়গুলো আপনার হয়ে উঠুক রঙীন ।

১৭| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৩

জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: জেন রসি বলেছেন: যা কিছু ফুসে উঠার মত ঝড় আনে
উড়িয়ে দেয় সব সুখ বিষাদের বানে!
তা সব ভেসে যাক অন্য আকাশ পানে। :)

নদী ভাইয়ের পরী খালা, উপরের তিন লাইনে উত্তর আছে!!! :)


হায় হায় সেটা কি মহা প্রলয়!!!!!!!!!!!

আর আমি নদীভাইয়ার খালা না!!!!!!!!!!! আমি এত বুইড়া ছেলের খালা হতে পারবোনা!!!!!!:(


বুইড়া ছেলের খালা হবেন কেন???

আপনি ইয়ং নদী ভাইয়ের বুড়ি খালা!!! ;)

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৩

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



উপরে আপনার মন মতো জবাব দিয়েছি ( মন্তব্য নং ১৫) ।

ভালো না লাগলে পয়সা ফেরৎ =p~

১৮| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৫

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,


অনেকদিন পরে আপনার মন্তব্য দেখে ভালো লাগলো ।

শুভেচ্ছান্তে ।

১৯| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:১২

শায়মা বলেছেন: আমায় ভাসাইলি রে
আমায় ডুবাইলি রে এ এ
অকুল দরিয়ার বুঝি
কুল নাইরে.....


গাও গাও ভাইয়া! গেয়ে রেকর্ড করে আমাদেরকে শোনাও!!!!!!

জিনিভাইয়া নদীভাইয়া ইয়ং নাকি!!!!!!!!! সত্যি!!!!!!!!!!! হায় হায় তাই তো বলি মাথার তার ছেড়াখোড়া।

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৫

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



বললেই রেকর্ড করা এতো সোজা ? এটা তো আপনার সাজুগুজু ইফতারী বানানো না যে ছ্যাৎ করে তেলে ভেজে নেবো ।
আজকাল গান শোনার চেয়ে দেখার সমঝদার বেশী । তাই আউলা কেশ.... পাগল বেশ না হলে গান শুনবে কেন পাবলিকে ?

খাড়ান, চুল আউলা কইররা লই ....

২০| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুরুর লাইনদ্বয় দিয়েই তো মন জয় করে নিলেন। কি চমৎকার...

যতোই ফুঁসে ওঠা ঢেউ ভাঙুক তীরে
তাকেও তো ফিরতেই হয় মাঝ দরিয়ায় !
পূনরায় .....


পোস্টে +++ উইথ লাইক। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৭

আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,



হুমমমমমমম ....... জীবনটাই এমন । ফিরে ফিরে আসতেই হয় জীবনের কোন একখানে !

এর রকম একটি মন্তব্যে আমার ও মন জয় করে নিলেন ।

বিকেলের শুভেচ্ছা ।

২১| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৫

আমিনুর রহমান বলেছেন:



আমি ভালো আছি, মাঝে মাঝে হৃদয়ে হালকা চিনচিন করে ব্যাথা করে ... এছাড়া সব স্বাভাবিক ।

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান ,


ুজেনে ভালো লাগলো । তারপরেও বলি - সতর্ক থাকুন ।

২২| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১১

শায়মা বলেছেন: আমি নদী নালা খাল বিল কিচ্ছু হবোনা!!!!!!!!!!!


নদী ভাইয়া আর জিনিভাইয়া নদীনালা খাল বিলে মাছ ধরুক..... আই ডোন্ট নিড.......

