নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

মুরহা ধাওয়াইল্লেহ, আন্ডা ভোনছে…….

১৪ ই মার্চ, ২০২৫ রাত ১০:০০



২৪’এর জুলাই আগষ্টের ছাত্র জনতার অভ্যুত্থান যে বৈপ্লবিক পরিবর্তনের সুযোগ এনে দিতে পারতো দেশটিতে তা আর হতে দিলো কই কিছু কিছু রাজনীতিবিদ আর কাউয়ার মতো ময়লা খাওয়া কিছু মানুষ !
জুলাই আগষ্টে উত্থিত সব “আকাঙ্খা-অভিপ্রায়” এর যে পরিনতি হতে চলেছে তাতে শিরোনামের সাথে কেমন যেন একটা মিল খুঁজে পেলুম বলেই এই পোস্টের অবতারণা ।

তাহলে শিরোনামের উপযোগিতার কাহিনীটি খুলে বলতেই হয়--------

কাহিনীটি শুনেছিলুম ছোটভাই-সম দীপকের কাছে, প্রায় দুইযুগ আগে। বরিশালের সাহেবের হাট এলাকায় দীপকদের বাপদাদার ভিটে মাটি। জমিজমা আছে অনেক । দীপকের দাদার জমির হাইল্লা ( জমি চাষাবাদকারী) সাদাসিধে আবদুল। তো আবদুল নতুন বিয়ে করেছে। কিন্তু জমির কাজ পড়ে থাকাতে বিয়ে করেই তড়িঘড়ি ফিরতে হয়েছে কাজে। ক’দিন পরেই দীপকের দাদার সামনে গিয়ে উশখুশ করে আবদুলের আর্জি পেশ ----- দুদু, হউর (শ্বশুড়) বাড়ী যাইতে অইবে। হাউরি (শ্বাশুড়ী) খবর দিছে বার্তে (বাড়ী) যাইতে। ছুডি লাগবে।

তো নতুন শ্বশুড়বাড়ী থেকে আবদুল ফিরে এলে দীপকের দাদা আবদুলকে জিজ্ঞেস করলেন -- কিরে আবদুইল্লা; নতুন জামাইরে হাউড়ি ক্যামন যত্নআত্তি করছে ?
মুখে বিগলিত হাসি আর একধরনের সম্মানবোধ নিয়ে একবাক্যে আবদুলের বক্তব্য শেষ-------

মুরহা ধাওয়াইল্লেহ, আন্ডা ভোনছে।

অর্থাৎ নতুন জামাইকে আপ্যায়নের জন্যে বাড়ীর পোষা মুরগী জবাই করার জন্যে মুরগী ধরতে বেশ ধাওয়া-ধাওয়ি করা হয়েছিলো কিন্তু ধরা যায়নি তাই শুধু ডিম ভুনা দিয়েই জামাই আদর করা হয়েছে। গ্রামের গরীব গৃহস্থ, এর বেশী সামর্থ তারা রাখেন না।
শ্বশুড় বাড়ীর মান মর্যাদা রাখতে আবদুল যে শুধু ডিম ভুনা দিয়ে আপ্যায়িত হয়েছে সে কথার সাথে সাথে মুরগীও যে জবাই দেয়ার চেষ্টা হয়েছিলো সে কথাই সে গর্বের সাথে তার কথায় জুড়ে দিয়েছে। শত হোক, শ্বশুড় বাড়ী। তাদের মান মর্যাদা তো ধূলোয় লুটানো যায়না! আর “মুরহা ধাওয়াইল্লেহ…” কথাটি না বললে যে নতুন জামাই হিসেবে আবদুলের নিজের কদরও খর্ব হয়!

