নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
যদি সবক'টি পাষন্ড একসাথে
আঘাতও হানে এই রাতে
যদি নিভেও যায় সব আলো
বন্ধও হয় সব দ্বার
তবুও এদেশ আমার ........
যদি সব হায়েনার দল একসাথে
রক্তও চুষে নেয় এক প্রাতে
যদি সব রাজাকারও এক হয়
খুলে দেয় মৃত্যু দুয়ার
তবুও এদেশ আমার ........
যদি কেটেও যায় প্রতিশ্রুতিহীন
কালোরাত্রির জ্যামিতিক জমিন
যদি আরও পয়তাল্লিশটি বছর
হাহাকারে পোড়েও এই ঘর
তবুও এদেশ আমার ........
( ক্যালিফোর্নিয়া থেকে মোবাইলে )
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১১
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
প্রথম মন্তব্যে অনেক ভালোলাগা ।
ভালো থাকুন আর এই অভাগা দেশটির পাশেই থাকুন .....
২| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০৭
নিউ সিস্টেম বলেছেন: অসাধারণ হয়েছে ।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৯
আহমেদ জী এস বলেছেন: নিউ সিষ্টেম ,
এদেশ আমার ..........
যতো ঝঞ্ঝাই আসুক
করে দিতে ছারখার
তবুও এদেশ আমার......
ধন্যবাদ মন্তব্যে ।
৩| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১৭
ডঃ এম এ আলী বলেছেন: যদি সবক'টি পাষন্ড একসাথে
আঘাতও হানে এই রাতে
যদি নিভেও যায় সব আলো
বন্ধও হয় সব দ্বার
তবুও এদেশ আমার
অসাধারণ কবিতা।
ভাল লাগা রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল ।
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৯
আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,
বিদ্রোহীর লেখা দেখে বিদ্রোহ করে উঠলো এ মনটা । ভাবলুম ওমন বক্তব্য শুধু দু'লাইন মন্তব্য নয়,পুরো একটি লেখাই দাবী করে ।
তাই ঝটপট করে লিখে ফেললুম এটা । তা যে আপনাদের কাছে অসাধারন লেগেছে তাতে সম্মানিত বোধ করছি আপনাদের এই মহানুভবতায় ।
ভালো থাকুন ।
৪| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৯
চাঁদগাজী বলেছেন:
মানব-মনের সমস্ত শক্তি দিয়ে উচ্চারিত ভালোবাসার ছন্দ
১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪১
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,
অসাধারন মন্তব্য , বলিষ্ঠ । যেমন বলিষ্ঠ আপনার ছোট ছোট লেখাগুলো ।
শুভেচ্ছান্তে ।
৫| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩০
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ......তবুও এদেশ আমার। কি অসাধারণ! কি দুর্বার উচ্চারণ!!!
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৮
আহমেদ জী এস বলেছেন: সাইফুল্লাহ শামীম,
আসলে এই দৃপ্ত উচ্চারণটুকু ছাড়া হারাবার আর কিছু নেই আমাদের ।
৬| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: পড়তে পড়তে সবকটি রোমকূপ এটেনশন হয়ে গেছে....
যদি সবক'টি পাষন্ড একসাথে
আঘাতও হানে এই রাতে
যদি নিভেও যায় সব আলো
বন্ধও হয় সব দ্বার
তবুও এদেশ আমার ........
যদি সব হায়েনার দল একসাথে
রক্তও চুষে নেয় এক প্রাতে
যদি সব রাজাকারও এক হয়
খুলে দেয় মৃত্যু দুয়ার
তবুও এদেশ আমার ........
যদি কেটে যায় প্রতিশ্রুতিহীন
কালোরাত্রির জ্যামিতিক জমিন
যদি আরও পয়তাল্লিশটি বছর
হাহাকারে পোড়েও এই ঘর
তবুও এদেশ আমার ........
স্যলুট !
এ দেশ আমার!
এই বোধকেই দৃঢ়তায় গেথে রাখতে হবে। অন্তরে অন্ত:স্থলে!
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩১
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,
এই বোধটা জাগ্রত হয়েছে আবার নতুন করে আপনারই লেখাটি পড়ে । তাই প্রতিস্যালিউট আপনাকেও ।
এ জাতীয় প্রতিটি লেখার স্বপক্ষেই বলতে চাই - তবুও এদেশ আমার
৭| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
এদেশ আমার। আমাদের।
চলমান গতীতে একদিন তো সূর্যের সামনে গিয়ে দাঁড়াবোই। সব কালো মুছে যাবে সেদিন।
অসাধারণ। +
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৯
আহমেদ জী এস বলেছেন: দি রা ,
একটি দৃপ্ত উচ্চারন
তবুও উঠুক বাজি
অন্ধকার সরায়ে আজি
সকল মুখে তোমার -
এদেশ আমার......
মন্তব্যে ভালোলাগা । শুভেচ্ছান্তে ।
৮| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুণ তো !!
