নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n--আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।\n

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

আজ খ্যাংরার গায়ে হলুদ ; একটি ভৌতিক রম্য ! =p~

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪




রাত দশটা হবে । পাঠ্য বইয়ের ভিতরে ঢুকিয়ে , রোমেনা আফাজের দস্যু বহুর পড়ছি । একটু আগে আব্বা ঘরে ফিরেছেন ।
আমার পড়ার রুমে এসে মিহি স্বরে বললেন , আব্বা একটু এদিকে আসেন ।

আমি আতঙ্কিত । আব্বার তুই তোকারি ছেড়ে আপনিতে নেমে যাওয়া অতি ভয়াবহ ব্যাপার । অতিত অভিজ্ঞতায় দেখেছি শাস্তির মাত্রা যত তীব্র হবে আব্বার সাম্ভোধোনিক আচার ব্যবহার আর ভোকাল কর্ডের আউট ফুট হবে তত অমায়িক ।

বুঝতে পারলাম তিন বিষয়ে ফেল করার বিষয়টি আব্বার নলেজে চলে এসেছে ।
এটা প্রভাত স্যারের কাজ ।

কিছু মানুষ আছে একজনের গোপন কথা আরেকজনের কাছে নিষ্ঠার সাথে চালাচালি করে । কথিত আছে এদের ''পেটে তিতা পাতাও হজম হয় না ।''
তিতা পাতা অনেক দূর ,আমার ধারণা প্রভাত স্যারের পেটে হজমীর ট্যাবলেটও হজম হয়না ।

ফেল বিষয়ে আজ স্কুলেও ধোলাই খেয়েছি ।
তিন বিষয়ে ফেল এটা যত গুরুতর ছিল , তার চেয়েও গুরুতর রূপে দেখা দিয়েছিল একটা ট্র্যান্সলেশন ।

গত পরীক্ষায় ''আমরা চা পান করি'' এর অনুবাদ লিখেছিলাম We drink tea. এটা নাকি শুদ্ধ হয়নি । শুদ্ধ We take tea.
পান করা ইংরেজি আজীবন শুনলাম ড্রিংক, এখন সেটা টেক হয় কেমনে ?

ট্র্যান্সলেশনটায় প্রভাত স্যার এমন ভাবে লাল কলমে ক্রস দিয়েছিলেন যে , কলমের খোঁচায় পরীক্ষার খাতার দুইটা পাতাই চিরে গেছিল ।

এবারে একটা পেসেজ ছিল , যার একটি বাক্য ''বৃষ্টি পড়ে'' ।
''বৃষ্টি পড়ে''র ট্র্যান্সলেট করেছিলাম ,''Bristi is reading." তেনার পছন্দ হয়নি ।
পছন্দ হয়নি ভাল কথা আগের মত কেটে দিতি , এবার নাহয় পাতা তিনটা যাইতো !

তা না তেনারা তদন্ত শুরু করে দিয়েছেন ।
বৃষ্টির ইংরেজি Rain না এসে তোর মাথায় person বৃষ্টি বেগম কেন এল ?
তুই নাকি বিকালে বৃষ্টিদের বাড়ির সামনে ঘুর ঘুর করিস ?
ইটের আধলা দিয়ে স্কুলের সারা দেয়ালে L+B কে লিখেছে ?

আরে বাবা করসতো পণ্ডিতি ,তোর এত গোয়েন্দাগিরির দরকার কি ?
গোয়েন্দাগিরির শখ হলে কেজিবি সিআই'এ যা !
সেটা না , তেনারা খেজুরের ডাণ্ডা নিয়া দৌড়াদৌড়ি করে । যত্ত সব----!

আব্বা আমাকে ডেকে সামনের রুমে চলে গেছেন । অতিতে আমার বড় ভাইয়েরা আব্বার ডাক উপেক্ষা করেছেন এমন নজীর নাই । আমিও উনাদের পদাংক অনুসরণ করে সামনের রুমে এসে দাঁড়ালাম ।

- স্কুলে যান নি গো আব্বা ?
- জী যাই ।
- উমেশ বাবুর অসুখ শুনলাম , আজ স্কুলে এসেছেন ?

কথার ঘূর্ণি শুরু হয়েছে , এখান থেকে শুরু হবে ঘূর্ণিঝড় । ঘূর্ণিঝড় কোন দিকে মোড় নিবে , এই রুমে দাদীর লাঠির উপস্থিতি দেখে অনুমান করা যায় ।

মনে মনে , ''আপনার খাজুরিয়া আলাপের গুল্লি মারি'' বলেই , দিলাম দৌড় ।

হাফাতে হাফাতে পূর্ব বাড়ির পুকুর পাড়ে এসে থিতু হলাম ।
কিছুক্ষন পর একটা শিয়াল এসে আমাকে রেকি করে গেল । একটু পরে তিনটা ।
কিছুদিন আগে আমাদের এলাকার একজন শিয়ালের সম্মিলিত আক্রমণের শিকার হয়েছিল ।
কিন্তু এরা আমাকে কিছু না বলে চলে গেল কেন বুঝে আসছেনা ।

পাশের জঙ্গলে তাদের কাঁই কুঁই শুনছি । সম্ভবত তারা জরুরি মিটিং কল করেছে ,আজকের এজেনডা - ''এই মিয়ারে ধরাশায়ী করতে কি রূপ শিয়াবল দরকার'' ( শিয়াবল = জনবলের শিয়ালিয় রূপ)।

এরকম ভাবনা মনে উদয় হওয়ায় আবার দৌড় ।

এবার উত্তর বাড়ির খালি গোয়াল ঘর ।


ঘন ঘন হাপাচ্ছি , সামনে দেখি আবারও একটা শেয়াল । আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে ।
ভাব খানা এমন , '' কাগা এইখানে ? আপনেরে পুরা গেরাম বিছড়াইতেছি ।''

