নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বব্যাপী আজ অস্ত্রের ঝনঝনানি। বিভিন্ন দেশ ও জাতি সর্বদা ব্যস্ত অস্ত্র তৈরির কাজে। একজন অপর জন অপেক্ষা বিধ্বংসী অস্ত্র বানানোর নেশায় মত্ত। শুধু এখনকার মানুষরাই অস্ত্র তৈরি করে তা কিন্তু নয় পূর্বের দিনের মানুষরাও বানাতো অস্ত্র এবং ব্যবহার করতো। তবে তাদের অস্ত্র হয়তো আমাদের মতো এত ভয়াবহ ছিল না। সেই সময়ের অস্ত্রগুলো তৈরি করা হতো প্রখর বুদ্ধিমত্তার দ্বারা। যেমন তেমনই একটি অস্ত্র বুমেরাং। এটি প্রাচীন অস্ট্রেলিয়ার একটি ভয়ানক অস্ত্র। এটি দিয়ে মানুষ বা শক্তিশালী জন্তু-জানোয়ারকে সহজেই আক্রমণ করা যায়।
সুদূর অতীতে দ্বৈরথ যুদ্ধে পদাতিক ও অশ্বারোহী বাহিনীর প্রধান হাতিয়ার ছিল এই বুমেরাং।
বুমেরাং একটি সরল মারণাস্ত্রের নাম। এটি প্রথম তৈরি করেছিল আদিম অস্ট্রেলীয়রা। এরপর অস্ট্রেলীয়দের অনুকরণে ভারতেও এর ব্যবহার শুরু হয়। এশীয় ও মিসরীয় যোদ্ধারা সবসময় বুমেরাং ব্যবহার করত। প্রাচীন ভারতীয়রা যে বুমেরাং তৈরিতে পারদর্শী ছিল, সেটা জানা যায় তাদের কেন্দ্রীয় বিজ্ঞান জাদুঘরে সুসজ্জিত অজস্র দেয়ালচিত্র দেখে। তবে একথা সত্যি, সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল অস্ট্রেলীয় বুমেরাং।
এর বৈশিষ্ট্য ছিল তিনটি। যথা: এক, এতে বিমানের প্রপেলারের মতো প্যাঁচ ছিল। দুই, এটি চলার সময় নানারকম পাক খেয়ে এঁকেবেঁকে চলতে পারত। তিন, কোনো কারণে লক্ষ্যভ্রষ্ট হলে বুমেরাং ফের নিক্ষেপকারীর কাছেই ফিরে আসতে পারত। এটাই ছিল বুমেরাংয়ের সবচেয়ে বড় গুণ।
এ অভিনব অস্ত্রটির নিখুঁত যান্ত্রিক কৌশল বহুকাল ধরে বিজ্ঞানীদের অবাক করে আসছে। অষ্টাদশ শতকের শুরুতে মানুষ যখন বিভিন্ন ধরনের মারণাস্ত্র তৈরিতে ব্যস্ত, ঠিক তখনই বুমেরাংয়ের প্রতি মানুষের কৌতূহল বহুগুণে বেড়ে যায়। এক শৌখিন বিজ্ঞানী ছুটে যান অস্ট্রেলিয়ায়। তিনি দীর্ঘদিন ঘুরে বেড়ান আদিম এলাকাগুলোতে। আদিবাসীদের সঙ্গে কাটান বেশ কিছুদিন। তাতেই বেরিয়ে আসে বুমেরাংয়ের ভেতরগত তথ্য ও এর অদ্ভুত যন্ত্রকৌশলের রহস্যটি।
বুমেরাং কোনো ভেল্কিবাজি নয়। পদার্থবিজ্ঞানের একটি মৌলিক সূত্রের মাধ্যমে সে চলাফেরা করে। বুমেরাং কাঠ বা পাতলা লোহা দিয়ে তৈরি। এর চলার গতি আঁকাবাঁকা, ঘূর্ণিবায়ুর মতো পাক খাওয়া ছুটন্ত সাপের মতো ঢেউ তোলা। বুমেরাংয়ের চলার ধরনটা সহজেই শিকারকে হতচকিত করে দেয়। কোনদিকে পালাতে হবে তা ভেবে পায় না শিকার। বুমেরাংয়ের সেই বিচিত্র গতি তিনটি কারণের মিলিত ফল। কারণগুলো হলো এক, প্রথমেই নিক্ষিপ্ত বল। দুই, বুমেরাংয়ের নিজস্ব ঘূর্ণি। তিন, বায়ুর বাধা। এ তিনের সমন্বয়ে বুমেরাং এঁকেবেঁকে পাক খেয়ে চলে। আর বুমেরাংয়ের অবাক করা আসল রহস্যটা হলো লক্ষ্যভ্রষ্ট হলে ফিরে আসে নিক্ষেপকারীর কাছে। তবে এটি কিভাবে যে নিক্ষেপকারীর হাতে ফিরে আসে সে ব্যাপারে অনেক তথ্য প্রকাশিত হলেও সেটি এখনও বিজ্ঞানী ও সাধারণ মানুষদের কাছে এক রহস্যের বিষয়।
ছবি ও তথ্য - ইন্টারনেট ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার আগ্রহ বেড়ে গেছে শুনে ভাল লাগছে ।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: বুমেরাং পোস্টে ভাললাগা ++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' ভাল লাগা '' বুমেরাং হয়ে আপনার কাছে ফিরে যাক ----
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২
মাসুম আহমদ ১৪ বলেছেন: নয়া জিনিস জানা হল
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই ।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
দি সুফি বলেছেন: পুরোই বুমেরাং পোষ্ট
+++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহাহাহাহা ।