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০০
আহমেদ জী এস বলেছেন: গিয়াস লিটন,
সকাল সন্ধ্যার নিদারুন একটি কাব্য --- তবুও এদেশ আমার....
৯| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে।
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১২
আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবির,
সুন্দর একটি প্রত্যয়ের সাথে আপনার এমন করে সাথে থাকা আশা জাগানিয়া ।
১০| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৭
হাসান মাহবুব বলেছেন: বলিষ্ঠ এবং আশাবাদী উচ্চারণ।
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৪
আহমেদ জী এস বলেছেন: হাসান মাহবুব,
এই বলিষ্ঠতা ঝড় তুলুক সকল রক্তে । এটাও একটা আশাবাদ.......
ভালো থাকুন বৈজ্ঞানিক ভাবেই ।
১১| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩১
সাহসী সন্তান বলেছেন: যদি দ্বিখন্ডিত হয়ে যায় এই পৃথিবী,
মৃত্যুর দূত শিয়রে বসে অপেক্ষা করে!
হারিয়ে ফেলি আমার সুন্দর স্বপ্নগুলোকে......
তবুও মৃত্যুকে হাসি মুখে বরন করে নিয়েও বলবো,
এদেশ আমার, ছিল-আছে-থাকবে!
ধন্যবাদ জী এস ভাই! শুভ কামনা!
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৮
আহমেদ জী এস বলেছেন: সাহসী সন্তান,
যদি সুন্দর স্বপ্নও যায় ভেসে
মৃত্যুর দূতও যদি ওঠে ভয়ানক হেসে
যদি সব থাকা থাকেও আঁধারে বিভোর
তবুও এদেশ আমার.......
শুভেচ্ছা আপনাকেও ।
১২| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!!
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৮
আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক ভালোবাসা,
আপনার সাড়া পেয়ে ভালো লাগছে ।
ইনহাস্ত ওয়াতানাম থেকে এ কবিতার জন্ম , থাকুক সবার অন্তরে প্রতিটি ক্ষন - প্রতিটি দিন; চমৎকার প্রেরনা হয়ে .......
১৩| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৭
খোলা মনের কথা বলেছেন: দেশপ্রেম আর শক্তি যোগানো জন্য অন্যতম কবিতা। এক কথায় অসাধারণ
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৯
আহমেদ জী এস বলেছেন: খোলা মনের কথা,
এমন সুন্দর মন্তব্য আরো শত পাঠককে দেশপ্রেমের শক্তি যোগাবে ।
ভালো থাকুন আর এই অভাগা কিন্তু সুন্দর দেশটির পাশেই থাকুন জীবনে - মরনে ।
১৪| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৩
জুন বলেছেন: অসাধারণ এক বিদ্রোহী আর দেশপ্রেমের কবিতায় প্লাস আহমেদ জীএস। স্বপ্নের দেশ সুদুর সেই ক্যালিফোর্নিয়ার নিশ্চিন্ত আরামদায়ক জীবনেও দেশের কথা ভুলে যাননি দেখে ভালোলাগলো।
+
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৯
আহমেদ জী এস বলেছেন: জুন,
দেশ থেকে দূরে কোনও আরামদায়ক জীবনের জন্যে আসিনি । এসেছি পারিবারিক কাজে শুধু । আবার ফিরে আসতে হবে । দেশের জন্যে টান বোধহয় সব মানুষেরই থাকে কম বেশী । আমিও এর বাইরে নই , হয়তো নেই আপনিও । হয়তো কেন !! আপনার ভ্রমন সংক্রান্ত লেখাগুলোই তো রয়েছে হাতে প্রমান করতে যে, আপনিও এর বাইরে নন ।
আপনার শত ব্যস্ততার মাঝেও সময় করে এখানে এসে সুন্দর মন্তব্য করে কৃতজ্ঞ করে রাখলেন ।
ভালো থাকুন নিজের মতো করে ।
১৫| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪০
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫০
আহমেদ জী এস বলেছেন: সুমন কর,
সব সময় সাথে থাকেন বলে " তবুও এদেশ আমার....." বলার সাহস বেড়ে ওঠে অবলীলায় ।
শুভেচ্ছা এই সকালের ।
১৬| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৫
অদৃশ্য বলেছেন:
ঠিক, দূরে গেলে ভালোবাসাটা তীব্র হয়... অবশ্য কারো কারও নিঃশেষও হয়ে যায়...
শুভকামনা...
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩১
আহমেদ জী এস বলেছেন: অদৃশ্য,
তা হয়তো হয় তবে আমি এমন দূরে যাইনি যে দেশের মাটির সোঁদা গন্ধ গা থেকে হারিয়ে ফেলেছি ।
তবুও এদেশ আমার , এই ভাবনাটুকু গায়ে লেগেই থাকে অনুক্ষন !
