নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন - পর্ব ১ হইতে ৩১৫ । (একটি লিংক সর্বস্ব পোস্ট)

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০



প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন সিরিজ টি ইতিমধ্যে ১৫০ পর্ব অতিক্রম করেছে ।
এর পুরো কৃতিত্ব পাঠকের । অনেক পাঠক এই সিরিজের বিষয়ে আগ্রহী হয়েছেন , লাইক , কমেন্ট করে এগিয়ে নিতে উৎসাহ যুগিয়েছেন । সকলের প্রতি কৃতজ্ঞ ।

অনেকে বিক্ষিপ্ত ভাবে পোস্টটি প্রিয়তে নিচ্ছেন দেখে আগ্রহীদের কথা দিয়েছিলাম , শত পর্ব পরে সব পর্বের লিংক দিয়ে একটা পোষ্ট দেবো ।

এই লিংক সর্বস্ব পোস্টটি কথা দিয়ে কথা রাখা প্রকল্পের অংশ ।




১ / রিদমিক জিমন্যাস্টিকের ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরে অবস্থান কারী রিতা মামুন ।]

২ / প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা , বিজ্ঞানী ড. এন নীনা আহমাদ ।

৩ / কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর অমিত চাকমা ।

৪ / জাপানি সুপার মডেল রোলা ।

৫ । আমেরিকান মহাকাশ গবেষণা নাসার বাংলাদেশী বিজ্ঞানী ড.আতিক উজ জামান

৬/ মেধা আর রূপের কম্বিনেশন ; বাংলাদেশি মেয়ে প্রিয়তি যখন 'মিজ আয়ারল্যান্ড'

৭/ আপনি জানেন কি ? ইউটিউব এর প্রতিষ্ঠাতার একজন বাংলাদেশি পিতার সন্তান?

৮ / বিশ্বের সেরা ৫০ উদ্যোক্তার তালিকায় ১৬ নম্বরে সুমাইয়া কাজী

৯/ ‘'পৃথিবীতে প্রেরণার প্রতীক হয়ে আলো ছড়াবে সাবিরুল '' - ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন

১০ / জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল আমিরা হক ।

১১ / সৌদি আরবের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ড. মুহাম্মদ রেজাউল করিম

১২ / মার্কিন সেরা সংবাদ প্রযোজক তাসমিন মাহফুজ

১৩ / কাতার আমিরের উপদেষ্টা ডক্টর হাবিবুর রহমান ।

১৪ / ইউরোপে নিউক্লিয়ার গবেষণায় প্রথম বাংলাদেশি অনন্যা ।

১৫ / যুক্তরাষ্ট্রের বিদ্যুৎশক্তি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট -আরশাদ মনসুর

১৬ / কৃত্রিম মানব ফুসফুসের উদ্ভাবক; জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা

১৭ / বিশ্বের সেরা ৫০ বিজ্ঞানীর একজন , ড. আনিসুর রহমান ।

১৮ / যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর এডুকেশনাল এক্সেলেন্স’ বিজয়ী আনিকা জাহান

১৯ / নাফিস বিন জাফর - প্রথম অস্কারজয়ী বাংলাদেশি

২০ / রাজশাহীর মেয়ে আনিকা পেলেন মার্কিন রাষ্ট্রপতি পুরস্কার

২১ / আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার কুমিল্লার কৃতিসন্তান রফিকুল ইসলাম

২২ / কোরিয়ায় জনপ্রিয় চিত্রাভিনেতা সজল ।

২৩ / লন্ডনের সর্ববৃহত সেইন্সবারি চেইন শপের ব্যাগ ডিজাইনার বাংলাদেশী বালিকা শারমীন

২৪ / নেদারল্যান্ডসের ইউরোপীয় কালচারাল আর্ট ফেলোশিপ বিজয়ী বুননশিল্পী শফিকুল কবির চন্দন

২৫ / ইউনেসকোর মহাপরিচালকের সিনিয়র স্পেশাল অ্যাডভাইজার - তোজাম্মেল টনি হক

২৬ / আমেরিকায় বায়ো-টেরোরিজম প্রতিহত করার পদ্ধতি আবিষ্কারক বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ড. জাফরুল হাসান

২৭ / ব্রিটেনে প্রথম বাংলাদেশি নারী বিচারক - ব্যারিস্টার স্বপ্নারা খাতুন

২৮ / সানডে টাইমস অ্যাওয়ার্ড, ছোটগল্পের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশি তাহমিমা আনাম ।

২৯/ যুক্তরাষ্ট্রে লিডারশীপ এ্যাওয়ার্ড বিজয়ী সামিহা উদ্দিন।

৩০/ দুর্ধর্ষ গতির রেসিং ট্র্যাকে বিশ্ব মাত করা জুবায়ের হক ।

৩১/ আমেরিকার ‘ইয়ং গভর্নমেন্ট সিভিল ইঞ্জিনিয়ার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড বিজয়ী প্রকৌশলী আশেক রহমান ।

৩২/ কেমব্রিজ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম - যার গ্রন্থ কেমব্রিজ, অক্সফোর্ড, প্রিন্সটন, হার্ভার্ডসহ নামকরা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য ।

৩৩/ বিশ্বের প্রথম সোশ্যাল স্টক একচেঞ্জ প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশি নারী -দূরীন শাহনাজ

৩৪/ ফিনল্যান্ডের গণমাধ্যমে বাংলাদেশি তরুণের সাফল্য গাঁথা

৩৫/ আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন ইশরাক

৩৬/ বাংলাদেশের মেয়ে শাহজা আলীর পেইন্টিং , কানাডার জাতীয় আর্ট প্রদর্শনীতে প্রথম ।

