নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

কুসুমে কুসুমে চরণচিহ্ন দিয়ে যাও ....

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬



শীতের কুয়াসার অবগুন্ঠন সরিয়ে প্রকৃতি হেসে উঠবে ধীরে , অতি ধীরে । নির্ঝরের স্বপ্ন ভেঙে গাছে গাছে , পত্র-পল্লবে ছড়িয়ে যাবে সে হাসি রঙের রোশনাই মেলে । গাছেদের শীতকাতুরে ঘুমচোখে আলতো চুমুর পরশ দিয়ে দখিনা বাতাস বলে যাবে ...খোলো খোলো দ্বার / রাখিওনা আর বাহিরে আমায় দাঁড়ায়ে ।
সবে মাতাল হয়ে উঠতে শুরু করা বসন্ত বাতাস গেয়ে যাবে -
এসেছি আমি এসেছি
দূর থেকে বহুদূরে
পথে পথে ঘুরে ঘুরে
এসেছি আমি এসেছি...............





বসন্ত কড়া নেড়ে বলে যাবে , এসে গেছে শিমুল পলাশের দিন । ফাগুনের মধুমাস । শীতের পিঠে উৎসবের ভাঙা হাটের স্তব্ধ ধূসরতা সরিয়ে রঙ আর চিরযৌবনের বারতা নিয়ে বসন্ত জেগে উঠবে আপনারই দুয়ারে, সকালের কুসুমরঙা আদর গায়ে মেখে মেখে ।


ঋতুরাজ বসন্তের এই কাব্য লিখতে গিয়ে মনে হলো , কী বলিহারী সাহস আমার ! বসন্ত বিলাসে কালের দিগ্বিজয়ী মানুষগুলোর কাছে কি অসহায় আমি ! মনের অলিতে গলিতে বিলাসী শব্দ খুঁজি , মেলেনা । যা মেলে, তা তাঁদেরই গাঁথা পূজোর মালার ফেলে রাখা ফুল । যেন আমারই বাগান থেকে কতোকাল আগেই চুরি হয়ে যাওয়া শব্দফুলগুলি । তাই আমার ভাঙা কলমের ভেতরে থেকে কাউকে মুগ্ধ করার মতো আস্ত এক-একখানা নিজস্ব শব্দ বসন্ত বাতাসে পাখনা মেলে দেবে এমনটা দুরাশা হয়েই রইলো !
তবুও কিছু কিছু শব্দের দোয়েল টুক করে ডেকে উঠে পশ্চিমে উড়ে যেতে চায়। মনের মাঝপুকুরে টুপ করে ঘাই মারে যেন শব্দের পোনামাছ । সে ঘাই জলের বুকে তরঙ্গ তুলে ফাগুনের বাতাসে কাঁপন ধরায় । সে কাঁপন যেন আমাকেই দোলা দিয়ে যায় ।
যায় হয়তো আপনাকেও । মাতাল করে তোলে । আপনার সমগ্র স্বত্তা জুড়ে সমর্পনের স্তোত্র অস্ফুটে ঝরে –
আমারে ফিরায়ে লহো
সেই সর্ব-মাঝে যেথা হতে অহরহ
অঙ্কুরিছে মুকুলিছে মুঞ্জরিছে প্রান
শতেক সহস্র রূপে, গুঞ্জরিছে গান
শতলক্ষ সুরে , উচ্ছসি উঠিছে নৃত্য
অসংখ্য ভঙ্গিতে .......



সমর্পনের কাব্য যদি কিছু থেকে থাকে মনমাঝারে তবে এখনি সময়- শীতের বিদায়ী শিশিরে ভিজে ভিজে তরতাজা হয়ে ওঠা বাঙলার আরণ্যক সবুজে ফুঁটে ওঠা জুঁই , চামেলী, বকুল, বেলী, পলাশ আর শিমুলের ছোঁপ ছোঁপ মুগ্ধতার কাছে নিজেকে নিবেদনের । সোনার খাঁচায় এ দিন রইবেনা তো বন্দী হয়ে চিরকাল! রাতের রজনীগন্ধার মতো সুবাস ছড়িয়ে চলে যাবে আরেক বছরের কাছে । ঘুরে যাবে সময়ের চাকা যেমন যায় রোজ। শুধু পড়ে থাকবে সময়-চাকার দাগ কারো মনে ! কোথাও গভীর হয়ে, কোথাও বেশ অগভীর............
“অঞ্জলি লহো মোর সঙ্গীতে...” নয়
লহো পুষ্পে পুষ্পে,
ঝরা শিমুলের রক্তিম চুম্বন অর্ঘ
কে নেবে, দেবো কাকে !
যে আমার তরে প্রতীক্ষিয়া থাকে
বেলোয়ারী চুড়ি হাতে , তাকে
দিতে চাই; যে আমারে ভালোবাসে
ফাগুনের এই মধুমাসে ।


দ্যুলোকে ভূলোকে তাই জেগে ওঠে কুসুমে কুসুমে চরণচিহ্ন রেখে যাবার আয়োজন । ভ্রমর প্রজাপতি মরে পথ ভুলে ভুলে । ফুলেদের কানে কানে কয়ে যায় কী গোপন বাণী ! দখিনা হাওয়ায় ভাসে পরাগ রেনু । গর্ভসঞ্চারের কাল । মধুমাছি তাড়িত হয়ে ফেরে ফুলে ফুলে .........








শীতের ঘুম শেষে
আকাশ জুড়িয়া জাগিছে
রোদের কলস্বর ,
দিগচক্রবালে উড়ে যায় পাখি
কুসুমে কুসুমে মধুকর ।


ফাগুনের আগুন আপনার মনে শীত শেষের উষ্ণতার ছোঁয়া দিয়ে যাবেই যদি তেমন একখানা দিগন্ত খোলা মন থাকে আপনার । শিমুল পলাশের দিন ঘুম ভাঙিয়ে রাঙিয়ে দিয়ে যাবে আপনার মন । সে মনে ঢেউ তুলে যাবে, না-বলা কথারা ----
ও পলাশ , ও শিমুল কেন এ মন মোর রাঙালে /
জানিনা আমার ও ঘুম কেন ভাঙালে................
শরম অরুণ রাগে গোপন ঝংকারে বেজে বেজে যাবে তা । যার পথ চেয়ে দিন গুনে গুনে গেছেন তারই পদধ্বনী আপনার মনের আকাশে মেঘের মতো ছায়া ফেলে ফেলে যাবে । হৃদয়ে অনেক কবিতা নিয়ে কিশোরী হয়ে যাবে পৃথিবী । কথা কইবার আকুল তৃষ্ণা উঠবে উদ্বেলিয়া ......









অপরিমেয় অদেখার খোঁজে
ফুলে ফুলে পত্র পল্লব সারে
মুখোমুখি বসি ....
চেয়ে চেয়ে দেখি
সে তো আমারি মতো আকুল
কথা বলিবারে ।


কাঠ গোলাপের রঙ বুকে নিয়ে এক বসন্ত সকালে জেগে উঠবে আপনার ঘুমন্ত শহর । গভীরভাবে আন্দোলিত বনে বনে অদ্ভুত জাগতিক হয়ে আসবে ঝরা বকুলের গন্ধ । কামিনী বনে প্রথম ধরা কলি, শুভ্রতার আঁচল উড়িয়ে ধীরে ধীরে হয়ে উঠবে পূর্ণ যৌবনা । প্রান্তরব্যাপী ছড়িয়ে যাবে সর্ষে হলুদের তুমুল রঙের কোলাহল । বাঙলার মাঠ-প্রান্তর আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে দখিন হাওয়ার স্রোতে । রজনীর শেষ গন্ধ গায়ে মেখে ফোঁটা ফুল আপনার মনে গুনগুন করে গেয়ে উঠবে - ও রজনীগন্ধা, তোমার গন্ধ সুধা ঢালো ...........
















