নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

বেগুণ, মূলা সমাচার :)

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৬





১/
মফস্বলের মিষ্টি দোকানে , বিশাল পাতিলে রসে ভাসা রসগোল্লা দেখা যায় । খেতে অতিসুস্বাদু । বানানোর পর ঢাকনা দিলে গরম ভাপে মিষ্টি ভেঙ্গে যায় । তাই মিষ্টি বানিয়ে সারা রাত উন্মুক্ত রাখা হয় । যেসব কর্মচারীরা বেশি রাত পর্যন্ত কাজ করে তারা রাতে দোকানে থাকে ।
দোকানে থাকা কর্মচারীদের মালিকের একটা অত্যাবশ্যকীয় হুকুম তামিল করতে হয়। চাকরী বাঁচিয়ে রাখতে হলে কর্মচারীদের এই হুকুম ফরজ জ্ঞানে পালন করতে হয় ।
হুকুমটা হল - সকালে সবার আগে যে ঘুম থেকে উঠবে , মিষ্টির পাতিলে পড়ে থাকা মরা ইঁদুরগুলি সে ই সরাবে ।


২/
আমার কামলাক্ষেত্রের পাশের এক চা দোকান থেকে নিয়মিত চা খাই ।
এরা গরুর দুধের ভাল চা বানায় । একদিন চা খাওয়ার পর পেটে হালকা ব্যথা অনুভূত হল । দুষ্টুমি করে চা দোকানের পিচ্চিটাকে বললাম , রাতে বোধ হয় তোদের দুধের পাতিলে ইঁদুর পড়েছিল ।
পিচ্চি কিছুটা বিরক্ত ! এই সব কি বলেন ? ইঁদুর পড়বো কইত্থেইকা ?

কয়েকদিন পর আবারে মৃদু ব্যথা ,দুষ্টুমি করে আবারো একই প্রশ্ন , আবারো একই উত্তর ।

এর ৫/৭ দিন পর পুরনো উপসর্গের কারণে আবারো পিচ্চিকে বললাম , আজকেও তোদের দুধে ইঁদুর পড়েছে ।
পিচ্চিটা লাজুক হেঁসে বলল , - পইত্তেক দিন মামায় কেমনে যে ধইরা ফালায় ! !
পিচ্চির কথা শুনে পেট গুলিয়ে উঠলো , অনেক কষ্টে বমন ঠেকালাম ।

৩/

আসলে আমরা আমজনতা অনেক কিছুই ''ধইরা পালাই''।
সাগর রুনি হত্যা , শেয়ার বাজার লুট , বিডিআর হত্যা , রিজার্ভ ব্যাংক চুরি সহ ইত্যাকার শত ঘটনা আমরা ''ধইরা পালাই''তে পারলেও দাদার মত বলতে পারিনা ।

দাদা যা ''ধইরা পালাই''ছেন তা বলতে দ্বিধা করেন নি ।
অতি গুণবান এই দাদা এক সময় জয়নাল হাজারীর আতিথ্য গ্রহণ করেছিলে । স্কটিশ সুরা আর সাকীতে তিনি এতই মাতোয়ারা হয়ে গিয়েছিলেন যে , আনন্দের আতিশয্যে জয়নাল হাজারীকে মহা পুরুষ উপাধী দিয়ে বসেন । এক বসাতেই লিখে ফেলেন হাজারীর কি একটা বইয়ের ভুমিকা ।

এহেন গুণী দাদাকে বেগুণ জ্ঞান করা প্রধান মন্ত্রীর মুলা ঝুলানো টেকনিক তিনি ''ধইরা পালাই''ছেন । ক্ষোভটা পুষিয়েও রাখেন নি । চাউর করে দিয়েছেন খোমা বইয়ে ।

