নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n--আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।\n

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

হলিউড মুভিতে বাংলাদেশি তরুণ রণ মুস্তাফা (গুণীগন-একের ভিতর পাঁচ )

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬



প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন- ৮৬ ,৮৭ ,৮৮ ,৮৯ ,৯০ ।


৮৬ / কানাডায় গার্নিয়ের হেয়ার কালারের মডেল সামিরা , যিনি পালমোলিভ, টরেন্টোর মার্কেটিং ম্যানেজার ।



কানাডায় গার্নিয়ের ওলিয়া হেয়ার কালার কমার্শিয়ালে মডেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত সামিরা আমিন ।
গার্নিয়েরের কোনো পণ্যে এবারই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত মেয়ে মডেল হলেন ।

ত্রিশ সেকেন্ডের এই ক্যাম্পেইনে পণ্যটির ব্রান্ডিংয়ে পণ্যটি সম্পর্কে বলা হয়েছে, 'কানাডাস বেস্ট নিউ হোম হেয়ারকালার' ।
বিজ্ঞাপনে সামিরাকে দেখা যাচ্ছে, এই হেয়ারকালার ব্যবহার করতে, যা তার চুলকে করেছে সফট ও শাইনি ।

উল্লেখ্য, বাংলাদেশি কথাসাহিত্যিক সালমা বাণী সামিরা আমিনের মা । ২৯ বছর বয়সী সামিরা বর্তমানে পালমোলিভ, টরেন্টোর মার্কেটিং ম্যানাজার ।সাহিত্যিক সালমা বাণী বলেন,‌ 'নিজের ভালো লাগা থেকেই বিজ্ঞাপনে কাজ করেছে সামিরা। সে ভালো গানও গায়।'কানাডার শুলেক স্কুল অব বিজনেস থেকে এমবিএ শেষ করেছেন সামিরা ।

লিঙ্ক #######


৮৭ / অস্ট্রেলিয়ার The Best of Instant Addiction ক্যাটাগরিতে এওয়ার্ড জয়ী বই এর লেখিকা উপমা ।



পাঁচ বছর আগের কথা - উপমা একটা বই পড়ছিল। কিন্তু পড়া শেষ হবার আগেই কিভাবে যেন বইটা হারিয়ে যায়। সারা বাড়ি খুঁজে কোথাও পাওয়া গেল না বইটা। তখন মনে হলো ইন্টারনেটে বইটার অনলাইন ভার্শন আছে কিনা খুঁজে দেখলে কেমন হয়। বইটা না পেলেও, উপমা আরো মজার একটা জিনিস খুঁজে পেল ইন্টারনেটে। Wattpad নামে একটা ওয়েবসাইট।

এখানে একটা একাউন্ট খুলে যে কেউ তার বই লিখতে পারে। আকর্ষণীয় কাভার দিয়ে বইটা বিশ্বের লক্ষ লক্ষ পাঠকের জন্য প্রকাশ করতে পারে। আবার যারা শুধু পড়তে চায় তাদের জন্য রয়েছে বিভিন্ন বিষয়ের ওপর রচিত অসংখ্য মজার মজার বই।
Wattpad বিশ্বব্যাপী সাড়ে তিন কোটি বই-প্রেমী মানুষের একটি বিশাল কমিউনিটি।

এখানে Neve Adams ছদ্মনামে ৪৫০ পৃষ্ঠার একটি উপন্যাস লিখে রাতারাতি বিখ্যাত হয়ে গেছে উপমা। ওর বইয়ের নাম The Bucket List. Wattpad এর রিডার কাউন্ট অনুযায়ী এ পর্যন্ত ৮৩ লক্ষ পাঠক বইটা পড়েছে। শুধু তাই নয়, উপমার লেখা বইটি এর মধ্যে The Best of Instant Addiction ক্যাটাগরিতে একটা এওয়ার্ড ও পেয়েছে।