অনিমিখে রাখি চোখ
বকের ডানার মতো সাদা সাদা ফুলে ।
ঘুম থেকে জেগে ওঠা বাঙলার প্রান্তরে,
উতলায় হৃদয়াবেগে মাঠের পরে
জুঁই , চামেলী, বেলী ও বকুলে
শেষ রজনীর গন্ধ যেন ওঠে দুলে
তারি গায়ে ।
বকুলের দিন সাজে বধূয়ার সাজ
আজও চোখে ধরে রাখি তার
নম্র , শ্বেত-শুভ্র কামিনী লাজ
বসন্ত বায়ে ।


কৃষ্ণচুড়ার, রাধাচুড়ার আগুন ছড়িয়ে যাবে সবখানে । ভেসে যাবে চৈতালী । প্রকৃতির শরীরে লেগে যাবে দোল পূর্ণিমার লাল-হলুদ ছোঁপ । পাগল হাওয়ার মতো আপনার মনখানিও হারিয়ে যাবে সেই লাল-হলুদের মেলায় । বাউরী বাতাস তবুও ডেকে ডেকে যাবে আপনাকে , জড়িয়ে নেবে কী জানি কী সুখে ! পাবলো নেরুদার মতো আপনারও মনে হবে , সব ফুল ফোঁটা যদি থেমেও যায় তবুও বসন্তকে থামাবো কি করে ................




















আজি বসন্ত জাগ্রত দ্বারে । কে ফেরাবে তারে ! খোঁপায় বাঁধা ফুল আর বাসন্তী রঙের শাড়ীতে, লাল পাঞ্জাবীর মিছিল দেখে মনে হবে , আহা কি আনন্দ আকাশে বাতাসে ! ...........................
তবুও এই পোড়া চোখ থমকাবে, ধূলি ধুসরিত পথ-প্রান্তরে । বায়ু দূষনে সবুজ রঙ হারিয়ে, গায়ে গতরে এক প্রস্থ ধূলো মেখে পড়ে থাকা গাছে গাছে ! বসন্ত ধূসর হয়ে রবে পাতায় পাতায় । দেখে যাবো কঠিন অমেয় এই সব দিন রাতে প্রকৃতির নান্দনিকতার উপরে উঠতে গিয়ে আমাদের অমানবিক, অসংলগ্ন , অবিমৃষ্যকারী , অমিতচারী সব আয়োজনে অত্যাচারিত ধরনীর মরনের অপরিমেয় ছটা ! দেখে যেতে হবে হয়তো একদিন !

হারিয়ে যাবে একলা বড়
জীবন থেকে ফাগুন হাওয়া
ছিনিয়ে সন্ধ্যে বেলা !

সকল খেলা সাঙ্গ করে
বুকের ঐ গহীন তলে
রাখবে তুমি বসন্তেরই মেলা ।



তবুও শত মাইল অভাবী মনে একমাইল প্রাচুর্য্য নিয়ে পড়ে থাকা বসন্তের আড়বাঁশির সুর ঠিকানা পেরিয়ে কেন যে জিরোয় আমাদেরই একটুকরো উঠোনে !!!! মন খারাপের ট্রেন কেন যে হুশ করে ঢুকে যায় বসন্ত ষ্টেশনে !!!! চিত্রার্পিত প্রকৃতি কবির খাতা থেকে কেন যে উঠে আসে অনায়াসে একাকী সাম্পানের মতো জল কেটে কেটে !!!










গাহি ফাগুনের গান বসন্ত উৎসবে,
রমনার বটমূলে ফুলসাজে সাজি
অযুত নৃত্যের ভঙ্গিমায় আজি
জাগিয়া উঠিবে অগণন প্রান,
ফুলে ফুলে ভরিয়া রবে
এ দেশের যতো বটতল এমন সৌরভে ।
মনে হবে -
হাযার বছর ধরে
জেগে আছি মোরা এক সোনা-প্রান্তরে ।


তারপর একদিন থেমে যাবে ফাগুনের সব কোলাহল । বসন্তের বাউড়ী বাতাস গাইবেনা আর গান । নিঃশব্দে বদলে যাবে অনেক কথার দুপুর । দিন বদলের পালায় বদলে যাবে দিন .....



থেমে গেছে কি গান,
সুর নাহি কেন বাজে !
হৃদয় মাঝে, অহর্নিশ ব্যথা ঝংকারে
তবুও ফিরি বারেবারে,
দুটো চোখ তবু খুঁজে ফেরে কারে
উদাস ফাগুনের শেষ দুপুরে ....


চলবে ..........

প্রথম পর্ব - প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব – দ্বিতীয় পর্ব –
তৃতীয় পর্ব - তৃতীয় পর্ব -
চতুর্থ পর্ব - চতুর্থ পর্ব -

[ এই ছবি ও লেখা ব্লগটি সাজানো হয়েছে কয়েকটি অধ্যায়ে – বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত আর গ্রীষ্ণ নিয়ে ঋতুচক্র – পালাবদলের দিন, নিঃস্বর্গ, দেশ ও জীবন গাঁথা ; এমন করে। ]

ছবি – ইন্টারনেট থেকে ।
প্রতিটি ছবির জন্যে কৃতজ্ঞতা স্বীকার করছি তাঁদেরই যারা ছবিগুলোর প্রকৃত দাবীদার ।
আর স্বনামধন্য যে সব কবি-লেখকের দু’একটি চরন তুলে এনেছি, কৃতজ্ঞতা স্বীকার করছি সেই মহাগুনীজনদের ও ।
এদের সকলের কাছেই ঋনী হয়ে রইলুম ।

মন্তব্য ১১৬ টি রেটিং +২২/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

ঋজুক বলেছেন: আজি বসন্ত জাগ্রত দ্বারে .....

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

আহমেদ জী এস বলেছেন: ঋজুক ,


ঠিক বলেছেন । দরজায় কড়া নাড়ছে , এই এলো বলে ।

প্রথম মন্তব্যটির জন্যে অশেষ ধন্যবাদ ।

আর হ্যাঁ.. আমার ব্লগে আপনাকে স্বাগতম ।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

মনিরা সুলতানা বলেছেন: মেগা পোস্ট দারুন ভাবে সুবিন্যাস্ত ও সুলিখিত।
বনে বনে লাগারা আগেই আপনার লেখা মনে ফাগুন লাগিয়ে দিল।
শুভ কামনা :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,



বন যায় যাক , ফাগুনের আগুনে যেন মনখানা পুড়ে না যায় ........... :D
অনেক ভালো লাগলো এমনতরো মন্তব্য ।
ফাগুনের শুভেচ্ছা আপনাকেও ।
ভালো থাকুন আর সিরিজটির সাথেই থাকুন ।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:
ফাগুনের আগমনে যা ছোটবেলার কবিতাটি মনে পড়ে গেল-

ফাল্গুনে শুরু হয় গুনগুনানি
ভোমড়াটা গায় গান ঘুম ভাঙানি!