শেয়ালটা স্বজাতিদের খবর দিতে গেলে হুলিয়া আসামীর মত আবার স্থান পরিবর্তন করলাম ।

এবার ছনখোলা বন । দিনেও যেখানে অন্ধকার । সচরাচর এখানে কেউ আসেনা দেখে পাড়ার কিছু দুষ্টলোক এখানে তাশ খেলে । এদের অনুপস্থিতিতে কেউ কেউ প্রাকৃতিক দুর্যোগের ডাকে সাড়াও দেয় , তাই চার দিক থেকে মনুষ্য বিষ্ঠার তিব্র গন্ধ আসছে ।

তাশাড়ূরা এখানে বেশ আরামদায়ক একটা খড়ের বিছানা পেতে রেখেছে । বিছানায় বসলাম ।

রাত প্রায় আড়াইটা হবে , সম্ভবত মশাদের ডিনার টাইম । সবাই একযোগে হামলে পড়েছে । এত মশা দেখে আমার ধারণা তারা পাশের পাড়া থেকেও দাওয়াত দিয়ে মশা এনেছে ।

হয়তো মাইকিংও করেছে ,'' ভাই সব , ভাই সব ছনখোলা বনে এক বিশাল কাঙালি ভোজের আয়োজন করা হইয়াছে , ভাই সব--''

ঘুমে চোখ ঢুলু , মনে হয় ঘুমিয়েও পড়েছিলাম ।
কারা যেন সুরে সুরে কথা বলছে ।

''পালাবি কোথা মা কালী
আরতো তুই পালাতে পারলিনারে
আমি তোর গায়ের গন্ধ পাইয়াই তোরে
ছিইনা ফালাইছিরে খ্যাঙরা ! ''

এর পরই চীৎকার !! পাইছিরে ! পাইছি !!! খ্যাঙরারে পাইছিরে-------

চোখ মেলে যা দেখলাম ,এর জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না । সামনে দাঁড়ানো এক বিকট দর্শন কঙ্কাল ! চোখ থেকে সার্চ লাইটের মত আলো বেরুচ্ছে । অদুরে দেখি আরও একটা কঙ্কাল এদিকে আসছে , তার আবার একটা চোখ নাই ।

দুজন সামনে এসে আমাকে বলল , উঠ দোস্ত উঠ , এটা বিরাট অকল্যাণ , এভাবে কেউ পালিয়ে আসে ?

আমি বললাম , দোস্ত ? আপনারা কারা ? আপনারাতো মনে হয় ভূত ! আমি মানুষ , মানুষ ভূতের দোস্ত হয় কীভাবে ?

তুই মানুষ ? বলেই দুজন বিশ্রী ভাবে হেসে উঠলো , বলল এসব ঢং করিস না দোস্ত , আজ শ্যাওড়া গাছের পেত্নীর লগে তোর বিয়ে ।

আর তুই কিনা ''গায়ে গু'' অনুষ্ঠান থেকে পালিয়ে এলি ?

আতঙ্কিত আমি জানতে চাইলাম , ''গায়ে গু'' কি ?

একজন বলল , ফাজলামি করিস না , আচ্ছা যা , তুই যখন বলছিস তুই মানুষ তাহলে শোন , মানুষদের যেমন গায়ে হলুদ , আমাদের তেমনি ''গায়ে গু'' ।

এবার উঠ বলে এক চোখা খেঁকীয়ে উঠলো ।
উঠ কইলাম , নইলে গায়ে হাত দিমু , লাত্থিও দিবার পারি ।

একবার বৃষ্টিকে বিয়ে করবো বলেছিলাম । জবাবে সে বলেছিল ,তুই তো একটা ভুত ,তোকে কে বিয়ে করবে ?
বলেছিলাম , আমাকে তুই পেত্নী বিয়ে করবি ।

আমার চেহারা একটু খারাপ , তাই বলে ভূতেরা আমাকে একেবারে তাদের দোস্ত খ্যাঙরা ভেবে বসে আছে ?

এখন দেখছি সত্যি সত্যিই পেত্নীকে বিয়ে করতে হবে !

তারা রেগে যাচ্ছে , চোখ থেকে বেরুনো আলো তীব্র হয়ে আমার চোখের উপর পড়ছে ।

শেষ চেষ্টা হিসাবে কেঁদে উঠলাম , ভাই আমাকে মাফ করেন ভুত ভাই ও ভূত ভাই , আপনাদের পায়ে পড়ি আমি বিয়ে করবোনা ।

জলদি উঠ বলে আবার ধমক !

অগত্যা উঠে দাঁড়ালাম , তীব্র আলোয় চোখ জ্বালা করছে । আলোর উৎসর দিকে তাকিয়ে দেখি , সেটা একটা টর্চ , ধরে আছেন আব্বা ।
পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে আমাদের কাজের ছেলে হামজা মিয়া ।

( পুনশ্চ ; গল্পের ''আমি'' , আর লিখক এক ব্যাক্তি নন ।)

মন্তব্য ১৩৫ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১৩৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯

সুলতানা রহমান বলেছেন: দারুণ মজা পেলাম ৷ আমি আর লেখক এক হ‌লে ও সমস্যা ছিল না ৷ আমরা না হয় কাউ‌কে বলতাম না ফেল করার বিষয়টা ৷

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার এক স্বগোত্রিয় আছেন , কি হইতে কি আবিস্কার করে তাই :P
ফেল করার বিষয়টিতে কুনু সমস্যা ''Rain'' :P

মজার মন্তব্যের জন্য ধন্যবাদ sultana rahman ,
প্রথম মন্তব্যকারী ; চা দেবো ? :D

২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮

গেম চেঞ্জার বলেছেন: কাম হইবো না। এইডা যে আন্নের কাম হেইডা আমি ১০০০% চিউরররররররর...... B-)) :-P

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিতো জানবেনই গেম চেঞ্জার ভাই , তখন যে পাখিরে নিয়া আমাদের ভিতর ঠাণ্ডা যুদ্ধ চলছিল । :-P :-P

৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন



হা----হা-----হা------- শীতের খেজুর রসের মতো রসালো লাগলো ।

গল্পের ''আমি'' , আর লিখক এক ব্যাক্তি নন । তাহলে কোন ব্যক্তি ?
''পালাইবেন কোথা মা কালী
আপনে পালাতেও পারবেন না
আমরা আপনের গায়ের গন্ধ পাইছি
ছিইনা ফালাইছিরে খ্যাঙরা লিটন , ছিইনা ফালাইছি ! '' :-P