শুভকামনা আপনার জন্যেও । মন্তব্যে ধন্যবাদ ।
১৭| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৯
পুলহ বলেছেন: আমি যা বলতে চেয়েছিলাম, হাসান মাহবুব ভাই সেটা আগেই বলে দিলেন।
জুন আপুর মন্তব্যটাও সুন্দর।
আগে কোন একটা পোস্ট/ কমেন্টে দেখেছিলাম আপনি দেশের বাইরে যাচ্ছেন, আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন, যেখানেই থাকুন!
কারণ আপনাদের মত মানুষদের এই দেশটার অনেক বেশি দরকার।
শুভকামনা আহমেদ জী এস ভাই।
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০৪
আহমেদ জী এস বলেছেন: পুলহ,
বেশ বলেছেন, আমাদের মতো মানুষদের এই দেশটার অনেক বেশি দরকার ! আমাদের মতো মানুষদের আসলে কোনও দরকারই নেই এখানে । আমরা আমজনতা বরং একটা বোঝা দেশের জন্যে কারন ঢাল নেই- তলোয়ার নেই এমন নিধিরাম সর্দাররা কোনও কাজেই আসেন না দেশের ।
এখন তো যুদ্ধে যাবার সময় টগবগে তরুনদের ।
দেশের বাইরে এসেছি পারিবারিক কাজে । ভালো আছি কি মন্দ, বুঝে উঠতে পারছিনে । বৃন্ত থেকে খসে পড়া ফুলের মতো লাগছে , দেশের হৈ হৈ রৈ রৈ মিস করছি ।
তবে আসল কথা হলো, যেখানেই থাকুন না কেন , দেশটাকে মায়ের গায়ের গন্ধের মতো জড়িয়ে রাখতে হয় মন ও মননে ।
শুভেচ্ছান্তে ।
১৮| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০২
নীলপরি বলেছেন: সুন্দর লাগলো । ++++++++
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৪
আহমেদ জী এস বলেছেন: নীলপরি,
লেখাটিতে অনেক প্লাস দেয়া আর লেখাটিকে সুন্দর বলাতে ভালো লাগলো ।
শুভেচ্ছান্তে ।
১৯| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০২
মামুন ইসলাম বলেছেন: চমৎকার দেশকে নিয়ে ছঁন্দ মাখা কবিতা । ধন্যবাদ আহমেদ জী এস ভাই ।
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৪
আহমেদ জী এস বলেছেন: মামুন ইসলাম,
এ হলো হৃদয় নিংড়ানো কবিতা তাই ছন্দময় লেগেছে আপনার কাছে ।
অনেক ধন্যবাদ এমন কবিতার সাথে একাত্ম হয়েছেন বলে ।
ভালো থাকুন ।
২০| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন:
যদি সব হায়েনার দল একসাথে
রক্তও চুষে নেয় এক প্রাতে
যদি সব রাজাকারও এক হয়
খুলে দেয় মৃত্যু দুয়ার
তবুও এদেশ আমার ........ ---------
চমৎকার!!
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১২
আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি,
কবিতার লাইন তুলে এনে বুঝিয়ে দিলেন, এখনও আমাদের সবার অন্তরে একটি দৃপ্ত সুরই অনুরনন তোলে শিরায় - ধমনীতে ........---" তবুও এদেশ আমার...."
ভালো থাকুন ।
২১| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: সুসময়েও আমার সে দুঃসময়েও আমার । "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।"
১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৩
আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু,
যথার্থ বলেছেন । এদেশ আমাদের সকল সময়ের, সকল কালের.......
২২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: যদি সবক'টি পাষন্ড একসাথে
আঘাতও হানে এই রাতে
যদি নিভেও যায় সব আলো
বন্ধও হয় সব দ্বার
তবুও এদেশ আমার ........ +++
অসম্ভব সুন্দর পংক্তিমালা। স্যালুট আপনাকে এমনতর কবিতার জন্য।
এদেশ আমার, এদেশ আমাদের, এদেশ আমাদের সকলের।
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪১
আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,
দেশের প্রতি আপনাদের মায়া আর অগাধ বিশ্বাস দেখে আমার মতো একজন সাধারন মানুষের শক্তিশালী এই উচ্চারন । জানবেন এই প্রত্যয় - " তবুও এদেশ আমার..." সকল দেশপ্রেমিকের নিঃশব্দ নির্ঝর , একদিন যা সমুদ্র হুঙ্কার হয়ে উঠবে ।
এই অঙ্গীকার ধারনকারী সকলকেও আমার স্যালিউট ।
২৩| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৭
এডওয়ার্ড মায়া বলেছেন: জি এস দা আপনার প্রতিটা মন্তব্যের জবাব গঠনমূলক ।
ভাল লাগল ।
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৬
আহমেদ জী এস বলেছেন: এডওয়ার্ড মায়া,
আমরা এখানে তো গড়তে এসেছি । কোন কিছুই ভাঙতে নয় । তাইনা ?
