নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন -১।\'\'বাংলা\'\'ই কি জানে ? তার এই \'\'বাঘিনী\'\'র খবর ।

২৬ শে জুন, ২০১৫ দুপুর ২:৪১




দুয়েকটি ব্যতিক্রম বাদে , বাংলাদেশে মেধার যথাযথ মূল্যায়ন হয় না । মেলেনা মেধা বিকাশে পর্যাপ্ত সুযোগ সুবিধা । তাই মেধাবীরা পাড়ি জমান বিদেশে । এরকম প্রবাসী বা অভিবাসী বহু বাংলাদেশী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ বিশ্বের অগ্রগতিতে ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং রেখে যাচ্ছেন ।

বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের বাইরে আরও অনেক গুণী তাদের স্ব স্ব ক্ষেত্রে মেধার সাক্ষর রেখে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে যাচ্ছেন ।
এরকমই একজন - রাজশাহীর মেয়ে রিতা ।

বিশ্ব গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে বাংলাদেশী বংশদ্ভুত রাশিয়ার এই জিমন্যাস্টিক কন্যার কথা । প্রতিবেদনগুলিতে তাকে উল্লেখ করা হচ্ছে ‘বাংলার বাঘিনী’নামে ।
আর খোদ ''বাংলা''ই জানেনা তার এই ''বাঘিনী''র খবর ।

রিদমিক জিমন্যাস্টিকের ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে রিতার অবস্থান বর্তমানে ২ নম্বরে ! যা কিনা সত্যি গর্বের ।
২০১৩ সালে রিতার এমন গৌরবোজ্জ্বল সাফল্যের কারণে তাকে নিয়ে হৈচৈ পড়ে যায় রাশিয়ার ক্রীড়াঙ্গনে। রাশিয়ার বিখ্যাত ক্রীড়া ম্যাগাজিন ইউরো স্পোর্টস এর প্রচ্ছদে উঠে আসে রিতার সাফল্যের গল্প।

তার বাবা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন রাজশাহীর ছেলে । ১৯৮৩ সালে শিক্ষাবৃত্তি নিয়ে তিনি রাশিয়া যান । পরে সেখানেই স্থায়ী হয়ে যান । ১৯৯৫ সালের ১ নভেম্বর রাশিয়ার মস্কোতে জন্ম নেয়া বাংলাদেশী বংশদ্ভুত এই রিতাকে বিশ্ব গণমাধ্যম অন্য এক নামে চেনে, সেখানে তার নাম‘মার্গারিতা মামুন’।

২০০৫ সাল থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ তাঁর । রিতা অনেকগুলো আন্তর্জাতিক টুর্নামেন্টে জুনিয়র পর্যায়ে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ।

সাফল্য: ( প্রথম কমেন্ট দ্রঃ । )


একসময় বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অংগনে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন এই ক্রীড়াবিদ ।
জবাবে বাংলাদেশ জিমন্যাসটিক ফেডারেশন - এ ধরণের একজন বিশ্বমানের খেলোয়াড়ের যে ধরণের সুযোগ-সুবিধা দেয়া দরকার তা বাংলাদেশ জিমন্যাসটিক ফেডারেশনের পক্ষে সম্ভব নয় বলে তার ভার বহনে অপারগতা প্রকাশ করে ।

পরিশেষে রাশিয়ার হয়েই আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন রিতা ।

গো এহেড রিতা ।

মন্তব্য ২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ২০১১ সাল থেকে রিতার খেলোয়াড়ী জীবনে উল্লেখযোগ্য সাফল্য আসতে শুরু করে।
২০১১ সালে মন্ট্রিল ওয়ার্ল্ড কাপে অংশ নিয়ে অল-অ্যারাউন্ডে ব্রোঞ্জ পান রিতা।
আর বল ফাইনালে ২৭.০২৫ পয়েন্ট নিয়ে স্বর্ণ জিতে প্রথম স্থান অধিকার করেন।
ওই বছর রাশিয়ার চ্যাম্পিয়নশিপে হুপ ও বলে অল-অ্যারাউন্ড চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে জাতীয় দলে ডাক পড়ে যায় তার।
উইকিপিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী রিতা রিদমিক জিমন্যাস্টিকসের ২০১৪ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে সবমিলিয়ে সিলভার মেডেলিস্ট এবং ২০১৩ সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালে ‘অল অ্যারাউন্ড’ চ্যাম্পিয়ন।

