নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের প্রথম নারীগন - একটি ছবি ব্লগ ।

০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৫



আজ বিশ্ব নারী দিবস । এ উপলক্ষে একটি ছবি ব্লগ দেয়ার প্রত্যয়ে মাস খানেক আগ থেকেই প্রস্তুতি নেই । নেটে প্রচুর তল্লাশি করে বিভিন্ন ক্ষেত্রে প্রথম এ রকম ৮৪ জন নারীর একটা তালিকা করি ।

প্রত্যেকের ছবি খুঁজতে গিয়ে ছবি পেয়েছি মাত্র ৩৮ জনের ।

এই বিশেষ দিবসে, পোস্টের সংক্ষিপ্ত পরিসরে , এঁদের কয়েক জনকে ছবিতে উপস্থাপন করলাম ।



১ ।বাংলাদেশের প্রথম নারী স্পিকার - শিরিন শারমিন চৌধুরী



২।বাংলাদেশের প্রথম নারী প্রধান মন্ত্রী - বেগম খালেদা জিয়া





৩।বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী - ডাঃ দিপু মনি





৪। বাংলাদেশের প্রথম নারী সংসদ সদস্য - ব্যারিস্টার রাজিয়া ফয়েজ





৫। বাংলাদেশের প্রথম নারী মেয়র - সেলিনা হায়াত আইভি





৬। বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার ( ছত্রী সেনা) - ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস





৭। বাংলাদেশের প্রথম নারী ট্রেন চালক - সালমা খাতুন





৮। বাংলাদেশের প্রথম নারী সামরিক পাইলট (যৌথ ) - ফ্লাইট ল্যাপটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইং অফিসার তামান্না-ই- লিপু





৯। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর - নাজনিন সুলতানা





১০। বাংলাদেশের প্রথম নারী উপাচার্য - অধ্যাপক ডঃ ফারজানা ইসলাম





১১। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেট ধারা ভাষ্যকার - সারিয়া তানজিম সুমনা





১২। বাংলাদেশের প্রথম ফেসবুক ভেরিফাইড নারী - পড়শি



১৩। মজিলার প্রতিনিধি - তানহা





১৪। বাংলাদেশের প্রথম নারী ভাস্কর - অধ্যাপক নভেরা আহমেদ





১৫। বাংলাদেশ বেসরকারি টিভি চ্যানেলের প্রথম নির্বাহী প্রযোজক - নায়লা





১৬/ বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী - নিশাত মজুমদার ।





১৭/ সমুদ্রে জাহাজ চালনায় প্রথম - ক্যাডেট বিউটি আক্তার ।







১৮/ মুক্ত পেশাজীবী / ফ্রি ল্যান্সার - মারজান আহমেদ ।





১৯/ ফটো সাংবাদিক -সাঈদা খানম ।





২০/ সংগীত পরিচালক - ফেরদৌসি রহমান ।





২১/ প্রথম উপজাতী নারী সৈনিক - সুমি মানকিন ।





২২/ প্রথম পাইলট - ক্যাপটেন ইয়াসমিন রহমান ।





২৩/ গারো মহিলা এডভোকেট - বালমি চিসিম তোড়া ।





২৪/ ইকো গাইড - পাপিয়া সুলতানা রোজী ।





২৫/ বিশ্বকাপে খেলা বাংলাদেশের প্রথম মহিলা দাবাড়ু - শামিমা আখতার লিজা ৷





২৬ / দাবায় আন্তর্জাতিক মাস্টার - রাণী হামিদ ।





২৭/ ঢাকা ইউনি'র প্রথম ছাত্রী / প্রথম মহিলা সাংবাদিক - লীলা নাগ ।





২৮/ সামহোয়্যার ইন ব্লগের প্রথম পোস্ট দাতা - দেবরা ।











উৎসর্গ - পৃথিবীর সকল মা'কে

মন্তব্য ৫২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৬

সোহানী বলেছেন: ধন্যবাদ লিটন ভাই চমৎকার পোস্টের জন্য...........+++++++

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই পোস্টের প্রথম মন্তব্যকারী - সোহানী :):):)

২| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৭

এসব চলবে না..... বলেছেন: :) জানলাম

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জানলাম বলে মিচকা হাসি , এসব চলবেন না । :) :) :)

৩| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক সুন্দর একটা পোস্ট লিটন ভাই। +++++

শুভকামনা রইল।

সকল নারী'দের প্রতি রইল নারী দিবসের শুভকামনা।

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ @বোকা মানুষ বলতে চায় ।
আপনার জন্যও শুভ কামনা ।

৪| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪১

নীল ভোমরা বলেছেন: অনেক 'প্রথম'..... এই প্রথম জানলুম! ধন্যবাদ!

