নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

উচ্চমার্গীয় .....Heights of ….

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৮

উচ্চমার্গীয় .....Heights of ….

সব কিছুরই একটা উচ্চমার্গীয় ভাবসাব থাকে । আপনার ও হয়তো এইরকম কিছু ভাবসাব আছে । মিলিয়ে নিতে পারেন -----

উচ্চমার্গীয় ফ্যাসান
?

??

???


লুঙ্গি উইথ জিপার ............. :P


উচ্চমার্গীয় আলসেমী
?

??

???

মর্নিংওয়াক করতে গিয়ে গাড়ীতে লিফট চাওয়া ......... :(


উচ্চমার্গীয় ক্রেজিনেস
?

??

???


ব্লাঙ্ক পেপারের ফটোকপি করা ............. B:-)


উচ্চমার্গীয় সততা
?

??

???


গর্ভবতী অবস্থায় বাসে দুজনার জন্যে টিকেট কেনা ............ :D


উচ্চমার্গীয় পানিশূন্যতা
?

??

???


মিল্কের বদলে গরুর মিল্কপাউডার দেয়া ........... :(


উচ্চমার্গীয় আশা
?

??

???


যখন ৯৯ বচ্ছর বয়সে আপনি ১৩৩ টাকা রিচার্জে ফোন কম্পানী থেকে লাইফ টাইম ইনকামিং সংযোজন করবেন ......... B-)


উচ্চমার্গীয় আহাম্মকি
?

??

???


কাঁচের দরজার কী-হোল দিয়ে রুমের ভিতর দেখার চেষ্টা ............. =p~


উচ্চমার্গীয় আত্মহত্যা
?

??

???


বামন হয়ে যখন আপনি ফুটপাত থেকে সামনের রাস্তায় ঝাঁপ দিয়ে পড়ার খায়েস করবেন ........... ;)


উচ্চমার্গীয় ভাবসাব
?

??

???


শুয়ে থাকা ভিক্ষুক সাইনবোর্ডে যখন লিখে রাখে ---- ঘুমাচ্ছি , শব্দ করে বাটিতে পয়সা ফেলবেন না। টাকার নোট ফেলুন ......... :-P


উচ্চমার্গীয় কাজের চাপ
?

??

???


যখন একজন অফিস কর্মচারী পথের মাঝখানে তার টিফিন বক্স খুলে দেখে বুঝতে চেষ্টা করেন যে , তিনি কি অফিসে যাচ্ছেন নাকি অফিস থেকে বাসায় ......... :-B


উচ্চমার্গীয় অভিব্যক্তি
?

??

???


একটা বয়সে যখন চাইবেন এক, আর পাবেন আরেক ........ :((


উচ্চমার্গীয় ফ্রি টাইম
?

??

???


যখন আপনি ফোনের মেসেজ পুরোটাই পড়েন ............ :D


উচ্চমার্গীয় আঁতলামী
?

??

???

যখন ব্লগে পোষ্ট দিতে হয় ...........
[ যেমন এই পোষ্টটি .... ]

মন্তব্য ১১১ টি রেটিং +২১/-০

মন্তব্য (১১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৪

সুমন কর বলেছেন: লেখা আর ছবি দেখে মজা পেলাম।

ভালো লাগা রইলো।

২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,



খুব ভালো লাগলো এই পোষ্টে আপনাকে প্রথম পেয়ে ।
উচ্চমার্গীয় একটি ধন্যবাদ আপনার প্রাপ্য হলো ।

ভালো থাকুন ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা মগা পেলাম।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭

আহমেদ জী এস বলেছেন: রেজওয়ানা আলী তনিমা ,



উচ্চমার্গীয় একটা বানান লিখেছেন - মগা পেলাম। ইরেজীতে লিখলে এরকমটাই উচ্চমার্গীয় হবে ---
Moga ( জিএ জা ধরে )। :(
হা -------হা----------হা------- করতে হবে ? :P

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: ইহা কোনভাবেই উচ্চমার্গীয় আঁতলামী পোস্ট হইবার পারে না । যে পোস্ট আনন্দ বিলায় সেটাই তো সার্থক পোস্ট !!

বেশ মজা পেলাম । ছবির সাথে লেখার কম্বিনেশান ।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



অনেক ধন্যবাদ "যে পোস্ট আনন্দ বিলায় সেটাই তো সার্থক পোস্ট !! এই কথাটি অনুভব করতে পেরেছেন বলে ।

আর আপনার নিকের নাম ও ছবি সবই যে অতি উচ্চমার্গীয় --------------- =p~ B-)

৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৪

নিজাম বলেছেন: ধন্যবাদ।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: নিজাম ,



কিসের জন্যে ধন্যবাদ ? এটাও কি একটা উচ্চমার্গীয় ভাবসাব ? :(

শুভেচ্ছান্তে ।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২০

ঠ্যঠা মফিজ বলেছেন: সকাল সকাল মনিং ওয়ার্ক হয়ে গেল । বেশ মজা ছিল আপনার পোস্টের ভিতর ।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: ঠ্যঠা মফিজ ,




এটা তো মফিজের মতো কথা হলোনা ! আপনি তো উচ্চমার্গীয় ফ্রি টাইম এর বদৌলতে এই পোষ্টটি পড়তে পড়তে সকাল সকাল বিনে পয়সায় মর্নিং ওয়ার্ক সেরে ফেললেন । গাড়ীতে লিফট চান নি তো আবার ? :P

৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২

শামছুল ইসলাম বলেছেন: ছবি ও ক্যাপশনে উচ্চমার্গীয় ......... জিনিস গুলো প্রচুর আনন্দ ও কৌতুক ছড়িয়ে আমাকে উচ্চমার্গীয় মন্তব্য করতে অনুপ্রাণিত করছে, কিন্তু ভাব ও ভাষা আসছে না !!!!!