বর্তমানে বইটা ছাপার অক্ষরে প্রকাশের জন্য নিউ ইয়র্কের ট্রাইডেন্ট মিডিয়া গ্রুপের সাথে আলাপ আলোচনা চলছে।
ব্রিসবেনে'র গ্রিফিথ ইউনিভার্সিটির ছাত্রী উপমা মা বাবার সাথে গোলকোষ্টে বসবাস করেন ।
মাতার নাম শারমিন সীমা , পিতা মামুন চৌধুরী ।

লিঙ্ক --

৮৮ / কানাডার সাহিত্য ও মিডিয়া জগতে আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ লেখক গালিব ইসলাম ।



একটি মাত্র বই দিয়েই কানাডার সাহিত্য ও মিডিয়া জগতে হৈ চৈ ফেলে দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ। গত কয়েক মাস ধরেই কানাডার মূল ধারার মিডিয়াগুলোতে তাকে নিয়ে চলছে তোলপাড়।

গুরুত্বপূর্ণ সবকটি পত্রিকাতেই তার বইয়ের প্রশংসা করে বিশালাকৃতির রিভিউ ছাপা হয়েছে, ছাপা হচ্ছে তার সাক্ষাৎকার। সাহিত্যে কানাডার সম্ভাব্য নোবেল বিজয়ী লেখক হিসেবে আলোচিত লেখক মার্গারেট এটওড পর্যন্ত তার বইয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

হ্যামিস হ্যামিল্টন কানাডা থেকে প্রকাশিত গালিব ইসলামের ‘ফায়ার ইন দ্যা অননেইমঅ্যাবল কান্ট্রি’ মূলত: একটি উপন্যাস। তরুণ এবং নতুন একজন লেখকের লেখাটিতেও কানাডার সাহিত্যবোদ্ধারা খুজেঁ পেয়েছেন অসীম সাহিত্যমূল্য এবং সম্ভাবনার ছোঁয়া।

বছর কয়েক আগেই মূলধারা কানাডার একটি খ্যাতনামা প্রকাশনা সংস্থা গালিবের বই প্রকাশের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু গালিব তাতে অসম্মতি জানান। তরুণ কোনো লেখক, প্রতিষ্ঠিত একটি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রস্তাব ফিরিয়ে দিতে পারে, সেটি ওই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরাও ভাবেননি।

‘ফায়ার ইন দ্যা অননেইমঅ্যাবল কান্ট্রি’ প্রকাশের পর ওই প্রকাশকও স্বীকার করেছেন, গালিবের পক্ষেই প্রতিষ্ঠিত কোনো প্রকাশককে ‘না’ বলে দেয়া সম্ভব।

বহুল আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এই লেখকের নাম গালিব ইসলাম। ১৯৮১ সালে বাংলাদেশে জন্মগ্রহনকারী প্রতিভাবান এই লেখক মাত্র সাত বছর বয়সে বাবা- মার সঙ্গে কানাডায় আসেন। কানাডায় অভিবাসী হওয়ার আগে গালিবের বাবা- মা কর্মসূত্রে নাইজেরিয়ায় ছিলেন।

গালিব , লিঙ্ক


৮৯/ হলিউড মুভিতে বাংলাদেশি তরুণ রণ মুস্তাফা




ছেলেটি আবুদ সিদ্দিকী নামে পরিচিত। এটা তার অভিনীত একটি চরিত্রের নাম। এমটিভির জনপ্রিয় টিভি সিরিজ ‘স্কিনস’-এর চরিত্র এটি। সেই আবুদ সিদ্দিকী হলেন বাংলাদেশের ছেলে রোনাল্ড ‘রণ’ মুস্তাফা। চলতি বছর হলিউডে মুক্তি পাওয়া ক্রিস কলম্বাস পরিচালিত অ্যানিমেটেড ছবি ‘পিক্সেলস’-এ ভারতীয় যুবকের চরিত্রে কণ্ঠ দেন রণ। এতে তার পাশাপাশি বিভিন্ন চরিত্রে কণ্ঠ দেন অ্যাডাম স্যান্ডলার, কেভিন জেমস, মিশেল মোনাঘান, শন বিনের মতো হলিউড তারকারা।

