নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

একটি অ-রম্য! =p~ মৃণালিনী দেবীর রান্না করা কচুশাক খেয়ে রবি বাবু যে গানটি লিখেছিলেন ও মুজতবা আলীর অসার কথা ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭




১ /
খেতে বসেছি । প্রথমেই গিন্নি ডালের বাটি দিয়ে গেলেন !
ডাল কেমন জানি বিবর্ণ দেখাচ্ছে । চামুচ দিয়ে একটু মুখে দিয়ে ওয়াক করে উঠলাম ।
- চ্যা চ্যা চ্যা ! কি ডাল রেঁধেছ , এর চেয়ে মহসিন হলের ডালওতো আরো ভাল ছিল !

দৌড়ে এলেন গিন্নী ।

- ডাল কোথায় দেখলে ? এগুলো স্যুপ !
- স্যুপ ? ও ইয়ে ! তাইলে আমার ক্ষিদা নাই ।
- এতক্ষণ ক্ষিদা ক্ষিদা বলে বাসা মাথায় তুলছো , এখন বলছো ক্ষিদা নাই ? একটু খেয়ে দেখ , দারুণ হয়েছে । ছিদ্দিকার রেসিপি ।
- কোন ছিদ্দিক্কা ? ছিদ্দিক ভাই ?
- আরে নাহ ! ছিদ্দিকা আফা । ও তুমি চিনবেনা ।

২ /
একটু পিছনে যাই ---
সকালে বসে বসে খবরের কাগজ পড়ছি । গিন্নি তার বান্ধবীর সাথে ম্যারাথন আলাপ জুড়ে দিয়েছেন । এক পর্যায়ে কার জানি মৃত্যু সংবাদ চালাচালি হচ্ছে । কান খাড়া করলাম !
- আহারে ! চুমকির হাজব্যান্ড টা মারা গেল , কি যে খারাপ লাগছেরে ---

চুমকি আমার খালাতো শালী । অনার্স ফাইনালের সময় আমাদের বাসায় ছিল । মাস ছয়েক আগে বিয়ে হয়েছে । বরটা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী , অমায়িক ভদ্রলোক । এমন তরতাজা মানুষটা মারা গেল আর আমি জানলাম না ! ভীষণ রাগে গিন্নীদের পরবর্তী আলাপ আমার আর কানে ঢুকেনি । আলাপ চারিতা শেষ হলে গিন্নীকে ডাকলাম ।

- চুমকির বর কবে মারা গেছে ?
- গত কাল ।
- এরকম একটা সংবাদ তুমি আমাকে দিলেনা ?
- তোমাকে দিয়ে কি হবে ? তুমি এসব বুঝ নাকি ?
- দেখ কাজে কর্মে বিজি থাকি তাই হয়তো শ্বশুর কুলের আত্মীয় স্বজনের খোঁজ খবর তেমন রাখতে পারিনা । কিন্তু চুমকিতো আমাদের পরিবারের সদস্যের মত ! তার বরের মরার সংবাদ আমি পাবো না , এটা কেমন কথা ?

গিন্নী খিল খিল করে হেসে উঠলেন , আমার পিত্তি জ্বলে যাচ্ছে ।
- আরে পাগল এই চুমকি সেই চুমকি নয় ! এ চুমকি ''বুঝে সে সব বুঝে'' সিরিয়ালের চুমকি ! ( হাসির বাকি অংশ--)

ছোট্ট বেলায় বাবা নিয়মিত ইত্তেফাক পত্রিকা পড়তেন । সেখানে টারজান নামে এক কার্টুন সিরিয়াল দেখতাম ।
ওই টারজান দেখি ইত্তেফাকে এখনো চলছে ।

ভারতীয় চ্যানেল গুলিতেও এ জাতীয় কিছু সিরিয়াল চলে । আগা, মাথা লতা, পাতা ছড়িয়ে সিরিয়ালের এমন অবস্থা হয়েছে , কিভাবে এর সমাপ্তি টানা যায় তা এর নির্মাতারা জানে না । তাই চালিয়েই যাচ্ছে ! যেন ব্রেকহীন রেলগাড়ী ।
অনেকটা ''চাবি মাইরা দিছে ছাইড়া , চলতে আছে জনম ভরে '' টাইফ !

গিন্নী এরকম সব সিরিয়ালের ডাইহার্ট ফ্যান । সেরকম কোন সিরিয়ালের কে মারা গেছে , এটাও তাদের আলোচনার অংশ ! আর আমি কিনা তাকে বাস্তব জীবনের সাথে গুলিয়ে ফেলছি !

ইদারনিং দেখি তিনি চ্যানেল বাদ দিয়ে বই পাঠে মনোযোগ দিয়েছে । এত দিনে সুমতি হয়েছে , সিরিয়ালের চেয়ে বই পড়া লক্ষ গুণ ভাল ! আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি ।

নানা পুষ্টির প্রলোভন আর অনুরোধ উপরোধে মাড় জাতীয় ও তরল গলা দিয়ে নামাতে বাধ্য হলাম ।
মানুষ অনুরোধে ঢেঁকী গিলে , পিতা পুত্র কন্যা গিললাম 'রাইচমিল' । স্যুপ !

ফলাফল নোস্পা , ওমিডন , ওমিপ্রাজল , ফ্লাজিল আরও কি কি মিলিয়ে জন প্রতি ৩১৬ টাকার ঐষধ !

৩ /
আরেক দিন টেবিলে কাউডাং সদৃশ্য এক বস্তু । জিজ্ঞাসিলাম এগুলা কি ?
জানালেন কচুপাতার পাতুরি ; ইন্ডিয়ান রেসিপি ।

ইন্ডিয়ান এক মুভি দেখেছিলাম , 'বিধিলিপি' না কি যেন নাম। সেখানে ইলিশের মাথা দিয়ে কচু শাক রান্না করে, বউ ; শশুর শাশুড়িকে না দিয়ে তা একা খাওয়ার পাঁয়তারা করছে । এই নিয়ে বিরাট গৃহ যুদ্ধ , যেন ওটা কচু শাক না হয়ে অমৃত ছিল ।

আর আমাদের বাড়ীতে ইলিশের মাথাটা কাঁটার ভয়ে কেউ খায় না । ওটা সচরাচর কুকুর বেড়ালের পেটে যায় । এই নিয়ে গিন্নী অনেক হাসাহাসি করেছিলেন ।
সে কথা মনে করিয়ে দিয়ে কিছু কথা বললাম ।
আরো বললাম , তুমি ভাল করেই জান ,কচু শাকে ''ঝগড়াটে মহিলাদের স্বামীর গলা ধরে'' , সেই সুত্রে আমারও ।

গিন্নি কটমট করে আমার দিকে তাকালেন - ''ঝগড়াটে মহিলাদের স্বামীর''? দেখ এখন আমার ঝগড়া করার মুড় নাই । গলা ধরবেনা , সোডিয়াম কার্বনেট দিয়েছি । ও বইতে লিখেছে কচু ,লতি, কচুশাকে সোডিয়াম কার্বনেট দিলে গলা ধরেনা ।