২৩| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩০

অন্ধবিন্দু বলেছেন: ভাইঙ্গা ভাইঙ্গা কবতে
পইড়া গেলাম সবতে ;)

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,



বাহ... সবাই দেখি কব্বি হইয়ে যাচ্ছে
এই সাইচ্চে । :(

২৪| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতাটার শুরুটা জোরালো, এরপর আলতো শেষ হইলো। নিখাদ অনুভুতি ভাল্লাগছে। :)

অঃটঃ কার জানি খালা হইতে ভাল্লাগতেছেনা, ফুপু, বুয়া এইসব কিছুতে পরিবর্তিত হওয়ার খায়েশ আছে নাকি জানা দরকার। ;)

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

আহমেদ জী এস বলেছেন: শতদ্রু একটি নদী... ,



খেয়াল করে দেখবেন, কবিতার ভাবটিও জোড়ালো ।
পরবর্তিতে এই কবিতার একটি সম্পুরক কবিতাও এখানে ( মন্তব্য নং ১৪ ) ব্লগার জুনকে দেয়া হয়েছে । সেখনকার অনুভূতিও ভালো লাগবে আশা করি ।

২৫| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫২

শায়মা বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতাটার শুরুটা জোরালো, এরপর আলতো শেষ হইলো। নিখাদ অনুভুতি ভাল্লাগছে। :)

অঃটঃ কার জানি খালা হইতে ভাল্লাগতেছেনা, ফুপু, বুয়া এইসব কিছুতে পরিবর্তিত হওয়ার খায়েশ আছে নাকি জানা দরকার। ;)


শতদ্রুর বাচ্চা!!!!!!!!!!!! তোমাকে ক্লিনারের কাজ দেওয়া হবে ভাইয়ু!!!!!!!!!!!!! বলো বলো গাড়ি মুছতে চাও নাকি রাস্তা নাকি নিজের মাথাটাই!!!!!!!!!

২৬| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৭

শতদ্রু একটি নদী... বলেছেন: শায়মা বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতাটার শুরুটা জোরালো, এরপর আলতো শেষ হইলো। নিখাদ অনুভুতি ভাল্লাগছে। :)

অঃটঃ কার জানি খালা হইতে ভাল্লাগতেছেনা, ফুপু, বুয়া এইসব কিছুতে পরিবর্তিত হওয়ার খায়েশ আছে নাকি জানা দরকার। ;)


শতদ্রুর বাচ্চা!!!!!!!!!!!! তোমাকে ক্লিনারের কাজ দেওয়া হবে ভাইয়ু!!!!!!!!!!!!! বলো বলো গাড়ি মুছতে চাও নাকি রাস্তা নাকি নিজের মাথাটাই!!!!!!!!!


রেগে গেলেন তো হেরে গেলেন, গালি শুরু হইলো মইরাই গেলেন। ;)

ক্লিনার আমার অলরেই আছে, আপনার মস্তিস্ক অথবা মুখমন্ডল ঘষামাজা করতে হইলে বইলেন, ভালো স্ক্রাবার, ডীটারজেন্ট এইসব দিয়া পাঠাইয়া দিব ;)

২৭| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৬

শায়মা বলেছেন: থু থু ওয়াক থু!!!!!!!!!

তুই কি বললি মানুষ মুখে ডীটারজেন্ট দেই!!!!!!!!!!!!!! X((

ছি ছি ছি আসলেই মানুষ তার পরিচয় লুকাতে পারেনা বেশিক্ষন। :-/


জানতাম না ভাইয়ু তুমি যে ক্লিনার না ধোপা!!!!!!!! :`>

দ্যা নিউ শত্দ্রু লন্ড্রি শপ। ঈদ উপলক্ষ্যে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। আসেন ভাইয়া আপুনিরা আপনাদের বাসার পুরান কার্পেট পাপোশ ধুইয়ে নিয়ে যান আমার অতি গরুবেষক বৈজ্ঞানিক ভাইয়ুমনিটার কাছ থেকে!!:)

২৮| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১৬

জেন রসি বলেছেন: নদী ভাই এইটা কি কইলেন!!!

খালা হোক, বুয়া হোক যাইহোক মানুষ হইলেই হয়!!