৩৭/ মাদ্রাসা থেকে ফাজিল পাস মুসলিমা এখন অস্ট্রেলিয়া ডুবুরিদের প্রশিক্ষক

৩৮/ অস্ট্রেলিয়ান মিনিস্টার অ্যাওয়ার্ড জয়ী সারা হোসেন ।

৩৯/ বৃটেনের শীর্ষ ধনী ইকবাল আহমদ ।

৪০/ ইটালির কোন বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডিগ্রী প্রাপ্ত তাহমিদা ইসলাম তানিয়া ।

৪১/ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি শাকির করিম এর ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০১৫ লাভ ।

৪২/ কৃত্রিম কিডনি আবিষ্কারক বাংলাদেশের বিজ্ঞানী ড. শুভ রায় ।

৪৩/ ইতালিতে এইচএসসি সমমানের পরীক্ষায়, প্রতি বিষয়ে ১০০ তে ১১০ প্রাপ্ত মাহিয়া আবেদিন রাখি।

৪৪/ বিশ্বখ্যাত অপেরা শিল্পী - মনিকা ইউনুস ।

৪৫/ ইউএস নেভিতে - আবু হেনা সাইফুল ইসলাম ।

৪৬/ ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত ৪০ বছরের কম বয়সী ,পৃথিবীর সবচেয়ে সম্ভাবনাময় ৪০ জন ব্যক্তির তালিকায় পাওয়া - সালমান ।

৪৭/ ক্যানাডায় স্তন ক্যান্সারের সফল গবেষক ডঃ শান্তনু বণিক

৪৮ / সায়মান মিয়া - অলিম্পিক স্মারক মুদ্রার নকশাকার

৪৯/ ফাহিম আলম - দাবায় বাংলাদেশি কিশোরের ফ্রান্স জয়

৫০ / যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বাংলাদেশের মেয়ে সালিমা

৫১/ আন্তর্জাতিক বিনিয়োগ ও গবেষণা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের ব্যবস্থ্যাপনা পরিচালক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নওশাদ শাহ ।

৫২/ যুক্তরাষ্ট্রে সুন্দরী প্রতিযোগিতায় মিস নিউইয়র্ক হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত মৌমিতা খন্দকার এর মুকুট জয় ।

৫৩/ আমেরিকার ‘ইয়ং গভর্নমেন্ট সিভিল ইঞ্জিনিয়ার অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত প্রকৌশলী আশেক রহমান ।

৫৪/ মার্কিন যুদ্ধবিমান এফ-১ ও এফ-২ এর প্রধান ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার ডঃ আব্দুস সাত্তার খান ।

৫৫/ প্লাবনী'র যুক্তরাষ্ট্রে শ্রেষ্ঠ ওয়েব ডিজাইনার হিসেবে অ্যাওয়ার্ড লাভ ।

৫৬ / মুটে (কুলি) থেকে মিলিওনিয়ার , ফ্রান্সের শীর্ষস্তরের করপ্রদানকারী কাজী এনায়েত উল্লাহ ।

৫৭ / মালয়েশিয়া প্রকাশনী সংস্থার ৫০ ভাগ বাজার ‘বিএস প্রিন্ট মালয়েশিয়া’র নিয়ন্ত্রণে , যার মালিক বাংলাদেশের নিধীর সাহা ।

৫৮ / ‘বিবিসি সেরা ব্রিটিশ বেকার’ পুরষ্কারের জন্য মনোনয়ন প্রাপ্ত নাদিয়া হোসেন ।

৫৯ / ব্রাজিলের স্কুলে বাংলাদেশী মাধুরীর অভাবনীয় কৃতিত্ব ।

৬০ / আমাজন জঙ্গলের জংলী রানী বাংলাদেশি তরুণী সারা বেগম !

৬১ / সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী আবিষ্কার- ভরহীন কণা- ভাইল ফার্মিয়ন , আবিষ্কারক বাংলাদেশী পদার্থ বিজ্ঞানী জাহিদ হাসান ।

৬২। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের প্রখ্যাত র‍্যাম্প মডেল কামরুজ্জামান মিন্টো ।

৬৩/ ক্যানাডায় টেলিভিশন নৃত্য জগতে উজ্জ্বল জ্যোতি ছড়ানো- নক্ষত্র ।

৬৪/ নিউজিল্যান্ডে গানের স্কুল ‘গীতসুধা’র প্রতিষ্ঠাতা সিঁথি সাহা

৬৫ / বাংলাদেশি ছাত্র মনিরের সততায় মুগ্ধ মাহাথির কন্যা ।

৬৬ / আলজাজিরার সাংবাদিক বাংলাদেশের মেয়ে শামিম চৌধুরী ।

৬৭/ লাইট কিক বক্সিং এ দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আব্দুল আলি ।

৬৮/ হোয়াইট হাউসে প্রথম এশিয়ান ফটো সাংবাদিক : জুয়েল ।

৬৯ / অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থার প্রধান বিজ্ঞানী ডঃ আবেদ চৌধুরী ।

৭০ / বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেলস এর আবিস্কারক ড. জামালউদ্দিন ।

৭১ / ব্রিটিশ টেলিভিশন চ্যানেলএর জনপ্রিয় উপস্থাপক ও স্ক্রিপ্ট রাইটার কনক

৭২ / ভাসমান ট্রেনের আবিষ্কারক , আমেরিকার ওয়াশিংটন ডিসি ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ডঃ আতাউল করিম