০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ''প্রথম'' দের প্রথম জানা নীল ভোমরা'কেও আমার ব্লগে প্রথম পেলাম :)

৫| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৭

মনিরা সুলতানা বলেছেন: দারুন পোস্ট....
অনেক অনেক ধন্যবাদ
অনেক নতুন মুখ দেখলাম চিনলাম।

০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনিরা সুলতানাপু কেও ধন্যবাদ ।

৬| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৭

মারুফ মুনজির বলেছেন: আজ অফিসে এসে ১০ টার মতো পত্রিকা পড়লাম, আজ নারী দিবস হিসেবে নারীদের নিয়ে প্রচুর লেখা, গবেষনা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সফল নারীদের গল্পও প্রকাশিত হয়েছে অনেক, তার মধ্যে বনিক বার্তার প্রধান নিউজটা আমার ভালো লেগেছে, বাংলাদেশের সফল ১০ নারীর জীবন নিয়ে রিপোর্ট, এই রিপোর্ট পড়ার পর কিছু প্রশ্ন মাথায় এসেছে যা আমি নিউজ পরে জানতে পারিনি, জানা থাকলে জানিয়ে কৃতজ্ঞ করবেন
১.এই সফল নারীরা কি বিয়ে করেছেন, তাদের স্বামীদের পেশা কি, তাদের দাম্পত্য সম্পর্ক কেমন ছিলো, এসব নারীরা কিভাবে এই সম্পর্ক ম্যানেজ করতেন, তাদের স্বামীদের কি ভুমিকা ছিলো, সেটা কতটা ইতিবাচক কতটা নেতিবাচক, নেতিবাচক হলে কিভাবে ম্যানেজ করেছেন। মোট কথা পারিবারিক জীবন কেমন ছিলো।
২. এসব নারীরা পরিবারে কিভাবে সময় ম্যানেজ করতেন, এদের কয়টা করে ছেলে মেয়ে রয়েছে, তাদের সন্তানরা কি কি করেন, তাদের সন্তানরা কি ভালোভাবে গড়ে উঠেছে নাকি স্পয়েল হয়েছে, যদি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে কিভাবে সেটা ম্যানেজ করেছেন, এই সন্তান লালন পালনে তাদের স্বামীদের কি ভুমিকা ছিলো।
৩. এই সফল নারীদের অর্থনেতিক হিসেব কেমন ছিলো, তাদের সম্পত্তি কিভাবে খরচ করেছেন।
৪. পরিবারে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতেন কিভাবে, স্বামী ও তার পরিবার এই পারস্পারিক দুই পরিবারের সদস্যদের সাথে কিভাবে সম্পর্ক ম্যানেজ করতেন।
৫. এই সকল সফল নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ কেমন ছিলো, তাদের কলিগদের কি ধরনের ভুমিকা ছিলো, এই পর্যন্ত উঠে আসায় তাদের কি কি চ্যালেঞ্জ ছিলো।
৬. এরা যদি কেউ অবিবাহিত বা ডিভোর্সি হয়ে থাকেন তাহলে তাদের এ পর্যন্ত জীবন কিভাবে পরিচালনা করেছেন।
৭. এই সফলদের জীবনের এই বেলায় এসে জীবন সম্পর্ক ধারনা কি, তারা কি জীবনে ভুল করেছেন, নাকি সঠিক করেছেন।

০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:

ভাই মনে হয় আমাকে বিদ্যার জাহাজ বা গুগল সার্চ ভেবে বসে আছেন ।
আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে নারীর পথ চলা কখনো মসৃণ ছিল না । নানা প্রতিকূলতা , প্রতিবন্ধকতা পেরিয়ে এই ''প্রথম'' রা
আজকের অবস্থানে এসেছেন ।
তাঁদের কয়েকজনকে নিয়ে এটা নিত্যান্তই একটা ছবি পোস্ট ।
সুতরাং এই পরিসরে , কেমন ছিল তাদের ব্যক্তিগ্‌ত, সামাজিক , পারিবারিক জীবন , কেমন ছিল তাঁদের অর্থনৈতিক অবস্থান বা অর্জিত অর্থের বণ্টন প্রণালী তা উঠে আসার কথা নয় ।

