নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

একাত্তরের স্মরণীয় ভিন দেশী সুহৃদ গন ( একটি ছবি ব্লগ ) - ১ ।

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫১

আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে আমাদের পাশে পেয়েছিলাম ভিন দেশী কিছু স্মরণীয় সুহৃদকে যারা নিজের জীবন বাজী রেখে , দেশ কালের সীমা অতিক্রম করে আমাদের সেই মহাক্রান্তিকালে পাশে দাঁড়িয়েছিলেন, বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত ।

১৯৭১ সনে যাদের গর্জে ওঠেছিল হাতিয়ার, কারো কলম,কারো কণ্ঠ, আবার কখনো বা নিজেই ঝাঁপিয়ে পড়েছিলেন জীবন বিপন্ন করে।

বিজয়ের এই মাসে সশ্রদ্ধ চিত্তে তাঁদের স্মরণ করে এই ছবি ব্লগ ।



১/ ডব্লিউ এ এস ওডারল্যান্ড





বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী ।স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ সমরে অংশগ্রহন করার জন্য এই খেতাবে ভূষিত হন তিনি। টঙ্গীস্থ বাটা সু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এই অস্ট্রেলিয়ান ।

২ / পন্ডিত রবি শংকর





রবি শঙ্করের সেতার আর হ্যারিসনের গাওয়া বাংলাদেশ গানটি বাংলাদেশের অসহায় মানুষের কান্নার রোলকে পৌছে দিয়েছিল বিশ্বের দরবারে, নাড়িয়ে দিয়েছিল বিশ্ব বিবেক।



৩/ আরউইন অ্যালেন গিন্সবার্গ





আমেরিকার বিখ্যাত কবি । ৭১এ এদেশের মানুষের দুঃখ দুর্দশা স্বচক্ষে দেখে দেশে গিয়ে ঐতিহাসিক এক কনসার্টের আয়োজন করেন । যার আয়ের সমুদয় অর্থ বাংলাদেশ তহবিলে দান করেন ।

৪/ জর্জ হ্যারিসন



‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর বিটলস ব্যান্ডের জাদুকর জর্জ হ্যারিসন। তার কন্ঠে উচ্চারিত হল- বাংলাদেশ বাংলাদেশ, হোয়ার সো ম্যানি পিপল আর ডায়িং ফাস্ট... আই হ্যাভ নেভার সীন সাছ ডিস্ট্রেস... জেনে যায় বিশ্ববাসী, রচিত হয় মানবতার জয়গান। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী নিজ দেশের সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বন্ধু পন্ডিত রবি শঙ্করের আহবানে সাড়া দিয়ে এগিয়ে এলেন তিনি।



৫/ এডওয়ার্ড কেনেডি



মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি ১৯৭১ এ ভারতে বাংলাদেশী শরনার্থী শিবিরগুলোতে ঘুরে ঘুরে তাদের অবর্ননীয় মানবেতর জীবন যাপনের করুণ চিত্র নিজ চোখে দেখেন। মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি ১৯৭১ এ ভারতে বাংলাদেশী শরনার্থী শিবিরগুলোতে ঘুরে ঘুরে তাদের অবর্ননীয় মানবেতর জীবন যাপনের করুণ চিত্র নিজ চোখে দেখেন। পূর্ববাংলা ও ভারতের সংকট নিয়ে সিনেটর কংগ্রেসের যে সাত দফা সুপারিশ করেন ।



৬/ অ্যান্থনি মাসকারেনহাস







জন্মসূত্রে ভারতীয় গোয়ানীজ এবং বসবাস সূত্রে পাকিস্তানী, পেশায় সাংবাদিক। একাত্তরের এপ্রিল মাসে করাচীস্থ ‘দি মর্নিং সান’ পত্রিকার সাংবাদিক হিসেবে আরও কয়েকজনের সাথে কিছুদিন এদেশে কর্মরত ছিলেন। পাকিস্তান সরকারের উদ্দেশ্য ছিল তারা পুর্ব পাকিস্তানের অবস্থা সম্পর্কে সারা বিশ্বে ইতিবাচক সংবাদ প্রচার করবে যাতে বিশ্ববাসী এদেশের প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে না পারে। অন্য সব সাংবাদিক তাদের ইচ্ছামত কাজ করলেও বাদ সাধলেন একজন, তিনি অ্যান্থনি মাসকারেনহাস।