আহমেদ ভাইয়ের প্রতি সবিনয় অনুরোধ, ইহাকে উচ্চমার্গীয় ভাষায় প্রকাশ করিলে বড়ই বাধিত হইতাম !!!

ভাল থাকুন। সবসময়।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৪

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,



ভাব ও ভাষা না আসলে একটা সিগ্রেট ঠোটে ঝুলিয়ে পার্কের বেঞ্চিতে বসে ধোয়ার রিং ছাড়ুন আর হাত দুটো পিছনে ঘাড়ের উপর নিয়ে, এক পায়ের উপরে আরেক পা ফেলে নাচাতে থাকুন । দেখবেন বাদামওয়ালাও কাছে ভিড়ছেনা । অন্য সবাই যেতে যেতে আপনার দিকে ফিরে ফিরে তাকাবে । ভাববে , উচ্চমার্গে বিচরন করছেন আপনি । কেউ কিচ্ছু জিজ্ঞেস করবেনা । তখন ভাব আর ভাষারও দরকার হবেনা । :-P

ভালো থাকুন আপনিও ।
সাথে থাকার জন্যে ধন্যবাদ ।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সত্যিই অনেক উচ্চমার্গীয় ... =p~ =p~

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

আহমেদ জী এস বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম ,



খুব ভালো লাগলো অনেকদিন পরে আপনাকে দেখে ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।

৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৬

মানবী বলেছেন: ‌উচ্চমার্গীয় ভাবসাব আর উচ্চমার্গীয় কাজের চাপ, এই দুটি বেশি মজার!

শেয়ার করার জন্য ধন্যবাদ আহমেদ জী এস।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৩

আহমেদ জী এস বলেছেন: মানবী ,



কেন, এরকম উচ্চমার্গীয় কাজের চাপে ভুগতে হয় কি ? নইলে এতো থাকতে এটা মজার হলো কি করে ? না কি কোনও ‌উচ্চমার্গীয় ভাবসাব আছে এই মজার পেছনে ???? B-)

মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



সুন্দর হবে না মজাদার হবে ?
এটাও কি একটা উচ্চমার্গীয় চিন্তাভাবনা ? :P


১০| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৭

কিরমানী লিটন বলেছেন: লেখা ছবি পোষ্টে দুটোই খুব মজার-চমৎকার,শুভকামনা রইলো ...

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৫

আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,



অনেক ধন্যবাদ সাথে থেকে থেকে এমন মন্তব্য করার জন্যে ।
শুভকামনা আপনার জন্যেও । ভালো থাকুন ।

১১| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮

হাসান মাহবুব বলেছেন: মজা পাইলাম। লেখার সাথে ছবিগুলাও দারুণ।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,



মজা পেতেই হবে । মজা করে লিখেছি যে !!
ধন্যবাদ সাথে থেকে প্রেরনাদায়ী মন্তব্য করেন বলে ।
শুভেচ্ছান্তে ।

১২| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫

জুন বলেছেন: হা হা হা হেব্বী উচ্চমার্গীয় হাসির পোষ্ট আহমেদ জী এস =p~
অনেক অনেক মজা পেলাম পড়ে B-)
আপনি সত্যি একজন জিনিয়াস জীএস ভাই :)
+

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: জুন ,



আগেই উচ্চমার্গীয় একটা ধন্যবাদ দিয়ে সবিনয়ে কইতাম চাই -------- "জিনিয়াস" বলে আমার সাথে একটা উচ্চমার্গীয় ইয়ার্কি করলেন নাতো ?????????? :(( :P :( ফিচকে একখান হাসিতে তো তাই-ই মনে হচ্ছে । ;)

রাতের শুভেচ্ছা জানবেন ।

১৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯

নিমগ্ন বলেছেন: মগা পাইসি! তয় দাঁত বের হলো না একবারের জন্যও!! :(

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৬

আহমেদ জী এস বলেছেন: নিমগ্ন ,



দাঁত থাকলে তো বের করবেন ! ওগূলো হয় পোঁকায় খাওয়া নয়তো সামনের পাটিতে ৪টা নাই ।
তাই উচ্চমার্গীয় শব্দোৎসারন - " মগা পাইসি! " । :P

অসংখ্য ধন্যবাদ মজার মন্তব্যের জন্যে ।

১৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৫

মামুন রশিদ বলেছেন: আইডিয়া, ছবি, ক্যাপশন সবগুলোই উচ্চমার্গীয় হয়েছে ভাইয়া ।


B-) B-)

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২২

আহমেদ জী এস বলেছেন: মামুন রশিদ ,



িহুমমমমমমমমমমমমমমম---------------- এরকম একটি হালকা ও পঁচা পোষ্টকে উচ্চমার্গীয় বলেছেন ।
এটাকে একটি উচ্চমার্গীয় ভ্রান্তি বিলাস বলতে হয় । B:-/

১৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা... সবই দেখছি উচ্চামার্গীয় B-)

বেশি হাসলাম... অফিসে কাজের চাপ দেখে, টিফিন বক্স দেখে যেখানে বুঝতে হয় অফিসে যাওয়া হচ্ছে নাকি আসা হচ্ছে...



