নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

মাছটি ডিম দেয়না ,বাচ্চাও দেয়না, বংশ বিস্তার করে কিভাবে

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১১





আপনারা কেউ কি ছবির এই মাছটির নাম জানেন ?

জুলাই থেকে অক্টোবর পর্যন্ত উপকূলীয় এলাকার খাল বিল ও ধানী জমিতে এই মাছ পাওয়া যায় ।

অত্যান্ত সুস্বাদু এই মাছের , দামও থাকে বেশ চড়া । যারা শুটকি পছন্দ করেন তারা এই মাছের সাথে এই মাছের শুটকি দিয়ে রান্না করে চেখে দেখতে পারেন, স্বাদ জীবনেও ভুলবেন না ।

সুস্বাদু এই মাছ নিয়ে আমি পত্রপত্রিকা বা ইন্টারনেটে কোন আলোচনা বা তথ্য পাইনি ।

জীব বিজ্ঞানিদের জন্য এই মাছ নিয়ে গবেষণা করার চমকপ্রদ বিষয় রয়েছে ।

এই মাছের পেটে কখনও ডিম দেখা যায়নি । ২ ইঞ্চির নিচে পোনা মাছও কেউ দেখেনি ।

চরের মাঝে শুকনা সিজনে ফেটে চৌচির হয়ে থাকা জমিতেও, বৃষ্টি হলে নতুন পানিতে এই মাছের দেখা পাওয়া যায় ।

নতুন পানিতে কোথা থেকে এই মাছ উদয় হয়, কিভাবে বংশ বিস্তার করে তা উপকূল বাসি ও মৎস্য জীবীদের কাছে এক রহস্য । কারো কাছে এই মাছের কোন তথ্য থাকলে জানার আগ্রহ থেকেই এই পোস্ট ।

মন্তব্য ৬২ টি রেটিং +১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৯

কল্পচারী বলেছেন: মাছটা চিনি, কিন্তু ব্যাপারটা জানতাম নাহ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি তো কল্পচারী, বাস্তব চারীরাও তো জানতাম না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৮

টুনা বলেছেন: মাছটার নাম দিলেন না।তথ্য জানলাম কিন্তু নাম না জানলে এই তথ্য অসম্পুর্ন থেকে যায়।আশা করি নামটা দিয়ে দেবেন।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''আপনারা কেউ কি ছবির এই মাছটির নাম জানেন ?''
পোস্টের প্রথম লাইন এটা , মাছটার আঞ্চলিক নাম
চিরিং মাছ ,ভালো কোন নাম আছে কিনা জানার জন্যই আঞ্চলিক নাম টা লিখিনি ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৯

দরিয়ানগর বলেছেন: চিরিং মাছ। পেটে ডিম থাকে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দরিয়ানগর দরিয়ার মাছের খবর রাখেনা , ব্যাপারটা নিতে পারছিনা ।পরিবারের সিনিয়রদের জিজ্ঞেস করলে আপনার ভুল ভাংতে পারে। ধন্যবাদ ।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

হেডস্যার বলেছেন:
এইডা চিড়িং মাছ না?

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইয়েস স্যার ।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

শার্লক বলেছেন: তাইলে মনে হয় ডাইরেক্ট বাচ্চা প্রসব করে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ২ ইঞ্চির নিচে পোনা মাছও কেউ দেখেনি ।
অনেকের কাছে বিষয় টা জানতে চেয়েছি , তারা কেউ ডিম বা পোনা দেখেননি বলে জানিয়েছেন । অনেকে সংক্ষেপে আল্লাহর লিলা বলে কেটে পড়েছেন ।

ওয়াটসন কে নিয়ে তদন্তে নেমে পড়বেন নাকি ?