ঋতু ব্লগ খুব ভাল লেগেছে প্রিয় জী এস ভাই! ভাল থাকবেন সব সময়।


০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



মন্তব্যে ধন্যবাদ । হ্যাঁ......... ফাল্গুনের কৃষ্ণচুড়ার রং সেই ছেলেবেলার মনখানিতেও যে কম লাগেনি সেটা কবিতায় বুঝিয়ে দিলেন ।
আমিও আপনার নিকখানা দেখে একটা গানের লাইন তুলে দিচ্ছি ---
ভ্রমরারেএএএএএ তুই এ ফুলে ও ফুলে
কি কথা শুনিয়ে যাসরে.............

আপনিও ফাগুনের ছোঁয়ায় ভালো থাকুন , রঙে রঙে ভরে উঠুক আপনার দিনগুলি ।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭

কল্লোল পথিক বলেছেন: আমারে ফিরায়ে লহো
সেই সর্ব-মাঝে যেথা হতে অহরহ
অঙ্কুরিছে মুকুলিছে মুঞ্জরিছে প্রান
শতেক সহস্র রূপে, গুঞ্জরিছে গান
শতলক্ষ সুরে , উচ্ছসি উঠিছে নৃত্য
অসংখ্য ভঙ্গিতে .......
সব মিলে অসাধারন হয়েছে।প্রিয় জী এস ভাই! ভাল থাকবেন সব সময়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,



খুব ভালো লাগলো আপনার মন্তব্য ।
ভালো থাকুন আপনিও ।
বরাবরের মতোই সাথে থাকুন ।
ফাগুনের শুভেচ্ছা রইলো ।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

তার আর পর নেই… বলেছেন: ছবিগুলো খুব সুন্দর! সাজিয়েছেনও সুন্দর!+++
বসন্ত কি এসে গেছে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০

আহমেদ জী এস বলেছেন: তার আর পর নেই…




বসন্ত কি এসে গেছে? কি মনে হয় আপনার ? দখিনা হাওয়া কি দোলা দিয়ে যাচ্ছেনা একটু আধটু ? নাকি আপনার গায়েই লাগছেনা ?

বসন্ত তো , একটু সাজুগুজু তো করাতেই হয় ! রঙ চড়াতে হয় । বাউরী বাতাসের দোলাও দিয়ে যেতে হয় । নইলে আপনাদের হাতে তুলে দিই কি করে !!!!!!!!!!!!

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

পুলহ বলেছেন: "ফাগুনের আগুন আপনার মনে শীত শেষের উষ্ণতার ছোঁয়া দিয়ে যাবেই যদি তেমন একখানা দিগন্ত খোলা মন থাকে আপনার।"- সব মানুষের জন্য তেমন একটা দিগন্ত খোলা মনের প্রার্থনায়.. :)

"কাঠ গোলাপের রঙ বুকে নিয়ে এক বসন্ত সকালে জেগে উঠবে আপনার ঘুমন্ত শহর।"- এমন কল্পনা নমনীয়, কোমল কোন স্বপ্নদৃশ্যের মত সুন্দর!

"তবুও এই পোড়া চোখ থমকাবে, ধূলি ধুসরিত পথ-প্রান্তরে..."- সে স্বপ্ন থেকে আবার রুঢ় বাস্তবতায় ফিরে আসা....

"তাই আমার ভাঙা কলমের ভেতরে থেকে কাউকে মুগ্ধ করার মতো আস্ত এক-একখানা নিজস্ব শব্দ বসন্ত বাতাসে পাখনা মেলে দেবে এমনটা দুরাশা হয়েই রইলো !"- শব্দ দিয়ে যদি না-ও হয়, আপনি মুগ্ধ করেছেন ভাবে, ছবিতে আর বসন্তের মতই রঙ্গীন এক লেখা দিয়ে। মন ভালো করে দেয়ার মতন একটা পোস্ট ভাই। :)

ছবিগুলো নিশ্চিতভাবে বসন্তের স্বরূপ পাঠকের চোখে তুলে ধরবে, তবে প্রথম থেকে চতুর্থ ছবিটার কথা আমি আলাদা করে উল্লেখ করলাম....
যেহেতু সেটা আমার প্রিয় কথা সাহিত্যিক- বিভূতিভূষণের কথা স্মরণ করিয়ে দিচ্ছে :)
অনেক ভালো থাকবেন :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৩

আহমেদ জী এস বলেছেন: পুলহ ,



আমার লেখার লাইনগুলো ধরে করা আপনার সমগ্র মন্তব্য আমাকে যে সম্মান দিয়ে গেলো তা মাথায় তুলে রাখলুম ।

আসছে বসন্তের দিনগুলো আপনার হৃদয় ছুঁয়ে রঙিন হয়ে উঠুক.....................

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: কৃষ্ণচুড়ার, রাধাচুড়ার আগুন ছড়িয়ে যাবে সবখানে । ভেসে যাবে চৈতালী । প্রকৃতির শরীরে লেগে যাবে দোল পূর্ণিমার লাল-হলুদ ছোঁপ । পাগল হাওয়ার মতো আপনার মনখানিও হারিয়ে যাবে সেই লাল-হলুদের মেলায় । বাউরী বাতাস তবুও ডেকে ডেকে যাবে আপনাকে , জড়িয়ে নেবে কী জানি কী সুখে ! পাবলো নেরুদার মতো আপনারও মনে হবে , সব ফুল ফোঁটা যদি থেমেও যায় তবুও বসন্তকে থামাবো কি করে ...............

ছবি আর লেখনীতে অনবদ্য একটি পোষ্ট!!
আপনার জীবন চিরবসন্ত বিরাজ করুক, এই কামনায় আমার বাগানের বাসন্তীরাঙা ফুলের শুভেচ্ছা!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,



আপনার ফুলেল শুভেচ্ছা আর মন্তব্য আমার এই পোষ্টখানিকেই যেন রাঙিয়ে দিয়ে গেলো ।
বরাবরের মতোই সাথে থাকুন আর এই সিরিজটির সাথেই থাকুন ।
বসন্ত শুভেচ্ছা আপনাকে ও...................

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ শিল্প যা কিনা আপনি সাধন করেছেন , নান্দনিক এই পোষ্টটি অতি চমৎকার । ভাল লাগায় পঞ্চমুখ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২১

আহমেদ জী এস বলেছেন: মাহমুদুর রহমান সুজন ,



আপনাকে ভালো লাগাতে পেরেছি, এটুকুতেই লেখাটি সার্থক হলো বলে মনে করি ।
সাথে থাকুন ।
বসন্তের শুভেচ্ছা জানিয়ে রাখি আগেই ।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

অলওয়েজ ড্রিম বলেছেন: ফুল ফুটুক আর না ফুটুক ১লা ফাগুন কিন্তু বাংলাদেশে বসন্ত। ;)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

আহমেদ জী এস বলেছেন: অলওয়েজ ড্রিম ,



সেই বসন্তের দোলা লাগুক আপনার প্রানেও তাতে ফুলের গন্ধ থাকুক আর না-ই থাকুক ..................