জানার আগ্রহ থেকে আপনার মনে এই প্রশ্নগুলির উদয় হলে তা আমার ভাল লেগেছে ।
আপনার অনুসন্দিৎসু মন বাস্তবিকই এই প্রশ্নগুলির উত্তর পেতে চাইলে , আপনি বাংলাদেশ লেখক সংসদ থেকে প্রকাশিত,সাঈদা জামানএর '' বাংলাদেশের নারী চরিতাভিধান'' বইটি পড়ে দেখতে পারেন ।
মারুফ মুনজির , আপনাকে ধন্যবাদ ।

( কমেন্টের ''পেস্ট'' যে ''কপি'' থেকে , আপনার সেই পোস্টটিও আমার নজরে পড়েছে ।)

পুনশ্চ - আপনার অফিস টাইমে অফিসে বসে ১০ টি পত্রিকা পড়ার কথা শুনে আমার নচিকেতার একটি গান মনে পড়েছে ,'' আমি অফিসেতে বসে বসে আনন্দলোক পড়ি , টাডা থেকে ছাড়া পেল সঞ্জয় -----''' (জাস্ট ফান) :) :) :)

৭| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১০

বদিউজ্জামান মিলন বলেছেন: বিদেশী ক্লাবে খেলতে যাওয়া প্রথম নারী ফুটবলার সাবিনা খাতুন..

০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তথ্যের জন্য বদিউজ্জামান মিলন কে ধন্যবাদ ।
আপনার সৌজন্যে সাবিনার একটি ছবি এড করলাম ।

৮| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দারুণ পোস্ট।++++

সকল নারী'দের প্রতি রইল নারী দিবসের শুভকামনা।

০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় , আপনার জন্যও শুভ কামনা ।

৯| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: বাহ বাহ !!!!!!!!:)

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :):):)

১০| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৯

ডি মুন বলেছেন:
ব্যতিক্রমধর্মী চমৎকার পোস্ট
+++

উৎসর্গে ভালোলাগা।

প্রিয়তে রাখলাম। শুভেচ্ছা আপনাকে। ভালো থাকুন।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উৎসর্গে ভালোলাগা , প্রিয়তে ও উৎসাহের জন্য আপনাকেও শুভেচ্ছা ডিয়ার ডি মুন ।

১১| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১০

সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী পোস্ট । এই ব্লগের প্রতিষ্ঠাতাও একজন নারী সেই ছবিটি অবলীলায় দেয়া যেত ।


তথ্যবহুল পোস্টে কৃতজ্ঞতা ।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম ভাইয়ের মতের প্রতি আর সৈয়দা গুলশান আরা ফেরদৌস জানা'র প্রতি শ্রদ্ধা জানিয়ে -

১২| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ গিয়াস লিটন ভাই। ওনার ছবি মূল পোস্টে দিলে মন্দ হবে না ।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মূল পোস্টটাকে আর বাড়াতে চাইছিনা সেলিম ভাই , এমনিতেই লোড হতে অনেক সময় নেয় ।

১৩| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৮

অাপেল মাহমুদ বলেছেন: নারী দিবসে ভাবনার অভিনবত্বে সৃষ্টিশীল ও যথার্থ একটি পোস্ট ।সংগ্রহে রাখার মত তথ্য ভান্ডার । লিটন ভাইকে অনেক ধন্যবাদ ।

০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উৎসাহদায়ী চমৎকার মন্তব্যের জন্য আপেল মাহমুদকে ধন্যবাদ ।

১৪| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১

নীদ্রাহীন বলেছেন:
২৫৷ ছবিটিতে ভুল আছে ৷ উনি রাণী হামিদ নন ৷ শামিমা আখতার লিজা ৷

দাবায় বাংলাদেশী প্রথম আন্তর্জাতিক মাস্টার - রাণী হামিদ



০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি অত্যান্ত দুঃখিত , লজ্জিত ও ।
অনিচ্ছাকৃত ভুলটি নজরে আনায় ''নীদ্রাহীন '' আপনাকে ধন্যবাদ ।

১৫| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১:৩৬

হাসান মাহবুব বলেছেন: দারুণ পোস্ট।

১০ ই মার্চ, ২০১৫ সকাল ৮:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই ।

১৬| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ৭:০০

আরজু পনি বলেছেন:

খুবই ভালো লাগলো।

প্রিয়তে ।

প্রথম নারী...এমন একটা পোস্টের ভাবনা আমার মাথায়ও ঘুরছিল অনেকদিন থেকেই। আলসেমী আর সময়াভাবে কিছু তথ্য যোগার করলেও কাজ তেমন আগায়নি। আপনার সংগ্রহ দারুণ !