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

বাঁদর+তুমি=বাঁদরামী বলেছেন: এটা খেতে দারুন মজা। দামও অনেক ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাঁদরামী নয় সত্যি কথাই বলেছেন ।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

বিপ্লব কান্তি বলেছেন: এইটা কি ডং মাছ । মহেশখালিতে দেখেছিলাম , ম্যানগ্রোভ ফরেষ্টের পাশে, কাদা মাটিতে লাফিয়ে লাফিয়ে চলে, যখন পানি থাকে না । জোয়ারের সময় উপরে উঠে আসে , জোয়ারের পানি নেমে গেলে কাদাতে লাফিয়ে চলে । আমি স্হানীয় লোকজনকে আস্ক করেছিলাম , বলেছিলো নাম হলো ডং মাছ

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবে কোন কালে একটা অপরিচিত মাছের নাম শুনে মনে রেখে দিয়েছেন এ জন্য আপনার স্মরন শক্তির প্রশংসা করচি।
আপনি যে ডং মাছের কথা বলেছেন তাকে আমাদের অঞ্চলে
ডারিয়া মাছ বলে। চিরিং মাছ কখনও কাদায় দেখা যায় না ।
ধন্যবাদ।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৪

মেঘরোদ্দুর বলেছেন: মাছটার ছবি দেখে সাপ সাপ লাগছে আবার মুখের সামনের অংশটা মাছ মাছ লাগছে। ঠিক ধরতে পারছিনা এটা কি মাছ!! তবে কথা আছে, আপনার পোস্ট পড়ে অচেনা মাছটা কিন্তু বেশ চেনাই হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মেঘরোদ্দুর বলেছেন: মাছটাকে একনজর দেখলে কিছু বোঝা যেত...
আমার পূর্বের পোস্টে মাছটির ছবি আপলোড হয়নি।তাই আপনি এই মন্তব্যটি করেছিলেন ,
এর পর পরই ছবি আপলোড হয় কিনা ট্রাই করতে গিয়ে দেখি সফল। তাই পুনর্বার এই পোস্টের অবতারনা।
বলতে পারেন আপনার কারনেই---------------

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭

চিকন আলি বলেছেন: আল্লার মাল আল্লায় দিয়া যায়। এডা নিয়া এতো টেনশন নিয়েন না.....।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আল্লাহ পাক বলেছেন আমার সৃষ্টির মধ্যে চিন্তাশীল দের জন্য রয়েছে চিন্তার বিষয় ।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৩

বাঁদর+তুমি=বাঁদরামী বলেছেন: বিপ্লব কান্তি , আপনি যেটার কথা বলছেন ওটা আসলেই ডং মাছ। জোয়ারের নেমে যাবার পর ছোট ছোট যে গর্তগুলো থাকেনি ঐ গর্তগুলোতে চাপ দিলে বেরিয়ে আসে । তবে খুই দুষ্ট মাছ। লাপালাপি করে প্রচুর =p~ =p~ =p~ =p~ অন্যকোন মাছ কে এত লাপালাপি করতে দেখা যায় না।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কথা সঠিক । ধন্যবাদ।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৪

বিপ্লব কান্তি বলেছেন:

এইটা কি মাছ ?

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখা যাক কেউ চিনে কিনা ।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৭

স্বাধীনতার বার্তা বলেছেন: মাছটি ডিম দেয়না ,বাচ্চাও দেয়না

দুইটার একটা তো করেই। কেউ দুই ইঞ্চির নিচে দেখে নাই মানে এই না যে ডিম/বাচ্চা দেয় না।
হয়ত দুই ইঞ্চির নিচে থাকা অবস্থায় গায়ের রঙ অন্যরকম থাকে তাই কারো চোখে পড়ে নাই। /:)

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''হয়ত দুই ইঞ্চির নিচে থাকা অবস্থায় গায়ের রঙ অন্যরকম থাকে তাই কারো চোখে পড়ে নাই।''
যুক্তি সঙ্গত ।এভাবে ভেবে দেখিনি।
যদি বাচ্চা প্রসব করেও থাকে সেটাও কি ব্যতিক্রম নয় ?
আপনাকে ধন্যবাদ ।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৩

বিপ্লব কান্তি বলেছেন:

