নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

জার্মান গাড়ী নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ(BMW)\'র প্রকৌশলী সুমিত পাল।( একের ভিতর পাঁচ)

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯



প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন - পর্ব ১১১ হইতে ১১৫

( এই পর্বে আরো আছেন -
** ক্যানাডা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ শ্রেষ্ঠ গবেষনা গ্রন্থের জন্য গোল্ড মেডেল প্রাপ্ত প্রকৌশলী ডক্টর সুবোধ বড়ুয়া ।
** মাইক্রোসফটের গ্লোবাল বিজনেস সাপোর্ট বিভাগের জেনারেল ম্যানেজার ( জাপান), মোস্তাক আহমেদ শাকিল ।
** যুক্তরাষ্ট্র বিমান বাহিনী বিশেষ সম্মাননা বাইশ জন "Living Eagles" এর একজন - গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম ।
** মিস ওয়ার্ল্ড কানাডার ফটোজেনিকে বাঙালি মেয়ে নির্ঝূম ।

১১১ / মিস ওয়ার্ল্ড কানাডার ফটোজেনিকে বাঙালি মেয়ে নির্ঝূম




কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড কানাডা ডেলিগেট ২০১২-তে বাঙালি মেয়ে নিশীথ প্রশান্তি নির্ঝুম ফটোজেনিক এবং সেরা নৃত্য টপটেন তালিকায় স্থান পেয়েছেন।

অনলাইন ভোটের মূল প্রতিযোগিতাতেও অংশ নিয়ে নির্ঝুম চূড়ান্ত পর্বে ড্যান্স পারফর্ম করেন । এর আগে মিস ফোবানা ২০০৫ এবং ফটোজেনিকে রানার আপ হয়েছিলেন নিশীথ প্রশান্তি নির্ঝুম ।

টরন্টোতে বাঙালি কমিউনিটির সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ তিনি ।



BIOGRAPHIES OF Nirjhum Click This Link
( বিস্তারিত ও পরিচিতি মুলক কিছু সংগ্রহ করা যায়নি )
http://www.hollywoodbanglanews.com/news/7595.html


১১২ / ক্যানাডা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ শ্রেষ্ঠ গবেষনা গ্রন্থের জন্য গোল্ড মেডেল প্রাপ্ত প্রকৌশলী ডক্টর সুবোধ বড়ুয়া ।



প্রকৌশলী ডক্টর সুবোধ বড়ুয়া ১৯৬৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করেন । তিনি ১৯৭৩ সালে যুক্তরাষ্টের আলাবামা অউবার্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে ভর্তি হন এবং ১৯৭৫ সালে মেধা তালিকায় শীর্ষ স্থানে থেকে মাস্টার ডিগ্রী শেষ করেন। ঐ বছরই তিনি কানাডা সরকারের স্কলারশিপ নিয়ে বিখ্যাত ওয়াটারলু ইউনিভার্সিটিতে পি,এইচ, ডিগ্রীর গবেষনা শুরু করেন ।

তাঁর পি,এইচ, ডি, গবেষনার থিসিসটি সে বছর সমগ্র ক্যানাডার মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ শ্রেষ্ঠ গবেষনা গ্রন্থ হিসাবে পুরস্কৃত হয় এবং ওয়াটারলু বিশ্ববিদ্যালয় তাঁকে গোল্ড মেডেল প্রদান করে। তাঁর পুরস্কার ফলকটি বর্তমানে ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের দেয়ালে শোভা পাচ্ছে ।

তিনি কানাডা থেকে বিশেষ কমিশন প্রাপ্ত হয়ে সিংগাপুরে তিন বছর একটি পেট্রোলিয়াম কোম্পানিতে কাজ করেন ।
প্রকৌশলী ডক্টর সুবোধ বড়ুয়া তাঁর জন্মস্থান চট্রগ্রামের রাঙ্গুনিয়ার (শিলক) বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের জন্য তাঁর মাতা-পিতার নাম মেধা বৃত্তি চালু করে যান । তিনি এবং তাঁর এক বন্ধু কানাডা প্রবাসী কীর্তিমান বিজ্ঞানী তপন চক্রবর্তী যৌথ ভাবে ঢাকার বুয়েটে ছাত্র-ছাত্রীদের জন্য মেধা বৃত্তি চালু করেন । তা ছাড়াও ডক্টর সুবোধ বড়ুয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং ব্লাড ক্যান্সারে আক্রান্ত একজন অসচ্ছল পরিবারের সন্তানের আজীবন চিকিত্সা খরচের ব্যবস্থা করে যান ।