রণ মুস্তাফার জন্ম ১৯৮৯ সালের ৩ ডিসেম্বর, ঢাকায়। তার বয়স যখন ছয় বছর, পরিবারের সঙ্গে সে পাড়ি জমায় কানাডার ওন্টারিওতে। ২৫ বছরের এই তরুণ এখন থাকেন কানাডার টরন্টোতে। কানাডার নাগরিকত্বও পেয়েছেন তিনি।

অভিনয়ে রণের শুরুটা ২০০৫ সালে, টিভি সিরিজ ‘গোস্ট ট্রাক্যার্স’-এর মাধ্যমে। ২০০৯ সালে টিভি সিরিজ ‘টিম এপিক’-এ রয় জ্যাকসন চরিত্রে অভিনয়ের পর পরিচিতি পান তিনি। যুক্তরাজ্যের টিভি সিরিজ ‘স্কিনস’ অবলম্বনে কানাডায় নির্মিত ‘স্কিনস’-এ কাজ করার পর জনপ্রিয়তা বেড়েছে তার। ২০১১ সালে তিনি অভিনয় করেন শর্ট ড্রামা ‘স্কিনস: রিভার্স পার্টি’তে। এটি জনপ্রিয় হওয়ায় বানানো হয় তিন পর্বের মিনি সিরিজ ‘স্কিনস ওয়েবিসোডস’।



২০১২ সালে রণ মুস্তাফা অভিনয় করেন ‘ড. ববস হাউস’ টিভি সিরিজে। একই বছর হলিউডের অ্যাকশন ছবি ‘ট্রান্সপর্টার’ অবলম্বনে নির্মিত ২০১৩ সালে নির্মিত ‘ট্রান্সপর্টার দ্য সিরিজ’ টিভি সিরিজেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত আরেকটি টিভি সিরিজ হলো ‘হেমলক গ্রোভ’ (২০১৩)।

মুস্তাফার ইচ্ছা আইনজীবী হবেন তাই ইউনিভার্সিটি অব টরন্টোতে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকে পড়াশোনা করছেন রণ। তার শখ অভিনয় করা, বাস্কেটবল খেলা, ছবি দেখা, গিটার বাজানো আর বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে থাকা।

লিঙ্ক


৯০ / কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) সাস্কাচেওয়ান ফিউচার ৪০ সম্মাননা প্রাপ্ত জেবুননেছা চপলা



কানাডার সাস্কাচেওয়ান প্রদেশের সাস্কাতুন প্রবাসী বাংলাদেশি জেবুননেছা চপলা সিবিসি সাস্কাচেওয়ান ফিউচার ৪০ সম্মাননা পেয়েছেন। কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) সাস্কাচেওয়ানের নতুন প্রজন্মের চল্লিশ বছরের কমবয়সী কমিউনিটি নেতা, সংগঠক ও শিল্পীদের এই স্বীকৃতি প্রদান করে।

বিভিন্ন সৃজনশীল সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যাঁরা নিজেদের উৎ​সর্গ করেছেন এবং নিজ নিজ কাজের ক্ষেত্রে সামাজিক পরিবর্তন সৃষ্টি করতে সক্ষম হয়েছেন তাঁদেরকে সিবিসির পক্ষ থেকে প্রতিবছর এ সম্মাননা দেওয়া হয়।

জেবুননেসা চপলা সাস্কাতুন কমিউনিটিতে সামাজিক নানা কর্মকাণ্ডের জন্য সুপরিচিত একটি নাম। ইউনিভার্সিটি অব সাস্কাচেওয়ানের নারী, জেন্ডার ও যৌন বিষয়ে ডক্টরেট শিক্ষার্থী চপলা নানা বিষয় নিয়ে কাজ করেন।