আমাদের গরীব-গৃহস্থ পাবলিকের অবস্থাও আবদুলের মতো! জুলাই-আগষ্টে দেশে ঘটে যাওয়া অভ্যুত্থানের মর্যাদা নিয়ে আমাদেরও শ্বান্তনা এই যে, ছাত্র-জনতা বৈপ্লবিক পরিবর্তনের “মুরহা ধাওয়াইল্লেহ” । কিন্তু এটাও মনে হচ্ছে যে, অপরিনত বুদ্ধিতে ভবিষ্যতের হিসেব নিকেশ করতে না পারায় কিম্বা দেশীয় রাজনীতির নষ্ট চরিত্র বুঝতে না পেরে রাজনৈতিক কুচক্রীদের খপ্পরে পড়ে তারা “আন্ডা ভোনছে”র আন্ডা নিয়েই সন্তুষ্ট থাকতে চাচ্ছে কিনা..........


শিরোনামের ছবির সৌজন্য ও কৃতজ্ঞতা স্বীকার ----
dreamstime.com

মন্তব্য ৪৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৫

কু-ক-রা বলেছেন: উহা (আহমেদ জী এস) নৈরাশ্যবাদী।

১৫ ই মার্চ, ২০২৫ রাত ১২:৪৬

আহমেদ জী এস বলেছেন: কু-ক-রা ,




এটা নৈরাশ্যবাদ নয় বরং "আধ-মরাদের ঘাঁ মেরে তুই বাঁচা" জাতীয় একটা ঘাঁ দেয়ার চেষ্টা!

২| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১১:৪০

শায়মা বলেছেন: এই সব কি বরিশাইল্লা ভাষা!

মুরহা ধাওয়াইল্লেহ, আন্ডা ভোনছে !!!!

১৫ ই মার্চ, ২০২৫ রাত ১:০৩

আহমেদ জী এস বলেছেন: শায়মা,



এই মাইয়া কয় কি !!!!!! :(
জ্বী, এই সব আদি-অকৃত্রিম বরিশাইল্লা ভাষা! মিষ্টি খুব। :P

৩| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১১:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আন্ডা ভোনছে -ঠিক ধরেছেন। শেষতক আন্ডাই জাতির কপালে জুটছে।

১৫ ই মার্চ, ২০২৫ রাত ১:০৭

আহমেদ জী এস বলেছেন: মহাজাগতিক চিন্তা,




যাতে মুরহা ধাওয়া জারী থাহে আর আন্ডা খাইতে না হয় হেইডাই মনে করাইয়া দেতে চাইছি...... :D

৪| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ১২:৫৪

ভুয়া মফিজ বলেছেন: তাও তো উহাকে আন্ডা ভুনিয়া খাওয়াইয়াছে, ধাওয়াই (দাওয়াই!!!) দেয় নাই। উমিদ করিতেছি, আমাদের আপাও শ্বশুড়বাড়িতে আন্ডা ভুনা খাইতেছেন। কবে যে আবার ধাওয়া খান, সেইটা লইয়া অত্যাধিক চিন্তাযুক্ত আছি!!! :P

১৫ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৫৯

আহমেদ জী এস বলেছেন: ভুয়া মফিজ,




মুরহা ধাওয়াইল্লেহ হুননাই আফনে এহানে আইছেন দেইক্কা ভালো লাগতেছে। তয় আফনের আফাও যে হউর বার্তে বইয়া মুরহা ধাওয়াইতে চেষ্টা হরতেছেন হেতে মোগো মজা লাগতেছে। ওদিগে মুরহায় যে আন্ডা পাইড়রা পলাইতেছে হে খবর আফনের আফায় রাহে কিনা হেডা চিন্তারই কতা !!!! :)

৫| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ১:০৯

অপু তানভীর বলেছেন: যা একটা সুযোগ সৃষ্টি হয়েছিল নিজেদের ভাগ্য পরিবর্তনের তবে এখন মনে হচ্ছে যে সেটা বুঝি অধরাই স্বপ্ন। আমাদের কপালে চিরায়িত রাজনীতিই রয়েছে, অন্য কিছু নেই।
যা প্রাপ্তি তা হচ্ছে স্বৈরাচারের পতন।

১৫ ই মার্চ, ২০২৫ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর,



ঠিকই বলেছেন - আমাদের কপালে চিরায়িত রাজনীতিই রয়েছে, অন্য কিছু নেই।
স্বৈরাচারের পতন হয়েছে সত্য কিন্তু স্বস্তি মিলছে কি? ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেয়া কি আমাদের জাতীয় খাসলত, না ভাগ্য ???