প্রয়াত প্রকৌশলী ডক্টর সুবোধ বড়ুয়ার বড় মেয়ে ডাক্তার মৌমিতা বড়ুয়া কানাডা জেনারেল হসপিটাল এবং ইউনিভার্সিটি হেল্থ নেট ওয়ার্ক -এ সহযোগী অধ্যাপক এবং একজন কিডনী রোগ বিশেষজ্ঞ্। ঢাকার এস,কে,বড়ুয়া এন্ড কম্পানীর সত্বাধিকারী বিশিষ্ট চাটার্ড একাউন্টেন্ট সুহৃদ বড়ুয়া এবং চট্রগাম গণপূর্ত বিভাগের প্রধান হিসাব কর্মকর্তা সুজিত বড়ুয়া প্রয়াতের দুই (সহোদর) ভাই ।

কানাডা প্রবাসী ও চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়ার শিলক গ্রামের প্রয়াত সুশান্ত মহাজন বড়ুয়ার দ্বিতীয় পুত্র বিশিষ্ট রসায়ন প্রকৌশলী ডক্টর সুবোধ বড়ুয়া চলতি সালের ৫ই জুন কানাডার প্রিন্সেস মার্গারেট হাসপাতালে পরলোক গমন করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর ।




১১৩ / / মাইক্রোসফটের গ্লোবাল বিজনেস সাপোর্ট বিভাগের আহমেদ জেনারেল ম্যানেজার ( জাপান), মোস্তাক শাকিল



প্রথম বাংলাদেশী নাগরিক হিসেবে মোস্তাক শাকিল আহমেদ বিশ্ববিখ্যাত আইটি প্রতিষ্ঠান মাইক্রোসফটের গ্লোবাল বিজনেস সাপোর্ট বিভাগের জাপানে জেনারেল ম্যানেজার পদে, নিয়োগ পেয়েছেন ।
শাকিলের অধীনে মাইক্রোসফট জাপানের এন্টার প্রাইজ আর প্রিমিয়ার ইঞ্জিনিয়াররা মাইক্রোসফটের সাতিয়া নাদেলার 'ক্লাউড ফার্স্ট মোবাইল ফার্স্ট' এ শ্লোগান নিয়ে কাজ করবেন ।

মোস্তাক শাকিলের জন্ম যশোরে । তিনি শিঙহুয়া ইউনিভার্সিটি থেকে কম্পিউটার এ উচ্চতর ডিগ্রী নিয়ে গত ১৪ বছর ধরে মাইক্রোসফট এ কর্মরত আছেন । এর আগে তিনি এশিয়ার কনজুমার সাপোর্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর হিসেবে জাপান মাইক্রোসফটে কর্মরত ছিলেন । এছাড়া সিয়াটলে মাইক্রোসফটের প্রধান কার্যালয়ে বিভিন্ন ইনঞ্জনিয়ারিং বিভাগে ম্যানেজমেন্টে কর্মরত ছিলেন ।

জীবনের বেশিরভাগ সময় দেশের বাইরে থাকলেও তিনি দেশের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং ডিজিটাল বাংলাদেশের জন্য ভবিষ্যতে কাজ করবেন বলে আশা করেন । উইন্ডোজ এক্সপির বাংলা সংস্করণের সময় শাকিল উইন্ডোজ বিভাগে কর্মরত ছিলেন এবং প্রত্যক্ষ ভাবে এর সাথে সম্পৃক্ত ছিলেন ।

১১৪ / যুক্তরাষ্ট্র বিমান বাহিনী বিশেষ সম্মাননা বাইশ জন "Living Eagles" এর একজন - গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম



এখন পর্যন্ত আধুনিক যুদ্ধের ইতিহাসে প্রথম বিশবযুদ্ধ থেকে শুরু করে এপর্যন্ত সর্বোচ্চ সংখ্যক শত্রুপক্ষের বিমান ঘায়েল করার রেকর্ড এর তালিকায় গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম শীর্ষে অবস্থান করছেন ।

আরব-ইস্রায়েল যুদ্ধে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জর্দান-ইরাক-পাকিস্তান তাকে বীরত্ব সূচক পদকে ভূষিত করে । তিনটি দেশের সম্মান সূচক সামরিক পদক অর্জনের ঘটনা সামরিক ইতিহাসে বিরল । একই সাথে তিনটি দেশের হয়ে যুদ্ধ করা এবং একই ব্যাক্তির দ্বারা একের অধিক শ্ত্রু রাষ্ট্রের বিমান ভূপাতিত করার বিরল রেকর্ডের অধিকারীও এই একই ব্যাক্তি।



