নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

আরিফুল জোয়ার্দারের একটি দিন এবং হয়তো প্রতিদিন ... (স্ত্রীয়াশ্চরিত্রম দেবা না জানন্তি কুতো মনুষ্যা .....) :(

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৩



আরিফুল জোয়ার্দারের বয়স আড়াই কুড়ি পেড়িয়ে গেলো এই সেদিন । চুলে ধূসরতার ছাপ লেগেছে আরও বছর কয়েক আগেই । সেই সাথে পেটের পরিধির বেড় ও বেড়েছে । তাই ভুড়ি কমাতে জোয়ার্দার সাহেব সুযোগ পেলেই প্রাতঃভ্রমন করতে ছোটেন । কিছুটা কৃপণ জোয়ার্দার সাহেব যে সাতশ টাকা ভিজিটের ডাক্তারের পরামর্শে এমনটা করতে ছোটেন তা নয় । এটা তার বিদূষক স্ত্রী হেলেনা জোয়ার্দার এর নির্দেশ । কারনে অকারনে এই বাড়ীর অন্য ফ্লাটের চার চারজন গৃহবধু হেলেনা জোয়ার্দারকে দেখা হলে প্রায়ই বলেন –
জোয়ার্দার ভাবী , ভাইয়ের ভুড়ি দেখি দিনদিন বেড়েই যাচ্ছে । খুব আদর যত্ন করে খাওয়াচ্ছেন মনে হয় !
এসব কথা সহ্য করার পাত্রী জোয়ার্দার স্ত্রী নন । আরিফুল জোয়ার্দার যে দিনদিন মোটু হয়ে যাচ্ছেন এটা হেলেনা জোয়ার্দারও খেয়াল করেছেন । তার অনেকটা স্লিম ফিগারের পাশে ভুড়িওয়ালা স্বামী বেমানান । চামড়ায় কিছু ভাজও পড়েছে এর মধ্যে । হেলেনা জোয়ার্দার যখন গাঢ় মেক-আপ নিয়ে বাইরে যান তখন তাকে তরুনী বলে চালিয়ে দেয়া যায় অনায়াসে। তাই জোয়ার্দার সাহেবকে সাথে নিয়ে বেরুলে মিসেস জোয়ার্দারের একটু লজ্জা লজ্জা লাগা অস্বাভাবিক নয় । লোকে ভেবে বসতেই পারে, বৃদ্ধস্য তরুনী ভার্যা !
তাই শরীরের ফিটনেসের ব্যাপারে মিসেস ছাড় দিতে রাজী নন মোটেও। তাই জোয়ার্দার সাহেবের উপর অলিখিত একটা মার্শাল’ল জারী করাই আছে ।

অবশ্য ছাড় তিনি কোনও কিছুতেই দেন না । শান্তি মতো দু’দন্ড যে বসবেন জোয়ার্দার সাহেব তার জো নেই । হয়তো অফিসের পরে ঘরে এসে ভাবলেন , আজ একটু আরামের সাথেই বিবিসির সান্ধ্য নিউজটা শুনবেন । হবেনা । মিসেস জোয়ার্দার তখনি ধমকে উঠে বলবেন, “ -- হুমমমম নিজে আরাম করতে বসলে আর এদিকে আমি যে তোমার ঘর সামলাতে সামলাতে মরে গেলাম সেদিকে তোমার মোটেও খেয়াল নেই । বসে বসে তো পেটটাকে ড্রাম বানিয়ে ফেলেছো । ওঠো, ওঠো আমি এখন সিরিয়াল দেখবো । আর মরিয়ম কে বলো চা বানিয়ে আনতে …”

তা কপালেই বোধহয় সুখ কথাটি লেখা নেই জোয়ার্দার সাহেবের । সংসারে অহেতুক কুরুক্ষেত্র ডেকে আনতে চান না বলেই তিনি সব সময় তার এই একটি মাত্র স্ত্রীর মন পেতে ওঁৎ পেতে থাকেন ।

তো , সেদিন খুব সকালে পুজণীয় গিন্নির সন্তুষ্টি লাভের আশায় ঘুমিয়ে থাকা মিসেসকে জোয়ার্দার সাহেব খুব মিহি সুরে ডাকলেন –
- হনি, তুমি কি আমার সাথে ইয়োগা করতে যাবে ? আর দুজনে একত্রে একটু না হয় হেটে আসলাম !

আরামের ঘুমটা ভেঙে যাওয়ায় হেলেনা জোয়ার্দার বিরক্ত । ঝাঁঝাঁলো বামাকন্ঠে বললেন –
- ওহ.... তোমার ধারনা আমি তোমার মতো মোটা হয়ে গেছি ?

জোয়ার্দার – না...না তা বলিনি । ইয়োগা শরীরের জন্যে ভালো তো তাই ভাবছিলাম... আর শরীরটাও ফিট থাকে .....।

মিসেস জোয়ার্দার --- তার মানে আমি আন-ফিট ? আমি অসুস্থ্য, আকারে ইঙ্গিতে এটা বলতে চাও ?

জোয়ার্দার – আচ্ছা আচ্ছা , ঘাট মানছি বাবা । ইচ্ছা না হলে উঠোনা । যাওয়ার দরকার নেই ..

মিসেস জোয়ার্দার – কি বলতে চাও ? আমি অলস ? বুড়ি হয়ে গেছি ? আমি না গেলে তোমার সুবিধে হয় ? একা যেতে চাও ?

আসন্ন সুনামীর আতঙ্কে জোয়ার্দার সাহেব ভেবে পেলেন না কি বলবেন , কি বলা উচিৎ !
মিনমিন করে শুধু বলতে পারলেন – না না সোনা, তুমি আমাকে ভুল ভুঝেছো । আমি সে রকম কিছু ........

কথা শেষ করতে পারলেন না জোয়ার্দার সাহেব তার আগেই সুনামীর বাতাস তার মুখের কথা উড়িয়ে নিয়ে গেলো ।

মিসেস জোয়ার্দার – ওহ ... তার মানে বলতে চাচ্ছো আমি তোমাকে কখনও বুঝতে পারিনা, শুধু ভুল বুঝি ? তোমার আক্কেলটা কেমন বল তো ......

জোয়ার্দার – আরে বল্লাম তো তোমাকে সেরকম কিছু বলিনি আমি ।

মিসেস জোয়ার্দার – তাহলে কি আমি মিথ্যে বলছি ? আমি মিথ্যুক ?

জোয়ার্দার - ওহহো... সোনা , এই সকালবেলাটাতে কেন খামোকা ঝগড়া করছো ?

মিসেস জোয়ার্দার - ওহ তোমার ধারনা আমি একটা ঝগড়াটে মহিলা ?

জোয়ার্দার - আচ্ছা ঠিক আছে, আমিও যাবোনা , তোমাকেও যেতে হবেনা ।

মিসেস জোয়ার্দার - দেখলে........ আসলে নিজে যেতে চাওনা অথচ তোমার না যাবার দোষটা ঠিকই আমার উপর চাপিয়ে দিলে । মানুষজনকে বলতে পারবে, আমার কারনে তুমি সকালে ইয়োগাতে যেতে পারনি !!

জোয়ার্দার - ঘাট হয়েছে বাবা.... এখন সব বাদ দাও । আমি একাই যাই । তুমি ঘুমাও । এবার খুশি ?

মিসেস জোয়ার্দার - উউউ... এইতো আসল কথায় এলে । সব সময়ই দেখি , আমাকে কোথায়ও না নিয়ে যেতে হলেই বেঁচে যাও ! নিজেকে নিয়েই ভাবো শুধু ... উউউহ .... স্বার্থপর .........