তাই একজন ব্লগার হিসেবে আমি আমার ভূমিকার প্রতি অবিচার করিনে ।
অনুপ্রানিত হলুম আপনার মন্তব্যে আবার নতুন করে ।
শুভেচ্ছান্তে ।
২৪| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩১
ক্লে ডল বলেছেন: হৃদয়ে আলোড়ন সৃষ্টিকারী এক অনবদ্য কবিতা!!
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৮
আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল,
তেমন একটি হৃদয় আপনার আছে বলেই তো সেখানে এই আলোড়ন !!!
অনেক ভালো লাগলো মন্তব্যটুকু ।
ভালো থাকুন আর হৃদয়ে আলোড়ন তুলে.....
২৫| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৭
সিগনেচার নসিব বলেছেন: অনন্য কবি
অনিঃশ্বে ভাল লাগা জানুন
১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: সিগনেচার নসিব,
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ব্লগে প্রথম এলেন বলে ।
ভালো লাগলো এমনি করে এসে সুন্দর মন্তব্য করাতে ।
শুভেচ্ছান্তে ।
২৬| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩০
সচেতনহ্যাপী বলেছেন: ক্ষমতায় কে আছে তা নিয়ে আমার মাথাব্যাথা নেই।। দেশটি তাদের নয়, আমার।। একান্তই।। আমার গর্ব এখানেই।।
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫০
আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী,
আপনার সাথে একমত -
এদেশ তোমার আমার ! যতো হায়েনা ই তাদের মুখব্যাদান করুক না কেন, আমাদেরকে সে হায়েনাদের মুখগুলি গুড়িয়ে দিতে হবে । এ দেশ আমার এমন গর্বে বুক থাকুক আমাদের ফুলে , শির থাকুক উঁচু........
২৭| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:১৬
ফয়েজ উল্লাহ্ রবি বলেছেন: বাহ! জবাব কাব্য দারুণ! হয়েছে
শুভেচ্ছা কবি আপনাকে সাথে কবি মীমকে।
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩৫
আহমেদ জী এস বলেছেন: ফয়েজ উল্লাহ রবি,
আমার ব্লগে স্বাগতম ।
শুভেচ্ছ জানানো আর দারুন বলাতে ভালো লাগলো । তবে কবি মীম কে কোথায় পেলেন ?
ভালো থাকুন আর সাথেই থাকুন ।
শুভেচ্ছান্তে ।
২৮| ১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:১১
অভি চৌধুরী বলেছেন: এক কথায় অসাধারণ হইসে জিএস ভাই।
বুক ফুলে ওঠার মত কবিতা,
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:৫৫
আহমেদ জী এস বলেছেন: অভি চৌধুরী,
অনেক ভালো লাগলো আপনাকে দেখে ।
স্বাগতম ।
অসাধারন বলেই নিকের ছবিটি বুক ফুলিয়ে বলতে চাইছে - তবুও এদেশ আমার .....
২৯| ১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৩৫
হিমেল রেজার বচন বলেছেন: চমৎকার কবিতা
উত্তেজনায় ঘুম ছুটে গেলো
আরও চাই
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:১২
আহমেদ জী এস বলেছেন: হিমেল রেজার বচন,
ব্লগে স্বাগতম ।
অনেক ভালো লাগলো এমন আন্তরিক মন্তব্য ।
সাথেই থাকুন । ভালো থাকুন ।
৩০| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যদি কেটে যায় প্রতিশ্রুতিহীন
কালোরাত্রির জ্যামিতিক জমিন
যদি আরও পয়তাল্লিশটি বছর
হাহাকারে পোড়েও এই ঘর
তবুও এদেশ আমার ........
পায়নি দাদায়,পায়নি বাবায়
আমারো প্রায় শেষ;
পয়তাল্লিশ দিচ্ছো আরো!!!
আর কবে পাবো এ দেশ???
মারো কাটো পোড়াও বলে
দিচ্ছো গা'টি এলিয়ে;
দানবরা সব লাই পেয়ে দেয়
শূকর কুকুর লেলিয়ে।
দাদায় বাবায় সইছে সবি
সইবোনা আর দাদা;
নিজ সন্তান গালটি দেবে
বাপ ছিলো মোর গাধা।
জেগেছিনু একাত্তরে
সময় হলো আবার;
মাতৃভূমি সোনার এ দেশ
নয়কো কারো বাবার।
সারা গায়ে ক্ষত নিয়ে
বলছি এদেশ আমার;
অঙ্গ খাঁটি,বঙ্গ খাঁটি
জাতি মোরা তামার।
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৪৩
আহমেদ জী এস বলেছেন: কি করি আজ ভেবে না পাই,
আপনাদের এই স্বতঃস্ফুর্ত মন্তব্যই প্রমান করে এই অভাগা দেশটার জন্যে কতো গভীর ভালোবাসা জমে আছে আপনাদের বুকে ।
যদি লাখো দানবও বাড়ায় হাত
হুতাশনে যদিও বাড়ে কালো রাত
হাযার বছর ধরে যদি ডাকও পাড়ে কুকুর- শূকর
যদি কেউ মনেই করে দেশটি বাবার
জানবে, তবুও এদেশ আমার.....