তিনি লিখেছেন , 'তারপর ১৫ বছর কেটে গেছে। এর মধ্যে আট বছর কেটেছে শেখ হাসিনার সরকারের। শেখ হাসিনা স্বাধীনতা পদকের মুলোটি আমার নাকের ডগায় ঝুলিয়ে রেখেছেন। কিন্তু কিছুতেই সেটি আমাকে দিচ্ছেন না। উনার যোগ্য ব্যক্তির তালিকা ক্রমশ দীর্ঘ হতে হতে আকাশ ছুঁয়েছে। কিন্তু সেই তালিকায় আমার স্থান হচ্ছে না।'
'আমাকে উপেক্ষা করার বা কবি হিসেবে সামান্য ভাবার সাহস যার হয়, তাঁকে উপেক্ষা করার শক্তি আমার ভিতরে অনেক আগে থেকেই ছিল, এখনও রয়েছে। পারলে ভুল সংশোধন করুন। অথবা পরে এক সময় আমাকে এই পদকটি দেয়া যাবে, এই ধারণা চিরতরে পরিত্যাগ করুন।'

উনার স্ট্যাটাস পড়ে যা বুঝলাম , শেখ হাসিনা ইচ্ছা করলেই যাকে তাকে পদক দিচ্ছেন , ''আকাশ ছোঁয়া'' লিস্টিতে অন্তর্ভুক্তদের নাকের ডগায় মুলা ঝুলিয়ে প্রলোভিত করে নানা কর্ম হাসিল করে নিচ্ছেন । দাদার নাকের ডগায়ও ১৫ বছর মুলা ঝুলিয়ে রেখেছিলেন ।

৪/
লিখাটা শেষ করে দিলাম । কারণ , জানার সংকীর্ণ ব্যাপ্তি আর দুর্বল স্মৃতি ধারীদের দিয়ে লিখা লিখি হয় না । আমাকে দিয়েও হবে না । আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেও একটা বিষয় মনে করতে পারছিনা যে , মুলাটা কোন প্রাণীর নাকের ডগায় ঝুলানো হয় ?




মন্তব্য ৮৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন: "মুলোর ঝুটি ঝুলিয়ে নাকে, আর কি গাধা ঝিমিয়ে থাকে ---------!!!!" :-/

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে পড়ে আমার প্রশ্নের উত্তরটি আমার মনে আসি আসি করছে !
আপনাকে অনেক ধন্যবাদ কামরুন নাহার বীথি ।

২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন: কি ইমো দিলাম আর কি ইমো আসলো!!!
এই টাচ স্ক্রিন হয়েছে আরেক যন্ত্রণা!!!

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনের স্ক্রিনে আমি কিন্তু আপনার দিতে চাওয়া ইমো'টাই দেখতে পাচ্ছি । B-)

৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৩

খোলা মনের কথা বলেছেন: অনু গল্প গুলো সুন্দর হয়েছে। মজা পেলাম খুব। ভাললাগা জানবেন লিটন ভাই

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত বোধ করছি , ধন্যবাদ জানবেন খোলা মনের কথা ।

৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: না পড়িয়া চলিয়া গেলাম। B-) B-)
বেগুনে এলার্জি আছে।
কেমন আছেন ভাই?

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি এসেছেন , এতেই আমি ধন্য !
শুভ কামনা রইল শাহরিয়ার কবীর ।

৫| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৭

সোহানী বলেছেন: আসলে আমরা আমজনতা অনেক কিছুই ''ধইরা পালাই''।
সাগর রুনি হত্যা , শেয়ার বাজার লুট , বিডিআর হত্যা , রিজার্ভ ব্যাংক চুরি সহ ইত্যাকার শত ঘটনা আমরা ''ধইরা পালাই''তে পারলেও দাদার মত বলতে পারিনা ।

:P :P আপনি নাই!!!!!!!!! দাদারে ও ধরা্য়া দিলেন!!!!!!!!!

আর মিস্টি খামু না.........