সাইফুল আজম একমাত্র সামরিক পাইলট যিনি যুদ্ধে চারটি বিমান বাহিনীর (বাংলাদেশ, জর্ডান, ইরাক ও পাকিস্তান) জন্য কাজ করেছেন। সেসাথে দুইটি ভিন্ন প্রতিপক্ষের(ভারত ও ইসরায়েল) বিরুদ্ধে লড়াই করার অনন্য কৃতিত্ব তার রয়েছে২০০১ সালে তাকে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী বিশেষ সন্মান বাইশ জন "Living Eagles"এর একজন সম্মাননা প্রদান করে ।

সু ত্র - উইকিপিডিয়া অ্যান্ড-

১১৫ / জার্মান গাড়ী নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ (BMW)'র প্রকৌশলী সুমিত পাল , যিনি নিজেকে প্রকৌশলীর চেয়ে 'আইরনম্যান' পরিচয় দিতেই ভালোবাসেন



দুর্গম রাস্তা পাড়ি দিয়ে পাহাড়ে আরোহণ কিংবা খরস্রোতা নদী সাঁতরে লক্ষ্যে পৌঁছানো- ট্রায়াথলনের এসব অভিযান এখন আর বাঙালির কাছে শুধুই বইয়ে পড়া কাহিনীতে আটকে নেই। জার্মানির প্রবাসী এক বাংলাদেশি অভিযাত্রী এমনই এক ট্রায়াথলনে অংশ নিয়ে নজর কেড়েছেন।

সুমিত পাল নামের এক তড়িৎ প্রকৌশলী সম্প্রতি নেদারল্যান্ডসের লিমবুর্গে অনুষ্ঠিত আইরনম্যান ডিসেন্ট ট্রায়াথলন সফলভাবে সম্পন্ন করেছেন। কোনো বিরতি ছাড়াই টানা ৪২.২ কিলোমিটার ম্যারাথন, ১৮০.২৫ কিলোমিটার সাইকেল চালানো এবং ৩.৮৬ কিলোমিটার সাঁতার সফলভাবে সম্পন্ন করেছেন সুমিত। ম্যারাথনে তার সময় লেগেছে পাঁচ ঘণ্টা ৩৪ মিনিট।

সাইকেলিং শেষ করেছেন সাত ঘণ্টা ২৯ মিনিটে এবং সাঁতার শেষ করেছেন এক ঘণ্টা ২৯ মিনিটে। মোট ৯০০ জনের মধ্যে তিনি হয়েছেন ৬৬০তম। এমন কঠোর অভিযান সম্পন্ন করাটাই যে অনেকের জন্য চ্যালেঞ্জ। সেখানে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এ কৃতিত্ব দেখালেন সুমিত।

জার্মানিতে তিনি বিএমডব্লিউতে প্রকৌশলী হিসেবে কর্মরত। বুয়েট থেকে তড়িৎ প্রকৌশলীতে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করে তিনি জার্মানিতে মাস্টার্স এবং পিএইডি করেন। কাজের ফাঁকেও প্রতি সপ্তাহে তিনি ১৫ থেকে ২০ ঘণ্টা অনুশীলন করেন। ২০১০ সাল থেকে তিনি বার্লিন, রোম, জেনেভা ও ফ্রাঙ্কফুর্ট ম্যারাথনে অংশ নিয়ে আসছেন। এখন তিনি নিজেকে প্রকৌশলীর চেয়ে 'আইরনম্যান' পরিচয় দিতেই ভালোবাসেন ।




প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন - পর্ব ১ হইতে ১০০ , এখানে ।

মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: পড়লাম । গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম এর বীরত্বগাথা সে-ই লাগলো ।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম মন্তব্যকারি রূপক বিধৌত সাধু আপনাকে অনেক ধন্যবাদ ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ । গর্বিত আমরা।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ কামনা জানবেন মাহবুবুল আজাদ ।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

Ahmed Musa বলেছেন: আমার মোটেও ভাল লাগলনা

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জগতের কোন কিছুই সর্বজনগ্রাহ্য নয় ।
অকপট মত প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ Ahmed Musa।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: অ্যাজ ইউজুয়াল। চমৎকার পোষ্ট! +

এইবার মনেহয় বর্ণনায় একটু কম লিখেছেন??

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটু দৌড়ের উপর আছি রক্তিম ভাই ।
আগামী পোস্ট বিশদ হবে আশা করছি ।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: আমাদের গর্ব..............

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

লেখোয়াড়. বলেছেন:
সবাই আমাদের সূর্য সন্তান।
আর আপনি আমাদের নক্ষত্র।

সবাই আমাদের গর্ব!!