৭৩ / টাইম ম্যাগাজিন নির্বাচিত ২০০৭ সালের পরিবেশ বিষয়ক সেরা আবিষ্কার ‘সোনো ফিল্টার’ এর আবিস্কারক ডঃ অধ্যাপক আবুল হুসসাম ।

৭৪ / জরায়ুমুখ ক্যান্সার চিকিৎসায় নতুন তত্ত্বের উদ্ভাবক ডঃ রেজাউল করিম ।

৭৫ / নিউজিল্যান্ডের বিজ্ঞান ও স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার বিজয়ী আজম আলী ।

৭৬ / ২০১৪ সালে ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ''কুইনস অ্যাওয়ার্ড'' জয়ী প্রতিষ্ঠান ''লন্ডন ট্রাডিশন'', প্রতিষ্ঠাতা বাংলাদেশী মামুন চৌধুরী ।

৭৭ / হলিউডের অভিনেত্রী আফসান আজাদ ।

৭৮ / হ্যারি পটার ও তামিল মুভির অভিনেত্রী শেফালী চৌধুরী ।

৭৯ / কানাডায় ২০১৩ সালের বর্ষসেরা মাল্টি ইঞ্জিন গ্রাজুয়েট বৈমানিক বাংলাদেশি তরুণ অনিন্দ রেজা ।

৮০ / ব্রিটেনে প্রযুক্তিপণ্যের উদ্ভাবনে শীর্ষ ষোলো তে অবস্থান কারী প্রতিষ্ঠান স্যাভোরটেক্স , মালিক ''বিজনেসগ্রিন লিডার অ্যাওয়ার্ড'' জয়ী তরুণ ব্যবসায়ী সৈয়দ আহমেদ ।

৮১ / হলিউড ও বোম্বের মুভিতে বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেতা অর্ক দাশ ।

৮২ / কানাডায় দ্য টরন্টো স্টার অ্যাওয়ার্ড জয়ী অনন্যা রাফা ।

৮৩ / গুগলের টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার প্রকৌশলী মোহাম্মাদ শিশির খান ।

৮৪ / আরেকজন দ্য টরন্টো স্টার হাইস্কুল নিউজ পেপার অ্যাওয়ার্ড জয়ী - চিত্তা চৌধুরী ।

৮৫ / ফ্রান্সে অ্যাম্বাসেডর অব বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান কন্টিনেন্ট সম্মাননা প্রাপ্ত বাংলাদেশি প্রকৌশলী ওসমান হোসেইন মনির

৮৬ / কানাডায় গার্নিয়ের হেয়ার কালারের মডেল সামিরা , যিনি পালমোলিভ, টরেন্টোর মার্কেটিং ম্যানেজার ।

৮৭ / অস্ট্রেলিয়ার The Best of Instant Addiction ক্যাটাগরিতে এওয়ার্ড জয়ী বই এর লেখিকা উপমা ।

৮৮ / কানাডার সাহিত্য ও মিডিয়া জগতে আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ লেখক গালিব ইসলাম ।

৮৯/ হলিউড মুভিতে বাংলাদেশি তরুণ রণ মুস্তাফা ।

৯০ / কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) সাস্কাচেওয়ান ফিউচার ৪০ সম্মাননা প্রাপ্ত জেবুননেছা চপলা ।

৯১ / পাঞ্জাবি মুভির নায়িকা , মিস ক্যালিফোর্নিয়া আরিয়ানা আয়েশা আরি ।

৯২ / যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় রুবাব ।

৯৩ / বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র রোবটের কারিগর :যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ডঃ তাহের এ সাইফ ।

৯৪ / প্রবাসে সফল তরুণ আফতাব মনির ।

৯৫ / ক্যানাডায় ৩৯টি পেটেন্টের অধিকারী বাংলাদেশি কীর্তিমান বিজ্ঞানী ও ম্যারাথন দৌড়বিদ তপন চক্রবর্তী ।

৯৬ / ব্রিটিশ কিক বক্সিং চ্যাম্পিয়ন রুকসানা বেগম ।

৯৭ / যুক্তরাষ্ট্রের ‘এন্ট্রাপ্রেনিউর অব দ্য ইয়ার’ পুরস্কার প্রাপ্ত মাহফুজ আহমেদ এর প্রতিষ্ঠান ''ডাইসিস'', যার বার্ষিক আয় ৪০০ মিলিয়ন ডলার ।

৯৮ / ডয়চে ভেলের ‘দ্য বেস্ট অব ব্লগস-ববস ’ জয়ী প্রকল্প ''বাংলা ব্রেইল'',প্রধান সমন্বয়ক যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামে কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাগিব হাসান , যিনি সামহোয়্যার ইন ব্লগের একজন ব্লগার ।

৯৯ / কাতার বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক প্রাপ্ত তামিম রায়হান ।

১০০ / ‘আইনস্টাইন অব স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার’ - ড. ফজলুর রহমান খান ।

১০১ / বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী বৈজ্ঞানিক মেধা খেতাবধারীর তালিকায় ড. সাইদুর রহমান ।

১০২ / লন্ডনে বিশেষ সম্মাননায় ভুষিত হলেন সাজিয়া স্নিগ্ধা ।

১০৩ / জিয়া হায়দার রহমান , যার প্রথম বইয়ে বিশ্ব মাত ।

১০৪ / অস্ট্রেলিয়ায় “কমিউনিটি ভলেন্টার এওয়ার্ড-২০১৪” পুরস্কার বিজয়ী মোঃ আবুল কালাম আজাদ খোকন

১০৫ / যুক্তরাষ্ট্রের এক্সিলেন্স ইন এডুকেশন অ্যাওয়ার্ড’২০১৫ বিজয়ী মেধাবী শিক্ষকা আবেদা খানম