অনেক শুভকামনা রইল, আপনার জন্যে।

১০ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাজটা আপনাকে দিয়ে হলে , আমরা আরও চমৎকার কিছু পেতাম ।
আপনার জন্যও শুভ কামনা সিস।

১৭| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৩৭

জাফরুল মবীন বলেছেন: অসাধারণ পোস্ট!

সোজা প্রিয়তে।

অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানবেন ভাই গিয়াসলিটন।

১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জাফরুল মবীন ভাই, আপনার জন্য শুভ কামনা ।

১৮| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০২

সোহানী বলেছেন: বাহ্ বাহ্ আমার ছবি দেখে আমিই মুগ্ধ........... :#> :#> :#> :#>

আমি মারুফ মুনজির এর কিছু প্রশ্নের উত্তর দিতে চাই; কারন আমি দীর্ঘদিন এ বিষয় নিয়ে কাজ করছি সম্পূর্ন নিজের ভালোলাগা থেকে........

১.এই সফল নারীরা কি বিয়ে করেছেন, তাদের স্বামীদের পেশা কি, তাদের দাম্পত্য সম্পর্ক কেমন ছিলো, এসব নারীরা কিভাবে এই সম্পর্ক ম্যানেজ করতেন, তাদের স্বামীদের কি ভুমিকা ছিলো, সেটা কতটা ইতিবাচক কতটা নেতিবাচক, নেতিবাচক হলে কিভাবে ম্যানেজ করেছেন। মোট কথা পারিবারিক জীবন কেমন ছিলো।

উত্তর : একটি পুরুষের সফলতার পিছনে যেমন একুট নারীর অবদান অনস্বীকার্য তেমনি একজন নারীর সফলতার পিছনেও তার পরিবারের ভূমিকা তার চেয়ে বেশী প্রয়োজন বিশেষ করে আমাদের সমাজের প্রেক্ষাপটে। নারীর দৃঢ় মানসিকতা, পারিপার্শিক সহমর্মিতা, পরিবারের সহযোগিতা তাদেরকে সকল নেতিবাচক পরিবেশকে ইতিবাচক করতে উৎসাহ দিয়েছে।

২. এসব নারীরা পরিবারে কিভাবে সময় ম্যানেজ করতেন, এদের কয়টা করে ছেলে মেয়ে রয়েছে, তাদের সন্তানরা কি কি করেন, তাদের সন্তানরা কি ভালোভাবে গড়ে উঠেছে নাকি স্পয়েল হয়েছে, যদি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে কিভাবে সেটা ম্যানেজ করেছেন, এই সন্তান লালন পালনে তাদের স্বামীদের কি ভুমিকা ছিলো।

উত্তর : এখানে সবচেয়ে বেশী প্রয়োজন স্বামীর সাযোগীতা যে মেয়েটি তা পেয়েছে সে সন্তান সহ সবকিছুই ম্যানেজ করতে পেরেছে আর যারা পায়নি তার হয় সংসার সেক্রিফাইস করেছে নতুবা তাদের ভালোলাগার ক্ষেত্রকে সেক্রিফাইস করেছে।

৩. এই সফল নারীদের অর্থনেতিক হিসেব কেমন ছিলো, তাদের সম্পত্তি কিভাবে খরচ করেছেন।

উত্তর : এটি সম্পূর্ন স্বামী বা শশুড় বাড়ির মন মানসিকতার উপর নির্ভর করে... তারা যদি লোভী হয় তাহলে সে মেয়েটির জীবন মোটেও সহজ হয়নি।

৪. পরিবারে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতেন কিভাবে, স্বামী ও তার পরিবার এই পারস্পারিক দুই পরিবারের সদস্যদের সাথে কিভাবে সম্পর্ক ম্যানেজ করতেন।
৫. এই সকল সফল নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ কেমন ছিলো, তাদের কলিগদের কি ধরনের ভুমিকা ছিলো, এই পর্যন্ত উঠে আসায় তাদের কি কি চ্যালেঞ্জ ছিলো।
৬. এরা যদি কেউ অবিবাহিত বা ডিভোর্সি হয়ে থাকেন তাহলে তাদের এ পর্যন্ত জীবন কিভাবে পরিচালনা করেছেন।
৭. এই সফলদের জীবনের এই বেলায় এসে জীবন সম্পর্ক ধারনা কি, তারা কি জীবনে ভুল করেছেন, নাকি সঠিক করেছেন।

