নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
অঞ্জলি লহো মোর .......
আড়মোড়া ভেঙ্গে বেড়িয়ে এসেছে আর এক নতুন বছর। পড়ে গেছে পিছে শুকনো সময় কিছু , কিছু স্মৃতি। আর যা গেছে , তা গেছে । আসলেই কি গেছে !!!!
পুরোনো খোলস ভেঙে জীবনের ষ্পন্দন ছড়িয়ে যাক , জন্ম হোক এক একটি রক্তিম গোলাপের দিন ........
সবাইকে নতুন বছরের প্রথম সকালের শুভেচ্ছা ।
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
আহমেদ জী এস বলেছেন: মাহমুদ০০৭ ,
নতুন সকালের শুভেচ্ছা আপনাকেও ।
তবে প্রথম হয়েছেন বলে চা খাওয়াতে পারছিনে ।
২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা, অাহমেদ জী এস ভাই!
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫
আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,
বছরের ইংরেজী আর বাংলা নেই । মনের রঙ ভাগাভাগি করে নিতে , ছড়িয়ে দিতে একটা উপলক্ষ্য দরকার । বছরের প্রথম দিনটির স্মরন সে রকম একটা কিছু । কেবল ক্যালেন্ডারের পাতা উল্টে উল্টে যাওয়া ।
আপনাকেও সকল নববর্ষের শুভেচ্ছা ..... সুখ ও সমৃদ্ধি ভরে উঠুক জীবনের ডালিতে ।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬
শায়মা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জী এস ভাইয়া।
০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭
আহমেদ জী এস বলেছেন: শায়মা ,
নতুন বছরই শুধু নয় , আপনার জীবনের সকল বছরগুলোর জন্যেও শুভেচ্ছা রইলো ।
আনন্দ যেন কন্ঠলগ্ন হয়ে থাকে আপনার অনাগত দিনগুলোতেও ।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও নতুন বছরের প্রথম সকালের শুভেচ্ছা ।
০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,
কৃতজ্ঞ চিত্তে মাথায় তুলে রাখলুম এ শুভেচ্ছার কথাখানি ।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১
জুন বলেছেন:
Smile, the symbol of happiness:
The smile portrayed on a sculpture-relief by the artist, unknown, thousand years back in the then “Khmer” empire in “Angkor”. Nothing could erode the expression even being exposed for thousand years.
I wish the New Year 2016 brings everlasting smile for every human being on the Earth, including you.
০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩
আহমেদ জী এস বলেছেন: জুন ,
ওয়াও...... সুখের বারতাবাহী হাসিমাখা মুখখানিকে হাযার বছরের গভীর থেকে তুলে এনেছেন ।
তাহলে বলতেই হয় ----- হাসির বাঁধ যখন ভেঙেই যায় , তখন ভালোবাসার - সুখের গন্ধসুধা উছলে পড়েই । এ যে যুগযুগের মরমী বারতা । তাকে মুছে দিতে পারে, সাধ্যি কার ?
নব বিকেলের শুভেচ্ছা ।
৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
শামছুল ইসলাম বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
ভাল থাকুন। সবসময়।
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১
আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,
আপনাকেও এই নববর্ষের শুভেচ্ছা ..... জীবনের ডালি সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক ।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮
লেখোয়াড়. বলেছেন:
হা হা হা ...................
আমার কথা সত্যি হলো তাহলে!!
অঞ্জলি নিতে নয় দিতে এলাম।
এই কি আমার চির জনমের সাধনা।
শুভেচ্ছা ও শুভ কামনা।
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭
আহমেদ জী এস বলেছেন: লেখোয়াড়.
কোন কথা সত্যি হলো , সত্যি করে বললেই হতো ।
অঞ্জলি নিতে নয় কেন ? অঞ্জলির বিনিময়ে হাদিয়া চাইনি তো ! নিতেন, পয়সা লাগতোনা । সহব্লগার হিসেবে আপনার জন্যে ফ্রি !!!!!!
