![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় ছাত্র ।
নেতাজি সুবাষচন্দ্র বসু, ভারত স্বাধীনতার অন্যতম মহানায়ক । ভারতের একজন অন্যতম বড় রাজনীতিবিদ । ভারতের সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে এই মহান নেতার ছবি দেখতে পাওয়া যায় । এমনকি ভারতের মুদ্রা/ টাকাতেও তার ছবি দেখতে পাওয়া যায় ।
.
আমি তার বিষয়ে রচনা লিখছি না । শুধু বাস্তবতা তুলে ধরার জন্য এই মহান নেতার কথা বলছি ।
.
বর্তমানে ভারতের ক্ষমতাশীন দল বি.জে.পি হওয়া সত্ত্বেও ভারতের প্রধান বিরোধী দলের সাবেক এই নেতার ছবি সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে শোভা পায় এবং সর্বোচ্চ সম্মান পায় ।
.
এবার একটু বাংলাদেশের প্রেক্ষাপটে আসি । বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম হয়ে গেছে, যে দল ক্ষমতায় যায়, সে দলের সাবেক নেতার ছবি সরকারি প্রতিষ্ঠানে শোভা পায় এবং যারা বিরোধী দলীয় সাবেক নেতা, দেশের প্রতি তাদের অবদান কে প্রশ্নবিদ্ধ করা হয়!!!!!!!
.
আমাদের দেশের রাজনীতিবিদেরা শুধু সারাদিন পরনিন্দায় লিপ্ত থাকেন এবং কিভাবে কাকে রাজনীতির চাপে ফেলে অপমান করা যাবে সেই ধান্দায় থাকেন!!!!!!! :o
.
ভারত আমাদের থেকে উন্নত। কারন,
ওদের মধ্যে আমাদের মত নিজেদের প্রতি হিংসা-বিদ্বেষ নেই ।
.
আমাদের ব্যর্থতা এটাই যে আমরা আমাদের ত্যাগি ও মহান নেতাদের মনে রাখতে পারছিনা বা সঠিক সম্মান দিতে পারছিনা । কিন্তু এই ব্যর্থতা আর কতদিন???
আমরা কী পারিনা নিয়মটা বদলাতে?????
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
গালিব মিয়া বলেছেন: বাংলাদেশের আসল বিরোধীদল কোনটা এটা আমারও জানা নেই।
আর টাকার বিষয়টা একটা উদাহরন। আমি আমাদের মানসিকতা তুলে ধরেছি। আমি কোন নেতা হই নাই যে আমার ছবি টাকায় দেওয়া লাগবে।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আমার মতে বাংলাদেশে বঙ্গবন্ধু মাওলানা ভাসানী ছাড়া আর কোন দলীয় বিরোধী দলীয় নেতার সুভাষ বসুর পঙক্তিভূক্ত হওয়ার মত ত্যাগী কর্মকান্ড করে দেখাতে পারেন নাই।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭
গালিব মিয়া বলেছেন: হুম, হতে পারে।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
প্রবাসী দেশী বলেছেন: সব কিছুতেই আসল বেপার হচ্ছে দৃষ্টি ভঙ্গি। কে কিভাবে দেখছে ইটা বড় বেপার না এই সব ঘটনা ধারাবাহিক ও প্রতিনিয়ত। সচেতন শিক্ষিত নাগরিকরাই পারে রাজনীতি কে দেশের উন্নয়নে ব্যবহার করতে। কিন্তু কষ্ট হয় যখন দেখি বিশিষ্ট মন্তব্যকারীরা (কতিপয় বিজ্ঞ লেখক )এইসব বেপারে যথেষ্ট হীন মন্তব্য করেন। লেখকের সাথে এক মত আসলেই বাংলাদেশের রাজনীতি এখন কোথায় ?? সমস্যা এখানেও কোনো মন্তব্য করলে হয়ত ছাগু অথবা চেতনা বেরোধী হয়েযাব।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪
গালিব মিয়া বলেছেন: মতামত প্রকাশ করা যদি ছাগু অথবা চেতনা বিরোধী হয়, তবে সেই ছাগু অথবা চেতনা বিরোধী হতে অসুবিধা কোথায়?
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০
সোজোন বাদিয়া বলেছেন: যে দেশে ৪৪ বছরেও একটা নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা টেকানো গেল না, সে দেশে আপনি কী আশা করেন? এটা একটা অভিশপ্ত দেশ। কবে অভিশাপ কাটবে কেউই জানে না।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮
গালিব মিয়া বলেছেন: আমি, আপনি, আমরাই তো দেশটাকে অভিশপ্ত করে রেখেছি!!! আমরা যদি সচেতন হই তবে এইটা আর অভিশপ্ত দেশ থাকবে না।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভারতেও দলাদলি কাদা ছোঁড়াছুঁড়ি আছে কিন্তু দেশপ্রেম আমাদের চেয়ে বেশী। দেশের স্বার্থে ওরা সবাই এক থাকে।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫
গালিব মিয়া বলেছেন: সত্য বলেছেন,ওদের দেশপ্রেম আমাদের চেয়ে বেশী।কিন্তু আমাদের দেশপ্রেম ওদের চেয়ে বেশী নয় কেন????
৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
প্রবাসী দেশী বলেছেন: আজব তো ছাগু ও চেতনা বিরোধী বলেই তো মন্তব্য করলাম নাইলে তো চুপ চাপ লেখা পরে কোনায় বসে থাকতাম।ভাইরে ...মনে বড় কষ্ট পাই কেউ যখন ভুল বুঝে। .
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে বিরোধীদল কোনটা, ওটার নেতারা কে কে, যাদের ছবি টাকায় উঠবে?
আপনার ছবিটা কোথায় দেন, আমি নকল টাকায় লাগিয়ে দেবো