এতক্ষণে বই পড়ার মাজেজা আমার কাছে পরিস্কার হল । ওটা ছিল অধ্যাপিকা সিদ্দিকা কবিরের 'উপমহাদেশের হাজার রান্না' বা এ জাতীয় কোন রেসিপির বই । যাকে সিরিয়াল দেখার চেয়ে হাজারগুণ ভাল বলে ভ্রম করেছি ।

পাতুরি না চচ্চড়ি পুত্রের দিকে এক চামুচ এগুতেই পুত্র বিদ্রোহ করে বসলো -

- দেখ ! এসব গোবর খাবর যদি আমার প্লেটে দাও , প্লেট শুদ্ধ উড়াল মেরে ফেলে দেব ।
মেয়ে লেইজারে বাসায় এসেছে , বলল ওইসব আমাকে দিতে চাইলে না খেয়ে চলে যাবো ।
মা হলে আমিও বিদ্রোহ করতাম ।

গৃহশান্তি ভঙ্গের আশংকায় এক চামুচ মুখে দিলাম ।
সাথে সাথে মুখ দিয়ে স্বগতোক্তির মত রবি বাবুর একটা গান বেরিয়ে এল - ''আমি জেনে শুনে বিষ করেছি পান--'' ।
আমার ধারণা ঠাকুর সাহেব মৃণালিনী দেবীর রান্না করা কচু শাক খেয়ে এই গান লিখেছিলেন ।

গিন্নি বললেন - বিড়বিড় করে কি বলছো ? খেতে কেমন লাগছে ?
বললাম - গোবরের মত ।
গিন্নি ঝামটা দিয়ে উঠলেন - ওসব খাওয়ারও অভিজ্ঞতা আছে দেখছি !

৪ /
খেয়ে উঠলাম । পেটের অবস্থা সুবিধার মনে হচ্ছেনা ।
গায়ে শার্ট জড়াচ্ছি দেখে গিন্নি জানতে চাইলেন , কোথায় যাই ।
বললাম -সৈয়দ বাড়ীর মোস্তফা আলীর কথার ঠিক নাই ।
- সে এখনো তোমার টাকা দেয়নি ?
- সে মোস্তফা নয় , লিখক মোস্তফা । লিখতে শিখে মোস্তফা আলী থেকে হয়ে গেছেন মুজতবা আলী ।
- তিনি তোমার কি করলেন ?
- তিনি বলেছিলেন 'বই পড়ে কেউ দেউলিয়া হয়না। ''
তোমার বই পড়ার কারণে আমি ঐষধ কিনতে কিনতে দেউলিয়া হতে বসেছি!
এখন ডিসপেনসারিতে যাচ্ছি ।

৫ /
বেশ কিছু দিন থেকে গিন্নি একটা ওভেন কিনে দিতে বলছেন । আজ কিনে দিলাম ।
তবে শর্ত প্রযোজ্যঃ - আমাকে স্যাম্পল প্রোডাক্ট খেতে বাধ্য করা যাবেনা ।

মন্তব্য ১৬০ টি রেটিং +৩৫/-০

মন্তব্য (১৬০) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ঢাকাবাসী বলেছেন: ভারি মজা পেলুম। আরো লিখুন, পড়ব।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রথম মন্তব্যে আপনাকে পেয়ে ভাল লাগছে , ধন্যবাদ জানবেন ঢাকাবাসী ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

কল্লোল পথিক বলেছেন: বেশ লিখেছেন।
শুভ কামনা জানবেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভ কামনা জানবেন কল্লোল ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

পুলহ বলেছেন: "আরে পাগল এই চুমকি সেই চুমকি নয় ! এ চুমকি ''বুঝে সে সব বুঝে'' সিরিয়ালের চুমকি ! ( হাসির বাকি অংশ--)" হাসিটাকেও তো আপনি সিরিয়ালের মত বানায়া দিছেন ভাই- এক পর্বে শেষ হয় না =p~
হিমুর একটা বইয়ে পড়েছিলাম- ডায়রিয়ায় কেউ বিছানায় পড়ে আছে- এমন রোগীর জন্যও রবি বাবু গান লিখে গেছেন- "আমার এই দেহখানি তুলে ধর.." "আমি জেনেশুনে বিষ করেছি পান.." খুব সম্ভবত তার আগের ভার্শন =p~

খুব হাসলাম ভাই আপনার লেখা পইড়া! শুভকামনা জানবেন এবং ভালো থাকবেন :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য পড়ে বুঝলাম , আপনি একজন রসবোধসম্পন্ন মানুষ !
মজার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ পুলহ ।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

শাহাদাত হোসেন বলেছেন: তিনি বলেছিলেন 'বই
পড়ে কেউ দেউলিয়া
হয়না। ''
তোমার বই পড়ার
কারণে আমি দেউলিয়া
হতে বসেছি । ঐষধ
কিনতে কিনতে !
এখন ডিসপেনসারিতে
যাচ্ছি ।
ব্যাপক বিনুদুন পেলুম ।ভাবির হাতের রান্না তো দেখছি ..মৃতের সমান :P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: shahadath hossain , একজনের দেউলিয়া হবার সংবাদে আপনি 'বিনুদন' নিচ্ছেন ? খুব খারাপ !!! =p~

লিখাটা ফেসবুকে দিয়েছিলাম । শেষে লিখেছিলাম ,''পুনশ্চঃ গল্পের গিন্নি আর লিখক পত্নী এক ব্যক্তি নন।''

তার পরও আমার ভাত বন্ধ হবার জোগাড় ! আর আপনি কিনা সরাসরি ম্যানশন করে বসলেন ? :P

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সাহসী সন্তান বলেছেন: মৃণালিনী দেবীর রান্না করা কচুশাক খেয়ে রবি বাবু যে গানটি লিখেছিলেন

-ধুর মিয়া, নতুন কিছু জানার আসায় পোস্টে আইসা দেখলাম সেই জাতীয় সমস্যা নিয়াই আপনি লিখছেন! ভাবলাম, আহরে রবি বাবু কচুশাক খাইতে খাইতে যে গানটা লিখেছেন, না জানি সেই গানটার মধ্যে কত চুলকানি ছিল! :`> কিন্তু তার কিছুই হইলো না! ইন্টারনেট এমবি ফেরতের দাবিতে আন্দোলন করুম কিনা ভাবতাছি! ;)

রম্য পোস্ট, একদম রম্যের মতই হইছে! যদিও পারিবারিক ইতিহাস, তারপরেও সেটা গল্পের থেকে কম যায় নাকি?
শুভ কামনা জানবেন!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পারিবারিক ইতিহাস না ঠিক ! ফেবুর পোস্টে নিচে লিখা ছিল ''''পুনশ্চঃ গল্পের গিন্নি আর লিখক পত্নী এক ব্যক্তি নন।''
এটাকে উত্তম পুরুষে লিখা রম্যও ভাবতে পারেন সাস ভাই ।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

