নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
পুত্রের মহা আগ্রহ , সে গো-হাট পরিদর্শন করিবেক । তাহার মাতৃ কতৃক , বৃষদিগের পদাঘাত কিংবা শিঙ্গাঘাত খাইবার ভীতি প্রদর্শনে পুত্র মোটেই বিচলিত হইল না , উপরন্তু হাস্যমুখে এমন ভঙ্গিমা করিল যেন বৃষাঘাত কোন মজার বিষয় হইবেক ।
অদ্য বুধ বার যথা সময়ে দোহে মিলে গোহাটে পদার্পন করিলাম ।
সহস্রাধিক পশুর মহাসম্মিলন দর্শন ,
পুত্রের জীবনে এই প্রথম । তার হাস্য ক্ষনে ক্ষনে আকর্ণ বিস্তৃতি লাভ করিতেছে ।
মৈনাক পর্বত সম নেপালী বৃষ দর্শন করাইলাম , হস্তিবৎ মহিষও বাদ রহিল না ।
তাহার ছাগ দর্শনের আগ্রহ লাঘবে সবে কদম সঞ্চালন করিতেছি তৎসময়ে বিপত্তিটা বাঁধিল ।
এতক্ষনে পুত্র "গরুর হাগু" হইতে নিজের পদযুগল কে সযতনে রক্ষা করিয়াছিল । এইক্ষনে অসতর্কতা বশত তাহার দক্ষিন পদ একদলা গোবিষ্ঠায় নিক্ষিপ্ত হইল ।
তাহার ভয়ার্ত চিৎকার শ্রবন করিয়া , কোন দুর্বৃত্ত ষাঁড় কতৃক আঘাতপ্রাপ্ত হইল কিনা ভাবিত হইয়া বিচলিত হইলাম ।
পরক্ষনেই চিৎকারের হেতু অনুধাবন করিয়া তাহাকে আলগাইয়া পূস্কুরিনী ঘাটে ঢন্ডায়মান করাইলাম ।
তাৎক্ষনিক সিদ্দ্বান্তে পুত্র অর্ধসহস্র মূল্যমানের পাদুকা জোড়া পুস্কুরিনীতে নিক্ষেপ করিল । এই অনাচার সংযুক্ত পাদুকা সে পদে পুনস্থাপন করিবে না ।
উত্তম রূপে পদদ্বয় ধৌত করাইবার পরবর্তিতেও , সাবানবিহীন এই ধৌত কর্ম তাহার মনপুত হইতেছিল না ।
শুধইলাম , তাহা হইলে এক কর্ম সম্পাদন করি ; তোমার পদদ্বয়ও পাদুকাবত পুস্কুরিনীতে নিক্ষেপ করিয়া দেই ?
দেখিলাম পদের প্রতি পুত্রের বড়ই মায়া , সে পদত্যাগ করিতে মোটেই আগ্রহী নহে ।
ভাবিলাম , আমাদের উজীর নাজীর গন যেইখানে , মনুষ্য বিষ্টাবৎ দুর্নিতীতে পদঙ্খলিত হইয়াও পদত্যাগে রাজী থাকেন না , সেইখানে সামান্য গো-বিষ্টায় পদার্পন করিয়া আমার পুত্রই বা কেন পদত্যাগ করিবে ?
২| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৭
ঢাকাবাসী বলেছেন: বেশ মজার।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৩| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৯
নীল জোসনা বলেছেন: দারুন লিখেছেন ।
পড়ে মজা পেয়েছি ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৪| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৩
জুন বলেছেন: আমাদের উজীর নাজীর গন যেইখানে , মনুষ্য বিষ্টাবৎ দুর্নিতীতে পদঙ্খলিত হইয়াও পদত্যাগে রাজী থাকেন না , সেইখানে সামান্য গো-বিষ্টায় পদার্পন করিয়া আমার পুত্রই বা কেন পদত্যাগ করিবে ?
ঠিকইতো গিয়াসলিটন
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৫| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৬| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ নীল জোসনা ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৭| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কমেন্ট পেয়ে ভাল লাগছে । @জুন ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৮| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: পদের প্রতি পুত্রের বড়ই মায়া , সে পদত্যাগ করিতে মোটেই আগ্রহী নহে ।
ভাবিলাম , আমাদের উজীর নাজীর গন যেইখানে , মনুষ্য বিষ্টাবৎ দুর্নিতীতে পদঙ্খলিত হইয়াও পদত্যাগে রাজী থাকেন না , সেইখানে সামান্য গো-বিষ্টায় পদার্পন করিয়া আমার পুত্রই বা কেন পদত্যাগ করিবে ??/
অতি ন্যায্য ভাবনা!!
তাইতো বলি এত এত ঘটনার পরও বেহায়া নিলর্জ্জের মতো তাহারা কেনু ক্ষমতা আকড়াইয়া থাকে- তাহাদেরও পদের প্রতি খুবই মায়া
আহা কি দারুন ঈদ উপহার দিলেন পিতা-পুত্র মিলে!!
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৯| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ভৃগু ভাইকে ধন্যবাদ ।
১০| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:০৫
এহসান সাবির বলেছেন: দারুন লিখেছেন লিটন ভাই।
১১| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উৎসাহিত কররার জন্য এহসান সাব্বিরকে ধন্যবাদ ।
১২| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ২:২৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অন্ধবিন্দু বলেছেন:
হাহ হাহ হা। পদযুক্ত চতুষ্পদে পদাহত দেখছি
হাসতে হাসতে শেষ। লিটন ভাই রকজ, আর তাহার পুত্র সুপার রকজ
১৩| ০৩ রা অক্টোবর, ২০১৪ ভোর ৬:১৭
সাফকাত আজিজ বলেছেন: মচতকার......।!