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমোদিত হলাম সোহানী ।
মিষ্টি খেতে পারেন , যারা মিষ্টির পাতিল গ্লাসের শোকেসে রাখে তাদের :P

৬| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৮

শায়মা বলেছেন: তুমি দেখি ইঁদুর বিশেষজ্ঞ!!! :P

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সাথে ওই দোকানে চায়ের দাওয়াত ।

৭| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

সুমন কর বলেছেন: B-) B-) এক আর দুই পড়ে, হাসুম না কান্দুম......বুঝতে পারছি না..!! ভাগ্যিস গরুর দুধের চা খাই না.. :`>

লেখাটি পড়ে আজ একটু হাসলাম। ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওকে আপনি রসগোল্লাটাই চালিয়ে যান , দুধের ঘাটতি পুষিয়ে যাবে ! B-)

৮| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২০

গুলশান কিবরীয়া বলেছেন: হায় হায় , ভেবেছিলাম বাংলাদেশ গিয়ে অনেক মিষ্টি খাবো , টং দোকানে চা খাবো :( দিলেন তো বারোটা বাজিয়ে ।
মূলার আশায় যে থাকে সে তো গা.............................................ধা :P

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশ্যই দেশে এসে এসব খাবেন ! শরীরে প্রাণীজ আমিষের ওতো দরকার ! :P

মূলার আশায় যে থাকে -----
তবেকি গুণ'দা নিজেকেই নিজে -------

৯| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মুলা ঝুলানোটা বুঝলাম বেগুন বুঝতে পারিনি মোটা মাথায় অনেক কিছুই ঢুকেনা। গল্পগুলো সেইরকম হইছে।

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখায় দুটি ভেজ'এর নাম এসেছে , একটার নামে শিরোনাম দিয়ে আরেকটাকে নারাজ করতে চাইলাম না ।
শুভেচ্ছা নিন মাহমুদুর রহমান সুজন ।

১০| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৮

তেলাপোকা রোমেন বলেছেন: পইত্তেক দিন মামায় কেমনে যে ধইরা ফালায় ! !

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :P :P :P :P

১১| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:৫২

অপু দ্যা গ্রেট বলেছেন: ধরিহালাইছি :P ;) B-)

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছাইরেন না ! :P ;) B-)

১২| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাথা করে ভোঁ ভোঁ
একি দিলে তথ্য!!!
ঠিক করে বলো ভায়া
মিস্টির ব্যপার কি সত্য??? X( X(( :( /:) B:-) B:-/

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি করি আজ
ভেবে না পাই
আমি বুঝি
শুধু মিছাই?

মিছে নয়
এক রত্তি
যা বলছি
সব সত্যি ।

ভাই দাদা বলে তুমি
ময়রাকে পুঁছো ,
মিষ্টিতে ইদুর কেন
সময়ে পড়ে ছুঁচোও ।

১৩| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২১

রাজু বলেছেন: হা হা হা

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে রসগোল্লা আর দুধ চা'এর দাওয়াত রাজু ।

১৪| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো তো। :)

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ।

১৫| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৯

শায়মা বলেছেন:

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৫

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সাথে ওই দোকানে চায়ের দাওয়াত ।



ইয়াক!!!!!!!!!!!!!!! থু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থুথু থু!!!!!!!!!!!!


তোমার চা তুমি খাও!!!!!!!!!!!!!!! X((

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমিতো থুথুর বন্যা বয়ে দিচ্ছ !
বুচ্ছি ! রসগল্লাটাই তোমার ফেবারিট , তোমাকে রসগোল্লার দাওয়াত ! =p~

১৬| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: পিচ্চিটা লাজুক হেঁসে বলল , - পইত্তেক দিন মামায় কেমনে যে ধইরা ফালায় ! ! :-P

পুরা জাতির নাকের সামনেই মূলো ঝুলছে...!!!! :P



১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
ভৃগু ভাই , তবেকি তারা পুরা জাতীকে গাধা ভাবছে ?


(ব্যস্ততায় রিপ্লাই দিতে দেরি হচ্ছে , আমি লজ্জিত । )

১৭| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সবই ঠিক আছে। কিন্তু আমার অতি স্বাদের মিষ্টি খাওয়ার ইচ্ছেটা চিরতরে উবে গেলো!