তার আর পর নেই… বলেছেন: আমি জেনে শুনে বিষ করেছি পান …
আপনার গিন্নি কি জানে এই পোস্টের কথা? দাঁড়ান, আপনাকে যেন আরো ভাল করে বিষ পান করতে হয় সেই ব্যবস্থা করতেছি।
কি বলেনা …স্ক্রিন শট …আপনার বাসায় গিয়ে দেখিয়ে আসবো, আবার যদি মুছে ফেলেন … =p~ =p~ =p~

এ রকম সিরিয়ালের নাম তো শুনিনাই। একটা আছে, বোঝেনা সে বোঝেনা …বাসায় বেশ কয়েকদিন টিভি নাই, এই স্টার জলসার অত্যাচারে …তাই আপনাকে ভাল করে জানাতে পারছিনা।

খুব ভাল্লাগছে! =p~ =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তার পর ভাই , আপনার ভাবী ব্লগ পড়েনা তাই রক্ষা ! ফেবু পড়ে ; তাই ফেবুতে পোস্টের নিচে লিখে দিয়েছিলাম ''পুনশ্চঃ গল্পের গিন্নি আর লিখক পত্নী এক ব্যক্তি নন । '' তার পরও আমার ভাত বন্ধ হবার জোগাড় ।

এক লোক শাপলা চত্বরে দাড়িয়ে বলছে ।''পুলিশ গুলি সব চোর ।''
এক পুলিশ কথাটা শুনে তাকে এরেস্ট করে । তাকে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে নেয়া হলে সে জানায় ,''আমি জাপানের পুলিশের কথা বলেছি।''
ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন , ''আমাদের বোকা পেয়েছো ? তুমি ভেবেছো কোন দেশের পুলিশ চোর তা আমরা জানিনা ?''

এই রিপ্লাইয়ের প্রতিক্রিয়ায় হয়তো আমার আগামী কাল রাতে আমাকে ফেবু স্ট্যাটাস দিতে হবে '' সারাদিন চা আর বেলা বিস্কুট খেয়ে আছি ।'' আল্লা মালুম !!!

=p~ =p~=p~ =p~

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । তাহলে তো দেখি গিন্নির রান্নায় পড়ে আপনার বেহাল অবস্থা । তবে তো গিন্নি সিরিয়াল দেখলেই ভাল ছিল, অন্তত নিজের পেট নিয়ে সিরিয়ালে পড়তে হতো না !!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল বলেছেন কথন ভাই !
তবে সিরিয়াল নিয়ে পরে থাকলে , এবার যে রান্না বান্নাটাও আমাকে করতে হবে !!
আমি আবার ওসব একদম পারিনা ।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ,




আপনি পারেনও বটে !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও কি কম পারছেন ?
বই অপ্রকাশের ধান্দা ভালোই চালিয়ে যাচ্ছেন =p~

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

রাজ বিদ বলেছেন: আগা, মাথা লতা, পাতা ছড়িয়ে সিরিয়ালের এমন অবস্থা হয়েছে , কিভাবে এর সমাপ্তি টানা যায় তা এর নির্মাতারা জানে না-- :D কথা সত্য। অনেক হাসলাম। অ-রম্য ছিল বলেই হয়ত :p

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক হাসলেন জেনে ভাল লাগছে । শুভ কামনা জানবেন নতুন আগন্তুক রাজ বিদ ।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লিখেছেন সবগুলোই!!! তবে ঘরের শান্তি যেন নষ্ট না হয়, সেদিকে একটু নজর দেবেন!!! :) :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২

বিপরীত বাক বলেছেন: তবে শর্ত প্রযোজ্যঃ - আমাকে স্যাম্পল প্রোডাক্ট খেতে বাধ্য করা যাবেনা ।

এটুকুতেই চলবে অাশা করি।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ বিপরীত বাক ।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

এহসান সাবির বলেছেন: গিন্নী খিল খিল করে হেসে উঠলো , আমার পিত্তি জ্বলে যাচ্ছে ।
আরে পাগল এই চুমকি সেই চুমকি নয় ! এ চুমকি ''বুঝে সে সব বুঝে'' সিরিয়ালের চুমকি !

=p~ =p~ =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠান্তে কমেন্ট করে গেলেন , ধন্যবাদ জানবেন এহসান সাবির ভাই ।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: হা হা হা।
মুজতবা আলী সাব যদি নিজেও এই লেখা পড়তেন, হাসতে হাসতে গড়িয়ে পরতেন তিনি।
অসাম হইছে।
মজা পেয়েছি।
প্লাস।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কমেন্ট পড়ে লিখাটি আবার পড়লাম , বুঝলাম এ আপনার নিতান্তই আন্তরিকতার বাড়াবাড়ি ! =p~
আসলে আপনি সহ আরও কয়েকজনের পিড়াপীড়িতে এই লিখার উৎপত্তি ।
সব সময়ের সুহৃদ আরণ্যক রাখাল ধন্যবাদ জানবেন ।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

প্রফেসর সাহেব বলেছেন: অসাধারণ হয়েছে ভাই।খুভ হাসলাম।তবে আফসুস হচ্ছে এই মাপের ব্লগ ২০১২-১৩ বা তার আগে কম পক্ষে ২০০০ ভিউ র ৫০ অধিক কমেন্ট পেতো।কিন্তু সামুর আর সেই দিন নাই। কিপ ইট আপ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি যখনকার কথা বলছেন তখন , দুরঝ্যধন ( বানানটা থিক করতে পারছিনা) , কাভা , ঘুড্ডির পাইলট , চেয়ারম্যান এঁরা চমৎকার রম্য লিখতেন । তারা এখন রম্য লিখছেন না । তাই আমাদের মত লোকোয়ালিটিদের এই অপচেষ্টা চালাতে হচ্ছে ।
আমার লিখা হয়তো সে সময়ের মান উৎরাতে পারছেনা তাই পাঠক , কমেন্টেটর তুলনা মুলক কম । এর দায়ভার যতটা না পাঠকের
তার চেয়ে বেশি হয়তো লিখকের ।
সামুর সুহৃদ অনেক সিনিয়র ব্লগার প্রফেসর সাহেব , অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগছে , প্রীতি ও শুভ কামনা জানবেন ।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

আরজু পনি বলেছেন:

অফলাইনে পড়ে মজা পেয়েছি...অবশ্য অনলাইনে পড়লেও নিশ্চয়ই মজা মিস হতো না।

আমার শাশুড়ি আমাকে সাইজ করার জন্যে কচুর লতি বাছানোর এবং রান্না করানোর পরিকল্পনা করেছিলেন...আমিও রেডি ছিলাম ছুরি, চপার দিয়েই বাছতে :P