৬| ১৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
শুভ সকাল।

জনাব আমি বেশির ভাগ অঞ্চলের ভাষা বুঝি না। বিশেষ করে নোয়াখালি, বরিশাল, সিলেট, চিটাগাং।

১৫ ই মার্চ, ২০২৫ রাত ৯:৫৮

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




অলাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা।
দেশের সব অঞ্চলের ভাষা বুঝতে হবে এমন কোনও কথা নেই। তবে সব অঞ্চলের ভাষাই এক এক রকমের সুন্দর।

৭| ১৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:২৫

কামাল১৮ বলেছেন: আমি বরিশালের মানুষ না হলেও বরিশাল ছিলাম অনেক বছর।সেই যে ৭১ রে গেলাম আর আশলাম ৭৪ এর মাঝামাঝি।ঘুরেছি অনেক এলাকা।মিশেছি অনেকের সাথে।বাংলাদেশের প্রতিটা জেলার আলাদা আলাদা বৈশিষ্ট আছে।ভালো লেগেছে তাদের অনেক কিছু।

১৫ ই মার্চ, ২০২৫ রাত ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: কামাল১৮,



বাংলাদেশের প্রতিটা জেলার যেমন আলাদা আলাদা বৈশিষ্ট আছে তেমনি আছে ভাষার মাধূর্য্য।
বরিশালে কিছু সময় ছিলেন জেনে ভালো লাগলো।

মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৮| ১৫ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৫৫

ঢাবিয়ান বলেছেন: আশা করছি নবীন রাজনীতিবিদেরা ডিম ভুনা খেয়ে জাতিকে নিরাশ করবে না। ভুল হলে শুধরে দিতে হবে, যাতে বিপথে না যায়। তবে কুচক্রী রাজনীতির ময়দানে এরা কতটুকু কি করতে পারবে , বলা মুশকিল। একমাত্র আশা ডঃ ইউনুস। খুব সহসা নির্বাচন দিচ্ছেন না বলে মনে হচ্ছে ।সংস্কার বাস্তবায়নের ওপড় তিনি ব্যপক জোড় দিচ্ছেন বলে জানিয়েছেন জাতিসংঘকে। বিএনপি খুব বেশি নির্বাচন নির্বাচন করলে , তাদের কপালেও শনিই আছে।

১৬ ই মার্চ, ২০২৫ রাত ১২:০৭

আহমেদ জী এস বলেছেন: ঢাবিয়ান,




আমরা নিজেরাই একটা আহাম্মক জাতি (দুঃখিত এই কথাটি বলার জন্যে)। কোন কথা বা কাজের পরিনতি কি হবে বা হতে পারে এসব না ভেবে, না বুঝেই আমরা তথাকথিত বাহবা কুড়াতে কথাটি বলে ফেলি বা কাজটি ঘটিয়ে থাকি। কিন্তু এসব যে বুমেরাঙ হয়ে আমাদেরই সর্বনাশ করবে বা করছে তা আমাদের হিসেবের মধ্যেই থাকেনা বা আমরা আহাম্মকেরা সেসব বুঝে উঠতে পারিনে। নইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাবে এই সরকারের বিরূদ্ধ সমালোচনা, বিরূপ মন্তব্য করা হচ্ছে তা ঘটে সামান্য বুদ্ধি থাকলে কেউ করতো না। আরে বাবা; আমার "পাছায় গু" একথা কি আমার নিজের বলা সাজে? কেউ সেই গু'এর দূর্গন্ধ পেলেও আমাকে তো বলতেই হবে (যদি বুদ্ধিমান হই), "কই আমি তো আঁতরের গন্ধই পাচ্ছি, তোমার নাকে সমস্যা আছে তাই তুমি দূর্গন্ধ পাচ্ছো।" এমন করে বলতে হবে আমার নিজের সম্মান বজায় রাখার স্বার্থেই।