১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চালিয়ে যান শামীম ভাই , ইন্দুরের মধ্যেও ভাইটামিন আছে :P

১৮| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯

মনিরা সুলতানা বলেছেন: :) B-) =p~

১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনিরা'পু কি রসগোল্লা খেয়ে হাসছেন ? :) B-) =p~ :) B-) =p~

১৯| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০

বিজন রয় বলেছেন: হা হা হা ..............

আপনার ভিতরে অনেক হিউমার আছে।
+++++

১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ বিজন রয় ।

২০| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

শায়মা বলেছেন: থু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কিচ্ছু খাবোনা!!!!!!!!!!!!!!!

খবরদার!!!!!!!!!!!!!!!!!! X((

১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: করছো কেন থু থু
খেয়েছো কি বকের গু ?

২১| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @শায়মাঃ
আমি ফেলি ছেপ
আর তুমি ফেলো থুতু;
ভৃগু ভায়া বমি করে
গড়ায়ে লুটুপুটু।

দাওয়াত দিয়ে লিটনদারে
আনাও তোমার বাড়ি;
সবে মিলে জাপটে ধরে
গিলাও পুরো হাড়ি।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি বলেন আমি নাকি
যাইনা আপনার পোস্টে ,
তবে আমার কমেন্ট গুলি
করে বুঝি গোস্টে ?


শায়মার দাওয়াতে
থাকবেন আপনি সাথে
হাড়ির সব মিষ্টি আপনায়
খাওয়াবো নিজ হাতে ।

২২| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪

গুলশান কিবরীয়া বলেছেন: কবি গুণ আমার খুবই পছন্দের একজন । আমার মনে হয় না উনি মূলার আশায় বসেছিলেন । কি জানি এটা আমার ধারনা ।
আমার কাছে মনে হয় প্রকৃত সৃজনশীল মানুষ মূলার আশায় থাকে না ।তারা মনের সুখে বপন করে সোনার ফসল , তৃপ্ত করে বহুল ভাবে সবাইকে আর সেটাই সেই সকল গুণীদের তৃপ্তি অথবা প্রাপ্তি । শিল্পকর্মের মূল উদ্দেশ্য যদি হয় এ্যাওয়ার্ড পাওয়া , তাহলে সেই শিল্পকে আমার কাছে শিল্প মনে হয় না । সে শিল্প খাঁটি নয় , সে শিল্প তৈরি হয়েছে পাওয়ার আশায় , প্রাণের ছোঁয়া সেখানে থাকে না ।

আর এও সত্য যে এরকম শিল্পী বিরল এই প্রতিযোগিতার যুগে । এখন দেখা যায় শিল্পী নাম ধারি অনেক প্রতিযোগী রয়েছে কিন্তু আসল শিল্পী নেই । তবে মাঝে মাঝে দেখা যায় ভিড়ের মাঝেও জ্বলজ্বল করে জ্বলছে প্রকৃত শিল্পী । সেই শিল্পিকে চেনার মত ভালো চোখও দরকার । নাহলে সেই জ্বলন্ত আগুন নিভে যায় ধীরে ধীরে । একজন গুণী শিল্পিকে সৃষ্টিকর্তা অতি যত্নে সৃষ্টি করে ।

অনেক ধন্যবাদ আপনার প্রতিউত্তরের জন্য । অনেক ভালো থাকবেন । :)

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম , এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ।'' কবির এক অসাধারণ বানী । উনি আমারও পছন্দের কবি , পছন্দ করি দেখেই এই পোস্ট !
কারণ উনার স্ট্যাটাসটি আমার ভাল লাগেনি ।

দেরীতে রিপ্লাই দেয়ার ত্রুটি মারজনা করবেন ।

২৩| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

নেক্সাস বলেছেন: আসলে আমরা আমজনতা অনেক কিছুই ''ধইরা পালাই''।
সাগর রুনি হত্যা , শেয়ার বাজার লুট , বিডিআর হত্যা , রিজার্ভ ব্যাংক চুরি সহ ইত্যাকার শত ঘটনা আমরা ''ধইরা পালাই''তে পাারি।