মানুষের মুখ ডীটারজেন্ট দিয়া ক্লিন করতে চাওয়া বর্নবাদী আচরন!!!! ;)

আপনার মট জনদরদি মানুষ এইটা কেমনে কইলো?????

২৯| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২২

রিকি বলেছেন: যতোই শেকড় হোক নিম্নগামী ক্রমাগত
মাটির গহীনে, তাকে বিশ্বাস কী করা যায় !
পূনরায় .....
কোন অতলে সে ডুবে যাবে কার খোঁজে
কার কাছে থিতু হবে নিজ সুখে ।


সবাই কবিতা নিয়ে বলছে, আমি কবিতার সাথে ছবি নিয়ে বলি---- ভেঙ্গে ভেঙ্গে যায় just phenomenal :)

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: রিকি ,



গভীর মনযোগের সাথে এটা পড়েছেন বোঝা গেলো । ছবি নিয়ে বলেছেন । ছবিটিও আমরাই আঁকা ।

এই কবিতার একটি সম্পুরক কবিতাও এখানে ( মন্তব্য নং ১৪ ) ব্লগার জুনকে দেয়া হয়েছে । সেটা ভাঙার কবিতা নয় , কাছে আসার কবিতা । সেখানে এর বিপরীত অনুভূতিও ভালো লাগবে আশা করি ।

শুভেচ্ছান্তে ।

৩০| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

রাবার বলেছেন: কবিতা বুঝিনাঈ ভাইডি, তয় ঝগরায় হেববি মজা পাইলাম B-))

১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৬

আহমেদ জী এস বলেছেন: রাবার ,


কবিতা বোঝেন নাই ? যে যাবার সে যায় .... মূল উপপাদ্য হলো এটাই ।

ঝগড়ায় মজা পেয়েছেন ????

বেশ তো আর একটা লাইন লিখি ঝগড়ার উপরে -

যতোই ফুঁসে ওঠা হোক রেগে
তবুও তো ফিরতেই হয় এই ব্লগে
পূনরায় .....


৩১| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনে নিজেরে পরী দাবী করলেও আপনারে জীব বইলাই ধইরা নিছি।জীবের জৈব চামড়ার উপর অজৈব জিনিসের স্তর পরছে, অনেকদিন অসুস্থ না, গোসল টোসল করছেন নাকি ঠিকমত কে জানে। অসুস্থ জীবের সেবা করা মানব হিসেবে দায়িত্ব। এইজন্য কে জানি বানী দিছিলো, জীবে দয়া করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বরে। জীবের সেবায় একটা লন্ড্রিও খুইলা ফেললামনাহয়। খালা, ফুফু কিংবা বুয়া হইলেও জীব বইলা কথা @ শায়মা খালা ;)

৩২| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

শায়মা বলেছেন:
শতদ্রু একটি নদী... বলেছেন: আপনে নিজেরে পরী দাবী করলেও আপনারে জীব বইলাই ধইরা নিছি।জীবের জৈব চামড়ার উপর অজৈব জিনিসের স্তর পরছে, অনেকদিন অসুস্থ না, গোসল টোসল করছেন নাকি ঠিকমত কে জানে। অসুস্থ জীবের সেবা করা মানব হিসেবে দায়িত্ব। এইজন্য কে জানি বানী দিছিলো, জীবে দয়া করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বরে। জীবের সেবায় একটা লন্ড্রিও খুইলা ফেললামনাহয়। খালা, ফুফু কিংবা বুয়া হইলেও জীব বইলা কথা @ শায়মা খালা ;)




B:-)

B:-)

B:-)

আমার মত পরীরে বলিস জীব!!!!!!!!!!!!!!!

তোর জীব আজকে কেটে কুটে ..............কুচি কুচি করে ....... কি করবো পরে ভেবে দেখবো ........