চপলা নারী ও অভিবাসীবিষয়ক গবেষক, সাংস্কৃতিক কর্মী ও কণ্ঠশিল্পী এবং সাস্কাতুন থেকে প্রচারিত বাংলা রেডিও অনুষ্ঠান বাংলার গান ও কথার প্রতিষ্ঠাতা পরিচালক। সংখ্যালঘু ও আদিবাসীদের অধিকার অর্জনের সংগ্রামের কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ ছাড়া তিনি সামাজিক ন্যায়বিচার ও পরিবেশ রক্ষার অধিকার আদায়ে কাজ করেন।

কমিউনিটি লিডারশিপ, সোশ্যাল একটিভিজম ও ভলান্টিয়ার ইজম ক্যাটাগরিতে চপলা সম্মাননা পেয়েছেন। সাস্কাতুনে এ পর্যন্ত​ সম্মাননাপ্রাপ্তদের মধ্যে তিনি প্রথম বাংলাদেশি।


আগের পর্ব গুলির লেজ


মন্তব্য ৬৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১

গেম চেঞ্জার বলেছেন: পিলাচ খিলান। পিলাচ++++++

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম পাঠক ,প্রথম মন্তব্য কারী ,প্রথম লাইকার গেম চেঞ্জার ভাই , ধন্যবাদ,ধন্যবা্‌দ, ধন্যবাদ ।

২| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: হুফ! এত কষ্ট করছেন! ওয়াটপ্যাড এর ব্যাপারটা জানলাম| ঐখানে ঢু মারতে হবে

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Wattpad সম্পর্কে যা জানলাম , এটা পাঠক লিখকদের এক বিশাল প্ল্যাটফর্ম । ঢুঁ মেরে দেখতে পারেন । আপনার আগ্রহ ভাল লাগলো । আপনাকে ধন্যবাদ আরণ্যক রাখাল।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

অগ্নি সারথি বলেছেন: ৮৩ লক্ষ পাঠক বইটা পড়েছে! স্যালুট টু উপমা।

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাথে থাকছেন দেখে ভাল লাগছে , আপনাকে অনেক ধন্যবাদ অগ্নি সারথি ।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: সামিরার চেহারা তো সালমা হায়েকের মত। ফলেন ইন লাভ, ডিপলী ইন লাভ। ;)

উপমার হাসিও বিধ্বংসীমাত্রায় কিউট। একটা সাইটের নাম জানলাম। ট্রাই করতে হবে। একটা গল্প ওইখানে নামাইয়া দিমু ভাবতেছি। :)

গালিবের কাহিনীও ইম্প্রেসিভ।

পোস্টে ভালোলাগা রইলো। :)

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার দাদায় কি লুল আছিলো নাকি শতদ্রু ভাই ? ;)

Wattpad নিয়ে আপনার মত অনেকেরই আগ্রহ দেখে ভাল লাগছে ।

একটা লিখা দিয়ে ট্রাই মারতে পারেন । আপনাকে দিয়ে হবে । অগ্রিম অভিনন্দন !

৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: বেশ । আমাদের পদচারনা এখন চারদিকে ।

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ শান্তনু চৌধুরী শান্তু ।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০

ধমনী বলেছেন: এবারের পর্বে খুব অসাধারণ কেউ নেই। তবুও ভালো লাগলো।

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভাষায় ''অসাধারণ'' দের নিয়ে লিখতে চেক , ক্রসচেক করতে হয় ।
সময়ের অভাবে একটু কম খাটূনিতে পোস্টটা দিতে চেয়েছিলাম । তাই এমত মনে হচ্ছে ।
আগামী পোস্টে অসাধারণরা থাকবেন ।
আপনাকে ধন্যবাদ ।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩০

স্পর্শিয়া বলেছেন: দারুন একটা পোস্ট।

১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্পর্শিয়া ।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