মাছ নিয়ে বসে পড়েছি , তখন বলেন তো উপরে দেয়া ছবির মাছগুলোর নাম , আগের কমেন্টের মাছগুলোর নাম কি ? এখনকার পোলাপান মাছের চেয়ে মোবাইলের মডেল ভালো চিনে ? মাছ চিনে না, কিন্তু মাছে ভাতে বাঙালী ।

মাছ না নিললে ফলাফল যা হয় তা নিয়ে একটি কাহিনী শুনুন ।

***** চারদিন আগে একদিন রাতে রাজধানীর এক মাছ বাজারে গেলাম । গিয়ে দেখি এক লোকের থালায় একটি মাছ , বেশ বড় , চিনতে পারলাম না, কিন্তু সমুদ্রের সেটা বুজলাম । আমি বিক্রেতাকে জিজ্ঞেস করলাম , মাছটির নাম কি ? বললো এটা রিটা মাছ । আমি বললাম এটি তো সমুদ্রের মাছ, রিটা বলেন কেনো ? হাসি দিলো । উত্তর দিলো না ।

পরেরদিন রাতে আবার গেলাম মাছ বাজারে , গিয়ে দেখি সেই একই মাছ থালায়, বিক্রি হয়নি । আমি বিক্রেতাকে জিজ্ঞেস করলাম , কি আপনার রিটা মাছ বিক্রি হয়নি , হেসে বললো না ?

পরেররদিন আবার একই অবস্হা । বিক্রেতাকে জিজ্ঞেস করলাম , কি আপনার রিটা মাছ বিক্রি ও হয়না , পচে ও না , ঘটনা কি ? হাসলো , কিছু বললো না ?

গতকালকে গিয়ে দেখি মাছটি নেই :) বিক্রেতাকে জিজ্ঞেস করলাম মাছটি কোথায় , আমারে অবাক করে দিয়ে কয় , বিক্রি হয়ে গেছে আজ বিকেলে , আমি বললাম , কত দরে বিক্রি করলেন কয় ৩ কেজি ৯০০ টাকায় । বললাম , কি নাম বলে বিক্রি করলেন , বললো রিটা মাছ । আমি বললাম মাছটা তো সমুদ্রের ছিলো আর আপনি ফরমালিন দিয়ে রেখে দিয়েছিলেন । হেসে বললো , বেশিরভাগ পুলাপান মাছ চিনে না । আপনি চিনেন সেজন্য ধরতে পেরেছেন ।

যে মাছটি কিনলো সেকি মাছ কিনলো নাকি বিষ কিনলো ?

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেশিরভাগ পুলাপান মাছ চিনে না । আপনি চিনেন সেজন্য ধরতে পেরেছেন ।
আপনাকে ধন্যবাদ।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩০

জেমস বন্ড বলেছেন: B:-) B:-) আজিব

বিপ্লিব @ ঝাঝা কথা বলেছেন বলে সাধুবাদ জানাচ্ছি :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিও সাধুবাদ জানাচ্ছি ।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

জেমস বন্ড বলেছেন: **বিপ্লব কান্তি হবে /:)

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:০৯

ম. হাসান বলেছেন: Click This Link

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ম. হাসান আপনাকে ধন্যবাদ।

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১১

বিপ্লব কান্তি বলেছেন: বুঝছি মাছ নিয়া কয়েকখান লেখা লেখতে হবে । হাউ টু ফিসিং ইন বাংলাদেশ, বিভিন্ন প্রজাতির মাছ ইত্যাদি

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অপেক্ষায় রইলাম ।

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৬

েমা আশরাফুল আলম বলেছেন: ১১ নং কমেন্ট, এইটা দেখে মনে হলো মহাশোল মাছ, খরস্রতা পাহাড়ী নদীতে পাওয়া মূলত যায় ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩১

এস বাসার বলেছেন: আপনার ছবির মাছটি চিটাগং এ প্রায় সব মাছ বাজারেরই পাওয়া যায়, একেবারে জ্যান্ত!!! বালতিতে রেখে বিক্রি করে, চোখ গুলো পানির উপরে ভেসে থাকে, খেতে দারুন টেস্ট!!! তবে মরা মাছ ততটা ভালো লাগেনা।

