নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের জন্য এক বিদেশীর, প্লেন হাইজ্যাকের গল্প

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮





৭১ এ আমাদের মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায়ের সাথে মিশে আছে ভিনদেশী কিছু বন্ধুর নাম। মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি আমাদের বিদেশী বন্ধুরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এদের অনেকের সম্পর্কে আমরা জানি , যাদের অনেককেই পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্রীয় ভাবে সন্মানিত বা সংবর্ধিত করেছে ।

কিন্তু এই মানুষ টাকে কি আমরা জানি ? যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এদেশের মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে এদেশের মানুষের সাহায্যার্থে আজকের এই দিনে আস্ত একটি প্লেন হাইজ্যাক করে বসেছিলেন ।







জঁ ইউজিন পল ক্যুয়ে। চিন্তা-চেতনায় বিচিত্রমুখী ফরাসি এই লেখক জীবনে নানাবিধ অভিজ্ঞতা অর্জনে সক্ষম হয়েছিলেন তাঁর অ্যাডভেঞ্চারপ্রিয়তার কারণে । প্রথম দিকে তিনি ছিলেন ফরাসি সেনাবাহিনীর সদস্য, একসময় সেনাবাহিনী ছেড়ে দিয়ে যোগ দেন কুখ্যাত ও এ এস এ নামক গোপন বাহিনীতে যারা আলজেরিয়াকে মনে করত ফ্রান্সের অবিচ্ছেদ্য অংশ । আঁদ্রে মালরোর রচনা পড়ে বোধোদয় হয় পল ক্যুয়ে’র । তবে পুরোনো মতাদর্শের জের একেবারে কাটিয়ে উঠতে না পেরে স্পেন, লিবিয়া ও বায়াফ্রার বিভিন্ন দক্ষিণপন্থী গোষ্ঠীর সঙ্গে ভিড়ে যান ।



একাত্তর সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাবলির খবর তাঁকে আলোড়িত করেছিল । আঁদ্রে মালরোর বাংলাদেশের পক্ষে লড়বার সংকল্প বিশেষভাবে অনুপ্রাণিত করে পল ক্যুয়েকে । ৩রা ডিসেম্বর ১৯৭১ তিনি এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে বসলেন, প্যারিসের অরলি বিমানবন্দরে এসে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বোয়িংয়ের নিয়ন্ত্রণ নেন পল ক্যুয়ে। তিনি সবাইকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তার ব্যাগে বোমা আছে। তাঁর ব্যাগ থেকে বের হয়ে আসা বৈদ্যুতিক তার জানান দিয়েছিল ভেতরে বহন করা বোমার ব্যাপার। এরপর তিনি এক অদ্ভুত দাবী জানিয়ে বসলেন- না, টাকা-পয়সা কিছু না, জাহাজে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার জন্য লড়তে থাকা মুক্তিকামী মানুষের জন্য অবিলম্বে ২০ টন মেডিকেল সামগ্রী ও রিলিফ প্লেনটিতে তোলা না হলে এটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। ক্যুয়ের দাবী অনুযায়ী বিমানে রিলিফ সামগ্রী তোলা হয়। রেডক্রস ও বিমানবন্দর কর্মীদের ছদ্মবেশে পুলিশ অবশেষে তাকে গ্রেফতার করে। ব্যাগ খুলে দেখা যায় সেখানে রয়েছে কতগুলো বই, এক কপি বাইবেল এবং একটি ইলেকট্রিক শেভার। শেষ হয় প্রায় পাঁচ ঘন্টার এই ছিনতাই অধ্যায়। ওষুধ এবং রিলিফ সামগ্রী অবশ্য পূর্ব পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নেয় ফ্রান্স এবং সেটার দায়িত্ব দেওয়া হয় অদ্রে দা মাল্তে নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে।



তার পরপরই উপমহাদেশে শুরু হয়ে যায় সর্বাত্মক যুদ্ধ। সেই ডামাডোলে হারিয়ে যায় পল ক্যুয়ে-র এই লোমহর্ষক ঘটনা। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা চলেছিল বেশ কিছুকাল। আদালতে তাঁর পক্ষে দাঁড়িয়েছিলেন আঁদ্রে মালরো স্বয়ং। অবশ্য অভিযোগ থেকে খালাস পেয়ে যায় পল ক্যুয়ে, এবং তারপর আবার বেরিয়ে পড়েছেন অ্যাডভেঞ্চারের সন্ধানে।

( তথ্য সংগ্রহ ; নিভৃত স্বপ্নচারী )