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

সাহসী সন্তান বলেছেন: চমৎকার বসন্তী আগমনি বার্তা জানিয়ে দিলেন ভাই! অসাধারণ কিছু প্রকৃতিময় ছবির সাথে আপনার ঝরঝরে বর্ননায় পোস্টটা কোকিলের সুরেলা কন্ঠে যেন গেয়ে উঠছে-
"আজ ফাগুনী পূর্ণিমা রাতে, চল পলায়ে যাই" :`>


ফাগুনময় পোস্টে ভাল লাগার ছোঁয়া রেখে গেলাম! শুভ কামনা জানবেন!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ,



কোকিলের ডাক শুনিয়ে ছবিও দিয়ে গেলেন ।
বসন্ত বাতাস যেন দোলা দিয়ে গেলো আমার ব্লগ জানালায় ।

দখিনা বাতাস ফাগুনের উষ্ণতা নিয়ে আসুক আপনার আগামী দিনগুলো জুড়ে ।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

ডি মুন বলেছেন: মনের অলিতে গলিতে বিলাসী শব্দ খুঁজি , মেলেনা । যা মেলে, তা তাঁদেরই গাঁথা পূজোর মালার ফেলে রাখা ফুল ।

-------- খুব সুন্দর করে বললেন তো।

আমার সব প্রিয় ফুলের সমাহার এই পোস্টে। বিশেষ করে রজনীগন্ধা, বকুল এর ঘ্রাণ প্রাণ আকুল করা। আর পলাশ, শিমুল তো চোখ জুড়ানো।

সুন্দর পোস্ট
+++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: ডি মুন ,




ফুলের বসন্ত রজনীগন্ধার সুবাস হয়ে আপনাকে জড়িয়ে থাক ।
শিমুল আর পলাশ রাঙিয়ে দিয়ে যাক আপনার বসন্তের দিনগুলো ।

আপনিও কি বসন্তের কোকিল হয়ে উঠতে চাইছেন ? হঠাৎ হঠাৎ ফিক করে হেসে দিয়ে কই কই যে যান !!!!!!!!!!!!!!!!!!!!

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: "সুখে অাছে যারা,
সুখে থাক তারা;
সুখের বসন্ত
সুখে হোক সারা!"

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৫

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,



বসন্তেই যদি শুধু সুখ থাকে ভরা
যারা অসুখে আছে, কোথা যাবে তারা ???????????????????? :(

সুখি হোক ধরিত্রীর সব মানুষ ......................

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

জুন বলেছেন: আহমেদ জী এস,

আসে বসন্ত ফুল বনে, সাজে বনভূমি সুন্দরী,
চরণে পায়েলা রুমুঝুমু, মধুপ উঠিছে গুঞ্জরি

কাজী নজরুল ইসলামের বিখ্যাত এই গানটি গুন গুন করে গাইতে গাইতে আপনার বসন্তের রঙ্গীন সাজে সেজে ওঠা পোষ্টটি দেখছিলাম । আপনার লেখনী আর ছবির সাথে ভাষা, রুচি আর সৌন্দর্য্যবোধের যে মিলন ঘটিয়েছেন তার প্রশংসা করার মত শব্দাবলীর অভাব আমিও বোধ করছি বৈকি ।
মনে পড়ে সেই কিশোরী বেলায় এক বার আমাদের কাজিন এসোসিয়েশন ঠিক আপনার মতই ষড় ঋতু নিয়ে একটি গাতী নাট্যের আয়োজন করেছিল । তাতে সবার নজর ছিল এই বসন্তের দিকে শুধুমাত্র সাজসজ্জার জন্য।
আর উপরের গানের সাথে পারিবারিক সেই সব অনুষ্ঠানে বহুবার নেচেছি । আজ মনে পড়লো আপনার পোষ্ট দেখে সেদিন গুলোর কথা কৈ যে হারিয়ে গেল ।

ভারী চমৎকার একটি সিরিজ শুরু করেছেন । আমাদের ব্লগের একটি উপমা হয়ে থাকবে আশাকরি ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

আহমেদ জী এস বলেছেন: জুন ,



যা লিখলেন তাতেই গুঞ্জরি উঠেছে সাথে থেকে এগিয়ে নিয়ে যাবার যতো বসন্ত কথন ।
মন্তব্যে সুন্দর করে সাজিয়ে গেলেন আমার এই ব্লগ বনভূমি ।

ধন্যবাদ দেবার শব্দাবলীর অভাব আমিও বোধ করছি এমন মন্তব্যে ।

ভালো থাকুন আর সাথেই থাকুন বরাবরের মতো ।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

অশ্রুত প্রহর বলেছেন: “অঞ্জলি লহো মোর সঙ্গীতে...” নয়
লহো পুষ্পে পুষ্পে,
ঝরা শিমুলের রক্তিম চুম্বন অর্ঘ
কে নেবে, দেবো কাকে !
যে আমার তরে প্রতীক্ষিয়া থাকে
বেলোয়ারী চুড়ি হাতে , তাকে
দিতে চাই; যে আমারে ভালোবাসে
ফাগুনের এই মধুমাসে । সুন্দর পোস্ট। ভাল লাগল। :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

আহমেদ জী এস বলেছেন: অশ্রুত প্রহর ,




অশেষ ধন্যবাদ জানবেন ।
সম্ভবত আমার এখানে এই প্রথম এলেন , স্বাগতঃ জানাই ।
বসন্ত শুভেচ্ছা রইলো ।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২

হাসান মাহবুব বলেছেন: ঋতু প্রকৃতি নিয়ে আপনার রোমান্টিসিজম ভালো লাগে। আমি এসব কিছুই টের পাই না। গ্রীস্মকালে গরম লাগে, বর্ষাকালে বৃষ্টি হয়, আর শীতকালে শীত লাগে। এই হচ্ছে আমার ঋতুবোধন! #:-S

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,



আমার প্রোফাইলে লেখা আছে, ................ প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

টের কি আসলেই পান না ? একবারের জন্যেও কি গায়ে সোয়েটার বা কোট অথবা গলায় মাফলার ওঠেনি । গরমে মাথার উপরে ফ্যান ঘোরান নি ?
গরমে ফ্যান না চালালে বা শীতের রাতে ব্লাঙ্কেট বা নিদেন পক্ষে কাঁথা মোটেও গায়ে না তুললে বুঝতে হবে আপনাকে
" রোমান্টোফোবিয়া" তে পেয়েছে । ;) সে ক্ষেত্রে ঋতুবোধন এর স্বাদ লবন লবন লাগতেই পারে ............ :P

অনেক ভালো লাগলো অকপট মন্তব্য ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।


১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

জেন রসি বলেছেন: কি চমৎকার ভাবে ব্লগে ফাগুনের আগমনী বার্তা নিয়ে আসলেন। আসলেই এ দেশে ঋতুকে কেন্দ্র করে উৎসবের আয়োজনগুলোই মানুষের সাথে প্রকৃতির সম্পর্ককে কিছুটা হলেও প্রকাশ করে।

মনে ফাগুনের রঙ লাগিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

শুভকামনা রইলো। :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



সব সময় সাথে থেকে অন্য এক রঙ লাগিয়ে যান আমার পোষ্টে । মন্তব্যের জন্যে অজস্র ধন্যবাদ ।

হা.........হা..........হা........... আমিই কি শুধু আপনার মনে ফাগুনের রঙ লাগিয়ে দিয়ে গেলুম নাকি আরও কেউ দিয়ে গেলো বা যাবে ?

