![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মনের কারাগারে আমি যাবজ্জীবন বন্দি হইতে রাজি হইলেও কারও মনের দাসত্ব করিবার স্বাদ আমার নাই।
সেদিন এক কোচিং সেন্টারের একটি ভিডিওতে দেখলাম একজন শিক্ষক বিসিএস এর স্বপ্নযাত্রীদের উদ্দেশ্যে বলছিলেন, “আমরা একদম মুখস্থ করায়া দিব”। তার বলার ভঙ্গিতে মনে হচ্ছিল যেন তিনি বলতে চাইছিলেন যে, একদম...
নিকট ভবিষ্যতে ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক যেসকল সমস্যার সমাধান হবে না বলে মনে হয়, তার মধ্যে প্রধান একটি সমস্যা হলো অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা। এই সমস্যা যত সহজে সৃষ্টি...
সাম্প্রতিক বছরগুলোতে লক্ষ্য করেছি জাতীয় বাজেটের সিংহ ভাগ ব্যয়িত হচ্ছে পদ্মাসেতু ও রেল প্রকল্প, মেট্রোরেল, মাতারবাড়ি বিদ্যুৎ, রামপাল ও রূপপুরের পারমাণবিক প্রকল্পের মতো মেগা খাতগুলোতে। অথচ বেকারত্বদূরীকরণ, যানজট নিরসন, বায়ুদূষণ...
স্বল্পমাত্রার উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের দেশে নানান সমস্যা বিদ্যমান থাকাটা নিঃসন্দেহে অবাক করার মতো কোন বিষয় নয়। কিন্তু এদেশের সামাজিক ও জাতীয় পর্যায়ে এমন কিছু সমস্যা রয়েছে যার সমাধানগুলোও নানান...
“হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়ায়ে ঝরা ফুল একেলা আমি,
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি।”
**********************
যাঁর কবিতা রক্তে তোলে নৃত্যের তরঙ্গ, যৌবনের অপ্রতিরুদ্ধ গতি আর দ্রোহের দহনে ঋদ্ধ যাঁর কবিভাষা, যিনি...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সংশোধন অধ্যায়ের ১৪২ নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত করার অনুমতি দিলেও প্রজাতন্ত্র অধ্যায়ের ৭ (খ) ধারানুযায়ী সংবিধানের ১৪২ অনুচ্ছেদে...
সাম্প্রতিক অর্থ পাচার পূর্বের হলমার্ক কেলেঙ্কারিসহ নানান ঘটনার তুলনায় কিছুই নয়। যেখানে দেশের অর্থমন্ত্রীসহ সরকারের দায়িত্বজ্ঞানহীন ব্যক্তিদের ছল-চাতুরির কাছে স্বচ্ছতা ও জবাবদীহিতা জায়গা করে নিতে পারেনা, সেখানে ড. আতিউর রহমান...
চেতনার রঙ রঙিন হইলো প্রভাতফেরির গানে,
তাই একুশ আসিয়া করিল দান- নব সঞ্চার প্রাণে।
জাগ্রত হউক ভাষার মান,
পূর্ণতা পাক শহীদের দান,
স্মৃতির তরে জাগিল আজিকে চেতনার মাঝে আলো,
পুষ্প কেবল অপচয়ে নয়- মনে ভাষার...
আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস -২০১৫।
দুর্নীতি আমাদের দেশের সকল প্রকার উন্নয়নকে করছে ক্ষতিগ্রস্ত আর সুশাসনের মৌলিক গতিধারাকে করছে মন্থর। প্রশাসনিক দুর্বলতা আর রাজনৈতিক চরম উদাসিনতা আমাদের দেশে মাকড়সার জালের মতো বিস্তৃত...
হৃদয়ের করতলে আবেশিত সূক্ষ্ম প্রেমানুভূতিগুলো আজ অবচেতন-
মনের দুয়ারে তাই নেই কোন সারা,
অবুঝ ভাবনায় একা বসে ভাবি সে ফেলে আসা দিনগুলো-
যা ভরিয়ে দিত মোর চিত্ত রসের ধারা।।।
আমি কবি হতে চাইনি।
চেয়েছিলাম তোমার রূপালি মুক্তধারায় উদ্ভাসিত প্রাণোচ্ছ্বল হৃদয় তরীর মনমাঝি হতে-
কিন্তু আমি হয়েছি তোমার মনের ক্ষয়িষ্ণু তছনছ কাঁটা তারের জটিলতায় নিবির ঘন আচ্ছাদনে বন্দি।।।
অনাহারে আর অনাচারে মানুষের সুবিন্যস্ত স্বপ্নগুলো যখন ভারসাম্যহীন হয়ে নুয়ে পড়ে তখনই মানুষ ভুল-শুদ্ধের মানদণ্ডে নিজেদেরকে আর বিচার করে না। বর্তমান সময়ের এক জঘন্যতম অপরাধের নাম হলো মানব পাচার।
তৃতীয় বিশ্বের...
আমি কবি হতে চাইনি।
চেয়েছিলাম তোমার হৃদয় গগনে অস্পষ্টতার জল লাগা রূপালী মেঘের শুভ্র ছোঁয়া হতে-
কিন্তু আমি হয়েছি তোমার মনের অরণ্যে মরা শিউলী গাছের মগডালে বসে থাকা কোন এক নিঃসঙ্গ স্বপ্নময়...
জীবন হইতেছে এক অদ্ভূদ স্বপ্নময় অনুভূতির মায়াজাল। জীবনের বিভিন্ন পরখে পরখে আমরা নিজদিগকে করিতে চাই স্বতন্ত্র্য আর অর্জন করিতে চাই বিশেষত্ব।
মানবীয় গুণাবলীর অন্যতম হাতিয়ার হইলো প্রত্যেকের ব্যক্তিত্ব। কিন্তু ব্যক্তিত্বকে আকর্ষণীয়...
আমাকে এক ফোঁটা বিঁষ দাও। আমি খেয়ে বাঁচি;
এরপর তোমার শুভ্র হস্তে এনে রাখলে সেই বিঁষ আমার অগ্র-নয়নে।
আর আমি আমার দু’চোখ ভরে পান করলাম সেই অমৃত জলধারা।
তোমার পানে চেয়ে ব্যগ্র চিত্তে...
©somewhere in net ltd.