![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...
২৪’এর জুলাই আগষ্টের ছাত্র জনতার অভ্যুত্থান যে বৈপ্লবিক পরিবর্তনের সুযোগ এনে দিতে পারতো দেশটিতে তা আর হতে দিলো কই কিছু কিছু রাজনীতিবিদ আর কাউয়ার মতো ময়লা খাওয়া কিছু মানুষ !
জুলাই আগষ্টে উত্থিত সব “আকাঙ্খা-অভিপ্রায়” এর যে পরিনতি হতে চলেছে তাতে শিরোনামের সাথে কেমন যেন একটা মিল খুঁজে পেলুম বলেই এই পোস্টের অবতারণা ।
তাহলে শিরোনামের উপযোগিতার কাহিনীটি খুলে বলতেই হয়--------
কাহিনীটি শুনেছিলুম ছোটভাই-সম দীপকের কাছে, প্রায় দুইযুগ আগে। বরিশালের সাহেবের হাট এলাকায় দীপকদের বাপদাদার ভিটে মাটি। জমিজমা আছে অনেক । দীপকের দাদার জমির হাইল্লা ( জমি চাষাবাদকারী) সাদাসিধে আবদুল। তো আবদুল নতুন বিয়ে করেছে। কিন্তু জমির কাজ পড়ে থাকাতে বিয়ে করেই তড়িঘড়ি ফিরতে হয়েছে কাজে। ক’দিন পরেই দীপকের দাদার সামনে গিয়ে উশখুশ করে আবদুলের আর্জি পেশ ----- দুদু, হউর (শ্বশুড়) বাড়ী যাইতে অইবে। হাউরি (শ্বাশুড়ী) খবর দিছে বার্তে (বাড়ী) যাইতে। ছুডি লাগবে।
তো নতুন শ্বশুড়বাড়ী থেকে আবদুল ফিরে এলে দীপকের দাদা আবদুলকে জিজ্ঞেস করলেন -- কিরে আবদুইল্লা; নতুন জামাইরে হাউড়ি ক্যামন যত্নআত্তি করছে ?
মুখে বিগলিত হাসি আর একধরনের সম্মানবোধ নিয়ে আবদুলের জওয়াব ---
মুরহা ধাওয়াইল্লেহ, আন্ডা ভোনছে।
অর্থাৎ নতুন জামাইকে আপ্যায়নের জন্যে বাড়ীর পোষা মুরগী জবাই করার জন্যে মুরগী ধরতে বেশ ধাওয়া-ধাওয়ি করা হয়েছিলো কিন্তু ধরা যায়নি তাই শুধু ডিম ভুনা দিয়েই জামাই আদর করা হয়েছে। গ্রামের গরীব গৃহস্থ, এর বেশী সামর্থ তারা রাখেন না।
শ্বশুড় বাড়ীর মান মর্যাদা রাখতে আবদুল যে শুধু ডিম ভুনা দিয়ে আপ্যায়িত হয়েছে সে কথার সাথে সাথে মুরগীও যে জবাই দেয়ার চেষ্টা হয়েছিলো সে কথাই সে গর্বের সাথে তার কথায় জুড়ে দিয়েছে। শত হোক, শ্বশুড় বাড়ী। তাদের মান মর্যাদা তো ধূলোয় লুটানো যায়না! আর “মুরহা ধাওয়াইল্লেহ…” কথাটি না বললে যে নতুন জামাই হিসেবে আবদুলের নিজের কদরও খর্ব হয়!
আমাদের গরীব-গৃহস্থ পাবলিকের অবস্থাও আবদুলের মতো! জুলাই-আগষ্টে দেশে ঘটে যাওয়া অভ্যুত্থানের মর্যাদা নিয়ে আমাদেরও শ্বান্তনা এই যে, ছাত্র-জনতা বৈপ্লবিক পরিবর্তনের “মুরহা ধাওয়াইল্লেহ” । কিন্তু এটাও মনে হচ্ছে যে, অপরিনত বুদ্ধিতে ভবিষ্যতের হিসেব নিকেশ করতে না পারায় কিম্বা দেশীয় রাজনীতির নষ্ট চরিত্র বুঝতে না পেরে রাজনৈতিক কুচক্রীদের খপ্পরে পড়ে তারা “আন্ডা ভোনছে”র আন্ডা নিয়েই সন্তুষ্ট থাকতে চাচ্ছে কিনা..........
শিরোনামের ছবির সৌজন্য ও কৃতজ্ঞতা স্বীকার ----
dreamstime.com
১৫ ই মার্চ, ২০২৫ রাত ১২:৪৬
আহমেদ জী এস বলেছেন: কু-ক-রা ,
এটা নৈরাশ্যবাদ নয় বরং "আধ-মরাদের ঘাঁ মেরে তুই বাঁচা" জাতীয় একটা ঘাঁ দেয়ার চেষ্টা!
২| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১১:৪০
শায়মা বলেছেন: এই সব কি বরিশাইল্লা ভাষা!
মুরহা ধাওয়াইল্লেহ, আন্ডা ভোনছে !!!!