অথচ আমরা ভুলে যাই যে, এই সরকারটি আমারই প্রতিনিধিত্ব করছে। আমিই সরকার, সরকারই আমি। ভুলে আছি বলেই কুচক্রীর দল সেখান থেকে ফায়দা লুটতে সাহস পাচ্ছে। ছাত্র-জনতাকে বিপথগামী করে তোলার ধান্ধায় লেগে পড়তে পারছে। সরকারকে বেকায়দায় ফেলতে পারছে।

এই সরকার বেকায়দায় পড়া যে আমাদেরই সর্বনাশ ডেকে আনা এই বোধটুকু আমাদের করে হবে ???? জাতির স্বার্থেই কে অপদার্থ, কে পদার্থ, এটা কেন হলোনা, ওটা কেন হলো এই সব তর্ক তুলে আমরা নিজেরাই কি জুলাই আগষ্টের আমাদের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করছিনা ? এসব আমরা করছি, আমি যে বড় মাপের পন্ডিত এটা জানান দিতে। এতে নিজের পাছায় নিজেই যে বাঁশ দিচ্ছি সে বোধটুকু আমাদের নেই, হুশটুকুও নেই।

৯| ১৫ ই মার্চ, ২০২৫ দুপুর ১:১২

শায়মা বলেছেন: বরিশাইল্লাদেরকে মানুষ পাঁজী বলে কিন্তু আমার দেখা সবগুলি বরিশাইল্লাই যেমনই ভালো তেমনই ভালো তাদের রান্নাবান্নার মজা। তাদেরকে আমার সহজ সরলও মনে হয়েছে। তাই বলে বলোনা আবার আমি তাইলে কি ....মানে কত বড় শ.....:(

তবে তুমি তাদের মতন না মনে হয় ভাইয়া তুমি আমার জাঁতেরই কেউ একজন বা আমার বড় ভাই :P

যাইহোক আমার খুবই প্রিয় এক টিকটকার বা রিল আছে যা আমি প্রায়ই দেখি- তাদের নাম আপন বোন.... ৫ বোন নাকি তারা বরিশাইল্লা ভাষায় কথা বলে বড়ই সৌন্দর্য্য!!!! :)

আপন বোন

১৭ ই মার্চ, ২০২৫ রাত ১২:৩৪

আহমেদ জী এস বলেছেন: শায়মা,



বড় শ.....:( এর মতোই দুইকূল রাখলেন! বরিশাইল্লাগো পাজিও বললেন আবার ভালোও বললেন। একদম রাজনীতিবিদদের মতো। আর কে না জানে, রাজনীতিবিদরাই হলো - বড় শয়তান! দেশের রাজনীতিতে নাইম্মা যান....... :)

মুই আফনের জাতের হমু ক্যাম্মে ? আফনে হইলেন গিয়া "মাইয়া (ছেমরী)"র জাত আর মুই হইলাম "ব্যাডা" (ছ্যামড়া) গো জাত! :P

সাথে দেয়া লিংকটি এখনও দেখে উঠতে পারিনি, দেখবো অবশ্যই।

১০| ১৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪৫

জুল ভার্ন বলেছেন: আহমেদ জী এস ভাইজান, যেহেতু বিপ্লবী সরকারকে তেমন একটা জবাবদিহিতা করতে হয়না তাই যেকোনো বিপ্লবী সরকার যাকিছু করতে পারে তা সাংবিধানিক সরকার করতে পারে না। ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সঠিক সময়ে সঠিক কাজটি করতে ব্যার্থ হয়েছে বলেই গোটা দেশবাসীর হৃদয়ে ক্ষরণ!