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন ওয়াজে তেমন মানুষজন আসেনা , তাই ওয়াজের পরে অমুক শিল্প গোষ্ঠী তমুক শিল্প গোষ্ঠীর পরিবেশনা থাকে ।
আমাদের এলাকায় এটাকে বলে ,''ওয়াজের পরে গান হবে।''

ওয়াজ যেমনই হোক গানই আগতদের প্রধান আকর্ষক ।

লিখায় মজার মজার কমেন্ট পড়ে (নিচের গুলি সহ) আমার মনে হচ্ছে , ওয়াজের চেয়ে গানই বেশি আকর্ষণীয় হচ্ছে ।
আপনার মন্তব্য পড়ে অনেকক্ষণ হাসলাম আহমেদ জী এস ভাই ।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

আলোরিকা বলেছেন: খ্যাংরার গায়ে হলুদ( ?) এর গল্প ভাল লাগল ভাইয়া ! ভাবছিলাম গায়ে হলুদ যদি ইয়ে দিয়ে হয় তাহলে মিষ্টি মুখ কি দিয়ে হত ভাইয়া । বড় বাঁচা বেঁচে গেছেন সে বেলা ;)

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলেই বড় বাঁচা বেঁচে গেছিরে আলোরিকা ! মিষ্টি মুখ এর কথা মনে করিয়ে দেয়ায় এখনি আমার গা গুলাচ্ছে ! ওয়াক ! ওয়াক !!

৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন:
- স্কুলে যান নি গো আব্বা ?
- জী যাই ।
- উমেশ বাবুর অসুখ শুনলাম , আজ স্কুলে এসেছেন ?

কথার ঘূর্ণি শুরু হয়েছে , এখান থেকে শুরু হবে ঘূর্ণিঝড় । ঘূর্ণিঝড় কোন দিকে মোড় নিবে , এই রুমে দাদীর লাঠির উপস্থিতি দেখে অনুমান করা যায় ।

মনে মনে , ''আপনার খাজুরিয়া আলাপের গুল্লি মারি'' বলেই , দিলাম দৌড় ।
----------

হা হা হা -------- এত সুন্দর আপনি আজ্ঞে করে প্রশ্ন করছিলেন, আর জবাব না দিয়ে দৌড়!!

ভাল লেগেছে লেখাটি, শুভকামনা ---------

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত সুন্দর আপনি আজ্ঞে করে প্রশ্ন করছিলেন, আর জবাব না দিয়ে দৌড়!!

আপনার কথায় আমি দাঁড়িয়ে থেকে দাদীর বেতের লাঠির কর্মক্ষমতা পরীক্ষা করি আর কি !


আপনার জন্যও শুভ কামনা সিস কামরুন নাহার বীথি ।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: ( পুনশ্চ ; গল্পের ''আমি'' , আর লিখক এক ব্যাক্তি নন ।)

এক ব্যাক্তি না হলেও আমরা এক ব্যাক্তি ধরে নিলাম। অন্যের গল্প এভাবে লিখলে মজা হতো না।
চমৎকার রম্য। ধন্যবাদ ভাই লিটন। সামনে আরো গল্প চাই।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশ্যই লিখবো ।
আমার শুভাকাঙ্ক্ষী সুপ্রিয় প্রামানিক ভাইকে অসংখ্য ধন্যবাদ ।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: খ্যাঙরা মিয়ার বিয়ার রাতে পোষ্ট দিয়া এই লোক গেল কই?

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি পোস্ট টা এডিট করতে চাইছিলাম ।
এক জায়গায় ''রোমেনা আফাজের দস্যু বহুর পড়ছি'' এখানে দস্যু বনহুর হবে ।
আমার ক্ষীণ একটা ধারণা ছিল ভুলটা প্রামানিক ভাই ধরে ফেলবে , কারণ তিনি দস্যু বনহুর এর আমলের মানুষ ।
দস্যু বনহুর পড়েছিলেন নাকি প্রামানিক ভাই ??

৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । আপনি এমন ছিলেন !!
দুঃখিত আমি পুনশ্চ পড়ি নাই !!!!

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''এখানে প্রস্রাব করবেন না '' লিখার সামনে বসেই একজন কাম সারা করছে ।
দারওয়ান এসে তাকে পাকড়াও করল । দারোয়ান হম্বি তম্বি শুরু করে দিল , লিখা দেখেও এই কাম ?
লোকটি বলল , ভাই আমি লিখা পড়া জানিনা ।

আপনি সে রকম নন , তার পরও না পড়ে ভাল করছেন । পড়লে খোঁচাটা দিতে পারতেন না । :P

৯| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: "বৃষ্টি পড়ে" এর অনুবাদখানা কিন্তু চরম অইছে! জাতি এর মর্মার্থ বুঝলো না! অামি কিন্তু বুইজ্জালছি ।
কাহিনী ভাল্লাগসে!

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রূপক বিধৌত সাধু , আপনাকে অনেক দিন পর পেলাম । "বৃষ্টি পড়ে" অনুবাদ খানায় আমি কি কোন ভুল করেছি ।
মাথার মইদ্ধে সারাদিন ঘুরে এক বৃষ্টি , তেনারা বুঝায় আরেক বৃষ্টি । তারা কথাটা ভাইঙ্গা কইলেইতো পারতো ! B-)

১০| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩

রক্তিম দিগন্ত বলেছেন: লিটন ভাই, মানিতে পারিলাম না যে গল্পের লেখক আর গল্পের আমি একই ব্যক্তি নন। কেন যেন দুইটাকে একই ব্যক্তি মনে হচ্ছে।

গল্পের ছলে নিজের অভিজ্ঞতা আর অতীতের কথা বলেই দিলেন। :D =p~

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানুষ মুখের কথা বিশ্বাস করেনা , লিখিত প্রমান চায় । আমি সেই কামটাই করলাম ।
তবু কেউ বিশ্বাস যায় না । আপনি আমার আপনা লোক , আপনিও আমারে ভুল বুঝলেন ? =p~

১১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬

ধমনী বলেছেন: পুনশ্চ'তে যাই লিখেন না কেন, ডায়ালগে আপনার অঞ্চল পষ্ট হয়েছে। তবে পোস্টটি ভালো লেগেছে। খ্যাংড়া সাহেবের ধারাবাহিক আরো কয়েকটি পোস্ট হলে আরো ভালো হয়।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খ্যাংড়া সাহেবের কথকের সাথে আলাপ করে দেখি , আর কোন কাহিনী আছে কিনা । থাকলে অবশ্যই পোস্ট হবে ।
ধমনী , আপনিও আমার অঞ্চলের নাকি ?