১৫ ই মার্চ, ২০২৫ রাত ১:০৩
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
এই মাইয়া কয় কি !!!!!!
জ্বী, এই সব আদি-অকৃত্রিম বরিশাইল্লা ভাষা! মিষ্টি খুব।
৩| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১১:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আন্ডা ভোনছে -ঠিক ধরেছেন। শেষতক আন্ডাই জাতির কপালে জুটছে।
১৫ ই মার্চ, ২০২৫ রাত ১:০৭
আহমেদ জী এস বলেছেন: মহাজাগতিক চিন্তা,
যাতে মুরহা ধাওয়া জারী থাহে আর আন্ডা খাইতে না হয় হেইডাই মনে করাইয়া দেতে চাইছি......
৪| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ১২:৫৪
ভুয়া মফিজ বলেছেন: তাও তো উহাকে আন্ডা ভুনিয়া খাওয়াইয়াছে, ধাওয়াই (দাওয়াই!!!) দেয় নাই। উমিদ করিতেছি, আমাদের আপাও শ্বশুড়বাড়িতে আন্ডা ভুনা খাইতেছেন। কবে যে আবার ধাওয়া খান, সেইটা লইয়া অত্যাধিক চিন্তাযুক্ত আছি!!!
১৫ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৫৯
আহমেদ জী এস বলেছেন: ভুয়া মফিজ,
মুরহা ধাওয়াইল্লেহ হুননাই আফনে এহানে আইছেন দেইক্কা ভালো লাগতেছে। তয় আফনের আফাও যে হউর বার্তে বইয়া মুরহা ধাওয়াইতে চেষ্টা হরতেছেন হেতে মোগো মজা লাগতেছে। ওদিগে মুরহায় যে আন্ডা পাইড়রা পলাইতেছে হে খবর আফনের আফায় রাহে কিনা হেডা চিন্তারই কতা !!!!
৫| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ১:০৯
অপু তানভীর বলেছেন: যা একটা সুযোগ সৃষ্টি হয়েছিল নিজেদের ভাগ্য পরিবর্তনের তবে এখন মনে হচ্ছে যে সেটা বুঝি অধরাই স্বপ্ন। আমাদের কপালে চিরায়িত রাজনীতিই রয়েছে, অন্য কিছু নেই।
যা প্রাপ্তি তা হচ্ছে স্বৈরাচারের পতন।
৬| ১৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
শুভ সকাল।
জনাব আমি বেশির ভাগ অঞ্চলের ভাষা বুঝি না। বিশেষ করে নোয়াখালি, বরিশাল, সিলেট, চিটাগাং।
৭| ১৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:২৫
কামাল১৮ বলেছেন: আমি বরিশালের মানুষ না হলেও বরিশাল ছিলাম অনেক বছর।সেই যে ৭১ রে গেলাম আর আশলাম ৭৪ এর মাঝামাঝি।ঘুরেছি অনেক এলাকা।মিশেছি অনেকের সাথে।বাংলাদেশের প্রতিটা জেলার আলাদা আলাদা বৈশিষ্ট আছে।ভালো লেগেছে তাদের অনেক কিছু।
৮| ১৫ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৫৫
ঢাবিয়ান বলেছেন: আশা করছি নবীন রাজনীতিবিদেরা ডিম ভুনা খেয়ে জাতিকে নিরাশ করবে না। ভুল হলে শুধরে দিতে হবে, যাতে বিপথে না যায়। তবে কুচক্রী রাজনীতির ময়দানে এরা কতটুকু কি করতে পারবে , বলা মুশকিল। একমাত্র আশা ডঃ ইউনুস। খুব সহসা নির্বাচন দিচ্ছেন না বলে মনে হচ্ছে ।সংস্কার বাস্তবায়নের ওপড় তিনি ব্যপক জোড় দিচ্ছেন বলে জানিয়েছেন জাতিসংঘকে। বিএনপি খুব বেশি নির্বাচন নির্বাচন করলে , তাদের কপালেও শনিই আছে।
৯| ১৫ ই মার্চ, ২০২৫ দুপুর ১:১২
শায়মা বলেছেন: বরিশাইল্লাদেরকে মানুষ পাঁজী বলে কিন্তু আমার দেখা সবগুলি বরিশাইল্লাই যেমনই ভালো তেমনই ভালো তাদের রান্নাবান্নার মজা। তাদেরকে আমার সহজ সরলও মনে হয়েছে। তাই বলে বলোনা আবার আমি তাইলে কি ....মানে কত বড় শ.....
তবে তুমি তাদের মতন না মনে হয় ভাইয়া তুমি আমার জাঁতেরই কেউ একজন বা আমার বড় ভাই
যাইহোক আমার খুবই প্রিয় এক টিকটকার বা রিল আছে যা আমি প্রায়ই দেখি- তাদের নাম আপন বোন.... ৫ বোন নাকি তারা বরিশাইল্লা ভাষায় কথা বলে বড়ই সৌন্দর্য্য!!!!
আপন বোন
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৫
কু-ক-রা বলেছেন: উহা (আহমেদ জী এস) নৈরাশ্যবাদী।