আমি আবুলের বাপ বলেছেন: ধন্যবাদ,এই সিরিজ কন্টিনিউ করার জন্য।আবারো হুমকি দিয়ে রাখলাম,এই সিরিজ বন্ধ হলে,সকল প্রকার অবোরোধ আরোপ করা হবে।বুইঝেন,ভাই চা।

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি আবুলের বাপ ভাইচা , আপনার হুমকি কে আন্তরিকতার বহিঃপ্রকাশ হিসেবে কনভার্ট করে নিলাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২০

প্রামানিক বলেছেন: এই পোষ্টের জন্য ডবল ডবল পিলাচ +++++। সামনের পোষ্টের আশায় রইলাম।

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ডবল ডবল ধন্যবাদ প্রামানিক ভাই ।

১০| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দারুন হচ্ছে সিরিজটা। সফল প্রবাসী বাংলাদেশিদের প্রমোট করতে হবে আমাদের। এতে করে ভবিষ্যতে নতুন সফল প্রবাসী বাংলাদেশির সৃষ্টি হবে।

আপনাকে অনেক ধন্যবাদ। সিরিজটা কন্টিনিউ করবেন এই আশা করি।

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুন হচ্ছে সিরিজটা। সফল প্রবাসী বাংলাদেশিদের প্রমোট করতে হবে আমাদের। এতে করে ভবিষ্যতে নতুন সফল প্রবাসী বাংলাদেশির সৃষ্টি হবে।
আপনার মন্তব্যটি খুব ভাল লাগলো ।
আপনাকে অনেক ধন্যবাদ মোস্তফা কামাল পলাশ ।

১১| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৪

মাহমুদ০০৭ বলেছেন: গিয়াস ভাই থাকতে কুনু চিন্তা নাই ;) একেকজন রে দেহায় আর চিন্তায় ফালাই দেয় :D
সোজা প্রিয়তে । আর কিছু কমু না B-)

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাহমুদ ভাই , চিন্তার কুনু কারন নাই B-)

১০০ জনের আলোচনা শেষ হলে , ১০০ জনের শুধু লিঙ্ক দিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে ।
তখন প্রিয়তে নিতে সুবিধা হবে , অবশ্য যদি আপনি নিতে চান । ;)

১২| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৩

হামিদ আহসান বলেছেন: জানা হল গুণীজনদের কথা ৷ ধন্যবাদ

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠে উৎসাহিত ! আপনাকেও ধন্যবাদ হামিদ ভাই ।

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

মোস্তফা কামাল পলাশ বলেছেন: দারুন হচ্ছে সিরিজটা। সফল প্রবাসী বাংলাদেশিদের প্রমোট করতে হবে আমাদের। এতে করে ভবিষ্যতে নতুন সফল প্রবাসী বাংলাদেশির সৃষ্টি হবে।

আপনাকে অনেক ধন্যবাদ। সিরিজটা কন্টিনিউ করবেন এই আশা করি।

সহমত।

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের নিয়মিত পেয়ে ভাল লাগে , সিরিজটা কন্টিনিউ করার উৎসাহ বেড়ে যায় ।
অনেক ধন্যবাদ কান্ডারি অথর্ব ।

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৬

দৃষ্টিসীমানা বলেছেন: আপনাকে পোষ্টের জন্য অনেক ধন্যবাদ । প্রিয়তে নিলাম ।

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ , প্রিয়তে নেয়ায় আনন্দিত !