ধন্যবাদ সুফি ভাই ।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্টারেস্টিং।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রোফেসর সাহেবের জন্য শুভ কামনা রইল ।
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫১
bd_harbinger বলেছেন: ভাল লাগলো... প্রিয়তে নিলাম
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ bd_harbinger ।
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১
মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: http://www.youtube.com/watch?v=Zvj0lIERx4M
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময় করে দেখবো । মোহাম্মদ সোহেল হাসান ভাইএর জন্য শুভ কামনা ।
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
অদ্বিতীয়া আমি বলেছেন: জানা ছিল তাও ভালো লাগলো । ইন্টারেস্টিং একটা ব্যাপার । বিশেষ করে ফিরে আসাটা ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যাপারটা আসলেই ইন্টারেস্টিং । ধন্যবাদ অ আ ।
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
শাহীদুল বলেছেন: ছোট থাকতে বিটিভিতে মোগলি দেখাতো। সেখানে তার এরকম একটা অস্ত্র ছিল। সেসময় জিনিসটি আমার খুব ভাল লাগতো। আজও লাগে। ছোটবেলায় নানান জিনিস দিয়ে বুমেরাং বানানোর চেষ্টা করেছি বহুবার। কিন্তু একবারো ফিরে আসেনি। তবে আপনার পোস্ট পড়ে সেই স্মৃতি ঠিকই ফিরে এসেছে। পড়ে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মোগলী আমিও দেখেছি । তার হাতের জিনিসটি ছিল বুমেরাং ।
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ ইন্টারেস্টিং।
বুমেরাং++++
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল থাকুন স্নিগ্ধ শোভন ভাই ।
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৫
দানবিক রাক্ষস বলেছেন: কিঞ্চিৎ জানতাম। পোস্ট ভাল হয়েছে।
ছোটবেলাতে বানাতে চেয়েছিলাম অনেকবার কিন্তু .।.।।।
++++
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেমনে পারবেন ?
আপনিতো আর এশীয় ও মিসরীয় যোদ্ধা ছিলেন না ।
১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০২
মদন বলেছেন: একবার বানানির ট্রাই মারছিলাম। ফেইলড
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আদিম অস্ট্রেলীয় হলে আপনিও হয়তো পারতেন ।
১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০২
*কুনোব্যাঙ* বলেছেন: প্লাস বাটন কাজ করছেনা। তাই মুখে মুখে ভালোলাগা জানিয়ে গেলাম
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগা বুঝে পেলাম ।
১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৩
মিনহাজুল হক শাওন বলেছেন: ভাল লাগলো। একটু পড়াশোনা করে কেন ফিরে আসে সেটা নিয়ে একটা পোস্ট লিখে ফেলুন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার উপদেশ মনে থাকবে ।
১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৬
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: দারুণ অস্ত্র
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলেই দারুন !!!
১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৫
মনে নাই বলেছেন: মজার পোষ্ট পরে কিছু ভিডিও দেখলাম বুমেরাংয়ের:
http://www.youtube.com/watch?v=ygK0FHyt_5M
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখলাম , দেখার পরে মনেও আছে ।
ধন্যবাদ মনে নাই ভাই ।
১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪০
বটের ফল বলেছেন: সুন্দর পোষ্ট। ভালোলাগা রইলো।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল ।
১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
ভারসাম্য বলেছেন: ভাল জিনিস কিন্তু রহস্যের জায়গাটাতে আইসাই রহস্য রাইখা দিলেন!