এরপর আর পিছনে তাকাতে হয়নি তার শুরু হয়ে যায় তার জয়যাত্রা।
২০১১ সালে তার ওয়াল্ড র‍্যাংকিং ছিল ২২, যা কিনা ২০১২ সালে হয়ে যায় ১৭ ।
কিন্তু ২০১৩ সালে একলাফে ওয়াল্ড র‍্যাংকিং ১ নম্বরে চলে আসেন তিনি।
মস্কো গ্রান্ড প্রিক্সে স্বর্ন জেতার মধ্য দিয়ে মৌসুম শুরু করেন।
এরপর কাজান ইউনিভার্সিয়াড, সেন্ট পিটার্নবার্গ ওয়াল্ড কাপ ফাইনাল, ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ এবং ওয়াল্ড চ্যাম্পিয়নশীপের মতো বড় ক্রীড়া ইভেন্টগুলোতে রিতার তার যোগ্যতার পরিচয় দেয়।

আর বর্তমানে তিনি আছেন ওয়াল্ড ৠংকিংয়ের ২ নম্বরে। রিতার এগিয়ে চলা শানিত ফলা ঠিক একই রকম আছে। চলতি বছর জার্মানির স্টুটগার্টে আয়োজিত একটি প্রতিযোগিতায় রিতা তিনটি স্বর্ণ পদক, একটি সিলভার এবং একটি ব্রোঞ্জ পদক জয় করেন ।

২| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:০১

শতদ্রু একটি নদী... বলেছেন: জানতামনা। জানলাম। দেখতেও সুন্দর আছে কিন্তু। :)

জিমন্যাস্ট শুনলেই রোমানিয়ার নাদিয়া ক্রোমানোচির নাম মনে আসে।পারফেক্ট ১০ করছিলো। উনিও বিশাল সুন্দরী ছিলেন। :)

২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শতদ্রু একটি নদী ,
মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ২৭ শে জুন, ২০১৫ রাত ২:১৩

নতুনের আগমন বলেছেন: খুব ভালো লেগেছে বাংলা ও নারী এই দুটি শব্দ একসাথে শুনে !


একটি অসাধারণ বই (The Biggest Secret-by David Icke) জেনে নিন এই পৃথিবীর হাজার বছরের অজানা ইতিহাস |
বইটি ডাউনলোড করতে ও বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন

২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অল্প কথায় সুন্দর মন্তব্য বাট , সব জায়গায় এই লিংক শেয়ারের হেতু কি ?
তাছাড়া এটা রার ফাইল আন রার করে ফাইল ওপেন করতে হয় , বিরাট ঝামেলা ।

৪| ২৭ শে জুন, ২০১৫ ভোর ৪:০৮

বেকার সব ০০৭ বলেছেন: গো এহেড রিতা

২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ বেকার সব ০০৭

৫| ২৭ শে জুন, ২০১৫ সকাল ৮:২৬

আমি মিন্টু বলেছেন: জানলাম 'বাঘিনীর খবর

২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে জানাতে পেরে আমারও ভাল লাগছে । মন্তব্যের জন্য ধন্যবাদ মিন্টু ভাই ।

৬| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৩

হাসান মাহবুব বলেছেন: খুব খারাপ লাগলো তাকে ধরে রাখতে না পারায়। এর সম্পর্কে তো কিছুই জানতাম না। আপনার পোস্টের জন্যে ধন্যবাদ।

২৭ শে জুন, ২০১৫ রাত ৮:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসান মাহবুব ভাই মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ।

৭| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৬

বৃক্ষের বচন বলেছেন: ভালো লাগলো .।.।.।.. ধন্যবাদ

২৭ শে জুন, ২০১৫ রাত ৯:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ বৃক্ষের বচন ।

৮| ২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

ঢাকাবাসী বলেছেন: বিষয়টা নিয়ে অতো গর্ব করার কিছু আছে কি? সে বাঙালী বাবার মেয়ে এটুকুই। আদতে সে রাশ্যান।

২৭ শে জুন, ২০১৫ রাত ১০:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সন্মানিত ঢাকাবাসী সে বাঙালী বাবার মেয়ে এটুকুই।আমার কাছে গর্বের বলে মনে হয় । তা ছাড়া তার বাংলাদেশ প্রেম ও আছে বলে জানি ।

৯| ২৭ শে জুন, ২০১৫ রাত ৮:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:



১০| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: রিতার জন্য শুভকামনা।

১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা প্রোফেসর ।

১১| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: খোদ ''বাংলা''ই জানেনা তার এই ''বাঘিনী''র খবর !!!

আমাদের মিডিয়া হাউজ গুলারে পাটন দরকার!!!! এইরকম তারকা নিয়ে তারা স্পোর্টস প্রোগ্রাম করে না!!!!!!!!!!!!

আপনাকে সালাম। দারুন কাজ করছেন।

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

গেম চেঞ্জার বলেছেন: দুঃখজনক হলেও সত্য আমরা আমাদের মেধাকে অবহেলা আর অনাচারে দুরে সরিয়ে দেই বা মেরে ফেলি।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সহমত গেম চেঞ্জার । আপনাকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.