ফাগুনের মধুর আগুনের শুভেচ্ছা ।

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: লেখায় ফাগুনের আগামনী বার্তা পেলাম। ধন্যবাদ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



ফাগুনের আগামনী বার্তা পেলেন , এবার বসন্ত বরন উৎসবে যোগ দিন । :(

ধন্যবাদ মন্তব্যের জন্যে এবং সাথে বাসন্তি শুভেচ্ছা ।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার পোস্ট।
'বসন্ত এসে গেছে!' গানটা শুনেছেন। অনুপম রায়ের সুর করা 'চতুষ্কোণ' ছবির গান? না শুনলে শুনে নেবেন।
বসন্তের রঙ সবার মনকে রাঙিয়ে যাক, আরও কিছু প্রেমিক জন্মাক, আসুক আরও কিছু কবি নিয়ে কিছু অনন্য আনকোরা কাব্য

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০০

আহমেদ জী এস বলেছেন: আরণ্যক রাখাল ,



না শুনিনি । শুনে নেবো সময় করে ।

ততোক্ষন আরও আরও কবিরা আসুক , হয়ে যাক বসন্তের মাতাল হাওয়ার সমুদ্রে নব নব কবিতার ডুব সাঁতার । বয়ে যাক শব্দ মাদলের শীৎকারে পলাশের বনে তুমুল ঝড় । বাসন্তি বসনে ঢেকে যাক মহিয়সী নারী আর সম্ভ্রান্ত পুরুষকুলের উৎসবের শরীর ।

বাসন্তি শুভেচ্ছা ।

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

এহসান সাবির বলেছেন: চলুক....
আমার প্রিয় ফুল শিমুল ফুল....!!
অনেকেই ভাবে কৃষ্ণচুড়া আমার সব থেকে প্রিয়, সেটা সঠিক নয়...

আমি আপনাকে কাঠালি চাপা, শিমুল কৃষ্ণচুড়ার ছবি দিয়ে যাবো পিসিতে যখন বসব।

শুভ কামনা সবসময়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮

আহমেদ জী এস বলেছেন: এহসান সাবির ,




বসে আছি পথ চেয়ে
শিমুলের গান গেয়ে,
যতো ভাবি কাঠাল চাঁপা
কেন এলোনা...................

চলছে । সাথেই থাকুন ।
বসন্তের শিমুল রাঙা শুভেচ্ছা ।

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন ভাল করা একটি চমৎকার পোষ্ট !
যাই প্লাস দিয়ে আসি ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,



হা........... হা................. প্লাস দিয়ে আসতে কোথায় যাবেন আবার ? দেবেন তো এখানে :(

বসন্তের হাওয়া গায়ে লাগলে আরও ভালো লাগবে ।
ফাগুনের আগুন শুভেচ্ছা ।

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২০

ঢাকাবাসী বলেছেন: অসাধারণ সুন্দর সব ছবি দিয়ে অপুর্ব সুন্দর বল্গ, খুব ভাল লাগল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

আহমেদ জী এস বলেছেন: ঢাকাবাসী ,



খুব ভালো লাগলো আপনার আন্তরিক ভাবে করা মন্তব্যটি ।

ভালো থাকুন , সুস্থ্য থাকুন ।
বসন্তের শুভেচ্ছা রইলো ।

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: বাহ, বসন্তের সাথে দেখি কুসুম কুসুম প্রেম শুরু করে দিয়েছেন !! বসন্তকে নিয়ে কাব্যিক ধাঁচের বিশাল চিঠি তো সেরকমই আভাস দিচ্ছে ! যেভাবে বসন্তের রূপ আর রঙের বর্ণনা দিলেন ছবি আর শব্দে জাদুঘরিত্বে তাতে তো মনে হচ্ছে প্রাকৃতিক বসন্ত আপনার প্রেমে পড়বে জরুর !!!

অসাধারণ অনুভূতির গভীর অনুভব প্রাকৃতি এবং মানব মনের মিলনস্থলে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




নাহ্‌........... সবে ফুঁটতে শুরু করা প্রেমের কথা ও কথন এখনও শুরু করতে পারিনি । কথিত রিহার্সাল দিচ্ছি ।

সেরছে , এই বসন্ত যদি আমার প্রেমে পড়ে যায় তবে মনখানায় কেন , দগদগে ঘা ও রেখে যাবে গায়ে-গতরে !! শুয়ে থাকতে হবে প্রেমশয্যায় অনেক অনেক ব্যথা সয়ে সয়ে । আর ফাগুনের আগুন হাওয়া একশো' চার ডিগ্রী জ্বর নিয়ে আসবে। তখন আর কথা কইবার অনুভূতি থাকবেনা । :(

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

ফেরদৌসা রুহী বলেছেন: ওয়াও অসাধারণ একটা পোস্ট।

ছবি আর লেখায় মুগ্ধ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

আহমেদ জী এস বলেছেন: ফেরদৌসা রুহী ,




বসন্ত যেমন মুগ্ধতা ছড়ায় , হয়তো বসন্তকে নিয়ে এই লেখাখানিও তেমনি মুগ্ধতা ছড়িয়ে গেছে আপনার মনে ।
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।

বাসন্তি শুভেচ্ছা জানবেন ।

২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

আবু শাকিল বলেছেন:
আপনার পোষ্টে এসে বোঝতে পারলাম -বসন্ত এসে গেছে !!
ভাই- আরেকটা বসন্ত একা কাটতে যাচ্ছে =p~
পোষ্ট কিন্তু ভাল হৈছে ।

গত বছর পহেলা ফাল্গুনে একটা হ্লুদ ছবি তুলছিলাম -


১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

আহমেদ জী এস বলেছেন: আবু শাকিল ,




হায়রে ........................ এতো এতো বসন্ত , এতো এতো হলুদ নিয়ে কথাকথি তারপরেও আপনার হলদে জন্ডিস গেলোনা !!!!!!!!!!!!!!!!! চুঃ.....চুঃ....চুঃ.....................
দুঃখ করে লাভ নেই । আশায় বুক বাঁধুন । এ খরার বসন্ত কেটে যাবেই । :P

বসন্তবিহীন একা কাউকে তাহলে আর বাসন্তি শুভেচ্ছা জানিয়ে লাভ নেই । :(

২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

আরজু পনি বলেছেন:

কথা আর ছবি মিলে এতো সুন্দর উপস্থাপনা যে মন ভরে গেল ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,




অনেক ব্যস্ততার মাঝেও লেখাটি দেখে গেলেন বলে ধন্যবাদ ।
অনুপ্রেরনাময় এমন মন্তব্যে আপ্লুত ।
সাথেই থাকুন বরাবরের মতো ।

বসন্তের শুভেচ্ছা জানবেন ।

২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

ধমনী বলেছেন: আর ৫দিন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৮

আহমেদ জী এস বলেছেন: ধমনী ,




আজ ২৮শে মাঘ । আর কতোদিন বাকী থাকলো ? ঘাড়ে শ্বাস ফেলছে , এইতো ?

২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

শামছুল ইসলাম বলেছেন: হালকা শীতের আমেজ গায়ে জড়িয়ে সেদিন ফেব্রুয়ারির সন্ধ্যায় হাঁটতে হাঁটতে মনে হলো সে আসছে, বসন্ত আসার ঠিক আগের মূহুর্ত গুলো আমার খুব প্রিয়। সেই প্রিয় ঋতুকে নিয়ে আপনার লেখাটা খুব ভাল লেগেছে।

কি অভিনব, চমৎকার শব্দ - শীতকাতুরেঃ

//গাছেদের শীতকাতুরে ঘুমচোখে আলতো চুমুর পরশ দিয়ে দখিনা বাতাস বলে যাবে ...খোলো খোলো দ্বার / রাখিওনা আর বাহিরে আমায় দাঁড়ায়ে ।//

শব্দ নিয়ে খেলা করা বিনয়ী শব্দ সৈনিককে খুঁজে পাই সারা লেখা জুড়েঃ

//মনের অলিতে গলিতে বিলাসী শব্দ খুঁজি , মেলেনা । যা মেলে, তা তাঁদেরই গাঁথা পূজোর মালার ফেলে রাখা ফুল । যেন আমারই বাগান থেকে কতোকাল আগেই চুরি হয়ে যাওয়া শব্দফুলগুলি । তাই আমার ভাঙা কলমের ভেতরে থেকে কাউকে মুগ্ধ করার মতো আস্ত এক-একখানা নিজস্ব শব্দ বসন্ত বাতাসে পাখনা মেলে দেবে এমনটা দুরাশা হয়েই রইলো !//