মন্তব্য ৮২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:
জঁ ইউজিন পল ক্যুয়ের হাইজ্যাক ঘটনাটি আগেই পড়েছেলাম।
আবার স্মরন করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাছাকাছি একটা ঘটনা আরেকজন ঘটিয়েছিলেন ,মারিও রয়ম্যান্স যিনি লিমবার্গের থিল নামে পরিচিত ছিলেন । তাঁকে নিয়েও একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে ।
ধন্যবাদ হাসান ভাই ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

হেডস্যার বলেছেন:
জানতাম না।
"জঁ ইউজিন পল ক্যুয়ে" কে আমার সংগ্রামী লাল সালাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ স্যার ।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

মামুন রশিদ বলেছেন: বিজয়ের এই মাসে জঁ ইউজিন পল এর প্রতি বিনম্র শ্রদ্ধা । ঐ প্লেন ছিনতাই এর ঘটনা তৎকালিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীকার আন্দোলন সবার দৃষ্টি আকর্ষণ করে ।

শেয়ার করার জন্য ধন্যবাদ লিটন ভাই ।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইউ আর অল রাইট , থেনক্স ব্রো মামুন রশিদ ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮

টুনা বলেছেন: পল ক্যুয়ের হাইজ্যাক ঘটনাটি আগেই পড়েছিলাম।

আবার স্মরন করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

আপনার লেখা থেকে অনেকে নতুন করে জানতে পারবে।

ভাল থাকবেন নিরন্তর।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ টুনা ।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: "জঁ ইউজিন পল ক্যুয়ে" কে আমার সংগ্রামী লাল সালাম।

আসলে অন্তরে যার প্রেম- সত্য তা যেখানে যেইরুপেই থাক, তাকে আলৌড়িত করেই।
আমাদের স্বাধীনতার সত্যে আলোড়িত সেই বীরের জন্য অন্তর থেকে কৃতজ্ঞতা।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কোন কোন মানুষ থাকেন যাদের কোন ভৌগলিক সীমারেখায় আবদ্ধ করে রাখা যায় না। কেউ কেউ দেশ কালের গণ্ডি ছাড়িয়ে যান অবলীলায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিজেদেরকে সামিল করেন জনমানুষের কাতারে। রুখে দাঁড়ান সব অনিয়মের বিরুদ্ধে। কখনো গর্জে ওঠে তাদের হাতিয়ার, কখনো কলম, কণ্ঠ, আবার কখনো বা নিজেই ঝাঁপিয়ে পড়েন জীবন বিপন্ন করে।সেরকম এক বীরের প্রতি আপনার কৃতজ্ঞতা দেখে ভাল লাগলো ।
ভালো থাকুন বিদ্রোহী ।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

বোধহীন স্বপ্ন বলেছেন:

কিন্তু আমরা তাকে কতটুকু সম্মান দিতে পারলাম?? জাতি হিসেবে আমরা কতটা অকৃতজ্ঞ!!

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই বীরের প্রতি আমরা কৃতজ্ঞ । ধন্যবাদ বোধহীন স্বপ্ন ।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মুখপোড়া বলেছেন: জানতাম না।
"জঁ ইউজিন পল ক্যুয়ে" কে আমার সংগ্রামী লাল সালাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ব্রো ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

শাহরিয়ার খান রোজেন বলেছেন: ওনাকে লাল সালাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ খান সাহেব ।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

না পারভীন বলেছেন: বিমহিত হলাম এই ঘটনা জেনে । অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ারের জন্য । :)

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ডঃ না পারভীন ।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: বিজয়ের এই মাসে জঁ ইউজিন পল এর প্রতি বিনম্র শ্রদ্ধা । আপনার লেখা থেকে নতুন করে জানতে পেরে ধন্যবাদ আপনাকে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মি মোঃ আনারুল ইসলাম ।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

সাদা আকাশ বলেছেন: "জঁ ইউজিন পল ক্যুয়ে" কে স্যালুট।
সত্যিই জানতাম না এমন পরোপকারী বন্ধুর কথা। আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টা জনিয়ে দেবার জন্যে।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সাদা মনের সাদা আকাশ ।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

সোজা কথা বলেছেন: এই দেশের প্রতি তার ভালবাসা এবং দেশের জন্য কিছু করার তাগিদ মুগ্ধ করেছে।গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি উনার প্রতি।এরকম মানুষদের কথা আরো চাই।শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরেক পর্বে আরেক বিদেশির কথা লিখবো যিনি বাংলাদেশের মুক্তি সংগ্রামে আর্থিক সহায়তার মানশে জাদুঘর থেকে বিখ্যাত এক শিল্প কর্ম চুরি করেছিলেন , এবং বাংলাদেশের জন্য বিশাল অংকের অর্থ দাবী করেছিলেন ।
সোজাকথার সোজাকথা ভালো লাগলো ।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: "জঁ ইউজিন পল ক্যুয়ে" কে শ্রদ্ধাঞ্জলী । :)

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বরাবরের সুহৃদ সেলিম ভাইয়ের জন্য শুভ কামনা ।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: নতুন একটা ঘটনা জানলাম!

