![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ সকল অবুঝ শিশু আমার অনেক প্রিয় একটু সুযোগ পেলেই এদের কাছে যাই। গত রাতে ছবির এ সকল শিশুর সাথে ২ ঘন্টা সময় কাটিয়েছি রাতের খাবার খাওয়ানোর সুযোগ হয়েছিল। তাদের মনের মত করে খাওয়াতে পারলে আমার খুব ভাল লাগে তাদের খুশী মনের হাসি আমাকে খুবই শান্তনা দেয়। কিছুই করতে পারি না শুধু এক বেলা খাওয়ায় আর তাদের গল্প শুনি।প্রত্যেকের গল্প ই অনেক করুন! মা বাপের সাথে বিচ্ছন্নতার কারণেই তাদেরকে এ জীবনে আসতে হয়েছে। উপায় নেই। বিশেষ করে "মা"! তাদের মা না থাকার কারণেই এ সকল শিশু খাওয়া বেঁচে থাকার জন্য এ রকম খোলা পথে ঘাটে আসতে বাধ্য হয়েছে।আমার গবেষণায় দেখেছি যে সকল শিশুর সাথে তাদের মা এর যোগাোগের সুযোগ থাকে তারা মা এর কাছে যেতে চাই। পারিবারিক অনেক পরিস্হিতির কারণে তারা মা এর কাছে থাকতে পারে না। বাবার কাছে এ রকম খুব কম শিশুই যেতে চায়। অনেক শিশুকেই পেয়েছি যাদের মা বেঁচে নেই। তাদের অবস্হা খুবই করুন! এ সকল শিশুর জীবন কাহিনীর মনোবৈজ্ঞানিক বিশ্লেষন করলে "মা"এর ভালবাসা যে অকৃত্রিম এবং Unconditional তা ধরা পড়ে। আসুন এ সকল শিশুকে আদর দিই মায়া দিই তাদের নিরাপদ থাকা খাওয়া ও পড়ালেখার সুযোগ করে দিই।আমাদের অবস্হা বিবেচনা করে আমরা যদি ১টি শিশুর দায়িত্ব নিই তাহলেও অনেক বড় কিছু হয়। আমার সাথে এ রকম অনেক শিশুর যোগাযোগ আছে ইচ্ছে করলে আমাকে জানাতে পারেন। ২/১ জনে মিলে shareing করেও করা যায়।
আসুন কোমল প্রাণকে রক্ষা করি,মায়া দিই ,স্নেহ দিই ইহাতে অনেক অনেক ছওয়াব আছে বলে আমি দৃঢভাবে মনে করি।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮
হারিয়ে যাওয়া কৈশোর বলেছেন: সুন্দর হৃদয়ের মানুষ আপনি। একদিন আপনাকে সাথে নিয়ে এসব অবুঝ শিশুর হাসি মুখ দেখতে চাই। অনুগ্রহ করে আমার ইচ্ছেটা পুরন করবেন। সাদেক আহমেদ - ০১৭১১৪৬৬৬০৩