আমার মত স্বর্গের পরীরাণীকে জীব বলা!!!!!!! X((


তোর ফকিরা লন্ড্রীতে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে তোকেই ধোলাই করতে হবে। :) :) :)


৩৩| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

শায়মা বলেছেন: জেন রসি বলেছেন: নদী ভাই এইটা কি কইলেন!!!

খালা হোক, বুয়া হোক যাইহোক মানুষ হইলেই হয়!!

মানুষের মুখ ডীটারজেন্ট দিয়া ক্লিন করতে চাওয়া বর্নবাদী আচরন!!!! ;)

আপনার মট জনদরদি মানুষ এইটা কেমনে কইলো?????


ভাইয়া দেখছো নদীভাইয়া কি রকম বর্ণবাদী শয়তানের লাঠি.......

তুমি আসলেই অনেক ভালো ভাইয়ামনি!!!!!

তোমার কালকেই দাওয়াৎ আমার মর্ত্যের বাড়িতে........কষ্ট করে উড়ে উড়ে উপরে ওঠার দরকার নেই। কি কি খাবে বলো জিনিভাইয়া.........।

৩৪| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

শতদ্রু একটি নদী... বলেছেন: অরিজিনালের চেয়ে কপি ভালো হওয়ার অসম্ভব কিন্তু সম্পুরক ভালো হওয়া সম্ভব। সম্পুরকটাই আরো ভালো হইছে। খেলা দেখতেছি দেখে মনোযোগ বিচ্ছিন, নাইলে আমিও পালটা কিছু লিখে দিতাম। মন অন্যদিকে আপাতত, পরে আসতেছি :)

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৩

আহমেদ জী এস বলেছেন: শতদ্রু একটি নদী... ,



ধন্যবাদ অন্য কবিতাটি দেখার ও তার মূল্যায়নের জন্যে ।

খেলায় বেশ সম্মানের সাথেই তো জিতে গেলেন এবার না হয় সেই খুশিতেই পাল্টা কিছু একটা লিখে ফেলুন ।

৩৫| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৫

শায়মা বলেছেন: শতদ্রু শয়তানের লাঠি আর জিনি ভাইয়ু এইখানে আর ঝগড়া করোনা। জি এস ভাইয়া কিন্তু রেগে যাচ্ছ.:( আমি বুঝতে পারছি। চলো আমরা রাস্তায় গিয়ে ঝগড়া করি বা জিনি ভাইয়ার বাড়িতে তোমাকে ধরে ওয়াশিং মেশিনে ঢুকাই ধোলাই করি।:)

৩৬| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৮

শায়মা বলেছেন: জি এস ভাইয়া তুমি সব ঝগড়াগুলো মুছে দাও।:(

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



যতোই ফুঁসে ওঠা হোক রেগে
তবুও তো ফিরতেই হয় এই ব্লগে
পূনরায়
ঝগড়া থেমে গেলে প্রকৃতি নিথর
বেজে ওঠে পুরবী রাগে ।


আমার এখানে আপনাদের আবগাহন তো মধুর স্মৃতি হয়ে আছে । কি সাধ্য তাকে মুছে ফেলি ?

৩৭| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন:


ভাঁজে ভাঁজে মৃত্যুগুঁড়ো বসে থাকলে,
কেউ হাতেরটা পায়েরটা কেড়ে নিলে
নিরাশ হচ্ছো কেন?!

হন্যে হলেই চশমাটা খুঁজে পাবে না আর;
বরং কবিদের
ঘরে ঘরে জ্বর বাড়ুক!
কব্জির দেয়ালে হলুদ পোকা
কুটকুট করলে, করুক...

জেগে থাকাটাই এখন বড়কথা,
তামালমাতাল খেতে খেতে
যত পারো বুদবুদ করো;
সময় তো মরেনা, তবুও জোনাকিরা আমৃত্যু নাঁচে!
হলুদ আর সবুজ সিগনালে দুলতে থাক ঝিঁকিঝিঁকি;
দপদপে বসন্তরাত...

