নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

মার্কিন যুদ্ধবিমান এফ-১ ও এফ-২ এর প্রধান ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার ডঃ আব্দুস সাত্তার খান । (গুণীগন-একের ভিতর পাঁচ)

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৩

প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন- ৫১,৫২,৫৩,৫৪,৫৫ ।



৫১/ আন্তর্জাতিক বিনিয়োগ ও গবেষণা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের ব্যবস্থ্যাপনা পরিচালক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নওশাদ শাহ ।




লন্ডনের গোল্ডম্যান স্যাকসের সিকিউরিটি বিভাগের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নওশাদ শাহ ।

২০১০ সাল থেকে টানা পাঁচ বছর ডয়েচে ব্যাংকে দায়িত্ব পালনের পর গোল্ডম্যান স্যাকসে যোগ দিলেন তিনি ।

ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী গোল্ডম্যান স্যাকসের একজন ব্যবস্থাপনা পরিচালকের বার্ষিক বেতন ১০ লাখ পাউন্ডের বেশি । বেতনের চেয়েও বড় অঙ্কের বাড়তি বোনাস পেয়ে থাকেন তারা ।

যুক্তরাজ্যে জন্ম নেওয়া নওশাদ বেড়ে উঠেছেন দক্ষিণপশ্চিম লন্ডনে। লেখাপড়াও করেছেন সেখানে। পরে ইউনিভার্সিটি অব ইয়র্ক থেকে অর্থনীতিতে স্নাতক এবং লন্ডন স্কুল অব ইকোনোমিকস থেকে ফিনান্স অ্যান্ড একাউন্টিংয়ে স্নাতকোত্তর করেন।

২০০১ সালে নিউ ইয়র্কভিত্তিক একটি প্রতিষ্ঠানের বিপণন কর্মী হিসেবে আর্থিক খাতে কাজ শুরু করেন নওশাদ।

নওশাদের বাবা নাসির আলী শাহ যুক্তরাজ্যের একাউন্টিং ফার্ম মোহাম্মদ শাহ অ্যান্ড কোম্পানির অন্যতম অংশীদার। তাদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায়।



৫২/ যুক্তরাষ্ট্রে সুন্দরী প্রতিযোগিতায় মিস নিউইয়র্ক হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত মৌমিতা খন্দকার এর মুকুট জয় ।



যুক্তরাষ্ট্রে সুন্দরী প্রতিযোগিতায় স্টেট পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মৌমিতা খন্দকার। মিস ইন্টারকন্টিনেন্টাল প্রতিযোগিতায় নিউইয়র্কে বিজয়ী হয়েছেন তিনি। এই প্রথম বাংলাদেশি কেউ মিস নিউইয়র্ক হিসেবে মুকুট জয় করলো।

যুক্তরাষ্ট্রে প্রতিবছর মিস ইন্টারকন্টিনেন্টাল ইউএসএ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এরই মধ্যে বেশ কয়েকটি রাউন্ড পেরিয়ে বহু প্রতিযোগীকে পেছনে ফেলে মিস নিউইয়র্ক মুকুট জিতে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মৌমিতা।

নিউইয়র্কের লংআইল্যান্ডের ডিক্সহিলে মা ডিনা খন্দকার ও বাবা খন্দকার মাহবুবের সঙ্গে বসবাস করেন তিনি। মিস ইন্টারকন্টিনেন্টাল মুকুট জয়ী হলেও মৌমিতা একজন চিকিত্সক হতে চান। আর বাংলা গান গাইতেও পছন্দ করেন তিনি। তাছাড়া বিশ্বব্যাপী আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য কাজ করার ইচ্ছা রয়েছে তার।


৫৩/ আমেরিকার ‘ইয়ং গভর্নমেন্ট সিভিল ইঞ্জিনিয়ার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত প্রকৌশলী আশেক রহমান ।



আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স ‘ইয়ং গভর্নমেন্ট সিভিল ইঞ্জিনিয়ার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডের জন্য এ বছর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রকৌশলী আশেক রহমান।