জোয়ার্দার সাহেবের জানালায় খুব সকালের কুসুম কুসুম সূর্য্যটা ততক্ষনে যেন পোড়া ডিমপোঁচ এর কুসুমের মতো চ্যাপ্টা হয়ে লেপ্টে রইলো ।
এবং তার পরদিন ……………………………

মন্তব্য ১২৫ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১২৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মিসেস জোয়ার্দার - পায়ে পা দিয়ে ঝগড়া করা মহিলা।
জোয়ার্দার - মেরুদণ্ডহীন গৃহপালিত স্বামী।


ভালো লিখেছেন। ধন্যবাদ আহমেদ জী এস।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ,



হ্যা, মিসেস জোয়ার্দার তথা "স্ত্রী" নামক প্রানীরা বোধহয় এরকমটাই হয় । তাই শিরোনামে (স্ত্রীয়াশ্চরিত্রম দেবা না জানন্তি কুতো মনুষ্যা .....) লেখা আছে ।

মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
ভালো থাকুন ।

২| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪০

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



আপনার মন্তব্যেও ভালোলাগা ।
শুভেচ্ছান্তে ।

৩| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অস্থির পৃথিবী .......
অস্থির পৃথিবীর মানুষ .........

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:০০

আহমেদ জী এস বলেছেন: মোঃ সাইফুল্লাহ শামীম ,



আসলে কেউ-ই অস্থির নয় । মানুষ যথেষ্ট সুস্থির । কারন সে নিজের ভাগটা খুব ভালো বোঝে । :(

৪| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৩

শামছুল ইসলাম বলেছেন: জোয়ার্দার সাহেবের জন্য মায়া হচ্ছে।

লেখাটায় হালকা রসবোধের স্পর্শ পেলাম, ভাল লেগেছে।

ভাল থাকুন। সবসময়।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৮

আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম ,



স্ত্রী চরিত্র বোঝাতে জোয়ার্দার সাহেবকে টানা হয়েছে । গল্পতো উছিলা মাত্র ।
এবারে একটু গাঢ় রসবোধের স্পর্শ পেলেন মনে হয় । :P

ভালোতে থাকুন , আনন্দে থাকুন ।

৫| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০০

মুসাফির নামা বলেছেন: লেখাটাতে রস ফুটিয়ে তুলতে পেরেছেন।ভাল লাগল।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: মুসাফির নামা ,



ধন্যবাদ মন্তব্যের জন্যে । তবে রস নয়, খাটি বাস্তবের কথা বলেছি ।

৬| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৩

আরজু পনি বলেছেন:
হাহাহাহাহাহা

আমি কি সেদিন আপনার সামনে খুব বেশি মেকাপ নিয়ে গিয়েছিলাম নাকি? :P
আল্লাহই জানেন আমাকে দেখেই আপনার এমন গল্পের প্লট মাথায় এলো কি না
=p~

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:০১

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,



হা... হা... হেসেই বাঁচিনে ! শুধু আপনাকে দেখে হবে কেন ? কি যে বললেন না !!!!! মেক-আপ এর সাথে নারীর আসল চরিত্রের খুব একটা মাখামাখি আছে কি ?
শিরোনামটি " আরিফুল জোয়ার্দারের একটি দিন এবং হয়তো প্রতিদিন ... (স্ত্রীয়াশ্চরিত্রম দেবা না জানন্তি কুতো মনুষ্যা .....)" না হয়ে যদি " স্ত্রীরা এমন কেন ?" হতো , তবেই গল্পের মর্মার্থের সাথে খাপে খাপে মিলে যেতো ।
আসলে যা দিনকাল চলছে তাতে অমন সোজাসুজি কি করে বলি ? তাই জোয়ার্দার সাহেবকে টানতে হয়েছে হাল্কা করার জন্যে । গল্পতো উছিলা মাত্র । মিসেস জোয়ার্দার এর আড়ালে স্ত্রীদের মতিগতিকেই বুঝিয়েছি । স্ত্রীদের মতিগতি বোঝা বড় ভার ! স্বয়ং দেবতারাও স্ত্রী চরিত্রে একদম ফেলটুস ! ;)
মজার ব্যাপার হলো, আমার এখানে মন্তব্যকারীদের মনে হয় কেউই এ রসটি ঠিক বুঝে উঠতে পারেন নি । :(

ভালো থাকুন । সুন্দর থাকুন মন ও মননে ।

৭| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

হাসান মাহবুব বলেছেন: খুবই বিরক্তিকর।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৪

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,


খুবই বিরক্তিকর ? কোনটা ? :(
পোষ্টটি হবেনা, কারন " লাইক" দিয়েছেন ।

৮| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০১

বিজন রয় বলেছেন: শান্তিনং শরণাং গচ্ছামি।

২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,



হা.........হা.........হা............ শান্তি কোথায় ? ঘরে বাইরে সবখানেই তো কুরুক্ষেত্র !!!!! :P

৯| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩২

সুমন কর বলেছেন: রসালো লেখা। ভালো হয়েছে।

২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২

আহমেদ জী এস বলেছেন: সুমন কর ,



ধন্যবাদ মন্তব্যে । শুধুই রসালো ? জোয়ার্দার সাহেবদের "কষ" টা বুঝলেন না ? :(

১০| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: দারুন লাগলো । :)

২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৫

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



ধন্যবাদ মন্তব্যের জন্যে ।

১১| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৪

আরজু পনি বলেছেন:

আমি যদি বলি আপনিই স্বয়ং সেই জোয়ার্দার সাহেব তবেতো ব্যান খেতে হবে... :(

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৪

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,



বাহ্‌....ভালো বলেছেন । নাহ্‌.... ব্যান কেন খাবেন ? সত্যটাই তো বলেছেন , কেবল নিজেরটা বাদে :P

আসলে, আমরা পুরুষেরা প্রায় সবাই-ই একেকজন জোয়ার্দার । এমনকি ইয়া গোঁফওয়ালা চীফ অব আর্মি ষ্টাফও একজন জোয়ার্দার । :(
আবার অন্যদিকে প্রায় সব নারীরাই একেকজন মিসেস জোয়ার্দার । B-)
এই সরল সত্যটি কেউই স্বীকার না করলেও সত্য কিন্তু পাল্টে যায়না । কি, ঠিক কিনা ? :-P

১২| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৭

হাসান মাহবুব বলেছেন: এই টাইপের মহিলা।

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব ,



বুঝতে পেরেছিলুম আগেই .............

১৩| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৬

সাহসী সন্তান বলেছেন: দজ্জাল স্ত্রীকে হ্যান্ডেল করতে জর্দ্দার সাহেবদের মত লোকদেরকে যে কতটা হ্যাপা সামলাইতে হয়, পোস্টে তো সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন! আহরে, একগাদা আপচুচ আইসা বুকের মইধ্যে জমাট বাইন্ধা আছে! এই ধরনের জিনিস গুলা হলো অনেকটা সাপের ছুঁচো গেলার মত। গিলতেও পারা যায় না আবার ওগরাতেও পারা যায় না! :(

তবে উনার স্ত্রীর নামটা কিন্তু ঝাক্কাস! বেশ ইসমাট ইসমাট ভাব আছে...... ;)

ভাই ভবিষ্যৎ সম্পর্কে জানি না, তয় এই ধরনের বউ (নাকি সুমুদ্রের ঢেউ?) বিয়ে করার আগে বিষ গলায় দিয়ে আর নাহলে দঁড়ি খেয়ে মরনের ইচ্ছা আছে! নইলে কনফর্ম হারাডা কাল ধইরা জীবনডা ত্যাজপাতা বানাই ফ্যালাইবো!

