নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

যে চিন্তায় আমি অস্হির থাকি?

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯


একটু আগে রাত ১২ টার সময় যাদের( ছবি দেখুন) সাথে সময় কাটালাম। নীজ বাড়ি চট্রগ্রামের পটিয়া যাওয়ার জন্য বিমান বন্দর ষ্টেশনে অপেক্ষমান ছিলাম। হঠাৎ পূরবঅ পরিচিত এক শিশু এসে মামু বলে জড়িয়ে ধরল। সে প্রায় শুক্রবারে আমার বাসায় যায় গোসল করে দুপুরে এক সাথে খায় বিকালে চলে যায়। যখন বিদায় হয় তখন সে কোথায় যাচ্ছে সেটি অক্ষরে অক্ষরে জানি বলে নীজেকে বড় অপরাধী মনে হয়। জেনে বুঝে এ সকল শিশুকে খোলা আকাশের নীচে ছেড়ে দিই। গাড়ী থেকে নেমে ৩০ কেজি ওজনের ব্যাগ মাথায় উঠিয়ে দিয়ে লাঠ সাহেবের মত পকেটে হাত ঢুকিয়ে চলি বিদায় বেলা ১০/২০ টাকা দিয়ে বিদায় দিই। প্রায় সকলেই তাদের চোর চোর ভাবি। বেশি কিছু আচরণ গরমিল দেখলে চড় তাপ্পড় সহজেই দিই। তুই ছাড়াত কথাই বলি না। এ হলাম আমরা ভদ্র লোক? আমার কাছে চরম ঘৃনা হয়। মাননীয় সকলের কেউই তাদের সুরক্ষার জন্য তাদের শ্রম নিষিদ্ধের কোন রীট করি না বা স্বতপ্রনোদিত রুলও জারি হতে কখনো দেখি না। কারণ সাহেবরা চিন্তা করে তাদের ঔরুষের এ বয়সী শিশুরা তো অনেক সুরক্ষায় আছে। এরা কারা? এদের আটকানোর জন্য সব জায়গায় লাঠি দিয়ে বসিয়ে রাখে নিরাপত্তা করমী।আজ আমরা একবারও চিন্তা করি না সম যন্ত্রনা বা ক্ষুধায় সকল শিশু কিন্তু এক। আমি মনে করি আমরা সাহেব নই, আমাদের আচরণে প্রমান করে আমরা চরম হিংস্র সাপ। কোন সাহেবকে দেখি না এ সকল শিশুর পক্ষে জোড়ালো কথা বলতে? তারা সকলে তাদের শিশুর সুরক্ষা নিয়ে ব্যাস্ত তাদের আচরণে মনে হয় এ সকল শিশু যেন সমাজের কীট পতঙ্গ। এ সকল অনেক প্রিয় মায়াবী শিশুদের বিদায় দিয়ে ট্রেনের sleeping বেড়ে বসে লিখছি নীজের অপরাধবোধকে লিখে হালকা করার চেষ্টা করছি। আর গান শুনছি। ট্রেন চলছে রুমের অন্য তিনজন ঘুম। নিরিবিলি একাকী অনেক সময় খুব ভাল লাগে। চিন্তা করছি কখন এ সকল শিশু মৌলিক সুরক্ষার আওতায় আসবে? কখন আমরা সত্য অনুভব করব? কিভাবে আমরা এ সকল মাসুম শিশুকে এভাবে রেখে বাসায় আরামে ঘুমায়? কিভাবে আমরা সভ্য দাবী করি? কখন আমরা সত্য সভ্য হবো? কখন আমরা মানবতাপ্রবন হব? কখন আমরা সকল শিশুকে এক মনে করব? এ সকল চিন্তায় আমি দিশেহারা হয়ে থাকি ? স্রষ্টা কে বলি এ কেমন আমরা? ট্রেন আসতে দেরী হওয়ায় ১ ঘন্টা তাদের সাথে কাটিয়েছি। আমার একটু আদরে তারা যে কি খুশী হয় তা ভুলতে পারি না, খুব ইচ্ছে হয় তাদের সাথে অনেক্ষন কাটায়। জীবনে পণ করেছি তাদের জন্য স্হায়ী কিছু করব তাদের মনখোলা হাসি আমার স্বপ্ন। এ স্বপ্ন যেন পূরণ হয় সেই দোয়াই সকলের কাছে চাই। খোদা হাফেজ। চট্রগ্রাম অভিমুখী mail train এর sleeping রুম থেকে – গাজী ইলিয়াছ, রাত-১টা ৫০।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

আহলান বলেছেন: ঠিকই বলছেন রে ভাই ...ওদের চিন্তা ওই আহারে ইসস ...এই পর্যন্তই .... আমরা ভদ্দরনোক .....