মেট্রোপলিটন এলাকার পাবলিক সেক্টরে কর্মরত সিভিল ইঞ্জিনিয়ারিং পেশায় কৃতিত্বের স্বাক্ষর রাখা একজন তরুণ ইঞ্জিনিয়ারকে প্রতি বছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।


অসামান্য প্রতিভার অধিকারী আশেক রহমান শিক্ষা জীবনের শুরু থেকেই মেধাবী। তিনি ২০০৩ সালে আমেরিকার শ্রেষ্ঠ মেধাবী ছাত্র-ছাত্রীদের একজন হিসেবে পান ‘ন্যাশনাল অনার রোল’। সে বছর ন্যাশনাল অনার রোল ম্যাগাজিন আশেক রহমানের ছবি এবং বায়োগ্রাফি আমেরিকার শ্রেষ্ঠ মেধাবী ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রকাশ করেছিল।

স্কুল জীবনে নিউইয়র্কের কুইন্সের হোরাসে গ্রীলে জুনিয়র হাইস্কুলে তিনি ১৯৯৭, ১৯৯৮ ও ১৯৯৯ সালে ‘প্রিন্সিপালস অনার রোল’ পেয়েছিলেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই কৃতী ছাত্র প্রকৌশলী আশেক রহমান বর্তমানে নিউইয়র্ক মহানগরীর ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের ট্রাফিক ও প্ল্যানিং বিভাগে প্রোজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন ।

আশেক রহমানের আদি বাস নাটোর জেলার সিংড়া উপজেলার লালোর গ্রামে ।
পিতা হাসানুর রহমান , মাতা পারভীন রহমান ।তিনি ১৯৯৬ সাল থেকে বাবা-মায়ের সঙ্গে স্থায়ীভাবে নিউইয়র্কে বসবাস করছেন।


৫৪/ মার্কিন যুদ্ধবিমান এফ-১ ও এফ-২ এর প্রধান ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার ডঃ আব্দুস সাত্তার খান



ডঃ আব্দুস সাত্তার খান নাসা ইউনাইটেড টেকনোলজিস এবং অ্যালস্টমে কাজ করার সময়ে ৪০টিরও বেশি সংকর ধাতু উদ্ভাবন করেছেন। এই সংকর ধাতুগুলো ইঞ্জিনকে আরো হালকা করেছে, যার ফলে উড়োজাহাজের পক্ষে আরো দ্রুত উড্ডয়ন সম্ভব হয়েছে এবং ট্রেনকে আরো গতিশীল করেছে। তার উদ্ভাবিত সংকর ধাতুগুলো এফ-১৬ ও এফ-১৭ যুদ্ধবিমানের জ্বালানি সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করেছেন।

১৯৭৬ সালে সাত্তার খান অ্যামস ছেড়ে যোগ দেন ক্লিভল্যান্ড ওহাইয়ো জেট প্রপালশন ল্যাবরেটরিতে, যা নাসা লুইস রিসার্চ সেন্টার নামে অধিক পরিচিত। তাঁর গবেষণার বিষয় হয় অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন সংকর ধাতু নিয়ে। যে ধাতুর বহুল ব্যবহার হয় রকেট ইঞ্জিনে। ১৯৭৮ সালে এসে সাত্তার খান সরাসরি যুক্ত হন মার্কিন যুদ্ধবিমান এফ-১ ও এফ-২-এর জন্য নিকেল ও তামার সংকর ধাতু নিয়ে গবেষণায়। তাঁর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানও বদলে যায় এ সময়। নাসার পরিবর্তে তাঁকে অর্থায়নে এগিয়ে আসে প্রাট অ্যান্ড হুইটনি। তিনি হন প্রধান ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার। এরই ধারাবাহিকতায় তাঁর আবিষ্কৃত উচ্চক্ষমতাসম্পন্ন নিকেল এফ-১৬ ও এফ-১৫ যুদ্ধবিমানের হালকা ইঞ্জিন তৈরিতে ব্যবহার শুরু হয়।