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৩

আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান ,



হা..হা..হা... "বউ" হলো একধরনের "স্ত্রী" প্রজাতি । :| এদেরকে খোদ দেবতারাও চিনে উঠতে ফেল মেরেছেন । আপনি তো কোন ছাড় ! বলবেন একটা , শুনবে আর একটা , অর্থ করবে ভিন্ন আরেকটা । এই পেঁজগী দেয়ার কারনেই তাদের চিহ্ণিতকরনের শব্দটিও ( স্ত্রী) কিন্তু সহজ অক্ষরের নয় । যুক্তাক্ষর এবং প্যাঁচ দেয়া "ঈ" কার এর সহযোগ । বুঝলেন কিছু ? :-P
এর পরেও কি ঝাক্কাস নামের কোনও "স্ত্রী" প্রজাতিকে বউ বানানো উচিৎ ? মোটেও না ।
আপনি কিন্তু -" না..না..না ...বিয়ে করবোই না ..." গানটি গাননি । বলেছেন, বিয়ে করতে হলে এই ধরনের বউ বিয়ে করার আগে কি যেন খাবেন ! B:-) খাবেন আবার কি ? দিল্লীকা লাড্ডু ..... ।
সাহস কইররা খাইয়া হালান, হের আগে জেবনডা কি ত্যাজপাতা না কেরাসিন ত্যাল বোজবেন ক্যাম্মে ?????? #:-S

১৪| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: সিরিয়াস লেখকের এই পোষ্টটা পড়ে হাসছি।। এটাকে রম্য হিসাবেই ধরে নিয়েছি।। না ভাই আমার স্ত্রী বড্ড লক্ষীমন্ত।। তবে জমাতে পারে না এক টাকাও।। যাই-ই পাঠাই শেষ।। তার অনুযোগের তীর কন্যার দিকে।। তবে ভদ্রমহিলার রান্না নিয়ে আমি ঠিক হেলেনা জোয়ার্দারের মত অনেকটা :-P ।।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,



রম্য হলেও বোধগম্য ।
হে....হে...হে... আপনিও গিন্নির রান্নার রান ( Leg ) ধরে দিলেন টান ?
একটুও কাঁপলোনা প্রান ! :P
একেই বলে পুরুষশাষিত সমাজ !!!! :|

১৫| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫

বিজন রয় বলেছেন: হা হা হা হা ............

হাস্যনং সর্বোংবেত্তানাং গচ্ছামি।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৬

আহমেদ জী এস বলেছেন: বিজন রয় ,



যথাস্থানং হাস্যং গচ্ছামি হইতে পারিতং । মাগর, সর্বভূতে বেহুদাং হাস্যং সবোর্ত্তমঃ না হইয়াৎ .. ভব ..ভব ।
( সংস্কৃতঃ হইয়াছেং ? :( )

১৬| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ৮:২২

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

গল্পই এটা!!!

মেয়েরা কখনওই এমন হয় না!!!

জোয়ার্দার সাহেব মনে হয় মানুষটা সুবিধার না!!!

হা হা হা হা

অনেক অনেক শুভকামনা শ্রদ্ধেয়।

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২২

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,


হা...হা... সুন্দর বলেছেন !
মনে হয় এই জগতের মানুষ নন আপনি ! :(

আপনাকেও আন্তরিক শুভেচ্ছা । চিরটাকাল এমন সুন্দর হয়েই থাকুন ।

১৭| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫২

জুন বলেছেন: এমন শাখের করাতে বহু জোয়ার্দার সাহেব আছেন তাদের জন্য রইলো করুনা।
রম্য লেখাটিতে ভালোলাগা রইলো।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: জুন ,



মন্তব্যের জন্যে ধন্যবাদ ।

১৮| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০

ভ্রমরের ডানা বলেছেন: আহারে! জোয়ার্দার সাহেবের হাড় হাভাতে অবস্থা!

বেচারা!

খুব সুন্দর লেখেছেন জী এস ভাই!

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:০১

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



বেচারা আমরা সবাই , কেউ মানুক আর না মানুক । :(

সুন্দর বলাতে ধন্যবাদ ।

১৯| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১২

আমিই মিসির আলী বলেছেন: মিসেস জোয়ার্দার – কি বলতে চাও ? আমি অলস ? বুড়ি হয়ে গেছি ? আমি না গেলে তোমার সুবিধে হয় ? একা যেতে চাও

হে হে হে!
ভাইরে, বহুত সুখে আছি।

ভালো লাগলো।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: আমিই মিসির আলী ,



হে হে হে করে হাসছেন ? :( মাগার এ সুখ সইবেনা বেশীদিনননননননননননননননননননন :P :D

শুভেচ্ছান্তে । সুখেই থাকুন ।

২০| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২১

তার আর পর নেই… বলেছেন: আপনি কি বোঝাতে চাইলেন? মহিলারা ঝগড়াটে, না? X(
আপনি বোঝাতে চাইলেন জোয়ার্দার সাহেব ভালো মানুষ, না? X(

তার পরদিন আবার কি হইলো সেইটা ক্যান বললেন না? X(
:P
ভালো লেগেছে। :)

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪২

আহমেদ জী এস বলেছেন: তার আর পর নেই… ,



হা......হা.......... দিলুম তো রাগিয়ে ! তার পর ও ভালো লেগে গেলো ? :(
কেউই খারাপ নয় আবার কেউই ভালো নয় । ওটা হলো স্ত্রী ও পুরুষের স্বভাব । ;)

তার পর দিন ? হিষ্টরী রিপিটস ইটসেল্ফ ....................... :((

২১| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৬

কালীদাস বলেছেন: পুত্তুমালুতে সকালে পড়লাম, দিল্লিতে এক লোকের ডিভোর্স গ্রান্টেড হৈছে। কমপ্ল্যান আছিল যে হের বউ হেরে উঠতে বসতে মোটা হাতি কইত। :||
পুলাগরে এখন কেউ পাত্তা দেয়না, সমাজে পুলাগর ভুড়ির মর্যাদা কইমা যাইতাছে দিনকে দিন :(( বিচার চাই X(

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: কালীদাস ,



"মেদ-ভুড়ি কি করি" এরকম আদালত তো নেই , কোথায় বিচার চেয়ে মোকাদ্দমা ফাইল করবেন ?? :(

হের চাইয়া বউয়ের কমপ্ল্যান হোনার অনেক ফজিলত আছে । ডিভোর্স গ্রান্টেড হৈয়া যাইবে লগে লগে । বাইচ্চা জাইবেন দোজকের আগুন দিয়া ......................... :-B :-P

২২| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৯

জেন রসি বলেছেন: জোয়ার্দার সাহেবের অবস্থা দেখে আমজনতার কথা মনে পড়ে গেল! আর হেলেনা জোয়ার্দারের কথা পড়ে কি মনে পড়ল বলবোনা! :P আমিও আমজনতা! ;)

যাইহোক আজকাল একটু বেশী বোঝার রোগ হইছে! তাই নিখাদ রম্যতেও একটা লুকায়িত সিরিয়াসনেস দেখতে পাই! ;)

শুভকামনা। :)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



সব জোয়ার্দার সাহেবেরাই আমজনতা । স্ত্রী না থাকলে আপনি আমজনতা নন , আপনি আঙুরজনতা ( এটার ব্যাখ্যা আরেক দিন ) :P
বেশী বোঝা ভালো , কেটেছেটে যেটুকু থাকে তাহাই ছহি এলেম .... B-)

দেরীতে জবাব দিচ্ছি বলে ক্ষমাপ্রার্থী ।

২৩| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: হুম । আরিফুল জোয়ার্দার বনবাসী হয়েছেন মনে হলো !!

রম্যে চমৎকার আবেদন । ভাল লেগেছে ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



আরিফুল জোয়ার্দাররা বনবাসী হয় না গৃহবাসী হয়, মানে হতে হয় !!!!!! :(
ধন্যবাদান্তে । অনেকদিন পরে ।

২৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: নারী চরিত্রের রহস্যভেদ,
করতে পারিনি অাজও, পারবো না কভূ মনে রইলো খেদ ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,



মনে যতোই থাকুক খেদ
করিবেন না নারী চরিত্রের রহস্যভেদ ।
উহারা দেবতারও বোঝার অগম্য
মন্তব্যে হয়েছি ধন্য ...। :P

২৫| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: একটু বেড়াতে গিয়েছিলাম । এখন ফিরেছি, কিন্তু রেষটা এখনো রয়ে গেছে । কাটতে আরো কয়দিন লাগে কে জানে !!