অনেক ভালোলাগা আপনার শুভকামনায় ।
৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হ্যাপ্পি নিউ ইয়ার ২০১৬
০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
হ্যাপ্পি নিউ ইয়ার ২০১৬ টু য়্যু ঠ্যু ................ বি রেবেলিয়াস এ্যান্ড বোল্ড ।
৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
রিকি বলেছেন:
ভাই হ্যাপি নিউ ইয়ার ২০১৬ সাথে উচ্চমার্গীয় কান্না দিলাম !!!! (হাসির ইমো দিলে আপনি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে বসে যান, টাই এবার কান্না ) !!!!
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
আহমেদ জী এস বলেছেন: রিকি ,
ঠিকই আছে রিকি । কান্নার ইমো । কান্না প্রাকটিসে রাখা ভালো । নতুন একটা বছর মানেই কবরের দিকে একপা বেশী এগিয়ে যাওয়া । কখন যে কি হয়ে যায় .... । তখন কান্না জানা না থাকলে বেইজ্জতি ব্যাপার স্যাপার । অগ্রিম কান্নার ইমো তাই উচ্চমার্গীয় শুভেচ্ছার মতো লাগলো । ঐদিন এক পোচ কান্না কম কাঁদলেই হবে ।
নতুন বছর আপনার জীবনেও সারাক্ষন হ্যাপি হয়ে বিরাজিত হোক ।
১০| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১
প্রামানিক বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল।
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
নতুন বছরে এখানে প্রথম হতে পারলেন না । কেন ? চা তো মিস হয়ে গেলো ।
তবুও কাঁচাপাত্তি মারা এককাপ চায়ের সৌগন্ধ মাখা শুভেচ্ছা দিলুম ।
১১| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭
রুদ্র জাহেদ বলেছেন: নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানবেন আহমেদ জি এস ভাইয়া
আমাদের আগামীর পথচলা শুভ হোক
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১
আহমেদ জী এস বলেছেন: রুদ্র জাহেদ ,
আমাদের আগামীর পথচলা শুভ হোক ...
আমাদের আগামীর পথচলা শুভ হোক ....
আমাদের আগামীর পথচলা শুভ হোক .......
এর চেয়ে সুন্দর কোনও বাসনা আর নেই ।
আপনার আগামীদিনগুলোর জন্যেও রইলো মসৃন শুভেচ্ছা ।
১২| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
আরণ্যক রাখাল বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা| নতুন বছর আপনার জীবনে অনাবিল আনন্দ নিয়ে আসুক
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬
আহমেদ জী এস বলেছেন: আরণ্যক রাখাল,
অরণ্যের অপার সৌন্দর্য্যমন্ডিত শুভেচ্ছা আপনাকেও ।
১৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা রইল ভাই। ভালো কাটুক আগত দিনগুলো, শুভকামনা।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯
আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,
অনেক ভালোলাগা আপনার শুভকামনায় ।
নতুন বছরের দিনগুলিও আপনার জীবনে অনেক কিছু বলা নিয়ে আসুক !
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
লালপরী বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২
আহমেদ জী এস বলেছেন: লালপরী ,
লালপরীর ডানাতেও নতুন বছরের শুভেচ্ছার বাউল হাওয়া লাগুক , উড়ে যাক দিগদিগন্তে ....।
১৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪
জেন রসি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। অনেক অনেক ভালো থাকুন সবসময়।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
আপনিও " যেন রসে " টৈ-টুম্বুর থাকেন নতুন বছরটি জুড়ে ।
শুভেচ্ছান্তে ।
১৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আর শুভকামনা ।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
আপনার আগামীদিনগুলোর জন্যেও রইলো কাব্যময় মসৃন শুভেচ্ছা ।
১৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাইয়া,
শুভেচ্ছা রইল নতুন বছরের সাথে শুভ কামনা আগামী দিনগুলোর জন্য। ভালো কাটুক আগত প্রতিটি বছর।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
একজন রাজপুত্রের শুভকামনায় এই ব্লগীয় প্রজার অনেক ভালোলাগা পেশ করলুম ।
শুধু ভালোই নয় সুখেও কাটুক আপনার নতুন বছরের দিনগুলো ।
১৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১
রাবার বলেছেন: আপনারেও নতুন বছরের শুভেচ্ছা
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬
আহমেদ জী এস বলেছেন: রাবার ,
আপনাকেও এই নববর্ষের শুভেচ্ছা ..... সব সুখ ও সমৃদ্ধি রাবারের মতোই স্থিতিস্থাপকতায় প্রলম্বিত হোক আপনার জীবনে।
১৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯
আবু শাকিল বলেছেন: কথা গুলোতে মুগ্ধ হয়েছি ।
শুভেচ্ছা জানবেন ।
দোয়া করি সুস্থ এবং সুন্দর থাকুন।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২
আহমেদ জী এস বলেছেন: আবু শাকিল ,
আপনার মন্তব্যখানিও কম মুগ্ধতা রেখে গেলোনা !