৭/ সায়মন ড্রিং





সায়মন ড্রিং, বাংলাদেশীদের জন্য একটি পরিচিত নাম। একাত্তরে আমাদের মহান মুক্তিযুদ্ধে গণহত্যার প্রত্যক্ষদর্শী প্রথম বিদেশী সাংবাদিক যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সরেজমিন প্রতিবেদন তৈরী করে সারা বিশ্বকে জানিয়ে দেন পাকিস্তানী বাহিনীর লোমহর্ষক নির্যাতন, নৃশংসতা ও গণহত্যার চিত্র।

৮/ জে এফ আর জ্যাকব





আমাদের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা বিদেশী বন্ধুদের মধ্যে ভারতের লে. জেনারেল (অব.) জে এফ আর জ্যাকব হচ্ছেন বাংলাদেশের অনেক বড় সুহৃদ। মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ ভুমিকার কারণে আমাদের বিজয় ত্বরান্বিত হয়েছিল। একাত্তরে তিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফ, তখন তার পদমর্যাদা ছিল মেজর জেনারেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের মুক্তিযুদ্ধে রেখেছিলেন অসামান্য অবদান।

৯/ সিডনি শ্যানবার্গ



একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি সৈন্যবাহিনী সব বিদেশি সাংবাদিকদের ঢাকার তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালে (বর্তমানে রূপসী বাংলা) বাধ্যতামূলকভাবে আটকে রাখে। সেই রাতেই ১১টার পর পাক সৈন্যরা পূর্ব পাকিস্তানের বেসামরিক বাঙালি নাগরিকদের ওপর চালায় এক নারকীয় গণহত্যা । হোটেলে আবদ্ধ সাংবাদিকরা তাদের হোটেলের জানালা দিয়ে ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র সজ্জিত সেনাবাহিনীদের যেতে দেখেছেন। পাকিস্তানি সৈন্যরা যখন সবাইকে এক জায়গায় আটকে রাখার জন্য হন্যে হয়ে হোটেলে তল্লাশি চালাচ্ছিল, তখন তাদের ভেতর মাত্র দু'জন বিদেশী সাংবাদিক পালাতে সক্ষম হয়েছিলেন। তাদের একজন হলেন লন্ডনভিত্তিক ডেইলি টেলিগ্রাফের সাইমন ড্রিং এবং অন্যজন ছিলেন নিউইয়র্ক টাইমসের সিডনি শ্যানবার্গ।



১০/ স্যার উইলিয়াম মার্ক টালি







একাত্তর, উত্তাল সারাদেশ। সর্বত্রই মানুষের মুখে শুধু যুদ্ধের আলোচনা, সচেতন বাঙালি মাত্রই সর্বদা জানতে আগ্রহী ছিল কোথায় কি ঘটেছে আর এর জন্য সবাই উন্মুখ হয়ে থাকতো একাত্তরের বিবিসিতে একটি কন্ঠ শোনার জন্য। একাত্তরের বিবিসি মানেই মার্ক টালি। তখনকার দিনে যুদ্ধের আলোচনা উঠলেই অনেকেরই প্রশ্ন ছিল বিবিসিতে আজ কি বলেছে মার্ক টালি? ধনাঢ্য ইংরেজ পরিবারের সন্তান মার্ক টালির জন্মস্থান কোলকাতা। বাবা বৃটিশ হলেও মা ছিলেন বাংলাদেশের নেত্রকোনার মেয়ে। তাইতো বাংলাদেশের সাথে তার সম্পর্ক নাড়ির।

আজ এ পর্যন্তই । পোস্ট টি পড়ার ও দেখার জন্য আপনাকে ধন্যবাদ ।

মন্তব্য ৮৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২

পাঠক১৯৭১ বলেছেন: ভালো।

তবে, মায়ের খবর না নিয়ে মাসির গল্প হচ্ছে?

