নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুবই সাধারন লেখক। নিজের চিন্তা-চেতনাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে ব্লগ লিখি।

গালিব মিয়া

আমি পেশায় ছাত্র ।

গালিব মিয়া › বিস্তারিত পোস্টঃ

কল্পনায় মুক্তিযুদ্ধ!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

"মুক্তিযুদ্ধ", বাঙ্গালি জাতীর জন্য এক বিভীশিকাময় অধ্যায়, গৌরবের ইতিহাস, বেদনার স্মৃতি । আর এই যুদ্ধ যারা সংগঠিত করেছিল, বাংলার অকুতোভয় সন্তানেরা "মুক্তিযোদ্ধা" । বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নিজেদের প্রান হাসিমুখে বিলিয়ে দিয়েছেন বাংলার বীর সন্তানেরা ।
.
তেমন এক বীর সেনা, একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সাথে কথা হচ্ছিল । তিনি ১৯৭১ এর প্রেক্ষাপট তুলে ধরছিলেন । কথা বলার সময় তার কন্ঠটা ভারি হয়ে যাচ্ছিল । আমরা পাঁচজন স্তব্ধ! কারো মুখে কোন কথা নেই । অবশ্য কথা বলার ভাষাও ছিলনা । এক পর্যায়ে তার স্মৃতিচারন শেষ হলো । বাংলাদেশের বিজয় হলো । আমাদের সবার মুখে যেন সেই বিজয়ের হাসি, সাথে চোখের কোনে শিশির বিন্দুর মত জল । কখন যে এই জল জমা হয়েছে বুঝতেই পারিনি ।
.
"মুক্তিযুদ্ধের" কথা শুনলেই শরীরে কেমন যেন আলাদা একটা শক্তি চলে আসে । মনের মধ্যে নিজেকে মুক্তিযোদ্ধার চরিত্র দেই । কল্পনা করি যুদ্ধো করছি ।
কল্পনা নয়! বাস্তবেই আমি মুক্তিযোদ্ধা হতে চাই । তবে এবার বাংলাদেশের মুক্তির জন্য নয়।এবারের যুদ্ধ শাশক শ্রেনীর বিরুদ্ধে! যারা নিরিহ মানুষকে শোষন করে যাচ্ছে , চুষে খাচ্ছে সাধারন মানুষের রক্ত।
.
প্রস্তুত এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.