আপনার দোয়া মাথায় তুলে রাখলুম । সাথে সাথে আপনার জন্যেও রইলো অকৃত্রিম শুভেচ্ছা ।
২০| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জী এস ভাই!!
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,
এমন নয়নকাড়া ফুলের শুভেচ্ছায় ভেসে যেতেই হয় ।
ভেসে যেতে যেতে বলি - নতুন বছরে আপনার জীবনেও জন্ম হোক এক একটি রক্তিম গোলাপের দিন ........
( এই ফুলটির নাম জানলে গোলাপের বদলে সে নামটিই লিখতুম এখানে ....)
২১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬
অন্ধবিন্দু বলেছেন:
“পাতা ঝরে পাতা ঝরে
ঝরে যায় দূরতম প্রান্তের কানন
তারার শৃঙ্খল ছিঁড়ে
পৃথিবীর সব ঝরে যায় অন্ধকার নিঃসঙ্গতায়
সবকিছু ঝরে পড়ে
তবু থাকে এক হাত
সব কিছু ধরে থাকে
তাঁর ফাঁকে কিছুই ঝরে না”
হে গুণীজন,
আমার নিকট সময়ের নতুন-পুরাতন ব’লে কিছুই চর্চিত হয় নে। চলার পথে আপনাদের মত প্রাজ্ঞ ‘এক হাত’ জ্ঞানে-বোধে-চিন্তায় পাশে পেয়ে গেলে স্পন্দিত হই সকল সময়ের সকল স্মৃতিতে। যাঁরা ধরে থাকে অকৃত্রিমতা এবং চর্চা করে যা কিছু ভাল, সুন্দর ও মানুষের...
লগিন করে মন্তব্য রেখে পাশে থাকতে পারি বা না, সতত সাদাসিধা ভালবাসা ও পক্ষপাতহীন শ্রদ্ধা-শুছেচ্ছা জানিয়ে যাই।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০
আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,
কেউ কেউ থাকে যাদের হাত ধরে থাকে সব । নিভৃতে কোথাও ক্ষুদ্র আছে যতো, তাও কিছুতেই ঝরে যেতে দেয়না । এমন কাউকেই বোধহয় পরশপাথরের মানুষ বলে ! সোনা হয় যার গুনে , অন্ধের চোখে লাগে আলো । তেমন কেউ সতত পাশে থেকে প্রাজ্ঞতার ছটায় ব্লগের এই রুমালের মতো ছোট্ট উঠোনটুকু আলোকিত করে যখন , তখন লেখায় বেঁচে থাকতে বড় সাধ হয় ।
অজস্র নির্মল সুখের দিন ঝরে পড়ুক আপনার নতুন বছরের গায়ে ।
২২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
সুমন কর বলেছেন: আপনাকেও শুভেচ্ছা...
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১০
আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,
আজি এ রাতে সুমন কর
কেমনে পশিল প্রানের পর
শুভেচ্ছার ডালি তারও উপর
যেন ঝরে ঝরঝর ....
২৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা।
০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২
আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব ,
আপনাকেও এই নববর্ষের শুভেচ্ছা ..... সব সুখ ও সমৃদ্ধি আপনাকে ঘিরে থাকুক সারাটি বছর ।
২৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
কিরমানী লিটন বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা প্রিয় আহমেদ জী এস ভাইয়াকে, নতুন বছরের স্নিগ্ধ আলোয় ছড়িয়ে যাক আপনার বিশুদ্ধ সৃষ্টির সৌরভ, তাই কবর নয়- পূর্ণতার দিকে এক পা বাড়াই, শুভকামনা অনিমেষ ...
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
আহমেদ জী এস বলেছেন: কিরমানী লিটন ,
আপনার কবিতার মতো কোমলে মেশানো শুভেচ্ছার গুচ্ছ কোনও একদিন এপিটাফ হয়ে উঠুক কবরে ...
২৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
হাসান মাহবুব বলেছেন: শুভেচ্ছা জী এস ভাই।
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,
শুভেচ্ছা আপনাকেও । বছরটি কেটে যাক সমৃদ্ধিতে ................ লেখায় আর মননে ।
২৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
নেক্সাস বলেছেন: শুভ নববর্ষ
০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯
আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,
আপনার জন্যেও রইলো নতুন বছরের মাঝ পৌষের মিষ্টিগন্ধা শুভেচ্ছা ।
২৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জী এস ভাই
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,
আপনাকেও এই নববর্ষের শুভেচ্ছা ..... সব সুখ ও সমৃদ্ধি আপনাকে ঘিরে থাকুক সারাটি বছর ।
২৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২
গেম চেঞ্জার বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০১৬.....
শুভ বছরে ভাল কাটুক দিনগুলো.....
এই প্রত্যাশায়........
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩
আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,
হুমমমমমমম.. গেম চেঞ্জ করতে হবে ! নতুন বছরে নতুন খেলা ।
সেই প্রত্যাশায়ই থাকলুম আপনার বহুরূপী কলমের খেলা দেখার ।
অনেক অনেক শুভেচ্ছা ।
ি
২৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫
অভ্রনীল হৃদয় বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইলো।
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
আহমেদ জী এস বলেছেন: অভ্রনীল হৃদয় ,
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা .....
আপনার অভ্রনীল হৃদয়ের মতো বিশুদ্ধ হোক জগতের সব ।
৩০| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
সুলতানা রহমান বলেছেন: নতুন বছরটা ছবিতে খুব সুন্দর আসছে। কিন্তু পুরান বছর তো ছবিতে নাই।
শুভ নববর্ষ।
০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১
আহমেদ জী এস বলেছেন: সুলতানা রহমান ,
পুরোনোকে কি কেউ মনে রাখে তেমন করে ! সবাই তো নতুনেরই জয়গান গায় ।
তবে নতুন বছরের কোনও ছবি তো দিইনি । দিয়েছি নতুন বছরের শুভেচ্ছার ছবি .. "অঞ্জলি লহো মোর.." ।
নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও । বছরটি কাটুক সমৃদ্ধ লেখায় ।
৩১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭
সুপান্থ সুরাহী বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। আসুক আগামীর প্রতিটি দিন সুখময় ও উপভোগ্য।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
আহমেদ জী এস বলেছেন: সুপান্থ সুরাহী ,
আপনাকেও এই নববর্ষের শুভেচ্ছা ..... সব সুখ ও সমৃদ্ধি আপনাকে ঘিরে থাকুক সারাটি বছর ।
৩২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সম্ভবত এই গানের সাথে একবার নেচেছি... খুক খুক... ! নতুন বছরের শুভেচ্ছা!
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫
আহমেদ জী এস বলেছেন: ঈপ্সিতা চৌধুরী ,
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ।
এই গানটির সাথে সম্ভবত একবার হলেও নেচেছিলেন জেনে ভালো লাগলো । নাচার মতোই গানটি ।
কিন্তু বলি হে, ইদানিং আপনার প্রতিটি লেখাতেই দেখি খুক.. খুক করে কাশছেন । সম্ভবত আপনার বুকে অসুখ বেঁধেছে ঘোর ।
দীর্ঘদিন খুকখুক করে কাশি ভালো লক্ষন নয় ।
ধেত্তেরি.... কাকে কি বলি !!!!!!!!!