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



ইশশশশশশশশশশশশশশশশ.... হিংসে হচ্ছে ।

২৬| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯

উদাসী স্বপ্ন বলেছেন: সূর্য্যটা যে ডিম পোচের মতো দেখতে লাগে এইটা এখন বুঝলাম। তাইতো বলি সূর্য্য উঠলেই ক্ষুধা লাগে কেন!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪

আহমেদ জী এস বলেছেন: উদাসী স্বপ্ন ,



হা...হা... সূর্য্যটা যে আকাশের ফ্রাইপ্যানে তরতাজা আন্ডা পোচ, সে জন্যেই ক্ষুধা লাগে সক্কালে সুর্য্য উঠলেই । :P

২৭| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:২১

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । তাহলে বেরিয়ে পড়ুন অজানায় !! আমিও হিংসে করতে পারবো !!!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




কিন্তু আমি মোল্লার দৌঁড় যে মসযিদ পর্য্যন্ত !!!!!!!!!!!!!!!!! :(

২৮| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমার নিকট ভবিষ্যৎ। :(

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,



:(( :(( :((
তাহলে আপনার কপালের কথা চিন্তা করে অগ্রিম কান্নাকাটি করে রাখলুম............. :(

২৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:


ঢাকার সব মহারাণীকে এক যায়গায় এনেছেন, সেটা হলো মিসেস জোয়ার্দার

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,



আপনার দেখার চোখ আছে ! ;)

মন্তব্যে ধন্যবাদ ।

৩০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬

নেক্সাস বলেছেন: জোয়ার্দার আমি হতে চাইনা :)


রম্য দারুন হয়েছে ভাই

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৭

আহমেদ জী এস বলেছেন: নেক্সাস ,



আমরা তো অনেক কিছুই হতে চাইনা --- :(
কিন্তু হয়ে তো বসে আছি !
নিজ ঘরে পরবাসী ।
ক্ষমতার লোকদের জবাইয়ের খাসি !
পলিটিশিয়ানদের ভোটের হাসি ! :-<
ইত্যাদি .... ইত্যাদি ....

রম্যটাকে বোধগম্য করার জন্যে হয়েছি ধন্য । :P

৩১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪৮

ভবোঘুরে বাউল বলেছেন: ভালোলাগা নিয়ে গেলাম।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: ভবোঘুরে বাউল ,



আমার ব্লগে আপনাকে স্বাগতম ।
ভালোলাগা শুধু নিয়েই গেলেন না , ভালোবাসা রেখেও গেলেন এই প্রথম মন্তব্যে ।

ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।

৩২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪

পুলহ বলেছেন: "কথা শেষ করতে পারলেন না জোয়ার্দার সাহেব তার আগেই সুনামীর বাতাস তার মুখের কথা উড়িয়ে নিয়ে গেলো । "-- এই লাইনটা বিশেষ ভালো লেগেছে। পুরো রম্যটা চমৎকার।
আমিও মিসির আলী ভাইয়ের মতই হে হে করতে চাচ্ছিলাম, কিন্তু ঐখানে আপনার প্রতি-মন্তব্য দেখে আর সেই রিস্ক নিলাম না। হা হা...
ভালো থাকবেন ভাই!

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

আহমেদ জী এস বলেছেন: পুলহ ,




ওহ... দিল্লীকা লাড্ডু আভি তক নহী খায়া ? :P পুওর গাই..... :(

ভালো থাকুন আপনিও । শুভেচ্ছান্তে ।

৩৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২

লালপরী বলেছেন: স্ত্রীয়াশ্চরিত্রম দেবা না জানন্তি কুতো মনুষ্যা হে হে হে বেচে থাকো হেলেনা জোয়ার্দার =p~

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: লালপরী ,



হা............ হা................ হা................. সমগোত্রীয় বলে হেলেনা জোয়ার্দাররা বেঁচে থাকবে ? :P
থাকুক ............... :#)

৩৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
জোক টেনে লম্বা করা হৈসে ||

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: ইমরাজ কবির মুন ,



জোক তো টানলেই লম্বা হয় । সবকিছুই তো টানলে লম্বা হয় । কেবল সিগারেট বাদে । ওটা টানলে ছোট্ট হয়.... :P

৩৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখকের বাস্তব জীবন থেকে উঠে আসা রম্য দারুণ হয়েছে :P

( যাই ভাবীকে খবরটা দিয়ে আসি =p~ )

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,



হে...হে... আমি তো বটেই সব ভাবীদের স্বামীরাই এমন জোয়ার্দার । B-)) :|

খবরদার ......... এমন ব্লাকমেইলিংয়ের কাজটি করবেন না । ভাবীকে খবরটা দিলে আমার ইহকাল পরকাল সব ঝরঝরে, এটা বোঝেন না ? তারচে' কি লাগবে হেইডা কন ........ :P

৩৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২২

গেম চেঞ্জার বলেছেন: ;) ;) তাইলে ঘটনা সত্যি?? (গিয়াস লিটন ভাইয়ের কমেন্ট ও প্রতিউত্তর দেখে..)

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০

আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,



ক্যান, সত্য অইলে আপনেরও মুক বন্দ করতে হইবে ? আপনেরও কি কিচু লাগবে ? :P
খাড়ান , আপনেরে একটা কমেন্টু কইররা আহি .... হেলে মুক বন্দ রাকপেন তো ? কছম.... ? :( B-)

৩৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭

কল্লোল আবেদীন বলেছেন: ভাল লেগেছে।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: কল্লোল আবেদীন ,




স্বাগতম আমার ব্লগে । মন্তব্যের জন্যে ধন্যবাদ জানিয়ে রাখি ।
আপনার ব্লগ-ঘরখানা খালি পড়ে আছে দেখলুম । লিখুন । নিজের মতো করে লিখুন ।

শুভেচ্ছান্তে ।

৩৮| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

গেম চেঞ্জার বলেছেন: :P #:-S

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার ,




:(

৩৯| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

মনিরা সুলতানা বলেছেন: আহা যদি হতে পারত্তুম :-B

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতান,



ঈশশশশশশশশশশশ.. কষ্ট পেলুম আপনি হেলেনা জোয়ার্দার হতে পারলোনা । :((
সো দ্য প্রাইজ গোজ টু হেলেনা জোয়ার্দার । :-P

তবে নারী যখন, :P তখন একদিন না একদিন হবেনই ... গ্রান্টেড.................।

৪০| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৯

তাসলিমা আক্তার বলেছেন: না না না, খেলবোনা খেলবোনা #:-S নারী জাতিকে এইরুপ বিদ্রুপ তামাশা কি পটুতার সাথেই না লিখেছেন /:)

এক স্বামী অফিসে গুরুত্বপুর্ন মিটিংয়ে। স্ত্রী মোটে সতেববার ফোন দিয়েছে। বেচারা স্বামী ভয়ে অস্থির, না জানি বাড়িতে কি কি হয়েছে! সেই গুরুত্বপুর্ন মিটিং থেকে বের হয়ে স্বামী কলব্যাক করে স্বামী জানতে চাইল কি হয়েছে। স্ত্রী বলল, “তুমি কি আজ সকালে আমার ব্রাশে দাঁত মেজেছো। ব্রাশটা কেমন ভেজা ভেজা লাগছে”

বুজেন এবার ল্যাঠা =p~

এই পোস্ট কেমনে আমার চোখ ফস্কাইয়া গেলো? B:-) অনুসরনে নিয়ে নিলাম যেনো এই হতচ্ছাড়া কান্ড ভবিষ্যতে আর না ঘটতে পারে :)

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪

আহমেদ জী এস বলেছেন: তাসলিমা আক্তার ,



বেশ সুরসিকা আপনি বোঝা গেলো মন্তব্যের সবটুকুতে ।
"....না না না, খেলমুনা খেলমুনা । আড়ি .... আড়ি...আড়ি.... । ভাই আমার ভান্ডোবাডি ভাগ কইররা দ্যাও ... " ছোট্ট বেলার এই ডায়ালগ আবার নতুন করে গিট্টু খুলে দিলো মনের । ফস্কে যায়নি ছেলেবেলা একটুও । :( :)

অনুসরনে নিয়েছেন ভালো , কিন্তু আপনাদের মনের মতো লেখা যদি আর না হয়ে ওঠে ?