শুধু ঘুমের ভয়ে বলতে পারিনা

রাজা তুই ন্যাংটো

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্য , অনেক ধন্যবাদ নেক্সাস ভাই :P

২৪| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

ফেরদৌসা রুহী বলেছেন: আমরা আম জনতা অনেক কিছুই ধইরা ফালাই কিন্তু কইতে মানা :#)

আর উপরে কি কইলেন এসব , মিষ্টি, চা ইয়াক। দিলেন তো মিষ্টি খাওয়ার বারোটা বাজাইয়া :((

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চালিয়ে যেতে পারেন রুহী , ইঁদুর আমিষের ভাল জোগানদার হওয়ার কথা :P

২৫| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

মহা সমন্বয় বলেছেন: আসলে আমরা আমজনতা অনেক কিছুই ''ধইরা পালাই''। B-)

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিন্তু ''ধইরা ফেলা'' আর প্রকাশ করার মাঝে মহা সমন্বয় তো অনেক দূর সমন্বয়ও করতে পারিনা । B-)B-)

২৬| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৩

ভারসাম্য বলেছেন: বেগুণদা পদক না পেলেও মূলো যে পেয়েছিলেন এটাইবা কয়জন পায়! আমরা এখন সবই ধইরা পালাই। এখন যেমন রাখাল রাজার বলির পাঁঠা হওয়াকেও ধইরা পালাইছি!! :P

++++

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার বলেছেন ভারসাম্য , ধন্যবাদ জানবেন ।

২৭| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৬

ঢাকাবাসী বলেছেন: দারুণ লাগল। ছবিতে মুলা নাই খালি বেগুন!

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভাল লাগায় আনন্দিত ! শুভ কামন আজানবেন ঢাকাবাসী ।

২৮| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: আমিও পদক পাইতে পারি, এমন একটা মুলা আমিও পাইছি। গুনদার দোষ দিয়া আর কী লাভ :((

২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সস্তায় পাইলে আমার জন্যও একটা দেইখেন ! সেকেন্ড হ্যান্ড হইলেও চলবো । :P

২৯| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৪

উল্টা দূরবীন বলেছেন: রসগোল্লা আর দুদ চা খামু না। ইন্দুরের কসম।

২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইন্দুরের কসম ???? :P

৩০| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮

হাসান মাহবুব বলেছেন: আমি সেদিন ত্রিরত্নের নৌবিহারে পড়লাম তারা যখন রান্নাঘরের যাবতীয় খাদ্যদ্রব্য দ্বারা আইরিশ স্ট্যু বানাচ্ছিলো, তখন কুকুর মন্টমোরেন্সি একটা ইঁদুর বাগিয়ে নিয়ে এলো। প্রোটিনই তো, এবা করেন ক্যা! =p~

২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইঁদুর যে প্রোটিনের জোগানদার সেকথা আমিও বলেছি হাসান ভাই =p~

৩১| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১১

গেম চেঞ্জার বলেছেন: খালি মফস্বলে না, ঢাকায়ও অভাব নাই এইরকম দোকানের/হোস্তেলের। :||

২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইঁদুর মনে হয় হোটেলের অত্যাবশ্যকীয় উপাদান গেম্ ভাই =p~

৩২| ২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

কল্লোল পথিক বলেছেন:






বাহ!চমৎকার লিখেছেন।

২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ কল্লোল দা ।

৩৩| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১

প্রামানিক বলেছেন: আমি মিষ্টির পাগল তবে ইঁদুরের কারনে নাকি মিস্টি আরো সুস্বাদু হয়। মিস্টিতে বেশি বেশি ইঁদুর পড়ুক মিস্টি আরো সুস্বাদু হোক।

২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রামানিক ভাই , আপনার মত আমিও সৈয়দ মুজতবা আলীর ভক্ত । তিনি বলেছেন ,''না জেনে খেলে শূকরের মাংশ খেতে ভালই লাগে ।''