২০০০ সালে সাত্তার খান প্রাট অ্যান্ড হুইটনি ছেড়ে চলে আসেন বিশ্বের সর্ববৃহৎ জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান সুইজারল্যান্ডের আলসট্রমে। এখানে তিনি গবেষণা শুরু করেন টারবাইন ইঞ্জিন ও দ্রুতগতির ট্রেনের সংকর ধাতু তৈরির। এ সময় তাঁর নামের সঙ্গে যুক্ত হয় আরও ২৫টি প্যাটেন্ট।

আব্দুস সাত্তারের গবেষণা এবং মহাকাশে তার প্রয়োগের জন্য তিনি নাসা, আমেরিকান বিমানবাহিনী, ইউনাইটেড টেকনোলজি এবং অ্যালস্টম থেকে অসংখ্য পুরস্কার লাভ করেন। তিনি ব্রিটেনের রয়েল সোসাইটি অব কেমিস্ট্রির একজন পেশাদার রসায়নবিদ এবং নির্বাচিত ফেলো।

এই বাংলাদেশি বিজ্ঞানীর জন্ম ১৯৪১ সালে, ব্রাহ্মণবাড়িয়া জেলার খাগাতুয়া গ্রামে।





৫৫/ প্লাবনী'র যুক্তরাষ্ট্রে শ্রেষ্ঠ ওয়েব ডিজাইনার হিসেবে অ্যাওয়ার্ড লাভ ।



জর্জিয়া রাজ্যের শ্রেষ্ঠ ওয়েব ডিজাইনার হিসেবে অ্যাওয়ার্ড লাভ করে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছে আটলান্টার নতুন প্রজন্মের একাদশ গ্রেডের ছাত্রী প্লাবনী ।

গত ২১ মার্চ ডাউন টাউনের একটি হোটেলে ফিউচার বিজনেস লিডার অব আমেরিকা সংক্ষেপে এফবিএলএ আয়োজিত জর্জিয়া রাজ্যের ওই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের প্রায় কয়েক শ প্রতিযোগী অংশ নেয়। গুইনেট কাউন্টির মেডোক্রিক হাইস্কুলের ছাত্রী প্লাবনী এই বিজয়ের খবরটি প্রথম মূলধারার টেলিভিশনে ফলাও করে প্রচার এবং আটলান্টা জার্নাল কনস্টিটিউশন-এ প্রকাশিত হলে বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের উচ্ছ্বাস বইতে থাকে।

উল্লেখ্য, প্লাবনী সম্প্রতি ভ্যারাইজন আয়োজিত আরও একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিল, যা মূলধারার টিভি মিডিয়াতে অনেক বাংলাদেশির দৃষ্টি আকর্ষণ করেছিল।

এর পূর্বে ষষ্ঠ গ্রেডের ছাত্রী থাকাকালে প্লাবনী ডেল কম্পিউটার অ্যাওয়ার্ড পেয়েছিল ।

প্লাবনীর বাবা আটলান্টার বলাকা ইনস্যুরেন্স ও ট্যাক্স রিটার্ন ব্যবসার স্বত্বাধিকারী এবং গল্পকার শরীফ ইসলাম , তিনি বাংলাদেশের ফরিদপুরের সন্তান ।


সকল পর্বের লিংক এখানে ।


মন্তব্য ৮২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭

হামিদ আহসান বলেছেন: অামাদের গুণীজন যারা বিশ্বে মাথা উঁচু করে অাছে তাদের কথা জেনে ভাল লাগছে .....