কচু যত ষরযন্ত্রের নাটের গুরু X((

লেখায় ভালো লাগা রইল ।

মুহসীনহলেরনামটাজানলামএইসুবাদে ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুহসিন হলের ডাল নিয়ে অনেক মজার ঘটনা আছে , ছাত্ররা সাধারণত এই ডাল দিয়ে হাত ধুতো । পানি ভেবে দুএকজনের শৌচ কর্ম করার ও ইতিহাস আছে । পরে জ্বলুনি দেখে আঁচ করেছিল ওটা ডাল ছিল =p~ =p~

অফলাইনে পড়ে মজা পেয়েছেন জেনে ভাল লাগছে , আবার অনলাইনে এসে ক্লেশ স্বীকার করে চমৎকার কমেন্ট করে গেলেন ।
কৃতজ্ঞ হয়ে রইলাম আরজুপনি ।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

ধমনী বলেছেন: সেইরাম মজার।
গিন্নি সাহেবান কি এই ব্লগ পড়েন?!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওই সব কথা আর তুইলেন না ধমনী ভাই , আজ দুই দিন আমার ভাত বন্ধ ! =p~ =p~

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

আবু শাকিল বলেছেন: লিটন ভাই -আপনার রসবোধ ব্যাপক ।লেখায় দারুন মজা পাইছি =p~
আরো রম্য লিখেন ।পড়ার ইচ্ছে রইল

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার উচ্ছ্বসিত প্রশংসায় আমি মুগ্ধ ! যা আগামীর লিখার অনুপ্রেরণা ,তাই আগামীতেও লিখার ইচ্ছা আছে । শুভ কামনা রইল আবু শাকিল ভাই ।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

সোহানী বলেছেন: =p~ =p~ =p~ =p~

ভাবীকে চিমটি দিবেন আমার তরফ থেকে কারন আমিও ইদানিং সিদ্দিকা আপার বই ফলো করছি বা বাধ্য হচ্ছি। দেশে থাকতে তো গ্যাসের চুলা ও অন করি নাই আর এখানে ম্যাক আর টিম হরটনের খাবার খেতে খেতে পোলাপান+স্বামী বিদ্রোহ করে বসেছে। তাই সিদ্দিকা আপাই ভরসা। বাকী গল্প আরেকদিন... ক্লাসের সময় যাচ্ছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক জরিপে দেখা গেছে বাংলাদেশের সর্বাধিক বিক্রীত বই ''মুকসুদুল মুমিন'' তবে এর লিখক বিভিন্ন ।
একজন লিখকের সর্বাধিক বিক্রীত বই অধ্যাপিকা সিদ্দিকা কবীরের "রান্না খাদ্য পুষ্টি" ।
অথচ বইটি প্রথম প্রকাশের সময়- মুক্তধারা, বাংলা একাডেমী সহ অন্যান্য প্রকাশনা সংস্থা এটি প্রকাশ করতে রাজী হয় নাই। পরে এটি নিজ খরচে প্রকাশ করা হয়। প্রকাশের পর এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
এক সময় নারী পুরুষ এমন কোন প্রবাসী ছিলনা , যে সাথে করে একটা "রান্না খাদ্য পুষ্টি" নিয়ে যায় নাই ।

পুষ্টি বিজ্ঞানী অধ্যাপিকা সিদ্দিকা কবীরের আত্মার মঙ্গল কামনা করছি ।

সাথে আপনার উল্যেখিত আরেকদিন... এর অপেক্ষায় রইলাম ।
শুভ কামনা জানবেন সোহানী ।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

প্রামানিক বলেছেন:

ব্যাপক মজা পাইলাম। ধন্যবাদ ভাই গিয়াস উদ্দিন লিটন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মজা পাওয়ায় আনন্দিত ! অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ।

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

রোকসানা লেইস বলেছেন: টয়েলেটা যাওয়া কি চলছে এখনও? আমি যে লেখাপড়ে পরে গেলাম হাসতে হাসতে উঠতে পারছিনা আর
কোমর ভাঙ্গল না পা বুঝতে পারছি না। ওষুধ কিনতে হলে খরচ লেখক বহন করতে বাধ্য।
মজারুলেখা হাসানোর জন্য ধন্যাপাতা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেদিন ফুটপাতে দেখলাম এক কামেল আদমি হাড়ভাঙ্গার ধন্বন্তরি এক ওষুধ বিক্রি করছে । জোঁকের তেল !
লাগলে জায়গায় বসে আওয়াজ দিয়েন রোকসানা , লেখক খরচ বহন করতে রাজী আছে । :P

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: গিন্নী আপনার আয়ু বাড়ায়ে দিচ্ছে ভাল লাগছে না তাই না X((
=p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেউলিয়া হয়ে গেলে বুঝি আয়ু বাড়ে ?
একই তরীকায় আপনিও বুঝি আমার ভায়রা ভাইয়ের আয়ু বাড়িয়ে যাচ্ছেন ? :P

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫২

সুমন কর বলেছেন: আপনার রম্যগুলো বেশ হচ্ছে..... !:#P প্লাস।

তা ভাবী কি আপনার এ লেখা পড়েছে... :P না পড়লে কাল অফিস থেকে আসার সময় প্রিন্ট করে নিয়ে আইসেন.... ;) আর পড়তে দিয়েন .... :P

তবে র্শত প্রযোজ্য, গৃহশান্তি ভঙ্গ করা যাবে না....

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:

পড়া পড়ির কাথা আর বইলেন না সুমন কর , ফেস বুকে পড়ে আমার ভাত বন্ধ করে দিয়েছে ।

শেষ লাইনটা যে আপনার ভাবীর উদ্যেশ্যে বলা , তা একটু খোলাসা করে দিতেন ? :P

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৫

কাউন্টার নিশাচর বলেছেন: জোস লেখা
মানুষ এত ভালো ক্যামনে লেখে
আমার মনে হয় না গত কয়েক বছরে এত সুন্দর লেখা অন্য কোথাও পড়েছি

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি দেখছি অতিশয় ভাল মানুষ ! প্রশংসায় অকৃপণ ! বাড়িয়ে বলায়ও B-)
অসংখ্য ধন্যবাদ আর শুভ কামনা জানবেন কাউন্টার নিশাচর ।

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৬

প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা। ভাবী সাহেবাকে এই পোস্ট পড়ানো বাধ্যতামূলক।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হুম ! আমাকে ভাতে মারলে , পানিতে মারলে আপনার সুবিধা হয় ! :-P

২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১০

গেম চেঞ্জার বলেছেন: হায় হায়!! আপনি সৃজনশীলতাকে নিরুৎসাহিত করছেন ভাই! B-)) কাজটা ঠিক হলো?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরিক্ষামুলক প্রয়োগের গিনিপিগ হতে কে চায় বলুন , গেম ভাই B-)

২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১০

অভ্রনীল হৃদয় বলেছেন: হাহাহা। দারুণ। বেশ মজা পেলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি মজা পাওয়ায় আমি আনন্দিত বোধ করছি , শুভ কামনা জানবেন অভ্রনীল ।

