নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

\'\'কসম\'\' আমি ভূত দেখেছি\'\' =p~

১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮



- ভাই জান,এই ভাই জান তাড়াতাড়ি উঠেন ।
সুনীলের পূর্ব পশ্চিম পড়ে রাতের একটায় শুয়েছি । সবে ঘুমটা ঝাঁকিয়ে বসেছে এমন সময় বিরক্তিকর ডাকাডাকিতে আমার ঘুমের বারোটা বেজে গেল ।

বিরক্ত হয়ে বললাম - কি হইছে ?
- হঠাৎ পেটে মোচড় দিয়ে উঠেছে ।
- হঠাৎ কেমনে হইল ? গতকালওতো আপনার এমনটি ঘটেছে ।
- গতকাল নয় পরশু ।
- ওই হইলো !
- ভাই ,ভাই , ভাই সময় নষ্ট কইরেন না --
অনিচ্ছা সত্ত্বেও পায়ে স্যান্ডেল ঢুকাতে ঢুকাতে বললাম - চল ! আইজকা তোরে খাইছি !
এ কথাটা অবশ্য মনে মনে বলেছি । হাজার হোক তালেবে এলেম মানুষ ।

আমাদের বাড়ীর দরজায় ছিল বিশাল এক কাছারি ঘর । এর দুপাশে দুই কামরা আর মাঝের বিরাট অংশ ফাঁকা , সামনে সিংহ দরজা ।
সবে ফার্স্ট ইয়ারে উঠেছি , বিরাট বড় হয়ে গেছি , মনে এরকম একটা ভাব ।

নাটক ,পালা গান , যাত্রা দেখা জাতীয় পরিপূর্ণ স্বাধীনতা উপভোগ করতে ঘর ছেড়ে কাছারি ঘরের উত্তরের কামরায় আসন পেতেছি । এজন্য অবশ্য আম্মাকে - আমি যে বিরাট বিদ্যাসাগর , ঘরে আমার পড়া লিখার বিরাট সমস্যা ইত্যাদি বলে অনেক ভুজং ভাজং দিতে হয়েছে ।

দক্ষিনের অংশে থাকতেন একজন হুজুর আর মাষ্টার , দুজনেই জায়গীরদার (লজিং) ।
পেটের পিড়াটা হুজুরের সাথে বিরাট দোস্তিয়ালী করে বসে আছে । সেই সুত্রে ''ল্যাট্রিন''এর সাথে হুজুরের বন্ধুত্বটাও স্থায়ী রূপ নিয়েছে ।
''ল্যাট্রিন'' জিনিষটা বন্ধু হিসেবে তেমন সুবিধার না , তার কোন সময় জ্ঞ্যান নেই । রাত দুটা তিনটায়ও হুজুরকে ডেকে বসে । সাড়া না দিয়ে হুজুরের কোন উপায় থাকে না ।
হুজুরটা ছিল আবার ভীতুর একশেষ । দিনে দুপুরেও সে ভূতের ভয় পেত ।

পূর্বে মাস্টারকে সাথে নিয়ে তিনি বন্ধুর সাথে মোলাকাত করে আসতেন ।
একদিন ''কাচা ঘুম'' ভাঙানোয় ঘুমের ঘোরে মাষ্টার হুজুরের তলপেটে ক্যোঁৎ করে এক লাথি দিয়ে বসলেন । ব্যাস ! কম্ম সারা ।
রুমটা ধোয়া মোছা করতে হুজুরের ঘণ্টা দুই সময় লেগেছিল এই যা !

তবে ধোয়া মোছার কাজটা হুজুরের খুব একটা মনপুত হয়নি , তাছাড়া লাথির ব্যাথা সারাতে হুজুরকে সপ্তাহ খানেক ওষুধ খেতে হয়েছিল ।
তাই তিনি মাষ্টারকে ডেকে আর রিস্ক নিতে চান না ।
আমার রুমের দরজায় ধাক্কা ধাক্কি করে আমাকে ডেকে তুলেন । বিরক্ত হলেও আম্মার ভয়ে কিছু বলতে পারিনা ।