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভাল লাগায় আমি আনন্দিত ।
আপনাকে ধন্যবাদ হামিদ আহসান ভাই ।

২| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩

রিকি বলেছেন: চলতে থাকুক গুণীজন গাঁথা :) :) :)

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের অনুপ্রেরণাই পোস্টটি কণ্টীনিউ করার পাথেয় , আপনাকে ধন্যবাদ রিকি ।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৬

ইলি বিডি বলেছেন: বুক টা ভোরে গেলো......।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ইলি বিডি ।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৭

সাদী ফেরদৌস বলেছেন: আপনার এগুলা পড়ে খুব আশা পাই , ভালো লাগে

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাদী ফেরদৌস ভাই , আপনাদের ভাল লাগে বলেই পোস্টটা টেনে নিচ্ছি । আপনাকে ধন্যবাদ ।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮

কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ। কেন দিলাম নিশ্চয় বুঝতে পারছেন

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ , কেন দিলাম নিশ্চয় বুঝতে পারছেন ? =p~

৬| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩

গেম চেঞ্জার বলেছেন: গোল্ডম্যান স্যাকসের ব্যাপারটা ঈর্ষণীয় সাফল্য। বাকিগুলোও কম না। বরাবরের মতই পিলাচ খিলান।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পিলাচ খিলানের লাই ধন্যবাদ গেম চেঞ্জার B-)

৭| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

থিওরি বলেছেন: আপনার পোস্টগুলোতে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।

চালিয়ে যান!
অভিনন্দন বিশ্বের আনাচে কানাচে দেশের মুখ উজ্জ্বল করা বাঙালিদের। অভিনন্দন আপনাকেও!!

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্লেশ স্বীকার করে পড়ায় আপনাকে একাধিক ধন্যবাদ থিওরি ।

৮| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বহির্বিশ্বে বাংলাদেশি/বংশোদ্ভূত গুণীজনদের কথা শুনে খুব গর্ব বোধ করছি। খুব ভালো পোস্ট।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬

দাড়ঁ কাক বলেছেন: দেশের গুনীজনদের কথা জেনে ভালো লাগলো। শুধু এই দেশ কাজে লাগাতে পারলোনা। এই ই দুঃখ। চালিয়ে যান। এই সিরিজ একটি প্রামান্য দলিল হয়ে থাকবে।

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ দাড়ঁ কাক ।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

বোকামানুষ বলেছেন: এই পোস্টগুলো পড়লে মনে আশা জাগে

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের মন্তব্য পেলে অনুপ্রেরণা পাই , ধন্যবাদ বোকামানুষ ।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৩

অগ্নি সারথি বলেছেন: গুনীজনদের কথায় ভাললাগা। চালিয়ে যান।

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্য শুভ কামনা অগ্নি সারথি ।

১২| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৯

আবু শাকিল বলেছেন: আপনার গুণীজন পর্ব গুলো পড়ছি ভাইয়া ।অনেক পর্বে মন্তব্য করি নাই।
পোষ্টের সাথেই আছি জানবেন।
ধন্যবাদ ।

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফেবু'তে কারা কারা লিখায় চোখ বুলিয়ে গেছে , লাইক দেখে বুঝা যায় । সামুতে কারা পোস্টটি পড়ল কমেন্ট না থাকলে বুঝার উপায় নাই । মন্তব্যে একটা ইমো দিয়ে গেলেও পোস্টটি যে আপন জনটির নজর এড়ায়নি তা বুঝতে সুবিধা হয় ।
পর্ব গুলি পড়ছেন জেনে ভাল লাগলো । আপনাকে ধন্যবাদ ।

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: দিনের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মুকুটের সংখ্যা।। বরাবরের মতই ভললাগা।।

১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ সচেতনহ্যাপী ।

১৪| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সবগুলোই গর্বের
তবে আপ্লুত হয়েছি ''৫৪/ মার্কিন যুদ্ধবিমান এফ-১ ও এফ-২ এর প্রধান ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার ডঃ আব্দুস সাত্তার খান'' এর কৃতিত্বে।
আর আমাদের সামুর অহংকার গিয়াসলিটন।
চেনেন নাকি তাকে?
ব্রট আপ ফ্রম নিউখালি :)