১৪| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন:
শেষের কয়লাইনে আগুন জ্বালাইয়া দিয়াছেন ভ্রাতা
ভালো থাকবেন , ঈদের আগাম শুভেচ্ছা
১৫| ০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম কমেন্টা এতদিন শো করেনি তাই অন্দ্ববিন্দুকে ধন্যবাদ জানাতে দেরী হল ।
১৬| ০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রানিত হলাম ।
@ বোকা মানুষ বলতে চায় ।
১৭| ০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কমেন্টও -
সাফকাত আজিজ @
১৮| ০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অগ্নি সংযোগের অজুহাতে আবার মামলায় ফাঁসিয়ে দিয়েন না অপূণর্ ভাই ।
১৯| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:২১
লিরিকস বলেছেন: আপনি খুব মজা করে লেখেন।
২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৮:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ লিরিকস ।
২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৩২
মামুন রশিদ বলেছেন: দেখিলাম পদের প্রতি পুত্রের বড়ই মায়া , সে পদত্যাগ করিতে মোটেই আগ্রহী নহে নাইস !!
২২| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই ।
২৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৫০
আবু শাকিল বলেছেন: দারুন লেখনী শক্তি ।
২৪| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:২২
কল্লোল পথিক বলেছেন: অতীব চমৎকার
২৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবু শাকিলের কমেন্টে লজ্জা পেলাম , উৎসাহ ও ।
২৬| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ।
২৭| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৬
আমি ময়ূরাক্ষী বলেছেন: উত্তম রূপে পদদ্বয় ধৌত করাইবার পরবর্তিতেও , সাবানবিহীন এই ধৌত কর্ম তাহার মনপুত হইতেছিল না ।
শুধইলাম , তাহা হইলে এক কর্ম সম্পাদন করি ; তোমার পদদ্বয়ও পাদুকাবত পুস্কুরিনীতে নিক্ষেপ করিয়া দেই ?
দেখিলাম পদের প্রতি পুত্রের বড়ই মায়া , সে পদত্যাগ করিতে মোটেই আগ্রহী নহে ।
ভাবিলাম , আমাদের উজীর নাজীর গন যেইখানে , মনুষ্য বিষ্টাবৎ দুর্নিতীতে পদঙ্খলিত হইয়াও পদত্যাগে রাজী থাকেন না , সেইখানে সামান্য গো-বিষ্টায় পদার্পন করিয়া আমার পুত্রই বা কেন পদত্যাগ করিবে ?
হা হা বড়ই অসাধারণ রচনা। জীবন হইতে নেওয়া রম্য! শুভকামনা পিতা পুত্রের প্রতি।
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্ত্বব্যে অনুপ্রানিত বোধ করছি ।
আপনার জন্য শুভ কামনা ।
২৮| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৭
জাফরুল মবীন বলেছেন: হাঃ হাঃ হাঃ
ক্ষমা চাচ্ছি ভাই এত মজার পোস্টটি চোখ এড়িয়ে গিয়েছিলো
আপনাকে অনুসরণে নিলাম যাতে ভবিষ্যতের পোস্ট মিস না হয়
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ফুটপ্রিন্ট পেয়ে সন্মানিত বোধ করছি ,আনন্দিতও ।
২৯| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১০
এম এম করিম বলেছেন: ভয়াবহ মজার লেখা লিখেছেন ভাই। অনুসরণে নিলাম।
ভালো থাকুন, লিখতে থাকুন।
১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মজার কমেন্টেও মজা পেলাম ।
অনুসরনে ? জাফরুল মুবিন ভাইয়ের মত আপনিও লজ্জায় ফেললেন ।
আপনাকে ধন্যবাদ ।
৩০| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
সুমন কর বলেছেন: মজা পাইলাম !!!!
১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একজন ব্লগারের কমেন্ট পেয়ে ভাল লাগছে ।
ধন্যবাদ সুমন কর ।
৩১| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা , দারুণ লিখেছেন।
৩২| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
রেজওয়ানা আলী তনিমা
৩৩| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৯
লিরিকস বলেছেন: আমরা তখন উসাইন ভোল্টের বাপ । ( রম্য )
এই গল্পের মত করে আরেকটা গল্প দিন যেটা পড়ে সেলিম আনোয়ার ভাই আবার নিয়মিত হবেন
২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার পুরনো পোস্টের কথা মনে রেখে পুনঃ কমেন্ট করেছেন দেখে ভাল লাগলো ।
সত্যিই সেলিম আনোয়ার ভাইকে মিস করছি ।
৩৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১
মনিরা সুলতানা বলেছেন: ভাতিজার পদযুগলের প্রতি আপনার এহেন অবিবেচক মন্তব্যের তেব্র নিন্দা জ্ঞ্যাপন করিতেছি ।
১৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোলাটা ইনিয়ে বিনিয়ে এই পয়েন্টটাই তার মাকে লাগাইছিল , তখন একবার দৌড়ানি খাইছি , এখন আপনি আবার আইছেন কাটা ঘায়ে শিরিষ কাগজের ডলা দিতে ।
সেন্ডেল গুলি তো আমাকেই কিনে দিতে হয়েছে ।
সব মহিলারাই এক !
৩৫| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫২
মনিরা সুলতানা বলেছেন: না সব পোলার মা খালারা ই এক
১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "না সব পোলার মা খালারা ই এক "
ভালো করলে "আমার ছেলে" , খারাপ করলে "তোমার পোলা " !
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:২৩
অন্ধবিন্দু বলেছেন:
হাহ হাহ হা। পদযুক্ত চতুষ্পদে পদাহত দেখছি