মনে হয়, পুরো লেখাটা কোট করি - কমা,দাঁড়ি,সেমিকোলন - সবসহ।

প্রিয়তে নিলাম - সুন্দরের আস্বাদন নিতে, যখনি মন চাইবে, ফিরে আসব।

ভাল থাকুন। সবসময়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,




মন্তব্যটির প্রতিটি লাইন ধরে হাঁটতে হাঁটতে আমারও মনে হলো , কী উষ্ণ , কী আদুরে , কী ভালোলাগাময় একটি মন্তব্য ।
বসন্তের শ্বেতশুভ্র রজনীগন্ধার সুবাস ছড়িয়ে গেলো যেন এই পোষ্টে ।

কাঠগোলাপের গোলাপী শুভেচ্ছা আপনাকে ঘিরে থাকুক জীবনভর ।

২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১০

সুমন কর বলেছেন: বিশাল পোস্ট। অর্ধেক পড়ে, বাকিগুলোর ছবি দেখে গেলাম। আপনি এ সিরিজটি বেশ যত্ন করে করেন। বাক্যের বুনন অসাধারণ। যতটুকু পড়লাম, তাতেও এর ব্যতিক্রম ঘটে নেই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,



ধন্যবাদ ।
সাথেই থাকুন , বরাবরের মতো ।

ফাগুনের রঙিন শুভেচ্ছা জানবেন ।

২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪

গেম চেঞ্জার বলেছেন: গাহি ফাগুনের গান বসন্ত উৎসবে,
রমনার বটমূলে ফুলসাজে সাজি
অযুত নৃত্যের ভঙ্গিমায় আজি
জাগিয়া উঠিবে অগণন প্রান,
ফুলে ফুলে ভরিয়া রবে
এ দেশের যতো বটতল এমন সৌরভে ।
মনে হবে -
হাযার বছর ধরে
জেগে আছি মোরা এক সোনা-প্রান্তরে।



বসন্ত যে এসে যাচ্ছে সে খেয়াল মোটেই ছিল না। আপনার পোস্টে বসন্তের কিছু ছবি, কিছু কাব্যচরণ, কিছু কথা পড়ে এখন মনে হচ্ছে যে, আসলেই বসন্ত এসে যাচ্ছে। সে পথ আর বেশি বাকি নেই। যদিও শীত তেমন একটা অনুভূত হয়নি এ বছর।

চমৎকার এই পোস্টে + :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩

আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,



আবহাওয়া যে চেঞ্জ হয়ে যাচ্ছে তা কি মোটেও খেয়াল করতে পারছেন না ? শীত ইজ গোয়িঙ টু বি চেঞ্জড ইনটু বসন্ত স্যুন ....। :|
এ যে প্রকৃতির গেম খেলা, চেঞ্জ করে করে ।

আপনাকে খেয়াল করতে হবেনা , পথেঘাটে বাসন্তী শাড়ী আর লাল লাল পাঞ্জাবী দেখলেই বুঝবেন - বসন্ত এসে গেছে, কৃষ্ণচুড়ার বন্যায় চৈতালী ভেসে গেছে ..................

বাসন্তি শুভেচ্ছা জানবেন ।

৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: কিছু কিছু ছবি বিশেষ করে পলাশ, শিমুল আর ফাল্গুনি সাজের ছবিগুলো খুব সুন্দর। শীত, বর্ষা আর গরম ছাড়া তেমনভাবে আর কোনো ঋতুর প্রভাব চোখে লাগে না আমার। ফাল্গুন তো বুঝি উৎসবমুখর পরিবেশ আর সাজসজ্জা থেকে।

ফাল্গুনের রঙে আপনিও রাঙা হোন। এই শুভকামনা থাকলো

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময় ,



আপনিই কেন শুধু ? আমাদের হয়তো কারোই গ্রীষ্ম-বর্ষা-শীত ছাড়া আর কোনো ঋতুর আঁচড় লাগে না ।
আবহাওয়াটাই যে বদলে যাচ্ছে চরম ভাবে , তাই । ছয় ঋতু এখন আড়াইতে এসে ঠেকেছে ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।

আপনার জন্যেও বাসন্তি শুভেচ্ছা রইলো । নির্মল হয়ে উঠুন এই বসন্তে ।

৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল।ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাইছি না

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,



আমার ব্লগে স্বাগতম ।
মন্তব্যের জন্যে খুশি হয়েছি । এই সিরিজটির সাথেই থাকুন । ভালো লাগবে হয়তো ।

ফাগুনের শুভেচ্ছা জানবেন ।

৩২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ঋতু প্রকৃতি নিয়ে আপনার রোমান্টিসিজম ভালো লাগে/
বরাবরের মত আরেকটি মুগ্ধতা জাগানিয়া পোস্ট।
আপনার এই প্রকৃতিপ্রেম বজায় থাকুক ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

আহমেদ জী এস বলেছেন: মাহমুদ০০৭ ,



প্রকৃতিপ্রেমই শুধু নয়, বজায় থাকুক " জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর" এই চরম সত্যটি ।

বরাবরের মতই সাথে আছেন বলে কৃতজ্ঞতা জানাই ।
ফাগুনের বাসন্তি রঙ শুভেচ্ছা রইলো ।
ভালো থাকুন আর বসন্তের মতোই উচ্ছল ....................

৩৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:

বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ীর ফুলের গন্ধ আমার বাড়ী আসে
বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে

আহমেদ জি এস ভাইয়ের জন্য বাসন্তি ইউটিউব উপহার :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



মন্তব্যের এই অনবদ্যতা হৃদয়ে বসন্ত বাতাস লাগিয়ে গেলো ।
গানটি শুনলুম । বোঝা গেলো বন্ধুর বাড়ীর ফুলের গন্ধ সবার বাড়ীতেই আসে.............:(

আপনার জন্যেও রইলো বসন্ত বাতাসে ওড়ানো শিমুল গন্ধ ।

৩৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

আলোরিকা বলেছেন: আজি বসন্ত জাগ্রত দ্বারে । কে ফেরাবে তারে ! খোঁপায় বাঁধা ফুল আর বাসন্তী রঙের শাড়ীতে, লাল পাঞ্জাবীর মিছিল দেখে মনে হবে , আহা কি আনন্দ আকাশে বাতাসে ! ...........................ভুলেই তো ছিলাম !

খুব সুন্দর একটি পোস্ট - দেখে ও পড়ে মন ভরে যায় :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,




মনে করিয়ে দিলুম তো !!!
বাসন্তি আনন্দে আবগাহন করে আপনার ভুলে যাওয়া প্রহরগুলো আবারও ফিরে আসুক । আনন্দ বয়ে যাক আপনার আকাশে বাতাসে !

ফাগুনের শুভেচ্ছা রইলো ।

৩৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

টয়ম্যান বলেছেন: কথা আর ছবিতে বুঝলাম বসন্ত আসছে :)
++++++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২১

আহমেদ জী এস বলেছেন: টয়ম্যান ,



কথা আর ছবিতে বুঝলেন বসন্ত আসছে ? কেন গায়ে বসন্তের হাওয়া লাগছে না ??? :D

অজস্র ধন্যবাদ মন্তব্য আর প্লাস দেয়াতে ।
বাসন্তি শুভেচ্ছা ।

৩৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দারুণ আর চমৎকার পোস্ট।
মনে আগাম রঙ লাগিয়ে দিলেন। +++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নচারী গ্রানমা ,



বসন্ত তো রঙ লাগানোরই দিন । না হয় একটু আগেই সে রঙে মন রাঙালেন !