৩৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩
সাহসী সন্তান বলেছেন:
এট্টু লেট হইলো এই যা! তয় নু প্রবলেম, কি কন?
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ,
লেট অইছে তো কি অইছে ? সাহস কইররা কইয়া হালাইছেন হেইডাই বা কোম কিসে ?
প্রাইজ লইয়া যান ...
৩৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আহমেদ জী এস ভাই.... অনেক ধন্যবাদ
বছরটি খাওয়া দিয়ে শেষ এবং নতুন বছরটি ভ্রমণ দিয়ে শুরু হলো। এর কি বিশেষ কোন তাৎপর্য থাকতে পারে? থাকলে জানিয়ে ধন্য করবেন...
আপনার এবং আপনার পরিবারের জন্যও শুভ 'হ্যাপি-নিউ-ইয়ার' জানাচ্ছি.....
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,
বছর শেষ ও শুরুর ধাঁধাঁটি বেশ খটোমটো । তবে তাৎপর্য বোধহয় এটাই , নতুন বছরে কেবল লাট্টুর মতো ঘুরতে.... ঘুরতে....ঘুরতেই থাকবেন । খাওয়া জুটবেনা মোটেও...
খাবনামা দেখলে হয়তো সঠিক জবাবটি দিয়ে দশে দশ পেতে পারতুম ....
আপনাকে এবং আপনার প্রিয়জন সবাইকেও আহমেদ জী এস এর পক্ষ থেকে নতুন বছরের নির্মল শুভেচ্ছা ।
৩৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৩
প্রামানিক বলেছেন: প্রথম হইতে পারি নাই দেইহা কাঁচা পাত্তি দিয়া চা দেওয়ার কথা বইলা হুদা শুভেচ্ছা দিলেন, এতে কি পেট ভরবো। দেন দেন তাড়াতাড়ি ভাল কইরা এক কাপ চা দেন।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
দিলাম । সাজুগুজু করা চা'য়ের কাপের চা ই তো খাওয়াইছে সবাই এ্যাদ্দিন ! আমি এক্কেরে আদি অকৃত্রিম, আন্তরিক দেশি চা দিছি। গাইবান্ধা রেল ষ্টেশনের চা । ধরেন......
৩৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৮
আজমান আন্দালিব বলেছেন: আহমেদ জী এস ভাই কেমন আছেন। নতুন বছরের শুভেচ্ছা!
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩
আহমেদ জী এস বলেছেন: আজমান আন্দালিব ,
অনেকদিন পরে দেখা । পাঠশালা কালে বাক্য গঠন করেছি " ডুমুরের ফুল " দিয়ে । এইকালে এসে আপনাকে দেখে তার সার্থকতা মিললো ।
ভালো যে থাকতেই হয় ! লিখছেন না কেন আর ?
আপনাকেও এই নববর্ষের শুভেচ্ছা ..... সব সুখ ও সমৃদ্ধি আপনাকে ঘিরে থাকুক সারাটি বছর ।
৩৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৯
ডরোথি গোমেজ বলেছেন: খোলস ভেঙে বেরিয়ে আসছে নতুন! প্রথম ছবিটা দারুণ!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০
আহমেদ জী এস বলেছেন: ডরোথি গোমেজ ,
নতুন বছরটিতে আমার ব্লগে স্বাগতম ।
হ্যা , ছবিটি সুন্দর । ছবিটি আমার এক সুহৃদ দিয়েছেন । এই সাথে তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে যাই ।
শুভেচ্ছান্তে ।
৩৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি দেখি মুরগীর ছবি পাল্টিয়েছেন।
আপনাকে কত মানুষ পছন্দ করেন।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
আহমেদ জী এস বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ,
হ্যা .... হয়তো করেন আর তাদের জন্যেই আমার ভালোবাসা তোলা থাকে ।
ভালো থাকুন ।
৩৯| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা এবং শুভকামনা ।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
কেমন আছেন আপনি ?