ভালো থাকুন । কিশোরী রাতের শুভেচ্ছা ।

৪১| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নারীকে চেনা বড় কঠিন ।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

আহমেদ জী এস বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য ,



নারীকে চেনা বড় কঠিন বলেই তো মানুষ বৈরাগী হয় ............। :P ;)

আমার ব্লগে আপনাকে স্বাগতম । ভালো থাকুন আর সাথেই থাকুন ।

৪২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১

মনিরা সুলতানা বলেছেন: জি না এত্ত সোজা নয়
এক এক জন হেলেনা জোয়ার্দার দের সফলতার পিছনে এক এক জন ত্যাগী জোয়ার্দার সাহেবের কুরবানির ইতিহাস রয়ে যায় :P
তোমারা আমাকে কিছু জোয়ার্দার দাও আমি তোমাদের ঘড়ে ঘড়ে এক এক টি হেলেনা জোয়ার্দার উপহার দিব B-))

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,



এত্ত সোজা নয় । কি সোজা নয় ? আপনার একজন হেলেনা জোয়ার্দার হওয়া ?? !:#P তবে কি আপনার ঘাড়ে একজন জোয়ার্দার এখনও জোয়াল লাগাতে পারেনি ??? ;)

তবে দ্বিতীয় লাইনে সবচেয়ে সুন্দর আর প্রাজ্ঞ একটি বার্তা দিয়েছেন, বা বলতে পারেন অনুভবের কথা বলেছেন । সাধুবাদ জানাই ।

আর শেষের আবেদনটি দয়া করে উড্র করুন । নইলে এমনিই যে গরম পড়েছে , ঘাড়ে ঘাড়ে ( ঘরে ঘরে নয় ) এক এক টি হেলেনা জোয়ার্দার বহাল হলে নরক আরও গুলজার হয়ে যাবে । :P

যাক, বেশ ঠাট্টা তামাশা হলো । এবারে শুভেচ্ছার পালা - ভালো থাকুন আর আগাম শুভেচ্ছা নিন নববর্ষের ।

৪৩| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল। :)

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

আহমেদ জী এস বলেছেন: এহসান সাবির ,



নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও যদিও দেরিতে ......................
কোথায় থাকা হয়েছিলো এ্যাদ্দিন ?

৪৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫

কালনী নদী বলেছেন: সুন্দর+

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫০

আহমেদ জী এস বলেছেন: কালনী নদী ,



ধন্যবাদ কিপটেমী করে দেয়া মন্তব্যে । :(

৪৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৯

ঢাকাবাসী বলেছেন: হালকা রস রচনা আজকাল খুব কম দেখি। বেশ ভাল লাগল। বিলম্বিত শুভেচ্ছা।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৭

আহমেদ জী এস বলেছেন: ঢাকাবাসী ,



ভালো লাগলো অনেকদিন পরে এসে আপনাকে মন্তব্য করতে দেখে । ধন্যবাদ ।
তা আপনার লেখা কই ?

ভালো থাকুন আর সুখে ।

৪৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬

কালনী নদী বলেছেন: এটা স্পষ্টত নারীবিদ্বেষি! আমি আবার নারীবাদি নদী! তাই সর্টকাটে কমেন্ট করে সটকে পড়তে চেয়েছিলুম, দিলেনত আমাকে আবার সমালোচনায় জড়িয়ে।
লেখাটা আবার পড়েছি, এই নিয়ে দুবারে পড়ার পর মাথাতে শুধু দুষ্ঠুমিই আসছে।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮

আহমেদ জী এস বলেছেন: কালনী নদী ,



বুঝতে একটু ভুল হয়েছে আপনার । এটা নারী বিদ্বেষি নয় । এটা নারী চরিত্র উদ্ভাসী । :P
"নদী" নিজেই তো স্ত্রী লিঙ্গ ! তাই "কালনী নদী" নারীবাদি না হয়ে যায় কই ? :-P

দুবার পড়াতেই দুষ্টুমী আসছে ? তাহলে আর একবার পড়ুন , পাগলামী আসবে । B:-/

দ্বিতীয় বার আপনার মন্তব্যের এই জবাব দিতে গিয়ে আমারও একটু দুষ্টুমী করতে ইচ্ছে হলো ।
আর একবার জবাব দিতে হলে আমাকেও কি পাগলামীতে পেয়ে বসবে ? :(

৪৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২

কালনী নদী বলেছেন: নদী
একটি জড়বস্তু, সে সর্বদা বহমান! মানবজাতীর মতন এটার কোন লিঙ্গ নাই। তার কাছে নারী-পুরুষ উভয়ই সমান! যে কেউ চাইলে নদীর জলে গোসল করতে পারেন বা মাছও শিকার করা যায়। তবে নদীরও কিছু নীয়ম-কানুন আছে যেমন, বাচ্ছা মাছ বা পৌনা মাছ দড়তে নিষেধ আছে। নদী বৈষম্য পছন্দ করে না, তাই পানি মাত্র নদী/নালা/খাল-বিল তথা সমুদ্রে মিশতে বাধ্য আর সেখান থেকে বাষ্পিভূত হয়ে নদীর জল মাঝেমধ্যে মহাকাশ ব্রমন করে বৃষ্টির পানি হয়ে ধরণীর বুকে ঝরে পড়ে! এভাবেই তার সার্কেল ঘুড়তে থাকে।
এটা সত্যি আমি দিনে দিনে মানুষ তেকে নদীতে রুপান্তরিত হচ্ছি : )
ভাই আমি পুরুষ বিবাদী তবে ব্যক্তিগতভাবে মানবিক দিক চিন্তা করলে আমিও একজন ছেলে মানষই বটে।
হয়ত অবচেতন মনে আপনি নারী বিদ্বেষী- লেখাতে সেই মেসেজটা আছে- একটু খেয়াল করে দেখেন ;)

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: কালনী নদী ,


নদী বহমান । সে কেমন করে জড়বস্তু হবে ? :( আর নদীর লিঙ্গ থাকবেনা কেন ? নদীর পুঃলিঙ্গ " নদ " ।

নদীর জলে গোসল করতে পারেন বা মাছও শিকার করা যায় । কিন্তু নদীর বুকের গান ক'জনা শুনতে পান ? তার পার ভাঙার শব্দ কান পেতে কেই বা শোনেন ? যেদিন অমন করে শুনতে পাবেন , সেদিনই আপনি নদী হয়ে উঠবেন । সে নদী বয়ে যাবে কুলু কুলু রবে । ভাসিয়ে নিয়ে যাবে যতো বৈষম্যের আবর্জনা । সে নদীর জল বৃষ্টি হয়ে ঝরে ঝরে শীতল করে দেবে ধরনীতল । প্রার্থনা এমনটাই রইলো আপনার জন্যে ।

৪৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২০

কালনী নদী বলেছেন: এই নিয়ে লেখাটা চারবার পড়ছি। প্রামানীক ভাই হইলে কত কাপ চাঁ খাওয়াতে হত? আমাকে একটি বারও সাধলেন না!
যাইহোক প্রতিবার পড়ার শেষে আমার মনে হয়েছে এবং তারপর দিন . . . . . . . .

জোয়ার্দার তার স্ত্রিকে গলা ঠিপে হত্যা করে বস্তায় ভরে ভুড়ি হঙ্গায় ভাসিয়ে দিল!!!!!!

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

আহমেদ জী এস বলেছেন: কালনী নদী ,



জব্বর ........ জব্বর এন্ডিং টেনেছেন । এক্কেবারে বাস্তবের সাথে মিলিয়ে । :-P অনুগল্প লিখে ফেললেন । :-<

ঈশশশশশশশশশশশশশশশশশ.. ভুল হয়ে গেছে । ম্যান ইজ মর্টাল । এই নিন চা । যতো কাপ ইচ্ছে ঢালুন আর খান ..........