২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

আহমেদ জী এস বলেছেন: শতদ্রু একটি নদী... ,



এইতো বেশ লিখে ফেলেছেন কবিতা । তারপরেও .....

মনের দেয়াল জুড়ে কবিতার পোকা
কুটকুট করলে, করুক...


৩৮| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৪

শায়মা বলেছেন: নদীর খাঁজে খাঁজে জমছে মৃত্যু বুড়ো
তাই হাত পায়ে বেঁধেছে নুড়ির শেকল
হন্যে হয়ে লাভ নেই বুড়ামশাই
জ্বরাগ্রস্ত ঘোর যায়না কাঁটানো
কিছুতেই.........

কবি হৃদয় মৃত্যুহীন সসীম
সাধ্য কি তার সসীমে
টালমাটাল হও কিংবা ঘোর মাতাল
জোনাকীরা নাচবে সর্ষে ফুলের ওপরে
তোমার ঘোরগ্রস্থ অক্ষিগোলকে
নাচবে শুধু লালরঙ সিগনাল
থমকে যাবে বসন্তরাত
জ্যোস্নারাতে সবাই যাবে বনে ......




















শুধু তোমাকে নেবেনা @নদীভাইয়ু!!!!!!!!!!!!!!!!!! :P

@জিএস ভাইয়া থ্যাংকস আ লট আমি ভেবেছিলাম তুমি মহা বিরক্ত হয়েছো তোমার কাব্যে রণক্ষেত্র রচনায়

২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



এনজয় করছি ।
রণক্ষেত্র নয় যেন এক কাব্যক্ষেত্র মাথা তুলতে চাচ্ছে । টালমাটাল কিংবা ঘোর মাতাল হয়ে যাচ্ছে ভাবের রসুইখানা ।

৩৯| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৫

জেন রসি বলেছেন: জ্যোস্নারাতে সবাই যাবে বনে ......
মৃত্যুর সাথে কয়েকটি কথা হবে!
দুএকটি বেঁচে থাকা বেঁচে গিয়ে
হারাবে আঁধারে আঁধার......

মানুষ সব হয়ে যাবে জল....
নদীর মত বহমান শূন্যতায়
চারপাশে আজন্ম বিষাদ!
তবুও বেড়ে যায় হৃদয়ের ফাঁস........।



ঝগড়া দেখি বিষাদে রূপান্তরিত হইলো!!!!

কাহিনী কে???? ;)

৪০| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন:



কোন এক টানেলের ধারে হাটু মুড়ে বসে আছি,
বসে আছি ইচ্ছেমত মরবো বলে।
জেন সাধকেরা মৃত্যুকে আনন্দ ভেবে নিয়েছে সেই কবে;
আমিও বসে আছি, বসে আছি সিগনালের অপেক্ষায়!

টানেলের অপরপাশে আছে লাল সবুজ বাতি,
শুধু চশমাটাই খুজে পাচ্ছিনা!
আর টানেলের মুখটাও ধরতে পারছিনা...

৪১| ২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৭

নীলপরি বলেছেন: কবিতাটা পড়তে খুব ভালো লাগলো ।

২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



কোন কবিতাটি পড়তে ভালো লাগলো ? চাঁদের হাটের মতো এখানে তো কবিতার হাট বসেছে !! ধন্দে পড়ে গেলুম ।

৪২| ২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১২

শায়মা বলেছেন: লেখক বলেছেন: শায়মা ,



এনজয় করছি ।
রণক্ষেত্র নয় যেন এক কাব্যক্ষেত্র মাথা তুলতে চাচ্ছে । টালমাটাল কিংবা ঘোর মাতাল হয়ে যাচ্ছে ভাবের রসুইখানা ।



ভাইয়া তাদের সাথে আমার আর কোনো কাব্যক্ষেত্র রচনা নাই। তাদের সাথে আমার আর কোনোই কথা নাই। তারা আমার শত্তুর! জন্মের আড়ি।:(

২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



সেই ভালো সেই ভালো /
আমারে না হয় নাই জানো .....