বরিশাইল্যা প্রবাদটা ভিন্ন ভাবে জানতাম- (১) "ধাওয়ায় মুরহা, খাওয়ায় ডাইল" /(২) "রাওয়া মুরহার আলোচনা আর প্রায় পায়েস"! ২ নম্বরের ব্যাখ্যাঃ অনেক দিন পর ভাগ্নে মমিন তার মামা বাড়ি বেড়াতে গিয়েছে, মামা-মামী বেজায় খুশী। প্রতিদিনই খাবার সময় মামা-মামী খুশীতে ডগমগিয়ে ঘোষণা দেয়- 'ভাগ্নে এতো দিন পর বেড়াতে এসেছে রাওয়া (রাতা মোরগ) জবাই করে খাওয়াতে হবে এবং আগামীকালই খেজুরের রস দিয়ে পায়েস খাওয়ানো হবে'। ইতোমধ্যে ৭ দিন কেটে গেছে। ভাগ্নের মমিনের বেড়ানো শেষ...

মমিন বাড়ি ফিরে গেলে ওর মা জিজ্ঞেস করে- 'মমিন, মামু বাড়ি বেড়ায়ে আসলি, তা তোর মামা-মামী কি খাওয়াইলো?'

তখন মমিন বলে- "রাওয়া মুরহার আলোচনা আর প্রায় পায়েস"!


ব্যক্তিগত ভাবে আমি বরিশাল আর ঢাকার আঞ্চলিক ভাষার একটা জগাখিচুড়ি ভাষা বানিয়েছি এবং আমি সেই জগাখিচুড়ি ভাষায় কথা বলু

১৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:২৮

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,



"ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সঠিক সময়ে সঠিক কাজটি করতে ব্যার্থ হয়েছে বলেই" এই শিরোনামের পোস্ট। ছাত্র-জনতা যে পরিবর্তনের "মুরহা ধাওয়াইল্লেহ" হেই মুরহা হ্যারা ধরতে পারে নাই। ধরতে পারে নাই ক্যা ? ছাত্র-জনতা বেবাক মাইনষের কথা মতো বোনে-জোঙ্গলেই মুরহা ধাওয়াইছে। কিন্তু ধান্ধাবাজ রাজনীতিবিদরা মুরহাডারে যে খাডালে হান্দাইয়া রাকছে হেডা কেউ বোজে নাই...... :|

"ধাওয়ায় মুরহা, খাওয়ায় ডাইল", আপনার এই রঙ্গটা ভালো হয়েছে।

"ব্যক্তিগত ভাবে আমি বরিশাল আর ঢাকার আঞ্চলিক ভাষার একটা জগাখিচুড়ি ভাষা বানিয়েছি" তাইলে আফনে একজোন "ভাষাবিদ" হইয়া বৈস্যা আছেন!!!!!!!!! B-)
জ্ঞানডা কামে লাগান।

১১| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ১১:০৬

মিরোরডডল বলেছেন:





অপরিনত বুদ্ধিতে ভবিষ্যতের হিসেব নিকেশ করতে না পারায় কিম্বা দেশীয় রাজনীতির নষ্ট চরিত্র বুঝতে না পেরে রাজনৈতিক কুচক্রীদের খপ্পর

কুচক্রীদের খপ্পর আছে কিনা, বা থাকলেও কতটুকু জানিনা। শুরুতে নতুনদের কিছু বক্তব্য ভালো লেগেছিলো, কিন্তু পরবর্তীতে তাদের অনেক কার্যকলাপ দেখে আসলেই অপরিণত মনে হচ্ছে। তাদের উচিত হবে অভিজ্ঞতাসম্পন্ন কিছু সিনিয়রদেরকে সাথে নিয়ে কাজ করা।

সত্যি বলতে, এর আগে দীর্ঘ আট মাস ধরে বাংলাদেশকে এতো আইনশূন্য, বেপরোয়া এবং বিশৃঙ্খল অবস্থায় কখনও দেখিনি। তাই দেশের এ অবস্থা দেখে স্বাভাবিকভাবেই একটা অস্থিরতা কাজ করে।

কেমন আছে জি এস?


১৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:৫০

আহমেদ জী এস বলেছেন: মিরোরডডল,




দেশের অবস্থা দেখে স্বাভাবিকভাবেই একটা অস্থিরতা কাজ করে। খুবই স্বাভাবিক। কিন্তু সাধারণ পাবলিকের এই অস্থিরতাকে পুঁজি করেই কুচক্রী মহল বরাবরই দেশ বদলে দেয়ার "মুরহা ধাওয়াইন্না" কথা বলে "আন্ডা ভোনে" । ৮ নম্বর প্রতি মন্তব্যটি দেখে নিতে পারেন।

কেমন আছে জি এস?
ভালো নেই জী এস! আপনাদের সকলের মতো দেশের ক্রান্তিকাল কবে শেষ হবে এই আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছি। একে কি ভালো থাকা বলে ???

১২| ১৬ ই মার্চ, ২০২৫ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৮ ই মার্চ, ২০২৫ রাত ১২:১৬

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,



ধন্যবাদ কষ্ট করার জন্যে।

১৩| ১৬ ই মার্চ, ২০২৫ রাত ১০:১৪

সোহানী বলেছেন: ময়লা খাওয়া লোকগুলারে বাইন্দা পিডানোর কোন তড়িকা জানা থাকলে জানাইয়েন ওস্তাদ। বহুত মেজাজ খারাপ।

১৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: সোহানী,



হা..হা..প...গে..... =p~ =p~ =p~

১৪| ১৬ ই মার্চ, ২০২৫ রাত ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেক কিছুই হতে পারতো, শেষে যে কি হবে কে জানে!!

১৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:০৬

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




হ্যা অনেক কিছুই হতে পারতো কিন্তু আমরা সব অতি পন্ডিত লোকেরা সে সবের বারোটা বাজিয়ে দিয়েছি্। আহাম্মক আর কাকে বলে!!!!!!!!!!

১৫| ১৭ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৫৯

আব্দুল মতিন মুনি্স বলেছেন: দির্ঘ দিনের ক্ষুধার্থ বাঘের সামনে যদি কোন পুচকে খরগোসের ছানা পড়ে তাকে যেমন টকাস করে গিলে খেয়ে নেয় আমাদের ময়লা খাওয়া রাজনিতিবিদরা বর্তমানে তেমন করতেছে দির্ঘ ১৭ বছরের নির্যাতন যেন তারা বেমালুম ভুলে গেছে
এখনই উপযুক্ত সময় সাবধান না হলে আগামি দিনে মহাবিপদ অপেক্ষা করতেছে

২৪ শে মার্চ, ২০২৫ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: আব্দুল মতিন মুনি্স,




ঠিকই বলেছেন -- এখনই উপযুক্ত সময় সাবধান না হলে আগামি দিনে মহাবিপদ অপেক্ষা করতেছে
সবার খারাপ লাগলেও বলতেই হচ্ছে, আমরা আগাপাছতলা একটা বেঈমান জাতি।

১৬| ১৭ ই মার্চ, ২০২৫ রাত ৮:২২

শায়মা বলেছেন: আহা ভাইয়া তোমার বুঝি আমার সুখ সহ্য হচ্ছে না!!!! X((
আমাকে কি সুখে থাকতে ভূতে কিলাইছে যে রাজনীতিতে নামবো!!!!! :-<

তার থেকে শুধু শ ই থাকি বাকী য়তান তুমি হও আর তোমার রাজনীতিবিদরা!!! :D

২৫ শে মার্চ, ২০২৫ রাত ১:১৬

আহমেদ জী এস বলেছেন: শায়মা,




সবাই তো সুখি হতে চায়
তবু কেউ সুখি হয় কেউ হয়না....।

আপনার কেনো, আমাদের সুখ অনেকেরই সহ্য হচ্ছেনা।

তার থেকে শুধু শ ই থাকি বাকী য়তান তুমি হও আর তোমার রাজনীতিবিদরা!! আপনি তো "শ" নিয়েই আছেন। তবে
আমার নিকেই তো লেখা আছে - শয়তানও নই কিম্বা ফেরেশতা । তাই আমার "য়তান" হওয়ার কোনও চান্স নাই! ;) বরং "শ' এর আগে "ফেরে' আর পরে "তা" হলে আপত্তি নেই..... :P