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:

১৫| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০১

ডাঃ মারজান বলেছেন: ভাই পড়ছি আর পড়ছি খুব ভালো লাগছে। ভাই সাথেই আছি। বাঙালি জাতি হিসেবে নিজেকে নতুন করে আবার গর্বিত অনুভব করছি।
আচ্ছা এদের সবাই কি আমাদের এই বাংলাদেশকে বুকের মধ্যে লালন করেন? আমার জানা নেই। তবে ভাবতে ইচ্ছে করে দেশের জন্য রয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা। হয়ত অনেক কিছু দিতে পারতেন আমাদের এই দেশটিকে।

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শেকড়ের প্রতি টান নেই এরকম কথা এঁদের কেউ বলেন নি , সুযোগ পেলে এঁরা অবশ্যই দেশের সেবায় আগ্রহী হবেন । তার আগে দরকার দেশে এঁদের কাজের ক্ষেত্র প্রস্তুত করা , যা আমাদের নেই । সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ডাঃ মারজান ।

১৬| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩১

ইছামতির তী্রে বলেছেন: আপনার এই সিরিজ লেখাটা বেশ আগ্রহ সহকারে পড়ি। ভাল লাগে।

আমার ছোট একটা অবজারভেশন আছে আপনার লেখার শিরোনাম নিয়ে। আপনি সব সময় লেখেন 'গুণীগন'। আমার ব্যক্তিগত অভিমত হলো গুণীগন না লিখে 'গুণীজন' লিখলে বোধহয় বেশী শ্রুতিমধুর লাগত।

আপনাকে অনেক ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''জন'' শব্দটা এক বচনের মত মনে হয় । আমি যেহেতু অনেক গুণীদের এই পর্বে আলোচনায় এনেছি তাই ''গণ'' শব্দটাই আমার কাছে সঠিক বলে মনে হয়েছে ।
আন্তরিক সু পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ ।মনোযোগী পাঠক ইছামতির তী্রে ।

১৭| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: সকল গুণীজন,যারা বিশ্বে আমাদের দেশের প্রতিনিধিত্ব করছেন, বিশ্ব জয় করছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা!!!
অনেক অনেক শুভেচ্ছা গিয়াসলিটন ভাই, প্রতিনিয়ত আপনি এইসব বিশ্বমানব -কে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন!!!

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই সিরিয়ালের নিয়মিত পাঠক কামরুন নাহার বীথি আপনাকে অনেক ধন্যবাদ ।

১৮| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৪

জেন রসি বলেছেন: চালিয়ে যান। এদের ব্যাপারে জানতে ভালোই লাগতেছে। :)

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের ভাল লাগায় অনুপ্রাণিত জেন রসি ।

১৯| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন: পোস্ট ভালোলাগলো। তবে ডাঃ সাত্তারের গবেষনা কোন কোন বিমানে কাজে লাগছে এটা নিয়ে একটূ সন্দেহ জাগলো। তথ্যগত ভুল থাকতে পারে। মেইন লিঙ্কটা দিয়েন পারলে, পড়ে দেখবো।

শুভকামনা রইলো। :)

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শতদ্রু একটি নদী... ভাই , আমি কয়েকটি লিখা থেকে তথ্য নিয়ে ডাঃ আব্দুস সাত্তার বিষয়ে লিখেছি ।
বিশেষ করে ''Delivers information from around the world'' এর Abdus Sattar Khan, one of the unknown hero আর্টিকেল থেকে। আমি ল্যাপটপে হিস্টোরি সার্চ করে আপনাকে লিঙ্কটি সরবরাহের চেষ্টা করবো । আপনাকে ধন্যবাদ ।

২০| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১০

হাসান মাহবুব বলেছেন: যাই, মৌমিতা খন্দকারকে নিয়ে গুগল ইমেজ সার্চ করি :`>

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সার্চ দিলে পোস্টে ব্যবহৃত ছবিটিই একাধিক স্থানে দেখা যায় , এই ক্ষেত্রে আপনি হতাশ হতে পারেন হাহাহাহা ।