পল ক্যুয়ে কে সালাম

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাসুম ভাইকে ধন্যবাদ ।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭

এস এম কায়েস বলেছেন: সেলুট পল ক্যুয়ে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মি এস এম কায়েস ।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এই বিজয়ের মাসে ‘জঁ ইউজিন পল ক্যুয়ে‘কে আমার সংগ্রামী লাল সালাম। ঘটনাটি চোখে পানি এনে দেয়। এদেশের জন্য কত জানা-অজানা মানুষ হাতের মুঠোয় প্রাণ তুলে নিয়েছিলেন। আজ এ সোনার দেশে আগুন জ্বলছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্যি কথা বলেছেন । সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
আপনাকে ধন্যবাদ ।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

ঢাকাবাসী বলেছেন: পল ক্যুয়ের ঐ ঘটনাটি আমাদের মাঝে বেশ উত্তেজনা সৃস্টি করেছিল। আর জাতি হিসেবে আমরা সবসময়ই অকৃতজ্ঞ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্বাধীনের ৪২ বছর পরও যদি আমরা কৃতজ্ঞ হতে না শিখি আর কখন শিখবো ।

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৬

*কুনোব্যাঙ* বলেছেন: এরাই ইতিহাসের সত্যিকারের বীর।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১০০% সহমত মি *কুনোব্যাঙ* ।

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন: আগে জানতাম না। শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মিঃ ।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

মনিরা সুলতানা বলেছেন: জনম দুখী দেশ ,ভিনদেশী রা কাঁদে আমাদের জন্য ,আবার মিরজাফর রা এই দেশেই জন্মায় ...

শ্রদ্ধাঞ্জলি ...

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ মনিরা সুলতানা ।

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

মনিরা সুলতানা বলেছেন: জনম দুখী দেশ ,ভিনদেশী রা কাঁদে আমাদের জন্য ,আবার মিরজাফর রা এই দেশেই জন্মায় ...

শ্রদ্ধাঞ্জলি ...

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পরে পোস্ট দিলাম , পুরনো সুহৃদদের এক সাথে পেয়ে বেশ ভাল লাগছে ।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

খেয়া ঘাট বলেছেন: "জঁ ইউজিন পল ক্যুয়ে" কে আমার সংগ্রামী লাল সালাম।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মি খেয়া ।

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক গর্ব হচ্ছে। এই মানুষটার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসছে। তাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং সালাম।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গর্ব করার মত আরেক বিদেশির কথা আরেক পর্বে লিখবো যিনি বাংলাদেশের মুক্তি সংগ্রামে আর্থিক সহায়তার মানশে জাদুঘর থেকে বিখ্যাত এক শিল্প কর্ম চুরি করেছিলেন , এবং বাংলাদেশের জন্য বিশাল অংকের অর্থ দাবী করেছিলেন ।
ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা ।

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

ভুং ভাং বলেছেন: হাইজ্যাক ঘটনাটি আগেই পড়েছেলাম। স্যালুট এমন বন্ধুদের ।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ভুং ভাং সাহেব ।

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

কালীদাস বলেছেন: ভুলে গিয়েছিলাম হাইজ্যাকের ঘটনাটা।
পোস্টের জন্য থ্যাংকস!

