নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুবই সাধারন লেখক। নিজের চিন্তা-চেতনাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে ব্লগ লিখি।

গালিব মিয়া

আমি পেশায় ছাত্র ।

গালিব মিয়া › বিস্তারিত পোস্টঃ

ব্লগার সম্পর্কে কিছু ভূল ধারনা

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৬

সাম্প্রতিক সময়ে দেশের জনগনের মাঝে ব্লগারদের সমন্ধে ভূল ধারনা সৃষ্টি হয়েছে । তাদের ধারনা, ব্লগাররা খারাপ! ইসলামের শত্রু! ব্লগাররা নাস্তিক!
.
কিন্তু আসলেই কি ব্লগাররা খারাপ? ইসলামের শত্রু? নাস্তিক?
.
ব্লগারদের সমন্ধে এই সকল ভূল ধারনার পেছনে আছে দুইটা কারন।
১) কিছু ব্লগার আছে এবং ছিল যারা ধর্মকে ছোট করে কিংবা ধর্মকে ব্যবহার করে বড় হতে চায় বা চেয়েছিল । প্রথমত এদের জন্যেই ব্লগাররা প্রশ্নবিদ্ধ হয়েছে ।
২) কিছু অতিঃ ইসলাম প্রেমি লোক আছে, যারা শুধু শিরোনাম পড়েই মানুষকে হত্যা করে ফেলে । তারাই মানুষের মাঝে ব্লগারদের সম্পর্কে ভূল ধারনা ছড়াচ্ছে ।
.
ধর্ম মানুষের দূর্বল স্থান । কোন ব্লগারের উচিৎ নয়, এই দূর্বল স্থানে আঘাত করা । ধর্ম যার যার, দেশ সবার । যেমন, আমি ইসলাম ধর্মকে বিশ্বাস এবং সম্মান করি এবং অন্য ধর্মকে সম্মান করি ।
.
ব্লগারদের উচিৎ তাদের লেখা দিয়ে মানুষের মাঝ থেকে সকল ভূল ধারনা দূর করা ।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

আব্দুল্লাহ রিফাত বলেছেন: ঠিক কথা বলেছেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

গালিব মিয়া বলেছেন: হুম...........।

২| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

কানিজ রিনা বলেছেন: ধরম মানুষের জন্য ধরমের জন্য মানুয না। হাদিস
মানুষের জন্য হাদিসের জন্য মানুষ না। আবার
সৃস্টিকরতা মানুষের জন্য,সৃস্টি করতারই মানুষ।
গ্যান মানুষের জন্য মানুষের জন্যই গ্যান।
আমি মুসলমান গরবিত। আমি সৃষ্টি করতা একজন
বিশ্বাস করি। তাই বলে অন্য ধরমকে হেয় না করি।
পাপকে ঘৃনা করি পাপিকে নয়।

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

গেম চেঞ্জার বলেছেন: তাই নাকি? রহস্য উন্মোচিত করে ফেললেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

গালিব মিয়া বলেছেন: মানুষই তো রহস্য উন্মোচন করে............নাকি????????

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

অপলক দৃষ্টি বলেছেন: কোন কিছুতেই অতিরিক্ত বাড়াবাড়ি ঠিক না। ঠিকই বলেছেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

গালিব মিয়া বলেছেন: ;)

৫| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

সুমন কর বলেছেন: আমি ইসলাম ধর্মকে বিশ্বাস এবং সম্মান করি এবং অন্য ধর্মকে সম্মান করি। ---- এটাই কাম্য।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

গালিব মিয়া বলেছেন: :)

৬| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি ভালো বিষয় নিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে। তবে আপনার পোস্টে অনেক বানান ভুল আছে। ব্লগে লেখার জন্য বানান বিষয়ে সর্তকতা থাকা প্রয়োজন।

আপনার সাথে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই, ব্লগারদেকে নিয়ে সকল অপপ্রচার বন্ধ হোক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

গালিব মিয়া বলেছেন: ;)

৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

Rezwan Ahmed Mohsin বলেছেন: ভাল

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

গালিব মিয়া বলেছেন: ধন্যবাদ

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

আমি তুমি আমরা বলেছেন: ভাল বলেছেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

গালিব মিয়া বলেছেন: ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

গালিব মিয়া বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.