১০৬/ মার্কিন প্রেসিডেন্টের অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা , নাসার গবেষক ড. আসিফ আজম সিদ্দিকী ।

১০৭ / মালেয়শিয়া কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা , মালয়েশিয়া UCTECH বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাসুম বিললাহ ।

১০৮ / ব্রিটিশ ‘ব্রডকাস্ট নিউজ রিপোর্টার অব দ্য ইয়ার’২০১০ বিজয়ী , ব্রিটেনের মূলধারার জনপ্রিয় ও প্রভাবশালী -চ্যানেল ফোরের ইকোনোমিকস এডিটর ফয়সল ইসলাম ।

১০৯ / আমেরিকায় নিউরো সাইন্সে এর ৮ বছরের স্থলে ৩ বছরে পিএইচডি অর্জনকারী সোনিয়া আফরোজ ।

১১০ / ফেসবুকের ‘চ্যাট প্রোডাক্ট' ইঞ্জিনিয়ার মেহেদী বখত ।

১১১ / মিস ওয়ার্ল্ড কানাডার ফটোজেনিকে বাঙালি মেয়ে নির্ঝূম

১১২ / ক্যানাডা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ শ্রেষ্ঠ গবেষনা গ্রন্থের জন্য গোল্ড মেডেল প্রাপ্ত প্রকৌশলী ডক্টর সুবোধ বড়ুয়া ।

১১৩ / / মাইক্রোসফটের গ্লোবাল বিজনেস সাপোর্ট বিভাগের আহমেদ জেনারেল ম্যানেজার ( জাপান), মোস্তাক শাকিল

১১৪ / যুক্তরাষ্ট্র বিমান বাহিনী বিশেষ সম্মাননা বাইশ জন "Living Eagles" এর একজন - গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম

১১৫ / জার্মান গাড়ী নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ (BMW)'র প্রকৌশলী সুমিত পাল , যিনি নিজেকে প্রকৌশলীর চেয়ে 'আইরনম্যান' পরিচয় দিতেই ভালোবাসেন

১১৬ / ব্রিটেনে বৃটিশ বাংলাদেশী বিজনেস এ্যওয়ার্ড বিজয়ী রাত্রি চৌধুরী হাসিনা

১১৭ / যুক্তরাজ্য সরকারের ‘কুইনস ইয়াং লিডারস’ পুরস্কার বিজয়ী বাংলাদেশি তরুণ শামির শিহাব ।

১১৮ / নিউইয়র্কে ম্যারাথনে দৌঁড়ে গোল্ড মেডেল বিজয়ী সাবারি হক ।

১১৯ / বিশ্বের আট লাখ প্রতিযোগীকে পেছনে ফেলে , গুগল প্রজেক্ট-২০১৫ বিজয়ী বাংলাদেশী সোহেল হোসেন

১২০ / টুইটারে কর্মরত একমাত্র বাংলাদেশি বিজ্ঞানী আসিফ হক , যিনি সানফ্রান্সিসকো সাবওয়ে সিস্টেমে ভুল বের করেছেন ।

১২১ / বিশ্বের প্রথম সৌরচালিত হেলিকপ্টার এর আবিস্কারক বিজ্ঞানী হাসান শহীদ ।

১২২ / সমাজসেবার জন্য কানাডায় 'সিভিক অ্যাওয়ার্ড' বিজয়ী বাংলাদেশি শহীদুজ্জামান ।

১২৩/ লন্ডনে নিউক্যাসেল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী তাজওয়ার রাজিব

১২৪ / ব্রিটেনে মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় তাহমিনা কবির ।

১২৫ / যুক্তরাজ্যের রাজকীয় সশস্ত্র বাহিনীতে প্রথম বাংলাদেশী মাহমুদ শওকত আজাদ

১২৬ / ‘মিস মিসিসিপি’ পারমিতা মিত্র ।

১২৭ / ফ্রান্স সেন্ট্রাল হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান -ডাঃ খোদেজা আক্তার

১২৮ / বিশ্বের সেরা ফটোগ্রাফার হিসেবে প্রাপ্ত এওয়ার্ড ‘মাস্টার অব ফটোগ্রাফী’ বিজয়ী বাংলাদেশী-আমেরিকান মোহাম্মদ আলী সেলিম ।

১২৯ / বুলবুল হুসাইন -ব্রিটিশ হুইল চেয়ার রাগবি দলের তারকা

১৩০/ অনন্য কৃত্বিতের স্বাক্ষর রেখেছেন আটলাণ্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশী মেধাবী ছাত্রী নাজিফা চৌধুরী

১৩১/ মিশিগানে বাংলাদেশী তরুণী সুবহা হানিফ এর “কিপার অফ দি ড্রীম” পদক লাভ

১৩২ / লেবার থেকে ইঞ্জিনিয়ার ; অষ্টম শ্রেণী পাশ নুরুল আবছার খান মামুন , যিনি দুবাইয়ের মোবাইল কোম্পানি 'ঢু'এর নিজস্ব ভবনের আর্কিটেক্ট ।

১৩৩/ যুক্তরাষ্ট্রে বাংলাদেশী প্রকৌশলী হাবিব শাহীন তরফদারের উদ্ভাবন : গাড়ি চালনায় বাংলায় দিক নির্দেশনা

১৩৪ / যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা, বিশ্বসেরা চিকিৎসক ড. রায়ান সাদী ।