২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরাই পুরা কোট করার মতো! :)

দারুন রম্য!!! একেবারে ডাইহার্ট ;)

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ আপনার নিতান্তই বাড়িয়ে বলা ভৃগু ভাই । যা আন্তরিকতারও পরিচায়ক ।
শুভ কামনা রইল ।

২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪০

রিকি বলেছেন: সাথে সাথে মুখ দিয়ে স্বগতোক্তির মত রবি বাবুর একটা গান বেরিয়ে এল - ''আমি জেনে শুনে বিষ করেছি পান--'' ।
আমার ধারণা ঠাকুর সাহেব মৃণালিনী দেবীর রান্না করা কচু শাক খেয়ে এই গান লিখেছিলেন ।

গিন্নি বলল - বিড়বিড় কি বলছো ? খেতে কেমন লাগছে ?
বললাম - গোবরের মত ।
গিন্নি ঝামটা দিয়ে উঠলো - ওসব খাওয়ারও অভিজ্ঞতা আছে দেখছি !


ভাবীর কাছে কমপ্লেইন পাঠাবো ওয়েট ভাই !!!!! =p~ =p~ =p~ =p~

নানা পুষ্টির প্রলোভন আর অনুরোধ উপরোধে মাড় জাতীয় ও তরল গলা দিয়ে নামাতে বাধ্য হলাম ।
মানুষ অনুরোধে ঢেঁকী গিলে , পিতা পুত্র কন্যা গিললাম 'রাইচমিল' । স্যুপ !

ফলাফল নোস্পা , ওমিডন , ওমিপ্রাজল , ফ্লাজিল আরও কি কি মিলিয়ে জন প্রতি ৩১৬ টাকার ঐষধ !


শুনেন, এরকম ঘটনার পূর্বাভাস পেলে সবার আগে সব শেষ ট্যাবলেট খাবেন.... ফ্ল্যাজিল----সব সিস্টেম ঠিক। আমি কি ডরাই সখি ভিখারি কচুরে (রাঘবে) নিজে নিজেই বলবেন !!!! B-)) B-)) B-)) B-))

হাসতে হাসতে প্লাস দিয়ে গেলাম। B-)) B-))

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরে খাই আর আগে খাই টাকাটাতো ঠিকই যাবে । কোথায় রাঁধুনিটিকে একটু উপদেশ দিয়ে আমার দেউলিয়াত্ত্ব ঠেকাবেন তা না ।
B-)) B-)) B-)) B-))

২৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪

জুন বলেছেন: কচু কিন্ত খারাপ না গিয়াসউদ্দিন লিটন। আপনি শুধুই ভাবীরে পচাইতে এই রম্য লিখছেন X((
এই জিনিস যদি বিদেশে পোজপাজ করে সাজিয়ে গুজিয়ে একটা খটোমট নাম দিয়ে সার্ভ করতো তাহলে সোনামুখ করে তাই খেয়ে ফেলতেন তারপর ব্লগে এসে তার প্রশংসা করে একটা বিশাল পোষ্ট দিতেন হুহ সব জানি। #:-S তা ভাবীর ফোন নম্বরটা দ্যান দেখি ;)
মজা পাইলাম আপনার রম্যে =p~
+

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক্ষুনি ফোন নাম্বার দিচ্ছি , রান্না বন্ধ করার জন্য আচ্ছা করে বকে দেন ! =p~





কানে কানে কই ! শেষ লাইনের আগের লাইনটি ছাড়া এই পোস্টে অন্য কোন সত্যতা নাই , পণ্যটি কিনতে গিয়েই এই লিখার আইডিয়া মাথায় এলো। =p~=p~

৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

দাড়ঁ কাক বলেছেন: চমৎকার হয়েছে। আরো লিখুন। আপনার রসবোধ ভালো। রম্য লেখক হিসেবে স্বীকৃতি পেতে খুব বেশী দেরী নেই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত বোধ করছি , শুভ কামনা জানবেন সুহৃদ

৩১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: পুত্র-কন্যার মত অাপ্নেও যদি বিদ্রোহ ঘোষণা করেন; তাহলে কেমনে হবে? সিদ্দিকা কবিরের বই পড়ে গৃহকর্ত্রী যে জ্ঞান অর্জন করলেন, তার কী হবে? জাতি হতাশ!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেই জন্যেইতো বিদ্রোহ করিনাই , ধন্যবাদ জানবেন রূপক বিধৌত সাধু ।

৩২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

আরণ্যক রাখাল বলেছেন: মোটেও বাড়াবাড়ি না। যথেষ্ট হেসেছি। বিদ্রোহী ভৃগু ভাইয়ের সাথে এই নিয়ে এখুনি আলোচনাও হলো।
ভৃগু বলেছেন- গিয়াসভাইর ফাটাফাটি রম্যের পর আবার এই নি

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভৃগু ভাইও আপনার মত , আন্তরিকতা বশে আমার বিষয়ে বাড়িয়ে বলেন । =p~
শেষের লাইনটি ক্লিয়ার হলাম না আরণ্যক ।

৩৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

আরজু পনি বলেছেন:

এটা ঠিক না !
আমার মন্তব্যের আগেই থেমে গেলেন !

:(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি লজ্জিত !! ( ৩৬ নং কমেন্ট দ্রষ্টব্য)

৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

মোস্তফা সোহেল বলেছেন: খুব মজার হয়েছে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ।

৩৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল , অনেক মজা পাইলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ কামনা জানবেন সুজন ।

৩৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি লজ্জিত !!!
ব্লগ আমার মনের খোরাক , পেটের খোরাকের উৎসস্থলে সময় দিতে গিয়ে আমি নিরবচ্ছিন্ন ভাবে নেটে থাকতে পারিনা ।
তাই একটানা সকল কমেন্টের রিপ্লাই দিতে পারিনা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার সকল কমেন্টেটরদের নিকট ক্ষমার দরখাস্ত রইল ।

৩৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

তাহসিনুল ইসলাম বলেছেন: হা হা হা
ভালো লাগলো অরম্য :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভাল লাগায় আমি উৎফুল্ল , ধন্যবাদ তাহসিন ।

৩৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

ধমনী বলেছেন: ওই সব কথা আর তুইলেন না ধমনী ভাই , আজ দুই দিন আমার ভাত বন্ধ ! =p~ =p~
-- হায় হায়! দুইদিন কি তাইলে বিরিয়ানি/ রেসিপি চলছে??