নামটা শিরিং মাছ। বাজারের মাছ ব্যবসায়ীরা এই নামেই ডাকে। ৪৫০-৫০০ টাকা কেজি। অবশ্য বছরতিনেক আগের কথা বলছি। এখন হয়তো দাম আরেকটু বেড়েছে।

তবে ডিম/বাচ্চা সম্পর্কিত কাহিনী শুনে টাসকিত হইলাম B:-) B:-) B:-) B:-)

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখনো দাম ওই রকমই ।

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৬

জাতির নানা বলেছেন: এটা চিরিং মাছ, আমি ১০০% নিশ্চিত। সামুদ্রিক মাছ, পেটে ডিম হয়। এটা আমার প্রিয় একটা মাছ। এখনো বাড়ী গেলে মা এই মাছ পাক করে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নানার জানা নাতিদের চেয়ে বেশী থাকবে এটাই স্বাভাবিক ।
ডিমের ব্যাপারটা মাকে জিজ্ঞেস করলে শিওর হবেন। তবে সব চিরিং মাছের পেটেই হাল্কা গোলাফি রঙের চর্বি থাকে, আপনি সম্ভবত ওই চর্বিকে ডিম ভাবছেন ।

২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৬

আলো আধাঁর বলেছেন: শিরিং/চিরিং মাছ খাইতে মঞ্চায় /:)

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখনই তো এই মাছের সিজন ।

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৫

জনাব রায়হান বলেছেন: আরে বাহ । আমি তো চিনতে পারি নাই :D

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন চিনলেন ।

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩৫

জিন্নাহ্ বলেছেন: লটকা মাছ। আমার দেশের বাড়ি চট্রগ্রামের সন্দ্বীপে। শুধু খাওয়া নয়। নিজ হাতে ধরেছি। ভাটা হবার পর রাতের অন্ধকারে বিশেষ ধরণের ফানুস বা হরিকেন নিয়ে এ মাচ ধরা হয়। অন্ধকারে কাদার উপর বসে থাকে। গপা-গপ ধরবেন আর খুলু্ই এ রাখবেন।তবে একবারে ধরতে না পারলে ওটার পিছনে ধাওয়া করতে গেলে আর পারবেন না। তাছাড়া আপনি দল থেকে ও আলাদা হয়ে যাবেন। এর পর ভুতে আপনাকে কাদায় ডুবিয়ে মারবে। :(

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা লরকা মাছ নয়। লরকা মাছের গায়ে ডোরা দাগ থাকে না ।

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩৮

জিন্নাহ্ বলেছেন: ছবি খান ভাল করে দেখি নাই। আপনার বর্ণনা পড়েই উপরের মন্তব্য করেছি। পড়ে ছবি দেখলাম ,ও মা এ তো চিড়িং মাছ। আপনার বর্ণনা ভুল। যা লটকা মাছের সাথেই মেলে। চিড়িং মাছ ডিম দেয় এবং ডিম হতেই বাচ্চা হয়।

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডিমের ব্যাপারটা মাকে জিজ্ঞেস করলে শিওর হবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '''আপনার বর্ণনা ভুল। যা লটকা মাছের সাথেই মেলে। ''
বর্ণনায় আছে ---------ধানী জমিতে এই মাছ পাওয়া যায় ।
লরকা মাছ কখনও ধানী জমিতে দেখেছেন ??

২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০০

ম. হাসান বলেছেন: ami tv te dekhsi ei machher dim. matite gorto kore dim pare tarpor tara mukhe gawa vorti kore sei gorter vitor jekhane dim thake oikhane chhere dey jate tara oxygen pay.