অগত্যা সামনে বদনা হাতে হুজুর , পেছনে আমি । গন্তব্য ছনখোলা বনের খোলা ল্যাট্রিন ।

আষাঢ় মাস ,চারদিকে পানিতে থৈ থৈ । ব্যাঙের ডাক ,পানিতে মাছের লাফ ঝাপ , নানা পতঙ্গের ডাক আর কবরের অন্ধকার মিলিয়ে এক ভয় ধরানো পরিবেশ । এর ভিতরে আবার সামনে দিয়ে চলে গেল তিনটি শেয়াল ।

হুজুরের মাশুকের কাছাকাছি এসে আমি বললাম , যান ; আমি এখানে আছি ।
হুজুর কি সব বিড়বিড় করে বুকে ফুঁ দেন আর আগে বাড়েন ।

তিনি জানেন আমি ভুত প্রেতে ভয় পাইনা ।
তাই আমার সাহসে বলিয়ান হয়ে হুজুর মনের সুখে কাম সারা করছেন , মাঝে মাঝে গলা খাঁকারি দিয়ে উনি যে এখনো কন্দ কাটার খপ্পরে পড়েন নি তা জানান দিচ্ছেন ।
আমিও প্রত্যুত্তর দিচ্ছিলাম ।
হুজুরের এরকমই এক গলা খাঁকারির প্রত্যুত্তরে আমিও গলা খাঁকারি দিয়ে অন্ধকারে কাছারি ঘরের উদ্দ্যেশ্যে দিলাম ভোঁ দৌড় ।

সোজা নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম ।

কিছুক্ষন পর হাঁপাতে হাঁপাতে হুজুর এসে আমার দরজায় ধাক্কা ধাক্কি শুরু করে দিলেন ।
কাঁচা ঘুম ভেঙ্গে যাওয়ায় মহা বিরক্ত এরকম একটা ভাব নিয়ে আমি দরজা খুললাম ।

হুজুর পারলে কেঁদে দেয় এরকম হয়ে আমাকে বলল - ভাই জান এইটা আপনি কি কাম করলেন ? আমাকে ভূতের দুর্গম আস্তানায় একা ফেলে আপনি চলে এলেন ? আমি খালাম্মার কাছে বিচার দিমু । এর একটা বিহিত না হলে আমি আপনাদের বাড়ীতে থাকুম না , সকালেই আসসালামুয়ালাইকুম ।

সর্বনাশ ! ওলামা মাদ্রাসার মুহাদ্দিস সাহেবকে (আমার আম্মার ভাই) অনেক বলে কয়ে আমার আম্মা এই হুজুরকে জায়গীর এনেছেন ।
সে চলে গেলে আম্মা মনে কষ্ট পাবেন , আর চলে যাওয়ার পিছনে আমার হাত আছে এরকম প্রমান হলে আমারও রক্ষা নাই ।

বললাম - আপনি কি বলছেন আমি কিছুই বুঝতেছিনা । আবার বলেন ।
হুজুর আবার বললেন - আপনাকে নিয়া আমি ল্যাট্রিনে গেলাম , আর আপনি এই রাতের দুটায় আমাকে সেখানে একা ফেলে চলে এসেছেন ?

আমি যেন আকাশ থেকে পড়লাম ! আমাকে নিয়ে আপনি ল্যাট্রিনে গিয়েছেন ? কখন ? এসব কি বলছেন আপনি ? আমিতো এর কিছুই জানিনা !!

হুজুর চোখ বড় বড় করে বললেন - কি বলেন ? ওটা আপনি ছিলেন না ?
- আরে না ! আমিতো আজ নয়টায়ই শুয়ে পড়েছি , এই এখন আপনার ডাকে আমার ঘুম ভাঙল ।
- লা হাওলা অলা কুউয়াতা ------ লা হাওলা অলা কুউয়াতা ------ হুজুর বিড়বিড় করে পড়তে লাগলেন ।

বললাম আপনি ভাল করে খেয়াল করেছেন তো ? ওটার ছায়া ছিল ? কথা কি নাঁকি নাঁকি বলছিল ? পা কি উলটা দিকে ? গায়ে কি মাছের গন্ধ ছিল ----- আমি বলেই যাচ্ছি ।
হুজুরের প্রতিক্রিয়া কি বুঝতে উনার দিকে তাকালাম । দেখি হুজুর ঘোঁৎ ঘোঁৎ শব্দ করতে করতে ধপাশ করে মাটিতে পড়ে নাকে মুখে ফেনা ছেড়ে দিয়েছেন ।