৪৯| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১০

কালনী নদী বলেছেন: বাহ ভাই এই চাঁ প্রামানিক ভাই পাইলে আহলাদেই না কি করেন!!!! ছবিটা মনে হয় মাত্র তুলে পোস্ট করেছেন। আহারে ছেলেটা চাঁ বিক্রি করছে তবে আমাদের দেশে শিশুশ্রম বলতে গেলে নাই! মাঝে মধ্যে টঙ্গের দোকানে গেলে যেটা হয় সেটা শিশুশ্রম না তবে পার্টটাইম জব বটে। কি বলেন?

২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২

আহমেদ জী এস বলেছেন: কালনী নদী ,



জ্বি , মাত্র তুলে পোষ্ট করা তবে ক্যামেরায় নয় । ইন্টারনেট থেকে সদ্য তুলে আনা ইলিশের মতো ঝকঝকে ছবি । :P
আহাআআআআআআআআ. ..... রসের মধ্যে আবার শিশুশ্রম নিয়ে টানাটানি কেন ?

শিশুশ্রম নাই কোথায় ? শিশুরা কি আমোদ-ফুর্তির জন্যে শ্রমে নিয়োজিত হয় ? না কি সংসারে দু'মুঠো ভাতের জোগাড়ে নিজের স্বপ্নময় কৈশোরগুলো বেঁচে দেয় ? ভাবুন , শিশুশ্রমকে " না " বলা যতো সহজ ততো সহজ নয় ওদের পরিবারের জন্যে একমুঠো ভাত-কাপড়ের সংস্থান করা ....................

৫০| ১১ ই জুন, ২০১৭ ভোর ৫:৩৯

সোহানী বলেছেন: বেচারা.............

১১ ই জুন, ২০১৭ রাত ৮:০৬

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,




আহ...হারে , এতোদিন পরে এলেন শুধু " বেচারা" বলতে ?
বেচারী................. B-)

৫১| ১৪ ই জুন, ২০১৭ রাত ১০:০৮

সোহানী বলেছেন: জী ভাই, মাঝে মাঝে যখন মেজাজ খারাপ থাকে তখন প্রিয় কিছু ব্লগারের ব্লগ পড়ে মেজাজ ভালো করি। খুব কমই মন্তব্য করি তখন। কারন খারাপ মেজাজে খারাপ মন্তব্যই হবে। যাহোক সে মূহুর্তে উপরওয়ালার সাথে চরম হট টক করে মাত্রই ফোন ছাড়লাম.... হাহাহাহা। যদিও শায়মার ইমোশোন নিয়ন্ত্রনের সব কৈাশলই জানা কিন্তু বাস্তবে আসলে সেটা বাস্তবায়ন অনেক সময় টাফ।

যাহোক মেজাজ অবশ্যই এখন স্বাভাবিক তাই ধীরে সুস্থ্যে মন্তব্য করছি।

১৪ ই জুন, ২০১৭ রাত ১০:৩১

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,




আবারও আপনার শ্রীময়ী মুখের দেখা পেয়ে ভালো লাগলো ।
মেজাজ স্বাভাবিক ? ঠিক ভেবে চিন্তে বলেছেন তো ? সন্দেহ হয়, কারন ঐ যে বললেন, ইমোশোন নিয়ন্ত্রন করাটা অনেক সময় টাফ !
মাত্রই উপরওয়ালার সাথে চরম হট টক করে এতো তাড়াতাড়ি কারো মেজাজ " কুল.... কুল.." হয় কি করে ?
অবশ্য তুমুল ঝড়ের পরে প্রকৃতি যেমন শান্ত-সমাহিত হয়ে ওঠে তেমনটা হলেও হতে পারে ! তাই যেন হয় ! মেজাজের লাগামটা যেন টেনে রাখতে পারেন ব্লগের ময়দানে দাঁপিয়ে বেড়ানোর সময় । তা হলে আমাদের কিছু নৈবেদ্য জোটে ।

তা লেখা দিচ্ছেন না যে অনেক দিন ? একটা লিখবেন আর দু'টো ফ্রি দেবেন । B-) বেচারী............. :#)

ভালো থাকুন , থাকুন আনন্দে এমনি করেই ।

৫২| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

সোহানী বলেছেন: লিখবো কি... ব্লগে এখন খুব উত্তেজিত সময় যাচ্ছে তাই আনন্দ নিয়ে পড়ছি। শায়মাকে নিয়ে টানাটানি সাথে আবার কাভা ভাইয়ের টাকা বিতড়ন পদ্ধতি........ ভালোই যাচ্ছে সামুর দিনকাল। লিখা পরে দেয়া যাবে কিন্তু এ লিখাগুলো মিস করা যাবে না। এগুলোই সামুর বিনোদন....হাহাহা কারন আমিতো আবার সামুর কালের সাক্ষী... যুগ যুগ ধরে পড়ে আছি।

আরে মেজাজ খারাপ ছিল ১১ ই জুন, ২০১৭ ভোর ৫:৩৭, ওটা কুল করতে সময় লেগেছে ১১ ই জুন, ২০১৭ ভোর ৫:৩৯..... হাহাহাহা....... দেখলেন তো কেমন সুক্ষ অডিট হিসেব দিলাম।

এখানে এখন দারুন সামার..... ২২-২৪ ডিগ্রি। অসাধারন রৈাদ্র সাথে হাজার ফুলের সমারোহ। আহ্.... প্রকৃতি যে এতো সুন্দর এখানে না দেখলে বোঝা যায় না। আমি সুইজারল্যান্ডের আনাচে কানাচে ঘুরে বেড়িয়েছি সাথে ইউরোপের অনেক দেশ কিন্তু সামারের সময় কানাডার তুলনা হয় না। এ মূহুতে অফিসে কিন্তু মনে হয় অফিস থেকে পালাই কোন বিচে যেয়ে বসে থাকি......

যাই হোক.... ওয়েটিং ফর উইক এন্ড............

ভালো থাকেন।

১৫ ই জুন, ২০১৭ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,




হুমমমমমম... ব্লগে বেশ উত্তেজনা গিয়েছে ক'দিন আগে সম্ভবত । তেমন ব্লগচারী নই বলে ঐ সব উত্তেজনা যখন তুঙ্গে থাকে তখন তার ঝাঁজটা সময় মতো পাইনে । যখন পাই , তার ঝাঁজ আপনার মতোই 'কুল" হয়ে গেছে তখন । আর বিনোদন ঠিক আছে তবে কাঁদা ছোঁড়াছুঁড়িতে কেমন যেন দুঃখ লাগে আমাদের মন মানসিকতার ছবি দেখে । তাই ওদিকে পা মাড়াইনে ।
কেন যে মানুষ অহেতুক জীবনটাকে জটিল করে তোলে , বুঝে উঠতে পারিনে !

যে মেয়ে মানুষেরা আঁচলের গাঁটে পয়সা বেঁধে রাখে তারা অডিটর হয়ে সব হিসাব তলিয়ে দেখবেনা তো দেখবে কে ?

দেখার চোখ থাকলে প্রকৃতিকে ফুলের সাজেও আবার রিক্ত বসনেও অপরূপা মনে হয় । জীবন যুদ্ধে আপনার মনটা যে শুকিয়ে যায়নি, এখনও তরতাজা আছে ; বোঝা যায় বেশ মন্তব্যের মেজাজ দেখে ।

এখানে ঝরঝর বৃষ্টি ছিলো ক'দিন । মনখানাও তাতে ছিলো ময়ূর নৃত্যে মুখর । তবে মেঘলা আকাশের মেঘ সরিয়ে সূর্য্যটা যখন
হলকা ছড়িয়ে ফাজিলের মতো তার মেজাজের তেজ দেখাতো তখন আমার মেজাজটাও গনগনে হয়ে উঠতো । আজও ছিলো এই মেঘ, এই রোদ্দুর আর এই বৃষ্টি । এই ছিলো এখানকার আবহাওয়া বার্তা ।

হ্যা... আপনার উইক এন্ড প্রিয়জনদের মাঝে হাজার ফুলের সমারোহ নিয়ে ভরে উঠুক ।
ভালো থাকুন নিরন্তর । শুভেচ্ছান্তে ।

৫৩| ১৫ ই জুন, ২০১৭ রাত ১১:৪৮

সোহানী বলেছেন: অবজেকশান নাম্বার ১: মেয়ে মানুষেরা কি আলাদা কোন প্রজাতি!!!!!!!!!!
অবজেকশান নাম্বার ২: আঁচলের গাঁটে পয়সা বেঁধে রাখে মানেটা কি!!!! কৃপণ!!!!!!!!!!!