১২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭

সাহসী সন্তান বলেছেন: ব্যাপুক বিনোদন! আলহামদুলিল্লাহ, আপনাদের দাম্পত্য জীবন মধুর থেকে মধুরও তম হোক......!! আমার তরফ থেকে প্রাণঢালা ভালবাসা রইলো!


রাগ করবেন না? কারণ ঝামেলাটা আমি বাঁধাই নাই। যত ঝামেলা ঐ পুনশ্চের লেখার মধ্যেই বিদ্যমান......!!

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাস ভাই ,আপনি আমার গিন্নীরে পেত্নী ভেবে বসে আছেন , তিনি জানলে আপনার খপর আছে :-P

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৯

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: আপনিতো জানবেনই গেম চেঞ্জার ভাই , তখন যে পাখিরে নিয়া আমাদের ভিতর ঠাণ্ডা যুদ্ধ চলছিল । :-P :-P


যাক তবু তো স্বৈকারিলেন। !:#P !:#P

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইজান , স্বীকারোক্তিটা গল্পের কথকের , আমার নয় ।
ভাবীর নাম্বার দেন , বৃষ্টির সাথে আপনার চিঠি চালাচালির বিষয়টা একটু উনার নলেজে ডাউনলোড করে দেই :P

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২২

রুদ্র জাহেদ বলেছেন: হাহাহা। ব্যাপক মজা পেলুম

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ রুদ্র ।

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার কথায় আমি দাঁড়িয়ে থেকে দাদীর বেতের লাঠির কর্মক্ষমতা পরীক্ষা করি আর কি ! -----

ফেল্টুসকে এটুকু ধোলাই যে খেতেই হয়, এটা হলো দক্ষিণা!!!! :) :)

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরবর্তী ঘটনা বিশ্লেষণ করে আমারও ধারণা হয়েছে , দাদীর বেতের লাঠির কর্মক্ষমতা পরীক্ষা করাই ভাল ছিল ।
এতে আপনিও খুশি হইতেন । :P

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

শামছুল ইসলাম বলেছেন: অনেকক্ষণ হাসিটা চেপে রেখে ছিলাম, এই লাইনে এসে আর পারলাম নাঃ

//মনে মনে , ''আপনার খাজুরিয়া আলাপের গুল্লি মারি'' বলেই , দিলাম দৌড় ।//

এবং হাসতে হাসতেই রম্য রচনাটা শেষ করলাম।

ভাল থাকুন। সবসময়।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শামছুল ইসলাম , পাঠে আনন্দ প্রাপ্তি ও কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: ভুলটা চোখে পড়েছিল, ভূল ধরলে অনেকে মাইন্ড করে, আবার অনেক পাঠক আছে ভুল দেখিয়ে দিলে ঐ ভুলের উপরে স্লোগান শুরু করে এইজন্য ভুল ধরি নাই।
দস্যু বনহুর তো স্কুল জীবনেই পড়েছি।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহ ! কি সব দিন গেছে প্রামানিক ভাই , এক সময় রোমেনা আফাজ , নিহার রঞ্জন গুপ্তে বুঁধ হয়ে থাকতাম ।
দস্যু বনহুর এর কতগুলি সিরিজ যে হয়েছিল তার ইয়ত্তা নাই । রোমেনা আফাজ বিশাল এক প্রতিভা ছিলেন ।
আফসোস বর্তমান প্রজন্ম এঁদের চিনে না , পত্র পত্রিকায়ও কদাচ আলোচনা হতে দেখিনা ।

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১২

সুপান্থ সুরাহী বলেছেন: লেখা ভাল লাগল। তবে কথা কি জানেন? সাধারণত লেখকেরা নিজের জীবনের গল্প লিখলেই আপনার শেষের ঘোষণাটার মত ঘোষণা দেন।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যের সত্যাসত্য আমি জানিনা । তবে এটা সঠিক ''সুপান্থরাই সুরাহীর মর্ম বুঝে।'' সেই হিসেবে হয়তো আপনি ঠিকই
ধরে ফেলেছেন । :P

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রতি লাইনে রস.... হাসলাম আর পড়লাম...

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে একের অধিক ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই ।

২০| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

সাহসী সন্তান বলেছেন: নাউজুবিল্লাহ! হায় হায় কন কি? টাইপো মিসিং নাকি? খাইছে আমারে.....?? :P

কই তেমন কিছু দেখলাম নাতো? তয় আপনার গিন্নিরে মানে আমার ভাবি সাহেবানরে সালাম জানাবেন আর বলবেন, হেইডা সব মিডিয়ার সৃষ্টি! বাস্তবে হের কুনো ভিত্তি নেই! :P

তয় হেতেও কাজ না হইলে কইবেন! এটা মনে হয় আই এসের চক্রান্ত! প্রয়োজন হইলে আমি তাগো লগে যোগাযোগ করে এই ঘটনার দ্বায় স্বীকার করার জন্য রিকোয়েস্ট করমুআনে....!! পারবেন না আপনার সাস ভাইরে বাঁচাইতে?