পুনশ্চ ঃ এর পরে ''কসম'' আমি ভূত দেখেছি বলে ডাল পালা বিস্তৃত করে হুজুর এই কাহিনীটি বহুস্থানে বিবৃত করেছেন ।

মন্তব্য ৮২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: হা হা হা -------------- এই রকম বিটলামী কেউ করে!!!!!
হুজুরের যে মাথা খারাপ হয়ে যায় নাই, সেটাই সৌভাগ্য আপনার!!! :) :) :)

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কামরুন নাহার বীথি , গেম চেঞ্জার ভাই সহ চা খাচ্ছিলাম ।
আপনি প্রথম এলেন ।আমাদের সাথে শরিক হোন , নিন চা খান ।

২| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কামরুন নাহার বীথি বলেছেন: হা হা হা -------------- এই রকম বিটলামী কেউ করে!!!!!
হুজুরের যে মাথা খারাপ হয়ে যায় নাই, সেটাই সৌভাগ্য আপনার!!! :) :) :)

আপনিতো মিয়া মহা ত্যান্দর আছীলেন ;)

বেচারা আরেকটু হইলেইতো মাইরাইছিলেন :P

=p~ =p~ =p~ =p~

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই , আমার ধারণা , ''রিয়েল'' ভূতের কাহিনীগুলি এভাবেই জন্ম নেয় । =p~ =p~ =p~ =p~

৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮

গেম চেঞ্জার বলেছেন: মাইরালা!!!!!!!! :-B :-B :-B =p~ =p~

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার চা টা বীথিকে দিয়ে দিয়েছি , আরেকটা হবে ?=p~ =p~

৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: চা এর জন্য অনেক ধন্যবাদ ভাই!!
দিলেনই যখন, সবুজ চা (গ্রিন টি) দিন!!! :)

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওহ শিওর !

৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৭

গেম চেঞ্জার বলেছেন: হবে মানে? আলবৎ হবে।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চা বোধ হয় একটু কম আছে , তাই পেন্সি কাপে ----- B-)

৬| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১

মাহমুদা আক্তার সুমা বলেছেন: ভাই হুজুর কি আর জীবনে রাতের বেলায় ছনবনে...........

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাহমুদা আক্তার সুমা , গিয়েছিলো , সেই দিন থেকে আমার আম্মার নির্দেশে আমি আর মাষ্টার দুজনেই উনাকে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যেতে হতো । :D

৭| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: গিয়াসলিটন ,


বাহ------ এ দেখি ভুতের কান্ড !
B-) বলতে না বলতেই সবুজ চা এসে হাজির.....

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহমেদ জী এস ভাই , নিজে একটা খাইবেন , সোজাসুজি কইলেইতো হয় B-)
নিন -

৮| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৩

প্রামানিক বলেছেন: আগে পড়ে নেই পরে মন্তব্য।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিক ভাইকে চা দেবো ?

৯| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: আহারে হুজুর তো বিশাল ভয় পাইছে। আপনি বিতলামী করলেও হুজুর সত্য সত্য ভুত মনে করেছে। চমৎকার গল্প। ধন্যবাদ

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের দেশে নিজের চোখে দেখা ভূতের গল্প গুলি এভাবেই ডাল পালা মেলে চড়ায় ।
আমাদের দক্ষিনের বাড়ীর এক মেয়ের সাথে জনটু মামার প্রেম ছিল , তারা গভির রাতে পুকুর পাড়ে দেখা করতো ( তখনকার প্রেমে চরম(?) অশ্লীলতা ছিল না)
পুকুরের সে পাড়েই সে বাড়ীর মুয়াজ্জিন সাহেব বড়শী ফেলে যেতেন , রাতে মাঝে মাঝে এসে মাছ আটকেছে কিনা দেখে যেতেন ।
এতে মামার রিস্ক বেড়ে যেতো ।

পথের কাঁটা দূর করতে ,এক রাতে মামা বিশাল এক জুব্বা পরে মুয়াজ্জিনকে ধরে মাথার উপর তুলে পুকুরে ছুড়ে মারলেন ।
সেই থেকে আমাদের গ্রামে সৃষ্টি হল ভুতের আরেক রিয়েল স্টোরি । =p~
মামার পথও নিষ্কণ্টক ।


১০| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪

শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহা


ভাইয়া সত্যিই আমি হাসতে হাসতে মারা যাবোই!!!!!!!!!!!!!!!!!!