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাইরে ! বিরিয়ানিও আর কাঁহাতক খাওয়া যায়
বাঙ্গালীর ভাত না হলে চলে ? =p~ =p~

৩৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১

রানার ব্লগ বলেছেন: ভাই হাসতে হাসতে চোখে পানি এসে গেছে। ধ্যনবাদ, অনেক কস্টের মাঝে একটু হাসি উপহার দেয়ার জন্য।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে লিখার সার্থকতা খুজে পাচ্ছি , ধন্যবাদ রানার ব্লগ ।

৪০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

হাসান মাহবুব বলেছেন: আমাদের দাওয়াত দেন একদিন। আপনার কষ্ট কিছুটা লাঘব হবে, ভাবীও খুশি হবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক্ষুনি চলে আসুন হাসান মাহবুব ভাই ,
শুধু ভাবী খুশী হবে আর আমি বুঝি বেজার ? :((

৪১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

মুনতা বলেছেন: B B-)) ;) :)
দারুণ লেগেছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ মুনতা ।

৪২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

সাদিকনাফ বলেছেন: হা হা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য শুভ কামনা ও ধন্যবাদ সাদিকনাফ ।

৪৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

সাথিয়া বলেছেন: খুব মজার হয়েছে লেখাটি :)
+++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠ , মন্তব্য ও প্লাসের জন্য অনেক ধন্যবাদ সাথিয়া ।

৪৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

ইয়াশফিশামসইকবাল বলেছেন: এটাকেই বলে রম্্য রচনা...কয়েকদিন আগে দিশেহারা রাম ছাগল বলে এক উজবুক এক রম্্য রচনা প্রসব করেছিলো, ছাগল টা এই লেখাটা দেখলে বুঝবে রম্্য রচনা কাকে বলে...পোসটে প্লাস...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দিশেহারা রাম ছাগল নামে কোন ব্লগারের লিখা আমি পড়িনি তাই বলতে পারছিনা ।
আপনাকে ধন্যবাদ ইকবাল ।

৪৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

বাকপ্রবাস বলেছেন: মজাদার :D

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ বাকপ্রবাস ।

৪৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহাহা কিছু শব্দ বেশ মজার......।। ভালো লেগেছে ভাইয়া!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম , অনেক ভাল লাগছে । শুভ কামনা জানবেন ঈপ্সিতা চৌধুরী ।

৪৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

শায়মা বলেছেন: গৃহশান্তি ভঙ্গের আশংকায় এক চামুচ মুখে দিলাম ।
সাথে সাথে মুখ দিয়ে স্বগতোক্তির মত রবি বাবুর একটা গান বেরিয়ে এল - ''আমি জেনে শুনে বিষ করেছি পান--'' ।
আমার ধারণা ঠাকুর সাহেব মৃণালিনী দেবীর রান্না করা কচু শাক খেয়ে এই গান লিখেছিলেন ।



হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাা


ঠিক ঠিক তাই হবে মনে হচ্ছে ভাইয়া!!!!!!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তোমার সাপোর্ট পেয়ে আমার ধারণা বদ্ধমুল হচ্ছে , তা ডুব মারলে কেন শায়মা ?
নিশ্চয় কোন ব্লকব্লাসটার পোস্টের প্রস্তুতি ?

৪৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

শায়মা বলেছেন: ৫ /
বেশ কিছু দিন থেকে গিন্নি একটা ওভেন কিনে দিতে বলছে । আজ কিনে দিলাম ।
তবে শর্ত প্রযোজ্যঃ - আমাকে স্যাম্পল প্রোডাক্ট খেতে বাধ্য করা যাবেনা ।


ভাইয়া স্যাম্পল খাওয়া লাগবেনা আমাদেরকে পাঠায় দাও!!!!!!!!:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠিয়ে দিচ্ছি শায়মা । তবে শর্ত প্রযোজ্যঃ স্যাম্পল প্রোডাক্ট খাওয়ার দু ঘণ্টার ভিতর ' আমি জেনে শুনে বিষ -' বা এ জাতীয় কোন গান গাওয়া যাবে না :P

৪৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ছত্রে ছত্রে রস! এত জীবনঘনিষ্ট রম্য আমি অনেকদিন পর পড়ছি। স্বভাব রসিক না হলে এসব সম্ভব হতো না। এলেখার পর আপনাকে চাক্ষুষ দেখার স্বাদ জাগে 8-|

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যটি আমার কাছে রীতিমত প্রশংসাপত্র !!!
অনেক প্রীতি ও শুভকামনা রইল সুলেখক মাঈনউদ্দিন মইনুল ভাই ।

৫০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

এস কাজী বলেছেন: গিয়াস ভাই আপনের লেখা পড়মু আর হাসমুনা এরকম কি কোনদিন হয়ছে??? লল

আর চুমকির জন্য প্রথমে আমিও কষ্ট পাইতে নিসিলাম। কিন্তু পরে কারো মৃত্যু সংবাদ শুনে আমি এভাবে হাসিনি। লল

ওষুধ রেসিপি বই সব ভাল লাগছে ভাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খুব মনোযোগ দিয়ে পড়েছেন দেখছি !
লিখাটা আপনার আনন্দের খোরাক হতে পেরেছে জেনে লিখার সার্থকতা খুজে পাচ্ছি ।
অনেক শুভেচ্ছা কাজী ভাই ।

৫১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

শায়মা বলেছেন: ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২ ০
লেখক বলেছেন: তোমার সাপোর্ট পেয়ে আমার ধারণা বদ্ধমুল হচ্ছে , তা ডুব মারলে কেন শায়মা ?
নিশ্চয় কোন ব্লকব্লাসটার পোস্টের প্রস্তুতি ?


আরে না, ব্লগ বাস্টার, ক্লক ডাস্টার সব লেখার জন্য আমার ভাইয়ামনি/ আপুনিরা আছে না!!!!!!!!!!!!! আমি আপাতত জীবন যুদ্ধে ক্লাস্টারে আছি!!!!!!!!:)


ডুবাডুবি ডুবাডুবি ভাইয়ু!!!!!!!!!!!! :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরে না, ব্লগ বাস্টার, ক্লক ডাস্টার সব লেখার জন্য আমার ভাইয়ামনি/ আপুনিরা আছে না!!!!!!!!!!!!! আমি আপাতত জীবন যুদ্ধে ক্লাস্টারে আছি!!!!!!!!:)

এই সবে আমরা ভুলছিনা , তুমি পোস্ট না দিয়ে আমাদের ঠকাচ্ছো ,একজন জনপ্রিয় ব্লগারের দুই মাস পোস্ট নাই , এটা কোন কাজের কথা হলো ?
নতুন বছরে তুমিতো বউনিটাই করলে না B-)

এবার কি কোন বই বেরুচ্ছে ? নাকি সৌজন্য কপি দেয়ার ভয়ে শুনাচ্ছো না :P

৫২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

শায়মা বলেছেন: বউনি, বরনি, শ্বাশুড়িনি, শ্বশুরনি কোনোটাই করবোনা ভাইয়ু!!!!!!!!!!!!!!