খুব ভালো লাগলো মন্তব্য ।
বেশ কমে গেছে আপনার লেখা । কেন ?
ফাগুনের শুভেচ্ছা জানবেন ।

৩৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ফাগুনময় পোষ্টে ফাগুনের আগমনী বার্তা পেলাম আপনার অসাধারণ শৈল্পিক উপস্থাপনায়।


ফাগুনের শুভেচ্ছা রইল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় ,



বঙ্গভূমির রঙ্গমেলায় যে বসন্তেরই রঙের জয়গান ফি-বছর । বার্তা যে করেই হোক পৌঁছে যেতো আপনার দুয়ারে ।

বাসন্তি রঙ শুভেচ্ছা আপনার জন্যেও ।

কি ব্যাপার , দেখছিনে যে আপনাকে আজকাল আর ????

৩৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার । ++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

আহমেদ জী এস বলেছেন: রেজওয়ানা আলী তনিমা ,



ধন্যবাদ ।
বসন্তের রঙিন শুভেচ্ছা রইলো ।

৩৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লাগা রইলো। +++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব ,



বসন্ত শুরুর শুভেচ্ছা ।

৪০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

আহমেদ জী এস বলেছেন: এহসান সাবির ,



প্রথম ফাগুন দিনের নাতিশীতোষ্ণ শুভেচ্ছা আপনাকেও ।

৪১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

বিজন রয় বলেছেন: আপনাদের জন্যই ব্লগ পড়ি।
অসাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,



আজ ফাল্গুনের প্রথম দিনে আপনাকে আমার ব্লগে স্বাগতম ।
আপনার মন্তব্য শিমুল রঙে রাঙিয়ে গেলো যেন এই পোষ্টটিকে ।
সাথেই থাকুন , ভালো থাকুন ।

৪২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আরেকটি ঋতু বন্দনার পোস্ট। আপনার এই পোস্টগুলো বাংলার ঋতুবৈচিত্রের স্বাক্ষর হিসেবে ব্লগের সম্পদ বৃদ্ধি করছে, আহমেদ জী এস ভাই :)

বাসন্তী শুভেচ্ছা গ্রহণ করুন..... :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,



বড্ড দেরী করে এলেন একদম ভালোবাসা দিবসের গোড়াটিতে ।
এক ঢিলে দু'টো পাখি মেরে যাই ----
আন্তরিক এই মন্তব্যের জন্যে বসন্তের শুভেচ্ছা আর ভালোবাসা দিবসে হৃদয়ের গভীর থেকে উৎসারিত নির্মল ভালোবাসা জানাই ।

৪৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭

দীপান্বিতা বলেছেন: বসন্তের শুভেচ্ছা :)
+++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

আহমেদ জী এস বলেছেন: দীপান্বিতা ,



আপনাকেও একই সাথে বসন্ত ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা ।
ভালো থাকুন এবং থাকুন দীপালোকে সমুজ্জল ।

৪৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

আহমেদ জী এস বলেছেন: অগ্নি সারথি ,



ভালোবাসা দিবস আর বসন্তের শুভেচ্ছা একসাথে ।

৪৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: শিমুল পলাশের দিন ঘুম ভাঙিয়ে রাঙিয়ে দিয়ে যাবে আপনার মন । সে মনে ঢেউ তুলে যাবে, না-বলা কথারা ----
ও পলাশ , ও শিমুল কেন এ মন মোর রাঙালে /
জানিনা আমার ও ঘুম কেন ভাঙালে................


বসন্ত এসে গেছে। প্রিয়তার খোঁপার হলদে আলপনা ভালো লাগা। বাতাসের মৃদু ছোঁয়া বুক জুড়ে প্রেমধোঁয়া।

পোস্ট অনেক অনেক ভালো লাগা।
বসন্তে রঙীন হোক আপনার জীবন। ভালো থাকুন। সবসময়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,



বসন্ত তো এসেই গেছে ! কৃষ্ণচুড়ার বন্যায় চৈতালীও গেছে ভেসে । আর রাজপুত্রের বুক জুড়ে প্রেমধোঁয়া কুন্ডলী পাকিয়ে উঠেছে । তাকে করে গেছে দিশেহারা ।

বসন্ত বাতাসের সাথে তাই মেখে দিলুম ভালোবাসা দিবসের ভালোলাগাটুকু ।

৪৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ সুন্দর একটি পোস্ট । বসন্তের রঙে রাঙ্গানো এই সুন্দর পোস্টটি প্রিয়তে রেখে দিলাম । আপনার জন্য রইল একরাশ রঙ্গিন শুভেচ্ছা । ভালো থাকবেন অনন্তকাল । :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২

আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,



পোষ্টটি প্রিয়তে রেখে ঋনী করে রাখলেন আমায় ।

ভালো থাকুন আপনিও । ফাগুনের অফুরান বাসন্তী রঙ লাগুক আপনার জীবনেও ।

৪৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার বসন্ত বন্দনা ।

বসন্তের শুভেচ্ছা রেখে গেলাম ।
ভালো থাকবেন ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



আপনার রেখে যাওয়া বসন্ত শুভেচ্ছার গন্ধ পেলুম ।

নীলপরির পাখায়ও ফাগুনের বাসন্তী রঙ লাগুক ।

৪৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

তাসলিমা আক্তার বলেছেন: আপনি প্রকৃতি প্রেমী। প্রকৃতির কি সুন্দর বন্দনাগীত! আপনারর লেখায় একটা মায়া আছে। মায়ের গায়ের চাদরের মতো। ভালোলাগাটা সহজে কেটে যেতে চায় না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

আহমেদ জী এস বলেছেন: তাসলিমা আক্তার ,



শুধু আমি নই সব মানুষই কম বেশি প্রকৃতি প্রেমী ।
অল্পকথায় আপনার মন্তব্যখানিও কিন্তু চাদরের মতো উষ্ণতা বিছিয়ে গেলো আমার এই পোষ্টের গায়ে ।

এই প্রথম এলেন মনে হয় আমার ঘরে । স্বাগতম ।
শুভেচ্ছান্তে ।

৪৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

নেক্সাস বলেছেন: ঋতু প্রেমিক, আহা অসাধারণ বসন্ত বন্দনা। আপনার পোষ্ট মানেই যেন চিরায়ত বাংলার চিরায়ত প্রকৃতির চিরায়ত সুন্দরে অবগাহন। ছবি গুলো কি নিজের তোলা?

পোষ্টে বিস্তর ভাল লাগা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



আপনার মন্তব্যেও চিরায়ত সুন্দরেরই জয়গান । অজস্র ধন্যবাদ জানবেন ।

জ্বী না , ছবিগুলো নিজের তোলা নয় । পোষ্টের শেষে কৃতজ্ঞতা স্বীকারে এভাবে লেখা আছে - প্রতিটি ছবির জন্যে কৃতজ্ঞতা স্বীকার করছি তাঁদেরই যারা ছবিগুলোর প্রকৃত দাবীদার । আপনার চোখ এড়িয়ে গেছে হয়তো !