তুমি এত্ত পাঁজী ছিলে!!!!!!!!!!!!!!!!!!!!!!!

তোমার পেটে সত্যিই জিলাপীর প্যাচ!!!!!!!!!!!!! :P

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঁজী ছিলে তুমি , তাইতো আনটির হাতে ধুপধাপ মার খেতে ।
আমার মনে আছে , একবার চুলে পেয়াজ আর কলার পেস্ট করে লাগিয়ে আনটির হাতে কি মারটাই না খেলে :P:P

১১| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭

লেখোয়াড়. বলেছেন:
শাবাশ!
সাবাস!!
ষাবাষ!!!

পারেন বটে!!!

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাধ !
দন্যবাদ!!
ডন্যবাড !!!

:P

১২| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল তো! ভুতের গল্পগুলো এভাবেই জন্ম নেয়!

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সঠিক বলেছেন ভাবেই হয়তো কারো রসিকতায় বা কারো স্বার্থসিদ্ধির অভিপ্রায়ে কারো চালাকিতে ভূতের উৎপত্তি |

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হুজুর হলেন তালেবুল এলেম
বিরাট আলেম এ দ্বীন;
হাবিব এ হুজুর আর কেউ নয়
ছনখোলার ওপেন এয়ার ল্যাট্রিন।

পেটের পীঁড়া হতেই পারে
এমন কি আনকমন?
আহ,বেচারার দঃখ কতো
রাত দুপুরেও গমন!!!

বিপদে ভাই কাজে লাগে
মানুষই তো মানুষের;
ইমার্জেন্সি নেচার কলে
দ্বারস্থ হ'ন গিয়াসের।

হুজুর কি আর জানতো বড়
ইনিই বদের বস;
ঘোর বিপদে ডিপেন্ড করা
লস টোটালি লস।

আঁধার কালো বন বাদাড়ে
হাতে নিয়ে বদনা;
গলা খাঁকার ছল করে ফুট
হুজুর বান গেয়া মদনা।

এতেই কিস্‌সা শেষ হলে
তাও করা যায় সহ্য;
পাল্টি মেরে অস্বীকার!!
শয়তানি কি ধৈর্য্য!!!

প্রথমবারেই ধাপ্পা খেয়ে
হুজুর হলেন আধমরা;
শেষ দৃশ্যের মেলোড্রামায়
মাটিতে খান গড়গড়া।

হুজুর বড়ো মাটির মানুষ
লিটন ভায়াকে করেন বিশ্বাস;
'ভূত দেখেছি' কসম খেয়ে
কিস্‌সা কহেন ছেড়ে নিঃশ্বাস।

গিয়াস ভায়া ত্যান্দরামীরও
লিমিট আছে জেনো;
আলেম উলামার বদ দোয়া
নয়কো যেনো তেনো।

লাগলে শাপ বুঝবে মজা
ছুটবে তোমার শয়তানী;
পাপের ফল হয়না শুভ
সে আমি বদ কি কম জানি ;)

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি করি আজ ভেবে না পাই , আপনার তাৎক্ষণিক কবিতা লিখার অসাধারণ প্রতিভায় আমি মুগ্ধ !!
শুধু তালেমে দ্বীন দের বদদোয়া লাগে ?
আমার যে কাঁচা ঘুম ভাঙ্গাল তার কি হবে ?
জানেন না , মোমিনের ঘুমও ইবাদত ;)

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

জুন বলেছেন: অনেক দিন পর ভুতের গল্প পড়ে ভয় না পেয়ে অনেক হাসলাম গিয়াস লিটন ।
সবাইকে শুধু চা দিচ্ছেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না ? তাই এক্টু বিস্কিট দিয়ে গেলাম B-)

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চা তো সবায় খেয়ে ফেলেছে , আবার চা দিতে আপনার বিস্কুট গুলি কাজে লাগবে =p~

