নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

পোষাকের বিবতর্ন ; আমার মুখর্তা ( রম্য )

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২



৭০ এর দশকের বেল্টবটম প্যান্ট ।

পায়ের গোড়ালীর কাছে ঝুল ছিল পৌনে ২ হাত । এক হাতার সাথে আরেক পায়ের প্যাঁচ লেগে পরিধান কারীর উষ্ঠা খাওয়া ছিল নিয়মিত ঘটনা। প্যান্টের এই ঝুলের হাত থেকে পথচারীরাও নিরাপদ ছিলনা ।

এদের পেন্টের হাতার বাইড়া বাইড়ি দেখে "সর সর খায়ালাইবো " বলে পথচারীরা নিরাপদ দুরত্বে সরে যেত ।

এরপর এলো উপরে ঢোলা গোড়ালীতে সরু প্যান্ট । পকেট ছিল দেড় হাত ডিপ । কলেজের বই খাতা

সব এক পকেটে ।

তখনকার বেশির ভাগ ছাত্র ধুম্র এস্তেমাল করতো ।

ধুম্র কেনার ফাইনানসিয়াল ক্রাইসিস অনুভুত হলে , এদের দৃষ্টি নিবন্দিত হতো পারিবারীক কোষাগার চালের মোটকার উপর ।

আমার ১ভাতিজা তো একবার এই পেন্টের পকেটে করেই ৪ সেরের চালান মুদি দোকানে খালাস করেছিল ।

পরে এলো ছিপা প্যান্ট । শরীরের সাথে একদম ফিটিং , আবছা আলোয় দিগম্বর বলেই মনে হতো ।

ঘন্টা আধেকের চেস্টাতেই এই প্যান্ট পরে ফেলা যেত , কারো সহযোগিতা ছাড়া খোলাতো দুরের কথা তিন জনের সহযোগিতায় ও ঘন্টা খানেক সময় লাগতো ।

২ঃ-

একদিন কলেজ পড়ুয়া এক নাতী কে দেখে হাহাকার করে উঠলাম ।

- হায় হায় জাইংগা পরে বাজারে বাজারে ঘুরছেন ? এত ভুলোমন হলে চলে ?

একটা গামছা কিনেছিলাম , ওটা বাড়িয়ে দিয়ে বললাম , এখনো বেশী মানুষ দেখেনি ,তাড়াতাড়ী পরে ফেলুন ।

আমার জাগতিক জ্ঞানের সিমাবদ্দ্বতায় নাতী বড়ই মর্মাহত হলেন ।

- জাইংগা কোথায় দেখলেন ?

- তো ?

- এটাতো শর্ট পেন্ট । এখন তো এটাই ফ্যাশন ।

লজ্জিত হয়ে ,আমতা আমতা করে বললাম আমরাতো এইসব পেন্টের নিচে পরতাম ।



৩ঃ-

আমেরিকা ফেরত আমার এক তালতোকে পাত্রীপক্ষ দেখতে এসেছে ।

বাজারেই কথা বার্তা হচ্ছে । মেয়ের বাবা , দুলাভাই, ছোটবোন উপস্থিত ।

কথা বার্তার এক পর্যায়ে তালতোর কানে কানে বললাম , তালতো অবস্থা ভয়াবহ !

তিনি কিছুটা সরে এসে বললেন - মেয়ে কারো সাথে পলাইছে নাকি ?

বললাম - আরে না ! আরো ভয়াবহ !

আপনার পাছার উপর দেখছি প্যান্ট ছিঁড়া ।

তালতো পশ্চাতদেশে হস্ত সঞ্চালন করে হো হো করে হেঁসে বললেন , ধুর মিঞা এটা ছিঁড়া নয় , ফ্যাশন ।

আমার প্যান্টের সামনে পিছনে কোথাও ছেঁড়া না থাকার পরও আমি লজ্জিত হলাম ।



ছিঁড়া প্যান্টের কারনে অবশ্য বিয়েটা ভেংগে গিয়েছিল । এতে যতটা দুঃখ পেয়েছিলাম ,পুলক বোধ করেছিলাম তারও বেশী । ফ্যাশন না বোঝা আমার দলে আরো অনেক বেরসিক আছে দেখে ।