২১| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার মৌমিতা খন্দকার বেশি ভাল লাগলো । :P

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম ভাই সৌন্দর্যের পূজারী , সুন্দরতো লাগবেই =p~

২২| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: খুব ভাল খবর । ভাল লেগেছে অনেক ।

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কথাকথিকেথিকথন , আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে ।

২৩| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

সাহসী সন্তান বলেছেন: বাঙ্গালী এমন একটা জাতি সে যেখানেই যাবে ভাল খারাপ কিছুনা কিছু একটা করবেই করবে! তবে আপনার পোস্ট গুলো দেখলে অনেকটা আশার আলো দেখতে পাই। গর্ব করে বলতে পারি ঐটা আমার দেশি লোকের কাজ। অনেক অনেক ভাল লাগে......!!

আপনাকে অশংখ্য বার ধন্যবাদ এমন সুন্দর একটা সিরিজ পোস্ট আমাদের কে উপহার দেওয়ার জন্য!

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিয়মিত পাঠ ও চমৎকার সব মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ সাহসী সন্তান ।

২৪| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

শাহাদাত হোসেন বলেছেন: আমাদের সরকার যদি দায়িত্ববান হতো তাহলে এদের মতো অনেক গুণীজন দেশেরজন্য কাজ করে যেতে পারতো ।

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একদিন আমাদেরও সামর্থ্য হবে এই গুণীজনদের কাজে লাগানোর , আপনাকে ধন্যবাদ shahadath hossain

২৫| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আরাে বেশি শেয়ার করবেন, আর যদি সম্ভব হয় এসব মানুষকে দেশে এনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে সেমিনারের ব্যবস্থা করেন, তাদের উপরে উঠার গল্প শুনলে হয়তো প্রতিটা বিশ্ববিদ্যালয় হতে কিছু ছেলেপুলে উৎসাহিত হবে। ধন্য বঙ্গ জননী , ধন্য তোমার গর্ব ধারন, তাদের জন্য যারা তোমার নামকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়।

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্য বঙ্গ জননী , ধন্য তোমার গর্ব ধারন, তাদের জন্য যারা তোমার নামকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। সুন্দর বলেছেন , চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ শরীফ মাহমুদ ভূঁইয়া ।

২৬| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪

ঢাকাবাসী বলেছেন: খুজে খুজে এসব গুনীদের তথ্য আমাদের জানানোর জন্য অনেক ধন্যবাদ।

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার নিয়মিত পাঠক ঢাকাবাসী , আপনাকেও ধন্যবাদ

২৭| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২

আহমেদ জী এস বলেছেন: গিয়াসলিটন ,



শুধু কি দেশের বাইরেই আমাদের গুণীজন থাকেন ?
দেশের ভেতরেই "গিয়াসলিটন" নামের গুণীজনটিই বা কম কিসে ? খুঁজে খুঁজে আমাদের জন্যে এই ধরনের ধারাবাহিক পোষ্ট দেয়ার সূচনা করেছেন তিনিই ব্লগে প্রথম । তাঁর পথ ধরে হয়তো আরও অনেকেই উৎসাহিত হবেন এমন পোষ্ট দিতে ।

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহমেদ জী এস ভাই , আপনার মন্তব্যে অনুপ্রাণিত , লজ্জিত তার চেয়ে বেশি :D

২৮| ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:১০

ওসেল মাহমুদ বলেছেন: লেখক কে শুভেচছা

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওসেল মাহমুদ , আপনাকেও শুভেচ্ছা ।

২৯| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: :D

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ সৈয়দ মশিউর রহমান ।

৩০| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

শায়মা বলেছেন: আমার জিনিয়াস ভাইয়া!!! অনেক অনেক অনেক ভালো লাগলো!!!!

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পথ ভুলে ?

