নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ড. মুহাম্মদ রেজাউল করিম

৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩১



প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন- ১১



গবেষক ড. মুহাম্মদ রেজাউল করিম সৌদি আরবে বাংলাদেশীদের মূখ উজ্জল করেছেন ।

সৌদি আরবের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ২০১৫ পদকে ভূষিত হয়েছেন এই বাংলাদেশী । উদ্ভাবন, নূতন প্রবর্তন এবং প্রযুক্তি বিভাগে গবেষণায় সর্বোচ্চ স্বীকৃতি এই পদক ।

ড. মুহাম্মদ রেজাউল করিম, রিয়াদে অবস্থিত সৌদি আরবের বৃহত্তম বিশ্ববিদ্যালয়, কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর অধিনে সেন্টার অব এক্সিলেন্স ফর রিসার্চ ইন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এডভান্স মানুফাকচারিং ইন্সটিটিউট এর jঅধ্যাপক হিসাবে কর্মরত আছেন।



তিনি ১৯৭৫ সালের ১৫ই জানুয়ারী নোয়াখালী জিলার চাটখিল উপজেলার পরানপুর গ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম মোশারেফ হোসেন ভূঁইয়া ।

ড. করিম স্কুল জীবনে প্রথমে “পরানপুর প্রাইমারি স্কুল, চাটখিল” এবং পরে “থানারহাট হাইস্কুল, বেগমগন্জ” এ পরাশুনা করেন এবং প্রতিটি ক্লাসে ১ম স্হান অধিকার করতেন। ৮ম শ্রেনীতে মেধাতালিকায় সরকারি বৃত্তিও পান। কৃতিত্বের সাথে এস এস সি পাশের পর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ (ঢাকা) থেকে এইস এস সি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমেসটরি অ্যান্ড ক্যামিকেল টেকনোলজি তে বিএসসি (সন্মান) ১৯৯৯ সালে এবং এমএসসি (থেসিস) ২০০১ সালের জানুয়ারিতে সম্পন্ন করেন।

২০০৭ সালের ফেব্রুয়ারীতে দক্ষিন কোরিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ এর অধিনে কুংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিজিক্যাল ক্যামেসট্রি এর উপর পিএইচডি অর্জন করেন। ২০০৮ সালে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে একবছরের পোস্ট ডক্টরেট ফেলোশিপ সম্পন্ন করেন। ২০০৯ সালে তিনি দ্বিতীয় দফায় কুংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এডভান্স অরগানিক মেটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে কন্ডাক্টিং পলিমার অ্যান্ড কার্বন ন্যানোটিউব বেসড ন্যানোপারটিকেলস ফেব্রিকেশন and characterization উপর পোস্ট ডক্টরেট ফেলোশিপ সম্পন্ন করেন।



২০০৯ সালের এপ্রিল মাস থেকে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্মস্হলে নিযুক্ত আছেন।
এছাড়াও তিনি মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ে visiting lecturer এবং কানাডার কুইবেক
বিশ্ববিদ্যালয়ে খন্ডকালিন lecturer হিসাবে দায়িত্ব পালন করেছেন।

ড. মুহাম্মদ রেজাউল করিম ২০১২ সালের Marquis “Who’s Who in the World” উপাধি পান।



তার গবেষনার আগ্রহ মূলতঃ ন্যানোকম্পোসিসটস/ফাইবাস , কোয়ান্টাম ডটস , কার্বন ন্যানো টিউবস , কন্ডাক্টিং পলিমারস, বায়োপলিমারস, ওয়াটার ফিউরিফিকেশনস, অরগানিক অ্যান্ড থিন ফিল্ম সোলার সেলস এর উপর ।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

পুনঃ পুনঃ সাফল্যে উদ্ভাসিত হোক এই গুনি মানুষটির জীবন ।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৩

যোগী বলেছেন:
সৌদি আরবে বিজ্ঞান আছে সেটাই প্রথম জানলাম।

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: =p~ =p~ =p~ =p~

২| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৮

ফিজিও নাছির উদ্দিন বলেছেন: বিশ্ববিদ্যালয়ের বাজেট মাত্র ২০ বিলিয়ন ডলার । সামনে তেল ফুরিয়ে যাবে তাই বিঙ্গান নিয়া চৌদিরা একটু আকটু লারাচারা শুরু করছে