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাতদুপুরেও মাথার ভেতর
শয়তানিটা মিনমিন;
আবার দেখো দাঁত কেলিয়ে
বলেন তিনি পাক মোমিন।

কাঁচা ঘুম ভাংলো বলে
এত্ত বড় চিটিং!!
বুঝবে মজা তুমিও ঠিকি
কেউ তোমারেও দিবে ফিটিং।

এটিই হলো ধরার নিয়ম
টিট ফর ট্যাট;
এতো বলি তাও বুঝেনা
টাইগার আমিও অহন পুষি ক্যাট।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাষ্টার যে লাথি দিছিল , সেই কারনে আমার সাথে তারও প্রায়শ্চিত্ত হয়ে গিয়েছিল ।
আমি আর মাস্টার সেই দিন থেকে গার্ড অফ অনার দিয়ে মাস্টারকে নিয়ে যেতাম ( আমার আম্মার নির্দেশে ) =p~ =p~ =p~

১৬| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৯

এস কাজী বলেছেন: আপনার কামে হুজুর ভয় পাক না পাক শুরুতে যেই পিক দিসেন ভাই, দেইখা আমারই ভয় লাগতেসে B-) আচ্ছা এরপর হুজুর কি ছিল আর বনে বাদাড়ে বর্ষাকালে কাম সারতে যাইতো? ;)

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এস কাজী , হুজুর ছিলেন , কাম সারতেও যাইতেন । পাহারা দিতাম দুই জনে । B-)

১৭| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: যাকে যেভাবে সাইজ করা!! গল্পগুলি ডালপালা মেলে কিন্তু এভাবেই।।

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিশেষ করে ভূতের গল্প ।

১৮| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৫

চ্যাং বলেছেন: ওয়াও!!!!!!!!!!! চা !!!!!!!!!!! B:-/ B:-/ বিচকুটের সমাহার!!!!!!!!!!!!!!! আরে---------&gt;<

চা চাই চা চাই চা চাই ই ই ই........

বিচকুট চাই বিচকুট ট ট ট ট ট ট

১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিঃ চ্যাং আমার ব্লগে প্রথম এলেন , আগে মিষ্টি খান ।

১৯| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৯

ভিটামিন সি বলেছেন: আমি তো চা কাপে করে খাই না, মগে করে খাই। আমার জন্য কি মগে ইট্টু চা হপে? আর ভাবতেছি আপনি যে টাইপের কাউয়া ছিলেন, আপনার ওস্তাদ জানি কত বড় কাউয়া ছিল। সে নিশ্চয়ই আমার চেয়ে বড়।

১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিন , ভিটামিন সি সমৃদ্ধ সিলেটের বিখ্যাত , মাল্টি কালার চা ।

২০| ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৯

সাহসী সন্তান বলেছেন: লিটন ভাইয়ের ভুত যে প্রতিদিন নিয়ম করে দাঁত মাজে এটা কিন্তু স্বীকার করতেই হচ্ছে! পোস্ট অনেক ভাল লেগেছে ভাই! বহুত মজা পাইলাম!

একখান কথা কইবাম ভাউ! চা কি সবাইরে বিলায়া দিছেন? না এই অধমের লাই এক কাপ রাখছুইন?

১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবিতে প্রদর্শিত ভূত সাহেব তাদের কমিউনিটির একজন মডেল । সম্ভবত টুথ পেস্টের ! :P
নিন লেবু চা -

২১| ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১

ভিটামিন সি বলেছেন: কনে, চা কনে? কেডায় আমার চা খায়ালছে? খাইলি তো খাইলি, মগটা সুদ্ধ কেন খাইলি??

১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একি ! পুরাই দেখি ভৌতিক কারবার । এক মগ চা দিলাম , খাইল কে ? তাও মগ শুদ্ধ !!!
নিন ভুতের নজর পড়ার আগেই ঝটপট সাবাড় করুন ! =p~

২২| ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৭

কাজী শাহ এমরান বলেছেন: হা হা হা --------------

১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মি কাজী শাহ এমরান ।

২৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৫

রিকি বলেছেন: কসম আমিও ভয় পেয়েছি ভাইয়া! ;) শ্যাঁওড়া গাছে ক্যামেরা লাগিয়েছিলেন কবে?? ;) ;) কিতনা খুবসুরত হ্যায়! B-)