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের দুঃসময়ে যে সব '' মাসিরা '' আমাদের জন্য দরদ দেখিয়েছেন , আমার মনে হয় কৃতজ্ঞতা বোধ থেকে হলেও তাদের গল্প বেশি বেশি করা উচিত ।
আপনাকে ধন্যবাদ ।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৩

আমিনুর রহমান বলেছেন:




প্রিয়তে +++

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭

মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্টে ভালোলাগা লিটন ভাই ++

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্য শুভ কামনা ।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭

বেঈমান আমি. বলেছেন: আপনার ইদানিংকার পোস্টগুলো লা জবাব।গুড জব ব্রো। :)

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যাপক লজ্জার ইমো ।
ধন্যবাদ ।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল। আমরা বড়ই অকৃতজ্ঞ!

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মিঃ ঢাকাবাসী ।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২

পথহারা নাবিক বলেছেন: ভালো লেগেছে!! ধন্যবাদ!!

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার ইদারনিংকার প্রায় সকল পোস্টের পাঠক ( যদিও সব অখাদ্য ) পথহারা নাবিক ভাইকেও ধন্যবাদ ।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

সুমন কর বলেছেন: গ্রেট ওয়ার্ক। শেয়ার করার জন্য ধন্যবাদ।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সুমন কর ।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: চমৎকার পোস্টে +++++++++++ আশা করি সামনে আরো ভাল ভাল লেখা পাব।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মোঃ আনারুল ইসলাম ।

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

গোলক ধাঁধা বলেছেন: চমৎকার পোস্ট

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ।

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪

শুঁটকি মাছ বলেছেন: খুব ভাল পোস্ট!!!!!!!! :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর ''শুঁটকি মাছ'' এর কমেন্ট পেয়ে ভাল লাগছে ।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

সায়েম মুন বলেছেন: গুড! পোস্টে অনেক ভাললাগা রইলো।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সামু ।

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৮

মাহমুদ০০৭ বলেছেন: প্রিয়তে নিলাম ভাই :)
ভাল থাকবেন ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ভাল থাকবেন মাহমুদ ।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২০

হেডস্যার বলেছেন:
চমৎকার। +

তাদের জন্য শ্রদ্ধা।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনুপ্রানিত হলাম , ধন্যবাদ ।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনুপ্রানিত হলাম , ধন্যবাদ ।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

অনীনদিতা বলেছেন: :)
চমৎকার পোস্ট।

ভালো থাকুন সবসময়:)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনীনদিতাআআআআআআআআআআআ।
আপনার জন্য আপনার আপু শয্যাশায়ী , আপনি যেখানেই থাকুন ফিরে আসুন , আমরা সেই ''অকাল কূষ্মাণ্ড'' টাকে মেনে নিতে রাজি আছি ।

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

ইখতামিন বলেছেন:
প্লাস, প্রিয়তে :)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্লাস এর জন্য ধন্যবাদ ।

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

ইখতামিন বলেছেন:
প্লাস, প্রিয়তে :)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রিয়তের জন্যও :)

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

ওয়াসিম আজাদ বলেছেন: এটা মাসির গল্প নয়। এটা আমার মায়ের-ই গল্প কিন্তু এসব ভিনদেশীগন আমার মা-কে যতটা ভালবাসতে পেরেছে আমরা আজ অব্দি তা পারিনি। ধন্যবাদ গিয়াসলিটন। অনুপ্রানিত হলাম।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার চমৎকার উপলব্ধির জন্য ধন্যবাদ ওয়াসিম আজাদ ।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

মেহেরুন বলেছেন: খুব চমৎকার একটা পোস্ট ভাইয়া। কেমন আছেন??