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অকে অকে আপনার ভাবীরে আমি ম্যানেজ করমুনে । আপনা খালি এক বেলা ভরপেট বিরিয়ানি খাওয়াই দিলেই হপে B-)

(স্বগতোক্তি - যাক ওষুধে কাজ হয়েছে )

২১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

গেম চেঞ্জার বলেছেন: সাসভাই তো ভারি বিপদে দেখতেছি.....। :-B

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাসভাই , বিরিয়ানি দুই প্লেট , গেম ভাইও আছে :-B

২২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

ব্লগ সার্চম্যান বলেছেন: হাসতে হাসতে রাতে আরেকবার খাওয়ার জো হয়েছে । ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গল্পের জন্য ।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটু একটু বিরিয়ানির গন্ধও পাচ্ছেন মনে হয় । সাস ভাই তিন প্লেট ! :-B

২৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০০

রক্তিম দিগন্ত বলেছেন: আপনা লোক হইয়াও যদি পোষ্ট পইড়া সত্য জানা লাগে তাইলে আর ক্যামনে হইলো ভাই! /:)

আপনা লোকেরে পক্ষে পাইতে হইলে তো আগে থিইকা জানান দিতে হয়, বিয়ার দাওয়াত হয় - নাইলে আপনা লোকেই পয়লা গ্যাঞ্জামডা শুরু করবো। B-)

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আর গেম চেঞ্জার ভাই তো তখন একই দলে ছিলেন !
সব জানার কথা , তাছাড়া আপনা লোকের দাওয়াত লাগে নাকি ভাই ?

দাওয়াত দিতে ভুলে গেলে আকল খরচ করে চলে আসতেন B-)

২৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭

ধমনী বলেছেন: বনহুর সিরিজ আমিও পড়েছি।
আপনার বাড়ি ফেনি
সেটা আমি জানি।
তয় আমি আপনার এলাকার না।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার বাড়িও কি ----- ?
আমি ফেনীর কাউকে সামুতে পাইনি , জানলে একখান জম্পেশ কুলাকুলি দিতাম :D

২৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

ধমনী বলেছেন: না।
তবে একবার আপনাদের দাঁওনবুঁইয়া(আপনাদের উচ্চারণে) একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম।

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তয় আমি আপনার এলাকার না। ওহহো ! আগের কমেন্টের এই লাইনটা চোখ এড়িয়ে গেছে ।
তবে ভাইজান দাগনভূঁইয়া ওই ভাবে উচ্চারণ করতে আমি কখনো শুনিনি ।
আঞ্চলিক ভাষার বিশেষজ্ঞদের মতে গ্রেটার নোয়াখালীর ভাষা এক মাত্র আঞ্চলিক ভাষা , যার অন্তত ৮০% শুদ্ধ বাংলা থেকে এসেছে।
সবার বোধগম্য বিধায় জাতীয় প্রচার মাধ্যম গুলিতে এই ভাষা বহুল ব্যবহৃত হতে দেখা যায় ।
আপনাকে ধন্যবাদ ।

২৬| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯

আবু শাকিল বলেছেন: চমৎকার রস পেয়েছি ।পড়ায় বেশ মজা পেলাম। :)

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আবু শাকিল ভাই ।

২৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩২

সাহসী সন্তান বলেছেন: ইমুশোনালি ব্লাক মেইল! মানিনা মানবো না......!! বিরিয়ানি খাওয়াইতে পারুম না! ভাবিরে কমু! এইগুলা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র!

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনারে উদ্ধার করতে চাইলাম , বুঝলেন না !
নিজের বিপদ নিজে ডেকে আনলে আমাদের আর কি করার আছে ! =p~ =p~

২৮| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বেশ ভাল লাগল। বিশুদ্ধ রম্য। কোন ভাঁড়ামি নেই।
ভাল লাগা রইল লেখায়। :)

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য ভাল লাগলো । নতুন অতিথি রিয়াদ , আপনার জন্য শুভ কামনা ।

২৯| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪

সুমন কর বলেছেন: Bristi is reading ....... B-) =p~ L+B = লিটন + বৃষ্টি :P :P

আমি কিন্তু কুনু মিল খুঁজে পাইন্যাইক্কা..... ;)

লেখা পড়ুম না হাসুম....মজার হইছে....ক্যাইশ্যা ৭ম পিলাচ

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিল খুঁজে পান নাই ,ভাল কথা ! মাগার ''L+B = লিটন + বৃষ্টি'' এইটা কি ? :P
L'' দিয়া যেন দুইন্নাইত আর কোন নাম নাই !
আপনি আমার আপনা লোক নইলে মন্তব্যে কইশ্যা মাইনাচ দিতাম । =p~

৩০| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

হঠাৎ ধুমকেতু বলেছেন: গায়ে গু এর কনসেপ্ট টা পছন্দ হইছে।

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য'ও পছন্দ হয়েছে ।
ধন্যবাদ হঠাৎ ধুমকেতু ।

৩১| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

হঠাৎ ধুমকেতু বলেছেন: গায়ে গু এর কনসেপ্ট টা পছন্দ হইছে।

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: B-) =p~

৩২| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৬

ফেরদৌসা রুহী বলেছেন: অনেকদিন পর এমন রসে ভরা একটি লেখা পড়লাম ।

সাবধানে থাকবেন, আবার কখন তাদের নজরে পড়েন কে জানে।

L+B আগে হাই স্কুল পড়ুয়ারা খুব লিখত।

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফেরদৌসা রুহী, আপনি সঠিক বলেছেন ।
আজ থেকে বছর পনের আগেও বই , গাছ, খাতা , স্কুলের ওয়ালে ''অমুক্ + তমুক'' বিষয়টার বেশ প্রচলন ছিল ।
প্রথম এলেন নাকি ?
শুভ কামনা জানবেন ।

৩৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: চরম মজা পাইলাম| সেই মজা|

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুকরিয়া , ধন্যবাদ জানবেন আরণ্যক রাখাল ।

৩৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৭

পাজল্‌ড ডক বলেছেন: আপনার আব্বাজান দরজা খোলা রেখে কিন্চিত ভূল করেছিলেন,আমি হইলে আগে দরজা বন্ধ করে নিতাম,তিন বিষয়ে ফেল কইরা আইসা দস্যু বনহুর!!! B:-) =p~ =p~ =p~
ব্যাপক হইছে,হাসতেই আছি....... =p~

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার বড় ভাইরা যা করেনি তা আমি ঘটিয়ে ফেলবো এই চিন্তা হয়তো উনার মাথায় আসেনি =p~

তখন ভাবতাম পাঠ্য বইএ দস্যুবনহুর কেন দেয় না , তাইলে মজা করে পড়তাম =p~

৩৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৪

কিরমানী লিটন বলেছেন: মাচার নীচে কে রে? আমি গুড় খাইনা... :``>> ;) :D :(( B:-/ =p~ =p~ :-B
প্রিয় মিতা যে গল্পের সে আমি নয়,তা মাচার নিচে কে-রে,প্রশ্নেই বুঝে গেছি ,অনেক মজা পেলাম,শুভকামনা ...