১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিতনা খুবসুরত হ্যায়! B-) হাহাহাহাহা
আপনার এই প্রসংসা কন্দ কাটা কমিউনিটিতে চাউর হলে , আমার এই মডেলের বিরাট সমস্যা হবে ।
সেখানে মনুষ্য সমাজে ''খুবসুরত'' মনে হওয়া ভূতদের মেয়েলী চেহারার বলে হাসি ঠাট্টা করা হয় ।

ক্যামেরা লাগাইনি , অনেক বলে কয়ে, দু কেজি ইলিশ ভাজার বিনিময়ে একটা ফটো শুটে রাজি করিয়েছি ।
ক্যামেরায় ছিলেন প্রখ্যাত আলোক চিত্রগ্রাহক কামরুন নাহার বীথি । উনার আবার ক্যামেরার হাত খুব ভাল ।

২৪| ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬

সুমন কর বলেছেন: হাহাহাহা..........বেশ মজা পাইলাম... =p~

১৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমন কর ।

২৫| ১৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

হাসান মাহবুব বলেছেন: হাহা! ব্যাপক বুদ্ধি। লেখাটা বেশ রসালো হয়েছে। +

১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসান মাহবুব ভাই আপনাকে ধন্যবাদ ।

২৬| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

শুভ৭১ বলেছেন: ভাইজান, আপনাদের মতন ত্যান্দোড় মার্কা লোকজনের জন্য আজকাল লজিং মাস্টার জাতীয় ব্যাপার স্যাপার বলতে গেলে উঠেই গেছে!!!! আর বেচেরা,হুজুর ও কম ব্যাক্যল না !!! এমন একটা ঝালাই খাওনের পরেও সেই বাড়িতে ক্যামনে থাকলো!!!!! যা হবার হইছে,এখন করা লিকার দিয়ে খেজুর রস আর মহিশের দুধের এক বদনা মালাই "চা" দেন দেখি, ☺☺

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলে যোগাযোগ ব্যবস্থ্যার উন্নতির কারনে এখন আর লজিং প্রথা তেমন দেখা জায় না । আমাদের কুনু দোষ নাই ।
আর হুজুর যে ''ঝালাই'' খাইছিলেন সেটা বুঝতে পারেন নি ।
আপনি প্রথম এলেন , বদনাতো পাইলাম না , কেটলিতে চলবো ?


২৭| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আমি ভাবলাম আপনি সত্যি ভুত দেখেছেন । #:-S সাধ্যের মধ্যে খুঁজাখুঁজি কম করিনি ।

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি দেখিনি সেলিম ভাই , হুজুরে দেখেছিল ! B-)

২৮| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩

কাবিল বলেছেন: আমি ১০০% বিশ্বাস করি, এ ভাবেই ভূতের গল্প গুলো জন্ম নেয়।

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সঠিক বলেছেন কাবিল ভাই , ৯ নম্বর রিপ্লাইএ আরেক ভূতের গল্প উৎস আছে ।

২৯| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২০

রোদেলা বলেছেন: লেখা মজার ,কনো সন্দেহ নাই।কিন্তু এইটা কি ছবি?আমার প্রান পাখি যায় যায়...

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভূতনী ওয়ার্ল্ডের এক হার্টথ্রব মডেলের ছবি দিলাম !
আপনি ভূতনী হলে নির্ঘাত এর প্রেমে পড়ে যেতেন =p~

আপনাকে ধন্যবাদ রোদেলা ।

৩০| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১১

শুভ৭১ বলেছেন: বদনাতে কইরা একটু মালাই চা খাইতে চাইছিলাম!! দিলেন কেতলি, কি আর করার দেন।।।। ☺☺

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি ভূত নাতো ? বদনায় চা খেতে চাচ্ছেন ?
এই কে আচিস ? শুভ ভাইর জন্য একটা বদনা নিয়ে আয় , উনার যে কাজে লাগে লাগাক !

৩১| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪০

কলমের কালি শেষ বলেছেন: হা হ আহা । তার মানে আপনি নিজেই ভূত !! ;) :P

বেচারার অবস্তাডা কী করলেন !!! আহারে । এরপর সে ছিল না চলে গিয়েছিল ?