অনেকদিন দেখা নেই ।
শুভেচ্ছা আর মঙ্গলাকাঙ্খা আপনার জন্যেও ।
৪০| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
এহসান সাবির বলেছেন: আপনাকে আমি খুঁজতেছি..... বেশ কিছুদিন ধরে ঘুর ঘুর করতেছি একটা কথ বলবার জন্য.......
১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬
আহমেদ জী এস বলেছেন: এহসান সাবির ,
হা..হা....হা... আমাকে খুঁজছেন ? কথা বলার জন্যে ? বলেই ফেলুন না ! ভরা মাঠে ভয় ? তাতে কি !!!
মনের কথা চেপে রাখতে নেই ।
৪১| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৫২
গুলশান কিবরীয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ।
১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫
আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,
বছর পুরোনো হলেও আপনাকে শুভেচ্ছা । অবশ্য পুরোনো মানে " ওল্ড " আর জানেন তো ওল্ড ইজ গোল্ড !
৪২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি । একটু নেটওয়ার্কের বাইরে ছিলাম ।
আপনি কেমন আছেন ?
৪৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮
আহমেদ জী এস বলেছেন: এহসান সাবির ,
প্রচন্ড দুঃখিত , সম্ভবত আমার ডেক্সটপেরই সমস্যার কারনে কোন মন্তব্য করতে পারছিলুম না । আপনার মন্তব্যের ঠিক নীচেই জবাবটি দিতে পারছিনে কিছুতেই । "মন্তব্যটিতে উত্তর দিন" এই বাঁকা তীর চিহ্ণটিতে ক্লিক করলে কিছুই আসছেনা । তিন - চার দিন যাবৎ গুতোগুতি করেও ফল না পেয়ে তাই এভাবেই মন্তব্যের জবাব দিতে হচ্ছে ।
হা..হা....হা... আমাকে খুঁজছেন ? কথা বলার জন্যে ? বলেই ফেলুন না ! ভরা মাঠে ভয় ? তাতে কি !!!
মনের কথা চেপে রাখতে নেই ।
৪৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:১৯
তুষার আহাসান বলেছেন: "শুভেচ্ছা রইল নতুন বছরের সাথে শুভ কামনা আগামী দিনগুলোর জন্য। ভালো কাটুক আগত প্রতিটি বছর। "
আপনার পোস্ট গুলোর ছবি দেখে মুগ্ঘ হতে গয়।
১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬
আহমেদ জী এস বলেছেন: তুষার আহাসান ,
ছবি দেখে মুগ্ধ হয়েছেন সত্য কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে জানাচ্ছি, এ প্রশংসা আমার প্রাপ্য নয় । ছবিগুলো সব সংগ্রহ ।
শুভকামনা আপনার জন্যেও ।
কল্যান হোক ।
৪৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯
তার আর পর নেই… বলেছেন: ভরা মাঠে কি গোপন কথা হলো দেখতে এলাম।
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
আহমেদ জী এস বলেছেন: তার আর পর নেই…
হাসালেন । কথা কেউ দেখতে আসেনা, শুনতে আসে !
ভরা মাঠের গোপন কথা , গোপনেই থাকনা ! নাই বা শুনলেন !
শুভেচ্ছান্তে ।
৪৬| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯
তানজির খান বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জানাতে দেরী হয়ে গেল। তবুও তো জানুয়ারীতেই আছি। শুভেচ্ছা ভাই। আমার লেখায় আপনাকে নিমন্ত্রণ রইল।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০২
আহমেদ জী এস বলেছেন: তানজির খান ,
দেরীতে প্রতিশুভেচ্ছা আপনাকেও ।
নিমন্ত্রনের জন্যে ধন্যবাদ । আপনার নিমন্ত্রনের অপেক্ষা না করেই কিন্তু ঘুরে এসেছি আগেই ।
৪৭| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
তানজির খান বলেছেন: জী ভাইয়া অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫
আহমেদ জী এস বলেছেন: তানজির খান ,
ভালো লাগলো আবার আপনাকে দেখে ।
৪৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০
এহসান সাবির বলেছেন: ভরা মাঠের গোপন কথা....... দেখতে শুনতেও আসছে দেখি.....