১৩৫/ ব্রিটেনে পারসনালিটি অব দ্য ইয়ার পুরস্কার জয়ী সেলিম হোসেন ।

১৩৬ / যুক্তরাষ্ট্রের ফ্যাশন ডিজাইন কোম্পানী “ভিনটেজ মারভিন” এর স্বত্বাধিকারী বাংলাদেশী শারিন সারওয়ার ।

১৩৭ / নতুন প্রজাতির গম আবিস্কার করে অস্ট্রেলিয়ায় আলোড়ন তুলেছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক বিজ্ঞানী ড. নিজাম উদ্দিন ।

view this link

১৩৮ / বিশ্বের শীর্ষ চিত্রশিল্পীদের কাতারে বাংলাদেশি তরুণী মুর্শিদা আরজু আল্পনা ।

১৩৯ / চারবার শঙ্কর আন্তর্জাতিক চিত্র পদক বিজয়ী প্রবাসী সেলিনা করিম

১৪০ / একশো’র বেশী অসাধারণ গাড়ির ডিজাইনার বাংলাদেশের লিপু

১৪১ / যুক্তরাষ্ট্রে আলোচিত উপন্যাসের লেখিকা নুসরাত সুলতানা ।।

১৪২ / বিশ্বের সর্ববৃহৎ তেল কোম্পানির শ্রেষ্ঠ কর্মী বাংলাদেশি মাসুম

১৪৩ / গিনেস রেকর্ড ভাঙলেন বাংলাদেশী শেফ টিপু

১৪৪ / ইতালির জনপ্রিয় চলচ্চিত্র তারকা পায়েল ঠাকুর ।

১৪৫ / ভিক্ষুকের মেয়ে নন্দিনী যিনি নিজেও বাবার সাথে ভিক্ষা করেছেন ; তিনি এখন জার্মানির এমপি । একই সাথে তিনি সোস্যাল ডেমোক্রেটিক পার্টি অফ জার্মানি দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ।

১৪৬/ অন্য রকম বিশ্ব জয়ী চট্টগ্রামের শ্রীচিন্ময়

১৪৭/ রাশিয়ায় বাংলাদেশী বংশদ্ভূত জমজ শিল্পী

১৪৮/ ২৫ কেজি স্বর্ণ ফিরিয়ে দুবাইয়ে প্রশংসিত বাংলাদেশি লিটন

১৪৯/আমেরিকায় ফটোগ্রাফিতে 'গ্রান্ড মার্শাল' এ্যাওয়ার্ড জয়ি বাংলাদেশি সেলিম

১৫০/ বিশ্বব্যাংক প্রেসিডেন্টের উপদেষ্টা সুবীর চৌধুরী

১৫১/ আমেরিকায় গ্লোবাল ভিডিও কম্পিটিশনে বিজয়ী বাংলাদেশি তানজিনা

১৫২/ চীনে সেরা বাংলাদেশের আলোকচিত্রী

১৫৩/ প্রিন্স সুলতান পুরস্কার পেলেন বাংলাদেশী বিজ্ঞানী ড. শফিকুল

১৫৪/ কানাডায় 'প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল অ্যাওয়ার্ড' পেলেন মিন্টু

১৫৫/ কুয়েতে বাংলাদেশি কন্যা কেয়া'র কৃতিত্ব

১৫৬/ ''আমি তোমার সঙ্গে আছি'' চার বছরের বাংলাদেশি আইনস্টাইন'কে বারাক ওবামা।

১৫৭/ অস্কারের বিচারক হচ্ছেন বাংলাদেশি নাফিস বিন জাফর

১৫৮/ অস্ট্রেলিয়ায় শ্রেষ্ঠ আন্তর্জাতিক শিক্ষার্থী বাংলাদেশের সুমাইয়া

১৫৯/ সেরা উদ্ভাবকের তালিকায় বাংলাদেশি তরুণ

১৬০/ যুক্তরাষ্ট্রে উইমেন অব কারেজ পুরস্কার পেলেন বাংলাদেশী তরুণী শারমিন আখতার

১৬১/ নাসার বর্ষসেরা গবেষক বাংলাদেশি বংশোদ্ভূত মাহমুদা সুলতানা

১৬২/ আমেরিকায় ৭০০০ একর জমির মালিক বাংলাদেশি ডাঃ কালী প্রদীপ চৌধুরী।

১৬৩/ অ্যালার্জির কারণ উদঘাটন করলেন বাংলাদেশি গবেষক ড. হায়দার আলী

১৬৪/ ইউরোপিয়ান তরুণ গবেষক সম্মাননা পেলেন বাংলাদেশি মুকিত

১৬৫/ স্মার্ট চশমা আবিষ্কার করলো বাংলাদেশি গবেষক নাজমুল হাসান

পর্ব ১৬৬ থেকে ২১৫ এখানে

পর্ব ২১৬ থেকে ২৬৫ এখানে

পর্ব ২৬৬ থেকে ৩১৫ এখানে

বিনয়ের সহিত জানাচ্ছি যে, এই সিরিজ নিয়ে আমার প্রথম প্রকাশিত গ্রন্থ 'প্রবাসে বাংলাদেশী গুণীজন' , প্রকাশ করেছে দিব্য প্রকাশ, প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ , প্রকাশক মঈনুল আহসান সাবের।



সিরিজের ক্ষুদে'দের নিয়ে প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ- ক্ষুদে জিনিয়াস’দের কথা। প্রকাশ করেছে দিব্য প্রকাশ, প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ , প্রকাশক মঈনুল আহসান সাবের।



বইগুলি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন রকমারী ডট কম অথবা বইমেলায় দিব্য প্রকাশনীর স্টলে।

সামহোয়্যার ইন ব্লগের সকল ব্লগার ও প্রকাশকের নিকট কৃতজ্ঞতা।





মন্তব্য ৭৭ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

রক্তিম দিগন্ত বলেছেন: প্রিয়তে। ৭০ এর পর থেকে পড়েছি। বাকিগুলো একটু একটু করে পড়বো।

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রিয়তের জন্য কৃতজ্ঞ , অনিঃশেষ শুভকামনা জানবেন ।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

কামরুন নাহার বীথি বলেছেন: শেষেরগুলো পড়া হয়েছে, মানে আমার জন্মের পরে !!! ( ব্লগে জন্মের পরে)
অনেক অনেক শুভেচ্ছা মেগা পোষ্টের জন্য!!!