উত্তর : উপরের ৪টি প্রশ্নের উত্তর ও কিন্তু একই ।

আবারো বলি পুরুষতান্ত্রিক সমাজে বাস করি বলে আজ আপনি এ ধরনের প্রশ্ন করছেন ঠিক একইভাবে শুধু নারীর জায়গায় পুরুষ বসিয়ে প্রশ্ন করলেও কিন্তু ঠিক উত্তর পেয়ে যাবেন.... ভালো থাকুন।

১১ ই মার্চ, ২০১৫ সকাল ৮:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সোহানী , মারুফ মুনজির কৌতূহল মেটাতে , আপনার চমৎকার কমেন্ট ভাল লাগলো ।
শুভকামনা জানবেন ।

১৯| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৫

মেহেরুন বলেছেন: চমৎকার। পোস্টে ভালো লাগা রইলো।

১১ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মেহেরুন ।

২০| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫১

যোগী বলেছেন:
এমনিতেই নারীদের দেখতে ভাললাগে তারপরে আবার সফল নারী, আরও বেশি ভালো লাগা ;)

১৩ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নারীগণ কত মুনি ঋষিদের ধ্যান ভাঙ্গিয়েছেন , আর আপনিতো ভায়া সামান্য যোগী :):):)

২১| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:১১

কলাবাগান১ বলেছেন: "তাদের সন্তানরা কি ভালোভাবে গড়ে উঠেছে নাকি স্পয়েল হয়েছে"

আপনার মনের খুত টা ধরতে পারলাম। মা কেন ঘরে থাকে না????

এই প্রশ্ন দেখে মেজাজ টাই খারাপ হয়ে গেল। যে মায়েরা সফল তাদের ছেলে মেয়েরা আরো সফল হয় কেননা মা হল রোল মডেল.......

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :):) :):)

২২| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৬

আমি তুমি আমরা বলেছেন: সুন্দর পোস্ট। ভাল লাগা রইল :)

২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা ।

২৩| ০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

নিশাত সুলতানা বলেছেন: সুন্দর পোস্টে অনেক ভালো লাগা । সাথে ++++++++++++++++

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ নিশাত সুলতানা ।

২৪| ০২ রা জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো পোষ্ট।

কিন্তু খালেদারে অবৈধ ঘোষনা কইরা হাসিনা প্রথম হওয়ার দাবী করা এখন সময়ের দাবী। ;)

আবার ফ্লাইট লেফটেন্যান্ট হবে, লেপটেন্যান্ট না।

ধন্যবাদ। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''কিন্তু খালেদারে অবৈধ ঘোষনা কইরা হাসিনা প্রথম হওয়ার দাবী করা এখন সময়ের দাবী। ;)'' হাহাহাহাহা

কারেকশানটির জন্য ধন্যবাদ শতদ্রু ভাই

২৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২২

কালীদাস বলেছেন: ভাল পোস্ট। কারেকশন- বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কানিজ ফাতেমা, আশির দশকে প্লেন ক্রাশ করে মারা গিয়েছিলেন ঢাকা এয়ারপোর্টে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার তথ্য সঠিক কালীদাস । ক্যাপটেন ইয়াসমিন রহমান ডিসি ১০ বিমানের প্রথম মহিলা পাইলট ছিলেন ।

২৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

সাহসী সন্তান বলেছেন: আপনার পোস্টে উল্লেখিত নারীদের মধ্যে বেশ কয়েকজন বাদে বাকি সবার সম্পর্কে কম বেশি জানতাম। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য!!

সব থেকে ভাল লেগেছে শেষের উৎসর্গটা। আসলেই সেইসব রত্নগর্ভা মা অনেক বেশি গর্বিত। যারা এমনই প্রতিতযশা নারীদেরকে জন্ম দিয়েছেন! আপনার পোস্টটি পড়ে আমার ফরাসি সম্রাট নেপোলিয়নের সেই বিখ্যাত উক্তিটা মনে পড়ে গেলঃ- "তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও; আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতী দেবো!"

ভাল থাকবেন!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সাহসী সন্তান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.