৪ঃ-



নেটের কল্যানে বিশ্ব এখন হাতের মুঠোয় ।

ফ্যাশনের আপডেট না জেনে আর শরমিন্দা হতে চাইনা ।

তাই নেটে ঘুঁতাঘুঁতি করে ফ্যাশনের খোঁজ খবর রাখছি ।

গতকাল নেটে ছবির এই ফ্যাশনগুলির সাথে পরিচিত হলাম ।

বড়ই তৃপ্ত বোধ করছি ।

নয়তো কারো পরনে এই পোষাক দেখে নাংগু বাবা টাবা বলে বসতাম ।



১ ।



২।

{ অনেকদিন পর ল্যাপি নিয়ে বসলাম ।

কয়েকটা কি প্যাড বিট্রে করছে তাই অনেকটা নিরস ও সংক্ষিপ্ত

( অবশ্য কি প্যাড বিট্রে না করলেও ফাটাফাটি কিছু হয়ে যেতনা , আমার অতীত ইতিহাস এমতঃই সাক্ষ্য দেয় । ) }

মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++

হাহাহহাহা কি কমু ! বাক্রুদ্ধ হইয়া গেছি ভ্রাতা =p~

ভালো থাকবেন :)

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' বাক্রুদ্ধ '' ? =p~ =p~ =p~
বুচ্চি এবার শব্দের বিবর্তন নিয়ে লিখতে হবে =p~ =p~ =p~

২| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

 বলেছেন: ++ :D :D

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :D :D =p~ =p~

৩| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

তার ছিড়া আমি বলেছেন: ভাই, আপনাকে আমার লাল সালাম।
আপনি আমার মনের কথাগুলি কইয়ালাইছেন।

আপনাকে আরেক্খান স্যালুট মারলাম.....//////./././././.

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্যালুটের দরকার নাই তার ভাই , লিখাটি পড়ে কমেন্ট করেছেন এতেই ভাল লাগছে ।
শুভেচ্ছা নিবেন ।

৪| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা সেই জন্যই বোল্ড করে দিয়েছি । বাকরুদ্ধ ঠিক জমে না । মনে হয় কিছু বলতে পাড়ে । কিন্তু আপনি যখন বাক্রুদ্ধ , মানে হল আপনি আক্ষরিক অর্থেই বাকরুদ্ধ ;)



ভ্রাতা শব্দটার মতো বাক্রুদ্ধ কেও একটি ট্রেড মার্কে পরিণত করিবার নিয়ত করিতেছি :)

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাষা জীবন্ত , এর বিবর্তন হতেই পারে , ট্রেড মার্কটির ব্যাপক প্রসারে অবদান (?) রাখার ইচ্ছা আছে । ;) ;)

৫| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

ইমরান আশফাক বলেছেন: ফ্যাশন বটে! :D

আমাদের বাসায় পড়ে থাকা ছেড়া ন্যাকড়াগুলো এবার ভালো দামে বেচতে পারবো এদের কাছে। :-B

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' পাতিল ধরার '' গুলিও ফেলে দেয়া যাবেনা ইমরান আশফাক ভাই । :D :D

৬| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

অপু তানভীর বলেছেন: B-)) B-)) B-)) B-))

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :D :D :D :D

৭| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: হাহা হায়রে আল্লাহ । মজা পাইলাম ।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :D :D :D

৮| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফ্যাশনের খেতাপুরি! অই মুইড়া ঝাটা (ঝাট দিতে দিতে যা প্রায় শেষাবস্থায়) নিয়া আয়তো.. আইজ এইগুলার হুশ ফিরাই X( :-/ :P =p~ =p~ =p~ =p~

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাইয়ের কমেন্ট পড়ে হাসতেই আছি ।
অপেক্ষায় থাকলে হয়তো দেখতে পাবো অই ''অই মুইড়া ঝাটা '' দিয়াও তারা লকেট বানাইছে =p~ =p~ =p~