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শশশশশশশশশশশশ মিতা চুপ !!

আপনার ভাবি শুনলে আমার খপর আছে !!! =p~ =p~ =p~

৩৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৯

তিথীডোর বলেছেন: খুউবি কিউট গল্পটা!...আপনার লেখার সাথে রাশান ছোটগল্প লেখকদের মিল আছে..অফিসে ক্লন্ত লাগছিলো..গল্পটা পড়ে কেটে গেলো!

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাশান গল্পের সাথে তুলনায় সন্মানিত বোধ করছি ।
শুভ কামনা জানবেন তিথীডোর ।

৩৭| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩১

গুলশান কিবরীয়া বলেছেন: চরম মজার একটা গল্প পড়লাম । বৃষ্টি না এসে বৃষ্টি পড়ছে সেটাই মনে হোল ? =p~ =p~

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ গুলশান ।

৩৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পড়ে মজা পেলাম। ধন্যবাদ।





ভালো থাকুন নিরন্তর।

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী ভাই ।

৩৯| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২১

শামছুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাই বলেছেনঃ

//ভুলটা চোখে পড়েছিল, ভূল ধরলে অনেকে মাইন্ড করে, আবার অনেক পাঠক আছে ভুল দেখিয়ে দিলে ঐ ভুলের উপরে স্লোগান শুরু করে এইজন্য ভুল ধরি নাই।
দস্যু বনহুর তো স্কুল জীবনেই পড়েছি।//
--- সহমত, তাই ভুলটা চোখে পড়লেও এড়িয়ে গেছি।

লিটন ভাই প্রতি উত্তরে বলেছেনঃ

//আহ ! কি সব দিন গেছে প্রামানিক ভাই , এক সময় রোমেনা আফাজ , নিহার রঞ্জন গুপ্তে বুঁধ হয়ে থাকতাম ।
দস্যু বনহুর এর কতগুলি সিরিজ যে হয়েছিল তার ইয়ত্তা নাই । রোমেনা আফাজ বিশাল এক প্রতিভা ছিলেন ।
আফসোস বর্তমান প্রজন্ম এঁদের চিনে না , পত্র পত্রিকায়ও কদাচ আলোচনা হতে দেখিনা ।//

-- সহমত তবে আমার আরও একটা নেশা ছিল মাসুদ রানা। নীচু ক্লাসে পড়ার কারণে পাঠ্য বইয়ের নীচে রেখে পড়তাম। মাঝে মাঝে এমনও হয়েছে, ফজরের আজানে শুনে তাড়াতাড় লাইট নিভাতাম।

পুরনো সেই দিনের কথা, ...............

ভাল লাগার স্মৃতিরা জ্বলুক স্মৃতির আকাশে তারা হয়ে।

ভাল থাকুন। সবসময়।

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলেই শামছুল ইসলাম ভাই ,তখন কত আনন্দময় দিন ছিল ।
আহ , সেই যে আমার নানা রঙের দিন গুলি ।

৪০| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০১

অপর্ণা মম্ময় বলেছেন: চমৎকার রম্য গল্প পড়লাম।
শুভেচ্ছা

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা অপর্ণা ।

৪১| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:



ব্যাপক হইছে লিটন ভাই। =p~ =p~ =p~

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কান্ডারি অথর্ব , আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪২| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

তাশমিন নূর বলেছেন: হাসতে হাসতে পেটে খিল। এই অস্থির সময়ে মন ভালো করার জন্য রম্যর উপর টনিক নাই। ধন্যবাদ, ভাই।

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে উৎসাহিত , আপনাকে ধন্যবাদ তাশমিন ।

৪৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

মানবী বলেছেন: বাহ্! রম্য গল্পে কি সুন্দর নিজের স্মৃতিকথন!!(এই অংশ মিসেস গিয়াসলিটনের পড়া নিষেধ) :-)

সত্যিতো.... "ইটের আধলা দিয়ে স্কুলের সারা দেয়ালে L+B কে লিখেছে ?" - জাতি আজও এই প্রশ্নের উত্তর জানতে চায় B-)

মজার পোস্টের জন্য অনেক ধন্যবাদ।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: (এই অংশ মিসেস গিয়াসলিটনের পড়া নিষেধ) :-)



এক মহিলার কথন ,''ও পুলিশ ভাই , আমার ভাসুর যে খড়ের গাদার নিছে লুকাইছে , আমি আপনাদের বলছি ?
আমরা লুকাইলে তারা কিন্তু ঠিকই বলে দিত ।''

অবশ্য এই গল্পের সাথে আপনার কমেন্টের কোন যোগ সুত্র নাই =p~ =p~

ধন্যবাদ , ধন্যবাদ মানবী ।

৪৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

জেন রসি বলেছেন: হা হা হা.......

জোকগুলো অনেক মজার। ব্যাপক মজা পেয়েছি। বিশেষ করে গায়ে গু উপমাটা চরম হইছে!!

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''গায়ে গু'' শব্দটা মাথায় আসায় নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ !! ভাবলাম শব্দটিকে কি ভাবে কাজে লাগানো যায় ।
মুলত সেই ভাবনা থেকেই এই গল্পের উৎপত্তি ।
আমার ফেসবুকের এক রম্য পোস্টে একজন লিখেছিল ,''Moga peyechi .''
আপনিও মগা সরি মজা পেয়েছেন জেনে ভাল লাগলো । =p~ =p~ =p~ =p~

৪৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

হাসান মাহবুব বলেছেন: আমার কী ভয় পাওয়া উচিত নাকি মজা বুঝতেসি না। কমেডি হরর বলে কথা =p~ :|

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভয় পাবেন কেন ?
''Moga'' নেন মাহবুব ভাই =p~ =p~ =p~ =p~=p~ =p~ =p~ =p~

৪৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

সাহসী সন্তান বলেছেন: তাই বলে উদ্ধার করার নাম করে ব্লাক মেইল? এইটা কেমন? বুঝছি অবুঝ পোলা পাইছেন তো তাই ইচ্ছামত খেলতাছেন? খেলেন, আমাদেরও দিন আছে, সেই দিন হাড়ে হাড়ে বুঝামু কত ধানে কত গম!! (প্রচন্ড একখান অভিমানের ইমু হবে)

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখনকার পোলাপাইন বড়ই সাহসী , তাঁদের নিয়ে খেলা বিপদ জনক ! আমি এইসবের ভিতর নাই ।
কত গমে কত আটা তাও বুঝার দরকার নাই :)

৪৭| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

শতদ্রু একটি নদী... বলেছেন: মজা পাইছি পড়ে লিটন ভাই। :)

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ শতদ্রু ভাই ।

৪৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াজ ও মজা গানও মজা!