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

মো: আবু তাহের বলেছেন: আশা করি আপনার এই লেখায় আমি সহ অনেকেই অনুপ্রাণীত হবো ইনশাল্লাহ।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

খেলাঘর বলেছেন:


১৯৭২ সালের ডিসেম্বর থেকে যদি তাজুদ্দিন এদের দায়িত্ব নিতো, আমরা মালয়েশিয়া ও সৌদী তেকে অনেক উপারে থাকতাম, আিন হয়ে যেতো।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

খেলাঘর বলেছেন:

জানুয়ারী থেকেই এদের জন্য সবকিছু করার ব্যবস্হা করবো।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: আপনার স্বপ্ন যেন বাস্তবায়িত হয় , এই কামনাই করি ভাই। আমারও এমন কিছু স্বপ্ন আছে।

ভালো থাকবেন।।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার লেখায় অুনপ্রাণিত হলাম।

শুভেচ্ছা রইল।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: মনে নেই শেষ কবে কোন ব্লগ এ লগ ইন করেছি। তবুও সুযোগ পেলে মাঝে মাঝে প্রথম ব্লগ সামুতে ঢু মারি। আজও মারলাম। কিন্তু লগ ইন না করে পারলাম না। শুধু আপনাকে একটু শ্রদ্ধা জানাতে। আসলে এভাবেই হবে। সবাই তো আর আমার মতো হয়ে যায়নি। কেউ কেউ আপনার মতোও আছে। আল্লাহ আপনাকে সাহায্য করুন। তবে আল্লাহর এ জমিনে যতদিন আল্লাহর দ্বীন কায়েম না হবে ততদিন লাঞ্চিত মানবতার বঞ্চনার অবসান হবে না। আবারও শ্রদ্ধা আপনাকে। আপনার লেখা পড়তে পড়তে মনে পড়ে গেল মহানবী সা. এর সেই ঘটনাটির কথা। ঈদের জামাত শেষে অসহায় শিশুর প্রতি তার মমত্ব আর দায়িত্ববোধের কথা। শুনেছি এখন আর সেই গল্পটি আমাদের শিশুদের পড়ানো হয় না।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫২

তুষার কাব্য বলেছেন: ব্লগ মাতা শেয়ার দিয়েছে আসতেই হবে।কিন্তু এসে যা দেখলাম তাতে সত্যিই অভিভূত,আপ্লুত।অসাধারন বস ।আমরা সবাই এমন স্বপ্ন যেন পোষণ করি,মানবতার,ভালবাসার সেই সাথে স্বপ্নগুলো বাস্তব হয়ে আসুক সেই প্রত্যাশা থাকলো।
শুভেচ্ছা ও শুভকামনা।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৮

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অাপনার স্বপ্ন পূরণ হোক ..সেই শুভ প্রত্যাশা রইলো ।

ভালো থাকবেন । :)

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯

সাইনাস বলেছেন: নিরন্তর শুভকামনা আপনার জন্য। :)

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

আবু শাকিল বলেছেন: দোয়া রইল ভাই।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭

গাজী ইলিয়াছ বলেছেন: ধন্যবাদ সবাইকে। আমি অভিভূত এবং দারুন অনুপ্রানিত আসুন আমরা সকলে এ নিরযাতন এ হিংস্রতাকে রুখে দিয়ে শিশুকে তার অবয়ব রুপে বেড়ে উঠার সুযোগ করে দিই গড়ে তুলি নতুন বিশ্ব।আমার এ লেখাটি এতজন পড়বে আমি ভাবতেও পারিনি। আসুন আমরা সত্যের পথে এগিয়ে যায়।

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

কলমের কালি শেষ বলেছেন: এদের জন্য নিজ উদ্যোগে এগিয়ে ছাড়া উপায় নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.