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২

সচেতনহ্যাপী বলেছেন: তাহলে আগের গুলি বেচে কটকটি খেতে পারি।। কারন একের ভিতরে শত কে রেখে কে আর চায়.........।।

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সচেতনহ্যাপী , এইযে ''বেচে কটকটি'' খাওয়ার কথা বললেন , আপনাকে আমি কি সার্চ করতে পারি , ''আপনি আমার আগের পোষ্ট বেচে কটকটি খাওয়ার কথা কেন বললেন !
আপনার মন্তব্য মূলত ফান । এটাকে ফান হিসেবেই নিতে হবে ।
দুঃখের বিষয় অনেকেই ফান ধরতে পারেন না ।
মনটা খারাপ হয়ে আছে ।
শুভ কামনা জানবেন ।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

দীপংকর চন্দ বলেছেন: শুভেচ্ছা শত শতবার।

প্রিয়তে।

শুভকামনা থাকছে অবশ্যই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দীপংকর চন্দ , আপনাদের প্রেরণায় পোস্টটি এত দূর আসতে পেরেছে । আশা করি এরকম আরও এক শতক পূর্ণ করতে পারবো ।
প্রিয়তের জন্য কৃতজ্ঞ ।
আপনার জন্যও শুভ কামনা ।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

ধমনী বলেছেন: শুরু থেকেই পড়েছি, যদিও সবগুলো পড়া হয়নি। তখন ব্লগে পাঠক ছিলাম মাত্র। সূচিপত্র প্রদানের জন্য ধন্যবাদ।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রায় পোস্টেই আপনি সাথে ছিলেন , আপনাকে ধন্যবাদ ধমনী ।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও ফান।। কারন একটি লেখাতেই যখন সব লেখার লিংক আছে সেখানে কেন আর একটি একটি করে প্রিয় পোষ্টের তালিকা বড় করা?? মানুষ মজা করার অধিকার যার কাছে আছে বলে মনে করে,সেখানেই এই ফানটা খুজে পাবেন।।
দুঃখের বিষয় অনেকেই ফান ধরতে পারেন না । মন খারাপের এটাই কারন হলে বলবো ঝেড়ে ফেলে দিন।। মন-মানষিকতা সবার এক না।। এক প্লাটফর্মে থাকলেও।।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন-মানষিকতা সবার এক না।। এক প্লাটফর্মে থাকলেও।।

চমৎকার বলেছেন সচেতনহ্যাপী , বিরাট সান্ত্বনা পেলাম ।
আপনাকে আবারও ধন্যবাদ ।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৮

গেম চেঞ্জার বলেছেন: পোস্তখানা দেখতেছি এক্কেরে সোনায় সোহাগা(মানেটা জানিনা যদিও)।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানের দরকার নাই , হাজিরা দিয়ে গেছেন এতেই খুশি B-)

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৪

হাসান মাহবুব বলেছেন: +++++

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই ।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

সুপান্থ সুরাহী বলেছেন: খুব ভাল লাগল। আমাদের তামিম রায়হানকে দেখে আরও ভাল লাগল।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুপান্থ সুরাহী , এরা সবাই আমাদের ! তবে তামিম রায়হান মনে হয় আপনার কাছে স্পেশাল !
পরিচিত নাকি ?

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

মাহমুদ০০৭ বলেছেন: অসাধারণ গিয়াস ভাই । এবং অভিনন্দন সিরিজের ১০০ তম পোষ্ট হয়ে যাবার জন্য । আরো অনেকের মতই
আমিও আপনার এই সিরিজের একজন নগণ্য ভক্ত এবং পোষ্টের জন্য মুখিয়ে থাকি ।
আমাজন কইন্না সারা বেগম রে ত ভুইলতে পারতেছিনা :(( :D
বাঙালি সুন্দরীরা গোটা বিশ্ব জয় করুক । আমি আছি তিনাগো পাশে B-) B-) '
ভাল থাকবেন গিয়াস ভাই

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাহমুদ ভক্ত টক্ত এসব বলে লজ্জা দিচ্ছেন কেন ?
গিংটো কিন্তু বিরাট যোদ্ধা ! সারা'র দিকে নজর দিতে সাবধান কিন্তু ! ;)

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

এস কাজী বলেছেন: লিঙ্কে লিঙ্কে লিঙ্কিত পোস্টের বলতে গেলে সব পোস্ট ই পড়েছি। ভালা পোস্ট। দরকারি মনে করে প্রিয়তে নিয়ে রাখলাম :)

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরও কয়েকজনের সাথে কাজী ভাইকে এই সিরিয়ালের সব পোস্টেই পেয়েছি ।
কৃতজ্ঞ হয়ে থাকলাম , আগামীতেও থাকতে চাই ।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

সাহসী সন্তান বলেছেন: এক এক করে সবগুলো পোস্ট আবারও একবার করে ঝালিয়ে নেওয়া যাবে! চমৎকার আয়োজন......!!