৩১| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০১
বলবো না!! বলেছেন: তবুও এদেশ আমার ........
১৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২৬
আহমেদ জী এস বলেছেন: বলবো না !!
বলবেন না বলেও কিন্তু হৃদয়ের কথাটিই বলে ফেলেছেন - তবুও এদেশ আমার...
আমার ব্লগে স্বাগতম কিছু না কিছু বলার জন্যে ।
শুভেচ্ছান্তে ।
৩২| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২০
বিপ্লব06 বলেছেন: অসাধারণ!!! রক্তে আগুন লাগা লেখা।
ভালো থাকবেন!
১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৫
আহমেদ জী এস বলেছেন: বিপ্লব06,
নামটি যখন বিপ্লব তখন রক্ত আগুন লেগে থাকারই কথা । আমার এ লেখা যদি সে আগুনে ঘি ঢালে তবে বুঝতে হবে এখনও মানুষ আছে !!!
ভালো থাকুন আপনিও আর থাকুন এই শ্রীহীন দেশটিরই সাথে ।
৩৩| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩১
কাঙ্গাল মুরশিদ বলেছেন: জেগেছিনু একাত্তরে
সময় হলো আবার;
মাতৃভূমি সোনার এ দেশ
নয়কো কারো বাবার।
১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:২১
আহমেদ জী এস বলেছেন: কাঙাল মুরশিদ,
দেশটা হয়তো কারো বাবারই নয় কিন্ত সেটা যে কেবলই আমার, এ প্রত্যয়ও তো থাকতে হবে ! থাকতে হবে প্রস্তুত প্রতিটি সংকট কাটিয়ে উঠতে । অঙ্গীকারে শক্তিমান হয়ে গুড়িয়ে যেতে হবে সব খাদকের দাঁত ।
প্রতিদিনই আমাদের একাত্তর । এ যুদ্ধে যে জিততেই হবে !!!
শুভেচ্ছান্তে ।
৩৪| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: "তবুও এই দেশ আমার "।। খুব ভাল লাগলো। ধন্যবাদ
১৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৫
আহমেদ জী এস বলেছেন: নুরুন নাহার লিলিয়ান ,
হ্যাঁ ..... এদেশ আমারই । আমাদেরই । অভাগী এই দেশ মা'কে সকল ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখার কথাই প্রকারন্তরে বলেছি এ লেখায় । আপনাদের এই সাড়া দেয়াই দেশটিকে আমরা কতো যে ভালোবাসি তার প্রমান । অব্যাহত থাকুক এই ধারা ।
শুভেচ্ছান্তে ।
৩৫| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৫
অরুনি মায়া অনু বলেছেন: অবশ্যই, এ দেশ আমাদের।
১৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:২০
আহমেদ জী এস বলেছেন: অরুনি মায়া অনু ,
ছোট্ট এ মন্তব্য দেশের প্রতি ভালোবাসায় টৈ-টম্বুর ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
৩৬| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
তবুও এ দেশ আমার-
দুর্দান্ত ভালবাসার প্রকাশ জী এস ভাই!
অনেক ভাল থাকুন! শুভকামনা!
কবিতায় প্লাস!
১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৫
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা,
এ দুর্দান্ত ভালবাসা আপনার মাঝেও আছে বলেই এমন করে মন্তব্য করতে পেরেছেন ।
" তবুও এ দেশ আমার- " এই একটি বোধই আমাদের রাখি বন্ধন ।
ভালো থাকুন আপনিও । থাকুন এমন দৃপ্ত অঙ্গীকারে ......
শুভেচ্ছান্তে ।
৩৭| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:০৯
অজন্তা তাজরীন বলেছেন: আরো একবার প্রমানিত হোলো দেশোত্ববোধ কবিতার ছন্দে । সুন্দরম!! ++
১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৩
আহমেদ জী এস বলেছেন: অজন্তা তাজরীন,
দেশমাতা হি সত্যম , দেশমাতা হি শিবম, দেশমাতা কি হর সন্তান হি সুন্দরম !!!
আপনিও প্রমান করলেন এ কথাই এমন সুন্দর মন্তব্যে ।
কবিতায় প্লাস দেয়াতে কৃতার্থ ।
শুভেচ্ছান্তে ।
৩৮| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৭
ফয়েজ উল্লাহ্ রবি বলেছেন: বিদ্রোহী ভৃগু- ই আমার কাছে মীম, আমার ভাল বন্ধু। ধন্যবাদ।
১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৩
আহমেদ জী এস বলেছেন: ফয়েজ উল্লাহ রবি ,
এবারে বোধগম্য হলো ।
আপনার বন্ধু মীম এর জ্বালাময়ী কবিতার কারনেই তো এই কবিতাটির জন্ম !