৪৩| ২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

নীলপরি বলেছেন: 'ভেঙে ভেঙে যায় .....' আপনার লেখা কবিতাটির কথা বলেছি । বাকিগুলো তখন পড়িনি ।এখন পড়লাম । ওগুলোও ভালো চলছে । সাথের পিকচার এডিট কি আপনি করেছেন ? ভালো হয়েছে ।

২২ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



ধন্যবাদ আবার এসেছেন বলে । সাথের পিকচারটি এডিট নয় , আমারই আঁকা । ইদুরের লেজ টেনে টেনে আঁকা ।
শুভেচ্ছান্তে ।

৪৪| ২২ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৫

নীলপরি বলেছেন: ও তাই । অসাধারন হয়েছে আঁকাটা ।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৬

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



খুশি হলুম ছবিটি আপনার কাছে অসাধারন লাগাতে ।
দেরীতে উত্তর দেয়ার জন্যে দুঃখিত ।

৪৫| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ভেসেই যাক সব মেঘে মেঘে
কিংবা ঢেউয়ের অতল গভীরে!++
দারুণ লাগল কবিতা।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৫

আহমেদ জী এস বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় ,



সব কিছু ভাসিয়ে দিয়ে গেলেন ।
ধন্যবাদ ভাসিয়ে দেয়ার মন্তব্যে ।

ভালো থাকুন ।

৪৬| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২১

শাহেদ খান বলেছেন: ভাল লাগল, কবি। কাব্য এবং ভাবনা - দুটোই।

৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

আহমেদ জী এস বলেছেন: শাহেদ খান ,



ধন্যবাদ ।

আমি "কবি" নই , কবিতা লিখতে চেষ্টা করি -এটুকুই ।

শুভেচ্ছান্তে ।

৪৭| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতার কথাগুলো। ধন্যবাদ

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৮:৫২

আহমেদ জী এস বলেছেন: প্রামািনক ,


চমৎকার একটি ধন্যবাদ আপনাকেও ।

৪৮| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:২১

আজমান আন্দালিব বলেছেন: সুন্দর কথামালা। গভীর তাৎপর্যময়।

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৬

আহমেদ জী এস বলেছেন: আজমান আন্দালিব ,



মন্তব্যের জন্যে ধন্যবাদ ।

কবিতা তো তাৎপর্যময় হতেই হয় !

৪৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার কবিতা ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



এই জটিল নামের ব্লগারকে আমার ব্লগে স্বাগতম ।
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।

৫০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৪

সাহসী সন্তান বলেছেন: কবিতাটা যদিও আমার জন্য বাসি, তার পরেও মন্তব্য করলাম! কারন পড়ার পরে আর মন্তব্য না করে চলে যেতে মন চাইলো না!


আমার জন্য আপনি তাজমহল গড়ে দেবেন আর আমি আপনার পোস্টে মন্তব্য করবো না তাই কি হয়??

শুভ কামনা রইলো আপনার জন্য!! শুভ রাত্রি!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ,



আপনার জন্যে "বাসি" মানে ?
যতোই শেকড় হোক নিম্নগামী ক্রমাগত
মাটির গহীনে, তাকে বিশ্বাস কী করা যায় !
পূনরায় .....
কোন অতলে সে ডুবে যাবে কার খোঁজে
কার কাছে থিতু হবে নিজ সুখে ।
এই ঘটনাগুলো আগেই ঘটে গেছে জীবনে ??? :(

এজন্যেই মরনের এতো সাধ ! বলেছি তো তাজমহল গড়ে দেবো ।
পৃথিবীটাই তো " গিভ এ্যান্ড টেক " ।
আপনি মন্তব্য করতেই থাকবেন, করতেই থাকবেন আর আমি তাজমহলের একটা একটা ইডা গাঁথতে থাকবো .... :D

৫১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

সাহসী সন্তান বলেছেন: আপনার জন্যে "বাসি" মানে ?