বিনোদন ঠিক আছে তবে কাঁদা ছোঁড়াছুঁড়িতে কেমন যেন দুঃখ লাগে আমাদের মন মানসিকতার ছবি দেখে... ঠিক তাই। কারন আমরা এখনো মানসিকভাবে পরশ্রীকাতর। সারাক্ষন নিজে কি পেলাম তার হিসেব কষতে থাকি অন্যের সাথে। এবং তার কোন তারতম্য হলেই শুরু হয় নতুন যুদ্ধ। কিন্তু নিজের কি আছে তা কখনই হিসেব করি না। এখানেই ভালো... কারো হাতে কোন সময় নেই... শুধু দৈাড় আর দৈাড়.... অন্যের দিকে তাকানোর সময় নেই। কি পেলাম বা কি পেলাম না তার হিসেব কষে জীবনের শেষ প্রান্তে। জীবন শুধু উপভোগ করে যায়... অবশ্য তার মাশুল ও দিতে হয় কড়ায় গন্ডায়।

জীবন যুদ্ধ শব্দটা এতোটাই সাধারন যে ওটা নিয়ে না ভাবাই উচিত.... যেহেতু এটা জীবনেরই অংশ।।। তাই বর্তমানকেই উপভোগ করা উচিত... যা আছে তাই নিয়ে খুশি থাকা উচিত.. তাই নয় কি!!!

আপনাকে লিখতে লিখতেই দেখি সামনের বাসার বাগানের গোলাপ গাছ কাটছে, দৈাড়ে যেয়ে ফুলগুলো নিয়ে আসলাম... মহিলা আমার কান্ড দেখে হাসছে... বলে যতখুশি ফুল নিয়ে যাও। মাত্রই এখানে এক পশলা বৃষ্টি হলো... এখানে বৃষ্টির স্থায়িত্ব ৫ মিনিট বড়জোড়। এতে গাছগুলো দারুন সতেজ হয়... নেন ফুলগুলো পাঠালাম..........

১৬ ই জুন, ২০১৭ রাত ১০:৩৬

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,




অবজেকশান নাম্বার ১ ডিনাইড । মেয়ে মানুষেরা শুধু আলাদা কোনও প্রজাতিই নয়, মানব প্রজাতির সব চেয়ে শ্রেষ্ঠ স্তরে আছেন তারা । তারা-ই “জননী-জায়া-অন্ত্যজা” । প্রকৃতির বহমানতা তারা ধরে রেখেছেন গভীর মমতা-মর্মিতায়, স্নেহে-ভালোবাসায়,আদরে-সোহাগে । নইলে পৃথিবী ভেসে যেতো কোথায় ! জানিনে অন্যেরা কে কি ভাবেন, তবে এটা আমি বিশ্বাস করি মনে প্রানে ।

অবজেকশান নাম্বার ২ অলসো ডিনাইড । না তারা কৃপণ নন , কৃচ্ছতা সাধন ও করেন না । দূরদৃষ্টি থেকে ওভাবে পয়সা জমিয়ে সংসার গাছটির গোড়ায় প্রয়োজনীয় পানি সিঞ্চন করে যান হিসেব করে, যাতে গাছটির সুন্দর ভাবে বেঁচে থাকার পথটি সহজ হয় । বোঝাতে পেরেছি ?

জীবন যুদ্ধ শব্দটা সাধারণ, এটা মানতে পারলুম না । যুদ্ধের মানেই হলো প্রতিকূলতাকে হটিয়ে টিকে থাকার প্রচেষ্টা ।আমরা কি তাই করছিনা যেমনটা আপনিও লিখেছেন ? চলার পথটাকে মসৃন করতে সকল প্রতিকূলতাকে তো আমরা সবলে ঠেলে দূরে সরিয়ে দিতেই ব্যস্ত কাজে কর্মে । অর্জিত সকল অনুকূলতাকে টিকিয়ে রাখার জন্যেই তো আমার নিরত দিনে রাতে ।আর সে অর্জনটুকু ঘিরেই তো আমরা বাঁচি হাসি ও আনন্দে ।
ঠিক বলেছেন,বর্তমানকেই উপভোগ করা উচিত ।পেছনের পেড়িয়ে আসা সকল ক্লেদ ধুঁয়ে মুছে বর্তমানের পথচলাটাকে সাহসের সাথে নেয়ার নামই তো “জীবন” ।
বেশ ফিলোসফি হয়ে গেলো ! কি করবো ? ভালো শ্রোতা পেলে এমনটাই হয় আমার ।

আমার একটা কবিতা আছে “ মাঝে মাঝে” । কোনওদিন পোস্ট দিলে দেখবেন , সব মানুষের মাঝেই যে একটা কিশোর ঘাপটি মেরে বসে থাকে তা বলেছি আমি কবিতায় । মিলে গেছে আপনার সাথে । চঞ্চলা কিশোরীর মতো দৌঁড়ে গিয়ে ঐ যে ফুল নিয়ে এলেন , তাতেই ।
খুব ভালো লাগলো আপনার এই লেখাটি (মন্তব্য) ।

আমার এখানে কেউ বাগানের গাছ কাটছেনা এখন । কি করি ? আমার বারান্দায় সবে ফোটা একটি ফুলই না হয় আপনাকে দিলুম…………………..

৫৪| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:৪৬

সোহানী বলেছেন: চঞ্চলা কিশোরী মানে.... আরে আমিতো এই জানুয়ারীতে ১৬ তম মোম ধরিয়েছি.........হাহাহাহাহাহাহাহা

কি জানি বয়স শব্দটা আমার কাছে অর্থহীন। বয়স শব্দটা অনেকটা প্রয়োজনের উপর ডিপেন্ড করে.. একটু বুঝিয়ে বলি। আমি যখন কোন ইর্ন্টান্যাশানাল কনফারেন্সে থাকি তখন আমার বয়স অনেক বেড়ে যায় বা অফিসের টেবিলের ওপাশে থাকি তখন আমি খুব কড়া এবং কেটকেটে দায়িত্বশীল কর্মকর্তা। আবার যখন আমার ছোট ছোট বাহিনীর সাথে থাকি তখন আমার বয়স হয় ১০-১১ (আমার আবার সব জায়গায়ই একটা ক্ষুদে বাহিনী থাকে)........... কি বোঝাতে পারলাম B:-/

অাপনার ফুলতো দারুন। এবার আমি মরিচ আর টমেটু লাগিয়েছি ফুলের পরিবর্তে..... আচ্ছা ফলন হোক তারপর পাঠাবো....