ওয়াজের শেষে ইটা না কইলে আমরা কি আর কইতে পারতাম-
ভাড়ার ঘরে কেরে?
আমি কলা খাইনা! ;) =p~ =p~ =p~

দারুন রম্য। দারুন কমেন্টালোচনা। :)

দুইটাতেই প্লাস++++

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শেষ পর্যন্ত ভৃগু ভাইও আমারে সন্দেহাইলেন !!!!

বিরাট দুস্কের ইমো হবে ।

আপনি আমার আপনা লোক প্লাসের জন্য ধন্যবাদ , শুভকামনাতো থাকছেই ।

৪৯| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

নেক্সাস বলেছেন: অনেক মজা পাইছি ভাই। খুব ভালো লাগছে

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ নেক্সাস ।

৫০| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৫

সেলিম আনোয়ার বলেছেন: খ্যাঙরা !!!খ্যাঙরারে পাওয়াতে আমিও বিনোদিত ।

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম ভাই আমার পুরনো সুহৃদ , ৫০ তম কমেন্টে হলেও তাঁকে পেয়ে আমার ভাল লাগছে ।
ধন্যবাদ সেলিম ভাই ।

৫১| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

অগ্নি সারথি বলেছেন: গায়ে গু!! :P :P :P :P :P

১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অগ্নি সারথি ভাই , অনুষ্ঠানের দাওয়াত পাইছিলেন নাকি ?

৫২| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

ঢাকাবাসী বলেছেন: দারুণ সুন্দর লিখেছেন, খুবই ভাল লাগল।

১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ঢাকাবাসী ।

৫৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

অগ্নি সারথি বলেছেন: যদি কেউ দাওয়াত দিয়ে বসে এমন অনুষ্ঠানে তবে রোজা নিয়ে যেতে আমার অসুবিধা নেই।

১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গায়ে ''ইয়ে'' অনুস্থান সাধারণত রাত্রে হয় । রোজার কোন ক্ষতি হবে না । :D
দিনে হলেও খানা পিনা না হয় নাই করলেন , গায়ে ''ইয়ে'' লাগাতেতো আর সমস্যা নাই :P

৫৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০২

কম্পমান বলেছেন: Click This Link

দস্যু-বনহুর এর বই পড়ার লিঙ্ক দিয়ে দিলাম। বৃষ্টি এখন পড়বে। :D

১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাই কি ভূতের ভয়ে ''কম্পমান'' হয়ে ভুল লিংক দিলেন ? :D
বার বার শুধু এই লিখা আসে -Oops! That page can’t be found.

''বৃষ্টি এখন পড়বে। :D'' কিন্তু আকাশেতো কোন মেঘ দেখছিনা ! :D

৫৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

আমি ময়ূরাক্ষী বলেছেন: গিয়াসভাই আপনাকে রম্য নোবেল দিতেই হবে মনে হচ্ছে। পুরো লেখাটা জুড়েই হেসেছি।

১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য পড়ে আনন্দ ও শরমিন্দার মিশ্র অনুভূতি হচ্ছে ।
আপনাকে ধন্যবাদ আমি ময়ূরাক্ষী ।

৫৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

কম্পমান বলেছেন: লেখক বলেছেন: ভাই কি ভূতের ভয়ে ''কম্পমান'' হয়ে ভুল লিংক দিলেন ? :D
বার বার শুধু এই লিখা আসে -Oops! That page can’t be found.

''বৃষ্টি এখন পড়বে। :D'' কিন্তু আকাশেতো কোন মেঘ দেখছিনা ! :D

ভাই আমার আমি ঠিক লিঙ্ক দিয়েছিলাম কিন্তু মনে হয় খ্যাংরা ভূত আমার লিঙ্ক নষ্ট করে দিয়েছে। :(

আমার কাছে বই গুলির PDF আছে, কি ভাবে দিব জানি না তাই দিতে পারলাম না, Sorry

Now Bristi will read. আকাশে মেঘের দরকার নাই।

ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সুন্দর গল্প উপহার দিবেন সব সময়।

ভূত না ভাই আমি ভাবি'র ভয়ে কম্পমান হয়ে আছি। :P

১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Now Bristi will read. ওহ এই কথা । আমি তো তার জন্যই লিঙ্কটা ট্রাই করছিলাম ।
নো প্রব্লেম , মনে হয় রোমেনা আফাজ লিখে সার্চ দিলে পেয়ে যাবো । আর না পেলে আপনার সাথে ফেবুতে যোগাযোগ করবো ।
এই বয়সে এসে ওই লিখা গুলি পড়তে কেমন লাগে একটু দেখতে চাইছিলাম ।
আপনি ভূতের চেয়েও ভাবীরে বেশি ডরান ?
তার মানে ভূতের চেয়েও আপনার ভাবী বেশি -----
আপনার খপর আছে কিন্তু------ :P

৫৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

হাসপাতালে অপেক্ষারত ছিলাম, তখন অফলাইনে পড়ে বোরিং সময়টা ভালোই কেটেছে :D

ইয়ে মানে, ঠাকুর ঘরে কে রে ?
"ব" এর "ল" কলা খায়না :P =p~

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বোরিং সময়টা ভালো কেটেছে জেনে ভাল লাগলো ।
পরের অংশটাযে আমাকে বলেন নি সে আমি ভালই বুঝেছি :P