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হুম! ''তেল গেলে ফুরাইয়া , বাত্তি যায় নিভিয়া'' কথাটা তারাও জানে মনে হয় । =p~

৩| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৬

যোগী বলেছেন:
শুনেছি সৌদি পুলা-পাইনরা শিক্ষকদের সাথে ভয়ংকর খারাপ আচরন করে। বাংলাদেশীরা সাধারনত সেখানে চাকরি করতে গেলে বেশি দিন টিকতে পারে না। তাই ভাবছি এতবড় বৈজ্ঞানিক কেমনে সৌদিতে পড়ায়।

৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সৌদিরা জ্ঞ্যানি গুণী দের কিরূপ সমাদর করে আমার জানা নাই । তবে তাদের ইয়াং জেনারেশন যে চরম উশৃংখল তা অনেকের মুখে শুনেছি ।
সে সুত্রে - ''শুনেছি সৌদি পুলা-পাইনরা শিক্ষকদের সাথে ভয়ংকর খারাপ আচরন করে।'' আপনার এই মত সঠিক বলে মনে হয় ।

৪| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৮

ছাসা ডোনার বলেছেন: ঠিকই বলেছেন। সৌদী ছেলেরা খুবই উসৃংখল ,কারন তাদের অনেক অর্থ। কিন্তু শিক্ষার অভাব। আমাদের দেশের সবাইকে মিসকিন বলে সন্বোধন করে। আপনি যত বড়ই ডাক্তার ইন্জিনিয়ার বা বৈজ্ঞানিক ই হোন না কেন । যাই হোক আল্লাহ ওদের অর্থ দিয়েছেন নিজেদের মুসলমান বলে দাবী করে আর লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে সব বাজে কাজ করে।আমারও ভাবতে অবাক লাগে উনি কিভাবে ওদের সাথে মিশে? আল্লাহ উনাকে সাহায্য করুন।

৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রবাসীদের মুখে সৌদিদের অনেক উসৃংখলতা আর ''বাজে কাজের'' কথা শুনি ।
অচিরেই তারা সভ্যতায় ফিরে না এলে ,একদিন তারা ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হবে ।

৫| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

প্রামানিক বলেছেন: বাংলাদেশী এই বিজ্ঞানীর সাফল্য কামনা করি। আল্লাহ যেন তাকে আরো উন্নত কিছু করার তৌফিক দেন। ধন্যবাদ ভাই লিটন।

৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই ।

৬| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:


ভালো, বিদেশে থেকে শিখুক; পরে আমরা নিয়ে আসবো দেশে।

৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অক্কে অক্কে , চাঁদগাজী ভাই ।

৭| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: বরাবরের মতই ভাল লাগা।।

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সচেতনহ্যাপী ।

৮| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৯

মোঃমোজাম হক বলেছেন: বাংলাদেশী এই বিজ্ঞানীর আরো সাফল্য কামনা করি।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৮:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মোঃমোজাম হক ।

৯| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৪

৩ তারকা বলেছেন: বাংলাদেশী এই বিজ্ঞানীর সাফল্য কামনা করি। আল্লাহ যেন তাকে আরো উন্নত কিছু করার তৌফিক দেন। ধন্যবাদ ভাই লিটন।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ নতুন অতিথি ।

১০| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: পড়ে ভাল লাগলো তার উত্তোরত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি । ওনাকে দেখে প্রেরণা লাভ করুক সবাই ।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে দেখে খুব ভাল লাগছে সেলিম ভাই ,মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১১| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:২৬

মনিরা সুলতানা বলেছেন: আপনার সিরিজ অনেক দিন পড়া হয় না ।
বাসি ঈদ মোবারক :)

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেশ কিছুদিন থেকে আপনি অনলাইনে অনুপস্থিত , সুস্থ্য আছেন তো ?
আপনাকেও অগ্রিম ঈদ মুবারক :- :-P

১২| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৪২

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় ভালো আছি
আমার ফেসবুক আই ডি ভেরিফিকেশনে পরে ডিসেবল হয়ে আছে, আর দেশে ঈদ র ছুটি কাটাতে জেয়ে ব্লগে আসা হয় নাই।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো আছেন জেনে ভাল লাগছে । এখন কি দেশে ?
''আইডি এনাবল হলে কোন কথা নাই , যদি নতুন আইডি খুলেন ; তাইলে আমার একখান কথা আছে ''