-এটা এই জন্য বলেছি কারন আপনার এই পোস্টটা যখন প্রকাশিত হয়, তখন আমি ব্লগ থেকে অনেক দূরে। অথ্যাৎ আমি তখনও আইডি খুলিনি। অনেক পুরানো একটা পোস্ট তাই বলেছি 'বাসি'!

আপনার মন্তব্যটাও কিন্তু চমৎকার! ভাল থাকবেন!!

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৫

আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ,



খুব দেরী হলো মন্তব্যটি চোখে পড়তে । আপনার মতো ব্লগ থেকে দূরে না থাকলেও ব্লগের টেকনিক্যাল কারসাজির কারনে অদেখা মন্তব্য সমূহ"তে কিছু দেখতে পাইনি সময় মতো ।
মাপ করে দেয়া যাবে ??

আপনিও ভালো থাকুন ।

৫২| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০০

ভ্রমরের ডানা বলেছেন: দারুণ কবিতা। অনুসরনে নিলাম জি এস ভাই। এই কবিতা গুলো মিস করতে চাই না।

০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৮

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



কৃতজ্ঞ করে রাখলেন ।

কবিতা যে কি, আমি নিজেও আজ পর্য্যন্ত তার তল খুঁজে পেলুম না । বহু রথী - মহারথীরা "কবিতা কি" তা নিয়ে অনেক অনেক বলেছেন । অথচ একটি আটোসাটো কিছুর দেখা মেলেনি ।
আমার অবশ্য কবিতা নিয়ে কিছু জিজ্ঞাসা আছে এবং নিজের আংশিক একটু বক্তব্যও আছে এই ব্লগেই পোষ্ট করা আমার একটি কবিতায় ।
তবুও কবিতার খাতিরে আমাকে অনুসরনে নিয়েছেন জেনে শ্লাঘা বোধ করছি ।
শুভেচ্ছান্তে ।

৫৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা

১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৭

আহমেদ জী এস বলেছেন: রুদ্র জাহেদ ,


সব সময় সাথে থাকা ও মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।

৫৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৯

তার আর পর নেই… বলেছেন: খুব ভালো একটা কবিতা। ক্রমাগত অস্থিরতা আর তার সাথে স্থির হওয়া, হওয়ার চেষ্টা … পুনরায় বানানটা চোখে লেগেছে।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৯

আহমেদ জী এস বলেছেন: তার আর পর নেই… ,



যতোই ফুঁসে ওঠা ঢেউ ভাঙুক তীরে
তাকেও তো ফিরতেই হয় মাঝ দরিয়ায় !
পুনরায় .....
আবার নতুন করে ফুঁসে ওঠা , ভেঙে পড়া
মাথা কুটে মরা, কারো বুকে ।

হ্যা ......... এটাই মানুষের ভবিতব্য । ঠিকই বলেছেন - অস্থিরতা আর তার সাথে স্থির হওয়া, হওয়ার চেষ্টা ।

"পূনরায়" টাকে পুনরায় " পুনরায়" করে দিলুম । কৃতজ্ঞতা জানিয়ে রাখছি ।
শুভেচ্ছান্তে ।

৫৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১১

ফারিহা নোভা বলেছেন: অসাধারণ লাগল আপনার লেখা।
অনেক শুভ কামনা জানবেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

আহমেদ জী এস বলেছেন: ফারিহা নোভা ,



বেশ পুরোনো লেখায় এসে মন্তব্য করে গেলেন দেখে ভালো লাগলো । ধন্যবাদ জানিয়ে রাখি ।
আপনার জন্যেও রইলো আমার শুভকামনা ।
ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.