৩১| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

গুলশান কিবরীয়া বলেছেন: আপনার একেকটি পোস্টে কতকি ইনফরমেশন থাকে , অনেক ভালো লাগে । নিজের দেশের ট্যালেন্টেট মানুষগুলো কে দেখলে অনেক গর্ব হয় ।

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের মত গুণী মানুষদের ভাল লাগছে জানলে , পোস্টটি কনটিনিউ করার অনুপ্রেরণা পাই । চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ গুলশান কিবরীয়া ।

৩২| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৮

শায়মা বলেছেন: পথ ভুলি আমি!!!!!!!!!!!!!!!!!

আমি তো ভুল করেও কিছু ভুলিনা ভাইয়ু!!!!!!

১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমিতো ইদারনিং আমার ব্লগে আসো না , তাই বললাম !

৩৩| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২১

মানবী বলেছেন: ডঃ আব্দুস সাত্তারের অর্জনের কথা জেনে ভালো লাগলো, সত্যিই গুনীজন তিনি।

পোস্টের জন্য ধন্যবাদ গিয়াস লিটন।

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টে চোখ বুলিয়ে যাওয়ায় আপনাকেও অসংখ্য ধন্যবাদ মানবী ।

৩৪| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৯

মেরিনার বলেছেন: আহা! কাকের বাসা ছেড়ে উড়ে যাওয়া কোকিল-ছানাদের কুহু কুহু ডাক কত মধুর শোনায়!!

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাকের বাসায় থেকে সহজাত মেধা বিকাশের সুযোগ পেলে কোকিলরা হয়তো কাকের বাসা ছাড়তোনা ।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ মেরিনার ।

৩৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৮

জুন বলেছেন: এসব গুনীজনের বিভিন্ন অর্জনের কথা জেনে ভালো লাগলো গিয়াস লিটন।

পোষ্টটি শেয়ারের জন্য অনেক ধন্যবাদ

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামহোয়্যারের ''ইবনে বতুতা'' জুনাপুর ভাল লাগায় অনুপ্রাণিত ।

৩৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৬

মানবী বলেছেন: চোখ বুলানো নয়, আমি কিন্তু পুরো পোস্ট পড়েছি। :-)

উল্লেখিত পাঁচ জনের মাঝে ডঃ আব্দুস সাত্তারের অর্জনের উচ্চতা সকলের চেয়ে ভিন্ন, তাই শুধু তাঁকে নিয়ে মন্তব্য করেছি।

১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে একের অধিক ধন্যবাদ মানবী ।

৩৭| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাহ! জেনে খুব ভালো লাগালো। শেয়ারের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের উপস্থিতিতে আনন্দবোধ করি । আপনাকে ধন্যবাদ তনিমা ।

৩৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬

ধমনী বলেছেন: আপনার পোস্টগুলো আমাদের নতুন করে ভাবতে শেখায়, আশা জাগায়, বিশ্বাসের প্রদীপ জ্বালায়।
আন্তরিক ধন্যবাদ আপনার এ নিরন্তর প্রচেষ্টার জন্য।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন অতিথি ধমনী আপনাকেও ধন্যবাদ।

৩৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৩

নিশাত সুলতানা বলেছেন: Mobaile sob somoy apnar likha pori , log kora hoyna . amar priyo onekei apnar ekhane comment kore gechen . bishes kore রিকি , গেম চেঞ্জার , কামরুন নাহার বীথি , শতদ্রু একটি নদী..., ঢাকাবাসী , শায়মা , মানবী , জুন , sobaike amar salam .

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সালাম সবাইকে পৌঁছে দেয়া হল ।আপনাকে ধন্যবাদ ।

৪০| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৫

নিশাত সুলতানা বলেছেন: sirial calia jan , apnakeo salam

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও সালাম জনাবা নিশাত সুলতানা

৪১| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: বাংলাদেশের গুণীজনদের সাফল্য জেনে খুশি হলাম। পরবর্তী গুণীদের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ ভাই গিয়াস লিটন।

১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.