গোপন কথাটি রবে না গোপনে..........!!
ঠিক আছে বলে ফেলবো...........!!
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
আহমেদ জী এস বলেছেন: এহসান সাবির ,
দেখতে শুনতে আসবেই তো ! ভরা মাঠে আমাকে গোপন কথা বলবেন আর পাবলিক তা না শুনে চলে যাবে , এমনটা বাঙালী চরিত্রে নাই ......................
আর নয় ঘুরঘুর
বলে ফেলুন যদ্দুর
বলা যায় গোপনে ।
৪৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১৪
নিমগ্ন বলেছেন: নয়া পোস্টের আশায় ঘুরে + দিয়া পলাইলাম।
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২
আহমেদ জী এস বলেছেন: নিমগ্ন ,
পালালেন কেন ? পোষ্ট তো আর চাট্টেখানি কথা নয় যে সকাল বিকেল লেখা প্রসব করে যাবো !
সময় ও তো বড় একটা ফ্যাক্টর । আসবে .. ততোক্ষন সাথেই থাকুন ।
শুভেচ্ছান্তে ।
৫০| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
আহমেদ জী এস বলেছেন: দেবজ্যোতিকাজল ,
নতুন বছরে আপনিও দেব জ্যোতিতে ভাস্বর হয়ে উঠুন ।
৫১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
টং'এর চা ভালো, কিন্তু টং'এর জীবন কেহ চাহে না; নতুন বছর বাংগালীদের টং থেকে বড় জীবনে নিয়ে যাক।
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
আপনার মতো আমিও সে বাসনা পোষন করি ।
কিন্তু কথা হলো , টং'য়ের চা কে ঢং করে রং লাগিয়ে এই বাঙালী কি করে পান করবে এ জীবনে ? জীবনের রশিটা যে আপনার সেই তাদেরই হাতে যাদের আপনি সমালোচনা করেন , তুলে ধরেন যাদের রূপ !
৫২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১
অন্ধবিন্দু বলেছেন:
আহমেদ জী এস,
অঞ্জলি নেয়া অনেক হয়েছে। এবার নতুন লেখা পোস্ট করেন গো। না আপনিও বিদায় লইবার চাইতাছেন
২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১
আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,
হা...........হা............হা ............. অঞ্জলি ভরে দিতে চাই তা ও নিতে চান না ? বাঙালী তো বিনে পয়সায় পেলে বিষও খায় জানতুম ।
না রে ভাই , সময় দিতে পারিনে তেমন একটা । আসি, পোষ্ট পড়ি , পড়ে দুটো তিনটে মন্তব্য দিতে দিতেই সময় গড়িয়ে যায় ।
আপনাদের গাঁটে যে বাঁধা পড়ে গেছি সেখান থেকে কেটে বেরুনো কার সাধ্যি ? বিদায় যে বড়ই নিঠুর ।
লিখছি । তিষ্ট ক্ষনকাল .........
৫৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯
বিজন রয় বলেছেন: সুপার পোস্টে সুপার্ব ভাললাগা।
+++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৬
আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,
এমন মন্তব্যে আপ্লুত হতেই হয় ।
লক্ষকোটি ধন্যবাদ ।
সকল পুরোনো খোলস ভেঙে আপনার জীবনের ষ্পন্দনও ছড়িয়ে যাক নতুন নতুন দিনে ।
বাসন্তী শুভেচ্ছা ।
৫৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৫
সচেতনহ্যাপী বলেছেন: দেশে থাকতে প্রিয়জনদের গনবকা আর পিটুনীর ভয়ে ল্যাপটপের সামনে বসতে পারি নি।। তাই অ-নে-ক দেরীতে হলেও প্রতিশুভেচ্ছা।।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৪
আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,
হা...........হা..........হা............... এরকমেরই হয় দেশে এলে । সবাই পেতে চায় কাছে ।
সারা বছরটির শুভেচ্ছা আপনাকেও । কেটে যাক হেসে খেলে ।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১১
মাহমুদ০০৭ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জী এস ভাই