৩৯| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৭
মহা সমন্বয় বলেছেন: মোবাইল কবিতা, দারুণ।
১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৮
আহমেদ জী এস বলেছেন: মহা সমন্বয়,
আপনাকে দেখে ভালো লাগলো ।
ব্লগে একটি বিশেষ দিনের স্মরণ অঙ্গীকারে ব্লগারদের স্বতঃস্ফুর্ত আবেগ ও অনুভবের সমন্বয় করতে গিয়ে এটা লিখে ফেলেছি । সকল কৃতিত্ব সময়ের , আমার নয় !
ধন্যবাদ সাথে থাকার জন্যে ।
শুভেচ্ছান্তে ।
৪০| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪০
রোদেলা বলেছেন: দেশের বাইরে থেকেও দেশের জন্যে এমন আন্দোলিত হতে কম মানুষই পারে।আপনাকে অনেক শুভেচ্ছা.।।।
যদি কেটেও যায় প্রতিশ্রুতিহীন
কালোরাত্রির জ্যামিতিক জমিন
যদি আরও পয়তাল্লিশটি বছর
হাহাকারে পোড়েও এই ঘর
তবুও এদেশ আমার ........
২০ শে আগস্ট, ২০১৬ রাত ১:২১
আহমেদ জী এস বলেছেন: রোদেলা,
মিষ্টি রোদের মতো মনে ওম তোলা মন্তব্য ।
আসলে কি জানেন, বিশেষ দিনটির স্মরনে ব্লগে যে দেশ বন্দনার চাঁদের হাট বসেছিলো দেশের জন্য আন্দোলিত সকল ব্লগাররাই কিন্ত সেই বাটে তাদের গুঞ্জরন তুলে গেছেন । সেই হাটে আমি শুধু ঢাকে বাড়ি দিয়ে গেছি মাত্র ।
ভালো থাকুন ।
৪১| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনাকে অন্য একটা ব্যাপারে ধন্যবাদ জানালাম। আমি চেস্টা করবো পড়ে, বুঝে, সঠিক কমেন্ট করার।
২০ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৫
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,
আপনাকেও অন্য একটি ব্যাপারে বলি -- আপনার সকল পোস্ট ধারালো হোক , অন্যের পোস্টে আপনার মন্তব্য ব্যক্তিকে আহত করে এমন শব্দ বর্জিত হোক । কারন সবাই-ই সবকিছু হজমে পারঙ্গম নন । জোরালো সমালোচনা করুন, পোষ্টদাতার বক্তব্যের সার- অসারতা তুলে ধরুন , বুঝিয়ে বলুন তাতে কোনও মন্তব্যের উত্তর যদি দীর্ঘায়িতও হয় , তা করুন । এতে সকলেরই মঙ্গল । আর আপনার সকল পোস্টের বক্তব্যের মাঝেই এই মঙ্গলাকাঙ্খার ছায়া দেখি বলেই আপনাকে এতো কিছু বলা । আর আপনাকে পছন্দ করার একটা ব্যাপার তো রয়েছেই ।
আমার এমন কথায় আশা করি মনক্ষুন্ন হবেন না ।
ভালো থাকুন আর কাছেই থাকুন । ( একান্ত ব্যক্তিগত কথা বললুম )
৪২| ১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪২
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: তবুও এদেশ আমার ........
অনন্ত অনুপ্রেনার।
২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৩
আহমেদ জী এস বলেছেন: এক নিরুদ্দেশ পথিক,
মন্তব্যে কৃতার্থ ।
ভালো থাকুন সব সময়ের জন্যে ।
শুভেচ্ছান্তে ।
৪৩| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৫
শামছুল ইসলাম বলেছেন: তবুও এদেশ আমার, একটি দীপ্ত উচ্চারণঃ
//যদি কেটেও যায় প্রতিশ্রুতিহীন
কালোরাত্রির জ্যামিতিক জমিন
যদি আরও পয়তাল্লিশটি বছর
হাহাকারে পোড়েও এই ঘর
তবুও এদেশ আমার ........//
খুব ভাললাগল। প্রবাসে শত ব্যস্ততার মাঝেও দেশকে নিয়ে এমন অসাধারণ ভাবনা, প্রশংসার দাবীদার।
কবিকে হৃদয় নিংড়ানো ভালবাসা।
২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৬
আহমেদ জী এস বলেছেন: শামছুল ইসলাম,
অনেকদিন পরে আপনার দেখা পেয়ে ভালো লাগলো । ভালো লাগলো আপনার নিঃসঙ্কোচ মন্তব্যটুকুও ।
হুম এখানের ল্যাপিতে বাংলা টাইপ করা যায়না আর আমার নিজেরটা নিয়ে আসিনি । মোবাইলই ছিলো ভরসার । কষ্ট হলেও এটাতেই চলছে । দেশপ্রেম সবার রক্তেই আছে । আপনার মতো আমারও আছে ।
ভালো থাকুন আর এই হতভাগী দেশটার সাথেই থাকুন ।
৪৪| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৭
গেম চেঞ্জার বলেছেন: বলিষ্ট পংক্তিমালা!! আমাদের তরুণেরা আজ দিকভ্রান্ত, দিশেহারা। যে যার মত পারছে ছুটছে। কিন্তু দিনশেষে আমাদের ডিএনএ'তে বাংলা বাংলাদেশই রয়ে যাবে!! যত কিছুই হোক, শেষ পর্যন্তই এই বাংলা আমার। আমাদের!! তাই চেতনার স্ফুরণ ঘটিয়ে সবার আত্মনিয়োগ করা দরকার!