২১ শে জুন, ২০১৭ রাত ৯:৪০

আহমেদ জী এস বলেছেন: সোহানী ,




হুমমমমমম.. বোঝা গেলো মরিচ আর টমেটু কেন লাগিয়েছেন । অফিসের টেবিলের ওপাশে থাকলে মরিচ । আর ছোট ছোট বাহিনীর সাথে থাকলে টম্যাটো , মনের রংয়ে লাল-সবুজ । :P

আমারও বয়স ওঠানামা করে পারদের মতো ! কখনও ১২/১৪ কখনও ২২/২৩ । সেটা নির্ভর করে মনের জ্বর কতো ডিগ্রীতে উঠলো ! #:-S
খবরদার মরিচ পাঠাবেন না । তাহলে বাৎচিতগুলো ঝাল ঝাল হবে আর অম্বলের ঢেঁকুর তুলবে । :-P

যাক অনেক দুষ্টুমি হলো । ভালো থাকুন । ঈদের আগাম শুভেচ্ছা আপনার আর আপনার পরিবারের সবাইকে ।

৫৫| ২২ শে জুন, ২০১৭ সকাল ৭:১৮

নায়না নাসরিন বলেছেন: রম্য দারুন হয়েছে ভাইয়া =p~
মেয়েরা কখনওই এমন হয় না!!!জোয়ার্দার সাহেব মনে হয় মানুষটা সুবিধার না দিপংকর দার মন্তব্যে এত্তগুলা ভাললাগা B-) +++++্

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,




হা...হা... হা... সব কথোপকথন যদি মন লাগিয়ে পড়তেন তবে " দিপংকর দার"র মন্তব্যের সাথে একমত হতেন না । :||

আবার পড়ুন এবং ................... ;)

৫৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

ভুয়া মফিজ বলেছেন: হা হা হা....... =p~ সেইরকম মজা পাইলাম। জোয়ারদার সাহেবের মতোই আমার বিপদ অনেকটা।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৯

আহমেদ জী এস বলেছেন: ভুয়া মফিজ ,




হা........হা...........হা...........নির্যাতিত স্বামী সংগ্রাম পরিষদের সদস্য ? :P

৫৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৩

আখেনাটেন বলেছেন: হা হা হা....মজা পেলুম পড়ে।

এ জিনিস তো মনে হচ্ছে বেচারাকে মরার অাগে ধাক্কাতে ধাক্কাতে নরকের দরজার কাছে নিয়ে যাবে। :P

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪

আহমেদ জী এস বলেছেন: আখেনাটেন ,




কেন , এরকমের ধাক্কা খাননি এখনও ?? :-P

মজা দেয়ার জন্যেই তো লেখা ।

৫৮| ০৮ ই জুন, ২০২০ রাত ১২:৩৭

মিরোরডডল বলেছেন:



আহা বেচারা জোয়ারদার !!!
উভয় সংকটে পরেছেন ।
আমি একজন হেলেনা জোয়ারদারকে চিনি যার হাসবেন্ডের জন্য মায়াই লাগে ।
ঠিক এরকম অবস্থা ভদ্রলোকের :)


আমাদের জোয়ারদারের কাছে প্রশ্ন, শিরোনামে এবং গল্পের মধ্যে যে সংস্কৃতি ভাষা ব্যাবহার করা হয়েছে ওটার বাংলা কি হবে ?

০৮ ই জুন, ২০২০ রাত ৯:৩২

আহমেদ জী এস বলেছেন: মিরোরডডল,



"আমি একজন হেলেনা জোয়ারদারকে চিনি যার হাসবেন্ডের জন্য মায়াই লাগে ।"
তাহলে বলতে হয় মিছেমিছি এমন করে রম্যটি লিখিনি! বাস্তব থেকে আসা , তাইনা ?

শিরোনামে যে সংস্কৃত বাক্য ব্যবহার করা হয়েছে তার বাংলা অর্থ এমনটাই ---"স্ত্রীলোকের চরিত্র খোদ দেবতাদেরই অজানা, মানুষ তো কোন ছাড়..............."

গল্পের মধ্যে আর কোন সংস্কৃত বাক্য ব্যবহার হয়নি, হয়েছে মন্তব্যে। ওসব দো'আশলা সংস্কৃত - অং-বঙ "বাংস্কৃত" শব্দ। অর্থ নিজেই বুঝতে পারবেন। !:#P ;)

৫৯| ০৮ ই জুন, ২০২০ রাত ৩:০৩

মা.হাসান বলেছেন: জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, বেচারা জোয়ার্দার সাহেবের আচরন নব বিবাহিত অনভিজ্ঞ লোকের মতো, ওনার জন্য কোনো সহানুভুতি থাকিলো না।
আপনি এই ক্লিপটা দেখতে পারেন, ভালো লাগবে আশা করি।

০৮ ই জুন, ২০২০ রাত ১০:৩৫

আহমেদ জী এস বলেছেন: মা.হাসান,




উওমেন আর মোর এ্যারোগ্যান্ট ঠ্যু। এই এ্যারোগ্যান্সের কারনেই আপনার দেয়া ভিডিওর কাপলটি তিন বছর প্রেম আর দেড় বছর বিবাহিত জীবন পার করার পরেও পুরুষটি ভয়ের ঠেলায় অমিত ট্যান্ডনের প্রশ্নের জবাব দিতে বউয়ের দিকে তাকাচ্ছিলো বার বার।
বেচারা জোয়ার্দার সাহেবের একার আর দোষ কি ?
ভিডিওতে তো দেখলেনই, কেন মাইনকা চিপায় পড়ে আছে নব আর পুরোনো বিবাহিত পুরুষেরা। এতো ঘর ঘর কি কাহানী .......... :(

এনজয়েবল ভিডিও =p~ । ধন্যবাদ।

৬০| ০৮ ই জুন, ২০২০ রাত ৯:৫২

মিরোরডডল বলেছেন: অবশ্যই বাস্তব । পুরুষ নির্যাতন যাকে বলে আর কি !

থ্যাংকস গড আই’ম আ উইমেন
তাই এরকম হেলেনার অত্যাচারের চান্স নেই :)

আর নিজে হেলেনা হবারতো প্রশ্ননোই উঠেনা ।

০৯ ই জুন, ২০২০ রাত ৯:০৪

আহমেদ জী এস বলেছেন: মিরোরডডল,



আর নিজে হেলেনা হবারতো প্রশ্ননোই উঠেনা ।
ভালো লাগলো শুনে। এরকমটাই যেন থাকতে পারেন বাকী দিনুগুলোতেও, রমনীর মতো রমনীয় হ'য়ে, কোমল আর লাবণ্যময়ী জায়া হ'য়ে।

শুভেচ্ছান্তে।

৬১| ০৯ ই জুন, ২০২০ রাত ৯:১৮

মিরোরডডল বলেছেন: জায়া কি ?

০৯ ই জুন, ২০২০ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: মিরোরডডল,




হায়রে! বাঙালরে কি কইলাম ............ :((

শোনেন নি, একজন নারী হলেন- কন্যা, জায়া, জননী ?
এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন "জায়া' কি ? :`>

৬২| ০৯ ই জুন, ২০২০ রাত ৯:৩৩

মিরোরডডল বলেছেন: এরকমটাই যেন থাকতে পারেন বাকী দিনুগুলোতেও, রমনীর মতো রমনীয় হ'য়ে, কোমল আর লাবণ্যময়ী জায়া হ'য়ে।


কি সর্বনাশ ! তাহলে জায়া না হলে এই উইশটা কেমন হবে তাই ভাবছি :)

রমনীর মতো রমনীয় হ'য়ে, কোমল আর লাবণ্যময়ী হ'য়ে

০৯ ই জুন, ২০২০ রাত ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: মিরোরডডল,



হা....হা...হা.. এই কারনেই হেলেনা জোয়ার্দার হন নি বলে এতো লাফালাফি! :P

ভাবাভাবির দরকার নেই, তাহলে " জায়া "টা বাদ যাবে, তোলা থাকবে আগামীর জন্যে।
এখনকার জন্যে এটাই সই - রমনীর মতো রমনীয় হ'য়ে, কোমল আর লাবণ্যময়ী হ'য়ে

আবারও আসার জন্যে ধন্যবাদ।
ভালো থাকুন।

৬৩| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৫২

পুলক ঢালী বলেছেন: হা হা হা দারুন রম্য। তবে জোয়ার্দারদের ভবিতব্য চিরন্তন এরকম শাখের করাতের মতই এর থেকে মুক্ত নাইরে ভাই। :D
খুব ভাল লিখেছেন জী এস ভাই। ভাল থাকুন।

২৮ শে জুন, ২০২০ রাত ৯:৪১

আহমেদ জী এস বলেছেন: পুলক ঢালী,




"জোয়ার্দারদের ভবিতব্য চিরন্তন এরকম শাখের করাতের মতই এর থেকে মুক্ত নাইরে ভাই।" :D
কথা অতীব সত্য।

ধন্যবাদ মন্তব্যের জন্যে আর জোয়ার্দারদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.