১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কলমের কালি শেষ সে ছিল । পরবর্তীতে তার দেহ রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছিল ।

৩২| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১১

শুভ৭১ বলেছেন: এইডা কি করলেন??? আপনার আগের ভুত মডেলই তো ভালো ছিল, ☺☺ কত কিউট, আর সুন্দরি।।।। আমি এই পচা মডেলের হাতের বদনা নিমু না!!!!সেই সুন্দরী রে চাই!!!!

১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধুর ! আপনি দেখছি বিরাট বদ , নাকি বদনা ?

নিন একদম আনকোরা -

৩৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৮

অগ্নি সারথি বলেছেন: খেক।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার দুই অক্ষর পড়ে আমি হাস্তেই আছি =p~

৩৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭

জেন রসি বলেছেন: মজা পাইলাম ভাই।

ভুত নিয়া আসলে ভয়ের চাইতে মজার কাহিনী বেশী!!

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জেন রসি ব্রো ।

৩৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: চরম শিক্ষা দিয়েছেন হুযুরকে! খুব ভালো লাগলো ভূত-বিষয়ক কাহিনী ।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ রূপক বিধৌত সাধু ।

৩৬| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহাহা!

ভুত নিয়ে ভয়ের লেখা পড়েছি, কিন্তু মজার লেখা এই প্রথম পড়লাম।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই ।

৩৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩

শুভ৭১ বলেছেন: ☺☺☺☺☺☺☺থ্যাংকু।।।।। তয় আপনার সুন্দরি ভুত মডেল রে দেইখা রাইখেন!!!! আমার কিন্তু খুব পছন্দ হইছে!!

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যে ভূতেরে দেখলে মানুষের মনে ভয় জাগেনা সে , ভুত সমাজের কলঙ্ক ।
আপনার কমেন্টে আমার মডেল ক্ষিপ্ত হতে পারে ।
গা বন্দের তাবিজ গলায় না ঝুলালে আপনার রিস্ক আছে । =p~

৩৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪২

আলোরিকা বলেছেন: সুপার মডেল ভূতনি ,কাহিনী বর্ণনা সব মিলিয়ে মজার :) আমারও এরকম একটি ভূত না জীন হয়ে ওঠার গল্প আছে ! ;)

আহারে এখনকার বাচ্চা- কাচ্চারা এসব মজা থেকে বঞ্চিত :(

১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের সমাজে ভূতের গল্প গুলি বাচ্ছাদের সামনে ভীতিকর ভাবে উপস্থাপন করা হয় , এতে করে তারা অনেকটা ভীতু হয়ে জায় ।
তাদের সামনে ভূতকে মজার চরিত্র হিসেবে উপস্থাপন করা গেলে মনে কোন রূপ ভীতিকর প্রভাব পড়বে না । সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ আলোরিকা ।
প্রথম এলেন , চা দেব ? :)

৩৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:

কড়া হয়েছে।

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ।

৪০| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভূত দেইখা তো ভুই পাইছি... আর পইড়া মজা পাইছি!

২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঈপ্সিতা চৌধুরী , অসংখ্য ধন্যবাদ ।

৪১| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বেশ মজার গল্প, তবে কথা সত্য, ভূতের গল্পগুলো এভাবেই জন্ম নেয়। গল্পে +++

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

অটঃ সবে ঘুমটা ঝাঁকিয়ে বসেছে এই লাইনে শব্দটা মনে হয় জাঁকিয়ে বসেছে হবে। একটু চেক করে নিবেন প্লিজ। :)

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঝাঁকিয়ে আর জাঁকিয়ে ,অর্থের দিক দিয়ে আকাশ পাতাল ব্যবধান !
বানান বিষয়ে আমি যথাসম্ভব সচেতন থাকি , তার পরও এই বিরাট ভুলের দায় একান্তই আমার ।
অনেক পুরনো পোস্ট , মনে হয়না কেউ পড়তে আসবে ।তাই কারেকশান করতে ইচ্ছে হচ্ছে না ।
তাছাড়া সংশোধনী হিসেবে আপনার কমেন্টটিতো রইলই ।


লিখাটা এত মনোযোগ দিয়ে পড়েছেন দেখে আমি আবিভুত !
অনেক অনেক ধন্যবাদ বোকা মানুষ বলতে চায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.