নিম্নমার্গীয় কিছু পাওয়া গেলো না? :-B

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,



টিফিন বক্স দেখে যেখানে বুঝতে হয় অফিসে যাওয়া হচ্ছে নাকি আসা হচ্ছে... এই রকম উচ্চমার্গীয় কাজের চাপ তাহলে আপনার জন্যে প্রযোয্য ?
এখন তো হাইব্রীডের যুগ । সবকিছুতে উচ্চমার্গীয় না হলে চলে ?????

নিম্নমার্গীয় ? খুঁজলে তো পাওয়া যাবেই খানকতক ।
এই যেমন
নিম্নমার্গীয় ফিসিং -------- বড়শীতে তিমি আর ব্যারাকুডা না ধরে তিতপুঁটি মাছ ধরা । :P

১৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৭

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। দারুণ ।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২১

আহমেদ জী এস বলেছেন: প্রবাসী পাঠক ,




আপনাকে হা---হা---করে হাসাতে পেরে ভালো লাগছে ।
মন্তব্যে ধন্যবাদ।

১৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

গেম চেঞ্জার বলেছেন: পিলাচ+

(যদি কিছু মনে না করেন তবে জিজ্ঞেস করি- আপনার কাছে আঁতলামির ডেফিনেশনটা কি?)

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪

আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,


কিছুই মনে করিনি । উচ্চমার্গীয় একটি শব্দ " আঁতলামী " র ডেফিনেশনটা জানতে চেয়েছেন , এই তো ?

আঁতলামির কোনও পারফেক্ট ডেফিনেশন নেই । কিছু কিছু শব্দ থাকে যার অর্থ বুঝে নিতে হয় ।
কঠিন ব্যাপার , সহজে বোধগম্য নয় , সহজ পাচ্য ও নয় এমন কথাবার্তা থেকে শুরু করে হাটা-চলা মায় দাঁত কেলানো ইত্যাকার সবই আঁতেলীয় পর্যায়ে পড়ে । ‌এই সবগুলোকেই ত্যানা পেঁচানোর মতো পেঁচিয়ে দেখানোই আঁতলামী ।
যেমন আপনি আমাকে একখানা " পিলাচ+" দিয়েছেন । আমি বুঝে গেছি কি বলেছেন । ্এই যে প্লাস কে একটু পেঁচিয়ে " পিলাচ " বলা হয়েছে এটাই আঁতলামীর লক্ষন । ;)

খুব উচ্চমার্গীয় কিছু বলে ফেললুম কি ???? :((

মন্তব্যের জন্যে ধন্যবাদ । সাথে থাকার জন্যে তো বটেই .....।


১৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

ধমনী বলেছেন: উচ্চমার্গীয় পোস্ট!

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৬

আহমেদ জী এস বলেছেন: ধমনী ,



ধমনীতে যেমন উচ্চ রক্তচাপ তেমনই হয়েছে কি ?

অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
শুভেচ্ছান্তে ।

১৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

রক্তিম দিগন্ত বলেছেন: উচ্চমার্গীয় পোষ্টে - উচ্চমার্গীয় পরিমাণে ভালো লাগলো। অস্থির জিনিস।

উচ্চমার্গীয় ভাবসাবটা বেশি জটিল ছিল।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫

আহমেদ জী এস বলেছেন: রক্তিম দিগন্ত ,




আপনার দিগন্তে অস্থিরতার রক্তিমতা ছড়িয়ে দিতে পেরেছি জেনে নিজেকেও উচ্চমার্গীয় মনে হচ্ছে । :(

হা ----- হা ------হা -----উচ্চমার্গীয় ভাবসাবের ভাবসাবই তো আলাদা , জটিল তো হবেই !!!!!!! :P

মন্তব্যে ধন্যবাদ ।

২০| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৬

আমি মিন্টু বলেছেন: আহমেদ জী এস ব্রাদার ডোন্ট বেয়াদবি :) আসলে আমি একটু জানবার চাইছিলাম আরকি উচ্চমার্গীয় অর্থ কতদূর যেয়ে দাঁড়ায় । :)
যাওগ্গা পোস্টের ভিতর ভালো পুষ্টি আছে কিন্তু :P

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: আমি মিন্টু ,



উচ্চমার্গীয় অর্থ কতদূর উপরে উঠে যাবে তার কোনও ঠিক নেই । "তালগাছ একপায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে" র মতো হেইইইই দূর অব্দি উঠে যেতে পারে । :(

পোষ্টের ভেতর পুষ্টি আছে । বাহ , এই তো উচ্চমার্গীয় একখান কথা বলেছেন ।
ভালো লাগলো সব মিলিয়ে ।
ভালো থাকুন ।

২১| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৬

সাহসী সন্তান বলেছেন: আহমেদ জি এস ভাই,


আপনার পোস্ট টা পড়ছিলাম আর মনে মনে ভাবছিলাম আমারও একটা উচ্চমার্গীয় কমেন্ট করতে হবে! তবে কমেন্ট বক্সে ক্লিক করতেই সব চিন্তা হাওয়া! কি বলতে চেয়েছিলাম আর কি বলছি তা নিজেই বুঝতে পারছি না! কারণ আমার মন্তব্যটাকে ঠিক কতটা বিস্তৃত এবং সুন্দর ভাবে প্রকাশ করলে যে আপনার নিখুত উচ্চমার্গীয় পোস্টের সমান হবে সেটা ভেবেই মাথা হ্যাং......!!


তবে যতটা সম্ভব চেষ্টা করেছি!! বাদ বাকি ভুল ত্রুটি গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!! অনেক সুন্দর পোস্ট!! ভাল লাগা এবং শুভ কামনা জানবেন!

