![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মনের কারাগারে আমি যাবজ্জীবন বন্দি হইতে রাজি হইলেও কারও মনের দাসত্ব করিবার স্বাদ আমার নাই।
জীবন হইতেছে এক অদ্ভূদ স্বপ্নময় অনুভূতির মায়াজাল। জীবনের বিভিন্ন পরখে পরখে আমরা নিজদিগকে করিতে চাই স্বতন্ত্র্য আর অর্জন করিতে চাই বিশেষত্ব।
মানবীয় গুণাবলীর অন্যতম হাতিয়ার হইলো প্রত্যেকের ব্যক্তিত্ব। কিন্তু ব্যক্তিত্বকে আকর্ষণীয় করিতে গিয়া বেশিরভাগ মানুষই অন্যের দ্বারস্থ হইয়া থাকে, যদিও প্রত্যেকে ইচ্ছা করিলেই নিজ নিজ জায়গাতে আদর্শের উদাহারণ হইতে পারে। আমরা আমাদিগের সামগ্রিক জীবনের যতখানি সময় অন্যকে অনুস্মরণ করিবার পর তাহার অনুকরণে ব্যস্ত হইয়া পড়ি, নিজেকে আবিষ্কার করিবার জন্য ততখানি সময়ই যথার্থ বলিয়াই আমার ধারণা। প্রত্যেকের অন্ত:কুটিরে লুকাইয়া আছে কোন এক বিশেষত্ব। সেটাকে খুঁজিয়া বাহির করিতে হইবে। নিজেকে টানিয়া বাহির না করিয়া অন্যের দ্বারস্থ হইবার চিন্তা করা সমীচিন নহে।
নিজেকে লইয়া ভাবুন। জাগ্রত করিতে থাকুন আপনার ভেতরের লুকাইয়া থাকা আপনার গভীরতাকে। দেখিবেন অনদিকালেই আপনার জন্য কোন এক নব দিগন্তের রুদ্ধ দ্বার উন্মোচিত হইবে। নিজের নিজেকে না খুঁজিয়া পরের তরে মাথা ঠেকিয়া দিবার প্রারম্ভে ভাল করিয়া ভাবিয়া লইতে হইবে। নিজের কাছে সম্পদ রাখিয়া অন্যের কাছে হাত পাতিবার মাঝে যেমন যৌক্তিকতা নাই, তেমনই নিজেকে লুকাইয়া অন্যের থেকে অর্জন করিবার মাঝেও কোনরূপ স্বার্থকতা থাকিতে পারে না বলিয়াই আমার সুদৃঢ় বিশ্বাস হৃদয়গভীরে জায়গা করিয়াছে।।।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই বলিয়াছেন ।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
বিপরীত বাক বলেছেন: সময়ের একফোঁড় অসময়ের দশফোঁড়।।সময়ই জীবন।। তাই নিজের জন্য সময় ব্যয় করাই জীবনের জীবনের একমাত্র বিনিয়োগ।।
পরের জন্যে কখনও সময় দেবেন না।।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮
দ্বীপ্তশিখা বলেছেন: কিন্তু জনাব, মানুষের তরে জীবনকে বিলাইয়া দেওয়ার মাঝেও তো স্বার্থকতা থাকিতে পারে। জগতের মনীষীরা তো তাহাই ভাবেন।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
আবু শাকিল বলেছেন: যথার্থ বলেছেন - "নিজেকে লইয়া ভাবুন। জাগ্রত করিতে থাকুন আপনার ভেতরের লুকাইয়া থাকা আপনার গভীরতাকে। দেখিবেন অনদিকালেই আপনার জন্য কোন এক নব দিগন্তের রুদ্ধ দ্বার উন্মোচিত হইবে।"
ধন্যবাদ ।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগলো +++
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: নিজেকে জানুন এবং খননে মননে আবাদ করুন নানা রঙ ফুল । *সহমত প্রকাশ করছি* অনেক অনেক ধন্যবাদ ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩
দ্বীপ্তশিখা বলেছেন: স্বাগতম জনাব।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
দ্বীপ্তশিখা বলেছেন: সকলকেই ধন্যযোগ।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
ফেরদৌসা রুহী বলেছেন: নিজেকে লইয়া ভাবুন। জাগ্রত করিতে থাকুন আপনার ভেতরের লুকাইয়া থাকা আপনার গভীরতাকে। দেখিবেন অনদিকালেই আপনার জন্য কোন এক নব দিগন্তের রুদ্ধ দ্বার উন্মোচিত হইবে। নিজের নিজেকে না খুঁজিয়া পরের তরে মাথা ঠেকিয়া দিবার প্রারম্ভে ভাল করিয়া ভাবিয়া লইতে হইবে। নিজের কাছে সম্পদ রাখিয়া অন্যের কাছে হাত পাতিবার মাঝে যেমন যৌক্তিকতা নাই, তেমনই নিজেকে লুকাইয়া অন্যের থেকে অর্জন করিবার মাঝেও কোনরূপ স্বার্থকতা থাকিতে পারে না বলিয়াই আমার সুদৃঢ় বিশ্বাস হৃদয়গভীরে জায়গা করিয়াছে।।।
ঠিক কথা বলেছেন। কিন্তু আমরা নিজের ভাবনা না ভেবে অন্যদের পিছনে লেগে থাকি। আর যারা নিজের জন্য ভাবে, নিজের জন্য কাজ করে, বাস্তবে তারাই সফল ও সুখি।
নিজে সুখি না হলে কখনোই অন্যকে সুখি করা যায় না।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫
দ্বীপ্তশিখা বলেছেন: যথার্থ।।।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
আহলান বলেছেন: গভীর কথা ....