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মিঃ কালীদাস ।

২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

বেঈমান আমি. বলেছেন: পিয়াল ভাই এরকম একটা পোস্ট দিছিলো যত দুর মনে পড়ে।থ্যান্লস শেয়ার করার জন্যে। :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার দুর্ভাগ্য পিয়াল ভাইয়ের পোস্ট টা পড়িনি , আমার এই লিখাও মৌলিক কোন লিখা নয় , সংগৃহীত , জাস্ট শেয়ার বলতে পারেন । ভিন্ন রুপে পুরনো সুহৃদকে পেয়ে খুব ভাল লাগছে ।

২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৯

অদ্বিতীয়া আমি বলেছেন: জানতাম না , অনেক ধন্যবাদ পোস্ট টা দেয়ার জন্য ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ অদ্বিতীয়া আমি ।

২৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০

বৃশ্চিক রাজ বলেছেন:
হ্যাটস অফ ফর জঁ ইউজিন পল ক্যুয়ে।

থেঙ্কস ব্রাদার ফর নাইস শেয়ারিং।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ বৃশ্চিক রাজ ।

২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এই বিষয়টা জানতাম না! আসলেই আমরা অনেক অকৃতজ্ঞ ! উনার জন্য সালাম ও শ্রদ্ধা !

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ঈপ্সিতা ।

৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শতসহস্র অভিনন্দন জঁ ইউজিন পল ক্যুয়েরকে। আমাদেরকে ভালবেসে হাইজ্যাক ঘটনাটি ঘটিয়েছিলেন তিনি জীবনের ঝুকি নিয়ে।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক ।

৩১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

অদৃশ্য বলেছেন:





অসাধারণ এক ঘটনা জানা হলো আজকে... এই গল্পটা কখনো কারও কাছে শোনা হয়নি...

খুবই মজার এবং দেহের রোম দাড়িয়ে দেবার মতো গল্প... তার জন্য অনেক শুভকামনা রইলো...
আর আপনাকে শুভেচ্ছা এমন ঘটনা আমাদের শেয়ার করবার জন্য...


শুভকামনা...

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল মি অদৃশ্য ।
প্রায় সম বিষয় এক পর্ব আজও পোস্ট করলাম ।
পড়ার আমন্ত্রন রইল ।

৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: একজন বিদেশী ব্যাক্তি আমাদের মুক্তিযুদ্ধে জীবনের ঝুকি নিয়েছে। সত্যি চমৎকার উপলব্ধি। :)

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ভাই ।

৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

পথহারা নাবিক বলেছেন: অসাধারন!!

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৩৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

গোলক ধাঁধা বলেছেন: জঁ ইউজিন পল এর প্রতি বিনম্র শ্রদ্ধা ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ।

৩৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

রাহি বলেছেন: সেই মানুষটির প্রতি শ্রদ্ধা রইল। আগেই পড়েছিলাম। তবে নামটা ভুলে গিয়েছিলাম। এবার মনে রাখব। ধন্যবাদ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার পরবর্তী দুটি পোস্ট পড়ার আমন্ত্রন রইল । ধন্যবাদ ।

৩৬| ০১ লা জুলাই, ২০১৫ রাত ৮:০৮

অাল অামীন বলেছেন: প্রিয় লেখক,
অাপনার সাথে যোগাযোগ করতে চাই। আমার ই-মেইল: [email protected], Facebook: /zahid.alamin
আপনার লেখা ও লেখার বিষয়বস্তু বেশ ভালো লেগেছে, আপনার অনুমতি থাকলে আমরা ঢাকা থেকে প্রকাশিত একটি ভিন্নধর্মী সাপ্তাহিক পত্রিকায় আপনার এই লেখাগুলি কয়েকটি পর্বে প্রকাশ করতে চাই। আপনার উত্তরের অপেক্ষায়।

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অাল অামীন ভাই , আপনার কমেন্টটা আজকের আগে আমার নজরে আসেনি । দুঃখ প্রকাশ করছি ।

৩৭| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৩

অনির্বাণ রায়। বলেছেন: সত্যি মুগ্ধ করার মত :D

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নোটিফিকেশন শো করেনি, তাই পুরো দুই বছর পরে রিপ্লাই দিচ্ছি সাথে দুঃখ প্রকাশ করছি , ধন্যবাদ অনির্বান রায়।

৩৮| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৫

নিশাত সুলতানা বলেছেন: অনির্বাণ রায়। আপনার সাথে আমিও একমত ।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নিশাত সুলতানা

৩৯| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৮

নিশাত সুলতানা বলেছেন: অনির্বাণ রায়। আপনার সাথে আমিও একমত ।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নিশাত সুলতানা B-)

৪০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জানতাম না। এত সুন্দর একটি ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ লিটন ভাই।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক আগের পোস্ট! আপনি আবার কইত্থেইকা আইলেন সম্রাট ভাই।

৪১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হঠাৎ চোখে পড়ে যাওয়ায় পুরোটা পড়লাম। সত্যিই এসব ঘটনা মনে অন্যরকম অনুভূতির জন্ম দেয়।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন সম্রাট ইজ বেস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.