ঠকো ঠকো --------------- অনেক জিতেছো--------------- এইবার ঠকো!!!!!!!!!! :P দুই, তিন চার, ছয় আট দশেও আর ধস নামবে না মানে পোস্টু লেখা হবেনা !!!!!:(


এবার নো বই ..........ইশ সৌজন্য দিতে আমি ভুই পাই!!!!!!!!!!:(

এমন কথা বলতে পারলে!!!!!!!!!!!!!!!!!!!!! X((

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বউনি, বরনি, শ্বাশুড়িনি, শ্বশুরনি কোনোটাই করবোনা ভাইয়ু!!!!!!!!!!!!!!


ঠকো ঠকো --------------- অনেক জিতেছো--------------- এইবার ঠকো!!!!!!!!!! :P দুই, তিন চার, ছয় আট দশেও আর ধস নামবে না মানে পোস্টু লেখা হবেনা !!!!!:(

এই সব বলে পাঠক দের অনশনে জেতে উস্কানি দিচ্ছ নাকি ? :P

বউনি, বরনি, শ্বাশুড়িনি, শ্বশুরনি কোনোটাই করবোনা ভাইয়ু!!!!!!!!!!!!!!



এবার নো বই ..........ইশ সৌজন্য দিতে আমি ভুই পাই!!!!!!!!!!:(

এমন কথা বলতে পারলে!!!!!!!!!!!!!!!!!!!!! X((


সেটা আমি বিলক্ষন জানি ! শোধ বোধের কোন উপলক্ষ পাই কিনা এজন্য কিছু পরামর্শ পেতে তোমাকে খুজছিলাম । সময় মত পাইনি । আগামীতে পরামর্শ দিয়ে সহযোগিতা করো ।

৫৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭

শায়মা বলেছেন: নো শোধ বোধ ভাইয়াজি!!!!!!!!!! রিনি হইয়া থাকো !!!!!!!!!!! হা হা হা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তার মানে তুমি চাচ্ছো না আমার কোন বই বেরুক ! অক্কে ! :((

৫৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০

শায়মা বলেছেন: হা হা হা কে বলেছে!!!!!!!!!!!!!!!!!


আমি তোমার বই চাই!!!!!!!!!!!!!!!


অবশ্য অবশ্য । তবে গুণীজন নিয়ে বই হলে তা অবশ্য কোনো প্রকাশনীর নিজ দায়িত্ব নেওয়া উচিৎ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শতজনকে নিয়ে , ইচ্ছা আছে । বাকিটা কখনো বলবো ।

যদি কখনো এমন হয় , এর ভুমিকা লিখবে তুমি ।

৫৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

শায়মা বলেছেন: ওকে ওকে তাহাই হইবেক !!!!!!

নো প্রবলেমো ভাইয়ু!!!!!!!!!!!


:) :) :)


অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে!!!!!!!!!:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যস্ততায় সকল কমেন্টের রিপ্লাই দিতে পারিনা । আজ ধনু ভাঙ্গা পন করে বসেছি সব কমেন্টের রিপ্লাই দিয়ে তবে উঠবো । :)
এখন তোমার কমেন্টের রিপ্লাইএর মধ্যমে তা শেষ করলাম । তুমিও ভাল থেকো ।

৫৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

অন্তু নীল বলেছেন: হা হা হা.।.।.।.।.।.।.।.।
চমৎকার লেখা। খুব ভালো লাগল।

তবে, ডালের ইতিহাসে বোধহয় হলের এবং মেসের দালগুলো সর্ণ্বাক্ষরে লেখা থাকবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভাল লাগায় আনন্দিত । ধন্যবাদ অন্তু ।

৫৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: হাহাহাহা ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাহসিনের হাসি দেখে ভাল লাগছে , ধন্যবাদ জানবেন ।

৫৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা মজা হয়েছে। সিরিয়ালের কি দোষ ভাই? বাংলা চ্যানেলের প্রোগ্রাম দেখতে বসলে এমন অ্যাড শুরু হয়, আগে কি দেখছিলাম সেটাই ভুলে যাই। সিরিয়ালও বিরক্তিকর অবশ্য। আসলে দেখার মত কিছু এখন নেই। আগেই ভালো ছিলাম। দুইটা একটা চ্যানেল। অল্প চয়েজ । ভালো বিনোদন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেশী চ্যানেলের কথা আর কি বলব , এরা বিজ্ঞাপনের ফাঁকে ফাকে অনুষ্ঠান প্রচার করে ।
আগে খবরটা দেখতাম , এখন সেন্সরশিপের কারণে তাও দেখতে ভাল লাগেনা ।
মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন তনিমা ।

৫৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

নাজমুস সাকিব রহমান বলেছেন: হা হা হা। পড়ে খুবই আনন্দ পেয়েছি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার হাসিতে আমারও আনন্দ হচ্ছে , শুভেচ্ছা নিবেন সাকিব ।

৬০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মজার পোস্ট, পড়ে আনন্দ পেলাম। +++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর আপনার উপস্থিতিতেও আনন্দ পেলাম , ধন্যবাদ বোকা মানুষ বলতে চায় ।

৬১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

নীলপরি বলেছেন: পড়তে দারুন লাগলো । :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন নীলপরি ।

৬২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

-দীপু বলেছেন: সবগুলোই চমেতকার :) তয় ৫ নাম্বারটা মাথার উপ্রে দিয়ে গেলু গিয়াস ভ্রাতা ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শর্ত - ওভেনে যেসব রেসিপির চর্চা চলবে , পরীক্ষামূলক ভাবে ওসব আমাকে যেন না সাধা হয় বা খেতে বাধ্য করা না হয় । =p~

৬৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: দিলাম ২৯তম লাইক । আমার ব্লগে আসবেন । :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যস্ততায় অনেকের ব্লগে সব সময় যেতে না পারলেও , আমার কমেন্টেটর দের কমেন্টের রিপ্লাই দেয়ার আগেই আমি সাধারণত তাঁদের ব্লগ থেকে ঘুরে আসি ।
আপনার কাব্য গ্রন্থ 'হৃদয়মালতী'র মোড়ক উন্মোচনের সংবাদে আনন্দিত !
সাফল্য কামনা করছি বই ও লিখকের ।

৬৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

মধুমিতা বলেছেন: অনেকদিন পর অসাধারণ রম্য পেলাম। =p~ =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়ে মন্তব্য করে গেলেন , অনেক ধন্যবাদ মধুমিতা ।

৬৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

সুলতানা রহমান বলেছেন: রান্না করতে ভালবাসা -এইটা একটা গুণ।সে হিসেবে এই গুণ আপনার স্ত্রীর থাকায় আপনি ভাগ্যবান।
মাঝখানে আমাকে কিছুদিন একা থাকতে হইছিলো, আমি শুধু কফি গিলে ছিলাম। আমার কাছে মনে হয়, দরকার হলে খাবোনা বা যেমন তেমন হলেই হবে তারপরও এই কাজ করতে পারবোনা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নারী পুরুষ নির্বিশেষে সকলেরই সামান্য হলেও রান্না শিখে রাখা ভাল । আফসোস আমিও আপনার মত , একটা ডিমও ভাজতে পারিনা ।