৩৪| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০

কালীদাস বলেছেন: লেখাটা ভাল হৈছে, পৈড়া হাসলাম। রুপকগুলা ভাল হৈছে।
পদক যেই কয়টা আছে আর যেগুলান পায়, সবকয়টা ইন্টারেস্টিং। বাইছা বাইছা সব বিখাউজ আবালগুলারে কেমনে দেয় সেইটা নিয়া এককালে চিন্তা করতাম।

২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শেষ পর্যন্ত উনিও একটা বাগিয়েছেন । =p~

৩৫| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

তার আর পর নেই… বলেছেন: এত বছর মিষ্টি খেলাম,
এত বছর পর আপনি বললেন, মিষ্টিতে ইঁদুর থাকে!
আর কত এরকম কথা জানবো!
আর কত!
কেউই বলেনি কোন প্রাণীর নাকে মুলো ঝুলানো হয়!
কেউ বলে নি।


নির্মেলেন্দু গুণের কবিতা আমার ভালো লাগে, মানুষের ধৈর্য্যের বাঁধ ভাঙতে পারে। অনেক সময় নিজের প্রাপ্য না পেলে খারাপ লাগে। এ ক্ষেত্রে চাওয়াটা ছেলেমানুষি হয়ে গেছে।

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানুষের ধৈর্য্যের বাঁধ ভাঙতে পারে। অনেক সময় নিজের প্রাপ্য না পেলে খারাপ লাগে। এ ক্ষেত্রে চাওয়াটা ছেলেমানুষি হয়ে গেছে।
সুন্দর বলেছেন ।

৩৬| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৩

নীলপরি বলেছেন: পড়তে দেরী হয়ে গেলো । তবে ভালো লাগলো ।

২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেরি হওয়ায় কন সমস্যা নাই , ভাল লাগায় আনন্দিত !!
ধন্যবাদ পরি ।

৩৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

ফারিহা নোভা বলেছেন: ৫ম বর্ষ পূর্তির শুভেচ্ছা।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিষয়টি আপনি প্রথম নজরে আনলেন ,এই নিয়ে আজ একটা পোস্ট দিয়েছি । অনেক শুভ কামনা জানবেন নোভা ।

৩৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

আবু শাকিল বলেছেন: লিটন দা সামুতে ৫ বছর ত কাটিয়ে দিলেন :)
বর্ষ পূর্তির শুভেচ্ছা জানবেন।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবু শাকিল ভাই , অনেক ধন্যবাদ জানবেন ।

৩৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: পোস্ট তো পড়েছি মেলাদিন অাগে! মন্তব্য করা হয়নি! ক্যামনে কী! ব্লগে পঞ্চম বর্ষপুর্তিতে শুভেচ্ছা ।

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এমত আমারও হয় ,অনেক সময় মোবাইল থেকে পড়ি ,কমেন্ট করা হয়না ।
অনেক ধন্যবাদ রূপক দা ।

৪০| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এমত আমারও হয় ,অনেক সময় মোবাইল থেকে পড়ি ,কমেন্ট করা হয়না ।
অনেক ধন্যবাদ রূপক দা ।

০২ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: B-)

৪১| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৫

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল লিটন ভাই। :)

০৩ রা জুন, ২০১৬ বিকাল ৫:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও শুভেচ্ছা নিন সাবির ভাই ।

৪২| ১১ ই জুন, ২০১৬ রাত ১:৪২

রক্তিম দিগন্ত বলেছেন: ভাই, কুতি আছেন? কিমুন আছেন?

প্রবাসী জ্ঞানী-গুণি নিয়া পইড়া থাইকা কী স্বদেশী জ্ঞানী-গুণী[ B-)) ] ছুডু ভাইডারে ভুইল্লাই গেছুইন???? /:)


যাউকজ্ঞা, আমারও কয়দিন ধইরা দোকানের চা নিয়া সন্দেহ লাগতেছে - আইসা ইন্দুর পরীক্ষাটা কইরা দিয়া যাইন!!! :-B

৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালা আছি রক্তিম ভাই । ইন্দুর কিন্তু চায়নাদের প্রিয় , প্রচুর ভাইটামিন আছে । চালায়া জান , আমিষের চাহিদাও মিটবো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.