০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অজানা তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ ।

২৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৭

মামুন হতভাগা বলেছেন: আরে এইডারে খুলনার দিকে গুলি বা গুলে মাছ বলে।এই মাছ দুই রকমের হয়।একটা নর্মাল গুলি বা গুলে মাছ আর আপনি যে ছবিটা দিয়েছেন সেটা কালো গুলি বা গুলে মাছ।সাধারণত নদীর চরেই মাছগুলান পাওয়া যায়,ছোট কাকড়ার মত গর্ত করে এরা থাকে।চরে গর্ত দেখে গর্তের মুখে আংগুল দি্যে চেপে ধরে আরেক হাত দিয়ে গর্তের পাশ দিয়ে কাদা সহ মাছটি তুলে আনা হয়।আবার ঘেরে নদীর জোয়ারের পানি সরাসরি প্রবেশ করিয়ে আবার যখন সেই পানি ছেড়ে দেওয়া হয় তখন যে জায়গা দিয়ে পানি প্রবেশ করানো হয় আবার ছাড়া হয় ঐ খানে ছাড়ার সময় জাল পাতা হয়।সেই জালে জোয়ারের সাথে আসা মাছগুলান ধরা পড়ে।আর এভাবেও মাছটি ধরা হয়।ছোট বেলা নানা বা দাদাবাড়ি বেড়াতে আসলে চরে যেয়ে এই মাছ ধরতাম।অথচ এখন দাদাবাড়ীর ভিটায় বাস কর্লেও যাওয়া হয়না বাড়ীর সামনের নদীর চরে।
সময় আসলেই অনেক কিছু পাল্টে দেয়

০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি লরকা মাছের কথা বলছেন ।লরকা মাছকে খুলনার দিকে গুলি বা গুলে মাছ বলে।

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৩

শুভ পাটগ্রাম বলেছেন: আহ হা রে...
সবাই দেখি বানানটা ভুল করে বারবার!

ছোটবেলায়(ক্লাস ফাইভে) বইয়ে বাংলাদেশের মৎস্য সম্পদ চ্যাপ্টারে এই 'চিড়িং মাছ' কাইটা চিংড়ি মাছ লিখে মুখস্ত করছিলাম!



এই আজ জানলাম আসল সত্যটা!(কতবড় বেকুব আমি!)

ধন্যবাদ লেখককে।

১২ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহাহাহাহ

২৮| ২২ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৩৭

রওনক বলেছেন: ১১ নং এর ১ম মাছ বাঘাইড় ২য় টা মাশোল বা মহাশোল। ১৩ নং এর মাছটা মনে হয় ঘাইরা।

২২ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিপ্লব কান্তি যে মাছগুলির ছবি দিয়েছেন তা আমি নিজেই চিনিনা ।
আপনাকে ধন্যবাদ ।

২৯| ০২ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৯

নীলপথিক বলেছেন: চিড়িং মাছের পোনা দু'ইঞ্চির চেয়েও ছোট হয়। আমি দেখেছি। সেন্ট মার্টিনে গিয়ে ধরেছিও। ছবি খুঁজতে হবে। কোথাও না কোথাও আছে অবশ্যই। শিঘ্রিই আপনাকে জানাবো।

০২ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পথিক ভাই, পোনা আমিও দেখেছি ,এটা বাচ্চা দেয় নাকি ডিম পাড়ে এটাই ছিল জানার বিষয় ।
অনেক পুরনো পোস্টে আপনার মনঃসংযোগ দেখে ভাল লাগলো ।

৩০| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৭

গোধুলী রঙ বলেছেন: আমার বাড়ী সাতক্ষীরা, আমরা এইটাকে ডাকি গুলে মাছ বলে। আগে প্রচুর হতো। বিলে রাতে আটোল(এক ধরনের মাছের ফাঁদ) পাতলে সকালে কালেক্ট করে পানিতে জিইয়ে রেখে সপ্তাখানেক ধরে খেতাম। এখন বাড়ী গেলে আর পাইনা, দুষ্প্রাপ্য।

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৮

জুন বলেছেন: এটা কি মাড স্কিপার গিয়াস উদ্দিন লিটন? আমি সুন্দরবন ভ্রমণে গিয়ে কাদার মাঝে একে হেটে বেড়াতে দেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.