২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৭
আহমেদ জী এস বলেছেন: গেম চেঞ্জার,
খুব সুন্দর বলেছেন । আমাদের অস্থিমজ্জায় লেগে থাকুক শুধু একটি কথাই -- এদেশ আমার ।
শুভেচ্ছান্তে ।
৪৫| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
চেস্টা করবো।
২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৩
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,
ধন্যবাদ । শুনে ভালো লাগলো ।
৪৬| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৮
জলপাতা বলেছেন: দক্ষ হাত আপনার।চালিয়ে যান।শুভ কামনা রইলো
২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪০
আহমেদ জী এস বলেছেন: জলপাতা,
আমার ব্লগে স্বাগতম ।
চালিয়েই তো যাচ্ছি । সবটা ঘুরে দেখে আসতে পারেন, কেমন চলছে ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
শুভেচ্ছান্তে ।
৪৭| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০১
গোফরান চ.বি বলেছেন: পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ ।
প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
ভালো লাগে আপনার লেখা।
২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৪
আহমেদ জী এস বলেছেন: গোফরাবন চ.বি
ব্লগে স্বাগতম ।
লেখা ভালো লাগে জেনে ভালে লাগলো ।
শতত সুন্দর থাকুন ।
৪৮| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১০
জেন রসি বলেছেন: সময়ের প্রয়োজনে যারা নিশ্চুপ থাকে তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে।
২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৩
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
সুন্দর একটুকরো মন্তব্য ।
দেরী হলো জবাব দিতে, দুঃখিত ।
ভালো থাকুন শতত ।
৪৯| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৩
বিজন রয় বলেছেন: এদেশ যদি আপনার হয় তো বিদেশে কেন আছেন?
চলে আসুন।
"সতত হে নদ পড়ে মোর মনে"
যতই দূরে যান না কেন মন পড়ে আছে এখানে, এই বাংলাতে।
২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৫
আহমেদ জী এস বলেছেন: বিজন রয়,
সতত হে মহাশয়, আমি আছি মোর দেশে ......
ক'দিনের জন্যে পারিবারিক কাজে আসতে হয়েছে এখানে । শুধু মনটাই নয়, দেহটাও ঐ মাটিরই । ফিরে আসছি ।
মন ভালো নেই বলে উত্তর দিতে দেরী হলো, ক্ষমাপ্রার্থী ।
ভালো থাকুন ।
৫০| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫০
গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার !! অনবদ্য !! দারুণ সুন্দর কবিতায় মনের সুন্দর ভাবটি প্রকাশ করতে পারছি না , শুধুই বলে যাই --- অসাধারণ , অসাধারণ !!!
২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৭
আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া,
মন বিক্ষিপ্ত তাই মন্তব্যের জবাব দিতে দেরী হয়ে গেলো । দুঃখিত ।
মন্তব্য ভালো লাগলো অনেক, যেমন ভালো লাগলো অনেকদিন পরে আপনার দেখা।
ভালো থাকুন আর নিরন্তর সুখে....
৫১| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৫
সোহানী বলেছেন: কবিতা কম বুঝি কারন ছন্দ তাল লয় মিলিয়ে খুব কঠিন মনে হয়.... ওটা আমার কর্ম না। তারপরও আপনার কবিতায় প্রতিবাদের ভাষা খুব স্পষ্ট। ++++++++++++++++=
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৯
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
অনেক দেরী হয়ে গেলো আপনার মন্তব্যের জবাব দিতে । দেশের বাইরে ছিলুম বলে । দুঃখিত এই অযাচিত বিলম্বের জন্যে ।
হ্যা ... কবিতার কথাগুলো শুধু প্রতিবাদই নয় , আমাদের প্রানানুভব ও ।
ঈদের শুভেচ্ছা জানবেন । দিনটি নির্মল হয় উঠুক আপনার জন্যে ।
৫২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২
তামান্না তাবাসসুম বলেছেন: অসাধারন দেশ প্রেমের কবিতা। অনেক আবেগী।
শুভকামনা প্রিয় লেখক
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১২
আহমেদ জী এস বলেছেন: তামান্না তাবাসসুম ,
আগেই ক্ষমা চেয়ে নিই , অনিবার্য কারনে আপনার সুন্দর মন্তব্যের জবাব দিতে দেরী করে ফেলেছি বলে ।
এই কবিতাটি তাৎক্ষনিকের লেখা । আমার মনে হয় , কবিতার কথাতে আমাদের সবারই দেশানুভবের আবেগটাই ফুঁটে উঠেছে ।
সব যায় যাক , দেশটি আমারই ...................