২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি ।

২০| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

ইখতামিন বলেছেন:
শুভ নিউ ইয়ার :)

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ইখতামিন , আপনাকেও নিউ ইয়ারের শুভেচ্ছা ।

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার একটি পোস্ট । পোস্টে ভাল লাগা হাজারটা,,,,,,,,,,,,,,

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা ।

২২| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮

শায়মা বলেছেন: ভীনদেশী এই মহানুভব মানুষদেরকে জানাই শ্রদ্ধা!!

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকদিন পর শায়মাকে দেখে ভাল লাগছে । ধন্যবাদ শায়মা ।

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সবাইকে গভীর শ্রদ্ধা।
শ্রীমতি ইন্দিরা গান্ধির নাম ও ছবি থাকা উচিৎ ছিল,যে নাকি সারা ভারতবাসীর উপর এক রুপী করে ট্যাক্স বসিয়েছিল বাংলাদেশের সাহায্যের স্বার্থে।
যাদের নাম

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশ্যই শ্রীমতি ইন্দিরা গান্ধির নাম ও ছবি থাকা উচিৎ ছিল, যা পরের পর্বে ছিলও , সময় স্বল্পতায় ওই পোস্ট টি ডিসেম্বর মাসে দেয়া যায়নি । আপনাকে ধন্যবাদ মি মোহাম্মদ মজিবর রহমান ।

২৪| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি সেলিম ভাই ।
লগিন করা না হলেও সব সময় সামুর সাথেই আছি ।

২৫| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি , আপনার লিখাও সব সময় পড়া হয় বাট লগইন করা হয়না প্রায়ই তাই কমেন্ট করতে পারি না ।

২৬| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :)

২৭| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :)

২৮| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :)

২৯| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :) :)

৩০| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :) :) :)

৩১| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :) :) :) :)

৩২| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :) :) :) :) :)

৩৩| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :) :) :) :) :) :)

৩৪| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :) :) :) :) :) :) :)

৩৫| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :) :) :) :) :) :) :) :)

৩৬| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :) :) :) :) :) :) :) :) :)

৩৭| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

৩৮| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

৩৯| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

৪০| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই এত দিন কোথায় ছিলেন........

কত যুগ পরে আপনার আগমন হলো


ভাল আছেন নিশ্চয়ই ।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

৪১| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:০৯

কালের সময় বলেছেন: দেশের এই চরম অবস্থায় একদম একটি সময় উপযোগী পোষ্ট করেছন

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মি. কালের সময় ।

৪২| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

আরজু পনি বলেছেন:

খুব ভালো একটি কাজ করেছেন ।
সাধুবাদ জানাই।

কেনেডির অংশে রিপিট হয়েছে, একটু দেখবেন।
শুভেচ্ছা রইল, গিয়াস লিটন ।।

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সুক্ষ পর্যবেক্ষণ ক্ষমতা ভাল লাগলো ।সময় করে ঠিক করে নেব । মনযোগী পাঠক আরজুপনিকে ধন্যবাদ ।

৪৩| ২৭ শে জুন, ২০১৪ রাত ১০:১৩

যুবায়ের বলেছেন: চমৎকার পোষ্ট...
ভালোলাগা+

২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই ।

৪৪| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৫

রাজিব বলেছেন: চমৎকার পোষ্ট। আশা করি যতদিন বাংলাদেশ থাকবে বাঙালিরা তাদের কথা মনে পড়বে। এমন একদিন আসুক যেদিন বাংলাদেশের প্রতিটি মা তাদের সন্তানদের এইসব বিদেশীদের মহত্বের কথা শোনাবে।

২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর সময় পেয়ে কমেন্ট গুলোর রিপ্লাই দিতে বসলাম ,
আপনার কমেন্ট পেয়ে ভাল লাগল ।ধন্যবাদ রাজিব ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.