আসলে রহস্যের তেমন কিছু নাই। পদার্থবিদ্যার আরেকটু দুই/এক লাইন লিখতে পারলেই হয়ে যেত। শুরুও করেছিলেন।
তবে হাজার বছর আগের আদিম মানুষদের মধ্যেও যে উঁচুদরের পদার্থবিদ ছিল অনেক এটা সত্যিই আশ্চর্যের বিষয়।
+++ ( প্লাস বাটন কাম করেনা )
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি 'দুই/এক' লাইন লিখেছি , অন্য কেউ ''দুই/এক'' লাইন লিখবে
( অনেকেরই শুনি প্লাস বাটন কাম করেনা , আসলে হয়েছে কি ? সামুর প্লাস বাটন অটোম্যাটিক , যে লিখা প্লাস দেয়ার যোগ্য নয় সেই লিখার বেলায় প্লাস বাটন ''কাম'' করবেনা। )
১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
ড. জেকিল বলেছেন: জিনিসটা বেশ মজার, কিন্তু চালানো নাকি অনেক কঠিন। কোনদিন হাতের কাছে পাইলে চেষ্টা করতে হবে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাবধানে চেষ্টা করবেন মিঃ ডঃ । ফিরে এসে যেন আবার আপনারই নাক- মুখ ফাটিয়ে না দেয় ।
২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬
শাহরিয়ার খান রোজেন বলেছেন: এতদিন শুধু বুমেরাং নামই শুনে আসলাম। বুমেরাং জিনিসটা আসলে কি? সেটা আজ জানলাম।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাইতো বলে ,'' জানার কোন শেষ নাই ।''
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাইতো বলে ,'' জানার কোন শেষ নাই ।''
২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
বাংলার হাসান বলেছেন: ভালো লাগল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ।
২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪২
প্রিন্স হেক্টর বলেছেন: ক্লাশ ফাইভে থাকতে মাথায় বুমেরাংয়ের ভুত চাপছিল। এখনও মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠে।
পোষ্ট মনে হয় একটু ছোট হয়ে গেল বুমেরাং নিয়ে আর কিছু লিখতেন
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চেষ্টায় আছি হেক্টর ভাই ।
২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৬
খেয়া ঘাট বলেছেন: অদ্বিতীয়া আমি বলেছেন: জানা ছিল তাও ভালো লাগলো । ইন্টারেস্টিং একটা ব্যাপার । বিশেষ করে ফিরে আসাটা ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মিঃ খেয়া ঘাট ।
২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পোস্ট প্রিয়তে........
একটা বুমেরাং থাকলে খারাপ হইতো না......
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহাহা
২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
বুমেরাং পোস্টে +++ রইল
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল ।
২৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০
ভিয়েনাস বলেছেন: জানা ছিলনা এতো কিছু।
শুধু শুনতাম কিছু কিছু জিনিস বুমেরাং হয়ে ফিরে আসে
পোস্ট আরেকটু বড় হলে ক্ষতি কি হতো বরং পাঠকের লাভ হতো
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুমেরাং নিয়ে আরেকটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে । ধন্যবাদ ।
২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫
সায়েদা সোহেলী বলেছেন: বুমেরাং রহস্য উন্মোচিত হউক! !
+
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সহমত ।
২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
সানড্যান্স বলেছেন: আমার একটা দরকার, কোথায় পাব বলুন তো?
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগে বানাই , সেম্পল টা আপনার জন্য পাঠিয়ে দেব ।
২৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০১
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: ++
রহস্যময় .. তবে ভয়ানক শব্দটির সাথে একমত না ...
একটি লাঠিকে ভয়ানক বলা যায় না ... যদিও লাঠির সজোর এক বাড়িতেই মানুষ অক্কা পেতে পারে ...
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যাবহার কারীর পারফর্মেন্সের কারনে নিরীহ কোন অস্ত্রও ভয়ানক হয়ে উঠতে পারে । আপনাকে ধন্যবাদ ।
৩০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬
ৎঁৎঁৎঁ বলেছেন: দিল মাংতা মোর!
ঠিক কিভাবে আবার বুমেরাং টা যে দিক বদলে ঘুরে আসে, ছবি সহ সেইটার ব্যাখ্যা দেখতে মন চাইতেসে!
কানের নিচে একটা বুমেরাং এসে লাগলে, উফফফফ!
পোস্টে ভালো লাগা!
৩১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখুন ,
অথবা ইউটিউবে ,
How to make your boomerang come back
http://www.youtube.com/watch?v=u_CN-QcreHo
How to make your boomerang come back
mikedye1 mikedye1·6 videos
৩২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২
হায়দার সুমন বলেছেন: বুমেরাং + +++++++++++++++++++
বুমেরাং তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩
ডি মুন বলেছেন: বুমেরাং সম্পর্কে জানার আগ্রহ বেড়ে গেলো ,
পোস্টটা আরো বড়ো হইলো না কেন !!!!!!!