৫০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: এই পোস্টে দেখছি আমার সব কিছুই রাউন্ড ফিগারে পড়লো! ;)
পঠিত-৬৮০, প্লাস নং-২০, মন্তব্য নং-৫০=৭৫০ টা ধন্যবাদ!
শুভ কামনা জানবেন!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

আহমেদ জী এস বলেছেন: দ্যা রয়েল বেঙ্গল টাইগার ,



আমার জঙ্গলে শেষতক রয়েল বেঙ্গল টাইগার এর পদধুলি পড়লো ! স্বাগত জানানো ঠিক হবে কিনা ভেবে উঠতে পারছিনে । বাঘ বলে কথা................ ;)

তবুও স্বাগতম জানাতেই হয় , "বেঙ্গল" নামটি যে ডোরাকাটা দাগের ছাপ হয়ে আছে রাষ্ট্রীয় জীবনে !
শুভেচ্ছান্তে ।

৫১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এতদিন আমি কোথায় ছিলাম। এতো এতো সুন্দর একটি পোস্ট আমার চোখে পড়েনি।কি দূর্ভাগা আমি!
পোস্টে +++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

আহমেদ জী এস বলেছেন: মোঃ সাইফুল্লাহ শামীম ,



হা.........হা............হা.......... নিকের ছবিতে চোখদুটিকে যে ভাবে ঢেকে রেখেছেন তার ফাঁক দিয়ে কিছু চোখে পড়বে কি করে ?

আমার সৌভাগ্য যে, তারপরেও আপনার চোখে পড়েছে । অজস্র ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।

৫২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:



প্রকৃতি মানুষকে নিজের রংগে রাংগায়; কানে কানে জীবনের গান গায়।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



আপনার এমন সুন্দর মন্তব্যের পাশাপাশি বলি --- প্রকৃতি মানুষকে আবার ছিন্নমূলও করে দেয় ।
ধন্যবাদ মন্তব্যের জন্যে ।

৫৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: বহু পরিশ্রমের লেখা । ভাল লিখেছ:D:D:D:D

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

আহমেদ জী এস বলেছেন: দেবজ্যোতিকাজল ,



ধন্যবাদ এমন মন্তব্যে ।
পরিশ্রমটা তখনই আর শ্রান্তিকর মনে হয়না যখন আপনাদের তা ভালো লাগে ।
শুভেচ্ছান্তে ।

৫৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:১০

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন প্রিয় ব্লগার।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৫৯

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,



ধন্যবাদ এমন আশা নিয়ে মন্তব্যের জন্যে । কিন্তু হয়েছে কি জানেন , নিজস্ব ব্যস্ততার কারনে লেখার প্রতি তেমন নজর দেয়া হয়ে ওঠেনা । ব্লগেও তেমন সময় দিতে পারিনে , সময়ের অভাবে আপনাদের সবার লেখাও পড়া হয়ে ওঠেনা ।
এ অক্ষমতা শুধু আমারই ।
শুভেচ্ছান্তে ।

৫৫| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: বসন্তের প্রারম্ভেই চলে আসতে হয়েছে বলে " ন্যাড়া মাথার" গাছ ফুলের ডাল েখে আসতে হলো।। মন ভরালাম আপনার ছবিগুলি দিয়ে।।
সত্যিই এই সিরিজটি আমাকে মনে করিয়ে দিয়েছে অনেক কিছুই।। আমি কৃতজ্ঞ।।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,




এই পোষ্টগুলো লেখার সময় , মাঝখানে এবং শেষে পোষ্টগুলোর মন্তব্যের উত্তর দিতে গিয়ে আপনার কথাই বারবার মনে পড়ে । কারন আপনার উৎসাহেই এই সিরিজটির শুরু ।

যাক বাঁচালেন , ন্যাড়া মাথার গাছ, ফুলের ডাল দেখেছেন ; নিজের ন্যাড়া মাথাটি দেখতে হয়নি । :P

অশেষ শুভেচ্ছা আপনাকে, মনে করে লেখাটি দেখে এসেছেন বলে ।

৫৬| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: সত্যি, বিধাতার সৃষ্ট প্রকৃ্তি কত সুন্দর! সুবহানাল্লাহ!
অসাধারণ সব ছবি আর অনুপম কথামালা নিয়ে রচিত এ লেখাটা পড়ে ও দেখে অভিভূত হ'লাম। + +
সব ফুল ফোঁটা যদি থেমেও যায় তবুও বসন্তকে থামাবো কি করে ................ -- চমৎকার উক্তি!
আমার অনেক প্রিয় ব্লগারের মন্তব্য পড়ে ভালো লেগেছে। সেগুলোতে এবং আপনার কিছু উত্তরেও প্লাস দিয়ে গেলাম।
একজন 'তেমন প্রিয় নয়' সহ ব্লগারের মন্তব্য পড়েও ভালো লাগলো। তার মন্তব্যেও একটা প্লাস দিয়ে গেলাম।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২১

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,



হ্যাঁ.... পৃথিবী ও এর প্রকৃতি যে অনিন্দ্য সুন্দর একটি সৃষ্টি , সন্দেহ নেই । বিস্ময়ে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে তারই চরণতলে যিনি এখানে তুলির প্রতিটি আঁচড় টেনেছেন সুন্দরতার , কোমলতার, পেলবতার রঙ মিশিয়ে ।

আর , পোষ্টের ভাজ খুলে খুলে দেখে এমনতরো মন্তব্যে আপনার আন্তরিকতায়ও অভিভূত না হয়ে পারা যায়না ।
আমাকে এবং এখানে মন্তব্যকারীদেরও প্লাস দেয়াতে ভালো লাগলো ।

অনেক অনেক শুভেচ্ছা । ভালো থাকুন চিরটাকাল ।

৫৭| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৩১

কালনী নদী বলেছেন: সুন্দর ছবি ব্লগ ভাইয়া।

০৩ রা জুন, ২০১৬ সকাল ১১:৫১

আহমেদ জী এস বলেছেন: কালনী নদী ,



ধন্যবাদ দেরীতে হলেও পড়া আর মন্তব্যের জন্য ।

৫৮| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: এবারে বসন্ত আসার দিন পনের আগেই আজ প্রথম কুউউ ডাক শুনলাম। গত কয়েক বছর ধরে প্রতি বছরই প্রথম কুউউ ডাক শোনার পর আমি আমার ফেইসবুক পাতায় একটা স্ট্যাটাস দেই, মনের অনুভূতি জানিয়ে। আজও দিলাম। কিন্তু আজকের অনুভূতি লেখার সময় আপনার এ লেখাটার কথা আমার মনে পড়ছিল। কারণ আপনার এ লেখাটা পড়ে এবং ছবিগুলো দেখে আমি তখন অভিভূত হয়েছিলাম এবং মন্তব্যও করেছিলাম। আপনার এ লেখাটা থেকে দুটো ছবি এবং নীচের কথাগুলো (আপনার নামোল্লেখসহ) আমার স্ট্যাটাসে সন্নিবেশ করেছি। আশাকরি এতে আপনার সদয় অনুমতি থাকবে।
বসন্ত কড়া নেড়ে বলে যাবে , এসে গেছে শিমুল পলাশের দিন । ফাগুনের মধুমাস । শীতের পিঠে উৎসবের ভাঙা হাটের স্তব্ধ ধূসরতা সরিয়ে রঙ আর চিরযৌবনের বারতা নিয়ে বসন্ত জেগে উঠবে আপনারই দুয়ারে, সকালের কুসুমরঙা আদর গায়ে মেখে মেখে

২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪০

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,



এমন করে "অনুমতি" চাইলে স্বয়ং ঈশ্বরও বোধকরি ঠেলতে পারতেন না ।

আপনার এই সুরেলা মন্তব্যখানিও যেন আমার কানে কুউউ ডাকে বসন্তের প্রথম গানখানিই শুনিয়ে গেলো ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.