৯| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: আমার ধারণা পোষাক বৃত্তাকারে বিবর্তিত হয়। পুরনো ফ্যাশন নতুন করে আসে তবে সাথে নিয়ে আসে কিছু ফিউশন। পোষ্টের ছবি দেখে একটু বিভ্রান্ত হলাম। নগ্নতার দিকে খেয়াল রেখে মেয়েদের পোষাক তৈরী হয় কিন্তু ছেলেদের পোষাকেও এটার গুরুত্ব থাকে এটা সম্ভবতঃ নতুন একটা ধারণা। অবশ্য গে দের জন্যও হতে পারে এ পোষাক। তবে পোষাকে গরীবী হাল দেখে আমাদের আশাপ্রদ হওয়া উচিত কারণ তাতে ভবিষ্যতে আমাদের পোষাক ডিজাইনের বাজার অত্যন্ত উজ্জ্বল, গুলিস্তান বা ফার্মগেট ওভারব্রিজে একটা ঘুরনা দিলেই চুড়ান্ত গরীবী হালের পোষাকে লাইফ প্রদর্শনী পাওয়া যাবে। একই সাথে আমাদের ভিক্ষুক সম্রদায়ের কর্ম সংস্থানের একটা উপায় হিসেবে বিভিন্ন ফ্যাশন শোতে হাজির করা যাবে।

২১ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবে কি সভ্যতা আবার ছাল বাকলে ফিরে যাবে ?
ভিক্ষুক সম্রদায়ের কর্ম সংস্থানের ধারণায় কিছুটা আশার সঞ্চার হল । =p~ =p~ =p~
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ *কুনোব্যাঙ* ।

১০| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

জাফরুল মবীন বলেছেন: সুপার পোস্ট =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

+++++++++++++++++++++++++++++++++++++++++

২১ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জাফরুল মবীন ভাই ।

১১| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

মামুন রশিদ বলেছেন: এইগুলানরে কৈ পান :P

২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঠিক এরকম না হলেও এর কাছাকাছি পোশাকে ইনারা আমাদের আশেপাশেই আছেন । :P :P

১২| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১

আমি ব্লগার হইছি! বলেছেন: কোন কথা হবে না!!!!

২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :P :P :P :P :P :P

১৩| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: :D :D :D :#) :#) :-B B-)) =p~

২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :P :P :P :P :P :P

১৪| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: লজ্জা! লজ্জা! এইগুলাকে ঝাড়ু দিয়া আচ্ছামত পিটাইয়া দড়ি দিয়া বাইন্ধা রাস্তায় ফেলে রাখা উচিত!

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধুর !! আপনিও দেখছি আমার মতই বেরসিক , ফ্যাশন বুঝেন না । :P :P :P

১৫| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯

ভারসাম্য বলেছেন: রম্য ভাল লেগেছে :)

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ভারসাম্য ।

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

কলমের কালি শেষ বলেছেন: সুপার ফ্যাশন ! :|| :|| :|| :| :| :| =p~ =p~ =p~ =p~ |-)

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ককাশ =p~ =p~ =p~ =p~

১৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

ঢাকাবাসী বলেছেন: ভাই এসব অদ্ভুত জিনিস পেলেন কোথায়! মজার পোস্ট, ভাল লাগলো।

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ।

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

মনিরা সুলতানা বলেছেন: অল্প শোকে কাতর , অধিক শোকে পাঁথর :|| :-0 :| :| :|

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনারাতো অল্প শোকে পাঁথর , অধিক শোকে মূর্ছা । :P :P :P

১৯| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩

মেহেরুন বলেছেন: B:-) B:-) B:-)মনিরা সুলতানা বলেছেন: অল্প শোকে কাতর , অধিক শোকে পাঁথর :| :| সহমত।


অঃ টঃ কেমন আছেন ভাইয়া?? অনেক দিন পরে আপনার ব্লগে এলাম। ভালো থাকবেন।

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বহুদিন পর ভগ্নীকে দেখে খুব ভাল লাগছে ।

২০| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
+++++

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা ।

২১| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

খাটাস বলেছেন: =p~ =p~ =p~
পোস্টের বর্ণনা অতি রসাত্মক। :)
বিরাট মজকা পেলাম লিটন ভাই।

পোস্ট লেখা আবার শুরু করেন, তাহলেই জমে যাবে ব্লগ। :)


ছবির পোলাডা সামনে থাকলে দুই টাকা হাতে দিয়ে আমার মত অনেকেই শরমিন্দা হইত ফ্যাশন না বুইঝা। :-0

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজার কমেন্টের জন্য খাটাশ ভাইকে ধন্যবাদ ।

২২| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

তুষার কাব্য বলেছেন: হাহাহহাহা ..........জট্টিল জট্টিল... =p~ :P :#)

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

আমি অথবা অন্য কেউ বলেছেন: কিছু বলার নাই। স্মৃতি হাতরাই।

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২৪| ১৭ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:৪১

ইসিয়াক বলেছেন: হায় রে ফ্যাশন!!! =p~ =p~ =p~

২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.