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অভিনয়, মার্কেটিং, কমিউনিকেশন... এসব ছাড়া এবারের পর্বে বেশি প্রেরণা পাবেন আমাদের ব্লগাররা। কারণ এবার দু'জন লেখকের কথা বলেছেন (৮৭,৮৮) যারা বহির্বিশ্বে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন... নিজেদের সৃজনশীলতা দিয়ে।

চমৎকার এই সিরিজটি যেন চলতেই থাকে :)

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার চমৎকার মন্তব্য ভাল লাগলো ।
যতদিন সাথে আছেন সিরিজটি চলবে মইনুল ভাই :)
শুভ কামনা জানবেন ।

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১

সাহসী সন্তান বলেছেন: প্লাস সহ পোস্টে ভাল লাগা জানিয়ে গেলাম! বেশি কিছু বলবো না, কারণ এই পোস্ট সম্পর্কিত প্রশংসা করতে করতে স্টক শেষ! সুতরাং নতুন করে প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছি না!

শুধু এই টুকুই দাবি, পোস্টটি আরো অনেক দিন ধরে দীর্ঘস্থায়ী হোক! ভাল থাকবেন!

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''অনেক কথা যাও যে বলে কোন কথা না বলি ---''

সাহসী সন্তান , কমেন্টে যা লিখেছেন এতেই আমি হাওয়ায় ভাসছি ! :)

আপনার দাবী , আমার কাছে রীতিমত ''প্রশংসাপত্র'' । আপনার জন্য শুভ কামনা ।

১৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

সুপান্থ সুরাহী বলেছেন: ভাল লাগল!
++++

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুপান্থ সুরাহী ,পাঠ , কমেন্ট ও প্লাসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

১৮| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কমেন্টে আপনার নিকের সার্থকতা ফুটে উঠেছে । আপনাকে ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী ।

১৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

কিরমানী লিটন বলেছেন: পৃথিবীর আকাশে গর্বের পতাকার ধারক সেইসব সফল মানুষদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা-প্রিয় মিতা গিয়াস উদ্দিন লিটন,অভিবাদন জানবেন ...

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিতা অনেক দিন পর আজ আবার ব্লগে ঢুকতে পারলাম ।
দেরিতে রিপ্লাইয়ের ত্রুটি মার্জনীয় ।
শুভকামনা জানবেন মিতা ।

২০| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

আরজু পনি বলেছেন:

আপনার এই সিরিজটা শেষ হলে আপনার ব্লগে আসলে কেমন লাগবে তাই ভাবছি ...

কতো কিছু জানি না রে !
নিজের দেশের মানুষ বিদেশে বই লিখে সারা ফেলে দেয় আর সেই বই পড়াতো দুরে থাক নাম্ও শুনিনি এটা কিছু হলো...ছি ছি ছি নিজেকে ধিক্কার দিই !

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার চমৎকার মন্তব্য ভাল লাগলো আরজুপনি ।
সিরিজটিতে নিয়মিত নজর রাখায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

২১| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

কামরুন নাহার বীথি বলেছেন: ভাললাগে এদের কথা জানতে, আমরা গর্বও অনুভব করি।
আমাদের দেশের যা অবস্থা, সব মেধা একসময় হারাবে এ দেশ!!!

আজকের দিনের ঘটনা দুঃখজনক !!!
সমস্ত যোগাযোগের মাধ্যম বন্ধ করে দিয়ে, এক ঘন্টা ইন্টারনেট বন্ধ রেখে কি লাভ হলো আমাদের, সেটার হিসেব মেলাতে হবে!!!
সেই লাভের ভাগ কি আমরা পাব কখনও !!!!! :( :( :(

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কামরুন নাহার বীথি , আমি এখনো ঠিক মত সামুতে ঢুকতে পারিনা ।
এদেশ সব সময় সোনাফলা দেশ । দুর্নীতিবাজ নেতৃত্বের কারনে এর লাভের গুড় সব সময় পিঁপড়ায় খায় ।
জনগণ কখনো এর সুফল ভোগ করতে পারেনা ।
আপনার সুন্দর মন্তব্য ভাল লাগলো । আপনাকে ধন্যবাদ বীথি ।

২২| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২১

এস কাজী বলেছেন: আরেকটা ভালা পোস্ট গিয়াস ভাই।

ভাই সেয়ানা আছে । প্রথমদিকে একখান সুন্দরী রাখে। ভালা ভালা খুব ভালা =p~

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এস কাজী ভাই , শেষেও যে ''একখান সুন্দরী'' আছে সেইটাতো কইলেন না !
তাছাড়া জানেনইতো ''লেডীজ ফার্স্ট!''

২৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

আহমাদ জাদীদ বলেছেন: দারুণ পোস্ট !

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আহমাদ জাদীদ ভাই ।

২৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯

তাশমিন নূর বলেছেন: দারুণ পোস্ট! এভাবে চলতে থাকুক। আগের পর্বগুলিও ধীরে ধীরে দেখব।



ওয়াট প্যাডে ঢুঁ মেরেছি বার কয়েক। ইংরেজি ভাষায় দুর্বলতা আছে বলে ইচ্ছে থাকলেও সব পড়া হয় না। উপমার বইটা সার্চ করে দেখব।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শত পর্বের পর সব পর্বের লিঙ্ক দিয়ে একটি ''লিঙ্ক সর্বস্ব'' পোস্ট দেয়ার ইচ্ছা আছে ।
সব গুলি পর্বে চোখ বুলাতে চাইলে ওই পর্বে নজর রাখতে পারেন ।
ওয়াট প্যাড'এ আপনার আগ্রহ দেখে ভাল লাগলো । আপনাকে ধন্যবাদ তাশমিন ।

২৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সিরিজটা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে, দেখতে ভালোই লাগে

পোস্টে +++

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠ ,মন্তব্য ও প্লাসের জন্য অনেক ধন্যবাদ বোকা মানুষ বলতে চায় ।

২৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: গুণীজনদের কথন ভালোই লাগছে । এই পর্বের গুণীদের চেহারাও মাশাল্লাহ্ বহুত অাচ্ছা!

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''মাশাল্লাহ্ বহুত অাচ্ছা! '' টাইপের আরও অনেক গুণীরা আগামীতে থাকছেন , :P আশাকরি আপনিও থাকবেন ।
নিয়মিত পাঠক রূপক বিধৌত সাধু , আপনাকে ধন্যবাদ।

২৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২০

হাসান মাহবুব বলেছেন: তরুণদের জয় জয়কার দেখলাম এই পর্বে। আশা করি তারা আরো খ্যাতি অর্জন করবেন।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তরুণদের শুভ কামনা জানানো ও পাঠের জন্য আপনাকে ধন্যবাদ মাহবুব ভাই ।

২৮| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: বরাবরের মত দারুণ পোস্ট । বেশ লেগেছে । তাছাড়া তারুন্যে ভরা পোস্ট ।

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্য , পাঠে অনুপ্রাণিত , আপনাকে অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন ।

২৯| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নেট খুব স্লো , পেজ ওপেনই হচ্ছেনা । তাই আজ তিন দিন সামুতে ঢুকতে পারিনি ।
এইমাত্র দেখি সম্ভুক গতিতে নেট চলছে ।

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কমেন্ট গুলির রিপ্লাই দিতে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করছি ।

৩০| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

সাহসী সন্তান বলেছেন: আমি অবশ্য প্রথম দিকে একটু অবাক হয়েছিলাম আপনার প্রতিউত্তর না দেখে! ভাবছিলাম আবার অসুস্থ হয়ে গেছেন কিনা? তবে ব্যাপারটা এখন বুঝতে পারলাম!

যাউগ্গা, জলদি কইরা এবার ফুল স্প্রিডে মন্তব্যগুলার উত্তর কইরা, নতুন পোস্ট লটকাইয়া দেন........!!