তো এতদিন যাবত যে আমরা আপনার এই চমৎকার পোস্টের সাথে ছিলাম তার উপহার কই? জলদি কইরা মিষ্টি দেন....? নইলে কিন্তু ভাবিরে ঐটা কইয়া দিমু (ব্লাক মেইল)! :`>

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাস ভাই , নেন মিষ্টি !
একেবারে নবাগত ! :P

তয় আপনি মিষ্টিরে দিয়া কি করবেন ? হেয়তো শুনলাম আমাগো তাসকিনের পেরেমে হাবুডুবু খাইতেছে !




১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই অসাধারণ একটা পোস্ট, সোজা প্রিয়তে।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আজাদ ভাই ।

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার কষ্টসাধ্য পোস্টের জন্য
অসংখ্য ধন্যবাদ আপানাকে!!
সত্যি জানার কোন শেষ নাই।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ নূরু ভাই ।

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

আমি ইহতিব বলেছেন: অনেকদিন পর আবার ব্লগে এসে সেদিন ১০০তম পোস্টটি চোখে পড়েছিল। এই পোস্ট সরাসরি প্রিয়তে।
বাঙ্গালীর সফলতার খবর জানলে ভালো লাগে। এমন একটি পোস্টের জন্য অনেক ধন্যবাদ।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না ভগিনী ,এক বছরের অধিক কাল সামুতে অনুপস্থিতি ! এটা কোন কাজের কথা নয় ।
এক সময় আপনাদের সাথে সামুতে কত আনন্দময় সময় কাটিয়েছি !
বাবুটা নিশ্চয় এখন অনেক বড় হয়েছে ।
আপনার জন্য শুভ কামনা রইল ।

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

কথাকথিকেথিকথন বলেছেন: এই পোস্টের জন্যই আপনার বাড়িতে সবার আসা অত্যাবশ্যক । চা রেডি রাইখেন সবার জন্য !!!

পোস্টের ক্ষেত্রে আর কী বলবো !! হুদা একটা আলোর বোমা !!!

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কোন সমস্যা নাই কথন ভাই /
চায়ের জন্য ডানকান টি এস্টেট এর সাথে চুক্তি করা আছে । নাস্তার জন্য গোল্ড মার্ক ।

দলবল নিয়ে বিনা খবরে চলে আসেন । ।

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: আমি বহুদিন ধরে ফ্যান হিসেবে এই সিরিজটিকে ফলো করছি । এখন আমি যদি সেরা ১০ বা ২০ এর তালিকা করে আপনার রেফারন্স দিয়ে ফেসবুক বা ব্লগে পোস্ট করি সমস্যা হবে ????

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার পোস্টের উদ্দেশ্য মানুষকে জানানো । আপনার প্রস্তাবে কোন আপত্তি নাই শান্তনু চৌধুরী শান্তু ।

সমস্যা হচ্ছে উল্যেখিত জনরা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে গুণী । এখানে ১০/২০ জনকে বাছাই করা দুরূহই বটে ।

তাছাড়া কয়েকজনকে নিয়ে আলোচনা করলে বাকিদের সম্পর্কে পাঠকদের বঞ্চিত করা হবে ।
সবচেয়ে ভাল হয় পোস্ট টি শেয়ার করলে , এতে সামুর ভিজিটরও বাড়বে ।

আপনার চিন্তাধারা আমার ভাল লেগেছে , শুভ কামনা জানবেন শান্তু ।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

লিও কোড়াইয়া বলেছেন: শুরু করবো। এখনও পড়া হয়নি, বাংলাদেশি হিসেবে আমাদের সবার পড়া উচিৎ। অশেষ ধন্যবাদ অসাধারণ একটি সিরিজের জন্য। আমি প্রিয়তে রেখে দিলাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ লিও কোড়াইয়া ।

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

সাহসী সন্তান বলেছেন: এইডা কুনো কতা হইলো লিটন ভাই? গিয়াস ভাই কি আমারে গ্যাস মাইরা উড়াই দেওনের মতলব আটতাছেন?



চাইলাম জল পাইলাম সরবতের মত অবস্থা হইলো না......?? :-/

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি কইলেন মিষ্টির কথা !
আর আমি যদি মাশরাফিরে দেই ;হইবো ? :P

২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

কল্লোল পথিক বলেছেন: স্যালুট বাংলাদেশ
ধন্যবাদ লিটন ভাই।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ কল্লোল পথিক ।

২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টতো প্রতিবারি
টুকটাক করেছি;
মিষ্টি বিলাও নাকি
আশায় লাইন ধরেছি,;)

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি মিষ্টি খাবে বল
পোড়াবাড়ীর চম চম ?
ডায়াবেটিস থাকলে তোমার
খেতে হবে কম কম ।

নাকি খাবে ছানা দিয়ে
রাজশাহীর মণ্ডা ?
খেতে চাইলে দিতে পারি
দু তিন চার গণ্ডা !

খাবে নাকি নাটোরের
স্বাদু কাঁচা গোল্লা ?
তার আগে হতে হবে
তোমাকে যে মোল্লা ! :P


চাও যদি দিতে পারি
মতিচুরের লাড্ডু
তার আগে খেতে হবে
মাথায় দু গাডডু !

তাড়াতাড়ি চেখে দেখ
এগুলো কি জিনিস ?
সাস ভাই দেখার আগে
হওয়া চাই ফিনিশ !