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম লাইন = ঠিক আছে ।
দ্বিতীয় = শরমিন্দা !
তৃতীয় = সেখানে আপনিও আছেন লেখোয়াড়. ভাই ।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩

অগ্নি সারথি বলেছেন: স্যালুট টু গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম। নির্জুম আফারেও ভালা লাইগচে।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অগ্নি সারথি ।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

কল্লোল পথিক বলেছেন: আমাদের গর্ব......আমাদের বাংলা .....।স্যালুট বাংলাদেশ ধন্যবাদ লিটন ভাই।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্লেশ স্বীকার করে পোস্টে হাজিরা দেয়ায় আপনাকে ধন্যবাদ কল্লোল পথিক ।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

সাহসী সন্তান বলেছেন: রোল নং-০৯ & লাইক টুদি পাওয়ার ফাইভ!

মিস ওয়াল্ড কানাডা-২০১২ কে সহ পোস্ট সংশ্লিষ্ট সকলের প্রতি অনেক অনেক অভিনন্দন! আর লিটন ভাইয়ের জন্য শীতের শিশির স্নাত ঘাস ফুলের শুভেচ্ছা.......!!


চমৎকার পোস্টে ভাল লাগা জানিয়ে গেলাম! শুভ কামনা জানবেন!

২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ , শুভ কামনাতো রইলই সাস ভাই ।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

রিকি বলেছেন: আমি এসেছি, দেখেছি, চলে যাচ্ছি---রোল নম্বর ১০ উপস্থিত :) :) :)

২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার রোল ১৯ থেকে ১০ এ এসেছে !
শুভকামনা জানবেন আপু ।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২৩

সোহানী বলেছেন: লিটন ভাই, আপনার এ লিখাটি নিরবে অনুসরন করছি কারন আমার বিশ্বাস কোন এক সময় এ তালিকায় আমার ভাইয়ের নাম আসবে। সে এখন জার্মানীর GLOBALFOUNDRIES এর সিনিয়র সাইন্টিস্ট, এর আগে সে ইন্টেলের সাইন্টিস্ট ছিল। ইর্ন্টান্যাশানাল অনেক জার্নালে তার লিখা ছাপা হয়। নিজেকে প্রকাশ হতে দিতে চায় না সে............... সরি ব্যাক্তিগত এড দিলাম।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার খসড়ায় দেখছি GLOBALFOUNDRIES তে বাংলাদেশী দুজন প্রকৌশলী সার্ভিস দিয়ে জাচ্ছেন । একজন - Mohammed Karim , Principal Reliability Engineer at GLOBALFOUNDRIES ।

অন্যজন Fahad Mirza Integration Engineer at GLOBALFOUNDRIES ।

উনাদের নিয়েও আলোচনা করার আশা রাখছি ।
এ;দুজনের মধ্যে আপনার বড় ভাই আছেন কি ?

অনুসরন করছেন জেনে সন্মানিত বোধ করছি ।
অনেক দিন পর আপনাকে আমার ব্লগে দেখে ভাল লাগছে । শুভকামনা জানবেন সিস ।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


নির্ঝূম আপারে ভাল লাগলো, আজম ভাইয়ের কথা জেনে গর্বিত হোলাম।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কান্ডারি অথর্ব ।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ! গর্বিত আমরা!!
গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম এর বীরত্বে সত্যিই অভিভূত !!!
যিনি যুদ্ধে চারটি বিমান বাহিনীর জন্য কাজ করেছেন।

অনেক অনেক শুভেচ্ছা গিয়াস লিটন ভাই!!

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

কিরমানী লিটন বলেছেন: গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম এর বীরত্বগাথা মহিমার সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়ার জন্য অনেক কৃতজ্ঞতা প্রিয় মিতার জন্য- অনেক শুভাশিস প্রিয় মিতার জন্য- স্নিগ্ধ ভালোবাসায়...।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কৃতজ্ঞতা ফিতজ্ঞতা এই সব কি বলেন মিতা !
আমিই বরং আপনার কাছে কৃতজ্ঞ , আপনার পোস্টে কমেন্টে কারন লিখে এসেছি B-)

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশী কীর্তিমানদের সাফল্য মালার জ্যোতি দিনদিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে।

ধন্যবাদ মালাকার :)

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মালাকার শব্দতে বরই মজা পেলাম ভাই ।
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২৭

সোহানী বলেছেন: না গিয়াস ভাই, ওরা নয়। আমি অনুমতি ছাড়া এ মূহুর্তে ওর নাম বলছি না... দেশের বাইরে থাকি বলে ব্যাক্তিগত পছন্দকে অনেক গুরুত্ব দিতে হয়........ ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সোহানী , শুভ কামনা ও নতুন বছরের শুভেচ্ছা জানবেন ।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

ধমনী বলেছেন: ভালো।

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন ধমনী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.