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ,



মাথা হ্যাং ?
এ্যাসপিরিন খান । ( উচ্চমার্গীয় প্রতি মন্তব্য B-) )

খুব ভালো লেগেছে পুরো মন্তব্যটি । শুভকামনা রইলো আপনার জন্যেও ।


২২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

স্পর্শিয়া বলেছেন: দারুন। উচ্চমার্গীয় পোস্টটি খুব মন দিয়ে দেখলাম, পড়লাম ও বুঝলা। খুব ভালো লাগলো।

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৭

আহমেদ জী এস বলেছেন: স্পর্শিয়া ,



খুব ভালো লাগলো মন দিয়ে পড়েছেন ও বুঝেছেন জেনে ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন দিনভর ।

২৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩

কালের সময় বলেছেন: ভাই কি কমু বুঝতে পারছি না কারন পোস্ট দেখে ও পড়ে আমি নিজেও উচ্চমার্গীয় হয়ে গেছি =p~

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫১

আহমেদ জী এস বলেছেন: কালের সময় ,



কে আমরা উচ্চমার্গীয় নই বলুন ? কলিমুদ্দি থেকে নোবেল পাওয়া লোকটি পর্য্যন্ত উচ্চমার্গীয় । নিম্নমার্গীয় কেউ নেই । জিজ্ঞেস করে দেখতে পারেন ।
এই যেমন আপনিও উচ্চমার্গীয় হয়ে গেলেন ---------------- B-)

২৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৬

জেন রসি বলেছেন: সবকিছুই উচ্চমার্গীয় হইলে প্রকৃতি প্রদত্ত ভারসাম্য নষ্ট হইয়া যাইতে পারে! তাই এইবার আকাশ হইতে পাতালে নিক্ষেপ করার জোড় দাবী জানানো হইতেছে! :P

অনেক মজা পাইলাম জি এস ভাই। :)

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০২

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,


তাতো নষ্ট হয়ে গেছেই আগে । হাইব্রীড যুগে কোন ভারসাম্যটা ঠিক আছে ? পরিবেশের ? মানসিকতার ? খাদ্যের ? শিক্ষার ?

আকাশ হইতে পাতালে নিক্ষেপ করার পরে কি হইবেক ? হাত-পা ভাঙিবেক । লুলা খোঁড়া হইবেক লোকজনেরা । তাতেও চলাফেরার ভারসাম্য নষ্ট হইবেক ।

আরে -------আরে-------- মজার জন্যেই তো দিয়েছি । কাঁহাতক ভারী-গম্ভীর পোষ্ট লেখা যায় ? পড়ে বা কয়জনা ? তাই ভারসাম্য রক্ষায় এই মজার পোষ্ট । :(

২৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪২

সায়েদা সোহেলী বলেছেন: উচ্চমার্গীয় সমালোচনা
?
??
???
যখন পোস্ট পড়িয়া পাঠক মন্তব্য লিখে " লেখা ভালো হয়েছে , যদিও অতিমাত্রায় " ? " এর ব্যবহার লেখার মানহানি করছে " ;)

উচ্চমার্গীয় আঁতলামী
?
??
???
যখন ব্লগে পোষ্ট দিতে হয় ...........
দিলেন ত এখানে এসে ঝামেলাটা বাধিয়ে !! মনে কিঞ্চিৎ পোস্ট দেওয়ার বাসনা জাগিয়াছিল /:)

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬

আহমেদ জী এস বলেছেন: সায়েদা সোহেলী ,



জী, প্রথম উচ্চমার্গীয় সমালোচনা যথার্থ হয়েছে । হাসিব না কাঁদিব , ভাবিয়া হই আকুল ....

কিন্তু বিষয়টি যে "উচ্চমার্গীয়" ! ড্রাফট পোষ্টে দেখি , লেখাটি বেশ শর্ট হয়ে গেছে । এখন হলো লম্বা কামিজের যুগ । শর্ট কামিজ এখন আর চলেনা । :P তাই শর্ট কে বাদ দিতে হয়েছে । লম্বা করার জন্যে অতিমাত্রায় " ? " বসাতে হয়েছে । ভেবেছিলুম লম্বাই ( অন্য অর্খে উঁচু ) সবার পছন্দ হবে । কারন আমরা সবাই "উচ্চমার্গীয়" । এখন দেখি তা তো নয় । কি করবো বলুন ? মানুষ মাত্রেই ভুল হয় - Man is mortal ----- :((

আপনার মনে কিঞ্চিৎ পোস্ট দেওয়ার বাসনা জাগিয়াছিল , বাসনাকে অপূর্ণ রাখিতে নাই । চক্ষু মুদিয়া পোষ্ট দিতেই থাকুন ---- দিতেই থাকুন । কোনও মার্গের ধার ধারিবেন না । উহাতে নিজেকেই পস্তাইতে হইবে । নিজে নিজে পস্তানো ঠিক না । উহা আত্ম প্রবঞ্চনার তুল্য । আত্মাকে খামোখা কষ্ট দিয়া লাভ কি ?