একবার ভাত রান্নার অপচেষ্টা করেছিলাম , পানি দিতে হয়েছে তিন বার ।
পরে দেখি সব ভাত পাতিলে আঁটে না :(

৬৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৯

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: =p~ =p~ =p~

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি কইত্থেইকা বাইরাইলেন মলিন ভাই , পুরা দেড় বচ্ছর আপনারে দেখিনা । B-)

৬৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

নেক্সাস বলেছেন: হাসটে হাসতে শেষ আমি। ভাবি রে কইয়েন আঁই কচু শাক ভালা খাই

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আম্নের ভাবিরে আম্নের লাই এক বাডি রাইক্তে কমু :P

৬৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:২৯

সাকিল আল মামুন বলেছেন: ভাল লাগল

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ সাকিল ।

৬৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
বাঙ্গালীদের বিভিন্ন অর্জনমূলক পোস্ট দিতে দিতে এত দেখি "হাসির এটম বোম" লিখে ফেলেছেন। =p~

শুভেচ্ছা রইলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সালাহউদ্দীন ভাই , আমি মুলত এ লাইনের মানুষ । প্রবাসী গুণীজন সিরিজটা শেষ করতে পারছিনা , তাই ফাঁকে ফাঁকে এই সবও চালিয়ে যাচ্ছি ।
আপনার জন্যও শুভেচ্ছা ।

৭০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কোথায় ছিলামরে আমি !!!!!!! এত সুন্দর কি করে লিখেন !!! আরো লিখুন, অসাধারণ হয়েছে, মুগ্ধ আমি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিরাট শরম দিলেনরে !!!!!!!
ধন্য হইলামরে !!!!!! =p~

৭১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৯

গোধুলী রঙ বলেছেন: সকাল বেলা খাটে চিত হয়ে এইটা পড়তেছি আর শরীর কাপিয়ে হাসতেচি, বউ কয় খাট কাপে ক্যান,ভুমিকম্প হয় নাকি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিতো বিরাট রসিক আছেন !!!
আপনার মন্তব্য পড়ে আমি হাসতেই আছি :D =p~

৭২| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৬

অর্বাচীন পথিক বলেছেন: আমি হাসে হাসে শেষ ;)

ভাবি ভীষণ মজার মানুষ :-P

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ''শেষ'' হয়ে যাওয়ার সংবাদটি অনেক দেরীতে নজরে আসায় দুঃখ প্রকাশ করছি ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভ কামনা ।

৭৩| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আহা! একটা পোষ্ট পড়লাম বটে,
উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছি না।

প্রিয়তে

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী , অতি নিন্ম মানের এক লিখকের ততোধিক নিন্মমানের লিখা প্রিয়তে নেয়ায় সন্মানিত বোধ করছি ।
লজ্জিত ও !
শুভ কামনা জানবেন সিস ।

৭৪| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১:৪২

আলোরিকা বলেছেন: :) :D =p~ =p~ =p~ ----------- এই পোস্ট কেন আগে পড়িনি !!

২০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আলোরিকা ।

৭৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

নীল-দর্পণ বলেছেন: হা হা হা হা……স্যাম্পল প্রোডাক্ট! =p~ হাসতে হাসতে শেষ কান্ডকীর্তি পড়ে। আমার বাসায় বাবা আর ভাইয়া হচ্ছে আমার স্যাম্পল প্রোডাক্ট দেখার মানুষ। বাবার মেয়ে যা রান্না করে বাবার কাছে তাই অমৃত লাগে! আর ভাইয়াও আমার খুব ভাল গিনিপগ। B-)

২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খুব খেয়াল রাইখেন, এঁরা হয়তো কন্যা,ভগ্নির মনে কস্ট দিতে চাইছেনা =p~ =p~

৭৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

নীল-দর্পণ বলেছেন: একদম পঁচা কথা বলবেন না বলছি :((
হা হা হা……আব্বার বিচার তেমন নিরপেক্ষ না হলেও ভাইয়ারটা মোটামুটি নিরপেক্ষই হয়।
ভুল ত্রুটি থাকলে সেটা খুব সুন্দর করে বলে (হাদিসে নিষেধ আছে সরাসরি খাবারের ভুল ধরা বা বদনাম না করা, ও সেটা মানে) । আর আমিও অনেকটা বুঝে যাই ও খাওয়া দেখলে। :)

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ও আপনি তাহলে টেবিলে খাবার দিয়ে সবাইকে হাদিসটা মনে করিয়ে দেন ? =p~
এর জন্যই আপনার রান্না ভাল হতে বাধ্য :)

৭৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

মলাসইলমুইনা বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাই (আপনার নামের প্রথম আর শেষ অংশের নাম আমার নিজেরই বন্ধু আছে | আর মধ্যে অংশ নামের শেষ অংশ দেখে এখানে এক বাংলাদেশিকে আমি মিস্টার উদ্দিন নাম এড্ড্রেস করতে শুনেছি ! শিওর হতে পারলাম না আপনার কোন অংশ ছোট করে বললে কারেক্ট সম্বোধন হবে |তাই পুরো নামেই ...), সুবাসতো আর ঢেকে রাখা যায় না আপনার দুর্ধর্ষ আগের লেখার অনিঃশেষ সুবাস অনেক পরে এসেও পেলাম দারুন ভাবে | দাঁত থেকেই যেন দাঁতের মর্যাদা বুঝতে পারেন সেই কামনা | ভাবীর রান্না বান্না কোনো কিছু নিয়েই আর কিছু বলা চৈলতো ন | দারুন ভালো লাগার লেখা পরে আমি ধন্য, বাদ আপনিও না নিশ্চই জানবেন |

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাবীর রান্না বান্না কোনো কিছু নিয়েই আর কিছু বলা চৈলতো ন | নিলু আপুর মত হাদিস মনে করিয়ে দিলে কেমনে চলবো ?

৭৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৬

নীল-দর্পণ বলেছেন: হা হা হা…কিভাবে আমাকে পঁচানোর চেষ্টা করে যাচ্ছে। আমি রেগে গেলে কিন্তু রান্না করে দাওয়াত করে বসবো একদম…হু… :P

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মারাত্মক হুমকি! =p~ মাফ করে দেয়া যায়না আপু? :-P

৭৯| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৬

মানিজার বলেছেন: হা: হুঃ হাঃ হাঃ :-P

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপু আমাকে হুমকি দিচ্ছে আর আপনি মজা লন ? :-P

৮০| ২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

নীল-দর্পণ বলেছেন: নো নেভার।
চিকেন ফ্রাই আর রুই মাছের চপ নিয়ে আসছি শিঘ্রই ইনশাআল্লাহ। দাওয়াত রইল আপনার। উপস্থিত থাকা বাধ্যতামূলক। ;)

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নানা আমি খাওয়া দাওয়া ইদার্নিং ছেড়ে দিয়েছি। সাধু সন্ত হবার চেস্টায় আছি আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.