২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: চোখ বন্ধ করে প্রিয়তে। :)

প্লাসের সংখ্যা প্রিয়তে নেয়ার চেয়ে কম! আজিব না! হা হা হা

সিরিজের সেঞ্চুরীতে সেঞ্চুরী প্লাস +++

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠ ,কমেন্ট , প্লাস ও প্রিয়তের জন্য অসংখ্য ধন্যবাদ ভৃগু ভাই ।

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সোজা শোকেসে ...
কথা রাখার জন্য ধন্যবাদ :)

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহা আপনাকেও ধন্যবাদ মইনুল ভাই ।

২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তুমি দেখি বোকা ভারি
কিছু নেই দেখি ঘটে;
সাসা ভায়াকে যা দিলে
তাই লেগেছিনু সেঁটে।

স্রুপ স্রুপ সুড়ড়ুৎ
জল এলো জীভে;
ইশ্বরে সেবি আমি
প্রেম করে জীবে।;););)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অক্কে আপনি প্রেম করার মত কোন জীব পাইলে আপ্নারে খপর দিমু ! ব্রো !!!!! ;););)

২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

দেবজ্যোতিকাজল বলেছেন: পশ্চিমবঙ্গেও অনেকেই আছে:D:D

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জেনে ভাল লাগলো ব্রাদার , ধন্যবাদ জানবেন ।

২৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

কিরমানী লিটন বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম, সবগুলি পড়তে হবে, অনেক অভিবাদন প্রিয় মিতার জন্য ...

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বরাবর উৎসাহ দান , পাঠ , মন্তব্য ও প্রিয়তের জন্য আপনাকে অনেক ধন্যবাদ মিতা ।

২৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


এইডা আবার কইতে হয় ! পোষ্ট কালেকশনে রাইখা দিলাম।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বহুত শুকরিয়া কান্ডারি অথর্ব ।

২৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: সুকেসে রাখলাম। বেশির ভাগই পড়া আছে যেটা যেটা বাদ আছে সেটাও পড়ে নেব। ধন্যবাদ

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভ কামনা প্রামানিক ভাই ।

২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩২

সায়েদা সোহেলী বলেছেন: সংগ্রহে রাখার পোস্ট , ৬/৭ টা পড়া আছে

আপনাকে ধন্যবাদ , অনেকের সম্পর্কে জানা ছিল না , জানা নেই । । একটু একটু করে জেনে নিতে হবে অবশ্যই :)

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আমার সমসাময়িক , বাট আপনাকে অনেকদিন দেখিনা সায়েদা ।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

নেক্সাস বলেছেন: ভাই আপনা বিশাল কাজ করছেন। অনেক কিচু জানার আছে আপনার পোষ্টে

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ নেক্সাস ।

৩১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০

প্রামানিক বলেছেন: লিটন ভাই, আপনার কথামত সংস্কৃত ছড়ার ফিনিশিং দিলাম। এবার পড়ে দেখেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদং প্রামানিকং ভাইং :P

৩২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার অনেক ফেবু ফ্রেন্ডস জানিয়েছেন , প্রথম লিঙ্কে ক্লিক করলে এই লিখাটি আসছে - আপনি যে পোস্টটি খুঁজছেন, এই পোস্টটি পাওয়া যায়নি...

দেখলাম আসলেই তাই ।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাই ১ / জিমন্যাস্টিকের ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরে অবস্থান কারী রিতা মামুন এর লিঙ্কটি আবারও হাজির করলাম ।

৩৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

জুন বলেছেন: একটি বিরাট কাজে হাতে নিয়েছিলেন গিয়াসলিটন । যা এখনো চলছে ।
আপনার সাফল্য কামনা করছি ।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন ।

৩৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ এই পোস্টের জন্য। লাইক এর সাথে +++ প্রদানপূর্বক প্রিয়তে রইল। :)

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রিয়তের জন্য ধন্যবাদ , আপনিও ভাল থাকুন বোকা মানুষ বলতে চায় ।

৩৫| ১০ ই মে, ২০১৬ রাত ১০:১০

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন অসাধারন!!!
কয়েকপর্ব পড়েছি।এই পোস্ট প্রিয়তে না নিয়ে এতদিন কেমনে ছিলাম।লিস্টধরে পড়ব সাথে বইও

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্র জাহেদ ।

৩৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

জাহাজী বলেছেন: কিছু পড়েছি কিছু বাদ গেছে...
প্রিয়তে নিলাম, সময় করে সব ঝালিয়ে নিব।

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ MuntasirTheSailor

৩৭| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ অবদান রেখে গেলেন।
আমার কয়েকটা পড়া আছে। বাকীগুলো পড়ার জন্য "প্রিয়"তে।
এ অসামান্য অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও হার্দিক শুভেচ্ছা! + +

১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রিয়তের জন্য কৃতজ্ঞতা , সম্ভব হলে হার্ড কপিটা সংগ্রহের অনুরোধ থাকলো ।
অনেক ধন্যবাদ জানবেন খায়রুল আহসান ভাই।

৩৮| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪

খায়রুল আহসান বলেছেন: সম্ভব হলে হার্ড কপিটা সংগ্রহের অনুরোধ থাকলো - অবশ্যই!
আগামী বই মেলায় থাকবে তো? সম্ভব হলে লেখকের অটোগ্রাফসহ সংগ্রহের ইচ্ছে আছে।

১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগামী বইমেলায় বইটি দিব্য প্রকাশের স্টলে পাওয়া যাবে।
প্রচ্ছদ হাতে না আসলে কাউকে জানাবোনা ভেবেছিলাম, তার পরও (এই প্রথম আপনাকে) বিনয়ের সহিত জানাচ্ছি্ যে , আমার আরও একটি বই এবারের বই মেলায় প্রকাশিত হচ্ছে। প্রকাশক যথারীতি দিব্য প্রকাশ।

লেখক!!অটোগ্রাফ!!! বিরাট শরমিন্দা! |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.