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাহসী ভাই ; নেটে একদম স্পীড নাই , ঢুকতেই পারিনা । আজ আবার পারলাম । জানিনা কতক্ষণ থাকতে পারি ।
সবার আগে আমি একজন পাঠক । আপনার কথায় ''ফুল স্প্রিডে'' ''মন্তব্যগুলার উত্তর'' করতে গিয়ে আপনাদের চমৎকার লিখা গুলি পরার সময় পাচ্ছিনা ।


আন্তরিকতা বশে পাঠানতে সন্মানিত পাঠক রা কমেন্ট করেন , কমেন্ট গুলীর রিপ্লাই না দেয়া আমার কাছে বড়ই লজ্জার ।
এমনিতেই সকল কমেন্টের রিপ্লাই না দিয়ে আমি নতুন পোস্ট দেই না ।
আজ সব রিপ্লাই শেষ করতে পারলে নতুন পোস্ট দেয়ার ইচ্ছে আছে ।

শুভ কামনা শুভাকাঙ্ক্ষী !

৩১| ২০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ, তথ্যবহুল একটা পোস্ট। আপনার এ লেখাটা পড়ে আমার সবচেয়ে বড় প্রাপ্তি Wattpad, যার সাথে আগে পরিচিত ছিলাম না।
Wattpad বিশ্বব্যাপী সাড়ে তিন কোটি বই-প্রেমী মানুষের একটি বিশাল কমিউনিটি -- অসাধারণ এই কমিনিটির প্রতি একটা সহজাত আকর্ষণ অনুভব করলাম। শীঘ্রই সেখানে ঢুঁ মারার আশা রাখি।
The Bucket List. Wattpad এর রিডার কাউন্ট অনুযায়ী এ পর্যন্ত ৮৩ লক্ষ পাঠক বইটা পড়েছে -- উপমাকে আন্তরিক অভিনন্দন!
গালিবের পক্ষেই প্রতিষ্ঠিত কোনো প্রকাশককে ‘না’ বলে দেয়া সম্ভব। -- প্রাউড অব ইউ, গালিব!
এবারের পর্বে খুব অসাধারণ কেউ নেই। -- আমার কাছে গালিব আর উপমাকে অসাধারণই মনে হয়েছে।
আপনার সবচেয়ে পুরাতন দুটো, অর্থাৎ প্রথম দুটো পোস্টে মন্তব্য রেখে আসলাম। আশাকরি, সময় করে পড়ে দেখবেন।

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য ভাল লাগলো ।
আমার অনেক পুরনো পোস্টে কমেন্ট করে আসায় অনুপ্রাণিত ।
আন্তরিকতার জন্য কৃতজ্ঞ ।
শুভ কামনা জানবেন ।

৩২| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫

লালপরী বলেছেন: দারুন পোষ্ট

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ লালপরী ।

৩৩| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

সরকারী জল্লাদ বলেছেন: এদের কি বাঙ্গালী জাতীয়তাবাদও রয়েছে নাকি কেবলই স্পারম?
আমরা অনেক সময় এমন কিছু পাবলিক নিয়ে গর্ব করি যারা বড় হয়েছে, পড়েছে, থেকেছে, খেয়েছে বাইরে জাস্ট বাঙ্গালীর স্পারম বা মায়ের গর্ভে থাকার কারণে আমরা ওদের বাংলাদেশের সন্তান বলি।
আসলেই কি ওরা আমাদের?

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এদেশিদের গর্ব করার অনুষঙ্গ খুব কম । গর্ব করার মত পজিশনে যেতে পারলে , আমরা লতায় পাতায় অনেক আত্মীয় বা প্রতিবেশী , এলাকার লোককে নিয়েও গর্ব করি ।
পোস্টের এঁরা আমাদের রক্তের উত্তরাধিকারী , সে সুত্রে আমাদের গর্ব করার মত বিষয় অবশ্যই আছে ।
মন্তব্যের জন্য ধন্যবাদ , শুভ কামনা জানবেন জল্লাদ ভাই :)

৩৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৯

সুলতানা রহমান বলেছেন: বাংলাদেশিরা কত জায়গায় ভাল করছে!! ভাল লাগলো।

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যও ভাল লাগলো সুলতানা । ভাল থাকবেন , সাথেও । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.