ভালো থাকুন । সাথেই থাকুন ।
ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখলুম ।
৫৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসাধারণ! দেশকে ভালবাসলে এভাবেই লিখতে হয়।
ধন্যবাদ আহমেদ জী এস।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৬
আহমেদ জী এস বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ,
অশেষ ধন্যবাদ অসাধারন বলাতে ।
দেশকে ভালোবাসি আমরা সবাই গুটিকয়েক কুলাঙ্গার ছাড়া ।
শুভেচ্ছান্তে ।
৫৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯
প্রথমকথা বলেছেন:
খুব সুন্দর দেশপ্রেমের কবিতা এতো সুন্দর করে উপস্থাপন করেছেন সত্যি আমি বিমোহিত। আপনার উপলব্দি আপনার সাহস আপনার লেখায় সম্পূর্ণ ভাবে ফুটে উঠেছে, কবিতা সফল সার্থক। যাই হউক না কেন আমার দেশ, কবি মন থেকে বিবেক থেকে, নিজের তাড়না থেকে যা লিখেছেন স্যালুট।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৮
আহমেদ জী এস বলেছেন: প্রথমকথা ,
সুন্দর এই মন্তব্যে আপনাকেও ধন্যবাদ ।
ব্লগে একটি বিশেষ দিনের স্মরণ অঙ্গীকারে ব্লগারদের স্বতঃস্ফুর্ত আবেগ ও অনুভবের সমন্বয় করতে গিয়ে এটা লিখে ফেলেছি । সকল কৃতিত্ব সময়ের , আমার নয় !
সেদিন দেশের প্রতি আপনাদের মায়া আর অগাধ বিশ্বাস দেখে আমার মতো একজন সাধারন মানুষের শক্তিশালী এই উচ্চারন । জানবেন এই প্রত্যয়, যা আপনারও - " তবুও এদেশ আমার..." সকল দেশপ্রেমিকের নিঃশব্দ নির্ঝর , একদিন যা সমুদ্র হুঙ্কার হয়ে উঠবে ।
আর বিবেকের তাড়নার মতো কিছু লেখা হয়তো পাবেন আমার ব্লগে । ইচ্ছে হলে দেখে আসতে পারেন । খুশি হবো ।
ভালো থাকুন আর সাথেই থাকুন ।
শুভেচ্ছান্তে ।
৫৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
কবিতাটি খুবইসুখপাঠ্য, সাথে সাথে শক্তিশালী মনের প্রচন্ড শক্তিশালী বার্তা ঘোষণা করছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী ,
অনেক ভালো লাগলো এমন প্রেরনাদায়ী মন্তব্য ।
ভালো থাকুন আর সাথেই থাকুন ।
শুভেচ্ছান্তে ।
৫৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯
কালপুরুষ কালপুরুষ বলেছেন: দারুন দারুন অনেক অনেক ক্লাপ
অনেক গুলো + রেখে গেলাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৮
আহমেদ জী এস বলেছেন: কালপুরুষ কালপুরুষ ,
অনেক ভালো লাগলো , আমার এখানে আপনার এই প্রথম আসাতে । স্বাগতম ।
দারুন এই মন্তব্যে অনেক দন্যবাদ ।
সাথেই থাকুন আর থাকুন ভালো .............
৫৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩১
বিলিয়ার রহমান বলেছেন: মুগ্ধ!!!!
অনেক অনেক ভালোলাগা।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫
আহমেদ জী এস বলেছেন: বিলিয়ার রহমান ,
আমারও ভালো লাগলো আপনাকে দেখে ।
লেখায় মুগ্ধ হয়েছেন বলে ঋনী করে রাখলেন ।
ভালো থাকুন ।
৫৮| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৫
শরতের ছবি বলেছেন:
'যদি সবক'টি পাষন্ড একসাথে
আঘাতও হানে এই রাতে
যদি নিভেও যায় সব আলো
বন্ধও হয় সব দ্বার
তবুও এদেশ আমার ........ '--------- সত্যিই তো !
অসাধারণ প্রকাশ !
২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৬
আহমেদ জী এস বলেছেন: শরতের ছবি ,
শরত আকাশের মতোই নির্মল মন্তব্য ।
হ্যাঁ............ যা-ই ঘটুক না কেন আমাদের চারধারে , তবুও এদেশ আমার এই বোধটুকু আমাদের কাছে সত্য হয়েই থাকবে ।
শুভেচ্ছান্তে ।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০০
প্রামানিক বলেছেন: অসাধারন।