৫৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩৭

মশিকুর বলেছেন:

ব্যাপক রম্য =p~

"L+B" আর "পুনশ্চ ; গল্পের ''আমি'' , আর লিখক এক ব্যাক্তি নন।" হাউ ম্যান? হাউ?? =p~ =p~ =p~

১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '''ঘরের কথা পরে জানলে'' সমিসসা আছে ভাই জান ।=p~
আপনার কাছে ''ব্যাপক'' মনে হওয়ায় আনন্দিত !
আপনাকে ধন্যবাদ মশিকুর ।

৫৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২০

হেয়ালী বলেছেন: লেখাটি পড়ে আনন্দ পেলাম|

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:

হেয়ালির ব্লগার পরিসংখ্যান -

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ১টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১ দিন ৩ ঘন্টা
অনুসরণ করছি: ২ জন
অনুসরণ করছে: ০ জন

প্রথম মন্তব্য আমাকে করায় আনন্দিত ।
সামহোয়্যার ইন ব্লগে স্বাগতম ।
পোস্ট করার অনুরোধ রইল , যেন আমরাও কমেন্ট করতে পারি ।
আপনাকে ধন্যবাদ ।

৬০| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

নিশাত সুলতানা বলেছেন: গায়ে গু - =p~
বৃষ্টি সম্পর্কে ভাবী জানে ? ;)
উনাকে যে জানাতে হয় , ভাবীর নাম্বার কত ?

১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গায়ে গু - =p~

অনুষ্ঠানে গিয়েছিলেন নাকি ?

৬১| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

নিশাত সুলতানা বলেছেন: গায়ে গু - =p~
বৃষ্টি সম্পর্কে ভাবী জানে ? ;)
উনাকে যে জানাতে হয় , ভাবীর নাম্বার কত ?

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''বৃষ্টি সম্পর্কে ভাবী জানে ? ;)''
ষড় ঋতুর দেশের মানুষ , বৃষ্টি সম্পর্কে জানবেনা কেন ? ;) ;)

৬২| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

নিশাত সুলতানা বলেছেন: গায়ে গু - =p~
বৃষ্টি সম্পর্কে ভাবী জানে ? ;)
উনাকে যে জানাতে হয় , ভাবীর নাম্বার কত ?

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাবীর নাম্বার কত ?

আমার একটাই বৌ , তাই নাম্বার ১ ! ;)

আপনাকে তিনবার ধন্যবাদ নিশাত সুলতানা ।



( নিশাত সুলতানা , আপনার একই কমেন্ট তিনবার এসেছে । তাই মজা করে কিছু কথা বললাম ! কিছু মনে নিবেন না )

৬৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫০

এস কাজী বলেছেন: হাহাহাহাহা ভাই আমার ধরা খায়া এখন নিজের কাহিনী না নামে চালায় দিতে চাই =p~

ওই লাইনে ব্যাপুক স্টাডি আমারও আছে, তাই আমি জানি।

রম্য ভালা হয়ছে ভায়া :)

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওই লাইনে ব্যাপুক স্টাডি আমারও আছে, তাই আমি জানি।


না কাজী ভাই , মানিনা , স্টক থেকে এক্ষুনি কিছু সামুতে ঝাড়েন ! আমরা পড়ে মজা টজা নেই ! B-)

লিখাটা আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

( সামুতে ঢুকতে বিরাট সমস্যা হয় দেখছি , আজ ঢুকতে পেরেই আগে আপনার রিপ্লাই দিলাম )

৬৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

ভারসাম্য বলেছেন: যদিও খুবই সাধারণ একটা বাক্য যার মধ্যে রম্যের উপাদান কম, তারপরও "মনে মনে , ''আপনার খাজুরিয়া আলাপের গুল্লি মারি'' বলেই , দিলাম দৌড় ।" পর্যন্ত পড়ে, আমিও শামছুল ইসলাম ভাইয়ের মত সশব্দে হেসে দিয়েছি। এটা হয়েছে আপনার অসাধারণ সুন্দর বর্ণনারীতির কারণে। আর 'বৃষ্টি পড়ে" ট্র্যান্সলেশান এবং "গায়ে গু" খুবই ইউনিক লেগেছে। তবে গল্পটা আরেকটু লম্বা করা যেত মনে হয়।

++++++++

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভারসাম্য , আপনি আমার পুরনো ''খাস লোক'' =p~ , অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগছে ।
খ্যাংরা ও ভূতদের কথোপকথন , গোয়াল ঘরের কয়েকটা লাইন সহ লিখাটা আরও বড় ছিল । বড় লিখায় পাঠক বিরক্ত
হয় তাই যথাসম্ভব 'রস'টা উপস্থাপন করে খোসাটা রেখে দিয়েছি । =p~=p~

আপনার মন্তব্য খুব ভাল লাগলো । আগামি পর্বগুলিতে সাথে থাকার দাবী রইল । =p~

৬৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২০

বাংলার ফেসবুক বলেছেন: ফেল বিষয়ে আজ স্কুলেও ধোলাই খেয়েছি ।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যাক এক জন সঙ্গী পেলাম !!! :P

৬৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬

জুন বলেছেন: পাশের জঙ্গলে তাদের কাঁই কুঁই শুনছি । সম্ভবত তারা জরুরি মিটিং কল করেছে
আপনি পারেন ও গিয়াসলিটন। অনেক মজা পেলাম =p~
সাহসী চার প্লেট বিরিয়ানী তবে ফকিরুদ্দিনের :P

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চার প্লেট বিরিয়ানী তবে ফকিরুদ্দিনের :P

খাবেন ? না , খাওয়াবেন ? সেটাতো বললেন না ! :P

৬৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা , অনেক মজা পেলাম আপনার লেখা পড়ে।

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কত দিন পরে এলেন !
পুরনো সহযাত্রীকে পেয়ে অনেক ভাল লাগলো ।
কেমন আছেন তনিমা ?

৬৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আপনার কি খবর?

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলহামদুলিল্লাহ ! আপনাদের দোয়ায় ভাল আছি । মাঝে মাঝে ঘুরে গেলে ভাল লাগবে ।
শুভ কামনা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.