এই প্রতিমন্তব্যখানি যথার্থই উচ্চমার্গীয় হইলো কিনা বুঝিতে পারিতেছি না ---------- :(

২৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩

আবু শাকিল বলেছেন: উচ্চমার্গীয় ধন্যবাদ পোষ্টের জন্য ।
আলাদা স্বাদ পেলাম। :)

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০

আহমেদ জী এস বলেছেন: আবু শাকিল ,



আলাদা স্বাদ যাতে পান সে কারনেই পোষ্টটি দেয়া ।
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।

২৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: প্রচুর ভিটামিন যুক্ত লেখা।। যারা এসব সমস্যায়...জলদি লেখকের সাথে যোগাযোগ করুন।। ( ভাই এবার আমার কমিশনটা, পিছলে গেলে হবে না)।।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,



হা------হা------- হা----- প্রচুর ভিটামিন আছে , এইতো ? আপনি যে এই ভিটামিন নিলেন, না বলে কয়ে তার পয়সাটা দেবে কে ?
পাবলিক আজকাল ভিটামিন খায়না , ফরমালিন খায় । :P
মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ।

২৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: যখন ৯৯ বচ্ছর বয়সে আপনি ১৩৩ টাকা রিচার্জে ফোন কম্পানী থেকে লাইফ টাইম ইনকামিং সংযোজন করবেন ......... B-) ------

হা হা হা ---------------
আল্লাহ্‌ আরো ১০০ বছর আয়ু বাড়িয়ে দিন!!!!! =p~ =p~ =p~

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,



ঈশশশশশশশশশশ .... যোগ অংকে ভুল করে ফেলেছেন । এক্কেবারে ফেল্টুস । ;)
১০০ বছর আয়ু বেড়ে গেলে কতো হবে ? ৯৯ + ১০০ = ১৯৯ । ঠিক ?
এ্যাদ্দিন তো আল্লাহতায়ালা নিজেই কাউকে সম্ভবত বাঁচিয়ে রাখবেন না ।
তারপরেও আশা করেছেন । এটাও হবে উচ্চমার্গীয় আশা । :P

২৯| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

আরণ্যক রাখাল বলেছেন: হা হা হা| মজা পেলাম| ছবি আর কথা দুটোই মজাদার ছিল| টিফিন বক্সেরটা হেব্বি

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: আরণ্যক রাখাল ,



টিফিন বক্সেরটা হেব্বি বলাতে বোঝা যাচ্ছে , ঐ রকম উচ্চমার্গীয় কাজের চাপে আছেন ...... :(
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
ভালো থাকুন ।

৩০| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫০

অন্ধবিন্দু বলেছেন:
জীএস সাবের উচ্চমার্গীয় ভাবসাব দেইখে কাচজাব লাইগে যাচ্ছে ! আমি ইহাতে একখান উচ্চমার্গীয় মনতব্য করতে চাইতাছি, এই লন-এক্করে ফালতু পোস্ট হইছে হেহে হেহে। /:)

হ ! আফনে একটা জিনিয়াস B-)) খুশি এইবার ?

(চুপ্পে পোস্টে লাইক মারছি, ১৩ নাম্বার)







৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৯

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,



এক্করে ফালতু পোস্ট তো হইয়েছেই নাইলে আলতু লোহেরা এইহানে কমেন্টাইবে ক্যা ? :(

খুশি হমুনা মানে ? খুশিতে একটা উচ্চমার্গীয় লাফ দিলাম কিন্তু -------------------- হাত পা ভাঙলে দোষ কিন্তু আম্নের । :-P

লাইক মারছেন ? উচ্চমার্গীয় ধন্যবাদ ।

৩১| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৮

আমিনুর রহমান বলেছেন:



শেষ পর্যন্ত আতেল B:-)

মজা পাইছি। পোষ্টে এত্তগুলো +

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৫

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান



হুমমমমমমমমম , শুরু থেকে শেষটুকু পর্য্যন্তই আঁতেল । নইলে ভাত মেলেনা যে !
এত্তোগুলো উচ্চমার্গের ধন্যবাদ আপনাকেও ।

৩২| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৪

কাবিল বলেছেন:



উচ্চমার্গীয় পোস্ট আর উচ্চমার্গীয় মন্তব্যে ইহা মঙ্গল গ্রহের সীমানা অতিক্রম করিয়াছে।
তাই আমি একটা আঁতলামী মার্কা নিম্নমার্গীয় মন্তব্য করে মদ্ধমার্গীয় রাখার চেষ্টা করছি।

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৩

আহমেদ জী এস বলেছেন: কাবিল ,



যাহা পৃথিবী ছাড়িয়া , মহাকাশ ভেদিয়া গ্রহান্তরের সীমানা অতিক্রম করিয়া গিয়াছে তাহাকে যাইতে দিন ।
মন্দমার্গে তাহা বন্ধ করিয়া অযথা কাবিল সাজিবার চেষ্টা নিরর্থক । B-)

আঁতলামী মার্কা মন্তব্যে উচ্চমার্গীয় ধন্যবাদ ।

৩৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক সুন্দর একটি পোস্ট , সব থেকে চোখে লেগেছে - " শব্দ করে পয়সা ফেলবেন না নট ফেলুন" । অসম্ভব আনন্দ পেলাম ।

৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬

আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,



খুব ভালো লাগলো এই আন্তরিক মন্তব্যখানি ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

৩৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৯

শতদ্রু একটি নদী... বলেছেন: হা হা, মজার পোস্ট। লুঙ্গি ইলাস্টিক সিস্টেমে করা যায়না। কোনমতে গিট্টু দিয়া লুঙ্গি বাঝাইয়া রাখা খুবই বিপদজনক।

সবগুলাই দারুন। ভাল্লাগছে। :)

৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯

আহমেদ জী এস বলেছেন: শতদ্রু একটি নদী... ,



আপনার মন্তব্যটি দেখে একটা গান মনে এলো বাংলায় রূপান্তরিত হয়ে ---------------
লুঙিওয়ালে ...... লুঙি সামলা .... ।

