নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারুণ্যের বজ্ব্র কণ্ঠ

দ্বীপ্তশিখা

মানব মনের কারাগারে আমি যাবজ্জীবন বন্দি হইতে রাজি হইলেও কারও মনের দাসত্ব করিবার স্বাদ আমার নাই।

দ্বীপ্তশিখা › বিস্তারিত পোস্টঃ

উন্নয়ন হউক বাস্তবসম্মতঃ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

সাম্প্রতিক বছরগুলোতে লক্ষ্য করেছি জাতীয় বাজেটের সিংহ ভাগ ব্যয়িত হচ্ছে পদ্মাসেতু ও রেল প্রকল্প, মেট্রোরেল, মাতারবাড়ি বিদ্যুৎ, রামপাল ও রূপপুরের পারমাণবিক প্রকল্পের মতো মেগা খাতগুলোতে। অথচ বেকারত্বদূরীকরণ, যানজট নিরসন, বায়ুদূষণ রোধ, বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরণ, প্রান্তিক পর্যায়ের অসহায় দারিদ্র্য বিমোচনের মতো স্পর্শকাতর খাতগুলোর জন্য বরাদ্দ থাকছে অতি সামান্য মাত্রায়। স্বাভাবিকভাবেই মেগা প্রজেক্টগুলোতে জাতীয় স্বার্থ জড়িত রয়েছে। কিন্তু আমাদের মতো দেশে যেখানে সীমিত সম্পদের সুষম বণ্টন প্রয়োজন, সেখানে অতিমাত্রায় মেগা প্রজেক্ট বিলাসিতার স্বপ্ন ছাড়া আমার কাছে কিছুই মনে হয় না। কেমন লাগবে আপনার যখন দেখবেন মেট্রোরেল দাঁড়িয়ে গেছে ঠিকই, কিন্তু এর নিচে বস্তির ছাউনীগুলো আরও প্রসারিত হয়েছে?
মনে করে নিন যে আপনার বর্তমান আয় দিয়ে মাসব্যাপী ভাত-মাছ-ডাল দিয়ে খেয়ে যেতে পারবেন। কিন্তু মাসে কয়েকবার যদি আলিসান হোটেলে বিলাসী আইটেমগুলো অর্ডার করে খান, তাহলে মাসের সিংহভাগ দিনটা কি করে চলবে ভেবে দেখুন। আমাদের অবস্থাটাও হয়েছে সেরকমই। আমাদের উচিত কার্যকরী উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া। যে উন্নয়ন দিয়ে দেশের জনগণ প্রত্যক্ষভাবে বেশি উপকৃত হবে, সে ধরণের প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে প্রণয়ন ও বাস্তবায়নে নীতিকাঠামো তৈরি করা একান্ত জরুরি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


কি ধরণের প্রকল্প করলে মানুষ অধিক উপকৃত হবে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫২

দ্বীপ্তশিখা বলেছেন: আপনার উত্তরটি আমার পোস্টেই লুকিয়ে আছে। বড় প্রকল্প হাতে নিন। কিন্তু তার পাশাপাশি যদি আপনি জাতীয় সমস্যাগুলো সমাধান না করেন, তবে সকল উন্নয়ন নিরর্থক হয়ে পড়বে।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২

সনেট কবি বলেছেন: বেশ

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: নতুন নতুন প্রকল্প মানেই টাকা খাওয়ার পথ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.