১৩| ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৫

রায়হান চৌঃ বলেছেন: খালি কলস একটু বাজে বেশি....... এই কথা টা আমাদের বাংলাদেশী দের ক্ষেত্রে বেশি ই মানায়।
আমি গত ৬ বৎসর ধরে এখানকার গর্ভামেন্ট ইন্ডাসট্রিতে আই টি ডিপার্টমেন্টে একটা ভাল সেলারী নিয়ে কাজ করছি..... আমি কখনো ই এদের বাজে আচারণ দেখিনাই। এমন কি গত ৬ বৎসর ধরে এখান কার অফিস গুলে তে বাংলাদেশি দের অফিসার লাভেলে কউকে পাই নাই......... পেয়েছি...... বাংলাদেশি ক্লিনার... হাজার হাজার বাংলাদেশী ক্লিনার।

এবার আপনারা ই বলুন......... ভুল করলে আপনার কাজের মানুষের সাথে কি রকম ব্যবহার আপনি করেন।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পত্রিকায় একটা খবর পড়েছিলেম । ইউরোপীয় এক পর্যটক সাইকেল ভ্রমনে বেরিয়ে বহু দেশ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে
ছিনতাই কারীর কবলে ।
এই পর্যটক দেশে গিয়ে যখন ভ্রমন কাহিনি লিখবেন তখন বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক কিছুই লিখবেন ।
এই ক্ষেত্রে এই নিকৃষ্ট চিনতাই কারিটিই বাংলাদেশের প্রতিনিধি ।
একই রূপ সৌদিতেও সম্ভবত দুষ্টলোকের সংখ্যা কম নয় , যাদের আচরণে সৌদি নাগরিক বিষয়ে অনেকের বিরূপ ধারনা হতে পারে ।
আপনাকে ধন্যবাদ রায়হান চৌঃ ।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আরেকজন স্বর্ণসন্তানের সম্পর্কে অবগত করে এই সিরিজের পোস্ট দেয়ার আপনাকে ধন্যবাদ।

এভাবেই এগিয়ে যাক বাংলা মায়ের সন্তানেরা।

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠে কৃতজ্ঞতা ''বোকা মানুষ বলতে চায়।''

১৫| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৩

রায়হান চৌঃ বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই....... এখান কার ২০% মানুষের আচারণ খুব ই খারাপ , এই ২০% মানুষের কারণে এখানে যারা বাহির থেকে এসে কাজ করে তাদের জীবন অতিষ্ট, বাঁকি ৮০% মানুষ এখনো দয়া পরায়ণ।
আপনিই বলুন এই রমদানে কত জন মানুষ কে খাবার দিয়াছেন ? আথছ আমি দেখেছি শুধু মাত্র রমদান নয় প্রায় সবসময় এখানকার মানুষ খাবার নিয়ে গাড়ী নিয়ে গুরতে থাকে, একজন গরিব মানুষ দেখলে গাড়ী স্লো করে সালাম দিয়ে খাবারের প্যকেট্টা হাতে দিয়ে চলে যায়।
সত্যি বলছি এখান কার মানুষ এখনো অনেক ভালো.. খারাপ কারা জানেন ? আমরা বাংলাদেশী, ইন্ডিয়ান, পাকিস্থানী রা.... যেখানে ই যাক না কেন চুরি করবে ই.......... মদের ব্যবসা, মেয়ে মানুষ এর ব্যবসা মুলতে করে ইন্ডিয়ান, পাকিস্থানী রা......... কিন্তু দালালী টা করে আমদের বাংলাদেশী রা........ আবার ধরা ও খায় বাংলাদেশী রা........... :)

০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি আগেও বলেছি , সময়ে একজন মন্দ লোকও দেশের প্রতিনিধি হয়ে উঠতে পারে ।
আর বাংলাদেশীরা বাজে কাজে জড়ানোর মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক কারন আছে । সেটা দীর্ঘ বিষয় ।
পুনঃমন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ রায়হান চৌঃ ।

১৬| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৫

সাইবার অভিযত্রী বলেছেন: বাংলাদেশে খয়রাতি পয়সা সৌদীরাই বেশী দেয়

০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেটা আমার জানা নাই , মন্তব্যের জন্য ধন্যবাদ সাইবার অভিযত্রী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.