লুঙ্গি ইলাস্টিক সিস্টেমে করায় সমস্যা আছে । ছোট লাল্লুগুল্লুরা টান দিলে ...... :P
তারচেয়ে পাজামার ফিতের মতো ফিতের ব্যবস্থা করলে ভালো হয় ।
তখন লুঙি পড়ে যতোই ডিসকো নাচুন , লুঙি নট নড়ন চড়ন .... :D ডিসকোতে লুঙি ? এটাও একটা উচ্চমার্গীয় ফ্যাসান ।

মজা পেলুম আপনাকে প্রতি মন্তব্য করতে গিয়ে ।
শুভেচ্ছান্তে ।

৩৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

রাবার বলেছেন: হা হা হা হাসতে হাসতে মইরা গেলে আপনের দুষ ভাই =p~ =p~

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৭

আহমেদ জী এস বলেছেন: রাবার ,



ছোট্টবেলা বইতে পড়েছিলুম - " উদোর পিন্ডি বুধোর ঘাড়ে .।" হাসতে হাসতে মরবেন আপনি , আর দোষ হবে আমার ? পরের ঘাড়ে দোষ চাপানোর অভ্যেস আর গেলোনা । :(

যাক , হাসতে হাসতে মরে গেলে দায় আমার ( অন্যভাবে মরলে হবেনা )। এটা হলো উচ্চমার্গীয় দায়ভার :-P

৩৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: .

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৯

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



এখানে মন্তব্যের ঘরে লেখা ,বিদ্রোহী ভৃগু বলেছেন: .
আর কিছু নেই ।
উচ্চমার্গীয় মন্তব্য ??????? :(

৩৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০

রুদ্র জাহেদ বলেছেন: এটা মোটেও আঁতলামী না!
সত্যি সত্যি উচ্চমার্গীয় একটা কাজ।
খুব মজা পেলুম ভাই

৩৮| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২

রুদ্র জাহেদ বলেছেন: এটা মোটেও আঁতলামী না!
সত্যি সত্যি উচ্চমার্গীয় একটা কাজ।
খুব মজা পেলুম ভাই

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৫

আহমেদ জী এস বলেছেন: রুদ্র জাহেদ ,



অসংখ্য ধন্যবাদ সাথে থাকা ও এমন মন্তব্যের জন্যে ।
শুভেচ্ছান্তে ।




৩৯| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা মগা পেলাম। আমিও মগা পাইছি ।

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৩

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,



আপনাদের দুজনার মন্তব্যে আমিও মগা পেলুম । হা-------হা-------হো--------হো ------ =p~

৪০| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৮

রিকি বলেছেন:

ভাইয়া এটা হলো উচ্চমার্গীয় হাসি (ফিচকে না কিন্তু) B-)) B-))




আর এটা হল যার সামনে হাসবেন সেই দর্শকের এক্সপ্রেশন :#) =p~

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৮

আহমেদ জী এস বলেছেন: রিকি ,



ফিচকে না কিন্তু, তাহলে শুনুন রিকি;
হাসিটা এবার উচ্চমার্গীয় হয়েছে ঠিকই ।

কিন্তু যে ভাবসাবের উচ্চমার্গীয় হাসি দিয়েছেন তা উদ্দেশ্যমূলক একটা ষড়যন্ত্র । এতে আছাড় পাছাড় খাওয়া নির্ঘাৎ । এটাকে উচ্চমার্গীয় হাসি না বলে " পপাত ধরণীতল" বা " ঠ্যাঙ ভাঙ্গা " হাসি বলাটাই ভালো । :-P
এখনও আপনি, কোথায় কি হাসি দিতে হয় শিখলেন না !!!!!!!! :((
যাক ---- এতো কষ্টের মন্তব্যে আপনাকে দিলুম একটা " ভুবন ডাঙার হাসি .... " ।

হা-----হা----- হা ---- হাসবো তো আমি না ! হাসবেন আপনি আর যারা যারা এই পোষ্ট পড়বেন তারা । :(

৪১| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: আপনার লেখাটা পড়ে উচ্চমার্গীয় আনন্দ পেলাম। এগুলো ইংরেজীতে এখানে ওখানে আগেও পড়েছিলাম, "হাইট অব .." নামে। কিন্তু বাংলায় পড়ার মজাই আলাদা।

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,



জ্বী , এর কিছুটা আপনার মতোই এখান ওখান থেকে কিছুটা নিজ থেকে করা ।
আসলে নিজ ভাষায় পড়তে পারার মজাই আলাদা।

অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্যে ।
শুভেচ্ছান্তে ।

৪২| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট উচ্চমার্গীয় হতে পারে ।তবে আমারটা নয় । আমারটা সামান্য ।তবে আপনার পোস্ট যথার্থই উচ্চমার্গীয় । :)

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




হা------হা-------হা ------ ।
এবার তাহলে কমেন্টের সিসমোগ্রাফ করতে হয়, দেখতে হয় কতোখানি উচ্চমার্গীয় ধাক্কা দিতে পারলো। :P
আবারও এসেছেন বলে অসামান্য ধন্যবাদ ।
ভালো থাকুন ।

৪৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৯

দর্পণ বলেছেন: উচ্চমার্গীয় পোস্টটিতে উচ্চমার্গীয় কমেন্ট দিতে আমি নাদান অপারগ হইলাম। তাই কোনোরকম একখান জানান দিয়া গেলাম। জীএস ভাই শুভকামনা।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: দর্পণ ,