১৭| ২৪ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০৩

শেরজা তপন বলেছেন: দীর্ঘ সময় ধরে ব্লগে আপনাকে না দেখে বেশ চিন্তিত ছিলাম। যাক দেখতে পেয়ে নিশ্চিন্ত হলাম।
গল্পটা নিঃসন্দেহে মজার- বহু আগে আমি এরকম ধারার একটা কাহিনী লিখেছিলাম কিন্তু প্রেক্ষাপট সম্পূর্ন ভিন্ন ছিল।
তবে ভাই আমি মনে করি কি একটু ত্রুটি বিচ্যুতি হলেও ছেলেরা ঠিকই লাইনে ফিরে আসবে। আগামীদিনের হাল ওরাই ধরবে। পুড়ে পুড়ে খাটি সোনা হবে। দেখবেন হবেই।

৩১ শে মার্চ, ২০২৫ রাত ১:০৭

আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন,



উত্তর দিতে দেরী করে ফেলার জন্যে দুঃখিত!
একটু ত্রুটি বিচ্যুতি হলেও ছেলেরা ঠিকই লাইনে ফিরে আসবে। আগামীদিনের হাল ওরাই ধরবে। পুড়ে পুড়ে খাটি সোনা হবে।
আপনি আশাবাদী। আমি সেটা হতে পারছিনে কারন এদেশের মানুষের কোনও ভিশন নেই, নেই কোনও মিশনও! এরা হলো "ধর তক্তা মার পেরেক" চরিত্রের। তাই ছেলেমেয়েরা কতোদিন যে তাদের এই ভিশনারী মানদন্ড ধরে রাখতে পারবে, ভয়টা সেখানেই।
তবুও প্রানপনে চাই আমার এই নিরাশা ব্যর্থ হোক ......

১৮| ২৫ শে মার্চ, ২০২৫ রাত ১:০৪

চেংগিস খান বলেছেন:




আমেরিকান ক্যু ও ভাড়া-খাটা শিবিরের হত্যাকান্ড মিলে "রুশ বিপ্লব" হয়েছে বাংলাদেশে?

০২ রা এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: চেংগিস খান,




ইতিহাসের গিয়ান তো আপনার পেরচন্ড!!!!!! রুশ বিপ্লব কি আমেরিকা ঘটাইছে ? :(
বাংলাদেশে তো "রুশ বিপ্লব" হয়না , হয় "বাংলা বিপ্লব"। বাস্তবতা মেনে নেয়ার সৎ সাহস থাকা চাই । ভাত খাইছেন - হাত দিয়া খাইছেন , না কাডা চামুচ দিয়া খাইছেন, না কি বাঁশ দিয়া গলায় ঠেইল্ল্যা দিছেন কিছু যায় আসেনা। গলা দিয়া প্যাডে গেলেই হইছে।

১৯| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ৮:২০

জুন বলেছেন: আর কয়দিন বাদে দেশের বাইরে যাইতেছি তখন মন খুইলা মন্তব্য করমুনে। এখন শিরোনাম নিয়ে বলি। শিরোনামের গুঢ কাহিনী পড়ে হাসতে হাসতে শেষ, তাতে ট্যিপিক্যাল বরিশাইল্লা ভাষার ব্যবহার যা কি না সাধ্য মেষড =p~
+

০২ রা এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৭

আহমেদ জী এস বলেছেন: জুন,


দ্যাশের বাইরে কোম্মে যাইতেছেন ?

" বরিশাইল্লা ভাষার ব্যবহার যা কি না সাধ্য মেষড =p~"
এইডা কি কইতে চাইতেছেন হেডা মুই বুজি নাই..... :((

২০| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ১২:৪৯

অপ্‌সরা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!!!