এই জানান দেয়াটাই বা ক'জনা দিয়ে যায় ? ভালো লাগলো জানান দেয়াতে ।

আপনার জন্যেও রইলো অনেক অনেক শুভকামনা ।

৪৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৮

প্রামানিক বলেছেন: সবই দেখছি উচ্চামার্গীয়

হাসলাম... শুয়ে থাকা ভিক্ষুক সাইনবোর্ডে যখন লিখে রাখে ---- ঘুমাচ্ছি , শব্দ করে বাটিতে পয়সা ফেলবেন না। টাকার নোট ফেলুন ......... :-P

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



এতো এতো পোষ্ট দেবেন না , পড়তে পড়তে আর কমেন্ট করতে করতে জান শেষ ----------- :((

এটা হলো একটা উচ্চমার্গীয় উপদেশ .। :P

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্যে ।

৪৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: ঈশশশশশশশশশশ .... যোগ অংকে ভুল করে ফেলেছেন । এক্কেবারে ফেল্টুস । ;)
১০০ বছর আয়ু বেড়ে গেলে কতো হবে ? ৯৯ + ১০০ = ১৯৯ । ঠিক ?
এ্যাদ্দিন তো আল্লাহতায়ালা নিজেই কাউকে সম্ভবত বাঁচিয়ে রাখবেন না ।
তারপরেও আশা করেছেন । এটাও হবে উচ্চমার্গীয় আশা ।
------------

আরো দোয়া করব, ১৯৯ এর ডানে মাত্র দু'টো ০০ (শুন্য) বসে যাক!! মানে ১৯৯০০ বছর!!!! :) :)
দোয়া করলে, বেশী বেশীই করতে হয়!!!! :) তা' ছাড়া জীবন মৃত্যু আল্লাহতালার হাতেই যে!!! :)
( আপনার এই পোষ্ট তো তাই বলে, বলে না???? :) )

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,



আপনার কামনা পূর্ণ হোক ।
আপনি আরো শতায়ু হোন আর আমাদের জন্যে ফুলের সুবাস ছড়িয়ে যান ।

শুভেচ্ছান্তে ।

৪৬| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: বিদ্রোহী ভৃগু ,.

এখানে মন্তব্যের ঘরে লেখা ,বিদ্রোহী ভৃগু বলেছেন: .
আর কিছু নেই ।
উচ্চমার্গীয় মন্তব্য ?????

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

আসলে কি আপনার আইডিয়া এতই ইউনিক, মজার আর সাড়া জাগানিয়া যে পড়ে অব্দি তব্দা খেয়ে ছিলাম! তাই শূন্য ডট দিয়েই ছেড়ে দিলূম। ! এখন দেখি আপনিও বলচেন উচ্চ!মার্গীয় মন্তব্য !!!! যাক ঢিলটা তবে কাজেই লাগলো ;) হা হা হা

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



হা-----হা---হা----ঢিলটা শুধু কাজেই লাগেনি আমার আঙ্গুলও ব্যথা করে দিয়ে গেলো, এই দু'দুবার প্রতি মন্তব্য করতে গিয়ে । :-P

সাথেই থাকুন মাঝেমাঝে এইরকম উচ্চমার্গীয় মন্তব্য দেয়ার জন্য । B-)

শুভেচ্ছান্তে ।

৪৭| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

লালপরী বলেছেন: মর্নিং ওয়াক কইরা পা ব্যথা ভাই একটা লিপ্ট দেন :P
হে হে হে সেইরাম উচ্চমার্গীয় লেখায় +++্

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:১২

আহমেদ জী এস বলেছেন: লালপরী ,




খুব প্রাতঃভ্রমন করা হচ্ছে বুঝি ? ১৫ কেজি ওজন কমাতে হবে তবেই "মর্নিং ওয়াক কইরা পা ব্যথা" আর করবেনা । B-)

সুন্দর মন্তব্যের জন্যে সেইরাম উচ্চমার্গীয় একটা উপদেশ দিলুম , এক্কেরে বিনা পয়সায় । :(

শুভেচ্ছান্তে ।

৪৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

নেক্সাস বলেছেন: ভাই আপনি কি হাসিয়ে মানুষ মারার অভিনব প্রজেক্ট হাতে নিয়েছেন। :) :) :) :)

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,




কেন দোষের কি ? মানুষ যতো কমে ততো কামড়া-কামড়ি কমে ।
হাসি দিয়ে মেরে ফেলা চাপাতির চেয়ে ভালো নয় ? :(
এটা হলো উচ্চমার্গীয় কিলিং...... :P

৪৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

অন্ধবিন্দু বলেছেন:
আলতু লোহেরা এইহানে কমেন্টাইবে ক্যা
আফনের পোস্টে আলতু লোহেরা কমেন্টায় না। হগলেই উচ্চমার্গীয় লোক। তয় একজন আলতু দেখতাছি অবশ্য। ওই যে অন্ধবিন্দু আছে না; হেতে পুরাই আলতু-ফালতু বলগার কইলাম। :P :-0

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,



হা-------হা-------হা--- আগে কইছিলা খুশিতে " একটা লাফ দিমু .....হাত পা ভাঙলে দোষ কিন্তু আম্নের " । ্এডা তো কতার কতা আছিলো ।
এইবার সত্যিই একটা লাফ দিলাম - বিছানায় ... :-P :( উচ্চমার্গীয় একটা ঘুম ...........

৫০| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৫

আজমান আন্দালিব বলেছেন: হাহাহা ...মজাদার পোস্ট।

০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২

আহমেদ জী এস বলেছেন: আজমান আন্দালিব ,



অনেকদিন পরে হাহাহা করে এলেন ।
ভালো তো ?
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।

৫১| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭

সোহানী বলেছেন: হাসতে হাসতে আমি শেষ.......... সত্যিই আপনার উচ্চমার্গীয় কান্ড কারখানা দেখে........