০২ রা এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৮

আহমেদ জী এস বলেছেন: অপ্‌সরা,




ঈদ মুবারক বহেনা!!!!!!!!

২১| ০২ রা এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫২

নতুন নকিব বলেছেন:



মুরহা ধাওয়াইল্লেহ, আন্ডা ভোনছে…….

-আদি-অকৃত্রিম বরিশাইল্লা ভাষা! জ্বি, ঠিক বলেছেন। আপনার এই পোস্টের সুবাদে অনেকেই কিছু বরিশাইল্লা ভাষার সাথে পরিচিত হতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

পোস্ট এবং মন্তব্য প্রতিমন্তব্যগুলো পড়লাম। বেশ মজার।

তয় আফনের আফাও যে হউর বার্তে বইয়া মুরহা ধাওয়াইতে চেষ্টা হরতেছেন হেতে মোগো মজা লাগতেছে। ওদিগে মুরহায় যে আন্ডা পাইড়রা পলাইতেছে হে খবর আফনের আফায় রাহে কিনা হেডা চিন্তারই কতা !!!! :)

-১৬ বছর ধইররা যত আন্ডা পাড়ছে আর ভোনছে, হেইয়া এহন হে (সে) হউর বার্তে বইয়া জম্মের মত খাইতেছে মনে হয়।

০৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব,




মন্তব্যের জবাবে যে কি বলবো, ভাবতে দ্বিধায় পড়তে হচ্ছে! :(
মোগো "সো-কলড" দ্যাশ পেরমিক রাজনীতিবিদরা ৫৩ বচ্ছর হুদা মুরহাই ধাওয়াইছে , ধরতে পারে নাই অথচ এই নতুন প্রজন্ম ঠিকই মুরহা ধাওয়াইয়া ধৈর্রা হালাইছে!
য্যারা এই মুরহা ধাওয়াইন্না দলে আছেলো না হেরা বেবাকটিতে এহোন মুরহা বাদ দিয়া আন্ডা ভোনতেছে!!!!! X(

২২| ০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:০৭

করুণাধারা বলেছেন: জুলাই মাসের শেষ ভাগে উৎকণ্ঠিত অপেক্ষায় ছিলাম, শুভ অথবা অশুভ কে জেতে সেটা দেখার জন্য। এখনো একইভাবে উৎকণ্ঠিত অপেক্ষায় আছি কী হয় আগামীতে তা দেখার জন্য।

০৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৯

আহমেদ জী এস বলেছেন: করুণাধারা,



সব সময় সাথে থাকার জন্যে ধন্যবাদ।
সুদূরে বসে আমিও অপেক্ষায় আছি, ছাত্র-জনতার এই বিজয় যেন কোনমতেই ভেস্তে না যায় এই উৎকণ্ঠায়!

২৩| ০৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: বেশ কিছুদিন ধরেই ব্লগের "সাম্প্রতিক মন্তব্য" এর অধীনে মুরহা ধাওয়াইল্লেহ, আন্ডা ভোনছে…. শিরোনামটি দেখে এর মর্মার্থ উদ্ধারের চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হইনি। আজ পোস্টটা পড়েই কেবল এর মানে বুঝতে পারলাম এবং কতটা প্রাসঙ্গিকভাবেই আপনি কথাটা শিরোনামে ব্যবহার করেছেন, তা ভেবে অবাক হ'লাম।

০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:৩৬

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,



আপনার অবস্থা দেখি "আদার" (মুরগীর খাবার) দিয়ে পোষ্টে টেনে আনার মতো হয়েছে। :P
তা, বর্তমানের রাজনৈতিক হালচালে ক্ষমতার কাছি টানাটানি দেখে আর কিভাবে আমাদের হাত থেকে ফসকে যেতে চলা জাগরণকে বোঝাতে পারতুম বলেন ?
পরিবর্তন প্রত্যাশী জনগণকে এখন "আন্ডা ভোনা" নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কিনা সে ভয় বাড়ছেই........ :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.