বি:দ্র: অনেক দিন পর খুজেঁ খুজেঁ আপনার ঘরে উকিঁ দেয়ার জন্য দু:খিত।

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,




খুজেঁ খুজেঁ আমার ঘরে উকিঁ দিয়েছেন তা ও আবার অনেকদিনের পরে । আবার বললেন দুঃখিত। অনেকদিনের পরে এরকম করে উঁকি দিয়ে দিয়ে খুঁজে দুঃখ প্রকাশ হলো উচ্চমার্গীয় খোঁজা :( । এটা হলো চুরি-টুরি করার লক্ষন । নিম্নমার্গীয় । :-P
চুরি-টুরি করার ইচ্ছা না থাকলে ডাক দিতেন , নিরাপদ বাড়ী আছো ???? :P
নিরাপদ বাড়ী নাই, আর খোঁজাও নাই । খোঁজা শেষ ............. B:-/ :-*

তবুও এসেছেন দেখে ভালো লাগলো ।
শুভেচ্ছান্তে ।

৫২| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২

আখেনাটেন বলেছেন: হা হা হা...। দারূন।


একটি উচ্চমার্গীয় মন্তব্য করতে পারলাম না বলে উচ্চমার্গীয় ক্ষমাপ্রার্থনা।


১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৪

আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন ,



এতোদিন পরে এসে একটি উচ্চমার্গীয় মন্তব্য না করতে পারলেও , একটি ধন্যবাদ পেতে তো আপত্তি নেই ?
নিম্ন - মধ্য - উচ্চ মার্গীয় ধন্যবাদ ।

৫৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯

শায়মা বলেছেন: আমি উচ্চমার্গীয় কি বাণী দেওয়া যায় ভাবছি!

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৮

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,




হয়তো উচ্চমার্গীয় কাজের চাপে আছেন ! :D
ভাবুন ......... ভাবতে থাকুন । পেয়ে যাবেন । একবার না পারিলে দেখে শতবার ................... :-*

৫৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০

শায়মা বলেছেন: আমার তো শত শত কাজ শত শত বার ভাবি কেমনে ভাইয়া! :(


কত শত কাজ করতে হয়!!!

কত শত ভাবনা ভাবতে হয়!


কত শত বিরোধ প্রতিহত করতে হয়!


কত শত ভালোবাসাও!!!!!!!!!


যাক এইবার মনে হচ্ছে উচ্চমার্গীয় মন্তব্য হইয়াছে ! :)

১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



যাক এইবার মনে হচ্ছে উচ্চমার্গীয় মন্তব্য হইয়াছে !:)
না হয় নাই ! :((
এটা উচ্চমার্কীয় হইয়াছে । কারন শত শত কাজ, ভাবনা , ভালোবাসার মাঝে শত চেষ্টার পরে একটি উচ্চমার্গীয় মন্তব্য করার জন্যে আপনি ১০০ তে ১০০ পাইয়াছেন । এখন পর্যন্ত ইহাই উচ্চমার্ক । :D

৫৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০১

শায়মা বলেছেন: উচ্চমার্ক এবং উচ্চমার্গ!!!!!!!


উদাহরনসহ পার্থক্য বলে দাও।


মনে হচ্ছে এই ব্লগে সবচাইতে সেই উচ্চমার্গ আমাদের কথাকথিকথকতা আপুনি/ভাইয়ামনির !:)

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



উচ্চমার্ক এবং উচ্চমার্গ এর প্রথম পার্থ্ক্য হলো বানানে । একটাতে " ক" আর একটাতে " গ" । :)

পার্থক্য নম্বর দুই < উচ্চমার্ক হলো সর্বোচ্চ বা বেশি মার্ক পাওয়া । উদাহরণ - "শায়মা এই পোস্টের মন্তব্যে ১০০ তে ১০০ পাইয়াছে ।" ইহার বেশি আর কেহ পায় নাই । :P
আর উচ্চমার্গ হলো সাধন পদ্ধতির উচ্চে অবস্থান । উদাহরণ - "শায়মা এই পোস্টে মন্তব্য করিতে অনেক ভাবিয়াছে । শেষ পর্যন্ত অনেক সাধনায় ভাবনারা তাহার মাথায় গিজগিজ করিলে তবেই সে সকল কাজের মাঝেও পোস্টে মন্তব্য করিতে সফল হইয়াছে ।" সাধনার উচ্চে উঠিতে না পারিলে তাহার আর এই পোস্টে মন্তব্য করা ইহজীবনে হইয়া উঠিতোনা । :``>>

পার্থক্য নম্বর তিন < কি যেন ..... কি যেন .... অনেক আগে পড়ছিলাম তো এহোন মনে নাই । খাড়ান, মনে কইররা লই .............. :((

৫৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৩

সোহানী বলেছেন: এটা হলো চুরি-টুরি করার লক্ষন । নিম্নমার্গীয় । :-P

হায় হায় এখন আমি কই যাই........

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,



কোথাও যাওয়ার দরকার নেই । সোজা নিজের দেশে চলে আসুন , এখানে পুকুর থেকে সমুদ্র চুরির মতো উচ্চমার্গীয় চুরি করলেও কেউ আপনাকে কিচ্ছু বলবেনা । উল্টো হিরোইন বনে যেতে পারবেন । কানাডায় নিম্নমার্গীয় চুরিতেও ভয় আছে ............ B-)) =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.